অর্পন, এই হেলমেট-এ বল লাগার ফান্ডা তো ইন্টারেস্টিং, জানতাম না।
Arpan | ১১ নভেম্বর ২০০৮ ০৩:১৪ | 216.52.215.232
আরেকটা ভুলভাল রুল হল ওয়াইড বলে স্টাম্পিং।
আরো কিছু স্টুপিড রুল আছে যেমন মাঠে পড়ে থাকা হেলমেটে বল গড়িয়ে রাখলে পাঁচ রান (?) ব্যাটিং টিম পাবে।
sayan | ১১ নভেম্বর ২০০৮ ০৩:১০ | 160.83.72.211
ওটা এনডিটিভি'র লাইভ ফীড'এ দেখলাম। ওদের ওয়েবসাইটে।
Arpan | ১১ নভেম্বর ২০০৮ ০৩:০৬ | 216.52.215.232
গ্রেগ চ্যাপেলের মন্তব্য কোথায় বেরিয়েছে?
sayan | ১১ নভেম্বর ২০০৮ ০৩:০৬ | 160.83.72.211
থ্যাঙ্কু ন্যাড়াদা। কিন্তু এই রুলটা কি প্রথম থেকেই রুলবুকে ছিল না পরে অ্যামেন্ড করা হয়েছে?
nyara | ১১ নভেম্বর ২০০৮ ০৩:০১ | 67.88.241.3
ভুলভাল, কিন্তু ওটা এমসিসি আম্পায়ারিং রুল। লেগ স্টাম্পের বাইরে বল পিচ করলে এল বি ডব্লিউ হবে না, বল যেখানেই যাক।
Du | ১১ নভেম্বর ২০০৮ ০২:৫০ | 67.111.229.98
মিডিয়া তো ফালতু নেতাদের অ্যাটলিস্ট ছবি না ছাপতে পারে অ্যাজ পলিসি। রাজ থ্যাকারের ছবিতে পেজ ভর্ত্তি করার উদ্দেশ্য বিধেয় কিছুই বুঝি না।
sayan | ১১ নভেম্বর ২০০৮ ০২:২৬ | 160.83.72.211
হুঁ। ওয়ার্নি তো বলে বলে উইকেটের বাইরে (ফরোয়ার্ড শর্ট লেগে) বল পিচ করে অফস্টাম্প নিত ঃ))
lcm | ১১ নভেম্বর ২০০৮ ০২:১৯ | 128.48.7.222
শিবরামকৃষ্ণন-এর বল লেগ স্টাম্পের বাইরে পরে আউটসাইড দ্য অফ স্টাম্প হয়ে বেরিয়ে যেত। সুতরাং এলবিডাব্লু-র সম্ভাবনা থাকতেই পারে, অবশ্য অফ্ স্টাম্পের বাইরে দিয়ে বেরিয়ে গেলে নয় ঃ-)
sayan | ১১ নভেম্বর ২০০৮ ০২:১২ | 160.83.72.211
হুঁ। উনি অজিদের স্পিন খেলার ট্রেনিং না দিলে ইন্ডিয়ার জেতা চাপ হত। তায় আবার স্লো ওভার রেট'এর জন্য ধোনি-কে সাসপেন্ড করতে হবে বলেছেন আর এদিকে অস্ট্রেলিয়া টীমে সবার ম্যাচ ফী কাট স্লো ওভার রেটের জন্য। উনি কন্সিসট্যান্টলি এমন ছড়ান কেং কয়ে!!
আচ্ছা এই যে লেগ স্টাম্পের বাইরে পিচ হওয়া বল'এ এল্বিডাব্লু আউট আউট নয় এটাও নাকি ওনার দাবীপ্রসূত! এটা সঠিক-বেভুল কেউ জানো?
arjo | ১১ নভেম্বর ২০০৮ ০২:০৯ | 168.26.215.13
গ্রেগ খাতায় কলমে খুব ভালো কোচ। মানে গ্রামার টা খুব ভালো জানে। কিন্তু খেলার মাঠে সব সময়ে যে শুধুই গ্রামার দিয়ে হয় না সেটা বোঝে না। কোচ হিসেবে গ্রেগের রেকর্ড খুব বাজে। আর ভারতীয় ক্রিকেটে লো-প্রোফাইল কোচ না নিলে খুব মুশকিল।
তবে একটা কথা সত্যি দাদা তখন বাদ পড়েছিল বলেই এখনকার দাদাকে দেখা গেছে। নইলে আরও আগে অনেক বাজে ভাবে কেরিয়ার শেষ হত। ফিরে আসার পর দাদার ব্যাটিং অনেক অনেক ভালো হয়েছে। বলতে চাইছি গ্রেগের তখনকার অবজারভেশনটা একেবারে ঠিক ছিল।
Ishan | ১১ নভেম্বর ২০০৮ ০২:০১ | 12.163.39.254
গ্রেগ নাকি অস্ট্রেলিয়াকে স্পিন খেলার জন্য ট্রেনিং দিয়েছিল জয়পুরে? ঃ)
sayan | ১১ নভেম্বর ২০০৮ ০১:৫৪ | 160.83.72.211
কিন্তু গুরু গ্রেগ'এর ব্রেন ম্যাপিং আর পলিগ্রাফ করা না করা পর্যন্ত কিচ্ছুতে জানার উপায় নেই উনি সত্যি এমন কেন এবং কি চান! পন্টিং বলেছে - "উই আর গোইং ব্যাক উইথ আওয়ার টেলস বিটুইন লেগস'
arjo | ১১ নভেম্বর ২০০৮ ০১:৪৬ | 168.26.215.13
শোনা যায় উইকেট কিপিং করাটা দ্রাবিড় কখনোই মেনে নিতে পারে নি। সেই থেকেই সৌরভের সাথে দ্রাবিড়ের সম্পর্কের চিড় ধরে। কিন্তু নইলে দ্রাবিড় তখন টীম থেকে বাদ যায়।
arjo | ১১ নভেম্বর ২০০৮ ০১:৩৩ | 168.26.215.13
সমীর দীঘে ইংলন্ডে একটা ভারত-পাকিস্তান ম্যাচে বেশ ভালো খেলেছিল। যতদূর মনে পড়ছে চ্যারিটি ম্যাচ ছিল। কিন্তু শেষ হয় নি, মাঠে দর্শক ঢুকে পড়ে। কেন তা মনে নেই। তবে এরা সব ইনসিগনিফিকেন্ট। দীনেশ কার্তিকের হার্ড লাক। ধোনির কাছে এখন আর কেউই লাগে না।
মাঝে এরাও এসেছিল - অজয় রাত্রা, সমীর দিঘে, এমএসকে প্রসাদ।
এর মধ্যে এক দীনেশ কার্তিকটা যা একটু চলেবল।
arjo | ১১ নভেম্বর ২০০৮ ০১:২৯ | 168.26.215.13
হ্যাঁ মোঙ্গিয়া, ওটা আরও বাজে। তবে মোরের ওপর আমার রাগটা একটু বেশিই। দাদাকে নিয়ে যা নাটক করেছিল। মোরের ক্রিকেট আইকিউ তো নেগেটিভ, সে যে কি করে নির্বাচক হয় আর স্ট্র্যাটেজী ঠিক করে বুঝি না। নির্বাচক হিসেবে আমার পছন্দ সম্বরণের মতন লোক। যারা প্লেয়ার চেনে। ওটা একটা বিশেষ ক্ষমতা। মোরেটা কে যাস্ট সহ্য করা যায় না।
sayan | ১১ নভেম্বর ২০০৮ ০১:২৬ | 160.83.72.211
ভিজয় দাহিয়া। আর দ্রাভিড় তো বেশ নিয়মিত কীপার ছিল দাদা'র ক্যাপ্টেন্সীতে।
Arpan | ১১ নভেম্বর ২০০৮ ০১:২৪ | 216.52.215.232
আজ্জো মোঙ্গিয়ার কথা ভুলে গেছে। ঃ)
Arpan | ১১ নভেম্বর ২০০৮ ০১:২৩ | 216.52.215.232
হ্যাঁ, আটটা টেস্ট আর পাঁচটা ওয়ান ডে। দু-তিন বছরের হিসেবটা আসলে দীপের পূর্বাঞ্চলের টিমে এক নম্বর কিপার হিসেবে খেলার।
arjo | ১১ নভেম্বর ২০০৮ ০১:২২ | 168.26.215.13
দীপ খেলেছে ৮ খানা টেস্ট আর ৫ খানা ওয়ান ডে। দীপ সাউথ আফ্রিকায় একটা ম্যাচ বাঁচানো ইনিংস খেলেছিল। কিপিং টা মোটে করতে পারত না। পার্থিব বড্ড ছোট ছিল। কিরমানি উত্তর যুগে ভালো উইকেটকিপার-ব্যাটসম্যান ছিল সদানন্দ বিশ্বনাথ। কিন্তু ৮৫ র বেনসন হেজেসের পর তার যে কি হল ভগবানই জানে। তারপরেই এল মোরে আর পণ্ডিত। দুটোই বাজে ছিল। আজকের যুগে চান্স পেত না।
sayan | ১১ নভেম্বর ২০০৮ ০১:২২ | 160.83.72.211
কিন্তু এবার জগু'দা কাকে নিয়ে লবি করবে? ঋদ্ধিমান, দিন্ডা, লক্ষ্মীরতন, সৌরাশীষ, রণদেব কে খেলবে ন্যাশনাল টীমে?
arjo | ১১ নভেম্বর ২০০৮ ০১:১৩ | 168.26.215.13
দীপ কি দু তিন বছর খেলেছে? নাকি কয়েকটা ম্যাচ? গোটা পাঁচ ছয় মতন হবে। তবে হ্যাঁ পার্থিব প্যাটেল কি নিয়ে দাদার বেশ একটা ইয়ে ছিল। তবে সে তো প্রেফারেন্স থাকতেই পারে। নইলে ভাজ্জি, যুবি তৈরি হত নাকি? ওদিকে রাহুল দ্রাবিড়ের ওয়ান ডে কেরিয়ারও অনেক আগেই শেষ হয়ে যেত।
Arpan | ১১ নভেম্বর ২০০৮ ০১:০৯ | 216.52.215.232
টাইবু দাদার টিমে (নাইট রাইডার্স) আছে। ঋদ্ধিমান আর ম্যাককুলামের দাপটে চান্স পায় না। ঃ)
sayan | ১১ নভেম্বর ২০০৮ ০১:০৮ | 160.83.72.211
তেন্ডুলকর'এর রিটায়ার করা নিয়েঃ
কোথায় যেন ভবিষ্যতের অনেক ঘটনা লেখা হচ্ছিল, তার একটায় তেন্ডলি বলছে "আমি ২০৫২-র বিশ্বকাপ খেলতে চাই'
Arpan | ১১ নভেম্বর ২০০৮ ০১:০৭ | 216.52.215.232
মাঝখানে দু-তিন বছর দীপ দাশগুপ্ত খেলে গেছে। তারপরে পার্থিব প্যাটেল। ওই সময়টাতে ধোনি খেললে দাদার টিম উপকৃত হত।
দীপ দাশগুপ্ত এমনকি ইন্ডিয়া টিম থেকে বাদ পড়ার পরেও ইস্টার্ন জোনের টিমে ফার্স্ট চয়েস ছিল। আর ঝাড়খন্ড কোনদিন এলিট গ্রুপে খেলেনি। যার ফলে ধোনিকে অপেক্ষা করতে হয় বেশ কয়েকটা বছর।
sayan | ১১ নভেম্বর ২০০৮ ০১:০৫ | 160.83.72.211
ঐটের নাম হেলিকপ্টার শট না টেকিলা শট না কি যেন। ভিন্স ম্যাকম্যাহন'এর WWE'র সাথে টেক্কা দেবে এবার BCCI একাদশ ... অভিনয়ে (নির্বাচনকর্ত্তাদের), নাকিকান্নায় (যে সব "ইয়াংস্টার' সিলেক্ট হবে না তাদের) এবং নাটুকেপনায় (প্রতি ডিফিটের পর/ সাদা ম্যাচ রেফারীরা ফাইন বা ব্যান করার পর)। আঃ পাঃ নাঃ (২)
arjo | ১১ নভেম্বর ২০০৮ ০১:০১ | 168.26.215.13
মানে গিলি পরবর্তী জমানায়। হ্যাঁ সঙ্গকারাও বেশ ভালো। আচ্ছে টাইবু কি খেলে এখনো? ওকে বেশ লাগত। ধোনি এদেশে জন্মালে ভালো বেসবল খেলত। ঐরকম করেই ব্যাট চালায়। তাতে কি রান করলেই হল।
এবারে প্রশ্ন তেন্ডুলকার কি পরের বিশ্বকাপও খেলবে?
lcm | ১১ নভেম্বর ২০০৮ ০০:৫৩ | 128.48.7.222
ধোনি-র ব্যাটিং স্টাইল ইন্টারেস্টিং। ঠিক বোঝা যায় না, কি হচ্ছে, মুগুর ভাজার মতন কিছু একটা করে ব্যাট নিয়ে, রান করে যায় কিন্তু।
Arpan | ১১ নভেম্বর ২০০৮ ০০:৫২ | 216.52.215.232
গিলির পরে মানে? গিলি তো রিটায়ার করেছে।
ব্যাটসম্যানশিপে সঙ্গাকারা ধোনির থেকে এগিয়ে থাকবে। হয়ত।
arjo | ১১ নভেম্বর ২০০৮ ০০:৪৩ | 168.26.215.13
বডি ল্যাঙ্গোয়েজ খানাও বেশ হিরো হিরো। ওদিকে ক্যাপ্টেন হলে খেলেও ভালো। আজকাল তো কিপিং এও বেশ উন্নতি করেছে। আমার মনে হয় গিলির পরে ধোনিই এখন সবথেকে ভালো ব্যাটসমান-উইকেটকিপার।
এর পিছনেও যে সৌরভ, সে কথা কি আজ কেউ মনে রাখবে। ভারতীয় ক্রিকেটে সৌরভের অনেক অবদানের মধ্যে সবথেকে বড় অবদান হল প্রভিন্সিয়ালিজম তুলে দেওয়া। নইলে কি আর ধোনি আজ খেলতে পারত। লক্ষ্য করলে দেখা যাবে সৌরভ পরবর্তী যুগেই অনামী জায়গা থেকে লোকে সুযোগ পাচ্ছে।
"ক্যাপ্টেন্সী'র নামে কি ধরণের জোক এটা! অস্ট্রেলিয়া'র শেষ উইকেট পড়তে বাকি তখন "তুমি ক্যাপ্টেন হও'! কি, না ""Good gesture to an ex-captain's farewell'' ... আর তাই নিয়ে মিডিয়ার স্বভাবসিদ্ধ মাতামাতি! মাইরী, আঃ পাঃ নাঃ।
দাদার ক্যাপ্টেন্সি? বুঝাইয়া বল। এট্টু আউট অফ টাচ ছিলাম। ইয়ার্কি হলেও বুইতে পারবনা। ঃ)
Arpan | ১০ নভেম্বর ২০০৮ ২৩:৫০ | 216.52.215.232
আর পারিনা। সকাল পৌনে সাতটায় অফিসে এসেছি। হোটেলে ইন্টারনেট ডাউন ছিল তাই দাদার ক্যাপ্টেন্সি দেখা হল না। এইসব জাগতিক সমস্যায় বিপর্যস্ত।
sayan | ১০ নভেম্বর ২০০৮ ২৩:৪৩ | 160.83.72.211
এখানে এক অজি কলিগ গত কয়দিন বেশ ক্রিকেট হাইলাইট দেখছিল ও দেখাচ্ছিল। কিন্তু আজ সকাল থেকে বর্ডার-গাভাস্কর ট্রফি নিয়ে কোনও উচ্চবাচ্য নাই এবং কি মুশকিল আমার সাথে কথা বন্ধ! এখন তার ক্যাবিনে একটু উঁকি দিয়ে দেখি ইংলিশ প্রীমিয়ার লীগ'এর হাইলাইটস চলছে ;)) বোঝো!
Ishan | ১০ নভেম্বর ২০০৮ ২৩:৩৩ | 12.163.39.254
আর পারিনা।
pp | ১০ নভেম্বর ২০০৮ ২০:১৩ | 78.52.231.201
হ্যাহ্যাহ্যাহ্যাহ্যাহ্যা
sayan | ১০ নভেম্বর ২০০৮ ২০:১১ | 160.83.72.211
দমদি'র হাতে রিভলভার! এবং জেল!! দমদি' কি কখনও ঘোড়ায় চেপেছো? দমদি' কি "রাঞ্ঝোর'এর "রাঠোর'??
arjo | ১০ নভেম্বর ২০০৮ ১৯:৫২ | 168.26.215.13
সিকি,ইন্দ্রপ্রস্থ এস্টেটে কারুর আপিস হলে কাছাকাছি থাকার সস্তা ও ভালো (সিকিওর) জায়গা জানা থাকলে একটু জানিও। ইমেল বা এখানে।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন