এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • r | ০১ ডিসেম্বর ২০০৮ ১৬:০২ | 198.96.180.245
  • বোদা গু-টা খুব self-flagellating। ;-))
  • h | ০১ ডিসেম্বর ২০০৮ ১৬:০০ | 203.99.212.224
  • পাতুরি আবার মিষ্টি হয় নাকি। ধুস।
  • h | ০১ ডিসেম্বর ২০০৮ ১৫:৫৯ | 203.99.212.224
  • আপনাকে এই জানা আমার কোটেশন টা দিলাম না, কারণ সেকেন্ড লাইন টার একটা আলুমতো কনোটেশন থাকতে পারে। ইত্যাদি।
  • san | ০১ ডিসেম্বর ২০০৮ ১৫:৫৯ | 220.227.64.98
  • কতটা অপচয়ের পর ইত্যাদি।
  • san | ০১ ডিসেম্বর ২০০৮ ১৫:৫৮ | 220.227.64.98
  • চিনি বললেই কি আর চেনা যায় ?
  • h | ০১ ডিসেম্বর ২০০৮ ১৫:৫৬ | 203.99.212.224
  • এ বাবা আমাকে প্যাঁক দিল। বলতে চেয়েছি যে, আমি ছাড়া আরো দুজন বোদাগুকে চিনি।ইত্যাদি। দেশকাল ইত্যাদি নিয়ে এমন দুশ্চিন্তার সময়ে এইসব তুশ্চু আত্মানুসন্ধান ইত্যাদি।
  • sinfaut | ০১ ডিসেম্বর ২০০৮ ১৫:৫০ | 165.170.128.65
  • যাতে না কেউ ভাঙ্গা আয়না বা এমপিডি নিয়ে প্রশ্ন করে। ;-)
  • pi | ০১ ডিসেম্বর ২০০৮ ১৫:৪২ | 69.251.184.3
  • সহস্র দ্বীপের আলু ও মিষ্টির যুগ্ম পাতুরি সহযোগে অরিজিতদাকে জন্মদিনের বিলম্বিত শুভেচ্ছা পরিবেশন কল্লুম। ঃ)

    বি টি ডব্লু, বোধিদা ' আমাকে ছাড়া অবভিয়াসলি' টা কোন রেসপেক্টে প্রয়োগ করলেন ? নিজেকে এখনো চেনা হয় নাই, এই অর্থে ? ;-)
  • h | ০১ ডিসেম্বর ২০০৮ ১৫:৩৪ | 203.99.212.224
  • বাই দ্য ওয়ে আমি চারজন বোধিসঙ্কÄ কেও চিনি যাদের মধ্যে দুজন আবার দাশগুপ্ত। আমাকে ছাড়া অবভিয়াসলিই।
  • r | ০১ ডিসেম্বর ২০০৮ ১৫:৩১ | 125.18.104.1
  • ঃ-)

    ওখানে মনে হয় ডিসকাউন্ট আছে, ফুলশয্যাটা ফ্রি।
  • h | ০১ ডিসেম্বর ২০০৮ ১৫:২৮ | 203.99.212.224
  • র, মাল এখনো ফোন করে নি। এদিকে আমি নেক্সট উইকেন্ডে হর্টিকালচারাল সোসাইটির বাগানে একটা বিয়ের নেমন্তন্ন পেলাম। ফুলে ফুলে ঢলে ঢলে টা এমন কালেকটিভ অ্যাফেয়ার এইটা জানা ছিল না। যাই হোক মোদ্দা বুঝলাম, এইবার দেখা হওয়ার চান্স খুব ই কম। যাক গে মরুক গে। ওয়াইন টোয়াইন কিসু আনেনি।
  • Arijit | ০১ ডিসেম্বর ২০০৮ ১৫:১৮ | 61.95.144.123
  • দ্রি সাড়া দিয়েছেন তো - তাই তো জানলুম।

    আর পরমব্রহ্ম = ফ্রি মার্কেট এবং তার সাথে অ্যাসোসিয়েটেড সকল টার্মিনোলজি - যেমন বাজার, লাইসেন্স রাজ ইত্যাদি। সন্ত্রাসের টইয়েও লাইসেন্স রাজের রেফারেন্স দেখে...
  • san | ০১ ডিসেম্বর ২০০৮ ১৫:১৭ | 220.227.64.98
  • দ্রি তো সাড়া দিয়েছিলেন। কিন্তু সেটা কথা না। দ্রি কে কেমন যেন দ্রি ছাড়া অন্য নামে মানাচ্ছেনা । অতএব।
  • san | ০১ ডিসেম্বর ২০০৮ ১৫:১৬ | 220.227.64.98
  • বোধয় ফ্রি মার্কেট ঃ-)
  • h | ০১ ডিসেম্বর ২০০৮ ১৫:১৫ | 203.99.212.224
  • আর দ্রি আসলে কে, এইটা জেনে আমার লাভ কি। আমি অয়টলিস্ট তিরিশ জন সুদীপ্ত, এগারো জন অরিজিত কে চিনি। দু ডজন সৈকত কেও চিনি। তবে বৈজয়ন্ত জাস্ট এক পিস ;-)
  • h | ০১ ডিসেম্বর ২০০৮ ১৫:১৩ | 203.99.212.224
  • অজদা দ্রি কে সুদীপ্ত বলে ডেকেচেন। কিন্তু তাতে দ্রি সাড়া না দেওয়ায়, বোজা যাচ্ছে না, ওটাই দ্রির নাম কিনা। আমি দ্রি টাই প্রেফার করছি। কারণ কোন নামে ডাকলেই দ্রি সাড়া দেবেন এরকম কোন গ্র্যান্টি নাই ঃ-)
  • h | ০১ ডিসেম্বর ২০০৮ ১৫:১১ | 203.99.212.224
  • পরম ব্রহ্ম টা আবার কে?
  • Arijit | ০১ ডিসেম্বর ২০০৮ ১৫:০৯ | 61.95.144.123
  • সে সব হয়ে গেছে - ওখানে ওই নামে কোন প্রোফাইল নেই। আর ফোল্ডারগুলো এক্সপ্লোরারে দেখাও যাচ্ছে না। সিগউইন প্রম্পটে ঢুকে উড়িয়ে দিলাম - Content.IE5 থেকে - এবার দেখি লাভ হয় কিনা।
  • siki | ০১ ডিসেম্বর ২০০৮ ১৪:৫৯ | 219.64.11.35
  • শোনো, এর মানে হচ্ছে, NetworkService নামে একটা ইউজার প্রোফাইল তোমার মেশিনে ক্রিয়েট হয়েছিল। হয় তো কোনও নেটওয়ার্কের পাবলিকই বানিয়েছিল তোমার মেশিন কনফিগার করার জন্য। ওদেরই লগিন নেম হবে হয় তো এটা। সে নিশ্চয়ই অ্যাডমিন অ্যাক্সেস রেখেছে নিজের জন্য, আর তোমাকে দেয় নি। তাই তুমি ওর প্রোফাইলটা ওড়াতে পারছো না। ওড়াতে পারলে NetworkServiceকেই উড়িয়ে দাও, কোনও ক্ষতি নেই।

    সেটিংস -->ক®¾ট্রাল প্যানেলে গিয়ে ইউজার্স অ্যাকাউন্টস খুলে দ্যাখো, ওখান থেকে ওড়াতে পারো কিনা।
  • sinfaut | ০১ ডিসেম্বর ২০০৮ ১৪:৫৭ | 165.170.128.65
  • আমার Content.IE5 এর মধ্যে ৪-৫টা ডির আচে, যাতে শুধু desktop.ini, আর কিচু নেই। তোমার আর কিচু সেঁধিয়েচে কিনা দেখো না।
  • sinfaut | ০১ ডিসেম্বর ২০০৮ ১৪:৫৬ | 165.170.128.65
  • এই ধুত। configuration.ini নয় desktop.ini হবে।
  • Arijit | ০১ ডিসেম্বর ২০০৮ ১৪:৫৫ | 61.95.144.123
  • আমাকে তো AVG সমানে এইটে নিয়ে ওয়ার্নিং দিচ্ছে - মানে এর মধ্যে C:\Documents and Settings\NetworkService\Local Settings\Temporary Internet Files\Content.IE5\*
  • sinfaut | ০১ ডিসেম্বর ২০০৮ ১৪:৫৪ | 165.170.128.65
  • temporary internet files, temp দুটোতেই তো শুধু দেখচি configuration.ini ফাইল আচে। ও মাল কি আর ওড়াতে দেবে?
  • sinfaut | ০১ ডিসেম্বর ২০০৮ ১৪:৫৩ | 165.170.128.65
  • কে বললো কালপ্রিট? আমারও তো আচে, কই কক্ষুনো তো কামড়ায়নি?
  • sinfaut | ০১ ডিসেম্বর ২০০৮ ১৪:৫২ | 165.170.128.65
  • হেতায় আচেঃ
    C:\Documents and Settings\NetworkService\Local Settings\Temporary Internet Files
  • Arijit | ০১ ডিসেম্বর ২০০৮ ১৪:৫২ | 61.95.144.123
  • আমার আছে - কেন জানি না - আর ওইটেই কালপ্রিট। ডিলিটও হচ্ছে না।
  • sinfaut | ০১ ডিসেম্বর ২০০৮ ১৪:৫১ | 165.170.128.65
  • থাকে দেখচি তো।
  • siki | ০১ ডিসেম্বর ২০০৮ ১৪:৫১ | 219.64.11.35
  • network service তো থাকে না। Documents & Settingsএর ভেতরে তোমার লগিন আইডির একটা ফোল্ডার থাকবে। (এইবেলা View --> folder options-এ গিয়ে Show hidden files সিলেক্ট করে রাখো)।

    তোমার লগিন আইডির ফোল্ডারের ভেতরে লোকাল সেটিংস পাবে, তার মধ্যে Temp বা Temporary Internet files ফোল্ডারগুলোকে খালি করে দিয়ে দ্যাখো।
  • san | ০১ ডিসেম্বর ২০০৮ ১৪:৪৬ | 220.227.64.98
  • র কে আরো ক্লু দেওয়াই যেত, কিন্তু ধমক খাওয়ার ভয়ে চুপ করে আছি ঃ-(
  • Arijit | ০১ ডিসেম্বর ২০০৮ ১৪:৪৫ | 61.95.144.123
  • এই যে জানলাগুণীরা - Documents and Settings-এ NetworkServices বলে কিছু নর্মালি থাকে কিনা দ্যাখো তো। এক্সপ্লোরারে এম্নি দেখতে না পেলে ওর ওপরে টাইপিয়ে দ্যাখো ঢুকছে কিনা। আমার এইটে নিয়ে কেমন সন্দ হচ্ছে - খালি ওর মধ্যে IE-র টেম্প ফোল্ডারে বলছে ট্রোজান আছে।
  • r | ০১ ডিসেম্বর ২০০৮ ১৪:৪১ | 125.18.104.1
  • ক্লুলেস করার কি আফটার এফেক্ট! সরাসরি কিছু বলে না।
  • Arijit | ০১ ডিসেম্বর ২০০৮ ১৪:৩৭ | 61.95.144.123
  • ১৯৩২-৩৩ সালের ইতিহাস দ্যাখো;-)
  • r | ০১ ডিসেম্বর ২০০৮ ১৪:৩৫ | 125.18.104.1
  • কি নাম?
  • Arijit | ০১ ডিসেম্বর ২০০৮ ১৪:২০ | 61.95.144.123
  • ফাঁকতালে অজদার দৌলতে দ্রি-য়ের নামটা বেরিয়ে পড়েছে। আগে বেরিয়েছে কিনা জানি না - আমি এই প্রথম দেখলুম;-)
  • Arijit | ০১ ডিসেম্বর ২০০৮ ১৩:৫০ | 61.95.144.123
  • অন্যরকম মনে করার আর কি আছে? বই/কাগজ/নেট খুললেই প্রমাণ ছড়ানো - মণিমুক্তোর মতন।
  • Arijit | ০১ ডিসেম্বর ২০০৮ ১৩:৪৪ | 61.95.144.123
  • প্রথম গোলটা অফসাইড। তবে চেলসীর এগেইনস্টে আর স্ট্যামফোর্ড ব্রিজে বলে সব ঠিক আছে।
  • Riju | ০১ ডিসেম্বর ২০০৮ ১৩:৪৩ | 125.17.122.22
  • তুমি এটা মনে কর ফাইন।আমি অন্যরকম মনে করি।লেট আস এগ্রি টু ডিসেগ্রি। তোমার মতে অল্টার্নেট কি ? শর্ট টার্ম সলিউশন কি? রাম ভরোসে হয়ে কতদিন বাঁচবো?
    লং টার্ম রেমেডির কথা গুলো রিপিট করা দরকার নেই ।আদর্শ হিসেবে খুব ভালো কিন্তু ওগুলো বাস্তবে হবে কিনা সন্দেহ।
  • Arpan | ০১ ডিসেম্বর ২০০৮ ১৩:৪২ | 208.57.131.4
  • এই দুঃখের বাজারেও কিছু ভাল খবর আছে। এই যেমন আমরা চেলসিকে টুক করে হারিয়ে এলাম। এই যেমন ইন্দুরাস আর ইন্দুরগিন্নির বাড়িতে নাইন কোর্স লাঞ্চ সেরে এলাম। ইত্যাদি।
  • Arijit | ০১ ডিসেম্বর ২০০৮ ১৩:৪২ | 61.95.144.123
  • ও। আমি ভাবলুম...;-)

    মামী একবার বলেছিলো মাছগুলোর গায়ে এট্টু তেল মাখিয়ে নিলে ছিটকোয় কম। করে দেখেছি - ঠিকই।
  • san | ০১ ডিসেম্বর ২০০৮ ১৩:৪০ | 220.227.64.98
  • নাক দিয়ে ভাজিনি। পুড়ে যাচ্ছে কিনা সেটা খুব মন দিয়ে নিচু হয়ে দেখছিলাম। তেলেরা যে কেন খালি এদিক ওদিক ছিটকে যায়। একজায়গায় থেকে নিজেদের কাজ করলেই পারে!
  • Arpan | ০১ ডিসেম্বর ২০০৮ ১৩:৩৬ | 208.57.131.4
  • গুড। এর পরের স্টেপ হবে মাছের তেলে মাছ ভাজা। কস্ট কাটিঙের জমানায় এসেন্সিয়াল স্কিলসেট। ঃ)
  • Arijit | ০১ ডিসেম্বর ২০০৮ ১৩:৩৫ | 61.95.144.123
  • খুন্তিটা কি অন্য কাজে (মানে কারো পিঠে পড়া ফর এগজাম্পল) ব্যস্ত ছিলো যে নাক দিয়ে মাছ ভাজলে?
  • san | ০১ ডিসেম্বর ২০০৮ ১৩:৩৪ | 220.227.64.98
  • কালকে আমি জীবনে প্রথম সাকসেসফুলি মাছ ভেজেছি এবং সাকসেসফুলি নিজের নাকের ডগা পুড়িয়ে ফেলেছি ঃ-)
  • Arijit | ০১ ডিসেম্বর ২০০৮ ১৩:৩২ | 61.95.144.123
  • থ্যাঙ্কু অ্যাণ্ড গর্‌র্‌র্‌র্‌র্‌র্‌র্‌র্‌র্‌র্‌র্‌র্‌র্‌র
  • Arpan | ০১ ডিসেম্বর ২০০৮ ১৩:৩১ | 208.57.131.4
  • অজ্জিতের জন্মদিনে স্লো কুকারে রান্না দুম্বার ঠ্যাং দিলাম। আর সাথে ঢাউস জীবনানন্দ। অনেক অনেক শুভেচ্ছা।
  • Arijit | ০১ ডিসেম্বর ২০০৮ ১৩:৩০ | 61.95.144.123
  • একটা কথা না বলে থাকতে পারলুম না - ঋজুবর্ণিত সবকটা পদ্ধতিই বহুবার ট্রায়েড অ্যাণ্ড টেস্টেড অ্যাণ্ড ফেইলড পদ্ধতি।
  • Arijit | ০১ ডিসেম্বর ২০০৮ ১৩:২১ | 61.95.144.123
  • যাঃ শালা এই ডিঃ টার কি মানে হল?

    আরেক রাউণ্ড থ্যাঙ্কু।
  • Riju | ০১ ডিসেম্বর ২০০৮ ১৩:১০ | 125.17.122.22
  • অরিজিত দা, জন্মদিনের প্রীতি ও শুভেচ্ছা।ভালো থেকো ।
    (তর্ক কে ব্যক্তিগত আক্রমণের পর্যায়ে আমি আনিনা )
  • Riju | ০১ ডিসেম্বর ২০০৮ ১৩:০৮ | 125.17.122.22
  • কোন পোস্টে আমি বলেছি পাকিস্তানে কার্পেট বোম্বিং করে যুদ্ধ করতে হবে,পাকিস্তানের নিরীহ মানুষ মারতে হবে ? আমার মুখে নিজেদের কল্পনাপ্রসূত কথা বসিয়ে দিয়ে আমাকে জিঙ্গো ইস্ট
    প্রতিপন্ন করে আত্মপ্রসাদ লাভ করেছো তো ? ধেই ধেই করে নেচে নাও ঃ-)
    "ঠুসে দেওয়া ঠুকে দেওয়া" শব্দটা প্রথম কয়েন করেছিলো শমীক,আমি প্রত্যুত্তরে ধুপ্‌ধুনোর কথা লিখেছিলাম।চারার এ শরীফে জঙ্গীদের বিরিয়ানি খাওয়ানো আর কান্দাহারে মন্ত্রী মশাই এর জঙ্গী এসকর্ট করে নিয়ে যাওয়া মনে আছে কিনা।

    আমি তো তাও কিছু "বহুচর্চিত মরচে ধরা" রাস্তার কথা বলেছি আর অন্যস্বরেরা কি অল্টার্নেটিভ সাজেস্ট করেছে? ব্যারাকিং ব্যবলিং সর্বস্ব তর্কপ্রিয় পন্ডিতম্মন্ন জনতা ! আমা সৎ সাহস আছে তাই বলছি -
    আমি কাউন্টার টেররিসম নিয়ে এক্সপার্ট নই ।তবে এই 'সেন্সিবল র‌্যাশনাল" রাও মোটেই নয় । সে তারা যতই অন্যবিষয়ে পন্ডিত হোক না । এতই উন্নাসিক যে সামনাসামনি তর্ক করতে আগ্রহী নয়,পিছন থেকে ফোরন কেটে যায়।
    এবং আই বেগ টু স্টেট - তোমাদের
    অন্য স্বরের চেয়ে আমি বরখা দত , রাজদীপ সারদেশাই, প্রণয় রায়ের মেইনস্ট্রীম মিডিয়ার নামী স্বর কে বেশী রিলাই করি কারণ তাদের একটা বিশ্বাসযোগ্যতা তৈরি হয়েছে যেটা তোমাদের sensible,rational স্বরের নেই।

    অবশ্যই পাকিস্তানের নিরীহ জনতা আর পাকিস্তানের সরকার এক নয়। এবং অবশ্যই পাক মিলিটারি এবং ইন্টেলিজেন্স এর একটা অংশের অ্যাকটিভ সাপোর্ট আছে।
    ইন্ডিয়ার মিলিটারি টাফ স্ট্যান্ড নেওয়া আর অ্যাটাক করার মধ্যে পার্থক্য আছে।
    সীমান্ত সীল করা তার মধ্যে একটা। আর দেশের ভিতরে লুকিয়ে থাকা জঙ্গী আস্তানা গুলো কে ধ্বংস করা আরেকটা পন্থা।এবং প্রয়োজনে স্যাটেলাইট স্পাইং করতে হবে।আর মিলিটারি বা ইন্টেলিজেন্সে যে সর্ষের মধ্যে ভূত
    আছে তাদের কে খুঁজে বের করে চরম শাস্তি দিতে হবে।টেররিস্ট নেটোয়ার্ক ধ্বংস করতে গেলে অন্তত দেশের মধ্যে আমরা তো নিকেশ অভিযান চালাতেই পারি।
    এর সাথে যুক্ত হওয়া উচিত পাকিস্তানের সরকারের ওপর রাজনৈতিক,অর্থনৈতিক চাপ - বিশ্বের সামনে পেশ করা উচিত প্রমাণ গুলো। কতটা কাজ হবে সন্দেহ আছে। কারণ ইউ এস ,ইউ কে নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝে না। আর পাক ইতিমধ্যে বলেছে ওদের ওপর চাপ দিলে ১০০০০ পাক সেনা আফগান বর্ডার থেকে সরিয়ে নেবে।
    এবং আমি মনে করি "মদতকারী দের গুপ্ত" হত্যা একটা কম রক্তক্ষয়ী সলিউশন। লস্কর মাথা হাফিজ সইদ বা LeT কম্যান্ডার জাকিউর রহমান
    বা জয়েস নেতা মউলানা মাসুদ রা PoKতে ওপেনলি র‌্যালি করে জিহাদ ঘোষণা করলেও পাকিস্তান সরকার চোখ বন্ধ করে থাকবে কারণ তারা নিজেদের গদি বাঁচাতে বেশী
    ব্যস্ত।তাদের এবং যে সউদি ধনকুবের এদের পয়সা দিয়ে ব্যাক আপ করে, তাকে খুন করালে ভবিষ্যতে কিছু নিরীহ প্রাণ হয়ত বাঁচবে। সেদেশের মাফিয়া দের ভাড়া করেও এই কাজ করানো যেতে পারে।
    ওরা যে ব্যাংকে টাকা রাখে সাবোটেজ করে সেই ব্যাংকের ব্যবসা ধ্বসিয়ে দিতে হবে।
    আমার দেশের একটা নিরীহ প্রাণ ও সন্ত্রাস্বাদী ও তাদের বাবা দের থেকে অনেক দামী এই কথাটা আমরা "স্পিরিট" ইত্যাদি কথার আড়ালে চেপে যাই।

    এবার ধৃত জঙ্গী টি এত সহজে কেন সব কিছু বলে দিচ্ছে হাহাকারের উত্তরে - নার্কো অ্যানালিসিস জাতীয় বেশ সফিস্টিকেটেড বায়োকেমিকাল মেথড আছে দৃত জঙ্গীর মুখ থেকে সত্যি টা বের করার জন্যে।জঙ্গী যতই ডিটারমাইন্ড হোক তার মস্তিষ্ক যদি
    তার ক®¾ট্রালে না থাকে তাহলে সে কোন উপায়ে তথ্য গোপন করবে?
    আর আছে টেকনলজি - স্যাট ফোন কল ট্রেস করা,মোবাইল ফোন কল ট্রেস করা । জিপিএস এ সেট করা করাচী রুট তো এর তুলনায় ক্লিশে প্রমাণ।

    এবার এত কিছু করে ধরা যাক কিছু ইন্টেলি রিপোর্ট মিল্লো,তার ওপর ভিত্তি করে বাটলা হাউসের মত ওপারেশন হোলো । এবার অমর সিং,মমতা ধর্ণায় বসবে , অরুন্ধতি রায় হিউম্যানিটির কথা পাড়বে। আর মালেগাঁও প্রোব হলে ভি এইচ পি চিল চিৎকার জুড়বে।
    এই সব কিছুর জন্যে আমরা দায়ী যারা ভিভিন্ন রঙের চশমা পরে থাকি এবং মানুষ কে হিন্দু মুসলিম এর বেশী কিছু ভাবিনা। অবশ্য আমরা নিজেরাও কি ধোয়া তুলসীপাতা ? নিরাপত্তার খাতিরে আমাদের নিজেদের ব্যক্তি স্বাধীনতায় কিছু কম্প্রোমাইস করতে হলে আমরা রে রে করে উঠি।

    কবে প্যালেস্টাইন সমস্যার সমাধান হবে,কবে পাক আফগান বর্ডারে সন্ত্রাসীদের শুভবুদ্ধির উদয় হবে,কবে পাকিস্তানের দারিদ্র্য দূর হবে যাতে টাকার জন্যে ছেলেরা মুজাহিদিন না হয় তার অপেক্ষায় বসে থাকলে
    আমাদের রাম ভরোসে হয়ে বাঁচতে হয়। ইউটোপিয়াতে বাস করে লাভ নেই ,এগুলোর লং টার্ম সলিউশান কোনোটাই অদূর ভবিষ্যতে হবে না। আমরা খালি ভারতের মধ্যে লোকে যাতে গরীবীতে পুড়তে পুড়তে বন্দুক বেছে না নেয়
    সেটার জন্যে চেষ্টা করতে পারি এবং সদিচ্ছা থাকলে অবশ্যই কার্ব ডাউন করতে পারি স্বাদ্বি ঠাকুরের মত বাস্টার্ড দের।

    আরো দু পয়সা -

    "এনকাউন্টার স্পেসালিস্ট নিয়ে বগল বাজানো" কে যারা "নিন্দনীয়" আখ্যা দিয়েছে , এবার দেখব কুম্ভীরাশ্রু বর্ষণকারী মোদীর দেওয়া টাকা প্রত্যাখ্যান কে
    তারাই ধন্য ধন্য করবে। দুটো শব্দ ধার করেই বলি - এসব সত্যি ই "ফাকিং রাবিশ "
    এইসব বাস্টার্ড পলিটিকাল লিডার দের আমরাই ইলেক্ট করি যারা সব কিছুতেই পলিটিকাল মাইলেজ তুলতে যায়।
    অচ্যুতানন্দন বা বিলাসরাও ও ব্যতিক্রম কিছু নয়।

    পুনশ্চ ঃ

    যারা প্রাতঃকৃত্য উৎসর্গ করতে চেয়েছে তাদের কে - আপনার ব্যবহার ই আপনার পরিচয় এবং আপনার মাল নিজ দায়িত্বে রাখুন ঃ-)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত