এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • san | ২৫ নভেম্বর ২০০৮ ১৭:৫৬ | 12.144.134.2
  • আর হ্যাঁ আমি এনারাইদের খোঁটা দিইনি। কোন ভাবেই না। এনারাই সমাজবিপ্লবীদের দিয়েছি। দুটোয় একগাদা তফাৎ।
  • stoic | ২৫ নভেম্বর ২০০৮ ১৭:৫৫ | 160.103.2.224
  • স্যান এনারাই দের ওপর এমন চটা কেন ? ঃ-(
  • Blank | ২৫ নভেম্বর ২০০৮ ১৭:৫৫ | 203.99.212.224
  • হানু দা কেমন রবি শাস্ত্রী হয়ে গেচে ঃ(
  • h | ২৫ নভেম্বর ২০০৮ ১৭:৫৪ | 203.99.212.224
  • হায় হায় ঠিক আমার ফরাসী বিলাপের মুহুর্তেই যে stoic আসবে সে কি জানতাম? দিব্যি নিন্দে মন্দ কচ্ছিলাম।
  • Arijit | ২৫ নভেম্বর ২০০৮ ১৭:৫৪ | 61.95.144.123
  • আমি তো পুরো নস্ট্রাডামুস। আচ্ছা, না হয় অমৃতলাল;-)
  • siki | ২৫ নভেম্বর ২০০৮ ১৭:৫৩ | 203.122.26.2
  • শিয়ালদার লোকাল ট্রেনে ডেলি করা আর এই সব অটোয় করা আলাদা ব্যাপার। শ্রাবণীকে জিগ্যেস করো, ভজনপুরা টু নয়ডা, 33 নম্বরের একটা বাস আছে। সে কেমন বাস, কেমনই বা তার রুট। তেত্তিরিশ নম্বর বাসের কাছে শিয়ালদার লোকালের ভেন্ডর কামরাও নস্যি!
  • r | ২৫ নভেম্বর ২০০৮ ১৭:৫২ | 198.96.180.245
  • মার্ক একেই বলেছেন শ্রেণীদ্বন্দ্ব। কিন্তু কোথাও বলেন নি যে প্যাচ প্যাচ করে গায়ের উপর খৈনি ফেললে তাদের থুথু ধরার জন্য পিকদান বাড়িয়ে দিতে হবে। বা এটাও বলেন নি যে শ্রমিকের বগলের জুঁইফুলের মত গন্ধ শুঁকলেই বিপ্লব আসবে। ;-)
  • shrabani | ২৫ নভেম্বর ২০০৮ ১৭:৫২ | 124.30.233.111
  • স্যান, পারবেনা বাধ্য হলেও চড়তেই পারবেনা, মনে হবে এর চেয়ে মাইলের পর মাইল হাঁটা ভাল!
  • h | ২৫ নভেম্বর ২০০৮ ১৭:৫১ | 203.99.212.224
  • শমীকের কথা মাঝে মাঝে বাজে লাগলেও শমীককে ভাল্লাগে। তাই এসব আমার অব্যেস হয়ে গেছে। লেবার ভাইয়েরা 'গ' তে রেগুলার হারে 'হ' না দেওয়া অব্দি এটা ওয়াইডলি অ্যাকেসেপটেবল বিহেভিয়র। পরিচিত জগতের পরে সর্বত্র। আর দেওয়ার পরে এটাই আভাঁ গার্দ। তো এসব ই আগে হয়ে গেছে। অব্যেস হয়ে গেছে। আমাদের ও লেবার ভাইদের ঃ-)
  • san | ২৫ নভেম্বর ২০০৮ ১৭:৫১ | 12.144.134.2
  • এনারাই বলে !! এ আবার বলে দিতে হবে !!!!
  • stoic | ২৫ নভেম্বর ২০০৮ ১৭:৫১ | 160.103.2.224
  • শুধুমুদু এনারাই দের খোঁটা দেওয়া কেন ? ঃ-)
  • shrabani | ২৫ নভেম্বর ২০০৮ ১৭:৫০ | 124.30.233.111
  • ঐ অটোগুলোকে অনেক জায়গায় "শুওর কী গাড়ী" বলে ওর শেপের জন্যে। আমি অনেককাল আগে কোটা শহরে প্রথম চড়েছিলাম, তখন বেশ মজাই লেগেছিল, নামটাও। কিন্তু এখানে আমাকে কেউ লাখ টাকা দিলেও ঐ অটোতে আমি চড়বনা। এখানে ওটা ঐ নামের একেবারে ডিকশনারীর মানে সত্যি!
  • Blank | ২৫ নভেম্বর ২০০৮ ১৭:৪৯ | 203.99.212.224
  • কিন্তুক শেষ আশা .....
    ও দাআআআআ
  • Blank | ২৫ নভেম্বর ২০০৮ ১৭:৪৮ | 203.99.212.224
  • এরা কেউ কখনো শিয়ালদার লোকাল ট্রেনে ডেলি করে নি
  • san | ২৫ নভেম্বর ২০০৮ ১৭:৪৬ | 12.144.134.2
  • খুবই বাস্তব। ওরকম অটো দেখলে আমি উঠবোই না বা প্রচন্ড বিরক্ত হয়ে উঠবো (বাধ্য হলে)। অতএব বাওয়াল করার প্রশ্নই ওঠেনা।
  • Blank | ২৫ নভেম্বর ২০০৮ ১৭:৪৫ | 203.99.212.224
  • হানু দা এখনো পোষ্টায় নি। আমাদের শেষ আশা।
  • san | ২৫ নভেম্বর ২০০৮ ১৭:৪৪ | 12.144.134.2
  • তবে পরে এনারাই সমাজবিপ্লবীরা এসে বাওয়াল করলে আলাদা কথা ;-)
  • shrabani | ২৫ নভেম্বর ২০০৮ ১৭:৪৪ | 124.30.233.111
  • বাওয়াল হয়নি কারন শমীক যা বলেছে তা শুনতে কেমন লাগলেও বাস্তব!
  • Arijit | ২৫ নভেম্বর ২০০৮ ১৭:৪২ | 61.95.144.123
  • এই যে চারটে এক্সট্রা পোস্ট পড়লো!!! মন্দার বাজারে এই বা মন্দ কি?
  • san | ২৫ নভেম্বর ২০০৮ ১৭:৪১ | 12.144.134.2
  • কোথায় মিললো? বাওয়ালটা হোলো কোথায় ?
  • Arijit | ২৫ নভেম্বর ২০০৮ ১৭:৩৯ | 61.95.144.123
  • প্রেডিকশনটা তো মিললো;-)
  • shrabani | ২৫ নভেম্বর ২০০৮ ১৭:৩৯ | 124.30.233.111
  • আমিও আজ অবধি দুরে অফিস যাইনি ( সে¾ট্রাল প্লেসে থাকার কারণে নয়, সম্পুর্ণ আলাদা ব্যাপার)। অভ্যাসটা বোধহয় ঠিক নয়। এরকম যাতায়াতের নামে এখন ভয়ই পাই।
  • Blank | ২৫ নভেম্বর ২০০৮ ১৭:৩৬ | 203.99.212.224
  • আই টি ভাই বলার সময় এগিয়ে এসেচে
  • siki | ২৫ নভেম্বর ২০০৮ ১৭:৩৫ | 203.122.26.2
  • হা হা হা, এইটা শুনলেই সেই ডিডিদার কথা মনে পড়ে যায়; কেউ অধ্যাপকভাই ইঞ্জিনীয়ারভাই বলে না।

    হা হা হা ...
  • san | ২৫ নভেম্বর ২০০৮ ১৭:৩৩ | 12.144.134.2
  • এঃ বোধিদা , আমার পা যে রোজ হাঁটাহাঁটি করার উপযুক্ত (অর্থাৎ কিনা বয়েস তো বেশি হয়নি ) এটাও তো শোনালাম। খেয়াল করো খেয়াল করো।

    লেবার ক্লাসের লোকজন কথাটা একটু খারাপ শোনালো ঠিকই। তবে বাস্তব অসুবিধেগুলো তো অসুবিধেই। কৃষকভাই মজুরভাই বলে তো আর সেগুলো নেই হয়ে যায়না ঃ-)
  • Blank | ২৫ নভেম্বর ২০০৮ ১৭:৩৩ | 203.99.212.224
  • এবং সিকি যে লেবার না তা জানিয়ে দিল ঃ-D
  • siki | ২৫ নভেম্বর ২০০৮ ১৭:৩১ | 203.122.26.2
  • বাওয়াল তো বাওয়াল। ঐ লেভেলের সাম্যবাদী আমি নই। বহুৎ বিরক্তিকর স্পিসিস হয় ঐ লোকগুলো।
  • Arijit | ২৫ নভেম্বর ২০০৮ ১৭:৩০ | 61.95.144.123
  • বেথের পোস্টের তৃতীয় প্যারাটা নিয়ে একচোট বাওয়াল প্রেডিক্ট করলুম;-)
  • siki | ২৫ নভেম্বর ২০০৮ ১৭:৩০ | 203.122.26.2
  • আমি যেখানে থাকি, গাজিয়াবাদের বৈশালি, বিশাল ভালোভাবে কানেক্টেড পাবলিক ট্র্যান্সপোর্টের মাধ্যমে। কাল থেকে যেখানে যাবো নয়ডা সেক্টর দুই, অসম্ভব রকমের ওয়েল কনেক্টেড, নয়ডার সমস্ত বাস অটো ওখান দিয়ে যায়।

    কিন্তু আমার বাড়ি থেকে আমার কালকের অফিসে আসার কোনও ডিরেক্ট বাস নেই। অটো ধরলে একপিঠে একশো টাকা চাইবে। নিদেন পক্ষে আশি টাকা।
  • h | ২৫ নভেম্বর ২০০৮ ১৭:২৯ | 203.99.212.224
  • বাড়িটা বাজে দূরের শহরতলীতে নয়, বাড়িটা যে সে¾ট্রাল এরিয়ায় এটা আমাদের শোনালো।
  • siki | ২৫ নভেম্বর ২০০৮ ১৭:২৮ | 203.122.26.2
  • দিল্লিতে বা এনসিআরে পাবলিক ট্রান্সপোর্ট ভার্চুয়ালি এক্সিস্ট করে না।

    উদ্যোগ বিহারে আজও বাস ঢোকে না। তো বুঝতেই পারছো, উদ্যোগ বিহারের মাঝে যার আপিস, তাকে কাপাসহেরা বা এন এইচ এইট আসতে কতো ঝামেলা পোয়াতে হয়। ছুটির সময়ে এমন টাইট জ্যাম হয় যে সাইকেল রিক্‌শাও চলতে পারে না। টপকে টপকে হাঁটা ছাড়া গতি নেই।

    তেমনিই এন এইচ এইট থেকে পাঁচ কিমি ভেতরে আমার অফিস (কাল থেকে আর থাকবে না)। তো সেই পাঁচ কিমি যাবার জন্য আমার কাছে একমাত্র ভরসা ডাইনোসরমার্কা কেরোসিনে চলা বিকট আওয়াজ করা এক ধরণের অটো, যেখানে মূলত চারপাশের অজস্র ফ্যাক্টরির লেবার ক্লাসের লোকজন চাপে। নোংরা জামাকাপড়, প্রতি পাঁচ মিনিটে একবার করে মুখ থেকে প্যাচ প্যাচ করে থুতু বা গুটখার রস ফ্যালে, আর অটো ভর্তি না হলে চলবে না, ভর্তি হলেও মাঝপথে আরও ভর্তি হবার আশায় অনন্তকাল দাঁড়িয়ে থাকে মাঝের বিভিন্ন স্টপেজে। এই অটোগুলোতে দশ থেকে চোদ্দজন লোক ধরানো যায় ঠেসেঠুসে।

    গাড়ি চালাবার পরিবেশ আর দিল্লিতে নেই। অন্তত উইকডেজে। আমার গাড়ি তাই মাসের পর মাস ধরে পড়েই রয়েছে। বাইক চালাই তাই দু ঘন্টায় অফিস পৌঁছতে পারি। গাড়ি চালালে বা অফিসের গাড়ি নিলে হয় সকাল সাড়ে সাতটায় বেরোতে হবে নয় বেলা সাড়ে এগারোটায় পৌঁছনো হবে।

    কেবল রবিবারগুলো এখানে এখনও সুন্দরভাবে রাস্তা ফাঁকা থাকে। বেরোলে ঐ একটা দিনই গাড়ি নিয়ে বেরোতে পারি। তবে সব রোববার তো বেরোনরও থাকে না। গাড়ি আরাম করে পার্কিং লটে, আমি লোনের পয়সা মেটাই। ঃ-)
  • san | ২৫ নভেম্বর ২০০৮ ১৭:২৭ | 12.144.134.2
  • সেদিক দিয়ে আমি বেশ ভাল আছি। পনেরো মিনিট হাঁটলেই দিব্যি বাড়ি পৌঁছে যাই। বা অটোতে তিনচার মিনিট গেলে।তবে এই যে অফিসের কাছেকাছে থাকা অভ্যেস হয়ে যাচ্ছে এ এক মুশকিল।
  • h | ২৫ নভেম্বর ২০০৮ ১৭:২৪ | 203.99.212.224
  • মশলা জোয়ান এর হিন্দী অজোয়াইন তাইতো? আজ দেখলাম উল্টো করে বাংলা হয়েছে 'আজবায়ন'। বানানের কনসিস্টেন্সি রেখে। আমার তো নানা কারণে এই টার্মটা খুব ই পসন্দ হল।
  • shrabani | ২৫ নভেম্বর ২০০৮ ১৭:২৪ | 124.30.233.111
  • আমাদের এখান থেকে মানে নয়ডা অফিস থেকে যারা দিল্লী বিশেষত একটু দুরে রোহিনী, বসন্তকুঞ্জ, দ্বারকা, অথবা মুনিরকা টুনিরকাও যায় তাদের ছুটির আগে রীতিমত প্রিপারেশন চলে। ভাল করে ক্যান্টিন থেকে নাস্তা আনিয়ে খেয়ে, টয়লেট গিয়ে,চুল টুল আঁচড়ে ফিটফাট হয়ে বাসে ওঠে বা কার পুলে ওঠে। কারন বাড়ী যেতে যেতে ডিনার টাইম হয়ে যায়!
  • Arijit | ২৫ নভেম্বর ২০০৮ ১৭:১৮ | 61.95.144.123
  • হুঁ - আপিস বাসে ঘুমনো যায় - সেটা হল প্লাসপয়েন্ট। অবিশ্যি আমি একবার এমন ঘুমিয়েছিলুম যে লাজপত নগর হয়ে বাস ঘুরে দিল্লী আইআইটির কাছে এসেছে যখন তখন বাসের লোক এসে আমায় ঠেলে তুলেছেঃ-) তখন সেই দিনে চোদ্দ ঘন্টার কাজ চলছিলো - আগেরদিন রাত তিনটেয় বাড়ি ফিরেছিলুম...
  • shrabani | ২৫ নভেম্বর ২০০৮ ১৭:১৫ | 124.30.233.111
  • আজকাল দিল্লী গুরগাঁও নয়ডা কোথাও অফিস টাইমে গাড়ি থাকার কোনো মজা নেই, ট্র্যাফিকে বুরা হাল হয় বিশেষ করে অফিস টাইমে। যদি শফার ড্রিভন হয় তো এক কথা, নিজে চালালে বোরিং। তার চেয়ে চার্টাড বাসে ঘুমোতে ঘুমোতে যাওয়া ভাল।(এসব ই আমার শোনা, আমার বাড়ী থেকে অফিস গাড়ীতে পার্কিং টাইম নিয়ে সাত মিনিট!)।
  • Arijit | ২৫ নভেম্বর ২০০৮ ১৭:১৩ | 61.95.144.123
  • উদ্যোগ বিহারের মধ্যে আগে বাস ঢুকতো না। হয় কাপাসহেরা বর্ডার নয়তো উল্টোদিকে বড় রাস্তা অবধি গিয়ে বাস ধরতে হত - অনেক দূর।
  • san | ২৫ নভেম্বর ২০০৮ ১৭:০৬ | 12.144.134.2
  • আর গুরগাঁওয়ের যা রাস্তা বাবা। এখন কি একটু ভদ্রস্থ হয়েছে?
  • Arijit | ২৫ নভেম্বর ২০০৮ ১৭:০৬ | 61.95.144.123
  • গুরগাঁওয়া থিকে ডিটিসির বাসে দিল্লী ইত্যাদি আসা বেশ ঝাড়ের। বাস তো যায় কাপাসহেরা বর্ডার অবধি মনে হয়।
  • san | ২৫ নভেম্বর ২০০৮ ১৭:০৫ | 12.144.134.2
  • পুরোটাই 'ওব্যেস'।ওব্যেস থাকলে রিক্সায় চড়েও রেলা নেওয়া যায় ;-)
  • Blank | ২৫ নভেম্বর ২০০৮ ১৭:০২ | 203.99.212.224
  • কিন্তু শমীকের আপিসে পাবলিক ট্রান্সপোর্ট নিষিদ্ধ ক্যান?
  • siki | ২৫ নভেম্বর ২০০৮ ১৬:৫৬ | 203.122.26.2
  • শুনিয়েই কই আর না শুনিয়েই ... গাড়ি থাকলে অনেক জায়গায় রেলা নেওয়া যায়, যেমন যখন খুশি অফিস থেকে বেরিয়ে আসা যায়।
  • san | ২৫ নভেম্বর ২০০৮ ১৬:৪৯ | 12.144.134.2
  • আমাদের গাড়ি নেই বলে শমীক এইসব শুনিয়ে শুনিয়ে বলছে? তিনটে ছিঃ দিলাম ;-)
  • shrabani | ২৫ নভেম্বর ২০০৮ ১৬:৪৬ | 124.30.233.111
  • এক তারিখ অবধি ছুটি!
  • siki | ২৫ নভেম্বর ২০০৮ ১৬:০৭ | 203.122.26.2
  • আমার বর্তমান ভাগাড়ের (আজই শেষ দিন) যেমন নিয়ম, সক্কলকে নঘন্টা আপিসে থাকতে হবে। আটঘন্টা কাজ, একঘন্টা লাঞ্চ, চা-কফি-বিড়ি-ভাট ইত্যাদি। কিন্তু কোথাও লেখা নেই, কেউ যদি চা কফি না খায় বিড়ি না খায়, তাকেও নঘন্টা থাকতে হবে কিনা। মুশকিল হয় তাদের ক্ষেত্রে যাদের অফিস ক্যাব ইউজ করতে হয়। ইচ্ছে না থাকলেও নঘন্টা অফিসে বসে থাকতে হয় কারণ তার আগে ক্যাব ছাড়বে না। আমি তো বলেই দিয়েছি আমি কাজ করি আট ঘন্টা লাঞ্চ করি পনেরো মিনিট, সো আমি সওয়া আট ঘন্টার বেশি থাকবও না। থাকিও না। নিজের গাড়ি থাকার এই এক সুবিধে।
  • Blank | ২৫ নভেম্বর ২০০৮ ১৫:৪৭ | 203.99.212.224
  • কিন্তু এই ৪৮ ঘন্টা আসলে সমস্ত ব্রেক নিয়ে, মানে উইকের সব লাঞ্চ আর টী ব্রেক সব ধরে। মানে গ্রস হাওয়ার। কিন্তু এই ব্রেক গুলোকে তুমি হিসেব করতে পারবে না আসলে।
  • san | ২৫ নভেম্বর ২০০৮ ১৫:৪৫ | 12.144.134.2
  • শুধু আইটি সেক্টর নয় , আমাদের এদিকেও তাই। সিকি যা বললো - আন্ডারকোট করে করে যা নয় তাই অবস্থা। লাস্ট মাস ছয় ধরে টিমের একগাদা লোক দিনে অ্যাভারেজে চোদ্দ ঘন্টা মত কাজ করে - কিন্তু দেখাতে হয় আট ঘন্টা। আমি অবশ্য কিকরে যেন বেঁচে গেছি। কিন্তু বাকিদের অবস্থাদেখলে মায়া হয় - একজন মেয়ের দুবছরের ছানা বাড়িতে, আরেকজনের দুটি পাঁচ বছরের। একটি ছেলেরওতাই। কিকরে সামলায় বাবা এরা কে জানে।
  • Arijit | ২৫ নভেম্বর ২০০৮ ১৫:৪৪ | 61.95.144.123
  • তা তো পারেই। আট ঘন্টার নিয়ম থেকে তো ইচ্ছে করেই বাদ দিয়েছে।
  • Blank | ২৫ নভেম্বর ২০০৮ ১৫:৪২ | 203.99.212.224
  • কথাটা হচ্ছে যে তার মানে সাড়ে নয় ঘন্টা কাজ করাতে পারে
  • Arijit | ২৫ নভেম্বর ২০০৮ ১৫:৪২ | 61.95.144.123
  • তাই হবে, টিসিএসেও এই শব্দগুলো বলতো। প্রথমে মনে হয় ফিক্সড প্রাইস ছিলো, তাপ্পর বদলে টিএনএম করেছিলো।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত