এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • r | ২৮ নভেম্বর ২০০৮ ১৫:৪১ | 125.18.104.1
  • আমাদের তো হিম্মৎ নেই। আমরা বেজায় ভীতু। নইলে যুদ্ধে ভয় পাই? কিন্তু তুমি তো সব "টাফ টাফ" ব্যাপার খুঁজছ। তাই ভাবলাম তুমি হয় তো খুব টাফ। ;-)
  • Riju | ২৮ নভেম্বর ২০০৮ ১৫:৪০ | 121.241.164.22
  • আমার পাল্টা প্রশ্ন - মিউনিখ ব্যাকলাশ না করে ধুপ্‌ধুনো দিয়ে পুজো করলে কি লাভ হত?

    তারপর কি হয়েছে ? ইজরায়েলে কিছু লোক মারলে ইজরায়েল ও বদলা নিয়েছে।
    ওরা একটা মানুষ মারলে আমরা সবকটা জঙ্গীকে মারবো এটাই নীতি হওয়া উচিত। সন্ত্রাসবাদী কে ক্ষমা করা চলে না সে যাই রুট কজ হোক
  • Arijit | ২৮ নভেম্বর ২০০৮ ১৫:৩৮ | 61.95.144.123
  • আমি কই নাই - বল্লুম যে কোন একটা কাগজে এক্সপার্টরা কইয়াছেন। তাঁরা কি সব ফুটপ্রিন্ট অ্যানালাইজ করে বলেন।
  • Arpan | ২৮ নভেম্বর ২০০৮ ১৫:৩৬ | 208.57.131.4
  • প্রসিডিওর কি সবসময় একই রকম ফলো করবে? গাড়িবোমা রাখলে আরো বেশি মানুষ মরত। কিন্তু তাতে লোকে এত ভয় খেত না, কারণ এই শহরেই অসংখ্যবার ঘটে গেছে। এই নতুনভাবে আক্রমণ করে ভয় ঢুকিয়ে দেওয়াটাই সব ধরণের সন্ত্রাসবাদের মূল লক্ষ্য।
  • Riju | ২৮ নভেম্বর ২০০৮ ১৫:৩৩ | 121.241.164.22
  • আওয়াজ না দিয়ে হিম্মত থাকলে যাও না টেররিস্ট দের শান্তির বাণী শোনাতে আর রুট কজ খুঁজে সহানুভুতি দেখাতে ।
    তার বেলা বাড়িতে খাটের তোলায় লুকোনো কেন ?
  • Arijit | ২৮ নভেম্বর ২০০৮ ১৫:৩৩ | 61.95.144.123
  • হ্যাঁ, কিন্তু প্রসিডিওর আলাদা। ৯/১১, লণ্ডন আর মাদ্রিদ বম্বিং, বালি - সবকিছুর সাথে।
  • Arpan | ২৮ নভেম্বর ২০০৮ ১৫:৩১ | 208.57.131.4
  • রঙ্গন, আল-কায়েদার নাম এই কারণেই উঠে আসছে কারণ এই ব্রিটিশ-আমেরিকান-ইহুদী এদের আলাদা করে টার্গেট বানানোয়। মেরিয়টে হামলা, নাইরোবি বা বালির বিস্ফোরণও বেছে বেছে এমন ভাবে করা হয়েছিল যাতে পশ্চিমী দুনিয়ার প্রতি জিহাদিদের ঘৃণাটাকে প্রকটভাবে প্রকাশ করা যায়। আত্মঘাতী হানার ব্যপারটাও আছে। ঘটনাগুলির মধ্যে মিল এখানেই। তাছাড়া এইরকম লার্জ স্কেলে নিখুঁত প্ল্যান এবং এক্সিকিউশন আর কারো পক্ষে সম্ভব নয় এই মুহূর্তে।
  • siki | ২৮ নভেম্বর ২০০৮ ১৫:৩১ | 219.64.11.35
  • সরকারি চাকরিতে কোনও টু ওয়ে কমিউনিকেশন নেই। পারফরমেন্স বেস্‌ড অ্যাপ্রেইজাল নেই। রাশিয়ার প্রধানমন্ত্রী বলেছেন, কোনও সরকারি চাকুরে কম্পিউটার না জানলে তাঁকে অশিক্ষিত বলে ধরা হবে এবং দরকার মনে করলে সরকার তাঁকে চাকরি থেকে বরখাস্তও করতে পারে। এই কথাটা আমাদের প্রাইম মিনিস্টার বলতে পারবেন না, অথচ সরকারি অফিসে অনেকদিন হল কম্পিউটার লেগে গেছে, অধিকাংশ এমপ্লয়ি সেটাকে ইউজ করেন অনলাইন ক্রিকেট ম্যাচ দেখার জন্যে আর অবসর সময়ে সলিটেয়ার খেলার জন্যে। কম্পিউটার ট্রেনিং অর্গানাইজ করলেও লোকে সেখানে যায় কেবল ভালো লাঞ্চের লোভে। ট্রেনিং সেশনে কিছু না-শুনে চলে আসে।
  • siki | ২৮ নভেম্বর ২০০৮ ১৫:২৮ | 219.64.11.35
  • আমাদের দেশের অনেক কিছুতেই মরচে পড়ে গেছে। এতদিন সেইসব মরচে যখন যেমন আমাদের ফেভারে এসেছে, আমরা ইউজ করেছি। পয়সা দিলেই ড্রাইভিং লাইসেন্স জুটে যায়, পয়সা ফেললেই সিম কার্ড পাওয়া যায়, কোনও ভেরিফিকেশনের দরকার নেই। পুলিশের নিচুতলা এবং মাঝারিতলা অসহ্য রকমের করাপ্টেড। ঘুষ না পেলে এরা চেয়ার থেকে নড়েও না। তারই ফলে যখন লোকগুলো বম্বের ডকে নামল, জেলেরা লোকাল পুলিশ চৌকিতে ইনফর্ম করলেও পুলিশ জাস্ট "পাত্তা' দেয় নি। শুধু পুলিশ নয়, অনেক অনেক সরকারি দপ্তরেই এই অবস্থা। মান্ধাতার ব্রিটিশ রুল ফলো করে আজও চলে ইন্ডিয়ার পুলিশিং সিস্টেম। সেইটা পাল্টানো দরকার। এক্ষুনি। খোদ ব্রিটেনেও সে রুল চলে না।
  • r | ২৮ নভেম্বর ২০০৮ ১৫:২৪ | 125.18.104.1
  • ধুর! সকালে তাজ নিয়েও একই কথা বলেছিল।
  • Blank | ২৮ নভেম্বর ২০০৮ ১৫:২৩ | 203.99.212.224
  • ওবেরয় থেকে সব ক্লীয়ারড
  • siki | ২৮ নভেম্বর ২০০৮ ১৫:২২ | 219.64.11.35
  • ঋজু, শোনো। ক্ষমা আর ধ্বংস, যুদ্ধ আর শান্তি, কোনওটারই এক্সট্রীম ভালো নয়। ঐ ঠুসে দিলেই যেমন সব সমস্যার সমাধান হবে না, তেমনি বেয়নেটের বদলে গোলাপের তোড়া হাতে কুচকাওয়াজ করলেও সমস্যার সমাধান হবে না।

    একটা ব্যালেন্স দরকার। সবসময়েই। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। আমরা কিওরের প্রসেস নিয়ে বাদানুবাদ চালাচ্ছি। কিন্তু প্রিভেনশনে আমরা টোটালি ফেলিওর হয়েছি। কিওরের কাজ এখন যেমন চালাচ্ছে নেভি, কম্যান্ডো, এটিএস, পুলিশ, এই মুহুর্তে এটাই এক্কেবারে ঠিক রাস্তা। কিন্তু প্রিভেনশনের নামেও এইসব চললে সেটা প্রিভেন্ট করবে না কিছুই, বরং, এখানে গুলিবন্ধুক দিয়ে ঠুসে দিলে ঐখানে আবার কিছু জেগে উঠবে। তাই রুট কজ্‌ খোঁজাটা জরুরি। খুব জরুরি। কোনও সিদ্ধান্তে খুব তাড়াতাড়ি এসে যাওয়াটা কোনও কাজের কথা নয়। এটা কেবল পাকিস্তান বা ভারতের ম্যাটার নয়। এই সন্ত্রাসবাদের নেটওয়ার্ক এখন সারা পৃথিবীতে ছড়ানো। অনেকগুলো দেশকে সত্যিকারের একসাথে হয়ে এই রুট কজ খুঁজে খুঁজে এলিমিনেট করতে হবে। জাস্ট পাকিস্তানকে ঠুসে দিয়ে সত্যি কোনও লাভ নেই। পাকিস্তান একা দেশ নয় যে সন্ত্রাসবাদকে হারবার করছে।
  • Arijit | ২৮ নভেম্বর ২০০৮ ১৫:২০ | 61.95.144.123
  • "মদতকারীদের গুপ্তহত্যা' দেখে মনে পড়লো - মিউনিখের ব্যাকল্যাশ, আর তারপর কি হয়েছিলো?
  • h | ২৮ নভেম্বর ২০০৮ ১৫:১৯ | 203.99.212.224
  • রিজুর বক্তব্যের প্রতিক্রিয়াঃ টেররিস্ট আর দাঙ্গা বাজ আর যেকোনো যুদ্ধদ্যোগ যেকোনো আক্রমণকারী জেনেরালি নিজেদের ছাড়া কাউকে রেহাই দেয় না। আস্ফালন করে নিরাপদ বোধ করার চেষ্টাটা হাস্যকর।

    পারপিট্রেটর নিজেও সব সময় ভায়োলেন্স থেকে নিরাপদ নয়।

    আমাদের দেশে এই সব এনকাউন্টার স্পেশালিস্ট নিয়ে বগল বাজানো যে ইদানীং একটা লোকের অভ্যেস হয়েছে এটাও আমার মনে হয় নিন্দনীয়। এবং ক্রাইসিসে ডিফেন্স আর টাফ স্ট্যান্ডের নামে যুদ্ধের দামামা বাজানো দুটো কমপ্লিটলি আলাদা জিনিস। গত ৪০ ঘন্টার উপরে হয়ে গেল এখনো বাওয়াল চলছে এখন যুদ্ধের এজেন্ডার রি ইটেরেশন টা জাস্ট রাবিশ। ফাকিং রাবিশ।
  • Blank | ২৮ নভেম্বর ২০০৮ ১৫:১৮ | 203.99.212.224
  • আফগানিস্তানে গন্ডা গন্ডা বোম ফেলার পর আল-কায়দা বহাল তবিয়তে বিদ্যমান। রুট না খুঁজে ধর তক্তা মার পেরেক নীতি নিলে ওমনি হয়
  • Arijit | ২৮ নভেম্বর ২০০৮ ১৫:১৭ | 61.95.144.123
  • অ ঋজু - আইডিএফ আর মোসাদ গত তিরিশ বছর ধরে এই কথাই বলেছে। জর্জ ডাব্লুও। কি হয়েছে?
  • r | ২৮ নভেম্বর ২০০৮ ১৫:১৬ | 125.18.104.1
  • বাড়িতে একটা এক-ফর্টি সেভেন আর গন্ডাখানেক হ্যান্ড গ্রেনেড কিনে রেখে দাও। বন্দুক চালানো জানো তো?
  • Riju | ২৮ নভেম্বর ২০০৮ ১৫:১৪ | 121.241.164.22
  • বেজন্মা দের মোকাবিলা করার কি উপায়? যুদ্ধবিরোধী কবিতা আওড়ানো আর সন্ত্রাসের রুট্‌কজ খোঁজা ? খুব ভালো ।
    এর মধ্যে টেররিস্ট রা বাবামাবউছেলেমেয়ে সমেত সাবড়ে দেবে । তখন?
  • PB | ২৮ নভেম্বর ২০০৮ ১৫:১৪ | 59.177.161.213
  • একটা interesting S M S পেলাম।
    "Forgiving a Terrorist should be left to GOD. But fixing their appointment with GOD is entirely our responsibility.
  • r | ২৮ নভেম্বর ২০০৮ ১৫:১১ | 125.18.104.1
  • কমন সেন্স ইজ রেয়ার ইন আনকমন টাইম্‌স।
  • Arpan | ২৮ নভেম্বর ২০০৮ ১৫:১০ | 208.57.131.4
  • আজ দীপক চোপড়াকে সিএনএনে ডেকেছিল। সে এসেই আমেরিকার বিদেশনীতি নিয়ে বহুত ঝাড় দিল। সংবাদপাঠক বলতে চেষ্টা করেছিল জম্মু ও কাশ্মীর সমস্যার দায় আমেরিকার নয়। তাতে আরো ঝাড় খেল।

    ২০০৩-এ এদেশে যখন ছিলাম তখন ইরাক যুদ্ধ পুরোদমে চলছে। মিডিয়ার একচোখমি বড় দৃষ্টিকটু ছিল। এইবার মনে হল একটু হলেও অবস্থা পাল্টেছে। WMD যে শতাব্দীর সেরা ভাঁওতা সেটা বোঝার পর থেকেই হয়ত। ইরাকের মাটিতে চারহাজার আমেরিকানের জীবন চলে যাবার পরে হয়ত।
  • siki | ২৮ নভেম্বর ২০০৮ ১৫:০৮ | 219.64.11.35
  • একটা জিনিস দেখার মত; TOIএর ঝোল খেয়ে বলছি যদিও, ভারত এই প্রথম হস্টেজ ক্রাইসিসে কোনও নিগোশিয়েশনের রাস্তায় হাঁটল না।
  • r | ২৮ নভেম্বর ২০০৮ ১৫:০৫ | 125.18.104.1
  • স্ট্যান্ডার্ড চিন্তার এই এক প্রবলেম। এক বাচ্চার এক বাবা- এটাই স্বতঃসিদ্ধ হিসেবে ধরে নেওয়া হয়। বেজন্মাদের মোকাবিলা করতে শেখে নি।
  • Arijit | ২৮ নভেম্বর ২০০৮ ১৫:০৪ | 61.95.144.123
  • পেট্রিয়টিজম ইজ আ ভ্যালুয়েবল ইনস্ট্রুমেন্ট।
  • Riju | ২৮ নভেম্বর ২০০৮ ১৫:০৩ | 121.241.164.22
  • ঠুসে না দিয়ে ধুপ ধুনো পুজো কর।
    শহরে কোনদিন হামলা হলে 'শান্তিপ্রিয়' বলে টেররিস্ট রা তোমাদের রেহাই দেবে।
  • Arpan | ২৮ নভেম্বর ২০০৮ ১৫:০২ | 208.57.131.4
  • সিকিওরিটি ও ইন্টিলিজেন্সের মধ্যে তো ভূত আছেই।
  • Arpan | ২৮ নভেম্বর ২০০৮ ১৫:০০ | 208.57.131.4
  • হ্যাঁ, পাকিস্তানে ইদানীং অসংখ্যবার ছোটবড় বিস্ফোরণ হয়েছে। পাকিস্তান মানেই তো সবাই জিহাদী নয়। সেখানেও গণতন্ত্রকামী ও উন্নয়নকামী মানুষেরা আছেন যারা সংখ্যাগরিষ্ঠ। সন্ত্রাসবাদীরা চাইবেই তাদেরও সন্ত্রাসের মাধ্যমে ভয় পাইয়ে রাখার। এই দুইটি বিপরীতধারার সংঘর্ষ সেখানে তাই অনিবার্য। অন্তত মধ্যপ্রাচ্য সমস্যার সমাধান যতদিন না হচ্ছে। পাকিস্তান বললে এই অন্তর্দ্বন্দ্ব, এই ভাঙ্গাগড়াটা আমাদের চোখে পড়ে না।
  • Arijit | ২৮ নভেম্বর ২০০৮ ১৫:০০ | 61.95.144.123
  • ঋজুর বক্তব্যের মানে আইডিএফ, মোসাদ ইত্যাদি। কোনো লাভ হয়েছে কি? গত চল্লিশ বছরে?
  • Riju | ২৮ নভেম্বর ২০০৮ ১৪:৫৭ | 121.241.164.22
  • মমতার সিপিএম করে চিল্লানো আর পাকিস্তান করে চিল্লানোর তফাত আছে।
    পাকিস্তানের আর্মির অংশ যারা লস্কর /আল কায়দা কে তোল্লা দিয়ে যায় যারা নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্সে আফগান জঙ্গীদের ক্যাম্প করার সুযোগ করে দেয় তারা কি ধোয়া তুলসীপাতা? পাক আর্মির একটা বড় অংশের মদত না থাকলে জঙ্গীদের ক্যাম্প ওদেশে গড়ে উঠত না।আর পাকিস্তানে মূল ক্ষমতা আর্মি আর কিছু ধনী পাঞ্জাবী ব্যবসাদারের হাতে,ওরা নিজেদের স্বার্থে চায় না
    ভারতের সঙ্গে শান্তি কায়েম হোক।
    এটা যে তক্কো করছে সেও জানে। টাফ স্ট্যান্ড নেওয়া মানে মুসলিম নিধনের কথা বলা হচ্ছে না তো, তাহলে এত ভয় কিসের? সন্ত্রাস নির্মূল করতে হলে
    সন্ত্রাসবাদী কে যেমন মারতে হবে তেমন তার বাবা কেও জব্দ করতে হবে । টাফ মিলিটারি অ্যাকশন,ফুল প্রুফ ইন্টেলিজেন্স,মদত কারীদের গুপ্তহত্যা,রাজনৈতিক চাপ
    সব কিছুই এই টাফ স্ট্যান্ডে পড়ে।
  • siki | ২৮ নভেম্বর ২০০৮ ১৪:৫৬ | 219.64.11.35
  • ইন্ডিয়ান নেভি দুপুর একটা নাগাদ প্রেস কনফারেন্স দিল। তাদের সূত্র মোতাবেক, যা ভাবা হয়েছিল, দুজন জিহাদি বেশ কিছুকাল আগে থেকেই তাজে এমপ্লয়ি হিসেবে জয়েন করেছিল। দুজন গত একমাস ধরে তাজে ছিল গেস্ট হিসেবে। যেহেতু গেস্টের সুটকেস তল্লশি হয় না হোটেলে ঢোকার সময়ে, সেহেতু প্রচুর প্রচুর গোলাবারুদ গ্রেনেড জমা করা হয়েছিল তাজ হোটেলের ভেতরেই। পরশু রাতে এরা তো ঢুকেছিল একটা করে ছোট ব্যাগ নিয়ে; তিনদিন ধরে টানা গানব্যাট্‌ল চালিয়ে যাবার মত রসদ এরা পাচ্ছে কোথা থেকে নইলে?

    ও হ্যাঁ, জঙ্গীদের যে ব্যাগটা পাওয়া গেছে, সেখান থেকে টিভিতে দেখাল, সমস্ত ইন্ডিয়ান ব্যাঙ্কের এটিএম কার্ড বেরোল। আইসিআইসিআই, সিটিব্যাঙ্ক, এইচডিএফসি, অ্যাক্সিস ...
  • Arijit | ২৮ নভেম্বর ২০০৮ ১৪:৫৬ | 61.95.144.123
  • এজেন্সী বলা ভুল হল - এস্ট্যাবলিশমেন্ট।
  • Arijit | ২৮ নভেম্বর ২০০৮ ১৪:৫৪ | 61.95.144.123
  • গুজরাট কোস্ট থেকে ১০ নটিক্যাল মাইল নৌকো চালিয়ে আসা (তাও স্পীডবোট নয় - বলেছে rowed) - সিকিউরিটি এজেন্সীগুলো কি কুম্ভকর্ণ?
  • siki | ২৮ নভেম্বর ২০০৮ ১৪:৫২ | 219.64.11.35
  • হনু, ঠিক। ঠুকে দেওয় অর্থে, ঠিক যুদ্ধপরিস্থিতির কথা বলতে চাই নি, কী বলতে চেয়েছি, নিজেও জানি না ... ঃ-) পুরনো কাসুন্দি ঘেঁটে কী লাভ! এখন এসব বিচারের সময় নয়!

    মুম্বইতে প্রচুর ব্লাড দরকার হয়ে পড়েছে। কোনওভাবে যদি পাঠাতে পারতাম।
  • Blank | ২৮ নভেম্বর ২০০৮ ১৪:৫২ | 203.99.212.224
  • এই উইকেন্ডে থাকবো না, অথচ কেমন যেন লাগছে বেড়াতে যেতে। একটা অদ্ভুত দম বন্ধ পরিবেশ
  • Arijit | ২৮ নভেম্বর ২০০৮ ১৪:৫২ | 61.95.144.123
  • ডিট্টো। এতক্ষণ আপিসে এই নিয়েই কথা হচ্ছিলো। লোকজন অনেকেই মোটামুটি লুডলাম-স্টাইল থিওরী বলছে।
  • Arpan | ২৮ নভেম্বর ২০০৮ ১৪:৫১ | 208.57.131.4
  • রঙ্গন, মোদি যথারীতি এই সুরে স্টেটমেন্ট দিতে শুরু করেছেন। এইবার দলের "নরমপন্থীরা' তালে তাল দেবেন।
  • r | ২৮ নভেম্বর ২০০৮ ১৪:৫০ | 125.18.104.1
  • আল কাইদা এবং লশ্‌কর এ তৈবা নিয়েও আমার ঘোর সন্দেহ। আল কাইদা বলে আদৌ একটা সে¾ট্রালাইজ্‌ড সংস্থা নেই। এটা ৯/১১-র পরে প্রমাণিত। একটা লুজ নেটওয়ার্ক থাকতে পারে। কিন্তু বেশির ভাগ সন্ত্রাস লোকাল রিসোর্স দিয়ে করানো হয়। লশ্‌কর সাধারণতঃ এইধরনের কান্ড ঘটাতে পারলে উৎফুল্লচিত্তে দায়স্বীকার করে বিবৃতি দেয়। এখানে লশ্‌কর এক্সপ্লিসিট স্টেটমেন্ট দিয়ে নিজেদের দায় অস্বীকার করেছে। কে করেছে এটা আদৌ পরিষ্কার নয়। তবে যদি সমুদ্রতীর দিয়ে ঢোকাটা সত্যি হয়, তাহলে ইন্ডিয়ান সিকিউরিটি এস্টাবলিশমেন্ট জড়িত। ঐ অঞ্চলে প্রায় চার পাঁচটা আলাদা এজেন্সির পাহারা থাকার কথা। তাদের চোখ এড়িয়ে ঢুকেছে কি করে?
  • siki | ২৮ নভেম্বর ২০০৮ ১৪:৪৯ | 219.64.11.35
  • *সিটুয়েশন।

    খুব ভয় করছে। সত্যি। কে জানে তাদের কেউ কেউ অলরেডি দিল্লিতে এসে পৌঁছেছে কিনা! কাল দিল্লিতে বিধানসভা চুনাও। কালকের দিনটা ভালোয় ভালোয় মিটে গেলে বাঁচি।

    স্বর্ণালীর নাম এসে, ট্রেনিং হয়েও শেষমেশ কোনও ইলেকশন ডিউটি পড়ে নি। ভাগ্যিস !!
  • h | ২৮ নভেম্বর ২০০৮ ১৪:৪৯ | 203.99.212.224
  • একটা ছোট কারেকশন সিকি, কোথাও কাউকে ঠুসে দিয়ে কারো কোন উপকার সন্ত্রাসের ক্ষেত্রে হয় নি। আগেও না পরেও না।উল্টে চিরস্থায়ী যুদ্ধ তৈরী হয়েছে।
  • Arijit | ২৮ নভেম্বর ২০০৮ ১৪:৪৮ | 61.95.144.123
  • কোন একটা কাগজে পড়লাম - গার্ডিয়ান না ইন্ডিপেন্ডেন্ট মনে নেই - যে এরা থিওলজির দিক থেকে আল কাইদার সাথে অ্যালাইনড হলেও হতে পারে - তবে অর্গানাইজেশনালি সম্ভবত নয়, কারণ আল কাইদার অপারেশনাল প্রসিডিওরের সাথে অনেক তফাত রয়েছে।
  • h | ২৮ নভেম্বর ২০০৮ ১৪:৪৭ | 203.99.212.224
  • র/অর্পন/সিকি এদের বক্তব্য আমার খুব ই সেন্সিবল মনে হয়েছে। দুর্ভাগ্যজনক যে তোমাদের এবং অনেকের বক্তব্য জিন্দেগীতে টেলিপ্রচারিত হবে না। কিছু ছাগলের ক্ষেত্রে যেটা সহজেই হয়।
  • r | ২৮ নভেম্বর ২০০৮ ১৪:৪৪ | 125.18.104.1
  • অর্পণ, পাকিস্তানে শুধু ম্যারিয়ট নয়। অসংখ্য জায়গায় অসংখ্যবার সন্ত্রাসবাদী আক্রমণ হয়েছে। পাকিস্তানের মত রাষ্ট্র, যেখানে রাষ্ট্রব্যবস্থাই প্রায় ভেঙে পড়েছে, তারা এত গুছিয়ে কূটচক্রান্ত করে নিজেদের দেশের লোকদের ক্রমাগত মেরে চলেছে- এইরকম চিন্তা করতে হলে মস্তিষ্ককে কিন্তু সিঙ্গুরের বাইশফসলী জমির মত উর্বর করে নিতে হবে। ;-)
  • siki | ২৮ নভেম্বর ২০০৮ ১৪:৪৪ | 219.64.11.35
  • ঋজু,

    ঠিক ঐভাবেই একদিন ফ্র্যাঙ্কেনস্টাইন এলটিটিই তৈরি করেছিল ইন্ডিয়া, মেরে পেয়ারে ভারত। তারা এখন শ্রীলঙ্কায় লঙ্কাকান্ড চালাচ্ছে। তো তার জন্য শ্রীলঙ্কা ভারতকে তো অ্যাকিউজ করতেই পারে!

    কে কবে কী করেছিল সেটাকে দশ বছর পরে বের না করে বর্তমান যে ইটুয়েশন, সেটার মোকাবিলা করলেই তো হয়। যেদিন পাকিস্তান নিজে ডিরেক্টলি ইনভল্‌ভ্‌ড ছিল ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরিতে, সেদিন পাকিস্তানকে ঠুকে দিলেই হত। এখন আর সে নিয়ে কাঁদুনি গেয়ে কোনও লাভ আছে কি? এখন সেই দানব তো পাকিস্তানের ভেতরটাও ছাড়খার করে দিচ্ছে। মুশার্‌রফকেও ছেড়ে কথা বলেছিল কি? মরতে মরতে তো বেঁচে গেছে লোকটা বার দুয়েক।

    আমিও খেতে বসে বউয়ের কাছ থেকে ফোনে শুনলাম সিএসটিতে ফায়ারিংয়ের কথা। সাথে সাথে ফোন করলাম মুম্বইতে, দাদর না ভিলে পার্লে কোথায় যেন ওর ছোটমামার অফিস। তিনি সেফ আছেন, তবে তিনিও শুনছেন সিএসটিতে ফায়ারিংয়ের খবর। তার পরের খবর আমি জানি না।
  • Arijit | ২৮ নভেম্বর ২০০৮ ১৪:৪৩ | 61.95.144.123
  • ইয়ে - একটা খটকা - হার্ডকোর টেররিস্টরা এত তাড়াতাড়ি হড়হড় করে সব উগরে দিচ্ছে কি করে? গত কয়েকবছরে আন্তর্জাতিক বড় বড় কেসগুলোতে একটাতেও কিন্তু এরকমটা দেখিনি।

    অবস্থা যা, তাতে সিনিক্যাল কথা বলছি বলে লোকে পিটাতে পারে।
  • r | ২৮ নভেম্বর ২০০৮ ১৪:৪১ | 125.18.104.1
  • এবং এই পাকিস্তান পাকিস্তান করাটা মমতার সি পি এম সি পি এম করার মত হয়ে দাঁড়িয়েছে। মিডিয়া, সরকার ও পাবলিক- কিছু হলেই পাকিস্তান পাকিস্তান করে কেত্তন জুড়ে দেয়। গত পনেরো কুড়ি বছর ধরে এই কেত্তন শুনছি। তার মধ্যে নিউক্লিয়ার বোমা ফাটিয়েছি, যুদ্ধু-যুদ্ধু করে নিয়েছি। সন্ত্রাসবাদ একফোঁটা কমে নি, বরং হুহা বেড়েছে। তারপরেও কারো কোনো নতুন চিন্তাভাবনা নেই। সহজ স্ক্রেপগোট খুঁজে ঝামেলা চুকিয়ে দেওয়া।
  • Arpan | ২৮ নভেম্বর ২০০৮ ১৪:৪১ | 208.57.131.4
  • পাকিস্তানের হাত আছেই কনক্লুসিভলি বলা যাবে না। যতক্ষণ না প্রমাণ পাওয়া যায়। যেমন কার্গিল যুদ্ধের সময় প্রকৃত প্রমাণ ছিল পাকিস্তানি আর্মি সীমান্ত ইনফি®Òট্রট করে ভারতে ঘাঁটি গেড়ে ছিল।

    কথা হল, আল-কায়দা বা লস্কর-ই-তৈবার অর্গানাইজেশনাল পাওয়ার এতটাই বেশি যে যেখানে খুশি বসেই এই ধরণের হামলা চালাতে পারে। ভারত, পাকিস্তান, বালি, চেচনিয়া, লন্ডন, মাদ্রিদ কিংবা নিউ ইয়র্ক।

    ক'মাস আগে করাচির পর্যটক অধ্যুষিত হোটেলগুলিতে বিস্ফোরকভর্তি ট্রাক ঢুকিয়ে দিয়েছিল। বহু মানুষ হতাহত হয়েছিল। সেইটা কি পাকিস্তান নিজেই নিজে আয়োজন করেছিল? যাতে পরে তার উপরে সন্দেহ না আসে?

    তবে এখন মনে হচ্ছে আরেকবার আফগানিস্তানে অপারেশন চললে আপত্তি করব না। এই ফ্রাঙ্কেনস্টাইন যারা তৈরি করেছে তাদেরই উপর দায় বর্তায় বিনাশ করার। সব 'কোল্যাটেরাল ড্যামেজের' কথা মাথায় রেখে বলছি।
  • r | ২৮ নভেম্বর ২০০৮ ১৪:৩৩ | 125.18.104.1
  • পাকিস্তানের বিরুদ্ধে টাফ স্ট্যান্ড নিলে সন্ত্রাসবাদ কমবে? সন্ত্রাসবাদকে আন্ডারএস্টিমেট করে আর পাকিস্তান মিলিটারিকে ওভারএস্টিমেট করে তো এই মাল দাঁড় করিয়েছি। এরপরেও? ঠিক এইভাবে বুশ বলেছিল- ইরাকে আমরা জিতে গেছি। এখনও ইরাকে বসে বসে কম্বলধোলাই খেয়ে যাচ্ছে। পাকিস্তানে গত এক বছর ধরে অসংখ্য সন্ত্রাসবাদী আক্রমণগুলো কে করাছে? ম্যারিয়ট ধ্বংস করল কে?
  • Riju | ২৮ নভেম্বর ২০০৮ ১৪:২৫ | 121.241.164.22
  • শমীক ভায়া,
    পাকিস্তানের হাত নেই বলা যাবে না কেন? ফ্রাংকেন্‌স্‌টাইন তৈরি করেছিলো কে? আই এস আই ,মিলিটারির প্রশিক্ষণ ছাড়া এত বড় কাজ সম্ভব? মাদার বোটের গতি কেন করাচী বন্দরের দিকে ছিলো?পাকিস্তান এর এগেন্‌স্‌ট এ কিছু বল্লে কি তথাকথিত ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি তে ধাক্কা লাগে? মুসলিম মানে পাকিস্তান নয় এটা বারবার জনতা কে মনে করাই। অথচ অন্যদিকে পাকিস্তান মানে একটা আলাদা দেশ নট ইকোয়াল টু মুসলিম সম্প্রদায় এটা কি ভুলে যাচ্ছ? পাকিস্তানের বিরুদ্ধে টাফ স্ট্যান্ড নিতে হলে নিতে হবে, ফুল্‌স্‌টপ।
  • Arpan | ২৮ নভেম্বর ২০০৮ ১৪:১৯ | 208.57.131.4
  • ওটা ফেক।

    http://tinyurl.com/59vyaf
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত