তেল আর আর্মস কোং গুলো কে কাকে কত দিয়েছে? ফর এগজাম্পল লকহীড?
dri | ০৬ নভেম্বর ২০০৮ ১৩:১০ | 75.11.190.168
আরো মনে রাখতে হবে পুরো ফাইনান্স ডিক্লেয়ার্ড হয়না। আরো অনেক ভাবে ব্যাক করা যায়। আনডিক্লেয়ার্ড পয়সা, প্রমিস, লিগাল প্রোটেকশানের আশ্বাস ইত্যাদি।
Arijit | ০৬ নভেম্বর ২০০৮ ১৩:০৮ | 61.95.144.123
সে তো মোটামুটি সব দেশেই সত্যি।
dri | ০৬ নভেম্বর ২০০৮ ১৩:০৭ | 75.11.190.168
এইত্তো, র-য়ের দেওয়া লিংক দুটো খুব ইন্টারেস্টিং। গোল্ডম্যান স্যাক্স, জে পি মরগ্যান, মরগ্যান স্ট্যানলি, সিটিগ্রুপ এদের দেখুন, এরা দু পক্ষকেই পয়সা দিয়ে রাখে। অ্যাকচুয়ালি, এরাই ক্যান্ডিডেট ঠিক করে। দুদিকেই হেজ করে রাখে। এবং নিজেদের পলিসিগুলো ইম্প্লিমেন্ট করিয়ে নেয় যেই আসুক তাকে দিয়ে।
তাই সত্যিকারের পাওয়ার এইসব ইনস্টিচিউশানগুলোর হাতে।
Arijit | ০৬ নভেম্বর ২০০৮ ১৩:০৬ | 61.95.144.123
সত্যিটা হল ভারতে অল্প পয়সার কোড মজুরের জোগান বেশি। তাই আউটসোর্সিং হয়।
Arijit | ০৬ নভেম্বর ২০০৮ ১৩:০৫ | 61.95.144.123
আমেরিকার বেসিক স্কুল শিক্ষার মান খারাপ - কার তুলনায়? ভারতের তুলনায়? বুল্স।
siki | ০৬ নভেম্বর ২০০৮ ১৩:০০ | 203.122.26.2
আউটসোর্সিং চাইলেই বন্ধ করে দেওয়া সম্ভব নয়। এটা ওবামাও বোঝে। অল্টারনেটের ব্যবস্থা করতে হবে। সেটাতে সময় লাগবে। বেশ খানিকটা। একটা প্রজন্মকে তৈরি করতে হবে। আমেরিকায় বেসিক স্কুলশিক্ষার মান বেশ খারাপ। ওবামা বলেছে সেটাকে উন্নত করার মত চেষ্টা করবে। সেটা রাতারাতি হবে না। তবে হবে। এক জেনারেশন লেগে যাবে।
lcm | ০৬ নভেম্বর ২০০৮ ১২:৫৮ | 71.132.140.146
রিসেশান আর আউটসোর্সিং -এর সম্পর্ক গভীর। যদিও অনেকে ভাবছেন যে ওবামা এলে আউটসোর্সিং এফেক্টেড হবে।
lcm | ০৬ নভেম্বর ২০০৮ ১২:৫৪ | 71.132.140.146
এই তো, r-এর লিংকে আরো ডিটেইল্স্ এ রয়েছে।
dri | ০৬ নভেম্বর ২০০৮ ১২:৫২ | 75.11.190.168
ওবামার বিদেশনীতি কি হতে পারে আঁচ করতে হলে দেখতে হবে ওবামার পেছনে কে আছে। আছে ব্রেজিনস্কি, ওয়ারেন বাফেট, জর্জ সোরোস, লরেন্স সামার্স, রবার্ট রুবিন প্রমুখ।
এরা জর্জ বুশের অ্যাডভাইসারদের মত গাঁট নিওকন নন। ঢের বেশী সুয়াভ। একই কাজ মিষ্টি করে, লোক না ক্ষেপিয়ে কি করে করে নিতে হয় জানেন।
জ্বিগনিউ ব্রেজিনস্কি পোলিশ ইমিগ্র্যান্ট। ঘোর রুশবিদ্বেষী। রাশিয়ার ঘাড়ের ওপর নিশ্বাস ফেলা এনার স্ট্র্যাটেজি হওয়ার চান্স আছে। নানান ভাবে। রাশিয়ার বর্ডারের দেশগুলোকে (ইউক্রেন, জর্জিয়া) অস্ত্র দিয়ে, পয়সা দিয়ে, নেটোয় এনে। চীনকে টাইট দেবার জন্য অন্য মেথড। চীন কার কার কাছ থেকে তেল পেতে পারে সেই সোর্সগুলোকে লিমিট করে দেওয়া। চীন সুদানের সাথে একটা এগ্রিমেন্ট করেছিল কয়েক বছর আগে, তেল নেবে, তার বদলে ইনভেস্ট করবে, ওয়েল ফিল্ড ডেভালাপ করবে। সেটাতে বাগড়া দেবার জন্য সুদানে হঠাৎ পলিটিকাল আনরেস্ট করিয়ে দেওয়া হল। কিছু চীনে লোক কিডন্যাপ্ড হল, ইত্যাদি। বুশ যেভাবে ইরানের ওপর যুদ্ধ লাগানোর চেষ্টা করছিল সেসব বোধ হয় বন্ধ হবে। তার বদলে কোভার্ট অপারেশান হতে পারে। ইরানের সাথে অন্য কারো (ফর এগ্জাম্পল, রাশিয়ার) যুদ্ধ বাধানোর চেষ্টা হতে পারে। আর অন্যদিকে যা শুনছি, ইজরায়েল প্যালেস্টাইনের একটা বর্ডার টাইপের কিছু বানানোর চেষ্টা হবে, যাতে সিচুয়েশান একেবারে হাতের বাইরে না চলে যায়। আর আফগানিস্তান, পাকিস্তানে একটু নতুন টাইপের জিওপলিটিকাল খেলা শুরু হবে। বাই দা ওয়ে, এই ব্রেজিনস্কিই রাশিয়ানদের সাথে লড়ার জন্য তালিবানদের হাতে অস্ত্র তুলে দিয়ে বলেছিলেন, আল্লা তোমাদের সহায়। মানে ফিজিকালি আফগানিস্তানে গিয়ে এই বক্তৃতা দিয়েছিলেন।
তো ওয়ার্ল্ডওয়াইড টেনশান কিছু কমবে বলে মনে হচ্ছেনা।
এর মধ্যে ওয়াইল্ডকার্ড হল রিসেশান। কি ভাবে প্লে আউট করবে সেটা দেখার।
দ্যাখো, ওবামা-র স্পীচের মধ্যে এই দুটো কথাও ছিল। এক, গভর্নমেন্ট সব সমস্যার সমাধান করতে পারে না। দুই, ওবামা যা যা করতে চায় তা এক টার্ম( ৪ বছর)-এর মধ্যে সম্ভব নাও হতে পারে।
সুতরাং, সকলে পাঁচ/দশ ডলার করে সকলের কাছ থেকে ফান্ডিং তোলার পাশাপাশি কর্পোরেট ফান্ডিং গল্পটাও থাকছে। নইলে বিনা বাক্যব্যয়ে ৭০০ বিলিয়ন কি আর এমনি এমনি।
h | ০৬ নভেম্বর ২০০৮ ১২:৩৬ | 203.99.212.224
হ্যাঁ। তবে এই ইনভেস্টিগেশন হবে ইভেনচুয়ালি। ধরেন ঐ মনিকা লিউইনস্কির কেসে লয়ারের নাম কি যেন ছিল ও নিজে বা ওর মত কেউ করবে।
h | ০৬ নভেম্বর ২০০৮ ১২:৩২ | 203.99.212.224
ভারতীয় কোম্পানীরা যদ্দিন না পর্যন্ত বাংলাদেশ, ফিলিপিন্স বা কেনিয়া নাইজেরিয়ায় আউটসোর্স করছে তদ্দিন আমরা বুঝবো না আউটসোর্সিং কেন খুব একটা সাসটেনেবল নয়। তবে তার আগে ভারতের মধ্যে ভূগোল নিরপেক্ষে যে আরো অনেক ভারত আছে, অর্থাৎ কম মাইনে আর কম রাইট্স সেগুলো exhausted হবে। সময় লাগবে। আমরা বুড়োরা বেঁচে গেলেও বেঁচে যেতে পারি।
তবে বেসিকালি , এই যে লজিক, ক্যাপিটাল কে যেখানে পারবো খেলিয়ে পয়হা করবো, আর লেবারের বেলায় যত পারি রেস্ট্রিকশন করবো, এটা প্রথমত রাজনৈতিক কারণে মানা জায় না, দ্বিতীয়তঃ আমেরিকার বা অন্য উন্নত দেশের সব কাজ এদেশে চলে এলে আমাদের প্রোডাক্ট বা সারভিস বেচবো কাকে এই পুরোনো যুক্তিটাও আছে। এই প্রশ্ন গুলো খুব ই সহজ আর উত্তর ও তো জানা। তবে কেস হল এই যে ৯১ এর পর থেকে আপামর ভারতীয়দের হঠাৎ বুদ্ধি গজালো (আলু ভাতে খাওয়া সঙ্কেÄও) এইটা তো খুব -ই আজব বস্তু।
মুনাফা একমাত্র লজিক যেখানে সেখানে আর পার্সোনাল মহঙ্কÄ আর ন্যাশনালিজম বা* নিয়ে ভেবে কি হবে। অবশ্য প্রথমটার কাজে তৃতীয়টা লেগে এসেছে বরাবরি।
Blank | ০৬ নভেম্বর ২০০৮ ১২:৩১ | 203.99.212.224
কি ঝামেলা
Arijit | ০৬ নভেম্বর ২০০৮ ১২:২৯ | 61.95.144.123
জেনারেটরে এসি চলে নাঃ-(
dri | ০৬ নভেম্বর ২০০৮ ১২:২৫ | 75.11.190.168
ওবামার জয়ে যারা আত্মহারা, তাদের জন্য একটি তথ্য। ওবামা এবারের ক্যাম্পেনে মোটা টাকা পেয়েছে ফ্রেডি ম্যাক এবং ফ্যানি মের থেকে। যাদের ইন টার্ন রক্ষা করল সরকার। এতই মোটা টাকা, যে হাউস অব কংগ্রেসে কিছু রিপাবলিকান কংগ্রেসমেন ফ্রেডি ও ফ্যানির ইনভেস্টিগেশান করতে চাইলে, ডেমোক্র্যাটরা পুরো চেপে দেয়।
Blank | ০৬ নভেম্বর ২০০৮ ১২:২৪ | 203.99.212.224
আপিসে গরম?
Arijit | ০৬ নভেম্বর ২০০৮ ১২:২৩ | 61.95.144.123
সকাল থেকে লোডশেডিং চলছে, এই একটু আগে এলো, আবার গন। কি গরমঃ-(
Blank | ০৬ নভেম্বর ২০০৮ ১১:৪৪ | 203.99.212.224
যাক, কোম্পানি বন্ধ হলে কাকে কাকে ঠ্যাঙাবো তার লিস্টি তে আর একজনের নাম ঢুকলো :-D
siki | ০৬ নভেম্বর ২০০৮ ১১:২৮ | 203.122.26.2
টেস্টিং।
Arijit | ০৬ নভেম্বর ২০০৮ ১১:০৫ | 61.95.144.123
ওই যে বল্লুম - এটা সাসটেইনেবল নয়। কিছুদিন চলবে, ভারতে চেঁচাবে আহা কি আনন্দ, তাপ্পর যেখানে খরচ কম সেদিকে যাবে - মানে ফিলিপিনস ইত্যাদি। তখন ভারতের এই আইটি বুম উবে যাবে...
arjo | ০৬ নভেম্বর ২০০৮ ১১:০২ | 24.214.28.245
অরিজিত আউটসোর্সিং এর বিরুদ্ধে তো বুঝলাম। কিন্তু কেন?
arjo | ০৬ নভেম্বর ২০০৮ ১১:০০ | 24.214.28.245
ডিফারেন্স হতে পারত একটাই জায়গায় তাহল ফরেন পলিসি। এবং ফরেন পলিসি রিমেইন সেম। আউটসোর্সিং বান্ধ হবে বা ট্যাক্সো বাড়বে এটা কোনো সংশয় নয়, এটা ওবামার ইলেকশন প্রমিস যে আমেরিকার লোকেদের চাকরী বাড়াবে। আর ডেমোক্রেটরা ক্যাপিটাল মোবিলিটির বিরুদ্ধে অনেকদিন ধরে।
Arijit | ০৬ নভেম্বর ২০০৮ ১০:৫৭ | 61.95.144.123
নেই - বিদেশনীতি দেখলে আজ অবধি খুব একটা ফারাক নেই। তবু আশায় বাঁচে চাষা - বুশের মতন গাড়োল যদি চান্স পেতে পারে, তো দেখাই যাক না এ কি করে...
কালকের দু একটা লিংকে বেশ কিছু জিনিস ক্ল্যারিফাই হতে পারে - পিছনে গিয়ে দেখো।
আর আম্মো তো আউটসোর্সিংএর বিরোধী;-) এই কারেন্ট আইটি বুম নিয়ে নাচানাচিটা ফালতু - ওভারহাইপড।
Blank | ০৬ নভেম্বর ২০০৮ ১০:৫৪ | 203.99.212.224
আর মাইরি বলছি আম্রিগ্রা দেশ টাকে আমি মোটে সহ্য করতে পারি নে। ম্যাকেইন টা এলে বেশ হতো, আরো লুটে যেত দেশ টা।
arjo | ০৬ নভেম্বর ২০০৮ ১০:৫৩ | 24.214.28.245
ভারতের কথাই শুধু ভাবছি তা তো নয়। প্রশ্ন একটাই রিপাবলিকান আর ডেমোক্রেট দের মধ্যে ডিফারেন্স কোথায় যখন আমেরিকার বাইরে থেকে দেখা হয়?
(বিটিডব্লু, কগনি একটা উদাঃ মাত্র, আমি ছিলাম বলে)
Blank | ০৬ নভেম্বর ২০০৮ ১০:৫৩ | 203.99.212.224
কিন্তু এ আবার পুরোপুরি বিরোধি। তো সেই হিসেবে আমারো উচিৎ পুরো এর বিরোধী হওয়া।
Arijit | ০৬ নভেম্বর ২০০৮ ১০:৫১ | 61.95.144.123
হতে পারে - সেটা তো সময়ই বলবে। এখনও ক্ষতির কোনো আভাস তো দেখিনি - আউটসোর্সিং নিয়ে কিছু মহল থেকে সংশয় ছাড়া। তো আউটসোর্সিং ফর্মুলাটা তো শুরু থেকেই এই রিস্কের মধ্যে ছিলো।
Arijit | ০৬ নভেম্বর ২০০৮ ১০:৪৯ | 61.95.144.123
নর্মালি নিজের চার দেওয়ালের বাইরে কোনোকিছুতেই কগনির অ্যাসোসিয়েট গোত্রের লোকেদের কিছু যায় আসে না। এবং সেটাই এই সোসাইটির ফেইলিওর।
Blank | ০৬ নভেম্বর ২০০৮ ১০:৪৯ | 203.99.212.224
কিন্তু ধরো উল্টো টা যদি হয়? মনে ওবমা এলে ভারতের ক্ষতি, তখুন?
Arijit | ০৬ নভেম্বর ২০০৮ ১০:৪৭ | 61.95.144.123
হ্যাপি না হয় নাই হলে, কিন্তু শুধু ভারতের লাভ হবে কিনা সেই চিন্তাই মেইন চিন্তা হলে মুশকিল। ইজরায়েল-প্যালেস্টাইনে খুনোখুনি বন্ধ হলে তো ভারতের অ্যাজ সাচ ডিরেক্ট লাভ নাই - কগনির অ্যাসোসিয়েটের কি যায় আসে? তো সেই জন্যি সেই নিয়ে কগনির অ্যাসোসিয়েট চুপ রইল। ঠিক কি? নন্দীগ্রাম/সিঙ্গুর নিয়ে গুচ-র ভাটুরেদের কি যায় আসে?
শেয়ালে চেনে কচুর মত আবাপ চেনে বাজার। বাজারে ওবামা হিট, আবাপ যদি উল্টো লেখে লোকে গাল দেবে। আর দুই - কোনোমতেই এর ঐতিহাসিক গুরুত্ব অস্বীকার করার উপায় নেই। যদিও "ভাঁরতের কিঁ কোঁন লাঁভ হঁবে, রিঁপাবলিকানরা জিঁতলেই ভাঁলো হঁত' বলে একচোট নাকিকান্না এদিক সেদিক থেকে শোনা যাচ্ছে।
arjo | ০৬ নভেম্বর ২০০৮ ১০:৩৩ | 24.214.28.245
আমেরিকার আউটসোর্সিং এর দৌলতে করে খাওয়া মাথায় রাখলে ওবামা জেতায় আবাপ এত উদ্বেল কেন? নাকি সেক্টর ফাইভের কথা আবাপর মাথায় ছিল না। হতেই পারে, একটাই তো মাথা কতদিকে আর সামাল দেবে।
h | ০৬ নভেম্বর ২০০৮ ১০:২১ | 203.99.212.224
মুশকিল হল পাকিস্তানে বোমা পড়লে আমাদের এদিকে লোকে যদি উই শ্যাল ওভারকাম গায় চাপ হয়ে যাবে।
Arijit | ০৬ নভেম্বর ২০০৮ ১০:১৯ | 61.95.144.123
ইয়াহু মেলে ঢুকতে পারছি না কিছুতেই। পাসওয়ার্ড হ্যাক হয়েছে ভেবে সেটা বদলালুম, কিন্তু তাও সেই একই মেসেজ - ইনভ্যালিড আইডি অর পাসওয়ার্ড। আমার বউয়েরও তাই হচ্চে। ইয়াহু ইন্ডিয়া কি ওল্টালো?
siki | ০৬ নভেম্বর ২০০৮ ১০:১৯ | 203.122.26.2
এর পরেও লোকে আম্রিকায় যায় কেন?
h | ০৬ নভেম্বর ২০০৮ ১০:১৯ | 203.99.212.224
কি অবস্তা মাইরী, সারাদিন মনের মধ্যে আই হ্যাভ আ ড্রিম আর ইয়েস উই ক্যান বাজছে। কঠিন পাওয়ারফুল মেসেজ মাইরী।
arjo | ০৬ নভেম্বর ২০০৮ ১০:১৮ | 24.214.28.245
তা পারে, তবে অনলাইনে বা ফোনে ক্লেম ডিটেলস জানতে পারে না। পেপার ক্লেম ছেলেমেয়ের নামে যায়। জানি না, অথোরাইজ করতে পারে কিনা। অনলাইনে অধিকাংশ সময়েই বাবা অথবা মার সাথেই ছেলেমেয়েদের ডেটা দেখানো হয়। ঐ ১৩ পেরিয়ে গেলেই ঝাড়।
Paramita | ০৬ নভেম্বর ২০০৮ ১০:১২ | 216.10.193.22
মানে কি?তেরো বছর হয়ে গেলে বাপ-মা ছেলেমেয়েকে বেনিফিটসে ডিপেন্ডেন্ট বলে দেখাতে পারে না? নিশ্চয়ই নয়।
arjo | ০৬ নভেম্বর ২০০৮ ০৯:৩৭ | 24.214.28.245
হেলথ ইন্সিওরেন্স পোর্টেবিলিটি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি অ্যাক্ট। আম্রিগায় সমস্ত হেলথ ইন্সিওরেন্স কোং, ডাক্তার কে এটা মেনে চলতে হয়। মানে যাদের সাথে হেলথ রিলেটেড ডেটার যোগাযোগ আছে।
ক্যালিফোর্ণিয়ায় আরও একটা ল আছে যে, ছেলেমেয়ে ১৩ বছরের ওপর হয়ে গেলে বাবা মা ছেলেমেয়ের কোনো মেডিক্যাল ক্লেম দেখতে পারে না। স্টেট স্পেসিফিক প্যাঁচ পয়জার থাকলেও হিপা সবাইকে মেনে চলতে হয়। এমনকি পাব্লিক প্লেসে জোরে জোরে কোনো ওয়ার্ক রিলেটেড ডেটা শেয়ার করলেও চাকরী যেতে পারে। সব থেকে অসুবিধাজনক হল ইমেলে সেন্সিটিভ ডেটা শেয়ার করা যায় না। আমাদের মতন ধর তক্তা মার পেরেক টাইপের লোকজনের কাজ করতে বড় অসুবিধা হয়। বিশেষতঃ ওপারে অফসোর থাকলে।
sayan | ০৬ নভেম্বর ২০০৮ ০৯:২৬ | 24.0.145.33
গিলি গিলি গে অ্যাব্রাকাড্যাব্রা হোকাস পোকাস টাইপের কিছু মনে হয়!!
sinfaut | ০৬ নভেম্বর ২০০৮ ০৯:০২ | 165.170.128.65
flock বলে একটা নতুন ব্রাউজার এয়েচে, আমি সেটা দিয়ে লিখতে গেলাম এখানে যে ব্রাউজারটা ভালোই, তো, দুটো লেখার কলেই ক্লিক করতে নতুন ট্যাব নয়তো নতুন উইন্ডো খুলে গেল, লিখতে পারলাম না। এখন আবার পুরোনো শেয়ালে ফিরে এয়েচি। সত্যিই পুরোনো শেয়াল বাদাড়ে বাড়ে।
অনেকের স্টান্সটা হল - সেম সেক্স ডোমেস্টিক পার্টনার, একজন অন্যজনের থেকে বর-বৌ-এর মত বেনিফিটস পাবে - সে সব ঠিক আছে, আমি তো ওদের বন্ধুই, চাই "ওরা" "আমাদের" মত স্বীকৃতি পাক, শুধু বিয়ে নামক পবিত্র প্রতিষ্ঠানটি "ওদের" জন্য নয়(কেন?)। এটা আমি বুঝি না, সোনার পাথরবাটি ঠেকে। সাপোর্ট করবে তো পুরোটা কর, নইলে নয়।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন