এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • h | ২৫ নভেম্বর ২০০৮ ১৮:২৬ | 203.99.212.224
  • 'বুশকে গালি না দিলে' টা ব্যাপক দিল ঃ-)))))))))))))))))))))))
  • Arijit | ২৫ নভেম্বর ২০০৮ ১৮:২৫ | 61.95.144.123
  • বাড়ি যাই। কাল এসে দেখবো প্রেডিকশনের ফাইনাল ফলাফল।
  • Blank | ২৫ নভেম্বর ২০০৮ ১৮:২৪ | 203.99.212.224
  • সর্ব ভূত কি ধর্মতলা নাকি দুর্গাপুর এক্সপ্রেসওয়ে?
  • Arijit | ২৫ নভেম্বর ২০০৮ ১৮:২৪ | 61.95.144.123
  • আবাপ, দেশ এবং বুশ - এঁরা সর্বত্র উপস্থিত থাকেন;-)

    মাইরি - লোকে কি ভয় খায়। মেরিল্যাণ্ডে এক ভদ্রলোক কোনো এক ফেডারেল আপিসে কাজ করতেন। ৯/১১-র পর পর। আমরা তখন চলে আসবো - উনি আমাদের কিছু জিনিস নেবেন বলেছিলেন - তো ইউহল চালানো ব্যথা। আমি বল্লুম আমি চালিয়ে দেবো - কিন্তু শেষ অবধি উনি ভরসা পেলেন না - যুক্তি দিয়েছিলেন কেউ যদি কোশ্চেন করে...
  • h | ২৫ নভেম্বর ২০০৮ ১৮:২৩ | 203.99.212.224
  • ওক্কে ব্বাই!
  • r | ২৫ নভেম্বর ২০০৮ ১৮:২২ | 198.96.180.245
  • বুশকে যে কোনো জায়গায় গালি দেওয়া আন্তর্জাতিক আইনসম্মত। বস্তুতঃ গালি না দিলে জেনিভা কনভেনশন লঙ্ঘন করা হয়।
  • san | ২৫ নভেম্বর ২০০৮ ১৮:২২ | 12.144.134.2
  • মানুষের কথা আসছে কোত্থেকে?

    একটি খচ্চরের নিন্দে করলাম তো।
  • siki | ২৫ নভেম্বর ২০০৮ ১৮:২২ | 203.122.26.2
  • মমতা নেই সর্বভূতে?
  • h | ২৫ নভেম্বর ২০০৮ ১৮:২২ | 203.99.212.224
  • ওরে ওনারা সর্বভূতে আছেন। যে দেবতা অগ্নিতে , অরণ্যে, স্থিতিতে ইত্যাদি
  • Blank | ২৫ নভেম্বর ২০০৮ ১৮:২১ | 203.99.212.224
  • শত্তুরের মুখে ছাই দিয়ে অজ্জিত দার প্রেডিকশান মিলে গিয়ে ভাট সাড়ে ৬ পাতা এগিয়ে গেছে
  • r | ২৫ নভেম্বর ২০০৮ ১৮:২১ | 198.96.180.245
  • দেশ কি মানুষ? দেশ হল একটা ইয়ে, মানে একটা বিরাট ইসে, মানে একদম একটা ইয়ে।
  • san | ২৫ নভেম্বর ২০০৮ ১৮:২০ | 12.144.134.2
  • বা বুশকে এখানে ডেকে আনা হয়েছে গাল দেবার জন্য এমনও তো দেখিনি।
  • siki | ২৫ নভেম্বর ২০০৮ ১৮:২০ | 203.122.26.2
  • আর ইয়ে, মামুর গুরু আর্কাইভের লিংক খুলছে না আজ সারাদিন ধরে।
  • san | ২৫ নভেম্বর ২০০৮ ১৮:১৯ | 12.144.134.2
  • কিসের অনুপস্থিত? তোমরা আবাপ বা দেশকে গাল দেবার সময় তাদের ফোন করে গুরুতে উপস্থিত থাকতে বলে তাপ্পরে গাল দাও বুঝি?
  • h | ২৫ নভেম্বর ২০০৮ ১৮:১৯ | 203.99.212.224
  • জনমত গড়ে তোলার ব্যাপারে দায়িত্ত নিচ্ছি না। যেখানেই পোবোন্দো লিখি সেই পত্রিকার ই পাঠকসংখ্যা ড্রাস্টিকালি কমে যায়;-)
  • r | ২৫ নভেম্বর ২০০৮ ১৮:১৭ | 198.96.180.245
  • সাতে নেই, পাঁচে আছে। পাঁচেই তো গরুর রচনা লিখেছিল।
  • h | ২৫ নভেম্বর ২০০৮ ১৮:১৭ | 203.99.212.224
  • প্রশ্নটা তো স্যানকে করলাম। তাতেই তো স্যান অকারণে সৈকত কে খিস্তি করে দিলো।
  • stoic | ২৫ নভেম্বর ২০০৮ ১৮:১৬ | 160.103.2.224
  • এনারাই মানেই যে খুব আরামে লাইফ লীড করছে, এই স্টিরিওটাইপিং এর বিরুদ্ধে দিকে দিকে জনমত গড়ে তুলুন। ঃ-)
  • Arijit | ২৫ নভেম্বর ২০০৮ ১৮:১৬ | 61.95.144.123
  • দাড়ি আছে বলে? নাকি দাড়িতে উকুন পোষে বলে?
  • r | ২৫ নভেম্বর ২০০৮ ১৮:১৬ | 198.96.180.245
  • সভায় অনুপস্থিত ব্যক্তিদের নামে খিস্তিখাস্তা সভার কার্যবিবরণীতে লিপিবদ্ধ করা যাবে না।

    নেক্সট।
  • h | ২৫ নভেম্বর ২০০৮ ১৮:১৫ | 203.99.212.224
  • সাতে নেই পাঁচে নেই, শুধু মাঝে মাঝে পোবোন্ধো লেখা ছাড়া ডকুমেন্টেড কোনো দোষ নেই। এইরকম একটা ভালো ছেলে আবার তিলে খচ্চর হবে কেন?
  • r | ২৫ নভেম্বর ২০০৮ ১৮:১৪ | 198.96.180.245
  • আমায় পোশ্নো করবেন না। আমি ভাবীকালের জন্য মহাকালের খেরোর খাতায় শুধু আঁচড় কেটে যাচ্চি।
  • h | ২৫ নভেম্বর ২০০৮ ১৮:১৪ | 203.99.212.224
  • নেকস্ট?
  • san | ২৫ নভেম্বর ২০০৮ ১৮:১৪ | 12.144.134.2
  • ওরেবাবারে । এর থেকে কত কম টাইপ করতে হত যদি আমি সোজাসুজি লিখতাম ঈশান একটি তিলেখচ্চর ঃ-(
  • Arijit | ২৫ নভেম্বর ২০০৮ ১৮:১৩ | 61.95.144.123
  • ১৮০ দিন
  • h | ২৫ নভেম্বর ২০০৮ ১৮:১৩ | 203.99.212.224
  • প্রকৃত বিপ্লবী সাবস্টিটিউট হিসেবে;-)
  • Arijit | ২৫ নভেম্বর ২০০৮ ১৮:১৩ | 61.95.144.123
  • স্যান আবার কখন সুপারি নিয়ে বসে, তাই আগেভাগে সাবধান হচ্চি;-)
  • stoic | ২৫ নভেম্বর ২০০৮ ১৮:১২ | 160.103.2.224
  • দেশে ফিরে এগজ্যাক্টলি কদিন থাকলে আর এনারাই বলে না ? ছ মাস ?
  • r | ২৫ নভেম্বর ২০০৮ ১৮:১২ | 198.96.180.245
  • রাইট। বোধি বলল যে স্যান যেহেতু বলেছে সি পি এম মানে বিপ্লবী নয়, অতএব, স্যান মমতাকে আহ্বান করছে।

    নেক্সট।

    (মাঝখান থেকে অজ্জিত কেন "আমি এনারাই নই, আমি এনারাই নই" আউড়াচ্ছে বুঝছি না।)
  • san | ২৫ নভেম্বর ২০০৮ ১৮:১২ | 12.144.134.2
  • সিপিএম মাত্রেই বিপ্লবী নয়। বিপ্লবী মাত্রেই সিপিএম নয়। এদের পারফেক্ট সাবস্টিটিউট হিসেবে ইউজ করাটা ঠিক নয়। এটা কোন নতুন কথা বুঝি?
  • Arijit | ২৫ নভেম্বর ২০০৮ ১৮:১১ | 61.95.144.123
  • প্রমাণ করলো কই - হাইপোথিসিস দিলো তো।
  • r | ২৫ নভেম্বর ২০০৮ ১৮:১০ | 198.96.180.245
  • বে থে প্রথমে লেবার ক্লাসকে খিস্তি দিল, এখন গ্রামের লোকদের। অন্যদিকে স্যান প্রমাণ করল সি পি এম বিপ্লবী নয়।

    নেক্সট।

    ঃ-))
  • Arijit | ২৫ নভেম্বর ২০০৮ ১৮:১০ | 61.95.144.123
  • টেকনিক্যালি আর ১ দিন। তাপ্পর আমি আর এনারাই নই;-)
  • Blank | ২৫ নভেম্বর ২০০৮ ১৮:১০ | 203.99.212.224
  • চলন্ত বা দাঁড়ন্ত বাসের আশে পাশে যেতে নেই, এতো চানক্য বলেই গেছিল
  • h | ২৫ নভেম্বর ২০০৮ ১৮:০৯ | 203.99.212.224
  • স্যান বেসিকালি মমতার মত সমস্ত ধরণের সিপিএম বিরোধীদের সমর্থন চাইছে। শুধু অ্যান্ড কন্ডিশনের জন্য এগিয়ে আসুন বন্ধু -এইরকম শ্লোগান।
  • h | ২৫ নভেম্বর ২০০৮ ১৮:০৭ | 203.99.212.224
  • কিন্তু চলন্ত বাসের থেকে নির্গতমান বমি। এইটার টার্গেট জোনে সাইকেল চালাতে গেছিলে কোন দুঃখে? র‌্যাগিং?
  • san | ২৫ নভেম্বর ২০০৮ ১৮:০৫ | 12.144.134.2
  • কিসুই বুঝলাম না। কিসের পাঁচদিন? তোমার কথা আসছে কিকরে? বিদেশে গিয়ে ঝাড় খাওয়ার কথা কি আমাকে বলা হল? কেন? আর আমি বিপ্লবী বলতে বিপ্লবী মিন করেছি সিপিএম নয়।
  • siki | ২৫ নভেম্বর ২০০৮ ১৮:০৫ | 203.122.26.2
  • এ সব তো শহুরে অভদ্রতা। এ সবও ট্যাকল করা একরকমের পসিব্‌ল। কিন্তু ঐ অটো বা ভজনপুরার বাস বা আনন্দ বিহার টু উত্তমনগর ৭৪০ নম্বর বাস, পুউরো নয়ডা গাজিয়াবাদের টিপিকাল গ্রামের জনতার ভিড়, সরতে বললে হাঁ করে তাকিয়ে থাকে, তারপরে দেহাতি হিন্দিতে কী বলে জাস্ট বোঝা যায় না, সিটের সামনে উবু হয়ে বসে থাকে, বাসে দাঁড়াতে জানে না, মাঝে মাঝে বমি পেলে বসে থাকা যাত্রের ওপর দিয়েই হুমড়ি খেয়ে জানলা দিয়ে গলা বাড়িয়ে বমি করে দেয়। সেই মুহুর্তে পাশ দিয়ে কোনও বাইকচালক গেলে তার পুরো চিত্তির কেস হয়ে দাঁড়ায়।
  • h | ২৫ নভেম্বর ২০০৮ ১৮:০৪ | 203.99.212.224
  • কিন্তু এনারাই সমাজবিপ্লবীদের গালি দিয়ে এই যে সুভাষভক্ত বাঙালি একসাইলের রোফ্যান্টিকতা কে একেবারে ধূলিতে ধূসর করতাছে। সে কি অভিমানে? সে কি সুভাষ ঘরে ফেরে নাই বলিয়া?

    উফ কি প্যাথোস।
  • stoic | ২৫ নভেম্বর ২০০৮ ১৮:০৪ | 160.103.2.224
  • মুই ? সমাজবিপ্লবী ? কও কি ? ঃ-)
    আমাকে সমাজবিপ্লবী প্রতিপন্ন করার এই চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে গেলাম।
    সমাজ আর বিপ্লব, দুটোর কোনোটারই ধার ধারি না। তবে এসব কথা ফরাসী লোকজনের সামনে কদাপী বলি না। এনারা আবার এই দুটি ব্যাপারে র‌্যাদার চড়া সুরে বাঁধা। ঃ-)
  • r | ২৫ নভেম্বর ২০০৮ ১৮:০৩ | 198.96.180.245
  • ইন ফ্যাক্ট, বেঙ্গালুরুর লোকের গায়ে সবথেকে বিকট গন্ধ। কেন জানি না। উত্তর ও দক্ষিণ ভারতীয় নির্বিশেষে। বে থে লেবার ক্লাস দেখেছে, আমার অতীব উচ্চপদস্থ বসদের গায়ের গন্ধের জন্য আমি তাদের কেবিনে পারতপক্ষে ঢুকতাম না। এবং বেঙ্গালুরুতে রাস্তায় প্যাচপেচিয়ে থুতু ফেলার অভ্যেসও সবথেকে বেশি। এক অটোড্রাইভারের দশ সেকেন্ড অন্তর থুতু ফেলার চোটে আমি বাধ্য হয়ে জিজ্ঞাসাই করে ফেলেছিলাম- আপ বিমার হ্যায় কেয়া?
  • Arijit | ২৫ নভেম্বর ২০০৮ ১৮:০২ | 61.95.144.123
  • যাক - আর পাঁচ দিন পর থেকে আমি এই তালিকাভুক্ত থাকবো না;-) আম্মো কেম্নি বলে দিলুম যে আমি...
  • h | ২৫ নভেম্বর ২০০৮ ১৮:০২ | 203.99.212.224
  • তুই একবার বিদেশে যা। তার পরে এই ভাল্লাগে না সেই ভাল্লাগে না বলে ফ্যাচর ফ্যাচর করলেই যা ঝাড় খাবি নাঃ-)
  • san | ২৫ নভেম্বর ২০০৮ ১৮:০১ | 12.144.134.2
  • স্ট্রিকটলি অ্যান্ড কন্ডিশন। নয়তো এনারাই বা সমাজবিপ্লবী কারুক্কে আমি গালি দিইনা।
  • Arijit | ২৫ নভেম্বর ২০০৮ ১৭:৫৯ | 61.95.144.123
  • দ্যাখো - স্টইক জানিয়ে দিলো ও সমাজবিপ্লবী;-)
  • stoic | ২৫ নভেম্বর ২০০৮ ১৭:৫৮ | 160.103.2.224
  • নো পবলেম। আমাদের নিন্দেমন্দ শোনা ওব্যেস হয়ে গ্যাছে। ঃ-)
  • h | ২৫ নভেম্বর ২০০৮ ১৭:৫৮ | 203.99.212.224
  • এবং বিস্তীর্ন স্বদেশভূমিতে ভদ্রলোকেদের হিসি করা বা থুতু ফেলা নিয়ে মার্ক্সের বক্তব্য যা ছিল তাকে উত্তরউপনিবেশিক রা সমালোচনা করেছেন;-)
  • Arijit | ২৫ নভেম্বর ২০০৮ ১৭:৫৭ | 61.95.144.123
  • "অ্যাণ্ড' কণ্ডিশন?
  • shrabani | ২৫ নভেম্বর ২০০৮ ১৭:৫৭ | 124.30.233.111
  • শিয়ালদার লোক্যাল ট্রেনে ডেলি না করলেও, মাঝে সাঝে ভীড় ট্রেনে চড়িনি তা নয়। এ তার ধারে কাছে লাগেনা।
    ব্ল্যাঙ্কি কোনোদিন দিল্লী এলে বলিস, আনন্দ বিহার বা নয়ডার সিক্সটী টু থেকে এরম অটোতে রাইডের ব্যবস্থা করে দেওয়া যাবে। আমি না চড়েও মাঝে সাঝে শুধু দাঁড়ানো গাড়ির পাশ দিয়ে হেঁটে যাওয়ার অভিজ্ঞতা থেকে গ্যারান্টি দিতে পারি যে তারপরে শিয়ালদা লোক্যাল ফুলের বাগান মনে হবে!
  • r | ২৫ নভেম্বর ২০০৮ ১৭:৫৭ | 198.96.180.245
  • তবে সিরিয়াসলি, দিল্লিতে বগলের গন্ধ বা খৈনি ইস্যু নয়। কলকাতায় জুন জুলাই মাসে যখন বাসে চড়ি তখন মধ্যবিত্ত বগলের গন্ধ আরও খতরনাক। ইস্যু হল বাসের যাবতীয় মহিলা সিটে ভিড় করে মদ্দারা বসে থাকে। এবং কোনো মহিলা বসতে চাইলে দুইজনে দুইদিকে পাছু সরিয়ে একটা ছোটো সমদ্বিবাহু ত্রিভুজ দেখিয়ে বলে- বইঠিয়ে না।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত