এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • san | ০৫ ডিসেম্বর ২০০৮ ০৯:৪৬ | 123.201.53.144
  • ইদিকে নানারকম রিউমার ছড়াচ্ছে। এয়ার্পোর্টে হোক্স কল টল আছে। আমরা আবার কাল এক পিস এসেমেস পেয়েছি - ৮ ডিসেম্বর অব্দি কোন মল, থিয়েটার টাইপের জায়গায় যেও না,(কেউ অফিসে যেতে বারণ করেনা হায়।) - মিলিটারি সূত্রে খবর আছে নাকি। আরো অনেকে এরকম এসেমেস, মেইল অনেককিছু পাচ্ছে।

    কারা যে প্ল্যান ট্যান করে প্যানিক ছড়ানো শুরু হয়েছে !
  • sinfaut | ০৫ ডিসেম্বর ২০০৮ ০৯:৪৪ | 165.170.128.65
  • http://tinyurl.com/5kd494
    CNN-IBN:"We received a call that some passengers heard a sound similar to two gunshots, but there were no eyewitnesses. No evidence has so far come up to suggest that it was a firing and we cannot confirm it as a gunshot," DIG, CISF Udayan Banerjee said.

    সিকির জন্য। বেচারা কোনো সাইট খুলতে পারে না।
  • siki | ০৫ ডিসেম্বর ২০০৮ ০৯:৩৭ | 219.64.11.35
  • কাল রাত ১টা ২৫ নাগাদ নাকি গুলি চলেছে সামান্য, দিল্লি এয়ারপোর্টে। রাস্তায় বেরিয়ে শুনলাম, এখন তো খবর চেক করারও উপায় নেই।
  • Bratin | ০৫ ডিসেম্বর ২০০৮ ০৯:৩৬ | 117.194.96.252
  • challenge জানিয়েচি । ঃ-))
  • sinfaut | ০৫ ডিসেম্বর ২০০৮ ০৯:১৬ | 165.170.128.65
  • ও ব্রতীন বাবু,

    আমি তো gameknot.com এ খেলি। এই সাইটটাও পুরোপুরি ফ্রি, পয়সা দিয়ে একস্ট্রা ফেসিলিটি পাওয়া যায়, কিন্তু না দিয়েও দিব্বি খেলা যায়। এখন আমার ভাটের দাবা খেলার জন্য এতগুলো সাইটে রেজিস্টার করা একটু চাপের, তার উপর এই redhotpawn আপিস থেকে ব্লকড দেখছি। আপনি এক কাজ করুন না, gameknot.com এ রেজিস্টার করে ফেলুন। তারপর আমার এই নামেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিন। আমার একটা খেলাও যদি সহ্য করতে পারেন তো আবার দেখা যাবে।
  • Bratin | ০৫ ডিসেম্বর ২০০৮ ০৮:০৭ | 117.194.96.112
  • বন্‌গ্‌ল অসে্‌ছ ন ঃ-((
  • Bratin | ০৫ ডিসেম্বর ২০০৮ ০৮:০৬ | 117.194.96.112
  • sinfaut, আমি ও দব নিয়ে crazy

    সিতে ত খুব ভলো।শুধু register কোর্তে হৈ ৬ ত game বিন পইস ই খেল জই।।খেলে্‌ত চইলে অমকে challenge কোরো।।অমর ইদ হোলো bratindas
  • Tim | ০৫ ডিসেম্বর ২০০৮ ০৬:৪৭ | 71.62.2.93
  • উপকারের কি ইন্টারেস্ট হয়?
    মামীর জ্বর সারলো?
    দিল্লী হয়ে কলকাতা যাওয়া শুনলাম খুব চাপের? সত্যি?
  • nyara | ০৫ ডিসেম্বর ২০০৮ ০৫:০১ | 64.105.168.210
  • করেছেন কি? ঠিক মনে পড়ছে না। কেন বলুন তো? করলেও এই বাজারে আবার ফেরৎ চেয়ে বসবেন না যেন।
  • aja | ০৫ ডিসেম্বর ২০০৮ ০৪:৫৩ | 207.47.98.129
  • মাইমা উপকার ফেরত চাইবে ভয়ে ন্যাড়া পাইলে গেল।
  • m | ০৫ ডিসেম্বর ২০০৮ ০৪:৪৭ | 12.217.30.133
  • ন্যাড়াবাবু,
    আমি কি কোনো দিন আপনার কোনো উপকার করেছি??
  • aja | ০৫ ডিসেম্বর ২০০৮ ০৪:৪৪ | 207.47.98.129
  • আঃ, মাইমা-তো ভুট্টাক্ষেতের ওপারে। মিসৌরী তো এপারে।
  • m | ০৫ ডিসেম্বর ২০০৮ ০৪:৪২ | 12.217.30.133
  • বাঙালির কাছে নদীমাত্রই গঙ্গা।
    আর মিসৌরি নয়-মিসিসিপি।ঃ)

    (কিছুই জানে না, বুকা)
  • nyara | ০৫ ডিসেম্বর ২০০৮ ০৪:৪০ | 64.105.168.210
  • মাইমার যত ইয়ে। ভালবেসে বরফের দেশে থাকবও আবার ওয়াক থুও করব। বরফ ভাল না লাগলে সুন্দরবন চলে গেলেই পারেন।
  • aja | ০৫ ডিসেম্বর ২০০৮ ০৪:৩৮ | 207.47.98.129
  • মিসৌরীর দেশে গঙ্গা কোথায়?
  • m | ০৫ ডিসেম্বর ২০০৮ ০৪:৩১ | 12.217.30.133
  • শীতের দেশে ঐটাই স্বর্গীয় ব্যাপার- সঙ্গে গঙ্গাযাত্রা ফ্রিঃ)
  • aja | ০৫ ডিসেম্বর ২০০৮ ০৪:২৭ | 207.47.98.129
  • জ্যাকেট না হলে ভিজে যেতে হবে। সে খুব খারাপ।
  • m | ০৫ ডিসেম্বর ২০০৮ ০৪:২৫ | 12.217.30.133
  • **জ্যাকেট বিহীন কবর
  • aja | ০৫ ডিসেম্বর ২০০৮ ০৪:২৪ | 207.47.98.129
  • তা খুব মন্দ নয়। বরফের ভেতরে একটু গরম লাগে।
  • m | ০৫ ডিসেম্বর ২০০৮ ০৪:২৩ | 12.217.30.133
  • অজদা,
    বরফের কথা শুনলেই মনে হয় বরফে জ্যান্ত কবর দিই:x
  • aja | ০৫ ডিসেম্বর ২০০৮ ০৪:২১ | 207.47.98.129
  • কোন দু'জন?
  • Arpan | ০৫ ডিসেম্বর ২০০৮ ০৪:১৮ | 65.194.243.232
  • ব্যাস। দুজনের মুখে কোন কথা নেই। রূপকথা ঝরিতেছে কি অন্তরে?
  • aja | ০৫ ডিসেম্বর ২০০৮ ০৪:১৭ | 207.47.98.129
  • কি হল, সবাই কি স্নো-বল বানিয়ে মারামারি করতে গেল?
  • m | ০৫ ডিসেম্বর ২০০৮ ০৩:৫৫ | 12.217.30.133
  • আরে ন্যাড়াবাবু যে!!!আর বলেন কেন?অন্ধকারের জন্যে অপেক্ষা কচ্ছিলাম তো..
  • Arpan | ০৫ ডিসেম্বর ২০০৮ ০৩:৫৩ | 65.194.243.232
  • টানা তিন বছর ওই সৌন্দর্য পদে পদে উপভোগ করেছি। আর ইচ্ছা নাই। ঃ)
  • nyara | ০৫ ডিসেম্বর ২০০৮ ০৩:৪৩ | 64.105.168.210
  • আরে মাইমা যে! "এতদিন কোথায় ছিলেন?"
  • m | ০৫ ডিসেম্বর ২০০৮ ০৩:৩৫ | 12.217.30.133
  • আহা চাদ্দিক কি সোন্দর সাদা হয়ে আছে-দেখতে না পেয়ে হিংসায় এখন অপ্পন বাজে বকছেঃ)
  • Arpan | ০৫ ডিসেম্বর ২০০৮ ০৩:৩২ | 65.194.243.232
  • আর কি সুন্দর ওয়েদার। পোড়া বরফ কেন, কাঁচা বরফেরও দেখা নাই। ঃ)
  • m | ০৫ ডিসেম্বর ২০০৮ ০৩:৩০ | 12.217.30.133
  • মুংফলি খেতে খেতে আবার ফিরে আসবে- মোসাম্বি ও খেতে পারো- মোংবাতি লাগবে নাঃ)
  • arjo | ০৫ ডিসেম্বর ২০০৮ ০৩:২৬ | 168.26.215.13
  • হ্যাঁ সায়ন্দার কলটাই যা ভরসার। প্লেনে ওঠার আগে একবার চালিয়ে নিতে হবে।
  • Arpan | ০৫ ডিসেম্বর ২০০৮ ০৩:২৫ | 65.194.243.232
  • কে ২০৯০? অশ্বত্থামা না বিভীষণ!!
  • sayan | ০৫ ডিসেম্বর ২০০৮ ০৩:২৩ | 160.83.72.211
  • কোনও চিন্তা নেই। ২০৯০ পর্যন্ত প্রেডিকশান অলরেডি পেয়ে গেছ তার্পরেও ... টাচ উড ঃ)
  • Arpan | ০৫ ডিসেম্বর ২০০৮ ০৩:২২ | 65.194.243.232
  • ইদিকপানে সব দেখা। খালি লোকের বাড়ি গিয়ে নেমন্তন্ন খাচ্ছি। উত্তরের দিকেও একটা নেমন্তন্ন রক্ষা করতে যেতে হবে। আর এলে শহরের চীনেপাড়াটা বেশ ইন্টারেস্টিং। এইসব।
  • arjo | ০৫ ডিসেম্বর ২০০৮ ০৩:২১ | 168.26.215.13
  • ঃ))। বলেইছিলাম সকলে ফিরে এলে আমরা যাব। কিন্তু দিল্লি হয়ে টিকিট, এদিকে চতুর্দিকে কেমন একটা ভয় ভয় ভাব। কিছু হলে ভাটে মোংবাতি জ্বালিয়ে দিও।
  • m | ০৫ ডিসেম্বর ২০০৮ ০৩:১৮ | 12.217.30.133
  • আজ্জো,
    যাওয়ার প্রস্তুতি শুরু হয়ে গেছে?একরাশ হিংসা দিলামঃ)
  • sayan | ০৫ ডিসেম্বর ২০০৮ ০৩:১৬ | 160.83.72.211
  • দিল্লী এয়ারপোর্টে চার নম্বর গেটের বাইরে গুলি চলেছে। আজকে ভোর চারটের ফ্লাইটে একজনের এখানে আসার কথা ব্যাঙ্গালোর থেকে, তার ফ্লাইট ডিলেড, এইমাত্র BIA তে ফোন করেছিলাম।
  • arjo | ০৫ ডিসেম্বর ২০০৮ ০৩:১৪ | 168.26.215.13
  • দিল্লিতে আবার কি হল? আমরা আর দুই সপ্তাহ বাদে দিল্লি হয়ে যাচ্ছি। আচ্ছা জ্বালাতনে পড়া গেছে।
  • m | ০৫ ডিসেম্বর ২০০৮ ০৩:১৩ | 12.217.30.133
  • অপ্পন,
    কোথায় কোথায় বেড়ালে?
  • sayan | ০৫ ডিসেম্বর ২০০৮ ০৩:১২ | 160.83.72.211
  • দিল্লী এয়ারপোর্টে শ্যুটিং চলার খবর, সম্ভবত রিউমার। ব্যাঙ্গালোর এয়ারপোর্টে বম্ব থ্রেট দিয়ে ইমেল/ ফোন। এটাও হোক্স কল সম্ভবত।
  • Arpan | ০৫ ডিসেম্বর ২০০৮ ০৩:১২ | 65.194.243.232
  • সায়ন্দা ফিডব্যাক দিস। ভাল হলে আমি একটু ধার নেব। ঃ)
  • m | ০৫ ডিসেম্বর ২০০৮ ০২:৫৪ | 12.217.30.133
  • পথ,রথ সবাই কি বুঝলো ভগাই জানে;)
    আমি যথাক্রমে ছেলেকে বুড়ো আর বর কে কচি বলেছিনু।
  • sayan | ০৫ ডিসেম্বর ২০০৮ ০২:৪১ | 160.83.72.211
  • এবার কলিং কার্ডে পোয়াটাক ব্যজস্তুতি লোড করে দেখি ভয়েস কোয়ালিটি কেমন হয়!
  • Arpan | ০৫ ডিসেম্বর ২০০৮ ০২:৩৯ | 65.194.243.232
  • সত্যিই বুড়ো হয়ে গেছে। ব্যজস্তুতিও বোঝে না।
  • Ishan | ০৫ ডিসেম্বর ২০০৮ ০২:৩৪ | 12.163.39.254
  • আব্বে আমায় বুড়ো বলে কেডা?
  • m | ০৫ ডিসেম্বর ২০০৮ ০২:২০ | 12.217.30.133
  • এই যে শীতঘুম ভেঙে আবার হাজির হয়েছি-
    নতুন কোনো সুখবরের(ছানাপোনা সম্ভাবনা),(ডিভোর্স)আশু কোনো সম্ভাবনা দেখছি না।
    আগেকার মতই একপিস ছানা আর একটা বুড়ো নিয়ে সুখেদুঃখে পোড়া বরফের মধ্যে দিনগত পাপক্ষয় করে চলেছিঃ((((
  • Du | ০৫ ডিসেম্বর ২০০৮ ০১:২৬ | 67.111.229.98
  • ও সত্যমশাই।
    আপনের হারার উপায় নাই।

    ঐ আলোচনায় দেবার কিছু নাই, তবু এর মধ্যেও ডিডির শ্রেণীচরিত্রে ফ্যাল টা দেখে না হেসে পারলাম না।
    সেই 'লিম্ফোসার্কোমা অফ দি ইন্টেস্টাইন - কেয়া নাম হ্যয় - লাগতা হায় আংরেজ বচ্চে কো গোদি মে খিলা রহা হুঁ' - মনে পড়লো।
  • siki | ০৪ ডিসেম্বর ২০০৮ ২৩:৪৭ | 122.162.83.7
  • অংক করতাম সত্যসাধনবাবুর কাছে। একদিন সন্ধ্যেবেলায় বসে আছি সব তাঁর বাড়িতে, কারেন্ট চলে গেছে, স্যার গেছেন ওপর থেকে মোমবাতি আনতে, আমরা উত্তাল গুলতানি করছি। কথার চোটে কুণাল বাসবের হাত ধরে চেঁচাচ্ছে, সত্যকে অস্বীকার করিস না, সত্যকে স্বীকার করতে শেখ, ইত্যাদি।

    এই সময়ে স্যার নেমে এলেন একহাতে মোমবাতি একহাতে সৌরেন দে নিয়ে, কী হে, কে আবার আমাকে অস্বীকার করছে?
  • arjo | ০৪ ডিসেম্বর ২০০৮ ২৩:২০ | 168.26.215.13
  • দুকুর বেলা আজকাল ঘুম ছাড়া আর উপায় নাই। এট্টু ঘুমিয়ে নি।
  • arjo | ০৪ ডিসেম্বর ২০০৮ ২৩:১৩ | 168.26.215.13
  • আমি?
  • Satya | ০৪ ডিসেম্বর ২০০৮ ২৩:০২ | 63.192.82.30
  • ইসে, আমারে কে যেন ডাকল!
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত