আমিও বাটারস্কচ ছাড়া আর কিছুকেই.... তাই নজর আমিও দিলাম। আর নজর দিলে তো শুনেছি মানুষ শুকিয়ে রোগা হয়।
d | ১৪ নভেম্বর ২০০৮ ২২:১৮ | 117.195.35.150
সবাই মিলে আমার বাটারস্কচে নজর দিচ্চে। এদের নজরের চোটেই আমি আরো মোটা হয়ে যাব। ঃ(
arjo | ১৪ নভেম্বর ২০০৮ ২২:১৮ | 168.26.215.13
মিসটেক মিসটেক ইগনোর .... চাপটা বড়ই বেড়েছে। যাই খেয়ে আসি।
pipi | ১৪ নভেম্বর ২০০৮ ২২:১৮ | 141.80.168.31
আমি ছুঁচ ফোটাতে জানি না এবং পারি না। নিজের কিম্বা অন্য কারোর বা অন্য কিছুর উপরে। ছুঁচ দেখলে কোথায় পালাব বুঝে পাই না। সিলেবাসে ব্লাডটেস্ট ছিল। নিজের রক্ত নিয়ে তার উপর পরীক্ষা। গোটা বিএসসি এম এস সিতে আমার ব্লাড ব্যাঙ্ক ছিল শ্রাবণী। সে খুব সাহসী ছিল। নিজের আঙুল নিজেই ক্যাঁত করে ছুঁচ ফুটিয়ে রক্ত বার করে ফেলত। আমি নিজের তো দূরে থাক, কারোরই আঙুল ফুঁড়তে পারতাম না। উল্টে ছুঁচটাকে হাতের কাছে দেখলেই..... তাপ্পরে এক সময় এল খরগোশকে ফোঁড়ার। ফুঁড়ব কি, হাত কাঁপুনির চোটে তার শিরা উপশিরা খুঁজেই পাই না। স্যার রোজ ধমক দিত আর বলত এই শেষবারের মত আমি করে দিচ্ছি। পরেরদিন এসে দেখত খরগোশ কোলে কাঁচুমাঁচু মুখ করে বসে আছি। তাপ্পরে বলে কিনা ঐ খরগোশের কান চিরে রক্ত নাও! অমন ধবধবে সাদা মেঘের মত নরম তুলো তুলো খরগোশ তার অমন সুন্দর লতপতে কান কেটে রক্তারক্তি করব আমি!! অগত্যা স্যার। স্যারের হাতের ছুরি আর খরগোশের লম্বা কান - ব্যস, ঐ অবধি দেখেই চোখ বুজে ফেলতাম। তারপর চোখে খুলে দেখতাম বেচারা খরগোশটা জড়োসড়ো হয়ে টেবিলে চুপটি করে অসহায়ের মত বসে আছে। একটা কান নোয়ানো টেস্ট টিউবের উপর। ফোঁটায় ফোঁটায় রক্ত জমছে টিউবে। তরপরেই না ল্যাবের খরগোশগুলোকে চুপিচুপি ইনব্রিডিং করিয়ে প্রেগন্যান্ট বানিয়ে দিলামঃ-) প্রেগু হলে আর তাদের উপর পরীক্ষা হয় না। তাদের বাচ্চা হল। সবাই বলল খাঁচায় খরগোশের বাচ্চা বাঁচে না। তাদের মাও অদ্ভুত। বাচ্চা হয়েছে সে বোঝেই না। একটাকে মেরেই ফেলল। বাকীগুলোকে দুধ দেয় না, লাথি দেয়। বাচ্চাগুলোকে তূলোয় মুড়ে সলতে ভিজিয়ে দুধ হরলিক্স খাইয়ে বড় করলাম আমি। সবুজ ঘাসে ধবধবে সাদা পুঁচকে গুলো যখন খেলে বেড়াত ডিপোর লোক হাঁ করে দেখত। আর পাজি সুঃভা বলে কি ভালই হল, আর খরগোশ কিনতে হবে না, পয়সা বেঁচে গেল!! দিলাম এক রাতে সবকটাকে পাচার করে। বললাম নর্দমা দিয়ে সাপ এসে সাবাড় করেছে। তারপরে তো আমি নিজেই আউট হলামঃ-) এখানে ডাক্তারখানায় রক্ত দিতে গেলেই আমার নিজেকে ঐ টেবিলে বসা ভয়ে জড়োসড়ো খরগোশটা মনে হয়। নার্সগুলো অবশ্য ভাল। জার্মান ভাষায় কত মিষ্টি মিষ্টি কথা বলেই চলে আমাকে ভুলিয়ে রাখার জন্য। কিন্তু তাতে আমি ভুললেও আমার মাসকেলগুনো ভোলে না। তারা হয় ইনভলান্টারি নাচানাচি শুরু করে আর নয় শক্ত কাঠ হয়ে যায়।
arjo | ১৪ নভেম্বর ২০০৮ ২২:১৭ | 168.26.215.13
অ্যাঁ? আই দা মনিষ্যি? হলেও এই গ্রহের? বাটারস্কচ ছাড়া আমি আবার কোনো আইসক্রিমই সমর্থন করি না।
I | ১৪ নভেম্বর ২০০৮ ২২:১৫ | 59.93.202.107
আমি বাটারস্কচ সমর্থন করি। ভ্যানিলা করি না। ম্যাংগো খুবই করি। তবে সবচে বেশী করি র্যাপ্সবেরী রিপল।
d | ১৪ নভেম্বর ২০০৮ ২২:১২ | 117.195.35.150
আমি মৃত্যুদন্ড সমর্থন করিনা। ধনঞ্জয়েরও মৃত্যুদন্ড সমর্থন করিনি। যাবজ্জীবন (মানে সত্যিই যাবজ্জীবন) চেয়েছিলাম, বা অন্য কোন শাস্তি (নির্বাসন টাইপের কিছু)। আমি সুহৃদ, দেবুরও মৃত্যুদন্ড চাইনা। তবে ওদের দোষী প্রমাণিত হবার খবরে ১ কিলো বাটারস্কচ কিনে এনেছি।
আমি কোথাও, কোন দেশে, কোন কারণে মৃত্যুদন্ড সমর্থন করিনা।
san | ১৪ নভেম্বর ২০০৮ ২২:০৬ | 123.201.53.144
ধনঞ্জয়ের ফাঁসি হবার পরে আমিও বলেছিলাম। মানে বলেছিলাম কিনা মনে নেই কিন্তু ডেফিনিটলি ভেবেছিলাম।তার জন্যে একটুও গিল্টি লাগেনা।নিজেকে অসুস্থ তো মনে হয়ইনা।
a x | ১৪ নভেম্বর ২০০৮ ২২:০২ | 143.111.22.23
আমি খুব "অসুস্থ"। বেশ কিছু লোক আছে যারা মরলে আমিও বলব আপদ গেল। সোমেন মিত্র মরলেই বলব।
c | ১৪ নভেম্বর ২০০৮ ২১:৫৪ | 131.95.121.107
দন্তিদুর্গ নামটা বড় ভালো লাগলো। আরো দুটো এমন নাম সংগ্রহে আছে,গ্যাঞ্জাম আর গাংলু। আরো কিছু এমন নাম পেলে ভালো হয়। থ্যাংক্স!
sayan | ১৪ নভেম্বর ২০০৮ ২১:৪০ | 160.83.72.211
সেই কবে ইস্কুলের "রেড ক্রস' বাহিনীতে জলভরা ডিসপোজেবল সিরিঞ্জ নিয়ে কলাগাছে ৪৫ ডিগ্রী অ্যাঙ্গেলে ইঞ্জেকশন দিতে শিখিয়েছিল। তারপর বেশ কিছুকাল কয়েকটা নিরীহ মানুষকে ঐ নিয়ে ভয় দেখিয়েছিলাম।
pi | ১৪ নভেম্বর ২০০৮ ২১:২৯ | 69.251.184.3
ও হ্যাঁ, রক্ত নিতে আমি খুব ভালোবাসি। প্রফেশানাল কারণে। আমার ব্যাগে আগে সবসময় একটা সিরিঞ্জ সেট থাকতো। আপাতত কাটিতং, প্যারাসাইটরা দুটো রক্ত দে, রক্ত দে করে কান্নাকাটি জুড়েছে।
d | ১৪ নভেম্বর ২০০৮ ২১:২৮ | 117.195.35.150
কি ভাল একটা খবর দেখো http://www.anandabazar.com/14south2.htm দু'এর একটা থ্রেড ছিল না, যাতে মানুষের প্রতি বিশ্বাস হারাতে দেবে না বলে খবর তুলে দিত? মনে পড়ছে না নামটা ....
pi | ১৪ নভেম্বর ২০০৮ ২১:২৩ | 69.251.184.3
আর হ্যাঁ রে বাছা স্যান, তুই দন্তিদুর্গ জানতিস নে ? দান্তেও না ? দান্তের জ্যামিতির উপপাদ্য ও না ? হায় হায়, এ কেমন লেগাসি রেখে গেলুম আমরা। ধিক মোদের। ঃ(
pi | ১৪ নভেম্বর ২০০৮ ২১:২৩ | 69.251.184.3
দমদি,অক্কুটে খুঁজে পাবে নাকো। সে তিল মাইক্রোস্কোপিক। আর লজেন্স যখন দিচ্ছো ই, ট্রেন-বাসের ঐ কালোকেলো খসখসে, তেঁতো বাদে সবরকম স্বাদের হাইব্রিড লজেন্সখান দিও তো। এবার গিয়ে নুন মাখানো কাঁচা আমলকি পেলুম, পেয়ারা পেলুম, মুড়িমাখা পেলুম, এমনকি দেখলুম তাতে দেওয়া কাটা নারকেলের সাইজটাও একটু জানি বড় হয়ে গেছে, শুধু ঐ লজেন্সওয়ালার দেখা পেলুমনেকো। ঃ(
d | ১৪ নভেম্বর ২০০৮ ২১:১৮ | 117.195.35.150
উদিকে ইপ্পি আবার ...... মানে সুঁচ হাতে পেলেই ....
pipi | ১৪ নভেম্বর ২০০৮ ২১:১৪ | 141.80.168.31
অ্যাঁ!! ইকি কাণ্ড!! এবার সত্যি আমার গায়ে কাঁটা দিচ্ছে... একেবারে তৈলাক্ত ব্যাপারস্যাপার যেঃ-) আমি গিনিপিগ হব নাআআআ। আমার ইনদেকথানে বড্ড ভয়। ছুঁচ দেখলেই সব মাসকেল কাঠ হয়ে যায়।
d | ১৪ নভেম্বর ২০০৮ ২১:০৮ | 117.195.35.150
ওহো নিজেই কনফার্ম করেছে।
d | ১৪ নভেম্বর ২০০৮ ২১:০৭ | 117.195.35.150
যদ্দুর মনে পড়ছে ইপ্পি'র ডান গালে তিল আছে বোধহয়। দাঁড়াও অর্কুটে দেখে আসি।
pi | ১৪ নভেম্বর ২০০৮ ২১:০৫ | 69.251.184.3
হুঁ, এই আনক্যানি রকমের মিলের ব্যাপারটি আমাকেও বিশেষ ভাবাচ্ছে কয়দিন। আপাতভাবে মনে হচ্ছে আমি pi আর তুমি pipi বলে। তবে ইহার অন্তর্নিহিত জেনেটিক কি এপিজেনেটিক ফ্যাক্টর নিয়ে ভবিষ্যতে আমরা দুইজনায় একটা কোলাবোরেটিভ গবেষণা করতেই পারি। নিজেদের থেকেই অ্যাম্প্ল স্যাম্পল সাপ্লাই পাবো এবং আরো আরো কত কি যে সুবিধা তা এখন আর ভেবেই বের করতে পারছিনেকো। ঃ)
আর ইয়ে, সত্যি ই স্তম্ভিত করার মতন ব্যাপার কিন্তু। আমার ডান গালে ....
h | ১৪ নভেম্বর ২০০৮ ২১:০২ | 203.99.212.224
উইথ দ্যাট টেস্টফুল নোট, গুড নাইট ফ্রেন্ডস অ্যান্ড কাϾট্রমেন।
h | ১৪ নভেম্বর ২০০৮ ২১:০১ | 203.99.212.224
কালীঘাট আর নিমতলায় যে ধরণের আসবাব পাওয়া যায় সেই সব ড্রেসিং টেবিলের আয়নায় এই ডিস্টরশনটা সম্ভব হলেও হতে পারে ;-)
h | ১৪ নভেম্বর ২০০৮ ২০:৫৫ | 203.99.212.224
খুব হাই স্পিরিচুয়ালিটিতে পৌঁছলে তবেই লোকে বলতে পারে, মরণ রে তুঁহু মম চ্যালা সমান।
pipi | ১৪ নভেম্বর ২০০৮ ২০:৫৪ | 141.80.168.31
নাহ, ভেবে দেখলাম আমি আর পাই মিরর ইমেজ হতে পারি না। পাইয়ের মুখখানা পানপাতা আর আমি পুরো হ্যালুইনের কুমড়ো। মিলল না।
h | ১৪ নভেম্বর ২০০৮ ২০:৫৩ | 203.99.212.224
তিলে তিলে এই ভাবেই একদিন সেল্ফ পোর্ট্রেট আঁকা যাবে। বাংলা ফন্টে।
arjo | ১৪ নভেম্বর ২০০৮ ২০:৫২ | 168.26.215.13
ভালো হাসপাতাল থাকতে হবে। ধরো হাসপাতালে গেলে কিন্তু স্টীচ করার মতন কিছু নেই। অর্ধেক পুড়ে অমন ভাবে থাকতে মোটে ভালো লাগবে না। মহা হ্যাপা। চুল্লীই ভালো। শ্যামনগরে এই সেদিন চুল্লী এলো। তার আগে কাঠ ছিল।
san | ১৪ নভেম্বর ২০০৮ ২০:৫০ | 123.201.53.144
পাই কি আয়নায় দেখে আসতে গেল ? দেখে স্তম্ভের মত স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছে ?
নাচ ছাড়লে মোটা হয় কথাটা বোধহয় ঠিক নয়। আমার এক বন্ধু বহু বছর ধরে কত্থক শিখে ছেড়ে দিল। সে তো যেমন তার তেমনই রইল।
arjo | ১৪ নভেম্বর ২০০৮ ২০:৪৪ | 168.26.215.13
আর কাঠে পোড়ালে বড্ড মারে। মরার পরে ওরকম খাঁড়ার ঘা সহ্য হবে না। চুল্লীই ভালো। র এই গানটা মনে আছে ""তোমার বাড়ির সামনে ....."ঃ))
r | ১৪ নভেম্বর ২০০৮ ২০:৪৩ | 198.96.180.245
মর্বিড মানে কি মরার জন্য বিড? ঃ-)
san | ১৪ নভেম্বর ২০০৮ ২০:৪৩ | 123.201.53.144
পাই আর পিপি তারমানে কুম্ভমেলায় ছাড়াছাড়ি হয়ে হারিয়ে গিয়েছিল। কাউকে একটা অন্য বাড়িতে কুড়িয়ে পাওয়া যায়। পরে আবার কোনো সময়ে হাতের তালুর তিল দেখে নির্ঘাৎ চেনা টেনা যাবে।
pp | ১৪ নভেম্বর ২০০৮ ২০:৪৩ | 141.80.168.31
স্যান, সেও তো ট্রায়েড অ্যাণ্ড টেস্টেড হয়ে গেছে। এক সেমিস্টার কল্লাম, পরেরটা করলাম না। কিসুই হল না।
san | ১৪ নভেম্বর ২০০৮ ২০:৪১ | 123.201.53.144
উইকেন্ডের শুরুতে সন্ধেবেলা কি সব মর্বিড কথাবাত্তা !!
san | ১৪ নভেম্বর ২০০৮ ২০:৪০ | 123.201.53.144
হ্যাঁ পিপি নাচ ছাড়লে তো সক্কলে মোটা হয়। তুমি মাস ছয় কষ্ট করে শিখে তাপ্পরে ছেড়ে দাও না কেন। মোটা হতেও পার।
r | ১৪ নভেম্বর ২০০৮ ২০:৩৯ | 198.96.180.245
মণিকর্ণিকায় শুধু কাঠে, পড়তায় পোষাইব না। ;-)
arjo | ১৪ নভেম্বর ২০০৮ ২০:৩৯ | 168.26.215.13
আমি আর ল্যাটিনো নাচ? তবে বেলি ডান্স জানি। শিখতে হয় নি। ন্যাচরাল ট্যালেন্ট। হাঁটলেই দেখা যায়। ;)
pp | ১৪ নভেম্বর ২০০৮ ২০:৩৮ | 141.80.168.31
ঃ-)))) (এটা হানুদাকে) এহ, পাইটার সাথে সব ব্যাপারে এমন মিলে যায় কেন আমার???
h | ১৪ নভেম্বর ২০০৮ ২০:৩৬ | 203.99.212.224
বৈজয়ন্ত র মধ্যে কিরকম একটা কাশী যাব কাশী যাব ভাব এয়েছে।
কই আমি আণ্ডারওয়েট নই তো। ঐ বি এম আই লিঙ্ক বলছে আমি নর্মাল। সেই আনন্দে আমি এক প্যাকেট চিপস চিবোচ্ছি এখনঃ-)) হপ্তায় একদিন অ্যারোবিক্সে কিস্যু হয় না। ইনস্ট্রাকটর ফি বারেই বলে। বাকীরা সব্বাই বাড়িতে রেগুলার পের্যাকটিস করে। আমি ঐ একদিন। এখন তাও নাঃ-)
san | ১৪ নভেম্বর ২০০৮ ২০:৩৪ | 123.201.53.144
আমি একমাস কপালভাতি করেছিলাম।ওই মাসে তিন কেজি ওজনও কমেছিল, খাবার প্যাটার্ন একটুও না পাল্টিয়ে। পাল্টালে হয়তো আরেকটু কমত। কিন্তু ওই যে রোজ সকালে একটাই সময়ে করে যেতে হবে এইটা মেনটেইন করা খুব চাপের তাই আর করা হচ্ছে না ঃ-(
h | ১৪ নভেম্বর ২০০৮ ২০:৩৩ | 203.99.212.224
নানা তুই এটা ট্রাই করিস না। শেষে অল্প ওভারওয়েট হলে জ্যাডা রেখে দিয়ে তোরে এয়ারলাইনে রিজেক্ট করে দেবে।
pp | ১৪ নভেম্বর ২০০৮ ২০:৩০ | 141.80.168.31
হানুদা কি করে জানল যে হোয়াইট ওয়াইন ছাড়া আমার অন্য কিছু ভাল লাগে না!!!! হানুদা কি জ্যোতিষী?? আমারে দেখা যায় না বল্লঃ-( এমনি করে দাগা দিলঃ-(
r | ১৪ নভেম্বর ২০০৮ ২০:৩০ | 198.96.180.245
আমি সব খাই, শরীরচর্চা করি না, ওজন কমছেও না, বাড়ছেও না। ওজন ও প্রাণ- এই দুই নিয়ে বসে আছি। কোনটা আগে যাবে জানি না। ;-)
arjo | ১৪ নভেম্বর ২০০৮ ২০:২৯ | 168.26.215.13
কিছু লোকের মেটাবলিজম জন্মগত ভাবে ভালো থাকে। তাদের ওজন বাড়ে না শত অত্যাচারেও। বাই দা ওয়ে আন্ডারওয়েট হওয়াটাও ঠিক নয়। তবে সপ্তাহে দুইদিন ল্যাটিনো ডান্স, আর একদিন অ্যারোবিক কম হইল!! আমি এত জ্ঞান দেবার পরেও এক কিম্বা দুই দিন যেয়ে উঠি।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন