এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • dri | ২৮ নভেম্বর ২০০৮ ২২:২৫ | 117.194.227.9
  • অ্যানালিস্টরা বলছেন এবার পৃথিবীতে যুদ্ধবিগ্রহ ঝামেলাঝাঁটি অনেক বাড়বে। আসলে ফাস্ট ওয়ার্ল্ডগুলোর ইকনমি ঝুলে লাট। কোম্পানী বন্ধ হচ্ছে। লোকের চাগরী যাচ্ছে। ট্যাক্সবেস কমে যাচ্ছে। তা, অলিগার্কদের পয়সা হবে কি উপায়ে?

    ঝগড়া বৃদ্ধি পেলে অস্ত্রশস্ত্রের বাজারটি অন্তত চাঙ্গা থাকে।

    সোমালিয়ায় যুদ্ধ, কঙ্গোতে যুদ্ধ, ভারতে সন্ত্রাস, থাইল্যান্ডে সন্ত্রাস। এইগুলো আরো হবে।
  • dri | ২৮ নভেম্বর ২০০৮ ২২:১৫ | 117.194.227.9
  • চলে যাচ্ছে অজদা, কষ্টেসিস্টে।
  • aja | ২৮ নভেম্বর ২০০৮ ২২:০৪ | 71.106.244.161
  • আরে সুদীপ্ত যে। অনেকদিন বাদে এলে। কেমন আছ?
  • dri | ২৮ নভেম্বর ২০০৮ ২২:০০ | 117.194.225.54
  • ম্যারিয়টটা র' ই করিয়েছে বলে অনেক দেশের ইনটেলিজেন্স কমিউনিটি বিশ্বাস করে। ম্যারিয়টটা ছিল আবার কাবুলে ভারত এমব্যাসি বম্বিং এর বদলা।

    তো এবার মনে হচ্ছে এইটা ম্যারিয়টের বদলা।
  • Binary | ২৮ নভেম্বর ২০০৮ ২১:১৫ | 198.169.6.69
  • আমার একটা কথা বেশ আগেই মনে হচ্ছিল, মানে এই বুধবারের আগে-ই। পাকিস্তানে যে সব ব্লাস্ট/টেরররীস্ট অ্যাকটিভিটি হয়েছে, সেগুলো কি লস্কর-ই করেছে বা আল কায়দা, না বা অন্য কেউ ? ..... বা সেগুলো RAW করানিতো ? অ্যাজ দ্য টাফ স্ট্যান্ড, যেটা ঋজু বলছে, এখন নিতে। কে জানে, এবারের টা ম্যারিয়ট হোটেলে-র বদলা।

    যুদ্ধটা শুধু RAW আর ISI -এর নয়তো ? যেখানে ISI মদত পাচ্ছে আরব থেকে ?
  • aja | ২৮ নভেম্বর ২০০৮ ২১:১০ | 71.106.244.161
  • আল-কায়দা এবং বিন-লাদেন তো আসলে রেগনের সৃষ্টি। ভাবছি ঋজুর কথামত আমেরিকা আক্রমন করলে কেমন হয় ঃ)।
  • sayan | ২৮ নভেম্বর ২০০৮ ২০:৩৬ | 160.83.72.211
  • ("প্রাতঃকৃত্য উৎসর্গ' করার ব্যাপারটা একটু ন্যাস্টি।) ঋজু প্রচন্ড ভয় পেয়েছে এবং এগুলো আবেগতাড়িত হয়ে লিখছে। কলকাতা কেন, দেশের অন্য যে কোনও সফ্‌ট টার্গেটে এমন প্ল্যানড অ্যাটাক হলে প্রচুর লোক মরবে। সেটা হওয়ার আগে যা দরকার, সর্ষের মধ্যে ভূত আছে কিনা সেটা খুঁজে বার করা। পাকিস্তান অ্যাটাক করবি বলছিস? তাহলে কি বেঁচে যাবি? ঐ দেশটা এখন পোলিটিক্যালি ফ্র্যাজাইল। এইসব জঙ্গীদের হাতে যদি কোনওভাবে নিউক্লিয়াল ওয়েপন থাকে বা আসে তাহলে কি হবে একবার ভাব। মাঝখান থেকে এইসব করে দেশ আবার তিনশ' বছর পিছনে চলে যাবে। রাজায় রাজায় যুদ্ধু হলে আমাদের মত উলুখাগড়ার প্রাণ আগে যাবে। তাচ্চেয়ে প্রোব হোক, ইনভেস্টিগেশন হোক, ব্যাড গ্রোথগুলো সমূলে উৎপাটিত হোক আগে।
  • r | ২৮ নভেম্বর ২০০৮ ২০:২৬ | 125.18.104.1
  • রাইট। রাতঃকৃত্য বলা উচিত ছিল। ঃ-)
  • san | ২৮ নভেম্বর ২০০৮ ২০:২৪ | 123.201.53.144
  • 'প্রাতঃকৃত্য' কিকরে লোকে রাত্তিরে করবে মাইরি
  • siki | ২৮ নভেম্বর ২০০৮ ২০:২৪ | 122.162.83.228
  • নাঃ, দময়ন্তীও মাথা গরম করে ফেলছে।

    ঋজু, তুমি একটু ঠান্ডা মাথায় ভাবো। তোমার লেখা পড়ে বোঝা যাচ্ছে তুমিও এখন গরম মাথায় আছো। তুমি যে সল্যুশনটার কথা বলছো, সেটা একটা এক্সট্রীম স্টেপ, নট আ সল্যুশন। ধূপ ধুনো দিয়ে পুজো করার ইয়ার্কিটাও একটা এক্সট্রীম স্টেপ। নট আ সল্যুশন। তুমি দুটোই জানো। তুমি তো বাচ্চা নও। তুমি জানো চাইলেই পাকিস্তানের সঙ্গে যুদ্ধ বাধিয়ে দেওয়া যায় না, অথবা পাকিস্তানের ভেতর ইন্ডিয়ান কম্যান্ডো পাঠিয়ে দেওয়া যায় না টেররিস্ট নির্মূল করার নামে। দুজনেই নিউক্লিয়ার শক্তিধর দেশ, আর এই ধরণের অ্যাটাকে পাতি সিভিলিয়ানের মৃত্যুর চান্স অত্যন্ত বেশি। যারা কোনওভাবেই এই টেররিজমকে সমর্থন করে না। না পাকিস্তানে, না ভারতে। অনেক নিরীহ প্রাণ মারা যাবে এই অফিশিয়াল যুদ্ধ হলে। কোনও ম্যাচিওর্‌ড দেশের পক্ষে এইভাবে ভাবা সম্ভব নয়। পাকিস্তান ইম্‌ম্যাচিওর্‌ড, তারা অগ্রপশ্চাৎ না ভেবে এইসব ঘটনা ঘটায়, ভারতও সেইভাবেই ভাবলে ভারতের সাথে পাকিস্তানের তফাৎ কী রইল?
  • sayan | ২৮ নভেম্বর ২০০৮ ২০:২২ | 160.83.72.211
  • ঋজুকে -
    "দি রুট অফ অ্যাঙ্গার ইজ অলওয়েজ ফিয়ার'

    কে বলেছিল? নানা পাটেকর। ডরনা মানা হ্যায়। না দেখলে দেখে নে।
  • r | ২৮ নভেম্বর ২০০৮ ২০:২১ | 125.18.104.1
  • আজ রাতে আর করবি না? ;-))
  • d | ২৮ নভেম্বর ২০০৮ ২০:১২ | 117.195.32.205
  • ঋজু,

    তোমার মগজে এখন কিসুই ঢুকবে না, কাজেই বলে লাভ নেই। এইধরণের জিঙ্গোইজম রেডিফ ব্লগে হাজারে লাখে মেলে। আর রাস্তায় ঘাটেও তোমার মত এলিমেন্ট দেখলে আজকাল আর অবাক হই না।

    কলকাতায় বিস্ফোরণ হলে লোক মরবে। কাতারে কাতারে মরবে। এক্ষুণি হলে কিছুই করার নেই। শমীক যেমন বলেছে, সিস্টেমের গলদগুলো দীর্ঘকাল ধরে ব্যবহার করে, নিজেদের প্রয়োজনে কাজে লাগিয়ে এসে এখন হঠাৎ অন্যকিছু চাইলেও পাবে না।

    এক কাজ কর, আমাকে মেরেই বরং জয়যাত্রা শুরু কর। ঠিকানা দিয়ে দিচ্ছি। তুমি নিজে এসেই মার, কিম্বা লোক পাঠিয়ে মারাও, যা খুশী। তারপর এগিয়ে যাও আরও আরও লোক মারতে।

    *
    সন্ত্রাসবাদীদের জন্য এবং এই সুযোগে যুদ্ধে নামতে চাওয়া সকলের জন্য আমার কাল সকালের প্রাতঃকৃত্য উৎসর্গ করলাম।
  • r | ২৮ নভেম্বর ২০০৮ ২০:০৩ | 125.18.104.1
  • (শেষ হয়ে হইল না শেষ।)
  • Riju | ২৮ নভেম্বর ২০০৮ ১৯:৫৬ | 121.241.164.22
  • জনতা মঞ্চের পিছনে দাঁড়িয়ে শিস না দিয়ে সামনে এসে কিছু করলেও তো পারে

    উত্তর টা দেবার ক্ষমতা থাকলে তো মঞ্চে উঠবে
  • r | ২৮ নভেম্বর ২০০৮ ১৯:৫২ | 198.96.180.245
  • (পশ্চাতে গুরুগুরুগুরু কাড়ানাকাড়ার শব্দের মধ্যে অন্ধকার মঞ্চে পর্দা পড়িল।)
  • Riju | ২৮ নভেম্বর ২০০৮ ১৯:৪০ | 121.241.164.22
  • কারুর কোন উত্তর নেই। জানতাম থাকবে না।
    এবার তেতো কথা স্পষ্ট ভাষায় বলি।
    প্রচুর বুকনি ঝাড়ো আর অতর্কিত ভয়ংকর মৃত্যুর প্রতীক্ষা কর। আমিও তাই করছি।
    বাড়ি যাই
  • Riju | ২৮ নভেম্বর ২০০৮ ১৯:৩০ | 121.241.164.22
  • যাদের 'মগজে কার্ফিউ' জারি হয়নি সেই 'র‌্যাশনাল' 'সেন্সিবল' দের কাছে পরিষ্কার উত্তর চাই -
    how to tackle terrorism targeting the innocent urban people ?
    মনে রেখো বন্দুক বা বোমা কিন্তু আমাদের 'শান্তিপ্রিয়' বলে রেহাই দেবে না।
    আর রুট কজ অ্যানালিস , প্যারেটো চার্ট, ফিস বোন ডায়াগ্রাম ব্লা ব্লা ইত্যাদি করে ক্ষোভ প্রশমণ করার লং টার্ম মেসার নেয়া হয়েছে এবং সমুখে শান্তি পারাবার ইত্যাদি প্রভৃতি দেখার জন্যে post terrorism attack
    আমরা জীবিত থাকবে এটাও জোর দিয়ে বলা যাচ্ছে না।
  • Riju | ২৮ নভেম্বর ২০০৮ ১৯:১৯ | 121.241.164.22
  • যদি বলিস ইন্টেলিজেন্স বাড়িয়ে তো সেটা পুরো হাওয়ায় ভেগ কথা হবে । কতটা বাড়িয়ে? এনসিওর করতে পারবি বন্দুক নেই কারুর ব্যাগে? মনে রাখিস
    পাড়ার গুন্ডা পিনাকি ,দুলাল দের হাতেও বন্দুক থাকে। এটা হচ্ছে প বঙ্গে বাস্তব অবস্থা (ভাবিস না সিপিএম রজত্বের কথা বলছি,তৃণমূল থাকলেও এটাই হত)। আর পুলিশের ইন্‌ফ্‌রাস্ট্রাকচার ? জানা আছে।
    (অথচ দামী অ্যাসল্ট রাইফেল প্রতিটা পুলিশের জন্যে কিনতে গেলে তোরই বলবি গরীব দেশে অশ্ত্র খাতে এত খরচ! )
    এই বার ভাব অষ্টমীর পুজোর রাতে বোসপুকুরের ভীড় - ২০ হাজার লোক। ধরে নে পুলিশ ১০০ জন,তার থেকে বেশী পুলিশ দেওয়া সম্ভব নয় ,কটাই বা টোটাল পুলিশ।১০০ জন ভীড় ,জানজট সামালাতেই জেরবার। এবার গাড়ী করে এসে একদল লোক গুলি চালিয়ে গেলো।
    কি হবে তোর প্রিভেন্‌শন স্ট্রাটেজি ?
  • Riju | ২৮ নভেম্বর ২০০৮ ১৯:০৫ | 121.241.164.22
  • বুনু, বাতেলা না মেরে অল্টার্নেট দে না। বলা খুব সহজ। ইমেজ বনিয়ে নিজেকে প্রগতিশীল প্রতিপন্ন করতে আমিও পারি।কথার শিল্প টা আমিও জানি। কিন্তু সেটা বোম বা বুলেট আতকায় না।
    ধরে নে কলকাতা নেক্‌স্‌ট টার্গেট । বল কি করবি? শান্তি মিছিল ?
    না বলতে পারলে বাড়ি যা।
  • r | ২৮ নভেম্বর ২০০৮ ১৮:১০ | 198.96.180.245
  • মগজে কার্ফিউ জারি! সন্ত্রাসবাদীরা ঠিক যেইভাবে ভাবে- মানুষকে জন্তু বানাও। সেন্সিবল, র‌্যাশনাল ভাবনাচিন্তা করতে দিও না।

    কেউ সেই চিন্তাটাকে কাজে পরিণত করে, কেউ করে না।
  • Blank | ২৮ নভেম্বর ২০০৮ ১৮:০৫ | 203.99.212.224
  • কিন্তু যে ভাবে পাকিস্তানকে অ্যাটাক করে সন্ত্রাসবাদ দমনের কথা বলছিস তুই, তা কি সম্ভব? এতদিন তো দেখলাম আফগানিস্তান থেকে ইরাক, সব জায়গা গুলো। তার পরেও কি করে এই ধরনের কথা গুলো আসে?
  • Arijit | ২৮ নভেম্বর ২০০৮ ১৮:০৪ | 61.95.144.123
  • ও। তার মানে দেশের মানুষের ক্ষোভ প্রশমণের জন্যে যুদ্ধু করতে যেতে হবে? বেশ।

    যাই - বাড়ি যাই।
  • Riju | ২৮ নভেম্বর ২০০৮ ১৮:০২ | 121.241.164.22
  • বুনু
    বলছি তো হাওড়া / শিয়াল দায় আপিস টাইমে বা পুজো প্যান্ডেলের ভীড়ে বোমা ফাটলে দেখবো কোথায় যায় এই সব rational and sensible চিন্তা।
    সন্ত্রাসের কোন ধর্ম নেই। সন্ত্রাসবাদ এর উপযুক্ত শাস্তি মৃত্যু - সে মালেগাঁও এর ব্লাস্ট হোক বা বম্বে হোক।আর সন্ত্রাসবাদী নিয়ে সফট কর্ণার নিলে তুই আমি সকলে একদিন ফোটোফ্রেমে ঝুলব।
    সন্ত্রাসবাদের রুট কজ খুঁজে ক্ষোভ প্রশমণ ইত্যাদি সময় সাপেক্ষ কাজ।আর আমাদের হাতে আছে দেশের ভিতরের মানুষের ক্ষোভ প্রশমণ।লস্কর কে ব্যাক করা NWFP উপজাতি সম্প্রদায় তো আমাদের হাতে নেই। কতদিন আমরা কি "ভগোবান কে ভরোসে" হয়ে বাঁচবো?
  • r | ২৮ নভেম্বর ২০০৮ ১৮:০২ | 198.96.180.245
  • জর্জ বুশ নয়। মিডিয়ার তীক্ষ্ণ স্বরের কাছে বুদ্ধি বন্ধক রাখলে এইরকমই হয়। তার উপর আমরা ট্র্যাডিশনাল টুকলিবাজ। বুশ সাত বছর আগে যেরকম গাধামি করেছিল, আমরা সাত বছর বাদে করব। সাত বছর পরে আমেরিকা ভুল বুঝতে পেরেছে। আমরা সাত বছর পরে বুঝব।
  • Arijit | ২৮ নভেম্বর ২০০৮ ১৭:৫৮ | 61.95.144.123
  • বারবার ধূপধূনো দিয়ে পুজোর কথাই বা কেন আসছে? তোমার বলা পন্থা নতুন নয়, এবং চূড়ান্ত ব্যর্থ - বদলার আসল রূপটা কি - এগুলো দেখানোর জন্যেই এত কথা বলা। অবশ্য কোন দরকারও নেই।
  • Arijit | ২৮ নভেম্বর ২০০৮ ১৭:৫৬ | 61.95.144.123
  • গুলিয়ে ফেলছো। তোমার বলা "জঙ্গিদের গুপ্তহত্যা' থেকে মিউনিখ এসেছিলো। আর বদলার কথা তুমিই বলেছিলে, কেন বলেছিলে তুমিই জানো।

    আর বুশ/ব্লেয়ার স্টাইলের "ওয়ার অন টেরর' - যার কথা তুমি বলছ এখন - সেটা এবং আইডিএফ আর মোসাদের পন্থা - যার সমর্থন করছো এখন - এগুলো যে চুড়ান্ত ব্যর্থ এই নিয়ে কোনো দ্বিমত আছে কি?
  • Riju | ২৮ নভেম্বর ২০০৮ ১৭:৫১ | 121.241.164.22
  • কথা ঘোরানোর চেস্টা করবে না। সন্ত্রাস নিয়ে 'টাফ' হবার কথা বলায় বারবার মিউনিখ ব্যাকলাশ করে কি লাভ হয়েছে বলে চেঁচিয়েছো আমিও উত্তর দিয়েছি। বলেছি ইজরায়েলি অ্যাথলিট দের মেরেছে তার বদলা ইজরায়েল ও নিয়েছে।আমার মনে হয়েছে ধুপ ধুনো দিয়ে পুজো না করে মোসাদ দিয়ে ঐ জঙ্গী দের খুঁজে বের করে মেরে ঠিক করেছে।কিছু নিরীহ লোক মারা গেছে এটাও সত্যি কথা । ঐ অ্যাথলিট গুলো কি নিরীহ ছিলো না? তোমার মতে কি করা উচিত ছিলো? ধুপ ধুনো দিয়ে পুজো করত?
    কথা টা হচ্ছে বম্বে সন্ত্রাস নিয়ে - ইজরায়েল এর জন্যে আলাদা থ্রেড আছে।মনে করিয়ে দিলাম আমিও।
  • Arijit | ২৮ নভেম্বর ২০০৮ ১৭:৪৪ | 61.95.144.123
  • আর এই ইরাক বা আফগানিস্তানে "জঙ্গি'-দের টার্গেট করে মারতে গিয়ে কটা সাধারণ লোক মরেছে? এত সফিস্টিকেটেড ক®¾ট্রালড অস্ত্রশস্ত্র থাকতেও?
  • Arijit | ২৮ নভেম্বর ২০০৮ ১৭:৪৩ | 61.95.144.123
  • "ইজরায়েলে কিছু লোক মারলে ইজরায়েলও বদলা নিয়েছে' - ভুলে গিয়ে থাকলে মনে করিয়ে দিলাম।
  • Blank | ২৮ নভেম্বর ২০০৮ ১৭:৪১ | 203.99.212.224
  • ঋজুর কথা গুলো বেশ একটা জর্জ বুশ মার্কা
  • Riju | ২৮ নভেম্বর ২০০৮ ১৭:৪০ | 121.241.164.22
  • একটা মিটিং এ গেছিলাম তাই উত্তর দিতে দেরী হল।
    সন্ত্রাসের রুট কজ খুঁজবে আর সন্ত্রাস বাদী দের নির্মূল করার কথা এলেই মানবতাবাদের দোহাই দেবে ওতে আমি নেই। এই মৃত লোক গুলোর কি হিউম্যান রাইট ছিলো না? আর সন্ত্রাস্বাদের বিরুদ্ধে টাফ কথা বলতে গেলে যদি ইজরায়েলী সেনা প্যালেস্টাইনের শিশু কে মেরেছে জাতীয় কথা আসে তাহলে কিছু বলার নেই। কেউ তো বলে নি পাকিস্তানের শিশু হত্যা করতে।তাবলে মুজফরাবাদে বা NWFP তে বা বালুচের জঙ্গী ক্যাম্প গুলো দরকার হলে বোম ফেলে গুঁড়িয়ে দিতে হবে বইকি।
    নিজের ঘরে তো বিপদ আসে নি তাই বাতেলা।হাওড়া স্টেশনে বা শিয়াল্‌দা স্টেশনে আপিস টাইমে বোমা ফাটলে আর নিজেদের কিছু লোক মরলে দেখবো কোথায় থাকে এই বুলি।
  • Blank | ২৮ নভেম্বর ২০০৮ ১৭:৩৮ | 203.99.212.224
  • আয়েসাই চীফ দিল্লী আসবে
  • san | ২৮ নভেম্বর ২০০৮ ১৬:৫৬ | 220.227.64.98
  • তোমার দেশে আসার কিছু ব্যবস্থা হল ?
  • P | ২৮ নভেম্বর ২০০৮ ১৬:৫৫ | 78.16.85.152
  • কাকতালীয় কিন্তু কাল থেকে এত দুঃখ-হতাশা-রাগের মধ্যে কিন্তু আমারো মাথায় বেশ কয়েকবার বালস্য বাল থ্যাকারের বাঁদরগুষ্টির চিন্তা মাথায় এয়েছিল ঃ-(
  • shrabani | ২৮ নভেম্বর ২০০৮ ১৬:৪৯ | 124.30.233.102
  • আজকের পেপারে বিজেপি প্রেসিডেন্ট বলে দিয়েছে যদিও তারা এই অ্যাটাককে পলিটিসাইজ করতে চায়না তবু তাদের আশা যে দিল্লীর ভোট কাউন্টে অনেক ফারাক আসবে এই ঘটনার পরে!
  • r | ২৮ নভেম্বর ২০০৮ ১৬:২৯ | 198.96.180.245
  • মুম্বাইয়ের বীর হনুমান বাল থ্যাকারে আর তার গুষ্টি এখন কোথায় পালালো?
  • shrabani | ২৮ নভেম্বর ২০০৮ ১৬:১৯ | 124.30.233.102
  • নরিমান হাউসের সামনে প্রচুর ইজ্রায়েলী ফরেন অফিশিয়ালস, প্রেস। টিভিতে দেখাচ্ছিল NSG কম্যান্ডোদের এয়ার ড্রপ করা হচ্ছিল।
  • siki | ২৮ নভেম্বর ২০০৮ ১৬:০৭ | 219.64.11.35
  • উইকির লিংকটাতে এটা পেলাম ঃ

    Rumors about further shootings at CST were doing the rounds in Bombay on November 28 and were widely reported by the news channels. The Railway Police denied these rumors but stopped trains approaching CST. The authorities also blacked out the news channels from broadcasting and activated mobile jammers across Bombay to prevent rumor-mongering and panic.
  • Arpan | ২৮ নভেম্বর ২০০৮ ১৬:০৫ | 208.57.131.4
  • গুডনাইট।
  • Arpan | ২৮ নভেম্বর ২০০৮ ১৬:০৫ | 208.57.131.4
  • আইবিএনে ওঁর হাজব্যান্ডের সাক্ষৎকার দেখাল। এখনো মিসিং।
  • shrabani | ২৮ নভেম্বর ২০০৮ ১৬:০১ | 124.30.233.102
  • আচ্ছা সাবিনা সায়গল সাইকিয়া কে নিয়ে TOI (net) Times Now কেউ কোনো খবর দিচ্ছেনা। কেউ কোথাও দেখেছ?
    কতবছর ধরে শনিবারের পাতায় ওর কলাম পড়তে অভ্যস্ত! আর হয়ত দেখবনা!
  • Arijit | ২৮ নভেম্বর ২০০৮ ১৫:৫১ | 61.95.144.123
  • কারগিলের সময়ও একটা মহল থেকে বলা হয়েছিলো পাকিস্তানের ভিতরে ঢুকে পিছন থেকে আক্রমণ করতে। এই দেশেবিদেশে গিয়ে সন্ত্রাসবাদিদের গুপ্তহত্যা - এটাও চালু কথা। কিন্তু ওইভাবে আজ অবধি কোনো লাভ হয়নি, ফালতু খুনোখুনি ছাড়া। মিউনিখে ব্যাকল্যাশেও কয়েকজন নিরপরাধ লোক মারা গেছিলেন মোসাদের হাতে।
  • r | ২৮ নভেম্বর ২০০৮ ১৫:৫০ | 125.18.104.1
  • এটার একটা গান্ধী-ভার্শন আছে-

    An eye for an eye makes the whole world blind.
  • siki | ২৮ নভেম্বর ২০০৮ ১৫:৪৮ | 219.64.11.35
  • মুম্বই মেরি জান। পরেশ রাওয়াল। এক ঘুষখোর পুলিশ কনস্টেবল, যে আর কদিন পরেই রিটায়ার করবে।
  • Arijit | ২৮ নভেম্বর ২০০৮ ১৫:৪৭ | 61.95.144.123
  • হ্যাঁ, আমি ভীতু।

    During the first intifada, the IDF distributed truncheons to its troops and encouraged them to break the bones of Palestinian protesters. The Swedish branch of Save the Children estimated that ?23,600 to 29,900 children required medical treatment for their beating injuries in the first two years of the intifada.? Nearly a third of them were aged ten or under. The response to the second intifada has been even more violent, leading Ha?aretz to declare that ?the IDF . . . is turning into a killing machine whose efficiency is awe-inspiring, yet shocking.? The IDF fired one million bullets in the first days of the uprising. Since then, for every Israeli lost, Israel has killed 3.4 Palestinians, the majority of whom have been innocent bystanders; the ratio of Palestinian to Israeli children killed is even higher (5.7:1). It is also worth bearing in mind that the Zionists relied on terrorist bombs to drive the British from Palestine, and that Yitzhak Shamir, once a terrorist and later prime minister, declared that ?neither Jewish ethics nor Jewish tradition can disqualify terrorism as a means of combat.?

    প্রতি ইজরায়েল্পিছু ৩/৪ জন নিরীহ প্যালেস্তিনীয়? প্রতি ইজরায়েলি শিশু পিছু ৬ টা প্যালেস্তিনীয় বাচ্চা? নাকি তুমি সেই কথাটা বলতে চাও - ওদের অর্ধেক সন্ত্রাসবাদি, বাকিরা ভবিষ্যতের সন্ত্রাসবাদি? সরি ঋজু, এই পদ্ধতিকে সমর্থন করা আমাদের মতন "ভীতু'-দের পক্ষে সম্ভব নয়। তবে তুমি মিউনিখ নিয়ে ডকুমেন্টারিগুলো পারলে দেখো।
  • r | ২৮ নভেম্বর ২০০৮ ১৫:৪৬ | 125.18.104.1
  • জঙ্গীদের মারতে কে বারণ করেছে বাপু? এই তো মারছে। আমরা তো সমর্থনই করছি। কিন্তু সব জঙ্গী পাকিস্তানে বসে হাডুডু খেলছে- এইজাতীয় সরল এবং গা গরম করা রকের ভাবনাচিন্তার বিরোধিতা করছি। মানে, আমরা করতেই পারি, কিন্তু যারা দেশ শাসন করছেন তারা যদি নর্থ ও সাউথ ব্লককে পাড়ার রক বা লোকাল ট্রেনের কামরা মনে করেন- তাহলেই কেলো।
  • siki | ২৮ নভেম্বর ২০০৮ ১৫:৪৫ | 219.64.11.35
  • ও এক হিন্দু মারেগা, ম্যায় দো মুসলমানোঁকো মারুঙ্গা, ফির ও চার, ম্যায় আঠ, সোলা, বত্তিস ....

    সিনেমাটার পুরো নাম মনে পড়ছে না। লাইফ ইন মুম্বই? রিসেন্ট সিনেমা।
  • Blank | ২৮ নভেম্বর ২০০৮ ১৫:৪৩ | 203.99.212.224
  • তো সন্ত্রাসবাদী মারার জন্য আমরা পাকিস্তানের সাথে যুদ্ধ শুরু করবো এক্ষুনি? ঋজু তাই বলতে চাইছিস?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত