ব্ল্যাঙ্কি বারুইপুরে থেকেও ভূত দেখে নি। ছ্যা! অত সিপিএম হলে ভূত দেখবেই বা কি করে! ;-)
sinfaut | ১৩ নভেম্বর ২০০৮ ১৪:৩৬ | 165.170.128.65
ব্ল্যাঙ্কো কি জীবিত নারীদের নিয়ে হতশ্রদ্ধ হয়ে পড়েছে?
r | ১৩ নভেম্বর ২০০৮ ১৪:৩৬ | 125.18.104.1
রাত এগারোটার পরে ভিতরে ঢুকলে ভালো লাগে। বিশেষ করে একদম দক্ষিণে যেখানে কুতুব কমপ্লেক্সের ভাঙা দেওয়ালগুলো শুরু হয়েছে সেখানে। তবে ঐ খুনোখুনির জন্য একটু রিস্কি।
d | ১৩ নভেম্বর ২০০৮ ১৪:৩৪ | 203.143.184.10
আর হ্যাঁ সঞ্জয়বন দিনেরবেলা গেছি তো। বেশ স্বাভাবিক জায়গা। তবে হাগুর গন্ধের কথা সত্য।
d | ১৩ নভেম্বর ২০০৮ ১৪:৩৩ | 203.143.184.10
লোকে আজকাল ভুতও উইকিতে খোঁজে! যাই আমিও খুঁজে আসি।
Blank | ১৩ নভেম্বর ২০০৮ ১৪:৩৩ | 203.99.212.224
জমছে না। অন্তত এক খানা সাদা শাড়ি পরে গান গাইতে গাইতে যাওয়া ভুত চাই, চাইইইই
siki | ১৩ নভেম্বর ২০০৮ ১৪:২৬ | 203.122.26.2
এ তো পুরো শীর্ষেন্দুর ভূত। খুব ভালো লোক টোক। তায় সাহেব। সেই পাগলা সাহেবকে মনে পড়ে যাচ্ছে।
r | ১৩ নভেম্বর ২০০৮ ১৪:২০ | 125.18.104.1
এখুনি উইকিতে দেখলুম রাজস্থানের ভানগড় ভারতের সবথেকে ভৌতিক জায়গা। ওখানে নাকি এ এস আই নোটিস লটকে দিয়েছে- সন্ধের পর এখানে থাকা স্ট্রিকটলি নিষিদ্ধ।
ভৌতিক জায়গার মধ্যে দেখলাম দিল্লির সঞ্জয়বনও আছে। ওর মধ্যে শ্মশানের কথাটা সত্যি। ওটাকে ঠিক শ্মশান মনে হত না। জঙ্গলের মধ্যে একটা জায়গা ফাঁকা করে রাখা আছে। কিন্তু ওখানে আমরা চিতা জ্বলতে দেখেছি। মাঝে মাঝে লোকে খুন করে জঙ্গলে বডি ফেলে যেত। শুনেছি এইরকম বেওয়ারিশ লাশ ওখানে জ্বালানো হত। আমরা বহুবার রাতেপরে ঐ জঙ্গলের মধ্যে দিয়ে কুতুব অবধি ট্রেক করতে গেছি। ঢোকার মুখে প্রচন্ড হাগুর গন্ধ পাওয়া যেত, কিন্তু সিরিয়াস ভূতের গন্ধ পাই নি। কিন্তু ডেফিনিটলি একটা ছম্ছমে ব্যাপার ছিল।
d | ১৩ নভেম্বর ২০০৮ ১৪:১১ | 203.143.184.10
তোর মুখে লাগানো হবে।
নারে রাঙা তুই বল। এমনিতেই এই মিষ্টি ছুটির দিনটায় কাজ কত্তে হচ্ছে। তারপর যদি একটু আধটু গল্পই না শুনলাম, তাহলে আর কাজ করবো কি করে!
h | ১৩ নভেম্বর ২০০৮ ১৪:১১ | 203.99.212.224
আলিপুরে মিন্টের ঘেরা এলাকার ভেতরে একটা কোয়ার্টারে আমাদের আত্মীয়দের বাড়িতে নিয়মিত একজন সাহেব ভুত আসতেন। দুপুরে। খুব বিশ্বাসী ছিলেন। ভয় দেখাতেন না। এসে নাকি মাঝে মাঝে জিজ্ঞেস করতেন জুলি আছেন কিনা। মাসি রোজ ই বলতেন ওরকম কেউ নেই। তখন উনি চলে যেতেন। দুদিন মাসি ভয় পেয়েছিলেন। একদিন দেখেছিলেন, দিদার ঘরে গিয়ে দেখেছিলেন কাশীরামদাসী মহাভারত টা খাটে নামানো এবং তাতে পাতা গুলো আস্তে আস্তে উল্টে যাচ্ছে। দু টো পাতা ধীরে ধীরে ওল্টানো দেখে উনি বেজায় ভয় পেয়ে মামাকে ডাকতে গিয়ে কেউ নেই দেখে ফিরে এসে দ্যাখেন, মহাভারত তাকে তোলা। ঠিক যেখানে থাকে। আরেকদিন দুপুরে গল্পের বই পড়তে পড়তে খেয়াল করেছেন, পেছনে তাকে কে যেন চা দিয়ে গেছে। ডিশের কাপের টুং শুনেছেন। চায়ের গন্ধ পেয়েছেন। চা সিপ দিয়ে দিয়ে খেতে খেতে আরো গল্পের বই পড়েছেন। সম্ভবতঃ ওয়ার অ্যান্ড পীস পড়ছিলেন। হঠাৎ প্রচন্ড ভয় পেয়ে যান। কারণ মাসির মনে পড়ে আজ বাড়িতে কেউ নেই, শ্যামবাজার গ্যাছেন, আসার সময়ে বসুশ্রীতে বই দেখে ফিরবেন সেই রাতে। এবং কাজের দিদা ও দেশে গেছেন মেদিনীপুরে তিন দিন হল। এবং চায়ের কাপটা ভালো সেটের কাপ। এটা আপ্যায়নের জন্য আলাদা রাখা থাকতো। আরো ভয় পান, কারণ তাড়াহুড়ো করে রান্নাঘরে যেতে গিয়ে দ্যাখেন, আরেকটা গরম চা ভর্তি একটু ভাল একটা কাপ খাওয়ার ঘরে টেবিলে রাখা। পাশে চামচ এবং একটা বাটিতে চিনি। দিদা কিন্তু আলাদা করে এরকম চিনি নিতেন না।
অ্যাপারেন্টলি সাহেব ভুত একটা ঘটনার পর থেকে আর কোন দিন আসেন নি। বাগানের দিকের পশ্চিমের দরজার বাইরে একটা চাতাল করা ছিল একটু উঁচু মত। সেখানে একটা অনেক পুরোনো ইজি চেয়ার রাখা ছিল এক কোণে। তাতে একটা রাইটিং ডেস্ক ও ছিল। সেই চেয়ার টা কোন এক বেরসিক কাঠের মিস্ত্রি ঝেড়ে দেয়। তার পর থেকে জুলির আর খোঁজ পড়ে নি।
Blank | ১৩ নভেম্বর ২০০৮ ১৪:০৮ | 203.99.212.224
কিঁউ?
siki | ১৩ নভেম্বর ২০০৮ ১৪:০৭ | 203.122.26.2
সেলোটেপ আছে কারুর কাছে?
Blank | ১৩ নভেম্বর ২০০৮ ১৪:০২ | 203.99.212.224
বুড়ো ভুতের গপ্প শুনবো না, শুনবো না
r | ১৩ নভেম্বর ২০০৮ ১৩:৫৪ | 125.18.104.1
আবার এয়ার্কি!
আমার ঠাউদ্দা তো পেরায়শই জেলে যেতেন। তো সেই জেলে একটা লম্বা টানা সেলে ছিলেন, একের পর এক বিছ্না পাতা। তখন সবাই ঘুমিয়ে পড়েছে, ঠাউদ্দা একা একা লন্ঠন জ্বেলে মশারির বাইরে বসে লেখছেন। এমন সময় শোনেন সেলের অন্যপ্রান্ত থেকে এক ঠুক্ঠুক্ আওয়াজ। ওদিকে তো অন্দকার, কিছু দেখা যায় না। একটু পরে শব্দটা আলোর কাছে এলে দেখলেন এক দেহাতী বুড়ো ঠুক্ঠুক্ লাঠি নিয়ে অন্যদিকে যাচ্ছে। সেলের এই প্রান্তে জলের কুঁজো রাখা থাকত। বুড়ো সেই কুঁজো গড়িয়ে জল খেয়ে আবার ঠুক্ঠুক্ করতে করতে অন্যদিকে চলে গেল। পরের দিন সকালে জানা গেল, ঐ সেলে এক দেহাতী ব্রাহ্মণ ছিল, বেজায় শুচিবাই। তাকে স্বপাকে খেতে দেওয়া হয় নি বলে নির্জলা অনশন করে মারা যায়। তারপর থেকে মাঝে মাঝে ঐ সেলের কুঁজো থেকে জল গড়িয়ে খায়।
Blank | ১৩ নভেম্বর ২০০৮ ১৩:৫২ | 203.99.212.224
আর আমি চিরকাল মেয়ে ড্রাকুলা দের ওপর বেশ ফিদা। আমি অমনি ভুত চাই ...
Blank | ১৩ নভেম্বর ২০০৮ ১৩:৪৭ | 203.99.212.224
কিন্তু দেওয়ালে বড় ছায়া নাই কেন?
siki | ১৩ নভেম্বর ২০০৮ ১৩:৪৪ | 203.122.26.2
অ্যাইত্তো! এইবারে এট্টু গা ছমছম করছে। দেওয়ালিতে দুটো মোমবাতি বেঁচে গেছিল, মেন অফ করে জ্বালিয়ে বসনু। তাপ্পর?
r | ১৩ নভেম্বর ২০০৮ ১৩:২৯ | 125.18.104.1
আমরা থাকতুম ক্লাইভ হাউসের পাশে। চাদ্দিকে মাঠ, আর তার মধ্যে টিলার উপর পেল্লায় খন্ডহর। আগে ওখানে এয়োপ্লেন চালানো শেখানো হত। তখন শুধু একটা পুঁচকি প্লেনের কঙ্কাল পড়ে আছে। তার পাশে ছোট্টো একটা কালী মন্দির, সন্ধেবেলা পিদিম জ্বলত। ওখানে পোচুর ভূত দেখিচি।
d | ১৩ নভেম্বর ২০০৮ ১৩:২৭ | 203.143.184.10
গার্স্টিন প্লেসের ভুতেরা বেশ বিখ্যাত। কিন্তু রাইটার্সে কি রাতে থাকতে দেয়? আমার খুব ভুত দেখার শখ।
nyara | ১৩ নভেম্বর ২০০৮ ১৩:২২ | 64.105.168.210
গার্স্টিন প্লেসের পুরোন রেডিও স্টেশনেও রাতের দিকে নাকি খুব ভূতের উপদ্রব ছিল। তবে সে সব সাহেব ভূত। সাহেব ভূত আর ভূতিনীদের নাকি 'হ্যালো মিস্টার স্পুক, হ্যালো মিস পিক্সি' বললেই তাঁরা খুশি হয়ে চলে যান।
r | ১৩ নভেম্বর ২০০৮ ১৩:১৫ | 125.18.104.1
মার্কিন বাঙালীরা ভূত নে ক্যামন এয়ার্কি মেরে গ্যালো দেকোচো! থাকত রাইটার্স বিল্ডিঙে কি হাইকোর্টে অ্যাকরাত, সব ফাজলুমি বেরুয়ে যেতো। রাতে চিড়িয়াখানার সামনে বাসের জোন্যো দাঁড়য়েছিলুম, ইয়াপ্পেল্লায় অ্যাকখান ঘোড়াগাড়ি টগাবগ টগাবগ কত্তে কত্তে ন্যাশনাল লাইব্রেরির মধ্যে ঢুকে গ্যালো। ভাগ্যিস আমার ঘোয়াগ্গাই দেখলে হাসি পায়!
san | ১৩ নভেম্বর ২০০৮ ১২:৪৪ | 12.144.134.2
ওহোহো এইবারে বুঝেছি। না আমরা তো জানতাম ব্ল্যাংকির বানান একটু দুব্বল। কাজেই এডিট করতে হবে এটা স্বাভাবিক।কিন্তু ব্যাটা 'ইচ্ছে করে' বলে যা খুশি লিখবে এইটা জানার পরেও .......... না না , এতটা পাষাণহৃদয় তুমি হতেই পারোনা ঃ-(
Blank | ১৩ নভেম্বর ২০০৮ ১২:৪২ | 203.99.212.224
ও পোমো মামু, ও পোমো মামু গো। আমাকে বাঁচাঊঊও
d | ১৩ নভেম্বর ২০০৮ ১২:৩৯ | 203.143.184.10
না ঐ "কেউ যদি এডিট' ইত্যাদি। হুম্ম্ম্ম্
siki | ১৩ নভেম্বর ২০০৮ ১২:৩৯ | 203.122.26.2
আমার ব্ল্যাংকির ন্যাড়া মাথায় চুন মাখাতে খুব ভালো লাগবে। ঃ-)))
d | ১৩ নভেম্বর ২০০৮ ১২:৩৮ | 203.143.184.10
নিকুচি করেছে তোর শিল্পের। তোর শিল্পের আমি গুষ্ঠি কিলিয়ে নালিতে ফেলে দোব।
san | ১৩ নভেম্বর ২০০৮ ১২:৩৭ | 12.144.134.2
তোমাকে???
Blank | ১৩ নভেম্বর ২০০৮ ১২:৩৭ | 203.99.212.224
কি ঝামেলা, অমি তো তাতে প্রতিবাদ জানাবো ....
d | ১৩ নভেম্বর ২০০৮ ১২:৩৬ | 203.143.184.10
স্যান বুঝি আমাকে কিছু বললে?
Blank | ১৩ নভেম্বর ২০০৮ ১২:৩৬ | 203.99.212.224
কেমনি করে হুমকি দেয় দেখো ... কেমন এক মধ্যযুগীয় চিন্তা ভাবনা, শিল্পের প্রতি কোনো একটা ইয়ে নেই ...
d | ১৩ নভেম্বর ২০০৮ ১২:৩৫ | 203.143.184.10
আমার না নাককাটা আর ন্যাড়ামুন্ডি ব্ল্যাঙ্কিকে দেখতে খুব ভাল লাগবে। তো, আমি গিয়ে ব্ল্যাঙ্কির নাকটা কেটে আর চুলে চুইংগাম লাগিয়ে টেনে তুলে, চেঁছে ন্যাড়া বানিয়ে দিয়ে আসবো। আফটার অল আমার ভাল লাগে বলে কথা।
Blank | ১৩ নভেম্বর ২০০৮ ১২:৩৫ | 203.99.212.224
জগতে ঠিক ভুল বলে কিচ্ছু নেই গো। সব ই তাঁর ইচ্ছে ...
siki | ১৩ নভেম্বর ২০০৮ ১২:৩৩ | 203.122.26.2
দেখতে ভালোর কথাই যদি তুলিস তো আমাদের প্রায় সকলের ঠিক বানানগুলো দেখতে ভালো লাগে। ভুল বানান দেখলে রীতিমতো চোখ কড়কড় করে। তুই নিজের দেখতে ভালোলাগার প্রায়োরিটিতে আমাদের ভালোলাগাগুলোকে অস্বীকার করবি? অ্যাঁ? এই কি ছিল তোর মনে?
san | ১৩ নভেম্বর ২০০৮ ১২:৩০ | 12.144.134.2
শালা নবাবজাদা এয়েছেন।প্রায়োরিটি দেখাচ্ছেন। আর যদি কেউ কোন সময় আমাকে ব্ল্যাংকির লেখা এডিট করতে দিয়েছে তো তারই একদিন কি আমারই একদিন।
Blank | ১৩ নভেম্বর ২০০৮ ১২:২৮ | 203.99.212.224
আমার নামে কেউ কিন্তু সুপুরি দেয় নি। তুই এমনি সেল্ফ সুপুরি দিতে পারিস না। এটা ডনায়নে নেই ...
Blank | ১৩ নভেম্বর ২০০৮ ১২:২৮ | 203.99.212.224
জোশ দেখতে ভাল নাকি যোশ? আমি প্রায়োরিটি অনুসারে সাজিয়েছি ওটা
দেখো একটা খুব সহজ জিনিস, ১) বিরিয়ানি র থেকে বিড়িয়ানি আমার দেখতে বেশী ভাল্লাগে। এমনি অনেক আছে। আমার যেটা দেখতে ভাল্লাগে সেটাই আমি লিখি ঃ( আড়ষ্ট টা ঠিক না, আড়ষ্ঠ টা বেশী ভাল দেখতে। ২) যত কিছু শিফট টিপে লিখতে হয় সেগুলো আমি সব ই প্রায় শিফট ছারা লিখি। ৩) আঙুল কে মিনিমাম নাড়াচাড়া করিয়ে যত টুকু লেখা যায় ততটুকুই লিখি। ৪) বুড়ো আঙুল দিয়ে স্পেস টা প্রেস কত্তে খুব মজা লাগে ঃ) মাঝে মাঝেই প্রেস করি তাই ঃ)
(এই যে দেখো আমি 'করতে' না লিখে 'কত্তে' লিখি, তার কারন কিন্তু এটাই যে 'কত্তে' লেখাটা বেশী সহজ 'করতে'র থেকে)
siki | ১৩ নভেম্বর ২০০৮ ১২:১৮ | 203.122.26.2
কী ব্যানয়। বড়লোক হয়েও কিন্তু এতটুকু অঙ্খার নেই।
sinfaut | ১৩ নভেম্বর ২০০৮ ১২:১৬ | 165.170.128.65
ঘটনা হল যে, আমি ফ্ল্যাটে থাকিনা। বাড়িটা প্রায় ৩০ বছরের পুরোনো। তাই 3bhk হিসেবে অ্যাড দিলেও, মাঝের ঘরটা নিয়ে চারখানাই..., আর থাকে রান্নাঘর...
কিন্তু এর সাথে বড়লোকের কী সম্পক্কো? যেহেতু এটা হাইটেক সিটি থেকে ১৫ কিমি দূরে, যেহেতু এখানে আইটিওআলারা থাকতে এসে এখনো দাম বাড়িয়ে ফেলেনি, তাই 2bhk ফ্ল্যাটের থেকে এর ভাড়া কম, অন্তত হাইটেক সিটির আশপাশের ফ্ল্যাটের থেকে।
siki | ১৩ নভেম্বর ২০০৮ ১২:০৯ | 203.122.26.2
আচ্ছা ব্ল্যাংকি, সিরিয়াসলি একটা কথা বলবি? তুই কি জাস্ট বিপ্লব করার উদ্দেশ্যেই এই রকমের বানান লিখিস? নাকি মজা করার জন্য? নাকি ফিলিপ অফ সিঙ্গার, ইয়ে, স্লিপ অফ ফিঙ্গার, নাকি সত্যিই এইসব বানান সম্বন্ধে তোর আইডিয়া কম? মানে, আমি দেখছি, লোকের বেশিরভাগ ভুলের ক্ষেত্রেই কেসটা হয় টাইপো, এটার বদলে অন্যটা টিপে দিয়েছে, কিন্তু তোর টাইপোগুলো একটু ইউনিক। তুই প্রতিটাতে ঠিক বানানের সাথে একটা করে এক্সট্রা কী টিপে দিস, যেমন বিড়িয়ানি (h এক্সট্রা), যোশ (Shift এক্সট্রা), আড়ষ্ঠ (h এক্সট্রা), লেখার মাঝে হঠাৎ স্পেস (স্পেসবার এক্সট্রা), এগুলো নর্মালি টাইপো হতে পারে না। হয় লেখার মুহুর্তে তোর মনে এই রকমই বানান ভেসে উঠছে, নয় তো তুই ইচ্ছে করে মজা করছিস। কোনটা ঠিক রে?
ডিঃ আমার ওপরের প্যারাটাকে একেবারে সিরিয়াসলি নিবি না।
Blank | ১৩ নভেম্বর ২০০৮ ১২:০৭ | 203.99.212.224
ঃ(
d | ১৩ নভেম্বর ২০০৮ ১২:০৫ | 203.143.184.10
আর ইয়ে, 2BHK তে থাকলে এমনি এমনিই ৪টে ঘর হয়ে যায় না? মানে ২খান শোবার ঘর ১টা হল আরেকটা রান্নার জায়গা? তাহলে তো ঘর বলতে ৪টেই হল। অপ্পনও তো 2BHKতেই থাকে বলে জানতাম। তাহলে?? অবশ্য সিঁফোর যদি ৪খান শোবার ঘর থেকে থাকে ....... তাইলে ন্যায্যতই ওকে বড়লোক বলে হিংসা করা যেতে পারে।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন