এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • d | ১৭ নভেম্বর ২০০৮ ২১:১৮ | 117.195.33.0
  • বলিস কি রে! ২ খান মেট্রিকস বানাতে এত্তো!

    আর ইয়ে, এহেম, পিপিটা বেশ নেকু আছে।
  • Blank | ১৭ নভেম্বর ২০০৮ ২০:৫৫ | 59.93.200.40
  • আমার দুই খানা মেট্রিকস বানিয়ে দাও দিকিনি। তাপ্পরে চাইলে আমি নিজে গান গেয়েও ওখানে দিচ্ছি তুলে
  • omnath | ১৭ নভেম্বর ২০০৮ ২০:৫০ | 82.178.102.97
  • আর ব্ল্যাংকি কে দিয়ে একটা কাজও হয় না। কইলাম যে থেকে গানের অ্যালবামগুলো নামিয়ে জিপ করে 4shared এ রাখ। তা তিনটে রেখেই ক্ষান্ত দিলে। এদিকে কোটি কোটি দারুণ দারুণ বাংলা গানের অ্যালবাম ওখানে রিলিজ হয়ে চলেছে। তুই তো আগে বেশ জনসেবী ছিলিস ভাইটু ! ঃ-(
  • Arpan | ১৭ নভেম্বর ২০০৮ ২০:৪৫ | 208.57.131.4
  • প্যানিক রুম - ভয়ের ছবি!! এই পিপিটা একটু সরলপ্রকৃতির আছে।
  • Blank | ১৭ নভেম্বর ২০০৮ ২০:৪৩ | 59.93.200.40
  • খুঁজে দেখিগে ওখানে
  • Blank | ১৭ নভেম্বর ২০০৮ ২০:৪১ | 59.93.200.40
  • স্কেয়ারী মুভি টা দারুন মজার, হে হে
  • omnath | ১৭ নভেম্বর ২০০৮ ২০:৩৩ | 82.178.102.97
  • ব্ল্যাংকি, সুমন এর album গুলো পেয়েছিলি? orkut এ "Amader Valobasar Suman " নমের একটা community তে, জন্মদিনের উপহার নামের থ্রেড এ অছে। ওখানে লিখলে ওরা পাসওয়ার্ড পাঠিয়ে দেয়। ভালো ছেলেপিলে সব। ঃ-))

    পিপি, আমার মাসকেল?? কোথায় কোথায়? আমিও দেখবো !!
  • pp | ১৭ নভেম্বর ২০০৮ ২০:২৬ | 141.80.168.31
  • কোথায় লিখেছি যে রিং পুরোটা দেখেছি? আধখানাও দেখতে পারি নি তো। ঐ কালো চুলের বাচ্চাটা টিভি দিয়ে বেরিয়ে আসলেই.... মা গো। নাহ, আমি মনেও করব না।
  • Somnath | ১৭ নভেম্বর ২০০৮ ২০:২২ | 90.224.228.53
  • বোজো,
    সব দেখি। এটা দেখে বলব।
  • sayan | ১৭ নভেম্বর ২০০৮ ২০:১৯ | 160.83.72.211
  • ওফ্‌ তোর ভূতের সিনিমা দেখতে ভয় এই কথা! তো রিং দেখেছিস লিখেছিলি তাই তো বল্লাম। আর তাই স্কেয়ারি মুভী যেটা আসলে একটা কমেডি।

    যাগ্গে।
  • pp | ১৭ নভেম্বর ২০০৮ ২০:১৮ | 141.80.168.31
  • কি কাণ্ড! এত কিছু লেখা জোখার পরেও সায়ন আমাকে ভূতের মুভি দেখতে পরামর্শ দিচ্ছে!! তারপর হার্টফেল করে মরে ভূত হলে দায় কে নেবে? তুই??
  • sayan | ১৭ নভেম্বর ২০০৮ ২০:১৪ | 160.83.72.211
  • পিপি,
    স্কেয়ারি মুভী - কমেডি, প্যানিক রুম - সাসপেন্স থ্রীলার, ওয়ার অব দ্য ওয়ার্ল্ডস - স্পীলবার্গের সবচাইতে ওঁচা সিনেমা
    একটা ভালো ভূতের সিনেমা - ডার্ক ওয়াটার, পারলে দেখিস
  • pp | ১৭ নভেম্বর ২০০৮ ১৯:৫৪ | 141.80.168.31
  • ব্ল্যাঙ্কি ক'টা বে করবে? এই যে বলল সামনে ওর একটা বিয়ে!!

    সায়ন, না অ্যাবিস দেখি নাই তো। স্কেয়ারি মুভি... হ্‌ম্‌ম। আমার কলিগরা থ্যাটারে নিয়ে গিয়ে অনেক চেষ্টা করেছিল ঐটা দেখানোর কিন্তু স্কেয়ারি অবধি দেখেই সেই যে বেঁকে বসলাম তারা আর সিধে করতে পারল নাঃ-) আগে একবার অমন করেছিল প্যানিক রুম দেখাতে নিয়ে গিয়ে।
    স্কেয়ারি, প্যানিক, মিস্টিক এইসব যাতে যাতেই লেখা থাকে আমি সেগুনো যত্ন সহকারে এড়িয়ে যাই। জানি সিস্টেমের পক্ষে ভাল না।
  • sayan | ১৭ নভেম্বর ২০০৮ ১৯:৪৩ | 160.83.72.211
  • অনেক আগে এ নাইটমেয়ার অন এল্ম স্ট্রীট দেখে ভয় পেয়েছিলাম। পরে একবার দেখে মনে হল ধুস!
  • sayan | ১৭ নভেম্বর ২০০৮ ১৯:৩৮ | 160.83.72.211
  • ব্ল্যাঙ্কি, পিপি,
    গ্রাজ, রিং, ওয়ার অব দ্য ওয়ার্ল্ডস দ্যাখার পর স্কেয়ারি মুভী ৩ অবশ্যই দেখিস। সব ভয় কেটে যাবে।
  • bozo | ১৭ নভেম্বর ২০০৮ ১৯:৩৮ | 130.199.3.130
  • সোমনাথ, পুরানো সিনেমা তুমি দেখো কি? The Shining (1980) দেখে আমার খুব ভয় লেগেছিল। এটা ট্রাই করে দেখতে পার।
  • sayan | ১৭ নভেম্বর ২০০৮ ১৯:৩৬ | 160.83.72.211
  • পিপিইইইইই, ইটি বাদ দিয়ে সব এলিয়েন বাজে! অ্যাবিস'এর এলিয়েন দেখিসনি? কি সুন্দর প্রজাপতির মত এলিয়েন!
  • sayan | ১৭ নভেম্বর ২০০৮ ১৯:৩১ | 160.83.72.211
  • অজ্জিদ্দ'র ৫ঃ২৬পিএম'এর কমেন্টের পোতিবাদ - অ্যাপোক্যালিপ্স সিরিজের সবকটাই উত্তাল লেগেছিনো। অবশ্য ডিসেপশন পয়েন্ট'এর মত গাঁজাখুরি না হলেই হল।
  • r | ১৭ নভেম্বর ২০০৮ ১৯:২৯ | 198.96.180.245
  • বিয়ের মন্ত্রটা কেউ জানে ঠিকঠাক?

    যদিদং হৃদয়ং মম..... ইত্যাদি ইত্যাদি?

    একটু আর্জেন্ট দরকার।
  • Blank | ১৭ নভেম্বর ২০০৮ ১৮:৩৫ | 203.99.212.224
  • অ, আমি ভাবলুম জগন্নাথঅ মহাপাত্রঅ
  • babul | ১৭ নভেম্বর ২০০৮ ১৮:৩৫ | 164.164.94.194
  • কওকি?
  • r | ১৭ নভেম্বর ২০০৮ ১৮:৩২ | 198.96.180.245
  • ধোর! জগন্নাথঅ মহাপাত্রঅ।
  • Blank | ১৭ নভেম্বর ২০০৮ ১৮:২৯ | 203.99.212.224
  • হুগলী ব্রীজ তো
  • babul | ১৭ নভেম্বর ২০০৮ ১৮:২১ | 164.164.94.194
  • বোঝা গেল না। ঘুড়ি হইলেও হইতে পারে।
  • Arijit | ১৭ নভেম্বর ২০০৮ ১৮:১৮ | 61.95.144.123
  • কি? জানলা দিয়ে পাখি উড়ে গেলো? মহাস্থবির জাতক?
  • babul | ১৭ নভেম্বর ২০০৮ ১৮:১৫ | 164.164.94.194
  • আঃ ওটা না ।
  • r | ১৭ নভেম্বর ২০০৮ ১৮:১৪ | 198.96.180.245
  • ঐত্তো!
  • Blank | ১৭ নভেম্বর ২০০৮ ১৮:১১ | 203.99.212.224
  • উড়ে!
  • babul | ১৭ নভেম্বর ২০০৮ ১৮:০৭ | 164.164.94.194
  • যাচ্ছে ।
  • Blank | ১৭ নভেম্বর ২০০৮ ১৮:০৬ | 203.99.212.224
  • বে র নেমতন্ন
  • Blank | ১৭ নভেম্বর ২০০৮ ১৮:০৬ | 203.99.212.224
  • আমার সামনে একটা বে আছে, আর জানুয়ারী তে এক খানা
  • babul | ১৭ নভেম্বর ২০০৮ ১৮:০৪ | 164.164.94.194
  • বে তে আমিও যাবো । কদ্দিন কোন নেমন্তন্ন খাইনি গো। ইড্‌লি খে দিন যাছে ।
  • arjo | ১৭ নভেম্বর ২০০৮ ১৮:০১ | 24.214.28.245
  • ডিসেম্বরে যাচ্ছি। কিন্তু একটাও বিয়ে বাড়ি পাওয়া গেল না। তিন তিন খান বিয়ে বাড়ি আইদার ডিসেঃ ১৬ র আগে অথবা ওদিকে জানুঃ ১০ এর পরে। ঃ((
  • Blank | ১৭ নভেম্বর ২০০৮ ১৮:০০ | 203.99.212.224
  • এই টিম তার বে দিয়ে দিলে হয়, তাহলে সক্কলে মিলে নেমতন্ন খাবো ঃ)
  • Arijit | ১৭ নভেম্বর ২০০৮ ১৭:৫৭ | 61.95.144.123
  • তো এমন ব্যবস্থা কল্লেই হয় যাতে তোমরাও যেতে পারো, আমরাও পারি, মানে ইয়ে আর কি;-)
  • Blank | ১৭ নভেম্বর ২০০৮ ১৭:৫২ | 203.99.212.224
  • আম্মো অনেকদিন যাই নি ঃ(
  • pp | ১৭ নভেম্বর ২০০৮ ১৭:৫১ | 141.80.168.31
  • এক যুগ হতে চল্ল বিয়েবাড়ি যাই নিঃ-(
  • Blank | ১৭ নভেম্বর ২০০৮ ১৭:৫১ | 203.99.212.224
  • নেমতন্ন গুলো আউট সোর্স করা যায় না?
  • shrabani | ১৭ নভেম্বর ২০০৮ ১৭:৪৮ | 124.30.233.111
  • এই শীতকাল শুরু হলেও নর্থ ইন্ডিয়ায় বিয়ের ধুম পড়ে যায়। রাত্রে উত্তাল পটাকা আর ব্যান্ডের আওয়াজে ঘুম হয়না।তার ওপর আছে ব্যাক টু ব্যাক বিয়েবাড়ীর নেমন্তন্ন। সেজেগুজে বিয়েবাড়ী যাওয়ার মতন বাজে জিনিস আর নেই! আজও একটা নেমন্তন্ন এল।
  • pp | ১৭ নভেম্বর ২০০৮ ১৭:৪৬ | 141.80.168.31
  • না না, ম্যাট আমার ম্যাটিনি আইডল নয়। ও আছে বলে আমি দেখতে যাই তা নয়। জেসন বোর্ন ক্যারক্টারটাকেই কেমন যেন ভাল লেগে গিয়েছে। আর ক্যারেকটারের সাথে ম্যাটকেও বেশ ভাল লেগেছে। কিন্তু আলাদা করে ম্যাটের কোন মুভি আমি দেখি নি বার পার্ল হার্বার। অবশ্য তাতে যে ম্যাট আছে সিনিমা শুরু হবার আগে অবধিও জানতাম নাঃ-)
  • shrabani | ১৭ নভেম্বর ২০০৮ ১৭:৪৫ | 124.30.233.111
  • ওটা ভুল করে un অ্যাড করে ফেলেছে মনে হয়! তবে এর থেকে বোঝা যায় ফরচুন টেলারদেরও স্টক ফুরিয়ে আসছে।ঃ)
  • pp | ১৭ নভেম্বর ২০০৮ ১৭:৪২ | 141.80.168.31
  • অক্কুট বলছে আমার আজকের ফরচুন ঃ How about giving some of your unused clothes to those who need??
    ইকি কাণ্ড! এটা ফরচুন? আর আমি তো মাঝেমধ্যেই কাপড়জামা হুমানার কন্টেনারে দান করে আসি। এই শীতের শুরুতেই দিলাম তো। অবশ্য আনইউসড নয়। কিন্তু এটার মানে কি? অ্যাঁ?
  • shrabani | ১৭ নভেম্বর ২০০৮ ১৭:৩৯ | 124.30.233.111
  • মানে ব্র্যাড পিটের ক্যারেক্টারকে জোরালো হতে হবে। মানে শুধু ব্র্যাড পিট আছে বলে আমি সেই মুভি আমি দেখবনা যেমন হয়ত পিপির ম্যাট ডেমন।
  • Blank | ১৭ নভেম্বর ২০০৮ ১৭:৩৫ | 203.99.212.224
  • *কাজ
  • Blank | ১৭ নভেম্বর ২০০৮ ১৭:৩৫ | 203.99.212.224
  • আমার হওয়ার কথা। আপাতত খুব বেশী বলে আমি হচ্ছি না
  • Blank | ১৭ নভেম্বর ২০০৮ ১৭:৩১ | 203.99.212.224
  • ব্যাবেলের ব্র্যাড পিট ভাল ছিল, যদিও কাউরে ঠ্যাঙায় নি
  • Sudipta | ১৭ নভেম্বর ২০০৮ ১৭:২৯ | 122.169.181.254
  • বোর্নের সিরিজ গুলো পড়তে যতটা ভাল্লাগে, সিনেমা তত নয়;
  • shrabani | ১৭ নভেম্বর ২০০৮ ১৭:২৮ | 124.30.233.111
  • ব্র্যাড পিটের মধ্যে হীরোয়িক ব্যাপারস্যাপার কম লাগে আমার। ক্যারেকটারটা ক্লিক করে গেলে চলে যায় নাহলে চোখে পড়েনা।
  • Sudipta | ১৭ নভেম্বর ২০০৮ ১৭:২৮ | 122.169.181.254
  • ঠিক কথা, ক্যাসিনো রয়াল এ যথেষ্ট বাজে লাগা সঙ্কেÄ-ও জেনে বুঝে এটাও দেখতে গেছিলাম, একটাই কারণে, বন্ড মুভি, তবে আর নয়, পরের বন্ড কে হবে সেই প্রতীক্ষায় থাকব এবার।
  • Arijit | ১৭ নভেম্বর ২০০৮ ১৭:২৬ | 61.95.144.123
  • একটা বই নয় - একাধিক বই - সিরিজ। আমি বোর্ন আইডেন্টিটি পড়েছিলুম - তাতেও গুচ্ছ ক্যালাকেলি। ব্যাপার হল স্পাই থ্রিলার পড়তে গেলে ফরসাইথ পড়া উচিত - লুডলামের মধ্যে সেই সফিস্টিকেশন নেই। বই ভত্তি ধুড়ুম-ধাড়াম - ব্যাস্‌।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত