এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • P | ১২ নভেম্বর ২০০৮ ২২:৪৩ | 78.16.163.174
  • পুঁটের লাইফটাই শুরু হল একটি রিজেক্টেড ইউকে ভিসা দিয়ে !
  • Ishan | ১২ নভেম্বর ২০০৮ ২২:৩১ | 12.163.39.254
  • পুঁটের আবার কি হল?
  • d | ১২ নভেম্বর ২০০৮ ২২:২৫ | 117.195.34.86
  • এবাবা!
    ধুস্‌স্‌স্‌স কি বাজে!
    কি আর বলব বল .....
  • P | ১২ নভেম্বর ২০০৮ ২২:২০ | 78.16.163.174
  • দম , যাওয়া হয় নাই। লাস্ট মোমেন্টে ক্যানসেলেশানের জন্যি কয়েকশো কষ্টার্জিত পাউন্ড জলে গ্যাছে। পুঁটের পাশপোর্ট ফের ইউকে এমব্যাসীতে আর বাবা-মার চোখ জগতের যত চীপ ফ্লাইট সাইটে।
    হায় রে , হলিডে সীজনে চীপ ফ্লাইট ও আর চীপ নাই। হাজার হাজার ইউরো শুদু একপথে, তাও আবার মাত্র তিনটি স্টপ-ওভার। অতয়েব যাওয়া নিয়ে ঘোর সংশয়। ডুবে গেল তিনমাসের দেশভ্রমণ , হাতে রইল কনকনে শীতের পোড়া ডুবলিনে তিনমাস ঘরে বসে হ্যাজ খেয়ে লাট হওয়া !
  • d | ১২ নভেম্বর ২০০৮ ২২:১৪ | 117.195.34.86
  • ওঃহো হঠাৎ মনে পড়লো, পঃ বঃ পর্যটনমন্ত্রী আমাদের অজ্জিতের "---দাদা' নয়? অজ্জিত জিগ্যেস করলে পারে পর্যতনের এমন হাল কেন?
  • arjo | ১২ নভেম্বর ২০০৮ ২১:৩৩ | 168.26.215.13
  • দাদা না থাকলে ডালমিয়া এলো কি গেল কি এসে যায়। সুখবরটা কি?
  • Arpan | ১২ নভেম্বর ২০০৮ ২১:৩০ | 216.52.215.232
  • আরে ডালমিয়ার জন্য সুখবর রয়েছে তো। ঈশান খুশি হবে। ঃ)
  • Arpan | ১২ নভেম্বর ২০০৮ ২১:২৬ | 216.52.215.232
  • নরকই বটে। ইচ্ছেমত আগুনে ঝলসায়। ঃ)
  • d | ১২ নভেম্বর ২০০৮ ২১:২০ | 117.195.34.86
  • কি? নরক?
  • Arpan | ১২ নভেম্বর ২০০৮ ২১:১৫ | 216.52.215.232
  • ঠিক আছে। কাছাকাছি একটা খুঁজে বের করি।

    তবে দেশের বার্বিকিউ নেশনসের তুলনা হয় না। ঃ)
  • Du | ১২ নভেম্বর ২০০৮ ২১:১৪ | 67.111.229.98
  • আর কি হনু! এত বছর কচি ছেলেমেয়েরা শাহরুখকে নিয়ে পাগল হওয়ার পর বিজ্ঞ লোকেরা জানালেন, ওকে ডাকলে সংখ্যালঘুর মন পাওয়া যায়। আবার আর্ট ফিলিম হলে নাসির বা শাবানাও ঐ একই লিস্টে।
    মরে নরকে যাই তাড়াতাড়ি। সেখানে অন্ততঃ একটু পাপীতাপী পাবো। ধর্মের ঠেলায় আর টেকা মুশকিল হয়ে গেছে।
  • arjo | ১২ নভেম্বর ২০০৮ ২১:০৮ | 168.26.215.13
  • অপ্পন কোরিয়ান বার-বি-কিউ টায় খেয়ো। কাঁচা মাংস তুলে এনে নিজের মতন সস ইত্যাদি দিয়ে ঝলসে নাও। এলএ র কাছাকাছি বেশ কয়েকটা মঙ্গোলিয়ানও আছে তবে ভাল না। তবে কোরিয়ান বার-বি-কিউতে সাবধান। খাবার নষ্ট করলে আবার ওরা পয়সা নেয়। ঃ))
  • Arpan | ১২ নভেম্বর ২০০৮ ২১:০০ | 216.52.215.232
  • কাল হাতির মত খেলাম এক চাইনিজ বাফেতে। লাস্টে নিজেরই লজ্জা করছিল।

    তাও বিফ আর স্যামন সেকশনটায় ঢুঁ মারা হল না। আসছে বার লিচ্চয় হবে।
  • arjo | ১২ নভেম্বর ২০০৮ ২০:৫৯ | 168.26.215.13
  • সাবওয়েটা একটু বেশিই ভালো। আমার পেটে আবার ভালো জিনিষ সয় না। ঃ))

    সাবওয়ে নিয়ে বউয়ের সাথে প্রায়ই দড়ি টানাটানি চলে, বলাই বাহুল্য প্রায় রোজই আমি হারি।
  • sayan | ১২ নভেম্বর ২০০৮ ২০:৩৪ | 160.83.72.212
  • এই যে হনুদা দন্ত বিকশিত কোরো না। তোমার উইকেন্ডের প্ল্যান স্থির হল?
  • sayan | ১২ নভেম্বর ২০০৮ ২০:৩২ | 160.83.72.212
  • মিটবল ফুটলং তো খুব একটা খারাপ খেতে লাগে না!
  • sayan | ১২ নভেম্বর ২০০৮ ২০:৩০ | 160.83.72.212
  • রাজভোগ তো জার্নাল স্কোয়ারে। আরো কয়েকটা আছে তবে গুজরাটি। আর ঐ সাউথ ইন্ডিয়ান থালি খেতে খুব একটা সুবিধের নয়।

    তন্দুর আভেন ৮৩র্ড স্ট্রীটে। ওখানে স্পেশাল থালি ভালো। তন্দুরি চিকেন, ল্যাম্ব-শাগ, চিকেন দোপিয়াজা -- সব মিলিয়ে চলেবল। এই উইকেন্ডে ডিনার পার্টি চায়না শালে'তে। লোকে যে কেন এতো চাইনিজ খেতে চায়!
  • h | ১২ নভেম্বর ২০০৮ ২০:২৬ | 203.99.212.224
  • ঃ-)))))
  • arjo | ১২ নভেম্বর ২০০৮ ২০:২৩ | 168.26.215.13
  • সায়ন সাবওয়ের ফুটলং খায়!!! সাবওয়েতে গেলে আমার সবথেকে সমস্যা হয় অত চয়েজ বলে। প্রথম প্রথম তো কিছুই বুঝতাম না। এখন মুখস্ত করে নিয়েছি। সিক্স ইঞ্চ, হুইট ব্রেড, বিফ স্টেক, পেপার জ্যাক, রোস্টেড, লেটুস, কিউকাম্বার, হ্যালোপিনো, স্পাইসি মাস্টার্ড, মেয়ো। এক নিশ্বাসে বলে যাই। থামিয়ে দিলেই মুশকিল, প্রথম থেকে শুরু করতে হয়।
  • r | ১২ নভেম্বর ২০০৮ ২০:১৫ | 198.96.180.245
  • জার্নাল স্কোয়ারে যাস না? ওখানে শস্তায় ভালো সাউথ ইন্ডিয়ন থালি পাওয়া যায়।
  • sayan | ১২ নভেম্বর ২০০৮ ২০:১২ | 160.83.72.212
  • কাবাব বিড়িয়ানী রোগান যোস ...

    আর আমি খাই স্প্রীং গার্ডেন'এর চিকেন ফুইয়ং, জেনারেল সো'জ চিকেন, শ্রিম্প নুডল, সাবওয়ে'র ফুটলং, অলি পিজিওলি'র পিজ্জা কখনো-সখনো রাজভোগ'এর ধোকলা।

    (ব্যাকগ্রাউন্ডে - জিন্দেগী ক্যায়সি হ্যায় .... )
  • Arpan | ১২ নভেম্বর ২০০৮ ১৯:৪৫ | 208.57.131.4
  • আমিনিয়া যেও না।
  • d | ১২ নভেম্বর ২০০৮ ১৯:২০ | 203.143.184.10
  • কিন্তু আমার তো সিরাজের বিরিয়ানি'ও বেশ লাগত, যদ্দিন করিমস খাই নি। আর হ্যাঁ পুণে'র দোরাবজী'র বিরিয়ানি, করিমসের থেকে পুরো আলাদা ঘরাণা।
    উল্‌স্‌স্‌স্‌স্‌স
  • arjo | ১২ নভেম্বর ২০০৮ ১৯:০৭ | 168.26.215.13
  • কিন্তু কদিন ধরেই আমিনিয়া স্পেশালের স্বপ্ন দেখছি যে। কিছু করার নেই। খারাপ হলে হবে। তাও খাব। তারপর বেরিয়ে বরফে রাখা পান।
  • Blank | ১২ নভেম্বর ২০০৮ ১৮:৫৮ | 203.99.212.224
  • আমিনিয়াটা এখন খুব একটা সুবিধের না
  • arjo | ১২ নভেম্বর ২০০৮ ১৮:৫৬ | 168.26.215.13
  • গোলাপ কে যে নামেই ডাকো গোলাপ গোলাপই থাকে। অমন বিরিয়ানি, কাবাব কোর্মা আহাহা, সে কি বদলে যায়। এবারে তাই অ্যাজেন্ডা হল আমিনিয়া, জিশান, আর্সালান এমন জায়গায় খাওয়া।

    ছোটবেলায় গ্রেট ইস্টার্নের চাইনিজ খেয়েছিলাম। ভালোই লেগেছিল। এখন মনে হয় উঠে গেছে।
  • Blank | ১২ নভেম্বর ২০০৮ ১৮:৩২ | 203.99.212.224
  • অলিপাব
  • Blank | ১২ নভেম্বর ২০০৮ ১৮:৩১ | 203.99.212.224
  • রঙ্গন দা কি অলিপান থেকে ভাটাচ্ছে এখুন?
  • Blank | ১২ নভেম্বর ২০০৮ ১৮:২৮ | 203.99.212.224
  • সিকি কি পিপিং এর কথা বলছে? ওটা একটা সস্তার জায়গা। ছোট বেলায় পয়সা জমিয়ে সামান্য ড্রাই চিলি চিকেন আর আই.বি দিয়ে খাওয়ার জয়গা ওটা। ওখানে ড্রাই চিলি চিকেনটা সত্যি ভাল করে।
    ওর সামনে দাড়িয়ে কোনাকুনি দেখলে, সামনে পাবে মার্কো পোলো ইন চায়না। এখানে ক্র্যাবটা ভাল করে।
  • r | ১২ নভেম্বর ২০০৮ ১৮:২৬ | 198.96.180.245
  • আর ছিল চাং ওয়া, নানকিং আর খুব সম্ভবতঃ ক্যান্টন- চীনে পাড়ায়। সেও প্রায় তিরিশের দশকের কথা।
  • r | ১২ নভেম্বর ২০০৮ ১৮:২৪ | 198.96.180.245
  • তবে আমাদের সময়কার রেস্তোরাঁ আর নাই- ফার্পো, পেলিটি। পেলিটি সায়েব খুব ভালো ছবি তুলত। আমাকে দেখিয়েছিল। ফার্পোতে মাল খেলে ফ্রিতে ককটেল সসেজ দিত। তারও পরে হল স্কাই রুম। সেটাও এখন উঠে গেছে।
  • san | ১২ নভেম্বর ২০০৮ ১৮:২৩ | 12.144.134.2
  • সক্কলেই যদি তোর দলে নাম লেখায় ব্ল্যাংকি, তো বিপ্লব করবি কার বিরুদ্ধে? একটা অপোনেন্ট না থাকলে বিপ্লব হয় ? ;-)
  • Arijit | ১২ নভেম্বর ২০০৮ ১৮:২২ | 61.95.144.123
  • সাদার্ন অ্যাভিনিউয়ে পেকিং বা পিকিং ছিলো একটা - ওদের এগ রোলের সাইজ হত প্রায় দেড় ফুট, তবে বাজে খেতে। ইস্কুলে টীচার্স ডে-র দিন আনা হত।
  • Blank | ১২ নভেম্বর ২০০৮ ১৮:২১ | 203.99.212.224
  • আর্সালান। তবে বানান নিয়ে এমনি চেঁচামেচির কিছু নাই
  • siki | ১২ নভেম্বর ২০০৮ ১৮:২০ | 203.122.26.2
  • এশিয়াটিকের পাশেই পে-কিং বলে একটা জায়গায় চাইনিজ খেতে ঢুকেছিলাম কিছু না জেনে। কি জঘন্য খেতে! সত্যিকারের চাইনিজ ছিল বোধ হয়!

    আরেকবার খোরাক হয়েছিল, বইমেলা থেকে ফুল আরেন্টি রচনাবলী সেট কিনে হবু বউ আর শালীকে নিয়ে দু হাতে দু বস্তা রচনাবলী নিয়ে ট্রিংকাসে ঢুকেছিলাম লাঞ্চ করতে। ঢোকার মুখেই উঁচু উঁচু টুলে বসে পানরত দূঃখী মুখগুলো কীরকম ঘুরে ঘুরে আমাদের দেখছিল। বেশি দেখছিল বস্তাগুলোকে। রবীন্দ্র রচনাবলী নিয়ে বোধ হয় আমিই প্রথম ও শেষ ট্রিংকায় গেছি আজ পর্যন্ত।
  • r | ১২ নভেম্বর ২০০৮ ১৮:১৯ | 198.96.180.245
  • আরসালান।
  • Blank | ১২ নভেম্বর ২০০৮ ১৮:১৯ | 203.99.212.224
  • সক্কলে কেমন প্রগৈতিহাসিক বানানবিলাসীপনা দেখাচ্ছে। আমি হতাশ। এখুনো ! এখুনো , এতদিনেও বিপ্লবের ক্ষেত্র তৈরী হলো না। পোস্ট স্ট্রাকচারালিসম এখুনো পায়ের তলায় মাটি পেলো না !!
  • arjo | ১২ নভেম্বর ২০০৮ ১৮:১৭ | 24.214.28.245
  • আর্সেলান? মনে নেই, পার্ক সার্কাসের কাছে ছিল। প্রথম বার ঐ আর্সেনালই মনে আসে। নামটা ঠিক সিওর নই। ব্ল্যাংকি জানে। ব্ল্যাংকি?
  • Arijit | ১২ নভেম্বর ২০০৮ ১৮:১৫ | 61.95.144.123
  • আর্সেনাল? আর্সেন ওয়েঙ্গার কাবাব ভাজে?
  • arjo | ১২ নভেম্বর ২০০৮ ১৮:১৩ | 24.214.28.245
  • আমাগো যৈবনে বারবিকিউ খুব ভালো ছিল। আমার মনে হয় কলকাতায় তখন ওটাই সব থেকে ভালো চাইনিজ ছিল। আচ্ছা ওদের দুটো সেকশান আছে না? একটা চাইনিজ, অন্যটা জেনারাল?
  • arjo | ১২ নভেম্বর ২০০৮ ১৮:১১ | 24.214.28.245
  • মার্কো পোলো ইন চায়না খুব বাজে। একগাদা পয়সা নেয় কিন্তু খাবার মোটে ভালো না। গতবার বারবিকিউ তে খাওয়া হয় নি। এবারে গিয়ে খাব। গতবার পিটার ক্যাটও খারাপ লেগেছিল। একমাত্র ভালো লেগেছিল আর্সেনাল - বিরিয়ানি, কাবার কোর্মা ইত্যাদি।
  • Blank | ১২ নভেম্বর ২০০৮ ১৮:১১ | 203.99.212.224
  • কোলকাতার বার বি কিউতেই সেদিন আমরা বসেছিলুম। ওটা চাইনিজ। চাইনিজ চাইলে সিটি সেন্টারের হাকা ও ভাল। তবে একটা প্লেটে বড় কম দেয়।
  • siki | ১২ নভেম্বর ২০০৮ ১৮:০৬ | 203.122.26.2
  • মানে হনুর আপিসপাড়ায় ছাগলরা জাতির নামে বজ্জাতি করছে।
  • r | ১২ নভেম্বর ২০০৮ ১৮:০৬ | 125.18.104.1
  • মার্কো পোলো ইন চায়না। মার্কো পোলো হল সাদার্ন এভিনিউ আর ল্যান্সডাউনের ক্রসিঙের কাছে।
  • siki | ১২ নভেম্বর ২০০৮ ১৮:০৫ | 203.122.26.2
  • বারবিকিউ হল, এশিয়াটিক সোসাইটির ফুটপাথ ধরে পার্ক স্ট্রিটে সো-জা এগিয়ে গেলে, মিউজিক ওয়ার্ল্ডের যে কাটটা পড়ে, তার থেকে একটু পিছিয়ে, ঐ বাঁ দিকেই।

    আমি দোতলায় বসেছিলাম, একতলাটাও বারবিকিউ কিনা, মনে নেই।
  • Arijit | ১২ নভেম্বর ২০০৮ ১৮:০২ | 61.95.144.123
  • একবারই খেয়েছি - পার্ক স্ট্রীটে আগে যেখানে ওয়ালডর্ফ ছিলো, সেখানে। সেটা কোনটা?
  • r | ১২ নভেম্বর ২০০৮ ১৮:০০ | 125.18.104.1
  • এমনি মার্কো পোলো আমার বেশ বাজে লাগে। মার্কো পোলো ইন চায়নাটা হয়তো তার থেকে ভালো।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত