এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arpan | ২৯ নভেম্বর ২০০৮ ০৮:১৯ | 208.57.131.4
  • এটা কোথায় দিল?
  • sayan | ২৯ নভেম্বর ২০০৮ ০৮:১৭ | 24.0.145.33
  • আইএসআই চীফ'এর ভারতে আসা বাতিল!
  • sayan | ২৯ নভেম্বর ২০০৮ ০৭:৫০ | 24.0.145.33
  • তাজ হোটেলে নতুন করে ফায়ারিং হচ্ছে। এরা কি পরিমাণ গোলাবারুদ জোগাড় করেছিল! আর কি অবিশ্বাস্যরকমের জেহাদি মনোভাব নিয়ে চার দিন একটানা একটা গোটা দেশের মিলিটারি ফোর্সের বিরূদ্ধে লড়াই করে যাচ্ছে!
  • c | ২৯ নভেম্বর ২০০৮ ০১:৩৩ | 131.95.121.107
  • দ্রি,
    আগে দেখিনি, আপনি কলকাতায়। ঠিক আছে, কালকে আপনি আসুন, তখন শুনবো।
    সবচেয়ে ভলো হতো বড় করে কোথাও যদি লিখতেন।
  • c | ২৯ নভেম্বর ২০০৮ ০১:৩০ | 131.95.121.107
  • দ্রি,
    তারপরে?
  • sayan | ২৯ নভেম্বর ২০০৮ ০১:২৭ | 160.83.72.211
  • হ্যাঁ দলে দলে সবাই অমৃতলাল হয়ে যাও আর মগনলাল, রোশনলাল হতে কেউ থাকবে না।
    (* আমি বেণীমাধব শীল হব।)
  • Binary | ২৯ নভেম্বর ২০০৮ ০১:২৫ | 198.169.6.69
  • অম্‌তলাল বিয়োগ ২% ঃ-)) ঐযে ওয়ান-ডে দুটো খেলল না ঃ-)) তবে ওটা বোধহয় লোলিত মোদি ছাড় দিয়েছিলো।
  • Arpan | ২৯ নভেম্বর ২০০৮ ০১:২০ | 65.194.243.232
  • ইংল্যান্ড তো আবার টেস্ট খেলতে 'সম্ভবত' আসছে। আমিও বড় হয়ে অমৃতলাল হব।
  • Binary | ২৯ নভেম্বর ২০০৮ ০১:১২ | 198.169.6.69
  • ম্যারিকান মিডিয়ার প্রচারের ব্যাপারটা মনে হয় না সিআইএ বা বুশ ফ্র্যাকশন সুরু করেছে। ইভিন কানাডা-র মিডিয়া-ও ২৪-ঘন্টা লাইভ দেখিয়েছিলো কাল।

    আবার সুধু ISI আর লস্করের মদতে এত বড় অপারেশন হয় না। ভারতের নেভী, ইন্টেলিজেন্স, সিকিউরিটি তে চর থাকতেই পারে, সিআইএ নাহোক। আর দু-চারটে অ্যামেরিকান সিটিজেন মরলে, অ্যামেরিকান ভেস্টেড ইন্টারেস্ট লাভবান হয় সবাই জানে। হেমন্ত কারকারের হত্যাটাও মনে হয় কোনো এনকাউন্টার নয়, একদম প্রি-প্ল্যান্ড।
  • sayan | ২৯ নভেম্বর ২০০৮ ০১:০৪ | 160.83.72.211
  • গুগল আর্থ?
  • Binary | ২৯ নভেম্বর ২০০৮ ০০:৫৯ | 198.169.6.69
  • আরে না না, ক্লিপিং -স পেতেই পারে। মানে আমি বলছি তাজের লবিতে বা করিডরে কে ছবি তুলল ? যেখানে ১০০মিটারের মধ্যে মিডিয়া ঢোকা নিষেধ।
  • Arpan | ২৯ নভেম্বর ২০০৮ ০০:৫৬ | 65.194.243.232
  • ক্লিপিংস না পাবার কী আছে? সিএনেন আইবিএন থেকেই তো পাচ্ছে ও দেখাচ্ছে।

    (এই এনারাই প্রজন্ম অনেক ব্যপারে আপটুডেট নয়। ঃ))
  • Arpan | ২৯ নভেম্বর ২০০৮ ০০:৫৫ | 65.194.243.232
  • আমি বুধবার বিকেলেই আমার ম্যানেজারের থেকে কুশল সংবাদ জানতে চেয়ে মেল পেয়েছি। ভদ্রমহিলা ভ্যাকেশনে ছিলেন। তাও মেল করেছেন।

    শুধু সোমবার সকালে স্টেটাস মিটিংটা আধ ঘন্টার জায়গায় এক ঘন্টার হবে। ঃ)
  • Binary | ২৯ নভেম্বর ২০০৮ ০০:৫২ | 198.169.6.69
  • এক্ষুনি লাঞ্চ খেতে বাড়ী গেছিলাম। দেখি সিএনেন দেখাছে, একদম তাজের ভেতরে কম্যান্ডো ঘুরে বেরাচ্ছে। কি করে ক্লিপিংস পেল কে জানে ? আবার মহিলা সবজান্তা মুখকরে বলল, সারা প্‌থিবী নাকি বলছে ইন্ডিয়ান কম্যান্ডো রা অপদার্থ (মানে ঠিক কথাটা এরকম করে বলেননি অবশ্য), ফরেন মিশনের সাহায্য নেওয়া উচিত ছিলো। ইত্যাদি ইত্যাদি।
  • sayan | ২৯ নভেম্বর ২০০৮ ০০:৪৩ | 160.83.72.211
  • হ্যাঁ তিনি এসেছেন শুক্রবারের মায়ালি রাতে। ওওওওও ডিডিদাআআআআআ।

    আর দ্রি তো কথা দিয়েচেন বুবুভা লিখবেন।

    (* এইমাত্র লিপ্টে এক ফিরঙ্গী খোলা দরজা দিয়ে ঢুকেই আমকে দেখে বেশ করুণ মুখে শুধোলেন, "কেমন আছো গা'! আমি থতমত হয়ে বল্লুম "শ্রীচৈতন্যের কৃপায় কেটে যাচ্ছে'। তো তিনি বল্লেন, "ইটস আ শেম, হোয়াট আ কাপল অফ ইস্টুপিড গানম্যান ক্যান ডু। য়ু নো, আই ওয়জ হিয়ার ডিউরিং নাইনওয়ানওয়ান ...' ঠিকের্পরেই আমার তলা এসে যাওয়ায় বাই বলে পালিয়ে বাঁচলুম!)
  • dri | ২৯ নভেম্বর ২০০৮ ০০:৩৮ | 117.194.227.9
  • বুলবুলভাজার ভয় দেখিয়ে আমায় টেররাইজ করা যাবেনা।

    এনিওয়ে, আফগানিস্তানে, দা ফাইট ইজ অ্যাবাউট ক®¾ট্রাল অব গাঁজা। আফগানিস্তানে খুব হাই কোয়ালিটি পপি হয়। সারা পৃথিবীর যত হেরোইন মারিয়ুয়ানা আছে তার সেভেন্টি পার্সেন্ট আফগানি পপি থেকে তৈরি। নাইন ইলেভেন, তালিবান, উইমেন্স রাইট্‌স এসব হল আইওয়াশ, আসল ইস্যু থেকে পাবলিককে ডাইভার্ট করার কৌশল।

    কলোনিয়াল ব্রিটিশরা যখন চীনে ব্যবসা করতে যায়, তখন দেখে সবই ওরা সস্তায় বানায়। কোন কিছুতেই কম্পিটিশানে পেরে না উঠে গাঁজা বেচতে শুরু করে। গাঁজা দারুণ হিট করায় চাইনিজ এম্পারার গাঁজা ব্যান করার চেষ্টা করে। তখন ইংল্যান্ড চীন আক্রমণ করে এবং চীনকে গাঁজা কিনতে বাধ্য করে। সেই থেকে আফগানিস্তান ক®¾ট্রালের সূত্রপাত, রাশিয়ার সাথে বৃটিশদের যুদ্ধ ইত্যাদি।

    বাই দা ওয়ে, আরেকটা জায়গা যেখানে হাই কোয়ালিটি গাঁজা হয় সেটা হল কলাম্বিয়া। সেখানেও লক্ষ্য করে দেখবেন সারাক্ষণ ওয়ার অন টেরর হচ্ছে ক¾ট্রা রেবেলদের সাথে। একটু চোখ চেয়ে দেখলেই প্যাটার্নটা ধরতে পারবেন।

    আজ আর নয়। ঘুম পেয়ে যাচ্ছে (আমি এখন কলকাতায়)। কাল আসলে আবার দেখা যাবে।
  • arjo | ২৯ নভেম্বর ২০০৮ ০০:৩৬ | 24.214.28.245
  • এতো চাঁদের হাট বসেছে। ঃ))
  • Arpan | ২৯ নভেম্বর ২০০৮ ০০:৩৫ | 65.194.243.232
  • এসে গ্যাচেন তিনি, মেলাবেন তিনি মেলাবেন।

    (শোনেন, আপনারে কইতাসি, নন্দলালের লগে তর্ক কইরেন না তো কইরেন না। তাই বলে শ্যামলালের লিগা লিখবেন না ক্যান? এ ভারি অন্যায়।)
  • arjo | ২৯ নভেম্বর ২০০৮ ০০:৩৩ | 24.214.28.245
  • কারণ ছাড়া কার্য হয় না। তাই দ্রি এর কাছে প্রশ্ন এইসবের পিছনে কারণ কি? খুনী ধরতে হলে আগে মোটিভ জানতে হবে।
  • sayan | ২৯ নভেম্বর ২০০৮ ০০:২৮ | 160.83.72.211
  • দ্রি'এর দাবী মেকস মোর সেন্স নইলে অ্যামেরিকান মিডিয়ায় সাউথ এশীয় সন্ত্রাসবাদ নিয়ে এমন আড়াই দিনের টানা ঢক্কানিনাদ আগে বোধহয় হয়নি। এটা পুরোটাই আইওয়াশ মনে হচ্ছে এখন!
  • Arpan | ২৯ নভেম্বর ২০০৮ ০০:২৫ | 65.194.243.232
  • অজদা যদিও দ্রিয়ের নামটা বলে হাটে হাঁড়ি ভেঙ্গে দিলেন, তবুও মনে হয় দ্রিই কি ছদ্মবেশী মাইকেল মুর?
  • sayan | ২৯ নভেম্বর ২০০৮ ০০:২৩ | 160.83.72.211
  • ভালো কথা, সিকি তুই ঐ এটিএম কার্ডগুলো সিটি, অ্যাক্সিস, আইসিআইসিআই ইত্যাদি কোথায় দেখলি? টিভিতে দেখিয়েছে? এনডিটিভিতে যখন GOCর ইন্টারভিউ দেখাচ্ছিল ওগুলোর হোয়ারঅ্যাবাউট জানতে চাইলে বলে ফারদার ইনভেস্টিগেশনের আগে কোনও ইনফো ডিসক্লোজ করা সম্ভব নয়।
  • sayan | ২৯ নভেম্বর ২০০৮ ০০:২০ | 160.83.72.211
  • দমদি, আর পড়িনি বলেই আজ দ্রি কে জ্বালাতন করছি। হনুদা লিখলে সব অ্যাডভান্স লেভেলে অ্যান্টেনার অনেক ওপর দিয়ে স্যাটাস্যাট বেরিয়ে যায়।

    বিবি, ঐ "মনে হয়' টাই ভুল। আর কটা দিন দেখুন। দেখা যাক কি কি প্রজাতির বেড়াল বেরোয় ঝুলি থেকে। আর হ্যাঁ, সিকির পন্থা আপনান। নইলে মেশিনে জাভা ঢেলে দিন।
  • dri | ২৯ নভেম্বর ২০০৮ ০০:২০ | 117.194.227.9
  • না। কোন মীমাংসায় আমি পৌঁছইনি। আর পাঁচজনের মত, এবং মিডিয়ার মত স্পেকুলেট করেছি মাত্র। অবশ্যই সেই স্পেকুলেশানের কিছু ভিত্তি আছে। সেইটাই একটু একটু করে লেখার চেষ্টা করছি। কিন্তু ব্যাপারটা ঠিক এক কথায় বলা মুস্কিল। আর অনেক লিখতে আমার ইচ্ছে করছে না।

    আমেরিকান আর ইজরায়েলি মারলে ইসলামিস্ট মিলিট্যান্টের ওপর সন্দেহ হওয়া স্বাভাবিক। আবার এটাও মনে রাখা দরকার, মানুষের এই সেন্টিমেন্টটা ইউজও করা যায়। আমেরিকা যদি একটা কাজ করে অন্যের ঘাড়ে দোষ চাপাতে চায় তাহলে আমেরিকান আর ইজরায়েলি মারাও একটা ট্যাকটিক্স হতে পারে। ঠিক যেমন, যখন ইরাকে অ্যান্টি আমেরিকান র‌্যালি হয়, তখন আমেরিকা নিয়েই একটি বোম ব্লাস্ট করিয়ে দিলে সবাই ভাববে টেররিস্ট মেরেছে, এবং সেটা অকুপেশানকে জাস্টিফাই করবে। এই একই জিনিস নকশাল পিরিয়ডেও হয়েছে।
  • siki | ২৯ নভেম্বর ২০০৮ ০০:১৬ | 122.162.81.82
  • bb,

    বাংলা লেখার নতুন কল ব্যবহার করুন, একতলায় চলে আসবেন। যদি IEতে ওটা কাজ না করে, ফায়ারফক্সে শিফ্‌ট করে যান।

    পাকিস্তান ISIএর DGকে পাঠাচ্ছে। প্রধানমন্ত্রীর বক্তব্য, আমরা যখন কিছু করিই নি, পাঠাতেও কোনও প্রবলেম নেই। দেখি, মনমোহন সিং কী প্রুফ দেন।
  • sayan | ২৯ নভেম্বর ২০০৮ ০০:১৬ | 160.83.72.211
  • দমদি আস্তে! এগুলো জোরে বলতে আছে নাকি? "ইতিহাসে পাতিহাস/ ভূগোলেতে গোল/ অঙ্কেতে মাথা নাই/ হয়েছে পাগোল' - এ তো আমাকে দেখেই লেখা হয়েছিল।
  • d | ২৯ নভেম্বর ২০০৮ ০০:১৪ | 117.195.32.205
  • সায়ন বোধহয় আফগানিস্তানের ইতিহাস, ভূগোল কিসুই পড়িস নি।
  • sayan | ২৯ নভেম্বর ২০০৮ ০০:১১ | 160.83.72.211
  • হুঁ, ঢপ-এ-চপ ই, আগেই লিখেছিলাম। সাজানো প্রিপ্ল্যানড অনেকগুলো মিথ্যে কে সত্যি বানানোর অতি প্রাচীন প্রয়াস ও তাই নিয়ে মিডিয়ার (এবং কিছু আবেগপ্রবণ লোকের) মহাভারতীয় উল্লম্ফন। এই থেকেই গোধরা, বাবরি ইত্যাদি হয়েছিল।

    দ্রি'দার প্রশ্নের উত্তর জানি না। এশিয়ায় প্রভাব বিস্তার? আলেকজান্ডারিয় ক্ষমতার দখল? নাঃ এত সহজ উত্তর নয়। আর এখানেই সব নয়, সবিস্তার চাই, বুলবুলভাজায়।
  • bb | ২৯ নভেম্বর ২০০৮ ০০:১১ | 117.195.167.197
  • মিডিয়ার সব কথা বিশ্বাস করার কোনো দরকার নেই, কিন্তু আপনারাও কিন্তু অতিদ্রুত এক মীমাংসায় পৌছে যাছেন। মিডিয়া যেমন পাকিস্তান = মুসলমান সন্ত্রাসবাদী বলে প্রমাণ করার নিন্দনীয় প্রচেষ্টা করছে।
    এই আক্রমণের পিছনে অনেক মাথা কাজ করেছে, কিন্তু যে ভাবে আমেরিকান, ব্রিটিশ আর ইজরায়েলীদের মেরেছে তাতে কিন্তু আমেরিকার হাত থাকার চেয়ে, ইসলামিক সন্ত্রাসবাদের হাত বেশী মনে হয়।
    BTW দোতালা থেকে নামা যায় কি করে?
  • dri | ২৯ নভেম্বর ২০০৮ ০০:০৮ | 117.194.227.9
  • আচ্ছা বলুন তো, আফগানিস্তানে এই যে যুদ্ধ, এ কিসের জন্য? টেররিস্ট মারার জন্য? গেঁয়ো আফগানদের এনলাইটেন করার জন্য? মুখের বোরখাটি সরিয়ে দেবার জন্য? বুদ্ধমূর্তি ভাঙার সাজা? এমনকি নাইন ইলেভেনের জন্য?

    কেন রাশিয়া এটা দখল করেছিল? ইন ফ্যাক্ট আফগানিস্তানের জন্য লড়াই হয়েছিল কলোনিয়াল পিরিয়ড থেকেই। জারের সাথে ব্রিটিশদের যুদ্ধ হয়েছিল।

    হোয়াট ইজ দা ফাইট অল অ্যাবাউট?
  • d | ২৯ নভেম্বর ২০০৮ ০০:০২ | 117.195.32.205
  • সাধে দ্রি'য়ের জন্য সবাই অপেক্ষা করে!

    আজ ডিডি কই?
  • dri | ২৮ নভেম্বর ২০০৮ ২৩:৫৭ | 117.194.227.9
  • না সায়ন, শুধু উইকি আর গার্ডিয়ান দেখলে তো হবে না। মেনস্ট্রীম মিডিয়া থেকে বেরোতে হবে। তবে ইটস্‌ আ স্টার্ট। খুঁজলে অনেক কিছুই পাবেন। তাড়া কিসের। আস্তে ধীরে খুঁজুন।

    বিবি, মেনস্ট্রীম মিডিয়ার সব কথা বিশ্বাস করব কেন? এতে মিথ্যের পরিমাণ কি কিছু কম? তবে না। সি আই এ আছে মানেই পাকিস্তানি মুসলমান নেই এমন তো বলিনি ঃ-)। ইন ফ্যাক্ট আমি মনে করছি ডার্টি ওয়ার্কটা কোন পাকিস্তানীরাই করেছে। যদিও ঐ ইন্টারভিউটা যাকে বলে ঢপ-এ-চপ। কিন্তু এত বড় একটা কাজ কোন বড় পাওয়ারফুল অর্গানাইজেশানএর ব্লেসিং ছাড়া হতে পারেনা। সবই স্পেকুলেশান। কিছুতেই কিছু প্রমাণ হয়না। মিডিয়ায় একটু মুখোশপরা লোক দেখালেও কিছুই প্রমাণ হয় না। জানলা থেকে গলগল করে বেরোনো ধোঁয়া দেখালেও যেমন কিছুই প্রমাণ হয় না। আন্দাজ আপনা আপনা।
  • sayan | ২৮ নভেম্বর ২০০৮ ২৩:৫৭ | 160.83.72.211
  • একই কথা বলছে http://tinyurl.com/5l3zox
  • sayan | ২৮ নভেম্বর ২০০৮ ২৩:৪৬ | 160.83.72.211
  • এই যে বিবি, আগে দোতলা থেকে নীচে নামুন, ডানহিল ফেলে আসুন একটা বিড়ি ধরাই তারপর নাহয় টেররিস্টদের অতিসরল "স্বীকারোক্তি' নিয়ে কথা বলা যাবে। ঃ)
  • san | ২৮ নভেম্বর ২০০৮ ২৩:৪৬ | 123.201.53.144
  • দ্রি, একটা বুলবুলভাজা। কবে দিচ্ছেন ?
  • dri | ২৮ নভেম্বর ২০০৮ ২৩:৪৬ | 117.194.227.9
  • এই বুশের বাবা বুশের নার্কোটিক্সের ব্যবসা ছিল। কিউবার কাছে একটি দ্বীপে এনার গাঁজার রিফাইনারি ছিল। প্লাস এটা ছিল গাঁজা ডিসট্রিবিউশানের হাব। এইখান থেকেই কিউবার ওপর ক্যু অ্যাটেম্পট করা হয় যেটা ফেল করে। প্লাস উনি সি আই এর সাথে যুক্ত ছিলেন।

    সি আই এ টা কিন্তু কোন কর্পোরেশানের মত ওয়েল স্ট্রাকচারড অর্গানাইজেশান নয়। এটা আসলে ক্লোজলি কানেক্টেড কিছু পাওয়ার লোকের গ্রুপ। বিশ্বাস, গোপনীয়তা ইত্যাদি কিছু শেডি ব্যাপার হল এর ভিত্তি। এর মধ্যে বুশ পরিবারের মত কিছু এক্সট্রিমিস্ট, নাৎসী নিওকন সবসময়ই সি আই এর মধ্যে ছিল।

    এই বুশ কেনেডি হত্যা মাস্টারমাইন্ড করেছিলেন বলে মনে করা হয়। (না, অসওয়াল্ড একটি সাজানো দোষী)। বলতে ভুলে গেছি প্রেসকট বুশ ফ্র্যাঙ্কলিন রোজাভেল্টকে সরিয়ে একটি ক্যু প্লট করেছিলেন যেটা ভেস্তে গেছিল।
  • bb | ২৮ নভেম্বর ২০০৮ ২৩:৪৩ | 117.195.167.197
  • নিজেদের enlightened প্রমাণ করার কি প্রচেষ্টা ! Riju র প্রতিক্রিয়ার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে একেবারে CIA আল -কায়দার link পেয়ে গেলেন আপনারা এত তাড়াতাড়ি, কিন্তু terrorist রা স্বীকারোক্তি করেছে এটা বিশ্বাস করতে পারছেন না?
    সত্য সেলুকাস কি বিচিত্র এই দেশ,
  • sayan | ২৮ নভেম্বর ২০০৮ ২৩:৪৩ | 160.83.72.211
  • এই দুটো পেলাম।
    http://en.wikipedia.org/wiki/Prescott_Bush
    http://www.guardian.co.uk/world/2004/sep/25/usa.secondworldwar

    দ্রি'দা একটু জ্বালাতন করি? শুধু ইডিওলজিকাল স্টান্স থেকে দুই জেনারেশন পর একটা লোক ধর্মযুদ্ধ শুরু করবে!

    * আমিও দমদি'র সাথে সুর মিলিয়ে .... একটা বুবুভা .... দেখুন না
  • d | ২৮ নভেম্বর ২০০৮ ২৩:৪০ | 117.195.32.205
  • দ্রি,

    বলছিলাম কি ... মানে বলছিলাম যে .... একটা ..... দেখুন না ....
  • dri | ২৮ নভেম্বর ২০০৮ ২৩:৩১ | 117.194.227.9
  • ওকে। একটু একটু লিখি। বাকিটা হোমওয়ার্ক। নিজে রিসার্চ করে বার করুন। পুরোটা পরিস্কার করে লিখতে গেলে অনেক লিখতে হবে। আমার অত দম নেই।

    বুশ পরিবার ইডিওলজিকালি নাৎসিভাবাপন্ন। আমাদের কন্টেম্পোরারি বুশের ঠাকুরদা প্রেসকট বুশ ইউনিয়ান ব্যাঙ্কিং কর্পোরেশান এর ভাইস প্রেসিডেন্ট হিসেবে নাৎসী জার্মানীকে আর্থিক সাহায্য করেন, এবং তাদের সাথে ব্যবসা করেন। হিটলারের কনসানট্রেশান ক্যাম্পের পেছনে এনার পরোক্ষ মদত ছিল, কারণ ইনি এই কনসে®¾ট্রশান ক্যাম্পের বন্দীদের ফ্রি লেবার হিসেবে ইউজ করতেন নিজের রাবার কোম্পানীর জন্য।
  • Binary | ২৮ নভেম্বর ২০০৮ ২৩:৩০ | 198.169.6.69
  • বছর খানেক আগে, তৎকালীন আল-কায়েদা দুনম্বর (নামটা ভুলে গেছি), অ্যামেরিকান বম্বিং-এ মারা যায়। পরে সেই আল-কায়েদা নেতার বউ, প্রেস স্টেটমেন্ট দিয়েছিলো, 'দ্য ওপারেশন ওয়াজ নেগোশিয়েটেড উইথ সিআইএ টু প্রোটেক্ট লাদেন রিসাইডিং ইন দ্যাট এরিয়া দ্যট টাইম' এরকম একটা কিছু। পুরোটা মনে নেই। পরে সেই স্টেটমেন্টা চেপে যাওয়া হয়।
  • sayan | ২৮ নভেম্বর ২০০৮ ২৩:২৫ | 160.83.72.211
  • বাইনারিদা, সঠিক। কিন্তু এই অ্যাটাকটা বেসিকালি ছিল গোটা দুনিয়ার নজর কাড়ার জন্য। খুঁজে খুঁজে পাসপোর্ট ধরে গুলি করা, লিওপোল্ড কাফের ব্যাকপ্যাকারদের শ্যুট করা .. এসবে সিআইএ'র হাত আছে এটা প্রমাণ করা যাবে? সাধারণত? এই অ্যাটাকটা ঠিক অন্য পাঁচটা অ্যাড হক লো-ইনটেনসিটি বোমাবাজি ছিল না। হয়ত সেই ফ্যাক্ট আর ধরা পড়া জঙ্গীদের হড়হড় করে এত সহজে সব উগরে দেওয়া, এর থেকে মনে হয় কি জানি।
    আল পাচিনো'র দি রিক্রুট মনে পড়ে যাচ্ছে।
  • sayan | ২৮ নভেম্বর ২০০৮ ২৩:১৮ | 160.83.72.211
  • হ্যাঁ, কি সেই ইন্টারেস্ট সেটাই জানতে চাইছি। শুধুই অস্ত্র বেচা আর ওয়ার অন টেরর'এর নামে দলে টানা? সাউথ এশিয়ায় সৈন্য মোতায়েন করা? নাকি পরমাণু চুক্তির হিডন টিএনসি?
    এলইটি টা ইন জেনেরাল বলা। মানে ইসলামিক টেররিস্ট। যদিও টেররিজমের কোনও ধর্ম হয় না।
  • Binary | ২৮ নভেম্বর ২০০৮ ২৩:১৪ | 198.169.6.69
  • সায়ন, আল-কায়েদা আর সিআইএ-র যোগাযোগ এর আগে বহু বার বাইরে এসেছে। এমনকি আফগনিস্থানে-ও।
  • Binary | ২৮ নভেম্বর ২০০৮ ২৩:১১ | 198.169.6.69
  • তু -এর লিঙ্ক প্রসঙ্গে।

    আগে নয়, অন্তত লাস্ট ২৪ ঘান্টায় যত ক্যাজুয়ালিটি, তাজে বা নরিম্যানে, মোস্ট লাইকলি, কোল্যটারাল ড্যামেজ-ও প্রচুর আছে। মানে লোক মরতে পারে এনসিজি-র গুলিতে-ও। তবে ইজরাইল এ ব্যাপারে বলার অধিকার নেই, কেননা, যেকোনো ইজরাইলি কম্যান্ডো অপারেশনে হুদো হুদো কোল্যটারাল ড্যামেজ হয়।
  • dri | ২৮ নভেম্বর ২০০৮ ২৩:০৯ | 117.194.227.9
  • হ্যাঁ, প্রথম প্রথম একটু কেমন কেমন লাগে। কিন্তু বুশ পরিবারের হিসট্রিটা একটু ডিটেলে দেখলে আর কেমন কেমন লাগবে না। তাছাড়া কার কি ইন্টারেস্ট সেটাও একটু দেখতে হবে।

    তবে এলইটি পাঠাবে কেন? জঙ্গী মানেই কি লস্কর এ তৈবা, জয়েশ এ মহম্মদ আর আল কায়েদা? ইরাকে যে এত বম্বিং হয় সবই কি টেররিস্ট বম্বিং? যেই আমেরিকান অকুপেশান বিরোধী ডেমনস্ট্রেশান হয় ওমনি পট করে একটা বম্বিং হয়ে যায় কেমন।
  • sayan | ২৮ নভেম্বর ২০০৮ ২৩:০২ | 160.83.72.211
  • সিআইএ'র বুশ ফ্যাকশন বৃটিশ আর অ্যামেরিকানদের মারতে LeT জঙ্গীদের পাঠাবে - এটা একটু কেমন কেমন নয়?
  • dri | ২৮ নভেম্বর ২০০৮ ২২:৪৯ | 117.194.227.9
  • আমেরিকা, ইংল্যান্ড আর ইজরায়েল এখন ডেসপারেটলি ভারতকে দলে টানতে চাইছে। কেউ বলছে ছি ছি, কেউ বলছে আমাদের টেররিস্ট এক্সপার্টকে পাঠাচ্ছি, কেউ বলছে কি চাই বল।

    কিন্তু ভেরি লাইকলি এটা সি আই এ (বুশ ফ্যাকশান) আর আই এস আই এর জয়েন্ট অপারেশান।
  • d | ২৮ নভেম্বর ২০০৮ ২২:২৭ | 117.195.32.205
  • হুঁ
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত