কেউ কেউ আবার এও বলছে, হেমন্ত কারেকার মরেছে বশ হয়েছে। 'শালা-র বেশী তেল হয়েছিলো মালগাঁও নিয়ে'। এরপর আরেকটা দাঙ্গা না লেগে যায়।
arjo | ২৭ নভেম্বর ২০০৮ ২১:১৩ | 24.214.28.245
বোঝো এবারে ঈশানও বানামে ভুল ধরা প্রতিক্রিয়াশীলেদের দলে নাম লেখালো। ঃ)) তাও আবার উর্দু। কাতলে আমই বোধহয়। ৎ নয় বোধহয়। তবে জানি না।
ছুট্টি করেগাটাও কেমন জোর করে বলা মনে হল। যখন ডিমান্ড জানতে চাইল পাশের লোকের কাছে। পরিস্কার বললে হান জী ডিমাণ্ড কেয়া হ্যায়। পাকিস্তানের লোকে কি হান জী বলে? জানি না।
Binary | ২৭ নভেম্বর ২০০৮ ২১:১১ | 198.169.6.69
আমি তো কালকে-ই বললুম, জে 'আজতক' এ বেমালুম বলে দিলো যারা ধরা পড়েছে তারা 'পাকিস্তানী'। সুধু একটা 'এ কে ফর্টিসেভেন' দেখে। 'এম এস এন লাইভে' পাবলিক ওপিনিয়ান দেখ মাথা গরম হয়ে যাচ্ছে। লোকে খোলাখুলি বলছে, 'প্রতিটা মুসলিম-কে নাকি রাস্তায় ফেলে লাথিয়ে মারা উচিত'।
Ishan | ২৭ নভেম্বর ২০০৮ ২১:০৮ | 12.217.30.133
কাতিলে আম, না কৎলে আম?
arjo | ২৭ নভেম্বর ২০০৮ ২১:০৫ | 24.214.28.245
এই ক্লিপটা একেবারে অবিশ্বাস্য। কাতিলে আম শুনে বলে দিল পাকিস্তানি। আর উর্দু অ্যাকসেন্ট যে আমার থেকেও বাজে তার বেলা। আর ফোনে কথাবার্তা থেকে এরকম প্রোভোকেটিং প্রচার ঠিক নয়।
Ishan | ২৭ নভেম্বর ২০০৮ ২০:৩৩ | 12.217.30.133
এই ক্লিপ তো দেখি "প্রমাণ' করে দিল, লোকটি পাকিস্তানি। যত্তোসব।
Ishan | ২৭ নভেম্বর ২০০৮ ২০:২৭ | 12.217.30.133
কালকে মাঝ রাত্তির অব্দি টিভি দেখলাম। আবার আজ সকাল থেকে। উফ। কি ভয়ঙ্কর।
সত্যি, আমি দিল্লী ব্লাস্টের আগের শনিবারেই পালিকাতে পার্ক করে সে¾ট্রাল পার্ক থেকে মেট্রো ধরে চৌড়ী বাজার গেছি, ফিরে আবার অটো ধরে করোলবাগ গেছি গফর মার্কেটের উল্টোদিকে। পরে ভেবেছি যদি কোনোকারনে ঐ শনিবার না যেতে পেরে পরের শনিবার যেতাম!
এখন আমি অনেকদিন ওদিকটায় যেতে পারবনা, পালিকাতে পার্ক করতে পারবনা।
siki | ২৭ নভেম্বর ২০০৮ ১৭:৩৮ | 219.64.11.35
সেই শান্তিটা সত্যিই পাচ্ছি না। শান্তি এক রকমেরঃ এবারের মত বেঁচে গেলাম। কিন্তু জাস্ট কিচ্ছু বুঝতে পারছি না আর কতদিনের জন্য বেঁচে গেলাম।
shrabani | ২৭ নভেম্বর ২০০৮ ১৭:৩৬ | 124.30.233.102
মনে মনে শান্তি পাবে তো? ভাববে না আজ মুম্বই হলে কাল দিল্লী নয়ডা কলকাতা যা খুশী হতে পারে। আমরা সেফ নই কোথাও। কতগুলো লোকের খেয়ালখুশীর রাজত্বে আমাদের সাধারণ লোকেদের সুখ শান্তি সব গিয়েছে!
siki | ২৭ নভেম্বর ২০০৮ ১৭:২৭ | 219.64.11.35
আর মনে মনে বলব, ভাগ্যিস আমি মুম্বইতে থাকি না! আর মনে মনে শান্তি পাবো।
shrabani | ২৭ নভেম্বর ২০০৮ ১৭:২৪ | 124.30.233.111
আমরা আর কি করব, নিউজ চ্যানেল গুলো উল্টেপাল্টে যাব আর স্পেকুলেট করে যাব। কিন্তু মুম্বইবাসীদের কথা ভাবছি, কি প্রচন্ড ভয় আর উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে, ধনী গরীব নির্বিশেষে। রাস্তায় বেরোলে জানেনা, ঠিকঠাক ফিরবে কিনা! ঘরের মধ্যেও হয়ত নিরাপদ বোধ করছেনা!
shrabani | ২৭ নভেম্বর ২০০৮ ১৭:২০ | 124.30.233.111
দূরদর্শনে সারাদিন সেতার বাজলেও এখন আর কারো কোনো প্রবলেম নেই! এমনিতেই কেউ ডিডি খোলেনা।
siki | ২৭ নভেম্বর ২০০৮ ১৬:৩২ | 219.64.11.35
হুঁ, ভি পি সিং মারা গেছেন, কিন্তু প্রাক্তন প্রা মি ছিলেন বলে কাল কোনও ছুটি দেওয়া হচ্ছে না।
siki | ২৭ নভেম্বর ২০০৮ ১৬:৩১ | 219.64.11.35
নেভি নাকি একটা জাহাজ আটক করেছে? তার থেকে নাকি পাকিস্তানি সন্ত্রাসবাদী ধরা পড়েছে? এনডিটিভিতে নাকি লিখেছে?
h | ২৭ নভেম্বর ২০০৮ ১৬:৩০ | 203.99.212.224
এই স্পেকুলেশন টা করে কোন লাভ নাই।
siki | ২৭ নভেম্বর ২০০৮ ১৬:২৫ | 219.64.11.35
প্রশ্নটা তো সেখানেই। বিজেপিকে ইলেকশনের আগে জমি ফিরিয়ে দিতে অঙ্গীকারবদ্ধ ছিল না তো ভিএইচপি আরেসেস আর অভিনব ভারত? ওরা তো পারে না এমন কোনও কাজ নেই, দেখাই গেছে।
Suvajit | ২৭ নভেম্বর ২০০৮ ১৬:২৫ | 121.221.5.229
NDTV বলছে যে ট্রাইডেন্টের পিছনের দরজা দিয়ে লোক বার করা হচ্ছে।
Suvajit | ২৭ নভেম্বর ২০০৮ ১৬:২২ | 121.221.5.229
IBN Live য়ো বলছে তাজ এখন মুক্ত। ট্রাইডেন্ট-য়ে অপারেশন শুরু করতে যাচ্ছে আর্মি।
shrabani | ২৭ নভেম্বর ২০০৮ ১৫:৫৮ | 124.30.233.102
আড়াইটার সময় থেকেই এ এন রয় বলছে তাজ মুক্ত, কিন্তু NDTV তে রুমে বন্দী একজন গেস্টএর সঙ্গে টেলিফোনে কথা দেখাচ্ছিল। রিপোর্টারের কোনো এক কমেন্টের উত্তরে সে পরিস্কার বলল, যে তাজ মুক্ত হলে তো আমি নীচে এই হোটেলের বাইরে হতাম!
h | ২৭ নভেম্বর ২০০৮ ১৫:৫৩ | 203.99.212.224
আমার খুব সন্দেহ আছে, তাজের কেসটা আদৌ শেষ হয়েছে কিনা। কারণ অসংখ্য ঘর আর সব গেস্টের হিসেব মিলেছে কিনা কোনো খবর নাই।
Arijit | ২৭ নভেম্বর ২০০৮ ১৫:৩৬ | 61.95.144.123
ভিপি মারা গেছে।
h | ২৭ নভেম্বর ২০০৮ ১৫:২৫ | 203.99.212.224
তাজের পেছনে বড়ে মিঞা গলি যেটা সেটা দিয়ে এগিয়ে গেলে ভেতরের একটা রাস্তা দিয়ে নরিম্যান পয়েন্ট যাওয়া যায়। আমার ধারণা এই নরিম্যান হাউজ যেটা বলছে সেটা ঐ রাস্তায়।
r | ২৭ নভেম্বর ২০০৮ ১৫:২৫ | 125.18.104.1
ইনটেলিজেন্স এড়িয়ে যদি বন্দুক আর বারুদ জোগাড় করা যায়, চার পাঁচজন মিলে কত লোককে মারা যায় তার ইয়ত্তা আছে? যে টার্গেটগুলো ধরা হয়েছে, তার প্রায় প্রত্যেকটা শূন্য সিকিওরিটি- তিনটে হোটেল, একটা কাফে, একটা হসপিটাল, একটা সিনেমা হল, একটা ইহুদীদের বাড়ি।
shrabani | ২৭ নভেম্বর ২০০৮ ১৫:২০ | 124.30.233.102
মালেগাঁও নিয়ে কোণঠাসা বিজেপি ইলেকশনে গ্রাউন্ড ফিরে পেল!
h | ২৭ নভেম্বর ২০০৮ ১৫:২০ | 203.99.212.224
যদ্দূর মনে পড়ছে গেটওয়ে র বাঁদিকটায়, কোস্ট গার্ড এর হেড কোয়ার্টার। মাঝে মাঝেই রণতরী দেখা যায়। এবং ওয়েস্টার্ন নেভাল কম্যান্ড কোলাবায়। গেটওয়ে থেকেই এলিফান্টা যাওয়ার লঞ্চ গুলো ছাড়ে। পুরোনো তাজের, যেটার গম্বুজ পুড়েছে, সেটার ঠিক সামনে। অসংখ্য লোক ঐখানে বসে আড্ডা মারে জেনেরালি। আরেকটু পিছিয়ে এসে কাফে মন্ডেগার। তার থেকে কজওয়ের রাস্তা শুরু। সেটার উপরে খানিকটা এগিয়ে কাফে লিওপোল্ড। ওখানে এমনি সারাক্ষন মিলিটারি ঘুরে বেড়ায়। কারণ নেভীনগর টা পাশেই। ঐখানে নৌবিদ্রোহের মিউজিয়াম আর আফগান চার্চটা আছে।
stoic | ২৭ নভেম্বর ২০০৮ ১৫:১৯ | 160.103.2.224
লেটেস্ট আপডেট কোথা থেকে পাওয়া যাচ্ছে ? NDTV ? ওখানে দেখলাম যে এখনো ট্রাইডেন্ট, তাজ কোলাবা তে হোস্টেজ সিচুয়েশান চলছে। এটাই কি লেটেস্ট ?
siki | ২৭ নভেম্বর ২০০৮ ১৫:১৪ | 219.64.11.35
দিল্লি আর আসামের ব্লাস্টের পরেও কেউ কেউ মিনমিন করে বলেছিল, খবর ছিল। গুরুত্ব দেওয়া হয় নাই। এই প্রথম এখনও পর্যন্ত কেউ বলছে না, খবর ছিল।
r | ২৭ নভেম্বর ২০০৮ ১৫:১১ | 125.18.104.1
মানা যাচ্ছে না কেন তাও বুঝছি না। ভারতের ইনটেলিজেন্স কিছু দাড়িওয়ালা লোকের ছবি বের করে তাদের টেররিস্ট বলে দেওয়া ছাড়া কবে কোন বড় টেররিস্ট অ্যাটাক আটকাতে পেরেছে? অপদার্থ ইনটেলিজেন্স না হলে টেররিজ্মের জন্য ইরাকের পরে সবথেকে বেশি লোক ভারতে মারা যায়?
d | ২৭ নভেম্বর ২০০৮ ১৫:১০ | 203.143.184.10
* শ্যুটিং
d | ২৭ নভেম্বর ২০০৮ ১৫:১০ | 203.143.184.10
নিউজে দেখিয়েছে ভিয়েৎনাম থেকে একটা জাহাজ আসার পাথে করাচী বন্দরে কিছু লোক ও কিছু ছোট ছোট ডিঙি টাইপের জিনিষ তোলা হয়। এই ডিঙিতে চড়ে এইসব সন্দেহযনক লোকেরা কোলিওয়াড়া'য় এসে নামে। কোলিওয়াড়ার আদত মৎস্যজীবিরা নাকি ওদের জিগ্যেসও করে "তোমরা কারা? কোত্থেকে আসছ?" তাদের বলা হয় নিজের কাজে মন দিতে। এদের মধ্যে ২-১ জন এমনকি পুলিশেও খবর দিয়েছিল। পুলিশ নাকি পাত্তা দেয় নাই, কারণ ঐ অঞ্চলে প্রায়ই শ্যিটিং হয়।
এর কতটা সত্যি, কতটা গল্প কে জানে!
shrabani | ২৭ নভেম্বর ২০০৮ ১৫:০৮ | 124.30.233.102
কোস্টগার্ড তো থাকার কথা! এরকম audacious terror attack শুধু বহিরাগতদের দ্বারা সম্ভব কী?
siki | ২৭ নভেম্বর ২০০৮ ১৫:০২ | 219.64.11.35
সেরকমই তো মনে হচ্ছে! নৌকো করে এত অস্ত্রশস্ত্র নিয়ে কারা ঢুকে পড়ল, আর নেভি দেখতে পেল না? বম্বের সমুদ্ররেখায় কি নেভির পাহারা থাকে না?
আর ইন্টেলিজেন্সের এত বড় ফেলিওর, একেবারে কিছু জানতে পারে নি! জাস্ট মানা যাচ্ছে না।
shrabani | ২৭ নভেম্বর ২০০৮ ১৫:০০ | 124.30.233.102
লাঞ্চে গিয়ে নিউজে দেখলাম নরিমান হাউসে এগার না বারজন ইস্রায়েলীকে হোস্টেজ নিয়েছে। ভীষণ স্ট্রেঞ্জ আর ভয়ঙ্কর প্ল্যানড অ্যাটাক। দেশের ইনটেলিজেন্স কি ধসে গেছে?
Blank | ২৭ নভেম্বর ২০০৮ ১৪:৪৪ | 203.99.212.224
তাজ থেকে সবাই মুক্ত।
r | ২৭ নভেম্বর ২০০৮ ১৪:৪১ | 125.18.104.1
যেখানে যা হোক, বাঙালীর একটি কবিতা বা প্রবন্ধ চাইই চাই। ;-)
লজিকালিও তোমাদের আশঙ্কা ঠিক হতে পারে না। অনেকগুলো কারণে। এগুলো তো র্যান্ডম অ্যাক্ট নয়। ইতিহাস ভূগোল রয়েছে। কিভাবে করা হয়েছে, কাদের টার্গেট করা হয়েছে- এইসব ব্যাপার আছে। যে কোনো নতুন গোষ্ঠীর পক্ষে এই বিরাট অভূতপূর্ব আক্রমণ করার লজিস্টিক্স তৈরি করতেই বহু সময় লাগবে। যদি না খুব বেশি ফোরসাইথ আর লুডলামে বিশ্বাস কর।
Arpan | ২৭ নভেম্বর ২০০৮ ১৩:৩১ | 208.57.131.4
সিকির জন্য আপডেটঃ ট্রাইডেন্ট হোটেল থেকে ফ্রেশ এক্সপ্লোশনের আওয়াজ শোনা গেছে। এনকাউন্টার অন।
Arijit | ২৭ নভেম্বর ২০০৮ ১৩:২৬ | 61.95.144.123
তাতে তো কিছু প্রমাণ হয় না। আসলে এখন সাদা চোখে কাউকেই বিশ্বাস করতে পারছি না।
d | ২৭ নভেম্বর ২০০৮ ১৩:১৯ | 203.143.184.10
পুণেতেও স্কুল কলেজ দোকানপাট সব বন্ধ। ১ ডিসেম্বার মহারাষ্ট্র বন্ধ্
r | ২৭ নভেম্বর ২০০৮ ১৩:১৯ | 125.18.104.1
অরিজিৎ আর দমুর আশঙ্কা মনে হয় না ঠিক। তাজে যারা ঢুকেছে তারা নাকি পণবন্দীদের মুক্তির জন্য দাবী করেছে যে ভারতে যাবতীয় মুজাহিদিনদের মুক্তি দিতে হবে।
r | ২৭ নভেম্বর ২০০৮ ১৩:১২ | 125.18.104.1
মুম্বাইয়ের সব স্কুল কলেজ বন্ধ। সব স্টক এক্সচেঞ্জ বন্ধ। কোলাবা অঞ্চলে কার্ফিউ। রাজ্য সরকার জরুরী প্রয়োজন ছাড়া বাড়ি থেকে না বেরোবার জন্য অ্যাডভাইস দিয়েছে। এগারোটা নাগাদ শুনেছিলাম তখনও অন্ততঃ পাঁচ ছয়জন সন্ত্রাসবাদী রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। কেউ জানে না তারা কোথায়।
Jay | ২৭ নভেম্বর ২০০৮ ১৩:১০ | 194.176.105.45
আর এস এস/ বিজেপি আর ইংল্যান্ড ক্রিকেট দলের আচমকা একটা স্বস্তির সুযোগ পেয়ে গেল!!!
হেমন্ত কারকারের ব্যাপারটায় ভীষন সকড লাগছে। লোকটাকে বেশ লাগত। ভাবতে পারছিনা আর নেই। নেই হয়ে যাওয়া কি সোজা। বেনজিরের পর- যেন মৃত্যুকে তাড়া করে ধরল।
siki | ২৭ নভেম্বর ২০০৮ ১৩:০৭ | 219.64.11.35
সম্পূর্ণ অভিনব পদ্ধতিতে অ্যাটাক হয়েছে। এই জিনিস ভারতের মাটিতে আগে কখনও হয় নি। সংসদ ভবনেও যে অ্যাটাক হয়েছিল, সেটাও ঠিক এর সাথে তুলনীয় নয়।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন