এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • san | ১৯ নভেম্বর ২০০৮ ১২:২৫ | 220.227.64.98
  • আমি চাক্রি নয়, চাক্রিজীবনটাই পাল্টে ফেলতে চাই।
  • san | ১৯ নভেম্বর ২০০৮ ১২:২৪ | 220.227.64.98
  • ওরে বাবারে।
  • siki | ১৯ নভেম্বর ২০০৮ ১২:২২ | 203.122.26.2
  • উনিশ সেক্টরের হাটে বাজার করছি এই আমার ছ নম্বর শীত হতে চলল, কখনও কমলালেবুকে নারঙ্গী কইতে শুনি নাই। যাই হোক, বলছো যখন, হবে নিশ্চয়ই। ঃ-) যাবৎ বাঁচি, তাবৎ শিখি ঃ-)))
  • Arpan | ১৯ নভেম্বর ২০০৮ ১২:১৬ | 208.57.131.4
  • চাগ্রি পাল্টানো ভাল। তাড়া নাই। ঃ)
  • siki | ১৯ নভেম্বর ২০০৮ ১২:১৫ | 203.122.26.2
  • দেখেছি, কিন্তু এখন আমি চূড়ান্ত ব্যস্ত।

    এই চাগ্রি যাবার বাজারে আমি আবার চাগ্রি পাল্টাচ্ছি। ঃ-)
  • shrabani | ১৯ নভেম্বর ২০০৮ ১২:১৫ | 124.30.233.111
  • কমলালেবুকেই নারঙ্গী বলে, রঙের নাম ফল থেকেই এসেছে। এই শীতকালে আমার কমলা আর কমলার প্রডাক্ট খেতে যা লাগে। কমলালেবুর পায়েস, কেক সব দারুন।
  • Blank | ১৯ নভেম্বর ২০০৮ ১২:১৩ | 203.99.212.224
  • সে ব্যথা কি যে ব্যথা, জানে কি ...
  • Arpan | ১৯ নভেম্বর ২০০৮ ১২:১২ | 208.57.131.4
  • শমীক, মেল দেখে নিও।
  • Arijit | ১৯ নভেম্বর ২০০৮ ১২:০৯ | 61.95.144.123
  • জানি। কিন্তু কমলালেবুকেও বলে - অ্যাটলিস্ট আগে তো বলতোই।
  • shrabani | ১৯ নভেম্বর ২০০৮ ১২:০৮ | 124.30.233.111
  • অরিজিত,
    এটা কবীরের কিনা সে নিয়ে সন্দেহ আছে? থাকতে পারে?ঃ)
  • siki | ১৯ নভেম্বর ২০০৮ ১২:০৭ | 203.122.26.2
  • ওরে ভাই, নারঙ্গী হল কমলা রংয়ের হিন্দী। যেমন হলুদের হিন্দি পিলা, সবুজের হিন্দি হরা।
  • shrabani | ১৯ নভেম্বর ২০০৮ ১২:০৫ | 124.30.233.111
  • গেসলাম গত শনিবারে, হাল্কায় হাল্কায় ঘুরে এলাম, ভীড় তেমন ছিলনা। তবে এক্কেরে প্রথম দিক বলে কিনা জানিনা এবারে তামঝাম একটু কম লাগল। "সরস" টাকে অনেক ছোট করে মিনিস্ট্রী ও উইমেন ডেভলপমেন্ট কে দিয়েছে। আরো অনেক জায়গা খালি খালি লাগল। এবারের থীম উইমেন এমপাওয়ারমেন্ট।
  • Arpan | ১৯ নভেম্বর ২০০৮ ১২:০৩ | 208.57.131.4
  • সেই ব্যথায় কী হল তাপ্পরে? বুনান বিপর্যয়?
  • Arijit | ১৯ নভেম্বর ২০০৮ ১২:০২ | 61.95.144.123
  • সন্থুরা না সন্তরা?

    আরেকটা আছে - নারঙ্গী। কবীরের একটা গান ছিলো (কবীরের নিজের লেখা না পরে ওর নামে চালানো জানি নে) -

    "চলতি কা নাম গাড়ি কহা
    দুধ সে যো বনি, সো খোয়া,
    রঙ্গী কো নারঙ্গী কহা
    দেখ কবীরা রোয়া।'

    ঃ-)
  • siki | ১৯ নভেম্বর ২০০৮ ১১:৫৯ | 203.122.26.2
  • শ্রাবণী, ট্রেড ফেয়ারে গেস্‌লা নাকি? নাকি যাবা?
  • siki | ১৯ নভেম্বর ২০০৮ ১১:৫৯ | 203.122.26.2
  • নর্থ ইন্ডিয়াতে দু ধরণের কমলালেবু পাওয়া যায়। এক হল সন্থুরা, খোসাগুলো খসখসে, কোঁচকানো মোচকানো হয়। আরেকটা হল কীনু, মসৃণ তেল চুকচুকে কমলা রংয়ের। সন্থুরা সাধারণত বেশি মিষ্টি হয়। পুরোপুরি শীত পড়লে কীনুও মিষ্টি হয়।
  • kd | ১৯ নভেম্বর ২০০৮ ১১:৫৩ | 59.93.206.162
  • আমাদের কমলানেবু বোধহয় ওদের tangerine
  • Arijit | ১৯ নভেম্বর ২০০৮ ১১:৪৮ | 61.95.144.123
  • কীনু জানি - খেয়েছি - পেল্লায় টক। বিলেতে ওইটিই সম্ভবত অরেঞ্জ।
  • shrabani | ১৯ নভেম্বর ২০০৮ ১১:৪২ | 124.30.233.111
  • এদিকে যেটা প্রপার কমলা সেটা দেখতে সবজে হলদে মোটা খোসা তবে স্বাদ ঠিক আছে, আর পাওয়া যায় টুকটুকে কমলা দেখতে পাতলা খোসার কীনু যেটাকে অনেক সময় লোকে কমলা বলে ভুল করে কিনে আনে।
  • Blank | ১৯ নভেম্বর ২০০৮ ১১:৩৯ | 203.99.212.224
  • ছোটবেলায় চিড়িয়াখানায় একটা মেয়ের সাথে ধাক্কা লেগেছিল ঃ(
    সেই ব্যথা .... :(
  • Arijit | ১৯ নভেম্বর ২০০৮ ১১:২৯ | 61.95.144.123
  • আমি বহু বছর প্রপার কমলালেবু খাইনি। ইউকেতে অরেঞ্জ বলে যে বস্তুটা পাওয়া যেত সেটা আদৌ কমলালেবু বলে আমরা যাকে চিনি তা নয়। বরং ক্লেমেন্টাইনগুলো অনেকটা আমাদের কমলালেবুর মতন।
  • d | ১৯ নভেম্বর ২০০৮ ১১:১৩ | 203.143.184.10
  • না আ আ আ আ আমি সহস্র বছর ধরে বাড়তে চাই না আআআআআ। আর একটুও বাড়তে চাই না। আমি এবারে কমতে চাইইইইইইইইইই।
    ও দাআআদাআআআ আমি কমতে চাইইইইই
  • shrabani | ১৯ নভেম্বর ২০০৮ ১১:০৯ | 124.30.233.111
  • ইস, চিড়িয়াখানা আর শীতকাল এই দুইয়ের একসাথে মানে নস্টালজিক ছেলেবেলা!
    প্রতিবছর শীতে কোনো এক ছুটির দিন (যীশুর বার্থডে ছাড়া) মেজ মামা সব বাচ্চাদের নিয়ে চিড়িয়াখানা যেত। সকাল থেকে সাজ সাজ রব পড়ে যেত। ব্রেকফাস্টে আলুসেদ্ধ গরম ভাত ঘি আর মাছভাজা সহযোগে জিভ পুড়িয়ে জুতো মোজা সোয়েটারে সজ্জিত হয়ে চিড়িয়াখানায় হাজির পিকনিক পার্টি। প্রতিবছর সেই একই মেনু, ডিম সেদ্ধ, কমলালেবু, কেক আর সন্দেশ। সারাদিন রোদে ঘোরাঘুরি, খেলা, খাতায় প্রতিটা জীবজন্তু পাখির নাম লেখা (শিক্ষা মূলক ভ্রমণ, এমনি এমনি নাকি!)। সন্ধ্যেবেলায় পায়ে ব্যথা সবার ক্লান্ত বিধ্বস্ত কিন্তু উত্তেজনায় ভরপুর হয়ে বাড়ী ফেরা।

    কলেজে পড়ার সময় চিড়িয়াখানায় ঢুকতাম শুধু বিজলী গ্রীলে খেতে কারন আমাদের গ্রুপের সবার বাড়ি দেখলে ওটাই কাছে হত।
  • h | ১৯ নভেম্বর ২০০৮ ১১:০২ | 203.99.212.224
  • ব্যাকগ্রাউন্ডে , ফেডেড নিউজপ্রিন্টীয় টেক্সচারে ছবি, সদাহাস্য বরুন সেনগুপ্ত;-)
  • h | ১৯ নভেম্বর ২০০৮ ১১:০১ | 203.99.212.224
  • সময়ের বাড়া কমা। বোরোলীন হাতে উদো আর বুধো, সঙ্গে মেট্রো দুধের প্যাকেট হাতে দমু। ক্যাপশন, সহস্র বছর ধরে আমি বাড়িতেছি।
  • r | ১৯ নভেম্বর ২০০৮ ১০:৫৮ | 125.18.104.1
  • যঃহৃঃমঃ জন্য পোচুর থ্যাঙ্কু- রাঃঠাঃ।
  • d | ১৯ নভেম্বর ২০০৮ ১০:৫৭ | 203.143.184.10
  • আব্বে বোধিকে বাচ্চেঁ, আমি কি সারাজীবনই "চল্লিশোর্ধ' নাকি??? :-X
  • h | ১৯ নভেম্বর ২০০৮ ১০:৫৫ | 203.99.212.224
  • তখন দমুর বয়স মাত্র আটচল্লিশ। শৈশবের সারল্যে ভরা বিস্ময় ;-)
  • d | ১৯ নভেম্বর ২০০৮ ১০:৫৫ | 203.143.184.10
  • আচ্ছা তিমি বেঁচে আছে?
  • h | ১৯ নভেম্বর ২০০৮ ১০:৫৪ | 203.99.212.224
  • সরকারকে কে বাঘ অধিগ্রহণ করতে হবে, দীর্ঘ আন্দোলনের মাধ্যমে সঙ্গে গরু অধিগ্রহণ করলেই দিকে দিকে শান্তি নেমে আসবে, শুধু বাঁধানো ঘাট ওয়ালা পুকুর চাই।
  • d | ১৯ নভেম্বর ২০০৮ ১০:৫৩ | 203.143.184.10
  • ১৯৮৩তে ঐ অ্যাকোয়ারিয়াম দেখে কি মুগ্‌ধই হয়েছিলাম!
  • Arijit | ১৯ নভেম্বর ২০০৮ ১০:৫৩ | 61.95.144.123
  • ওই দামের টিকিটের জন্যে এগুলো অ্যাফর্ডেবল ঠিকই, কিন্তু সেভাবে মেইন্টেইন করার টাকা কোত্থেকে উঠবে? এডিনবরা চিড়িয়াখানায় এনট্রি ফী মনে হয় সতেরো পাউণ্ড। এখানে দশ টাকা।
  • sinfaut | ১৯ নভেম্বর ২০০৮ ১০:৫০ | 165.170.128.65
  • ওকে গুন্নাইট।
  • arjo | ১৯ নভেম্বর ২০০৮ ১০:৪৫ | 24.214.28.245
  • সিংফোং গুন্নাইট।
  • Blank | ১৯ নভেম্বর ২০০৮ ১০:৪০ | 203.99.212.224
  • চিড়িয়াখানা আর মিউজিয়াম দুটো কেই ঢেলে সাজানো উচিৎ। বোটানিকালটাও। কোলকাতা মিউজিয়ামে কত্ত কিছু আছে, কি দারুন ভাবে সব সাজানো যায়
  • Blank | ১৯ নভেম্বর ২০০৮ ১০:৩৮ | 203.99.212.224
  • বছর চারেক আগেও অ্যাকোরিয়ামে ঢুকেছি, অল্প স্বল্প মাছ আছে বটে। তবে বিশেষ কিছু নেই।
    কোলকাতা চিড়িয়াখানাটা একটা বড় জায়গায় শিফট হওয়া উচিৎ।
  • Arijit | ১৯ নভেম্বর ২০০৮ ১০:৩৬ | 61.95.144.123
  • সাদা বাঘ।
  • sinfaut | ১৯ নভেম্বর ২০০৮ ১০:৩২ | 165.170.128.65
  • অভিষেক/গায়ত্রী এরা কি বাঘ নাকি কুমির নাকি অন্যকিছু?
  • Arijit | ১৯ নভেম্বর ২০০৮ ১০:২৫ | 61.95.144.123
  • বাই দ্য ওয়ে - চিড়িয়াখানার উল্টোদিকে একখান অ্যাকোয়ারিয়ামের বোর্ড দেখলুম - সেখানা কি আছে? তার মধ্যে দ্রষ্টব্য কিছু আছে? কেউ গেছ?
  • Arijit | ১৯ নভেম্বর ২০০৮ ১০:২০ | 61.95.144.123
  • মজাটা দ্যাখো - কৃষ্ণার বাপ/মায়ের কথা কিন্তু ল্যাখে নাই কোথাও। অবিশ্যি ও আলিপুরে নাও জন্মে থাকতে পারে।
  • h | ১৯ নভেম্বর ২০০৮ ১০:১১ | 203.99.212.224
  • অভিষেক আর গায়ত্রী প্রজাপতির কৃপায় ফ্রুটফুল হইতে নিযুক্ত হইয়াছিল। ভাটপাড়ার পন্ডিতেরা বোধায় আজকাল চিড়িয়াখানায় কনসাল্টেন্সি করে।
  • Arijit | ১৯ নভেম্বর ২০০৮ ১০:০১ | 61.95.144.123
  • কাল ব্যাটাকে নিয়ে চিড়িয়াখানায় গেসলুম। অ্যাকচুয়ালি প্রথমে গেসলুম FRO-তে, ছয়মাস হয়ে গেছে, বিদেশী হিসেবে ঋকের রেজিস্ট্রেশন দরকার (আইনতঃ ১৬ বছরের নীচে দরকার নেই, তবে কোথায় কখন কে কোশ্চেন করে ফেলে - তার নিদর্শনও আছে, তাই সেফসাইডে থাকা আর কি)...তো ভবানী ভবনের কাছেই চিড়িয়াখানা - তাই সেখানে একবার ঢুঁ মারলুম। ঋক প্রথম কুমীর দেখে খুব খুশি। আর অনির্বাণ/কৃষ্ণার ব্যাটাকে দেখেও। অনির্বাণের বাপ-মায়ের নাম অভিষেক/গায়ত্রী। এই নামকরণ দেখেও ঋক চমৎকৃত। তবে চিড়িয়াখানাটা কেমন যেন হয়ে গেছে...
  • i | ১৯ নভেম্বর ২০০৮ ০৯:৪০ | 202.167.15.161
  • তোমার হৃদয়খানি আমার হৃদয় হয়ে যাক
    আমার হৃদয় যাহা, তোমারি মাঝারে তাহা থাক
    দুটি হিয়া তোমার আমার
    বিনিময়ে হোক একাকার

    সত্যের এই গ্রন্থি বন্ধনে
    মম মন সনে তব মন,
    মম হৃদি সনে তব হৃদয়ের
    গ্রন্থিত হোক এ বন্ধন

    আমার সকল কল্যাণকাজে তোমার হিয়া
    অর্পণ কোরো আজি হতে তুমি, হে মোর প্রিয়া
    আমার চিত্তে তোমার চিত্ত মিলিত হোক
    জিনিব জীবনে যত ক্ষয় ক্ষতি দুঃখ শোক
    একমন হয়ে কর অবধান আমার বাণী
    প্রজাপতি দেছে মিলায়ে মোদের যেন তা মানি

    জমাটি ঝগ্‌ড়া শুরু হতেই পারে-যাই হোক, দেছে মিলায়ে টা ব্যাপক।

    রাধারাণী দেবীর অনুবাদ।ডিডির অনুবাদের অপেক্ষায়-
  • Arijit | ১৯ নভেম্বর ২০০৮ ০৯:২৮ | 61.95.144.123
  • তা আর কি করবো - কাল তো আসিনি। দেখে মনে হল অনেক কমপ্লেক্স পদ্ধতি বলেছে লোকজনঃ-(
  • sinfaut | ১৯ নভেম্বর ২০০৮ ০৯:২৬ | 165.170.128.65
  • বাসি খবর।
  • Arijit | ১৯ নভেম্বর ২০০৮ ০৯:২১ | 61.95.144.123
  • ধেৎ - এরা কেউ dos2unix ইউটিলিটি ব্যাভার করে না নাকি? সিঁফো - dos2unix চালিয়ে নে ফাইলের ওপর, তাপ্পর ধপাধপ পড়ে ফেলবে।
  • aja | ১৯ নভেম্বর ২০০৮ ০৯:০৪ | 71.106.244.161
  • বেশ মন্তর। এখন ডিডিদাকে দিয়ে একটি যুৎসই অনুবাদ করিয়ে নিলেই ব্যবহারযোগ্য হয়।
  • i | ১৯ নভেম্বর ২০০৮ ০৮:৫৬ | 202.167.15.163
  • তাই মনে হয়।
  • aja | ১৯ নভেম্বর ২০০৮ ০৮:৫১ | 71.106.244.161
  • ঐ যে শেষ লাইনটি - প্রজাপতি, তোমার দ্বারা আমারা কি যেন হইলাম। কি হইলাম? ইটি কি (বাইবেলী ধাঁচে) ফ্রুটফুল হইতে নিযুক্ত হইলাম?
  • i | ১৯ নভেম্বর ২০০৮ ০৮:৫০ | 202.167.15.163
  • পুরুতমশাই জানেন।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত