এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Blank | ১১ নভেম্বর ২০০৮ ১৫:০১ | 203.99.212.224
  • Yeats?
  • siki | ১১ নভেম্বর ২০০৮ ১৪:৫৯ | 122.160.214.86
  • ইসলামী জঙ্গিপনায় গীতাঞ্জলী ঠিক খাপ খায় না, তাই এখানে লিখছি।

    এখন বাংলা ভাষা নোবেল কমিটি বিবেচনা করে কিনা জানি না, কিন্তু সেই সময়ে করা হত না। বাংলা কোনও স্বীকৃত ভাষা ছিল না নোবেল কমিটির কাছে। ইংরেজ সেই কবির নাম ভুলে যাচ্ছি, গুগল করেও খুঁজে পেলাম না, তিনি ছিলেন রবীন্দ্রনাথের বন্ধু। রবীন্দ্রনাথ তাঁকে গীতাঞ্জলীর কিছু কবিতা / গানের ইংরেজি অনুবাদ করে পাঠান, নিজের লেখা সম্বন্ধে ফীডব্যাক পাবার জন্য। সেই ইংরেজ কবি সে অনুদিত (হ্রস্ব উ না দীর্ঘ ঊ?) লেখা পড়ে এমনই মুগ্‌ধ হয়েছিলেন, মূলত তাঁরই উৎসাহে রবীন্দ্রনাথ পুরো গীতাঞ্জলীর অনুবাদ করেন এবং পরে সেই কবি সেই অনুবাদকে একটু পরিশীলিত করেন কোনও কোনও জায়গায়, এবং সোজা নোবেল কমিটির কাছে পাঠিয়ে দেন। এর পর ১৯১৩ সালে সেই অনুবাদের বেসিসে রবীন্দ্রনাথ নোবেল পান।

    স্মৃতি থেকে বললাম, ভুল থাকতেও পারে, বাকিরা একটু ভুল ধরিয়ে দিও প্লিজ, আর সেই ইংরেজ কবির নাম রঙ্গন অবশ্যই বলতে পারবে। ঃ-)
  • Arijit | ১১ নভেম্বর ২০০৮ ১৪:৫৬ | 61.95.144.123
  • - এই হল ফালুট। কোনোমতেই এটা কাঞ্চনজঙ্ঘার পাশে হতে পারে না।
  • siki | ১১ নভেম্বর ২০০৮ ১৪:৫০ | 122.160.214.86
  • আমি ঘেঁটে ফেলেছি? সান্দাকফু আর ফালুট অবশ্যই দুটো শৃঙ্গ। কাঞ্চনের পাশেই পরপর দুটো দেখা যায়, জলপাইগুড়ি থেকে। আর এরা শৃঙ্গ কিনা, উইকিতে গিয়ে দেখে নে।
  • Blank | ১১ নভেম্বর ২০০৮ ১৪:২৯ | 203.99.212.224
  • মালঙ্গীর পজিসানটা দারুন। জলদাপাড়া থেকে ১০ কিমি। খড়িবাড়ি থেকেও অমনি হবে, সেখানে লেপার্ড সাফারি হয়। এছারা সামনে ভুটান, ফুন্টশিলিং ঘুরে এসো একটু। এছারা কোচবিহার রাজবাড়ি কাছেই। চাইলে বক্সা, রসিকবিল এসব ও ঘুরে নিতে পারো। মালঙ্গী পুরো এই সবের সেন্টারে আছে।
  • sinfaut | ১১ নভেম্বর ২০০৮ ১৪:২৫ | 165.170.128.65
  • আমার মনে সিকি একটু ঘেঁটে ফেলেছে। সান্দাকফু ফালুট আর কাঞ্চনজঙ্ঘাকে একসাথে বলে। প্রথমদুটো তো আর তুষারশৃঙ্গ নয়। তাহলে অতো দূর থেকে কিভাবে অন্য পাহাড়ের সাথে আলাদা করা যাবে? তায় আবার রুপোলি, সোনালি,লাল ইত্যাদি রঙের সান্দাকফু-ফালুট!
  • Blank | ১১ নভেম্বর ২০০৮ ১৪:২৫ | 203.99.212.224
  • অনেক কটা পাহাড় চুড়া দেখা যায়। কাঞ্চনজঙ্ঘা টা বড় বলে চেনা যায়। যারা অনেক দিন ধরে দেখে তারা নিশ্চয় বাকি গুলোকেও চিনতে পারে।
    আর এই সপ্তাহ থেকে শুরু হচ্ছে কুচবিহার রাজবাড়ির রাসের মেলা। ওদিকে গেলে দেখে আসতে পারো। রাজবাড়ি টাও দেখার মতন। আর মদন মোহন মন্দিরের সামনে রাস, খুব বিখ্যাত।
  • siki | ১১ নভেম্বর ২০০৮ ১৪:২৩ | 203.122.26.2
  • মালঙ্গী? না হলং?
  • Blank | ১১ নভেম্বর ২০০৮ ১৪:২৩ | 203.99.212.224
  • আজ যদি পারি তো ছবি তুলে দেবো নেটে, আর যদি ঘুমিয়ে পরি, তো কাল তুলে দেবো। শেষ বিকেলের জয়ন্তী নদী বড্ড সুন্দর ছিল। জানিনা ক্যমেরায় কেমন এসেছে। সাদা হয়ে আসা শুকনো নদী, আর দুপাশে জঙ্গল, ঘন জঙ্গল।
  • Blank | ১১ নভেম্বর ২০০৮ ১৪:২১ | 203.99.212.224
  • ঐ সময়ে ওয়েদার খুব ভাল হবে। বক্সা ফোর্টে হেঁটে উঠতে বেশ কষ্ট হচ্ছিলো আমাদের। ওটা বেশ খাড়াই পাহাড় মতন আর ৫ কিমি হাঁটা, আর দিএন্র বেলা ব্যপক গরম। শীতের সময় এই কষ্ট টা হবে না।
    তবে ডিসেম্বরে বুকিং চাইলে আগে থেকে করে ফেলো। আর হাতির পিঠে চেপে জঙ্গল ঘুরতে চাইলে জলদাপাড়া যাও। হাসিমারায় নেমে মালঙ্গী লজ।
  • Arijit | ১১ নভেম্বর ২০০৮ ১৪:২১ | 61.95.144.123
  • ক্রিসমাসের আশেপাশে "বুক্ষ"-তে জায়গা নাই। অন্যগুলো দেখি।
  • siki | ১১ নভেম্বর ২০০৮ ১৪:২১ | 203.122.26.2
  • শিলি থেকে দেখা যায় বোধ হয়, ঠিক শিওর নই। জলু থেকেতো অবশ্যই দেখা যায়।

    শিলিতে একটু কম ঠান্ডা পড়ে, সামনেই উঁচু পাহাড় দিয়ে ঘেরা তো, ঠান্ডা হাওয়াটা পাহাড়ের অন্যপ্রান্ত থেকে এসে পৌঁছতে পৌঁছতে জলপাইগুড়ি হয়ে যায়।

    শিলিতে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের পাশে এই সময় বসে ভুটিয়া মার্কেট। শস্তায় সোয়েটার জ্যাকেট কেনার জায়গা।
  • siki | ১১ নভেম্বর ২০০৮ ১৪:১৮ | 203.122.26.2
  • ভালোই। শীত বড্ড বেশি পড়বে। আর ভিজে ভিজে ওয়েদার। অনভ্যস্তদের শরীর খারাপ হবার ব্যাপক চান্স। নদীগুলো প্রায় শুকিয়ে যাবে। মূর্তি নদীর ওপর বড় বড় বোল্ডার, সেগুলোকে পাশ কাটিয়ে ঝিরঝির করে স্বচ্ছতম জল বয়ে যাচ্ছে। পাশে বালির চরে বন ফায়ার, আর বোল্ডারের ওপর বসে, গায়ে পুরু জ্যাকেট, হাতে গীটার, সমস্বরে গান। যদি পূর্ণিমার সন্ধ্যে হয় তো মাথার ওপর গোল চাঁদ, ঠিক সন্ধ্যে নামার মুখে। সাদা থেকে রুপোলী, রুপোলী থেকে সোনালী, লাল টকটকে হতে হতে আস্তে আস্তে মিলিয়ে যাবে কাঞ্চন, সান্দাকফু, ফালুট।
  • sinfaut | ১১ নভেম্বর ২০০৮ ১৪:১৪ | 165.170.128.65
  • ব্ল্যাঙ্কো ছবি দেখাস তাড়াতাড়ি।
  • sinfaut | ১১ নভেম্বর ২০০৮ ১৪:১৩ | 165.170.128.65
  • সান্দাকফু ফালুট শিলিগুড়ি থেকে দেখা যায়? দেখতে পেলেও আলাদা করে বোঝা যায়?
  • Arijit | ১১ নভেম্বর ২০০৮ ১৪:১২ | 61.95.144.123
  • ডিসেম্বরে কেমন? মানে ক্রিসমাসের আশেপাশে?
  • Blank | ১১ নভেম্বর ২০০৮ ১৪:১০ | 203.99.212.224
  • জায়গা গুলো বড্ড সুন্দর। নদী গুলোতে সামান্য তীর তীরে জল। হেঁটে হেঁটে নদী ঘোরা যায়। আর দুদিকে জঙ্গল ঘন।
  • siki | ১১ নভেম্বর ২০০৮ ১৪:০৮ | 203.122.26.2
  • এখনই তো সময়। পুরো নভেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত সারাদিন দেখা যাবে কাঞ্চনজঙ্ঘা, সান্দাকফু, ফালুট। তারপরে কুয়াশায় ঢেকে যাবে।
  • Blank | ১১ নভেম্বর ২০০৮ ১৪:০৭ | 203.99.212.224
  • আরে অমনি গপ্প নাই, শুধু আমাদের এক পিস পরোটা খেয়ে ছরিয়ে লাট। মাঝ রাতে আলিপুরদুয়ার এসে স্যালাইন দিতে হলো। যার জন্য ফুন্টশিলিং যাওয়ার সময় পেলুম না।
  • Blank | ১১ নভেম্বর ২০০৮ ১৪:০৬ | 203.99.212.224
  • wbfdc র সাইট এ যাও। ওখানে সব ফরেস্ট বাংলোর লিস্ট দেয়া আছে। সেখানে কারেন্ট বুকিং স্ট্যাটাস দেখায়। দেখে নাও যে তুমি যেদিন যেতে চাও সেদিন খালি আছে কিনা। থাকলে ওদের কনট্যাক্ট লিস্টি থেকে দেখে নাও কোন এজেন্ট তোমার বাড়ির কাছে। (আমি একডালিয়ার ওখানে হুইলস থেকে বুক করিয়েছিলাম)।
    ব্যাস হয়ে গেলো, আর ঐ বুকিং এজেন্টকে বলে আগে থেকে গাড়িও ঠিক করে নিও। জঙ্গলের দিকে গাড়ি মেলে না। ডুয়ার্সের যে কোনো জঙ্গলের জন্য গাড়ি আসে সেই মালবাজার থেকে। আর ওদিকে দার্জিলিং এর ওপরের দিকে জঙ্গল গুলোর জন্য গাড়ি মেলে শিলিগুড়ি বা দার্জিলিং থেকে। তাই ওখানে গিয়ে গাড়ি ঠিক করা চাপ। আগে থেকে বুক করে নেওয়া ভাল।
    জলদাপড়া বা বক্সা গেলে ওখান থেকে হাতে একটু সময় নিয়ে ফুন্টশিলিং ও ঘুরে আসতে পারো, পারমিট লাগে না। হাতে একস্ট্রা একদিন থাকলেই হলো। বক্সার চেয়ে জয়ন্তীর বাংলো টা বেশী ভালো, জয়ন্তী নদীর ধারে।
    আর গরুমারার দিকে যেতে চাইলে মুর্তির বাংলো তে থাকো। একদম মুর্তি নদীর ধারে ওটা। এই নভেম্বর বা ডিসেম্বরে ওয়েদার দারুন। আকাশ এত পরিষ্কার যে ট্রেন থেকে দুরে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়।
    (শিলিগুড়ি স্টেশন থেকে পরোটা খেয়ো না কখনো)
  • san | ১১ নভেম্বর ২০০৮ ১৪:০১ | 12.144.134.2
  • শিকাগোর মত গপ্প আছে কি ? তাইলে সোজা টই এ লিখিস।
  • r | ১১ নভেম্বর ২০০৮ ১৩:৫৪ | 198.96.180.245
  • একটু কেজো ডিটেল্‌সগুলো দে তো রে ভাইটু। যাওয়া, থাকা, বুকিং এৎ সেতেরা এৎ সেতেরা।
  • san | ১১ নভেম্বর ২০০৮ ১৩:৫৩ | 12.144.134.2
  • হে হে ঃ-)))
  • Blank | ১১ নভেম্বর ২০০৮ ১৩:৫২ | 203.99.212.224
  • বুক্ষা কি?
  • san | ১১ নভেম্বর ২০০৮ ১৩:৫২ | 12.144.134.2
  • বক্সা ? ওঃ সেই 'বুক্ষা'।
  • Blank | ১১ নভেম্বর ২০০৮ ১৩:৫০ | 203.99.212.224
  • বক্সা গেছিলুম। উল্লাট দেশী মুর্গী রান্না করে ফরেস্ট বাংলোর লোকেরা।
  • Blank | ১১ নভেম্বর ২০০৮ ১৩:৫০ | 203.99.212.224
  • কাল আসিনি কিনা, বেড়াতে গেছিলুম তো ।
    আজ থেকে ফের আপিস ঃ(
  • san | ১১ নভেম্বর ২০০৮ ১৩:৪৯ | 12.144.134.2
  • কোথায় খেতে গিয়েছিলি?
  • san | ১১ নভেম্বর ২০০৮ ১৩:৪৯ | 12.144.134.2
  • ফের মানে?
  • Blank | ১১ নভেম্বর ২০০৮ ১৩:৪৮ | 203.99.212.224
  • ফের আপিস আসতে হলো ঃ(
  • Arijit | ১১ নভেম্বর ২০০৮ ১৩:৪২ | 61.95.144.123
  • তাইলে মিনি বাইক কেনো -




    ফুট দুয়েক হাইট হবে।
  • san | ১১ নভেম্বর ২০০৮ ১৩:৩৯ | 12.144.134.2
  • স্কুটি থেকে পা যায়। ইউনিকর্ন কি পালসার থেকে যায়না। স্কুটির থেকে বাইক তো কত্ত কত্ত ভালো দেখতে ঃ-(
  • Arijit | ১১ নভেম্বর ২০০৮ ১৩:২৯ | 61.95.144.123
  • ডলোরেস আমব্রিজের ফটোক দেখে যারপরনাই হতাশ হলুম। একদম মিললো নাঃ-(
  • d | ১১ নভেম্বর ২০০৮ ১৩:২৯ | 203.143.184.10
  • কারো কারো "ছ্যাঁকা' খাওয়ার ইতিহাস দেখি হরপ্পা যুগ থেকে শুরু হয়েছে! এই যেমন বোধি।

    আর ক্কি কান্ড! এমনকি পাঁচফুটিয়া আমারও তো স্কুটি থেকে মাঠিতে পা যায়। স্যান আরও বেঁটে! কি আনন্দ! :D
  • siki | ১১ নভেম্বর ২০০৮ ১৩:২৮ | 203.122.26.2
  • বড়ো বে-এ-দো-না-আ-রো মো-তো বেজেছো তুমি-ই-ই-ই-ই ...
  • san | ১১ নভেম্বর ২০০৮ ১৩:২৩ | 12.144.134.2
  • বোঝা গেল হনুদা 'শুয়োর' লিখতে লজ্জা পায় ঃ-)
  • h | ১১ নভেম্বর ২০০৮ ১৩:১৫ | 203.99.212.224
  • আমি যাকে জীবনে প্রথম সাইকেল শেখাই, সে আমার ছোটোবেলার বান্ধবী। প্রচন্ড গুন্ডা ছিল, ব্যাপক ফুটবল খেলতো, কিন্তু গুন্ডামো ততক্ষন যতক্ষন ফিট অন গ্রাউন্ড। চাকার উপরে উঠলেই কেমন শক্ত টেন্সড খাড়া হয়ে যেত। আর বাঁচা বাঁচা করে চিল্লাতে চিল্লাতে পড়ে যেত। ধর গাড়ি আসছে ইলাম বাজারে, রাখী বোলপুরে পড়ে গেল, জাস্ট টেনশনে। সাঁওতাল বন্ধুরা সকালে গরু ছাগল শুয়্র নিয়ে বেরোতো, আর ফিরতো বিকেলে। রাখে তাই আমাকে অর্ডার করে রেখেছিল, ঠি দুক্কুর বেলা চীপকুঠির মাঠে সাইকেল নিয়ে আসবি। এই যে আমি একটু সানট্যান্ড, এটার মূলেও রাখী। অসভ্য শোনালেও এটাইই সত্যি। শেষে যখন বড় হয়ে গেছে, আমাকে বিয়ের নেমন্তন্ন করতে এলো, তখন আমাদের বাড়ির সামনে একটা কালভার্টের গোড়ায় উইয়ের ঢিপিতে ধাক্কা মেরে পড়ার মুখে একট টুক করে লাফ দিয়ে ভীষণ গ্রেসফুলি নেমে আমাকে একট মিলিয়ন ডলার স্মাইল দিল। পেছনে তার হবু বর এসে খুব ম্যাটর অফ ফ্যাক্ট ভাবে আরেকটা সাইকেলে করে এসে এই সাইকেলটা তুলে রাখলো। যেন এটাই স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। একেতো সুন্দরী বান্ধবীর বিয়ে হয়ে যাচ্ছে, তায় সাইক্লিং শিক্ষক হিসেবে বছর পনেরোর কমপ্লিট ব্যর্থতা এমন করে বুকে বেজেছিল আর কি বলবো।
  • siki | ১১ নভেম্বর ২০০৮ ১৩:১৪ | 203.122.26.2
  • কেলাস থ্রিয়ের শেষে সাইকেলের খোঁদলের মধ্যে দিয়ে পা গলিয়ে "হাফ প্যাডেল' শিখেছিলাম। ফোরে উঠে সিটে চেপে চালাতে শিখলাম। প্রথম রাস্তায় উঠেই সোজা একটা পানবিড়ির ডাব্বা নিয়ে বসা লোকের ওপর। তার ডাব্বা তো গেলই, শিবলিঙ্গের মত চুন বানিয়ে রেখে দিয়েছিল, সেটা পুরো আমার হাতে মুখে। পুরো ননীচোরা কেস।
  • san | ১১ নভেম্বর ২০০৮ ১৩:০৩ | 12.144.134.2
  • আহাঃ তুমি-তুই-আপনি একবার সেট হয়ে গেলে পাল্টানো মুশকিল। দা/দি টাও তাই ।
  • r | ১১ নভেম্বর ২০০৮ ১৩:০২ | 125.18.104.1
  • ছোটোবেলায় যখনই সাইকেল চালাতুম, যেই চাট্টি সুন্দরী মেয়ে সাইকেলের সামনে এল তো সাইকেল গড়গড়িয়ে নদ্দমায়। কি হ্যাটা! এইরম চার পাঁচবার হবার পরেই ঠিক করে নি আর কিছু চালানো নয়।
  • h | ১১ নভেম্বর ২০০৮ ১২:৫৭ | 203.99.212.224
  • স্যানের এই শ্রদ্ধাবনত আপনি আজ্ঞে টা আর নিতে পারছি না। দিস তো টিটকিরি তার জন্য এত প্যাকেজিং এর কি দরকার।
  • h | ১১ নভেম্বর ২০০৮ ১২:৫৬ | 203.99.212.224
  • টাকায় শর্ট তো যে কোনো জিনিস কেনার সময়েই হতে পারে। বাই দ্য ওয়ে, আমার তো সব সময়েই টাকা শর্ট পড়ে। সবচেয়ে বেশি শর্ট পড়ে বড় বড় ব্যাংকের। তারা কি শুধু মেয়ে বা ব্যাংকদের কি মেয়ে কোম্পানি বলা যায়, বা গভরনমেন্ট কি ছেলে ব্যাংক। ইত্যাদি, গভীর চিন্তা করে কথা বলতে হচ্ছে বাবাঃ।
  • san | ১১ নভেম্বর ২০০৮ ১২:৫৬ | 12.144.134.2
  • না। নিজের টাকায়। অ্যাজিউম করলেন হনুদা আর ধিক পড়লো আমার ঘাড়ে। যত্তসব।
  • Arijit | ১১ নভেম্বর ২০০৮ ১২:৫৫ | 61.95.144.123
  • বোধি কাউকে সাইকেল চালাতেও শেখায়নি। পুঁটুরাণী আরেট্টু বড় হলে বুঝবে;-)
  • h | ১১ নভেম্বর ২০০৮ ১২:৫৩ | 203.99.212.224
  • অরিজিত এত বড় হল, কাউকে সাইকেল থেকে পড়তে দেখে নি। নিজের পড়ার কথাও ভুলে গ্যাছে। একে বলে ডিনাইয়াল আর রেটোরিকাল ক্রস ওভার , পারফেক্টেড বাই দ্য প্রেসিডেন্ট ইলেক্ট।
  • siki | ১১ নভেম্বর ২০০৮ ১২:৫৩ | 203.122.26.2
  • কিন্তু স্যান কি বরের টাকায় স্কুটি কিনছে? ধিক্‌!
  • san | ১১ নভেম্বর ২০০৮ ১২:৫২ | 12.144.134.2
  • এমনকি, এমনকি হনুদার মত রেজিস্টার্ড ফেমিনিস্টের মুখ থেকেও এই কথা শুনতে হল । হায় হায় গুরুর কি দুর্দিন। কিছুই আর বলার নেই ঃ-(
  • h | ১১ নভেম্বর ২০০৮ ১২:৫০ | 203.99.212.224
  • সোশিও ইকোনোমিক, সাইকোলোজিকাল, ম্যারিটাল সব রকমের কাউন্সেলিং করছি। আনন্দ সংবাদ আনন্দ সংবাদ।
  • Arijit | ১১ নভেম্বর ২০০৮ ১২:৫০ | 61.95.144.123
  • স্পীড তুললে ব্যালেন্স হারানোর চান্স কম। কখনো স্লো সাইকেল চালিয়ে দেখো - বুঝবে। সেই জন্যেই যে ছোকরাগুলো সদ্য সাইকেল চালাতে শেখে সেগুলো পাঁইপাঁই করে চালায়।
  • h | ১১ নভেম্বর ২০০৮ ১২:৪৯ | 203.99.212.224
  • আমার মত ভেবে চিন্তে কেউ কথা বলে না।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত