এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • sinfaut | ২২ নভেম্বর ২০০৮ ২৩:২৪ | 117.195.193.140
  • ঃ-))
  • h | ২২ নভেম্বর ২০০৮ ১৯:১২ | 121.242.13.34
  • মদের আবার মানে কি রে ছোকরা? মদ মানে মদ। খেলে নেশা হয়, ভাল্লাগে। সাতটা খাওয়ার পরে এমনি কোনো চাপ হয় নি। অন্তত রাত্রে। শুধু সকালে একটা আধো জাগা অবস্থায় শুনলাম, বউ বেরোনোর সময় বলছে, আমি আসছি, আমার ভোরের দিকে রিফ্লেক্স এমনিতেই ঈষৎ বাড়ন্ত থাকে। আমি সাত তাড়াতাড়ি আমার উত্তম কাটিং নায়ক স্মাইলটা দিয়ে বলেছি, আবার এসো।
    চারিদিকে এমন একটা নীরবতা নেমে এলো কি বলবো। সামাজিক চাপ।
  • babul | ২২ নভেম্বর ২০০৮ ১৮:৪২ | 164.164.94.194
  • উকিএনড এ সব কোথায় হাওয়া হোএ গেল? দূব্বিন দিয়েও কারোক্কে দেখা যাচ্ছে না।
  • papiya | ২২ নভেম্বর ২০০৮ ১৩:২২ | 74.192.194.238
  • ৫৪ হবে ৫৮ টা টাইপো
  • papiya | ২২ নভেম্বর ২০০৮ ১৩:২১ | 74.192.194.238
  • ৫৮। তারপর শুঁড়ালো জলুকে বরফ দিয়ে ভেজে মালপো পাই খেলাম ঃ)
  • sinfuat | ২২ নভেম্বর ২০০৮ ১২:৫৩ | 117.195.199.241
  • আমাকে সাতটা যে কোনোরকম মাল খাওয়ানো থিওরিটিকালি ও প্র্যাকটিকালি অসম্ভব নেহি নামুমকিন হ্যায়। চারটের পর থেকেই মুখ দিয়ে যত বেরোবে তার সাথে তাল মিলিয়ে মুখে ঢোকানো কিছুতেই সম্ভব না।
  • Blank | ২২ নভেম্বর ২০০৮ ১২:০৫ | 59.93.169.12
  • সাতটা শুধু বাকার্ডির কোনো মানে নেই। মধ্যে একটু বীয়ার খাবে। স্যান্ডউইচ টা হলে জমে ভালো। আজকাল মধ্যে একট কার্লসবার্গ ঢেলে দিলেই আমার মজা জমে যায়
  • Arpan | ২২ নভেম্বর ২০০৮ ০৯:৫৯ | 208.57.131.4
  • ক্যাপাসিটি ম্যাটার্স।
  • sinfaut | ২২ নভেম্বর ২০০৮ ০৯:১৯ | 117.195.193.224
  • সমাজ নিয়ে কত ভাবে। শারীরিক সমস্যা হয়নি? নাকি একটা হয়েছে বলেই আরেকটা?
  • h | ২২ নভেম্বর ২০০৮ ০৮:৪৪ | 121.242.13.34
  • বাকার্ডি, বিশেষতঃ সাতটা বাকার্ডি কখনো এক সন্ধেয় খাওয়া উচিত নয়। বিভিন্ন সামাজিক সমস্যা হয়।
  • pi | ২২ নভেম্বর ২০০৮ ০৮:১৩ | 128.231.88.4
  • ৫৩। উড়তে উড়তে বরফদের দেখা হল কিছু উচ্চকিত উচ্চিংড়ে, শুঁড়ালো জলহস্তী আর লাফানে পাপিয়ার (পুঁদিচ্চেরী এখনো কনফার্‌ম্‌ড হয়নি বলে বল্লুম না) সাথে। আর তারপর ....
  • Binary | ২২ নভেম্বর ২০০৮ ০৭:২১ | 24.66.94.142
  • ৫১। রাম খওয়া সম্বন্ধে কুনো বক্তব্য নাই। তবে একটা জলহস্তি মাতাল হলে কত লিটার জনি ওয়াকার লাগবে সেটা জানা দরকার। নয়তো কস্ট কাটিং সম্ভব নয়।
    ৫২। লামা আর দুম্বার জিনের মিক্সচারে জলহস্তি-র ক্লোন করলে, শুঁড় গজাবে না পশ্চাতদেশ গজাবে সেটা জানা দরকার।
  • arjo | ২২ নভেম্বর ২০০৮ ০৬:৫৯ | 24.214.28.245
  • ৪৯। আজ শুক্কুর্বার, অনেকদিন বাদে আজ রাম খাইবার দিন
    ৫০। হাফ সেঞ্চুরি হল, নিন নিন, ঝটপট হাততালিটা দিন।
  • aja | ২২ নভেম্বর ২০০৮ ০৬:৩৫ | 71.106.244.161
  • ৪৫। লাফানে চিংড়ীকে যদি উচ্চিংড়ে বলে, লাফানে পাপিয়াকে কি পুঁদিচ্চেরী বলা যায়?
    ৪৬। দিদি শুধু গলার ভল্যুম জানে। জলহস্তীর ভল্যুম নিয়ে দিদির কুন বক্তব্য নাই।
    ৪৭। লামার পিছনের থেকে জিন নিয়ে জলহস্তির ক্লোন করালে এরকম কিছু হতেও পারে।
    ৪৮। তাস খেলার সময় হল। এইবারে যেতে হয়।
  • Binary | ২২ নভেম্বর ২০০৮ ০৬:১৩ | 24.66.94.144
  • ৪১। আবার আসিয়াছি ফিরিয়া।
    ৪২। পাপিয়া ধাপ ডিঙ্গিয়ে লাফ নয়। অনেক বাড়তি-কমি্‌ত করে ১০০ পৌঁছাবো। ৫০ থেকে আবার ৪৯,৪৮ হবে। মালপোয়া খওয়া কি অত সোজা ?
    ৪৩। একটা জলহস্তি-র ১৫টা শুঁড় হলে জলহস্তি-র ভল্যুম কি কবে, এ সম্পর্কে দিদির দল কি বলে ?
    ৪৪। জলহস্তি-র রোজ পাঁচটা করে শুঁড় কেটে নিয়ে কাবাব বানালে, শুঁড় আবার গজাবে কি না ?
  • Arpan | ২২ নভেম্বর ২০০৮ ০৪:৩৩ | 65.194.243.232
  • হামারের চাকা খুলে বানাব বিশ্বায়িত খামার।
  • Du | ২২ নভেম্বর ২০০৮ ০৪:০১ | 67.111.229.98
  • কে হামারের চাকা বাদ দেওয়ার কথা বলেছিলে, বরং এখন উল্টোটা চিন্তা কর। গাড়ি না বানিয়ে টায়ার কিভাবে কাজে লাগানো যায় সেই যন্ত্র চাই এখন।
  • nyara | ২২ নভেম্বর ২০০৮ ০৩:৩৬ | 67.88.241.3
  • ন্যাড়ার কলে সে্‌প্‌লন্ডা লেখা যায়। কল আসছে শিগ্গিরই।
  • sayan | ২২ নভেম্বর ২০০৮ ০৩:২৩ | 160.83.72.211
  • @ পাপিয়া, ঃ))))))))))))))))))
  • papiya | ২২ নভেম্বর ২০০৮ ০৩:১২ | 165.91.215.72
  • ১০০। মামু মালপো খামু
  • aja | ২২ নভেম্বর ২০০৮ ০২:৫৩ | 71.106.244.161
  • ৩৭। ১০০ তে পৌঁছনো খুব চাপের ব্যাপার। দিদির অনুমতি ছাড়া সে করা ঠিক হবে না।

    ৩৮। দিদি বলেছে মাত্তর দুটো শুঁড় পছন্দ নয়। দিদির সাইজে অন্ততঃ গোটা পনের চাই।

    ৩৯। চিনির অভাব গুড় এবং splenda দিয়ে মেটানো যাবে। সেক্ষেত্রে সিটুর জঙ্গী অংশকে উপেক্ষা করাই শ্রেয়।

    ৪০। মামুর কলে splenda লেখা খুব চাপের। ন্যাড়া এ নিয়ে কি ভাবছে?
  • Binary | ২২ নভেম্বর ২০০৮ ০২:৪৫ | 198.169.6.69
  • ৩৫। আগে তো ১০০ তে পৌঁছই, তাপ্পর মবিয়াস লুপের বাজেট হবে, তার আগে দুই শুঁড়ের মাঝে দিদির ধর্না-র কি হবে ?
    ৩৬। জলহস্ত সাইজের মালপোয়া বানাতে কতটা চিনি লাগবে আর সিটু সেই চিনির কলে ধম্মঘট করেছে কিনা সেটা প্রথম প্রশ্ন।
  • aja | ২২ নভেম্বর ২০০৮ ০২:৩৪ | 71.106.244.161
  • ৩৩। ইনফিনিটি টার্গেট জিরোতে পৌঁছবে শুধু মবিয়াস লুপে। তার জন্য বাজেট অ্যাপ্রুভাল চাই। মনে রেখো গত বছর মবিয়াসের পার্ফি ভাল হয় নি।

    ৩৪। লিলিপুট যদি পুলি হয় তো জলহস্তি মালপোয়া হতেই পারে। শুধু অ্যাপ্রোপ্রিয়েট ট্রানসফর্মেশন খুঁজে বের করতে হবে। একজন ইন্টার্ন চাওয়া হোক।
  • Binary | ২২ নভেম্বর ২০০৮ ০২:২৮ | 198.169.6.69
  • ৩১) ইনফিনিটি টার্গেট কল্লে, সেটা জিরোতে এসে শেষ হবে।
    ৩২) পুলিপিঠের লেজ না থাকলেও মালপোয়ার আছে।
  • aja | ২২ নভেম্বর ২০০৮ ০২:১৯ | 71.106.244.161
  • ২৯। টার্গেটের শেয়ার সুধুই পড়ছে। এই সময়ে টার্গেট কত জানতে চাওয়া শুধু হৃদয় খুঁড়ে বেদনা জাগানো।

    ৩০। সোজা-উল্টো শুধু দিদি জানেন। পুলিপিঠের এতখানি প্রিভিলেজ নাই, এমনকি (লোকপ্রবাদে আছে) লেজও নাই।
  • Binary | ২২ নভেম্বর ২০০৮ ০২:১৮ | 198.169.6.69
  • ২৫। দুপাশে দুটো শুঁড় লাগালেই মাঝখানে আনার করকার নেই। সেক্ষেত্রে মমতাকে মাঝখানে ধর্নায় বসতে হবে।
    ২৬। হাইভেলোসিট ২জি তে উড়তে থাকলে থর্মোকলের ডাইমেনশন কি হবে হকিংসকে জিজ্ঞাসা করা দরকার।
    ২৭। ইয়াহু খদ্য হলে স্যান এঃ বল্ল কেন ?
    ২৮। শিশুশিক্ষার জন্য মার্কিনী বলবর্ধক ওষুধ দরকার।
  • sayan | ২২ নভেম্বর ২০০৮ ০২:১১ | 160.83.72.211
  • ২৮) সোজাদিকে পুলিপিঠে শুঁড়ের মত মনে হয়, না!
  • sayan | ২২ নভেম্বর ২০০৮ ০২:০৯ | 160.83.72.211
  • এর্পরের্পয়েন আঠাশ থেকে শুরু হবে, অজদার ১টা ৫৭র ১) ২) ৩) ধরে। কিন্তু টার্গেট কত?
  • aja | ২২ নভেম্বর ২০০৮ ০২:০৮ | 71.106.244.161
  • ২১। জলহস্তি সর্বদাই শুঁড়ের একপাশে থাকে। কাজেই মাঝখানে আনতে হলে মমতাকে রিকুইজিশন করতে হবে।

    ২২। থার্মোকলের ডাইমেনশন হাঁড়ির ডাইমেনশনের সাথে ম্যাচ করা চাই। না হলে দই আরো ঘেঁটে যেতে পারে।

    ২৩। জংলী হলে ইয়াহু একটি বিকল্প খাদ্য।

    ২৪। বল কখনো শিশুশিক্ষার বিষয় নয়। মার্কিনীরা বলের অন্য অর্থই পছন্দ করেন।
  • Binary | ২২ নভেম্বর ২০০৮ ০২:০১ | 198.169.6.69
  • ১৭। মাংসের শুঁড় বা শুঁড়ের মাংস -এর মধ্যে জলহস্তিটা তো আসতেই হবে।
    ১৮। দই যাতে না ঘাঁটে, সেজন্য ডাইমেনশনের বাইরে থার্মোকলের প্রোটেকশন দিতে হবে।
    ১৯। জংলী হলে-ই মাংসের শুঁড় খেতে হবে এমন কোনো কথা নেই।
    ২০। সকলে বাস্কেটবল খেলেছে, বলটা শুঁড়ওয়লা শিশুশিক্ষা
  • aja | ২২ নভেম্বর ২০০৮ ০১:৫৭ | 71.106.244.161
  • ১। লাল রঙের দই ক্রমশঃ লোপ পাচ্ছে, আর লাল চীনের রমরমা বাড়ছে। দই-এর রং, পার্টি আর ডাইমেনশনের সম্পর্ক নিয়ে আরো রিসার্চ দরকার।

    ২। মাংসে জলহস্তি এবং জলহস্তিতে শুঁড় থাকে। শুঁড় যেহেতু ট্রান্সিটিভ নয়, এই প্রশ্নে নম্বর দেওয়া গেল না।

    ৩। এতো সবাই জানে, লিলিপুটের অন্তরে 'লিপু'। অনেকদিন আগে উল্টোদিক দিয়ে পুলিপিঠে খাবার ফল।
  • arjo | ২২ নভেম্বর ২০০৮ ০১:৫৪ | 168.26.215.13
  • ১৪। শুঁড়ের মাংস বা মাংসের শুঁড় দুইই ভালো।
    ১৫। হাঁড়ির ডাইমেনশন যাই হোক না কেন দই ঘেঁটে গেলে মালটাই ডাইমেনশন।
    ১৬। মনে ইয়াহু এলে লোকে জংলী হয়।
  • Binary | ২২ নভেম্বর ২০০৮ ০১:৪৭ | 198.169.6.69
  • ১১) লাল রং-এর দই হলে ডায়ামেনশন একটাই হবে মনে হয়, কারণ লাল চীনে একটাই পার্টি।
    ১২) মাংসে শুঁড় থাকলে চপস্টিক দিয়ে খেতে হবে। ফর্ক-নাইফ দিয়ে জলহস্তি-ওয়ালা শুঁড় খাওয়া অসম্ভব।
    ১৩) স্যানের মনে ব্রবডিংনাগ হলে, লিলিপুটের মনে কি ?
  • aja | ২২ নভেম্বর ২০০৮ ০১:৩৪ | 71.106.244.161
  • ৮। হাঁড়ির ডাইমেনশন বিজোড়। এক, তিন বা পাঁচ সম্ভব, সাত বা ততোধিক হতেও বাধা নেই। নির্ভর করছে দই-এর রঙের ওপর।

    ৯। গতবার যখন খেয়েছিলাম তখন মাংসের জলহস্তির শুঁড় ছিল। বিবর্তনের ফলে অধুনা লোপ পেয়ে থাকতে পারে। ডারউইন বা যীশুকে জিজ্ঞেস করা সম্ভব।

    ১০। স্যানের মনে আপাততঃ ব্রবডিংনাগ। ইয়াহুর পালা পরের মাসে।
  • pi | ২২ নভেম্বর ২০০৮ ০১:২৯ | 128.231.88.5
  • ৫। ফিরসে উড়ি উড়ি উড়ি .... ঃ)
  • Binary | ২২ নভেম্বর ২০০৮ ০১:২৭ | 198.169.6.69
  • ৫) হাঁড়িটা তাহলে ওয়ান ডায়ামেনশনাল।
    ৬) মাংসের জলহস্তি শুঁড়ওয়ালা নয় বোধহয়।
    ৭) স্যান ইয়াহু কে এঃ বল্ল। ওর মনে ইয়াহু নেই কেন ?
  • aja | ২২ নভেম্বর ২০০৮ ০১:০২ | 71.106.244.161
  • ৩। মাংসের জলহস্তি খেতে আরো ভাল।
    ৪। দই হয়ে হাঁড়িশুদ্ধু উড়ে যাচ্ছে।
  • Binary | ২২ নভেম্বর ২০০৮ ০০:৫৯ | 198.169.6.69
  • ১) জলহস্তি-র মাংস খেতে খুব ভাল।
    ২) বরফ উড়ছে, না জমে দই হয়ে গেছে।
  • Arpan | ২২ নভেম্বর ২০০৮ ০০:৫৩ | 65.194.243.232
  • কাহিনী -> কাহিনি হয়ে গেছে? অকাদেমিসিদ্ধ?
  • pi | ২২ নভেম্বর ২০০৮ ০০:১০ | 128.231.88.6
  • আপাতত হাওয়া হয়ে গেছে। ঃ(
  • arjo | ২২ নভেম্বর ২০০৮ ০০:০৬ | 168.26.215.13
  • বরফ কি শুঁড়োলা মোষ না পাখী?
  • pi | ২১ নভেম্বর ২০০৮ ২৩:৪৯ | 128.231.88.6
  • বরফ উড়ছে !
  • san | ২১ নভেম্বর ২০০৮ ২৩:৪৪ | 123.201.53.144
  • এঃ, ইয়াহু তো ওয়াই দিয়ে !
  • Arpan | ২১ নভেম্বর ২০০৮ ২৩:৪২ | 65.194.243.232
  • বড় হলে অন্যগুলি এমনিই শিখে যাবে!
  • Arpan | ২১ নভেম্বর ২০০৮ ২৩:৪২ | 65.194.243.232
  • x দিয়ে সবচেয়ে সোজা উদাহরণ হল xmas, না পছন্দ হলে xerox.
  • sayan | ২১ নভেম্বর ২০০৮ ২৩:৪০ | 160.83.72.211
  • হুঁ। পুষ্যি নেবে বলল তো!
  • pi | ২১ নভেম্বর ২০০৮ ২৩:৩৬ | 128.231.88.5
  • ইয়াহুউউউউউউ ......
  • san | ২১ নভেম্বর ২০০৮ ২৩:৩২ | 123.201.53.144
  • ওদের মানে ? পোষা ?
  • sayan | ২১ নভেম্বর ২০০৮ ২৩:০৯ | 160.83.72.211
  • বুনান ও দমদিকে জানিয়ে রাখি তোমাদের শুঁমো অর্কুটের অ্যালবামে বাঁধা আছে। ওখান থেকে সত্বর নিজ দায়িত্বে বাড়ি নিয়ে যাও।
  • arjo | ২১ নভেম্বর ২০০৮ ২৩:০৫ | 168.26.215.13
  • হঃ

  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত