এ মেয়ে এখনো গুরুর এডিটর শেখেনি। তাই আমাকে লিখে পাঠালো। আমি ঠিকঠাক করে লেখাটা পাঠিয়ে দিয়ে বললাম, এইখান থেকে ঐখান পর্যন্ত পেস্ট করে দে, তো এখন দেখছি পুরো মেলটাই পোস্ট করে দিয়েচে। ঃ-))
r | ১০ ডিসেম্বর ২০০৮ ১৫:০২ | 198.96.180.245
আমিও বাপের জন্মে শুনি নি, কিন্তু মেয়ের জন্মে শুনেছি। ;-)
san | ১০ ডিসেম্বর ২০০৮ ১৫:০২ | 12.144.134.2
সাহানা, থ্যাংকিউ।চারটে এর ব্যাপারটা ইন্টারেস্টিং।
আপনি ইংরিজিতে উত্তর দিলেও আমি আনন্দিত হয়ে পড়ে ফেলবো। অবশ্য অতটা লেখার সময় না থাকলে আলাদা কথা।
h | ১০ ডিসেম্বর ২০০৮ ১৪:৫৮ | 203.99.212.224
আমি বাপের জন্মে এইসবের নাম ই শুনি নি। কি আপদ। মাইরী। হুইস্কি/রেড ওয়াইন গত সংগ্রামী ঐক্য ভুলে স্টইক প্যাঁক দিচ্ছে। এইজন্যেই ফ্রন্ট গড়তে নেই।
sahana | ১০ ডিসেম্বর ২০০৮ ১৪:৫৬ | 117.195.196.194
স্যান এর প্রশ্নগুলোর উত্তর একবারেই দেওয়ার চেষ্টা করছি,
emotional intelligence মানে একজন ব্যক্তির জন্মগত প্রাপ্ত আর পরিবেশগতভাবে অর্জিত ক্ষমতা যার দ্বারা সে অবেগগতভাবে চারটে বিষয়ের কারন অনুসন্ধান করতে পারেঃ ১। আবেগ কে পারসিভ করতে পারা( নিজের ও অপরের) ২। আবেগ কে চিন্তার সাথে ইনটিগ্রেট করতে পারা ৩। বহমান আবেগকে গ্রহণ করা এবং বুঝতে পারা এবং ৪। অবস্থা বুঝে আবেগকে পরিচালনা করা(ম্যানেজ করা)
মানে চারটে A ঃ Awareness, Acceptance, Attitude, Action
EQ নিয়ে ভালো বই লিখেছেন ড্যানিয়েল গোলমান।
--------
আর এত তো ককে বোলে তর উত্তোর। বকি উত্তোর গুলো কৈ? বেশি এমোতিওনল মনে বেশি ইন্তেল্লিগেন্ত কিন, এমোতিওন দিরেত্ল্য় মপে, ন তর প্রোকশ কে মপে এত অরে্রা কোতো উএস্তিওন। কিন্তু, কিন্তু এসোবের উত্তোর দিতে গেলে, অগে উরু-র এদিতোর এ কি কোরে বন্গ্ল লেখে সেত সিখে্ত হোবে, জেত এখোন তুই কতিএ দিতেও পরিস।
উইকিদা থাকতে চিন্তা কিসের ? শুধু খান তিরিশেক রেফারেন্সের মধ্যে কোনগুলো পড়া উচিত হবে সেটা হনুর কাছ থেকে জেনে নিন। ঃ)
san | ১০ ডিসেম্বর ২০০৮ ১৩:৩৭ | 12.144.134.2
ইমোশনাল ইন্টেলিজেন্স ডিফাইন করে কিকরে? মানে ইমোশনের সঙ্গে ইন্টেলিজেন্সকে ম্যাপিং করে কিকরে? বেশি ইমোশনাল মানে বেশি ইন্টেলিজেন্স, না কম ? ইমোশন দিয়ে মাপামাপি হচ্ছে না তার প্রকাশ দিয়ে না ইমোশন-পরবর্তী কাযকলাপ দিয়ে? উফ্ফ্ফ কত প্রশ্ন। কে উত্তর দেবে অ্যাঁ?
san | ১০ ডিসেম্বর ২০০৮ ১৩:৩৩ | 12.144.134.2
এটা কি হনুদার পক্ষে অপমানজনক, না ব্ল্যাংকির পক্ষে? কি বলতে চাইছ?
হানুদা কেমন দেখো। বলে তোর কথার মানেটাই বুঝলাম না। তো? আমি তো কতদিন তোমার একটা কথারও মানে বুঝতে পারিনি, তা বলে কি চাপানুতোর করতে বাকি রেখেচি?
এর পরের পোস্ট থেকে মঃ দিতে হতে পারে।
r | ১০ ডিসেম্বর ২০০৮ ১২:৪৮ | 125.18.104.1
নাঃ, আর একটা ওপেন নেমন্তন্ন কাটাতে হচ্ছে। আজ সন্ধেবেলা আবার ট্যামারিন্ড। আগামী সাতদিন ফ্যানাভাত আর কাঁচকলা দিয়ে সরপুঁটির ঝোল খাব।
samran | ১০ ডিসেম্বর ২০০৮ ১২:২৯ | 59.93.173.120
সামরানদি কলকাতার এক্কেবারে গায়ের পরেই থাকে, শিবপুরে। পরেরবার কলকাতায় এলে জানান দিও।
যারা কলকাতায় থাকো/ থাকেন, কোরবানির গোশত খেতে চাইলে আওয়াজ দিও/দিয়েন। নেমন খোলা থাকবে গোশত থাকা অব্দি।
ফিক্স করবার জন্যে সৌরীশকে ডেকে নিতে পারব, যদি দরকার পড়ে।
মোজিলা এখন চলছে দিব্য! থ্যাঙ্কু অরিজিত।
ধন্যবাদ সিঁফো। দরকার হলেই আবার জ্বালাব সেটাও জানিয়ে দিলাম ঃ-)
shrabani | ১০ ডিসেম্বর ২০০৮ ১২:২৭ | 124.30.233.101
EQ মাপে emotional intelligence. ব্যাপারটা তবে খুব scientific বোধহয় নয় পরীক্ষানিরীক্ষার স্তরে আছে।
আমাদের ম্যানেজমেন্ট ট্রেনিংএ দেখেছি, কিছু set of questions দিয়ে ও আরো কিছু কিছু টেস্ট করে তার ওপর বেস করে বলে তোমার EQ হ্যান তেন।
h | ১০ ডিসেম্বর ২০০৮ ১২:২৬ | 203.99.212.224
সিপো, ও বুজেছি। তুই জিজ্ঞেস করছিস, আজ আমি পেট খারাপের জন্য ইমোশনাল হয়ে পড়েছি না ইমোশনাল হওয়ার জন্য পেট খারাপের দিকে এগোচ্ছি। বুঝলাম।
বেসিকালি আজ আমার পেট ভালো আছে। এবং আমি একটা সলিড লাঞ্চ খাওয়ার জন্য প্রচন্ড ইমোশনাল হয়ে ভেবে চলেছি, কি খাওয়া যায়।
Arpan | ১০ ডিসেম্বর ২০০৮ ১২:১৬ | 208.57.131.4
সামরানদি কোথায় থাকে? যে ফিক্স করতে যাবে তার কপালে ভালমন্দ খাওয়া পাওনা আছে।
হায়। আমি যদি এইসময় কোলকাতায় থাকতাম।
h | ১০ ডিসেম্বর ২০০৮ ১২:১৫ | 203.99.212.224
সিফো, কিন্তু আমি তো পূজা বার্ষিকী থ্রেডে কিচু লিখি নি। তোর কথার মানেটাই বুঝলাম না।
h | ১০ ডিসেম্বর ২০০৮ ১২:০৯ | 203.99.212.224
পূজোবার্ষিকী তো আরো বোরিং।
san | ১০ ডিসেম্বর ২০০৮ ১২:০৯ | 12.144.134.2
ইয়েস।
shrabani | ১০ ডিসেম্বর ২০০৮ ১২:০৯ | 124.30.233.101
কোন EQ? emotional quotient?
san | ১০ ডিসেম্বর ২০০৮ ১২:০৫ | 12.144.134.2
আমি EQ সম্পর্কে জানতে চাই, ইন জেনারাল। এটা কি মাপে? এর স্কোর থেকে কি বোঝা যায় ? ইত্যাদি।
sinfaut | ১০ ডিসেম্বর ২০০৮ ১২:০২ | 165.170.128.65
ধুত সেই সিপিআইএম নিয়ে পড়ে আচে, পূজাবার্ষিকীর কী হলো?
sinfaut | ১০ ডিসেম্বর ২০০৮ ১২:০২ | 165.170.128.65
control panel -- Security Center - Manage security settings for - (click )Automatic Update - :
নিজের মত অপশন বেছে নিন।
h | ১০ ডিসেম্বর ২০০৮ ১২:০১ | 203.99.212.224
কোনোটাই নয়, সিপিআইএম বিষয় হিসেবে বোরিং এইটুকুই বক্তব্যঃ-)
Arjiit | ১০ ডিসেম্বর ২০০৮ ১১:৫৯ | 61.95.144.123
কনট্রোল প্যানেলে গিয়ে ওটা পাল্টানোর অপশন পাবে।
samran | ১০ ডিসেম্বর ২০০৮ ১১:৫৯ | 59.93.244.144
আমি কিছুই চালাই না, ওরা নিজেরাই যে যার মত চলতে থাকে! ম্যানুয়াল করব কি করে?
সক্কাল সক্কাল বিরক্ত করছি, কাজের সময়। দু:খিত।
sinfaut | ১০ ডিসেম্বর ২০০৮ ১১:৫৯ | 165.170.128.65
হানুদা তোমার ইমোশন না মেগ্যামোশন?
h | ১০ ডিসেম্বর ২০০৮ ১১:৪৮ | 203.99.212.224
সিপিএম রাজস্থানে মেনলি চাষাদের ভোটে তিনটে সিট জিতে দ্বিচারিতা করেছে। এইখানে গুলি চালাবে ঐখানে আন্দোলন করবে এটা ঠিক নয়। দু জায়্গাতেই গুলি চালানো উচিত নইলে কোন জায়গাতেই আন্দোলন করা উচিত নয়।
এবং আমার মনে হয় সি পি আই এম পার্টি টা তুলে দেওয়া উচিত। কারণ এদের মুঘল ফ্যামিলির ন্যায় ইϾট্রগ নিয়ে আলোচনা করতে করতে বাংলা ব্যাপারটা অসহ্য বোরিং হয়ে যাচ্ছে।
Arijit | ১০ ডিসেম্বর ২০০৮ ১১:৪৮ | 61.95.144.123
অটো-আপডেট হপ্তায় একবার চালাও, বা ম্যানুয়াল করে রাখো।
samran | ১০ ডিসেম্বর ২০০৮ ১১:৪৮ | 59.93.244.144
উইন্ডোজ অটো আপডেট**** মাগোওওও ঃ(((
samran | ১০ ডিসেম্বর ২০০৮ ১১:৪০ | 59.93.244.144
অরিজিত, টুলবারগুলো বন্ধ করায় এখন অন্তত খুলছে!
উইন্ডোজ আপডেট অটো উপডেট খেয়ে রেখেছে ৩০২৮( kb??) আর নোকিয়ার মোবাইল ফোন অ্যাপ্লিকেশন খেয়ে রেখেছে ৩৭১৬। নোকিয়ার অ্যাপ্লিকেশন টা রিমুভ করে দিচ্ছি, উইন্ডো আপডেট টা কি করব?
h | ১০ ডিসেম্বর ২০০৮ ১১:৩৫ | 203.99.212.224
ও আই অ্যাম জাস্ট লিলি পিংক ;-)
Arijit | ১০ ডিসেম্বর ২০০৮ ১১:১৮ | 61.95.144.123
আরেকটা কাজ করো - মজিলা/ফায়ারফক্সে ইয়াহু, এমএসএন আর গুগুল টুলবার থাকলে সেগুলো বন্ধ করো। কোনো ডেস্কটপ সার্চ টুল - যেমন এমএসএন বা আউটলুক - বন্ধ করো। তাপ্পর প্রসেসএক্সপ্লোরার নামাও - http://technet.microsoft.com/en-us/sysinternals/bb896653.aspx - দেখো কে সিপিইউ আর মেমরি খাচ্ছে।
samran | ১০ ডিসেম্বর ২০০৮ ১১:১৩ | 59.93.244.144
বারে বারেই মোজিলা ঝুলে যাচ্ছে, দেখি কদ্দূর কি হয়।
san | ১০ ডিসেম্বর ২০০৮ ১১:০৭ | 12.144.134.2
আজ্জোদাকে এবারে সীতামাইয়া বলে দাকলেই হয়। আগুনে পুড়েও নিজের শুদ্ধতার প্রমাণ দেবেই দেবে ঃ-)
san | ১০ ডিসেম্বর ২০০৮ ১১:০৫ | 12.144.134.2
ফের পরীক্ষা দেবে ? কতটা পথ পেরোলে তবে লিবেরাল হওয়া যায় ?
Bratin | ১০ ডিসেম্বর ২০০৮ ১১:০২ | 117.194.98.20
ঃ-))
Arijit | ১০ ডিসেম্বর ২০০৮ ১১:০১ | 61.95.144.123
একটা কাজ করো - spybot দিয়ে গুগুলে সার্চ দাও - সাইট পেয়ে যাবে। ওটা নামিয়ে ইনস্টল করো - তারপর ওটাকে চালাও। ও আগে পুরো লিস্ট দেখাবে কি প্রবলেম আছে - তারপর রিমুভ করবে। একটু সময় লাগে - কিন্তু মোটামুটি সব পোকা মেরে দেবে।
samran | ১০ ডিসেম্বর ২০০৮ ১০:৫৮ | 59.93.244.144
নো সমস্যা আর্যঃ-)
arjo | ১০ ডিসেম্বর ২০০৮ ১০:৫৮ | 24.214.28.245
আব্বে, আমি সোশ্যালি লেফট লিবারেল কিন্তু ইকনমিকালি ঘেঁটে গিয়েছি। বিশ্বাস না হলে আবার পরীক্ষা দিয়ে দেখাতে পারি।
arjo | ১০ ডিসেম্বর ২০০৮ ১০:৫৫ | 24.214.28.245
আই অ্যাম সরি। আমি সামরান না পড়ে সায়ন পড়েছি। অনিচ্ছাকৃত ভুল, সামরান (দি) মার্জনা করবেন।
san | ১০ ডিসেম্বর ২০০৮ ১০:৫২ | 12.144.134.2
খুবই কম রেড। আজ্জোদা সেই পলিটিকাল কম্পাসের পরীক্ষায় সাপ্লি পেয়েছিল না?
samran | ১০ ডিসেম্বর ২০০৮ ১০:৫২ | 59.93.244.144
সত্যি সত্যি বিশদে বলতে হবে অরিজিত, কিসসু বুঝছি না। কম্প্যু ভীষন স্লো হয়ে গেছে, ধুকতে ধুকতে চলছে।
Arijit | ১০ ডিসেম্বর ২০০৮ ১০:৫২ | 61.95.144.123
এক একটা অ্যান্টিভাইরাসে আবার আলফাল গপ্প আছে। ওই AVG যেমন - সিগউইনের বাইনারিগুলো নিয়ে কমপ্লেন করতো। সিদিন স্পাইবট চালাচ্ছি, ও সেটা নিয়েও কমপ্লেন করছে। ওতে এই ট্রাস্টেড জিনিসগুলো এক্সক্লুড করতে হয়। তবে সিগউইন নিয়ে ট্যাঁট্যাঁ এই AVG-ই করেছে, আর কেউ করেনি কখনো।
Bratin | ১০ ডিসেম্বর ২০০৮ ১০:৫০ | 117.194.98.20
আচ্ছা। কয়েকটা post এ দেখছি অর্পন, আর্য কে "কমরেড" বলছে। আর্য "কম" না "বেশী" "রেড" সে টা কি আমরা জানি?? ঃ-))
arjo | ১০ ডিসেম্বর ২০০৮ ১০:৪৯ | 24.214.28.245
অ্যাকিলিস হলে গোড়ালি তাক করে মারো। অন্যদের জন্য অন্য দাওয়াই। কিন্তু আগে অ্যাকিলিসকে মারো। (মঃ)।
Arijit | ১০ ডিসেম্বর ২০০৮ ১০:৪৮ | 61.95.144.123
ওই স্পাইবট বা মাইক্রোসফটের ম্যালিসিয়াস সফটওয়্যার রিমুভাল টুল দিয়ে মারো।
Arpan | ১০ ডিসেম্বর ২০০৮ ১০:৪৭ | 208.57.131.4
হে হে, অরিজিত এই প্রশ্নটার বিশদে জবাব দেবে।
সরি, সামরানদি, মস্করা করার জন্য।
Arpan | ১০ ডিসেম্বর ২০০৮ ১০:৪৬ | 208.57.131.4
বাড়ি যাচ্ছ বলে হাতির পাঁচ পা দেখেছেন কমরেড? গুরুতে এমন বলে বলে ভেঙাচ্ছেন, সাবধান কিন্তু।
samran | ১০ ডিসেম্বর ২০০৮ ১০:৪৫ | 59.93.244.144
ভাইরাস বুষ্টার জানান দিল, একখানা ট্রোজন আছে সি ড্রাইভে। কেউ একটু জানাবে কি করণীয়??
arjo | ১০ ডিসেম্বর ২০০৮ ১০:৪৪ | 24.214.28.245
আজ বেবার, এবং প্রশ্নটাও সহজ, আজ কি রাম খাইবার দিন? না মহায় না, স্টিক টু বেসিক, হুইস্কি আছে, কাজ চালিয়ে নিন।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন