বাইনারি, তখন পৃথিবী অন্যরকম ছিল, আমি বানানের শুদ্ধতা নিয়ে বাড়ি মাথায় করতাম না, অমুকের তমুক মন্তব্যটা শভিনিস্ট হয়ে গেল বলে চেল্লাতাম না,নো স্মোকিং এর ঝান্ডাও লাগিয়ে লোকের সঙ্গে ঝগড়াও লাগাতাম না,এবং নিজেও দিব্যি ফুঁকতাম । এখন যদি আমার কথাবার্তা শুনে আপনার মনে হয়ও আমি গাঁজা খাওয়া টাইপ মেয়ে নই, ছিলামনা, ঢপ দিচ্ছি - ভুল মনে হয় ঃ-))))
Blank | ১৯ নভেম্বর ২০০৮ ২৩:১৩ | 59.93.254.231
আর অঙ্কের দিদিমনি মানেই রোগা পটকা, লিক লিকে বেতের টাইপের। মুখ খানা হবে সরু, আর প্রি বুলডগ ফেজ।
san | ১৯ নভেম্বর ২০০৮ ২৩:০৯ | 123.201.53.144
এদিকে আমি ভাবলাম আদর করে দিদ্মণি ডাকা হত, বা হচ্ছে। কি কান্ড।
san | ১৯ নভেম্বর ২০০৮ ২৩:০৮ | 123.201.53.144
ওফ্ফ, আমি ইমেজের কথা বলছি, মানুষের নয়। কি জ্বালাতন।
Arpan | ১৯ নভেম্বর ২০০৮ ২৩:০৮ | 65.194.243.232
** দিদিমণি
Arpan | ১৯ নভেম্বর ২০০৮ ২৩:০৭ | 65.194.243.232
ডিডিদার কম্পুটারের অসুখ বন্ননা আর তার পরে বিয়ের মন্তর - অসা, অসা।
কিন্তু, আমাদের যে বাংলার দিদ্মণি ছিলেন তিনি তো দিব্যি স্লিভলেস ব্লাউজ পরে আসতেন আর শোনা যায় দু'বার বিয়ে করেছিলেন। ব্যতিক্রম?
অযুত যুগ ধরি বিরাজো ডিডিদাদা, কলম হোক তব অক্ষয় (খান্না বা কুমার কিছু নাই) ...
ইটি সত্যেন দত্তের প্যারাফ্রেজ করা।
Binary | ১৯ নভেম্বর ২০০৮ ২৩:০২ | 198.169.6.69
ওঃ সরি, 'বনাম বাদ দিয়ে' কে 'বানান বাদ দিয়ে' পড়েছিলুম।
Ishan | ১৯ নভেম্বর ২০০৮ ২২:৫৭ | 12.163.39.254
স্যান আবার গাঁজা খেল কবে? শুদ্ধু ঢপ।
nyara | ১৯ নভেম্বর ২০০৮ ২২:৫৫ | 67.88.241.3
রোশনারা পাওয়া যায় বোধহয়, অন্তত ক্যাসেটের আমলে পাওয়া যেত। কিন্তু মগুবাই পাওয়া চাপ আছে। বিশেষতঃ কলকাতায় বসে।
san | ১৯ নভেম্বর ২০০৮ ২২:৫০ | 123.201.53.144
কি মুশকিল, আমি আবার কখন বানান নিয়ে আপনাকে কি বলেছি?
এদিকে বাংলার দিদিমণি শুনলেই কেমন একটা ইমেজ চলে আসে - জীবনে মদ গাঁজা নেই, শেয়ার বাজার নেই , খিস্তি মারা নেই - সবেতে একটা প্রপার-প্রপার ভাব। এ সব গন্ডগোলে আমি নেই বাবা।
Binary | ১৯ নভেম্বর ২০০৮ ২২:৩৮ | 198.169.6.69
স্যান বড় হয়ে বাংলার দিদিমনি হবে ঃ-))) এই বয়সে বাংলা বানান ঠিক রাখা প্রবল চাপের। 'বাংলা-র একটা স্পেলচেক লিখে দাও না কেউ' ------- আবেদন।
d | ১৯ নভেম্বর ২০০৮ ২১:১৯ | 117.195.40.75
ডিডি, ওটা ইন্ডো দেয় নি, ইন্দ্রাণী দিয়েছে তো।
arjo | ১৯ নভেম্বর ২০০৮ ২১:১৬ | 168.26.215.13
সিংফোং আর স্টোইক কি নিয়ে কথা কয়?
ডিডিদা ঃ)))))
sinfaut | ১৯ নভেম্বর ২০০৮ ২১:১২ | 117.195.200.104
এই সরি, 1/4 ডিস্টান্স নয় 1/16 হবে।
dd | ১৯ নভেম্বর ২০০৮ ২১:১১ | 122.167.27.112
ঐ যে। ইন্দোদা দিলো না ? অং বং করে একটা বে' সাদীর মন্ত্র?
নিম্নে মৎকৃত অনুবাদ।
এই তো মজার দিন, এক্কেবারে আল্টি তোমার আর আমার দিল হোলো পাল্টাপাল্টি
দুজনের মন ও মিললো, বাঁধনটা দাও কষে কিছু তো হলই হিল্লে বিয়ের পিঁড়িতে বসে
আমার সকল কামে তুমি থাগবা সুখেতে ঘুমাইবা, রাগে জাগবা আমার বিত্তে যোগ তোমার বিত্ত রোজ রোজ নিত্য নিত্য
সুখে দুখে রনে রিসেসনে থাকি বেঁচে (বল্লে হবে?) এ বিয়ে স্বয়ং প্রজাপতি স্যার দেছে।।
stoic | ১৯ নভেম্বর ২০০৮ ২১:০১ | 160.103.2.224
বাকি দুটো প্লেনের ও একই গপ্পো। অর্থাৎ 1/2 রাস্তা যাবার মতো ফুয়েল। তাই 1/4th ফুয়েলে 1/8th distance কভার করতে পারবে, 1/4th distance নয়। তাই এত গোলমেলে ব্যাপার। অরিজিত বলতে পারবে আমি ছড়িয়েছি কিনা।
sinfaut | ১৯ নভেম্বর ২০০৮ ২১:০০ | 117.195.200.104
র-দা,
রোশন আরা বেগমের কোনো রেকর্ডিং পাওয়া যায়/আছে?
sinfaut | ১৯ নভেম্বর ২০০৮ ২০:৪৫ | 117.195.200.104
আমার কাছে 1/2 ফিউল আছে। আর 1/2 চাই বাকিটা যেতে। এখন আর একটা প্লেন সেই 1/2 দিতে পারেনা, কারন তাহলে তার নিজের কাছেই কিছু থাকেনা। তাহলে হয়তো তিনটে প্লেন লাগবে। আমি বাকি দুটোর থেকে ঐ 1/2, 1/4, 1/4 ভাগ করে নেব। এখন ঐ প্লেন দুটো আমাকে 1/4 দিয়ে দিলে নিজেরা কতদূর এসে ফিরে যেতে পারে? 1/2-1/4=1/4 ফিউলে যতটা দূরত্ব কভার হয়। মানে 1/8 তেলে যাওয়া আর 1/8 তেলেআসা। মানে 1/4 ডিস্টান্স যাওয়া আর 1/4 ডিস্টান্স ফিরে আসা। আর আমি পুরোটা যাচ্ছি। তাহলে সবাই যেখান থেকে শুরু করেছিল সেখানে ফিরতে পারছে।
আমি কী ভুলভাল বকছি?
sinfaut | ১৯ নভেম্বর ২০০৮ ২০:৩৮ | 117.195.200.104
ইয়ে, স্টৈক এর উত্তর পড়ে বুঝলাম আমি আসলে বুঝি নাই। আমি অন্যরকম ভেবেছিলাম। যদি একটা প্লেনকেই পুরোটা ডিস্টান্স কভার করতে হয়, তাহলে এত জটিল হবে কী?
sayan | ১৯ নভেম্বর ২০০৮ ১৯:৪৫ | 160.83.72.211
আচ্ছা সিকি, অমৃতা পাইন নামটা কি চেনা চেনা লাগে? ঃ)
stoic | ১৯ নভেম্বর ২০০৮ ১৮:৪১ | 160.103.2.224
তিনটে তেই হবে। তিনটে একসাথে টেক-অফ করবে, 1/8th অবধি গিয়ে একটা থেকে বাকি দুটো তে 1/4 tank ভরে ফিরে আসবে। এখন দুটো প্লেনই ফুল ট্যাঙ্ক। 1/4th distance অবধি গিয়ে অন্য প্লেন টা তোমার প্লেনে আবার 1/4th tank দিয়ে ফিরে আসবে। এবার তোমার প্লেন ফুল ট্যাঙ্ক, যেটা 3/4th distance অবধি যেতে পারবে। এবার প্রথম প্লেন যেটা ব্যাক করেছিল, সেটা রিফুয়েল করে উল্টো দিক থেকে 1/4th distance এসে তোমার প্লেন কে মিট করে 1/4th Tank ফুয়েল দেবে। এবার দুটো প্লেনেই এনাফ ফুয়েল টু কাম ব্যাক টু 7/8th distance। এবার সেকেন্ড ব্যাক করা প্লেনটা রিফুয়েল করে উল্টো দিক দিয়ে এসে এই দুই প্লেন কে মিট করবে। দুটোকে 1/4th tank করে দিয়ে সবারই এনাফ ফুয়েল থাকবে লাস্ট 1/8th distance ফেরত আসার।
sinfaut | ১৯ নভেম্বর ২০০৮ ১৮:২৩ | 165.170.128.65
হ, তিনটে তে তো হয়ে যাবে বলে মনে হচ্ছে।
stoic | ১৯ নভেম্বর ২০০৮ ১৮:১২ | 160.103.2.224
এটা তো বহুদিনের পুরোনো প্রবলেম।
যদ্দুর মনে পড়ছে তিনটে প্লেন লাগবে। তাই তো ?
Arijit | ১৯ নভেম্বর ২০০৮ ১৭:৫৩ | 61.95.144.123
আলোচনা হচ্ছে না তো - ডেমো চলছে - ঘুমের।
d | ১৯ নভেম্বর ২০০৮ ১৭:২৯ | 203.143.184.10
৪ খান পিপিটি বানিয়ে এসে আমি আর কিছুই বুঝতার্ছি না। কি নিয়ে যে আলোচনা হচ্ছে ?
Arijit | ১৯ নভেম্বর ২০০৮ ১৬:৫৭ | 61.95.144.123
তাকিয়ে থাকতে হবে কে বল্ল? মনে রাখলেই হয়। তাপ্পর সুযোগ পেলে ভাবা।
একটা জায়গা থেকে একখান প্লেন উড়ে গোটা পৃথিবী ঘুরে ফের সেই জায়গায় ফেরত আসবে - কিন্তু ট্যাঙ্কে তেল ধরে পুরো ঘুরতে যা লাগে তার হাফ। কটা প্লেন উড়লে একটা প্লেন পুরো দূরত্ব কভার করতে পারবে (একটা প্লেনকেও ক্র্যাশ না করিয়ে - বাকি সবকটা শুরুর জায়গায় ফিরে আসবে)?
এটা কেউ আমায় দিয়েছিলো ক্লাস টুয়েলভে পড়ার সময়। আমি মনে হয় মাস কয়েক পরে (কম করেও ছয় মাস হবে) পেরেছিলুমঃ-)
Blank | ১৯ নভেম্বর ২০০৮ ১৬:৫৭ | 203.99.212.224
হরি দিন তো গেলো, সন্ধে হলো ....
sinfaut | ১৯ নভেম্বর ২০০৮ ১৬:৫২ | 165.170.128.65
ঘন্টাখানেক ধরে এমন নম্বরের দিকে তাকিয়ে থাকা সম্ভব? ঃ((
siki | ১৯ নভেম্বর ২০০৮ ১৬:৫০ | 203.122.26.2
এটা তো অতি কমন ধাঁধা। উত্তর না জানাই পাপ। ঃ-)
Arijit | ১৯ নভেম্বর ২০০৮ ১৬:৫০ | 61.95.144.123
হ্যাঁ। ঘন্টাখানেক লেগেছিলো;-)
sinfaut | ১৯ নভেম্বর ২০০৮ ১৬:৪৯ | 165.170.128.65
উত্তর না জানা থাকলে এটা করা সম্ভব? ঃ(
Arijit | ১৯ নভেম্বর ২০০৮ ১৬:৪৪ | 61.95.144.123
ধুৎ।
১ ১১ ২১ ১২১১ ১১১২২১ ৩১২২১১ ১৩১১২২২১...
r | ১৯ নভেম্বর ২০০৮ ১৬:৪২ | 198.96.180.245
৩১২২১১
Arijit | ১৯ নভেম্বর ২০০৮ ১৬:৪২ | 61.95.144.123
১১১৩২১৩২১১
গুগুল ইন্টারভিউয়ের কোশ্চেন।
shrabani | ১৯ নভেম্বর ২০০৮ ১৬:৪২ | 124.30.233.111
আমাদের সময়ে কলেজ ফেস্টে ছেলেদের কলেজকে ডাকা হতনা, আগে নাকি হত, কিছু গন্ডগোল হয়েছিল (কি জানিনা, কেউ বলেনি!) বলে বন্ধ করে দিয়েছিল।
অন্য সবাই মজা করত সেজেগুজে এসে শুধু আমরা ক্লাস করতাম, EG বলতেন সেজেগুজে নাচগান করার ইচ্ছে হলে বাংলা পড় গিয়ে! তবু ক্লাস শেষ করেই দৌড়তাম হলের দিকে, সবচেয়ে বাজে ড্রেসড আমরা কজনই। স্টেজে ব্যারি বা ডেরেক কুইজ করছে, JAM করছে আমরা শুধুই দর্শক!
তবু আনন্দ ছিল যেটুকু পেতাম তাতেই। ইউনিভার্সিটী তে এসে ক্যাম্পাস ইত্যাদিতে কোনো বাধা নিষেধ ছিলনা, প্রচুর মস্তি, তবু কলেজের ফেস্টের কথা মনে করেই বেশী ভাল লাগত।
h | ১৯ নভেম্বর ২০০৮ ১৬:৪০ | 203.99.212.224
তবে কাইন্ডে কখনো কখনো যা পেয়িচি, আহা ভোলার নয় ঃ-)
sinfaut | ১৯ নভেম্বর ২০০৮ ১৬:৪০ | 165.170.128.65
1 11 21 1211 111221 ... What's the next number?
কি যাতা!
h | ১৯ নভেম্বর ২০০৮ ১৬:৩৯ | 203.99.212.224
আমি কোন দিন কোনো কিছুতে কোন প্রাইজ পাই নি। এই নিয়ে আমার খুব দুঃখ।
r | ১৯ নভেম্বর ২০০৮ ১৬:৩৭ | 198.96.180.245
একসময় ফেস্টে কত পেরাইজ পেয়িচি। এখন কোনো শালা কিচ্ছু দ্যায় না। দিলেই পারে। আঃকঃবাঃ....... ঃ-(
h | ১৯ নভেম্বর ২০০৮ ১৬:৩৬ | 203.99.212.224
বহুত চাপ।
h | ১৯ নভেম্বর ২০০৮ ১৬:৩৫ | 203.99.212.224
কিন্তু আমি ঐ জীবন ফিরে পেতে চাই না।
Blank | ১৯ নভেম্বর ২০০৮ ১৬:৩১ | 203.99.212.224
সক্কাল থেকেই হোয়াইট মিসচিফ। ফেস্ট উপলক্ষে স্পেশাল। দুক্কুরের পরেই আউট। ঘুম ভেঙে দেখা যে ফেস্ট হয়ে গেচে আগের দিন। ঃ( সব ই মায়া
san | ১৯ নভেম্বর ২০০৮ ১৬:২৯ | 220.227.64.98
কলেজ ফেস্টে জীবনের প্রথম গাঁজা খাওয়া , আহা ঃ-)
shrabani | ১৯ নভেম্বর ২০০৮ ১৬:২৯ | 124.30.233.111
শমীকের গল্প গুলোতে খুব ফ্রেশনেস আছে, বেশ একটা কচিকাঁচা ব্যাপার!ঃ)
আমাকে পঞ্চাশটা পিপিটি দেখে তার থেকে সারবস্তু বার করতে বলা হয়েছে। দেখতে দেখতে জীবন আরও অসার মনে হচ্ছে।ঃ(
আমরা তো প্রতি রবীন্দ্রজয়ন্তীতেই বেলকুঁড়ির মালা তারপর চন্দন পরে নাচ গান নাটক এসব করতাম। স্টেজ ও বাঁধা হত। নাচের সময় মালা টালা পরা হত, নাটকের আগে আবার সেসব খুলে গোঁফ লাগানো হত, চুলে পাউডার দিয়ে পাকাচুল বানানো হত, ইত্যাদি।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন