কন কল রাখব না। ওই সময় তো আমারো বাক্সপ্যাঁটরা গুছিয়ে যাবার সময় হয়ে যাবে। যদিও এখন থেকেই এরা বলতে শুরু করেছে আরো একমাস পিছনো যায় কিনা!
arjo | ২০ নভেম্বর ২০০৮ ০৩:২১ | 168.26.215.13
এবং সেই একদিন ছুটির রাতে কন কল আছে। অনসাইট কোঅর্ডিনেটর দের মজার দিন হল যেদিন অফশোরে ছুটি আছে সেই রাতে। আঃ কি শান্তি, একটাও ফোন আসবে না। ঢেলে মাল খেয়ে নিও। ঃ)
Arpan | ২০ নভেম্বর ২০০৮ ০৩:০৯ | 216.52.215.232
আমার একদিনের বেশি ছুটি নাই। ঃ(
arjo | ২০ নভেম্বর ২০০৮ ০৩:০১ | 168.26.215.13
এ আমার কতদিনের পেলান। প্রমাণিত হইল আমরা দুজনেই গ্রেট। কোয়েলিদিও গ্রেট। আমি দেখেও রেখেছি কোথায় আরভি ভাড়া পাওয়া যায়।
Paramita | ২০ নভেম্বর ২০০৮ ০২:৫৭ | 63.82.71.141
আমার প্ল্যান ছিল এটা - কেমনে ব্যাটা পেরেছে সেটা জানতে -
arjo | ২০ নভেম্বর ২০০৮ ০২:৫৪ | 168.26.215.13
আগামী ক্রিসমাসে আরভি নিয়ে ঘুরতে বেরব, সাতদিন ধরে বিভিন্ন প্রদেশে ঘুরব। আচ্ছা একটা আরভি তে কজন লোক ধরে?
Paramita | ২০ নভেম্বর ২০০৮ ০২:৪৯ | 63.82.71.141
থ্যাংকু রিমি। হ্যাঁ অজদা তোমার তো ওপেন ইনভি আছে, ভেবেওছিলাম চেয়েচিন্তে নেমন্তন্ন নেব যদি থাকো, কিন্তু এলেতে তো যেকোন উইকেন্ডে যাওয়া যায়। দূরে কোথাও আরেকটু দূরে..
aja | ২০ নভেম্বর ২০০৮ ০২:৩৫ | 207.47.98.129
পামিতা এলএর দিকে আসতে পার। আমরা আছি, ইঁদুর আছেন, এমন কি অপ্পনও আছেন।
rimi | ২০ নভেম্বর ২০০৮ ০২:৩১ | 168.26.215.135
ইসস.. আমরা তো ক্রিসমাসে থাকছি না, নয়ত বলতাম আমাদের এখানে চলে এস।
Paramita | ২০ নভেম্বর ২০০৮ ০২:১৮ | 63.82.71.141
ক্রিসমাসে কোং সাতদিন জোর করে ছুটি নেওয়াচ্ছে, কিন্তু আমার কোথাও যাবার নেই, কিচ্ছু করার নেই।
Binary | ২০ নভেম্বর ২০০৮ ০১:৩১ | 198.169.6.69
এরকম যে লিখতে পারে সে আইপি-ও হ্যাক কত্তে পারে। নোট করে লাভ নেই।
aja | ২০ নভেম্বর ২০০৮ ০১:২৭ | 207.47.98.129
ঈশেনের আইপি-টা নোট করে রাখ। কফিতে মাথা ধরা না সারলে মামলা করতে কাজে লাগবে।
Binary | ২০ নভেম্বর ২০০৮ ০১:২৬ | 198.169.6.69
উঃ উঃ উঃ মাথাটা ভোঁ ভোঁ কচ্চে। কফি খেয়ে আসি।
aja | ২০ নভেম্বর ২০০৮ ০১:১৬ | 207.47.98.129
থাকগে বানাম্ভুল। ক'টা তো রিসাইকলড ইলেকট্রন।
Ishan | ২০ নভেম্বর ২০০৮ ০১:১৬ | 12.163.39.254
দুটি পোস্টের তাৎপর্য সম্পূর্ণ আলাদা।
প্রথমটিতে লেখক, নিঃশর্ত সরি বলেছেন। পরেরটিতে লেখকচৈতন্য, কিছুটা অবচেতনে, এই নিঃশর্ত সরি বলার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। এখানে "ইয়ার্কি'র কথা উত্থাপিত হয়েছে। যাকে কেউ কেউ অজুহাত ভাবতে পারেন। কেউ বা র্যাশনালিটি। কিন্তু আসলে এটি সচেতনতার বিরুদ্ধে অবচেতনের লাকানিয়ান বিদ্রোহ। সচেতন র্যাশনালিটির, যুক্তিবদ্ধতার শৃঙ্খলার আড়ালে অচেতনতায় যে বিদ্রোহের বীজ সুপ্ত হয়ে থাকে, এই র্যাশনাল ডিসকোর্সে তারই সিম্পটম দেখা যাচ্ছে।
আসুন বিদ্রোহীকে স্বাগত জানাই। র্যাশনাল টেক্সটির ভিন্ন পাঠটিও নিঃসংকোচে উপস্থিত করার জন্য লেখককে আভূমি কৃতজ্ঞতা জানাই।
sayan | ২০ নভেম্বর ২০০৮ ০১:০৭ | 160.83.72.211
বানাম্ভুলও আছে!
aja | ২০ নভেম্বর ২০০৮ ০১:০৪ | 207.47.98.129
এক পোস্ট না তো। পরেরটাতে 'ইয়ার্কি-র খাতিরে' কথাটা বেশী আছে। যতিচিহ্ন-ও কিছু আলাদা।
Binary | ২০ নভেম্বর ২০০৮ ০০:৫২ | 198.169.6.69
উঃ একই পোস্ট দু-দু বার কেরে ফেল্লাম।
Binary | ২০ নভেম্বর ২০০৮ ০০:৫১ | 198.169.6.69
স্যান গোঁসা কোরো না। আমি এমনি-ই 'গাঁজা' বলেছি, ইয়ার্কি-র খাতিরে, 'ঢপবাজ' একদম-ই বলতে চাইনি। ভেরি ভেরি সরি।
Binary | ২০ নভেম্বর ২০০৮ ০০:৪৯ | 198.169.6.69
স্যান গোঁসা কোরো না। আমি এমনি-ই 'গাঁজা' বলেছি। 'ঢপবাজ' একদম-ই দলতে চাইনি। ভেরি ভেরি সরি।
Ishan | ২০ নভেম্বর ২০০৮ ০০:৩৪ | 12.163.39.254
আহা ঢপ আর মিথ্যে কি এক হল? ঃ)
siki | ২০ নভেম্বর ২০০৮ ০০:১৭ | 122.162.81.47
মানে, বেইব্যায় তো বটেই!
siki | ২০ নভেম্বর ২০০৮ ০০:১৬ | 122.162.81.47
সে কী! স্যান বেবি নয়?
san | ২০ নভেম্বর ২০০৮ ০০:১৬ | 123.201.53.144
না মারা যাবে কেন। মামুর সোনার কলম অক্ষয় হোক। ফর নাথিং লোককে মিথ্যেবাদী-টাদী বলে খোরাক হোক। আমি মুখে কুলুপ আঁটি।
(এতে ভ্যাঁপ্পো ভ্যাঁপ্পো বাজানোর দরকার নেই)
Blank | ২০ নভেম্বর ২০০৮ ০০:১৩ | 59.93.254.231
সিকি র কথা শুনে হো হো হাসচি ঃ)
aja | ২০ নভেম্বর ২০০৮ ০০:১১ | 207.47.98.129
মামু-তো এইবার মারা গেল। স্যানকে বেবী বলা!!!
siki | ২০ নভেম্বর ২০০৮ ০০:১০ | 122.162.81.47
স্যান খেয়েছে গাঁজা সাড়ে বত্রিশ ভাজা
siki | ২০ নভেম্বর ২০০৮ ০০:১০ | 122.162.81.47
হয় তো তিনখানা গার্লস স্কুলে পড়েছিলাম বলেই, লোকে আমাকে বীভৎস হ্যাটা কত্তো। সেন্ট জনসে আমাদের সমোস্কিতো স্যার ছিলেন, আমরা ভোজকুমড়ো বলতাম, আসল নাম বলব না, তিনি হাই প্রেসারের রোগী ছিলেন, হঠাৎ করে প্রচ্চন্ড রেগে যেতেন, একদিন ঐ প্রেসারের ধাক্কাতেই তিনি মারা গেছেন।
সে যাই হোক, রেগে যাবার সময়টুকু ছাড়া উনি খুব মৃদুভাষী ছিলেন, মুখ দিয়ে মহাপ্রাণ বর্ণ সহজে বেরোতে চাইত না। সমোস্কৃতে স্থা আর স্থনভ্য ধাতুদ্বয়কে তিনি হামেশাই উচ্চারন করতেন স্তা আর স্তনভ্য, আর ক্লাস এইটের আমরা তার মধ্যে "স্তন' খুঁজে পেয়ে ফিকফিক করে হাসতাম।
তিনি একবার উন্মাদ হয়ে গিয়ে ঠিক করেছিলেন স্কুলের ফাউন্ডেশন ডে-তে সংস্কৃতে অভিজ্ঞান শকুন্তলম করবেন, করবেনই। যতই না কেন সেটা বয়েজ স্কুল হোক।
সেই বয়েসে স্যারের হুকুমে "না' বলার মত বিপ্লব করার বয়েস আমাদের হয় নি। আমি হয়েছিলাম শকুন্তলা, তেমনি আরো দুটো ছেলে হয়েছিল অনসূয়া আর প্রিয়ম্বদা, ফেল করে আমাদের ক্লাসে থাকা এক ব্যাকবেঞ্চারকে বানানো হয়েছিল দুর্বাসা মুনি।
তিনদিন মাত্র রিহার্সাল হয়েছিল। তার মধ্যেই "শকুন্তলা-শকুন্তলা' আওয়াজ খেয়ে আমার জিনা হারাম।
কী খোরাকি ব্যাপার, দুর্বাসা এসে বলছে, অয়মহং ভো। শকুন্তলা শুনতেই পাচ্ছে না, পাশ থেকে প্রিয়ম্বদা মিনমিন করে জিগাচ্ছে কস্ত্বং? দুর্বাসা বলছে অহম (ভুলে গেছি) দুর্বাসা আগমিষ্যামি।
লাস্টে অনেক সাহস সঞ্চয় করে তিন দিনের শেষে আমরা স্যারকে গিয়ে বললাম এ সব নাটক আমরা করব না। রাগে দুঃখে ভোজকুমড়ো এক সপ্তাহ আমাদের সাথে কথা বলে নি।
Blank | ২০ নভেম্বর ২০০৮ ০০:০৯ | 59.93.254.231
বাঁশ যোগ্য, র দা বলে গেচে
Ishan | ২০ নভেম্বর ২০০৮ ০০:০৮ | 12.163.39.254
পরবর্তী প্রজন্মের সঙ্গে যুদ্ধ কীসের? কীসের পরাজয়? পৃথিবীকে এ শিশুর বাসযোগ্য করে গেছি আমি, এই তো পুরস্কার।
ভোঁপপো ভোঁপপো ভোঁ।
Arpan | ২০ নভেম্বর ২০০৮ ০০:০৪ | 65.194.243.232
লড়াই শেষ হলে স্যান মামুর বুকের ওপর বসে দাড়ি ক'গাছা ওপড়াবে।
বৃদ্ধ অজ-অ অ্যাম্ফিথিয়েটারের মেজানাইন ফ্লোরে বসে ধীরে ধীরে বৃদ্ধাঙ্গুষ্ঠটি নিচের দিকে প্রদর্শন করবেন।
aja | ১৯ নভেম্বর ২০০৮ ২৩:৫৩ | 207.47.98.129
আঃ। সেই সম্রাট হ্যাড্রিয়ান মারা যাবার পর আর গ্ল্যাডিয়েটরদের মারামারি দেখি না। ওয়েলকাম স্যান। ওয়েলকাম মামু।
Blank | ১৯ নভেম্বর ২০০৮ ২৩:৫৩ | 59.93.254.231
ন্যানো, ভ্যানো, স্যানো ....
sayan | ১৯ নভেম্বর ২০০৮ ২৩:৪৪ | 160.83.72.211
হয়তো স্যানিনীকে কারো মনে নেই মামুকে ও এবার বেশ ক্যালাবেই
Arpan | ১৯ নভেম্বর ২০০৮ ২৩:৩৮ | 65.194.243.232
পৃথিবী বদলে গেছে। স্যানো কি আর তেমনি আছে?
Ishan | ১৯ নভেম্বর ২০০৮ ২৩:৩৫ | 12.163.39.254
আবার ঝগড়া করে।
বেশ। এবার থেকে স্যানকে দ্বিপদ ও পদ্মলোচন বলব।
san | ১৯ নভেম্বর ২০০৮ ২৩:৩৪ | 123.201.53.144
* প্র মু-পার গল্প।
sayan | ১৯ নভেম্বর ২০০৮ ২৩:৩৪ | 160.83.72.211
"সলাম-এ-ইশ্ক মেরী জান' আহাহা, বেঁচে থাকুক রেখা ও এমন গান
san | ১৯ নভেম্বর ২০০৮ ২৩:৩২ | 123.201.53.144
পাইদি, ওটা নির্ঘাৎ প্র দি ? এটা প্র মু র গল্প।
বাইনারি কে ঃ ঈশান বা তার মন্তব্য বা সেটার ক্রেডিবিলিটি নিয়ে অবশ্য আমার কিছু বক্তব্য নেই। তবে নেটে অর্ধচেনা কেউ আমাকে খামোখা ঢপবাজ বললে একটু খারাপ লাগবে। একটুই, তবু লাগবে।যাগ্গে এসব কাটান।
Ishan | ১৯ নভেম্বর ২০০৮ ২৩:৩২ | 12.163.39.254
অ্যাঁ? স্যান এইসব চেপে গেল?
aja | ১৯ নভেম্বর ২০০৮ ২৩:৩২ | 207.47.98.129
এই দিদিমনিদের গল্পে আমার আইএসআই-এর এক দিদিমনিকে মনে পড়ে গেল। গুরুর লোকজন অনেকেই পাত্রপাত্রীদের চিনবেন, তাই নামগুলো বদলে গল্পটা বলি।
'স' হলেন দিদিমনি, আর তার বর 'ভ'। 'ভ'-ও আমাদের মাস্টারমশাই।
আমাদের সহপাঠী 'ম' 'স'-এর প্রেমে পড়ে গেল। সে কী প্রেম। 'ম' 'স'-এর একটি ক্লাসও কামাই করে না, আর 'স'-এর একটি কথাও মাটিতে পড়তে দেয় না। কিন্তু পরীক্ষায় ঠিক ফেল করে। টু বি ফেয়ার, 'স' অনেক অনেক নম্বর দিতেন, নইলে আমিও ঐ ক্লাসে আন্ডু পেতাম।
ফাইনাল পরীক্ষায় প্রশ্নে ভুল ছিল। 'স' মুখে মুখে সংশোধন করে দিচ্ছেন। 'স'-এর গলা একটু নীচু গ্রামের। পিছনের বেঞ্চে বসা 'ম' ফ্রাস্টু হয়ে গান ধরল - "কি বলিলি মালিনী, ফিরে ফিরে ব-অ-অ-ল"। 'স' অতিকষ্টে প্রশ্ন কারেকশন শেষ করে বেরিয়ে গেলেন। আমরা হাসিতে ফেটে পড়লাম (ক্লাসের মেয়েরা শুদ্ধু)।
কিন্তু পাঞ্চলাইন এর পরে। আমাদের একজন গিয়ে 'ম'-কে প্রচুর গালাগালি করে 'ভ'-কে এই ঘটনাটি নিবেদন করল। আশা ছিল 'ভ' 'ম'-কে লিঞ্চ করতে চাইবেন ক্ষেপে উঠে। কিন্তু 'ভ' সব শুনে ভারী শান্ত গলায় বললেন - 'স' এখন অধ্যাপিকা হয়েছে। এ সব হ্যান্ডল করতে তো ওকে শিখতেই হবে।
প্রসঙ্গতঃ, 'ভ' কে দেখতে হ্যান্ডসাম ছিল।
pi | ১৯ নভেম্বর ২০০৮ ২৩:২৯ | 69.251.184.3
স্যান, সেকিরে ! আমাদের তো বাংলার দিদিমণি অ্যানুয়াল ফাংশানের জন্য বাইজি নৃত্য শেখাতেন !
Blank | ১৯ নভেম্বর ২০০৮ ২৩:২৮ | 59.93.254.231
স্যার গুলো ও বেশ জালি হয়। অকারনে কান ধরে টেনে কান ব্যথা করে দেয়
Ishan | ১৯ নভেম্বর ২০০৮ ২৩:২৩ | 12.163.39.254
দিদিমনিরা অতি জালি জিনিস। আমার অঙ্কের দিদিমনি আমাকে হেবি ক্যালাতো। ঃ(
Binary | ১৯ নভেম্বর ২০০৮ ২৩:২২ | 198.169.6.69
আরে, স্যান গাঁজা খেতেই পারো, কি মুশকিল ঃ-)) গাঁজা খাওয়া মেয়েদের-তো বেশ লাগে। অমি কেবল ঈশানের মন্তব্য ভেরীফাই কচ্ছিলাম।
san | ১৯ নভেম্বর ২০০৮ ২৩:২২ | 123.201.53.144
আমাদের এক বাংলার দিদিমণি একটি মেয়ে অন্তাক্ষরীতে 'তুমি যে আমার' গাইছিল বলে তার গার্জেন কল করে বলেছিলেন, এ মেয়ের চরিত্র বলে আর কিছু রইলনা। (ক্লাস নাইন)।আর মদ? গাঁজা? ল্লেঃ পঃ।
Ishan | ১৯ নভেম্বর ২০০৮ ২৩:২১ | 12.163.39.254
এইবার বুঝলাম।
স্যানকে "ভালো মেয়ে' বল্লে রেগে যায়। ঃ)))
Binary | ১৯ নভেম্বর ২০০৮ ২৩:১৭ | 198.169.6.69
ওকে ওকে।
অপ্পনের বাংলার দিদিমনি ঃ- স্লিভলেস ব্লাউজ = দুই বার বিয়ে = গাঁজা টানা = শেয়ার বাজার = খিস্তি। স্যানের বাংলার দিদিমনি ঃ- নো গাঁজা = নো খিস্তি = নো শেয়ার বাজার = নো মদ।
বুঝলাম।
sayan | ১৯ নভেম্বর ২০০৮ ২৩:১৫ | 160.83.72.211
আদর করে তো দিম্মনি বলে, দিদ্মনি নাকি? না দিদুমনি? (মঃ)
sinfaut | ১৯ নভেম্বর ২০০৮ ২৩:১৪ | 117.195.200.104
আমাদের এক ভূগোল দিদিমনির নাম দেওয়া হয়েছিল ছিটকিনি।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন