এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • siki | ০২ ডিসেম্বর ২০০৮ ১২:১৭ | 219.64.11.35
  • ফ্রাস্টি তেমন কিছু নেই। সমস্ত ব্লক্‌ড, জেনেই ঢুকেছি, ঢোকার পরে জানিনি। গুরু খোলে, এটাই সারপ্রাইজ। এখন যেমন হাতে কোনও কাজ নেই, কেবলই গুরু রিফ্রেশ মেরে যাচ্ছি। এই সময়্‌গুলোতে একটু বোর লাগে। কাজ শুরু হলে পরে আর সব খোলার সময়ও থাকবে না।
  • sinfaut | ০২ ডিসেম্বর ২০০৮ ১২:১২ | 165.170.128.65
  • কিন্তু সিকির ফ্রাস্টেশনটা ভাবো। আমিও আগে এমন ভুগেচি, সব শালা ব্লকড।
  • Arijit | ০২ ডিসেম্বর ২০০৮ ১১:৫৮ | 61.95.144.123
  • তোমার এটা লাগবো না। এটা হল যার "ভাই' ভালোবাসে তাদের;-)
  • siki | ০২ ডিসেম্বর ২০০৮ ১১:৫৭ | 219.64.11.35
  • ধুশ্‌শালা, এটাও ব্লক্‌ড!
  • sinfaut | ০২ ডিসেম্বর ২০০৮ ১১:৫৫ | 165.170.128.65
  • কে কে "ভীম"বলীয়ান হতে চায়?
    http://www.swaroopch.com/notes/Vim

    ইয়ে, আমি চাই না।
  • siki | ০২ ডিসেম্বর ২০০৮ ১১:৫০ | 219.64.11.35
  • ঠিক। আমার লিস্টেও ছিঁটে নেই। ল্যামডা পাই ফাই বিটা সব আছে এদিকে!
  • Arijit | ০২ ডিসেম্বর ২০০৮ ১১:৪৮ | 61.95.144.123
  • আমার তো যায় না!!! ছিঁটেটা নেই লিস্টে।
  • siki | ০২ ডিসেম্বর ২০০৮ ১১:৪৭ | 219.64.11.35
  • বিলাসরাও দেশমুখ কি পদত্যাগ করেছে আল্টিমেটলি? কোনও আপডেট?
  • siki | ০২ ডিসেম্বর ২০০৮ ১১:৪৫ | 219.64.11.35
  • ক্যানে! মোবাইলে তো সমস্ত স্পেশাল ক্যারেক্টারই ডালা যায়! (অন্তত আমাট্টায় যায়)।
  • Arijit | ০২ ডিসেম্বর ২০০৮ ১১:৪৪ | 61.95.144.123
  • আমার পাসওয়ার্ড এমন যে মোবাইলে মেল খোলা যায় নাঃ-)
  • siki | ০২ ডিসেম্বর ২০০৮ ১১:৪০ | 219.64.11.35
  • অর্পণ,

    মোবাইলে পড়লাম মেল। পাঠিয়ে দিতে বোলো।
  • siki | ০২ ডিসেম্বর ২০০৮ ১১:৩৪ | 219.64.11.35
  • না। সন্ধ্যেবেলা বাড়ি গিয়ে দেখব।
  • R | ০২ ডিসেম্বর ২০০৮ ১১:৩৪ | 121.241.164.22
  • এবং মোহনবাগান একনম্বর হবার দিকে এগোচ্ছে ঃ-)))
  • Blank | ০২ ডিসেম্বর ২০০৮ ১১:২৬ | 203.99.212.224
  • ইবে
    হে হে হে হে হি হি হি হি
  • Arpan | ০২ ডিসেম্বর ২০০৮ ১১:২৫ | 208.57.131.4
  • শমীক তুমি কি জিমেল দেখতে পাও অফিস থেকে? না হলে বাড়ি গিয়ে দেখে নিও।
  • Arpan | ০২ ডিসেম্বর ২০০৮ ১১:২৩ | 208.57.131.4
  • হাল খুব বুরা। চুপচাপ আছি। নিউক্যাসল আর ইবে এইবার একই জায়গায় থাকবে মনে হয়।
  • Arijit | ০২ ডিসেম্বর ২০০৮ ১১:০২ | 61.95.144.123
  • দ্যাখো - যাই হোক না কেন - সার্ভিস কোনোটারই উঁচুমানের কিছু হবে না যদ্দিন না পুরো আণ্ডারলায়িং ইনফ্রাস্ট্রাকচার ফাইবার অপটিকস হচ্ছে। আর তার তো এক নম্বর হল বহুত খরচ, দুই নম্বর হল কোনদিন কে এসে খুঁড়ে দিয়ে সব কেটে দিয়ে চলে যাবে, ব্যাস্‌।
  • Arpan | ০২ ডিসেম্বর ২০০৮ ১১:০০ | 208.57.131.4
  • বোমাটোমা ফাটানোরও আরো সুবিধে হবে।
  • siki | ০২ ডিসেম্বর ২০০৮ ১০:৫৬ | 219.64.11.35
  • না, ভুল বললাম বোধ হয়। 3G-র ফান্ডায় ডিজিটাল কেবল টিভিতে ইন্টারনেটের ফান্ডা আসে না।
  • siki | ০২ ডিসেম্বর ২০০৮ ১০:৫৪ | 219.64.11.35
  • যদ্দূর জানি 3G নেটওয়ার্ক চালু হলে এইটা হয়ে যাবে। ভারতে এখনও 3G লাইসেন্স আর স্পেকট্রাম অ্যালোকেশন নিয়েই টানাপোড়েন চলে যাচ্ছে। 3G হলেই কেবল টিভি ফোন আর ইন্টারনেট, মানে ভয়েস, সাউন্ড, ডেটা, আর ভিডিও একসাথে একই কেবলে ট্রান্সফার করা যাবে।

    তারপরে আরও সুদিন আসবে। 4G নেটওয়ার্ক। সেদিন স্রেফ মোবাইল ফোন দিয়ে গাড়ি কি বাড়ির দরজা লক করে দেওয়া যাবে, বাড়ির ইলেকট্রিক সাপ্লাই বন্ধ করে দেওয়া যাবে, আরো কী কী সব যেন হবে।
  • Arijit | ০২ ডিসেম্বর ২০০৮ ১০:৪৩ | 61.95.144.123
  • কি জানি। সেট টপ বক্স নিয়ে তো কতদিন কিসব চেঁচামেচি হল...এখন টাটা-স্কাই, রিলায়েন্স বিগ টিভি আর এয়ারটেল দিচ্ছে - তবে সেগুলো ডিশ বসিয়ে। আর তার সাথে নেট দিচ্ছে বলে শুনিনি। এয়ারটেল সব জায়গায় দেয় না, আমাদের ওদিকে মনে হয় টাটা-স্কাই আর রিলায়েন্স দিলেও দিতে পারে।
  • sinfaut | ০২ ডিসেম্বর ২০০৮ ১০:৪৩ | 165.170.128.65
  • কেউ মুম্বাই কলিং দ্যাখো? হেইচবিও তে শনিবার হয়, ব্যাপক।
  • Arpan | ০২ ডিসেম্বর ২০০৮ ১০:৪১ | 208.57.131.4
  • সেইটা কবে হবে?
  • Arijit | ০২ ডিসেম্বর ২০০৮ ১০:৩৯ | 61.95.144.123
  • আরে ওই ডিজিট্যাল টিভি ম্যান্ডেটরি হলেই দেখবে সুরসুর করে সব পাল্টে যাবে। তখন তো ওই লাইনে নেট দিতে পারা উচিত - টেলিওয়েস্টের মতন।
  • Arpan | ০২ ডিসেম্বর ২০০৮ ১০:৩৭ | 208.57.131.4
  • হায়, পোস্ট টেলিকমুনিকেশনবিপ্লব যুগেও অরিজিতের হাল দেখ। সরকারি অফিসের তালিবানি সিদ্ধান্তের জের।

    (এতদ্বারা আমি তালিবানিদের কার্যকলাপের প্রচণ্ড নিন্দা করলাম)
  • Arijit | ০২ ডিসেম্বর ২০০৮ ১০:৩৪ | 61.95.144.123
  • না, নিজেরা বাকি কেবল কিনে দিলেও হবে না। আমি আর ইদানিং খোঁজও নিই না - বাড়ি পাল্টানোর একটা চান্স আছে...
  • Arijit | ০২ ডিসেম্বর ২০০৮ ১০:৩৩ | 61.95.144.123
  • ডেটা কার্ড আপিস থেকে দেবে বলেছে, কিন্তু এখানকার আপিস তো...সেই কব্বে আমি একটা হার্ডওয়্যার স্পেক দিয়েছিলুম, এখনো কিস্যু হয়নি। সেটা না হলে কাজই হবে না। তো সেখানেই এই হাল, ডেটাকার্ডও কবে দেবে কে জানে।

    তবে ডেটাকার্ডেও কি খুব লাভ হবে? লোকে বলে ইমেইল চেক করতেই জান বেরিয়ে যায়!!! আর আমার তো আরো লাগবে ওই টেলিকন/শেয়ারড পিপিটি - এসবের জন্যে।
  • sinfaut | ০২ ডিসেম্বর ২০০৮ ১০:৩১ | 165.170.128.65
  • নিজেরা একস্ট্রা কেবল কিনলে হবে না?
  • san | ০২ ডিসেম্বর ২০০৮ ১০:৩০ | 123.201.53.144
  • কিন্তু কোলকাতায় এয়ারটেল বা রিলায়েন্সের ডেটা কার্ড পাওয়া যায়না ?
  • Arijit | ০২ ডিসেম্বর ২০০৮ ১০:২৯ | 61.95.144.123
  • প্রবলেমটা হল বিএসএনএল এখন "নাকি' ৬০ মিটারের বেশি কেবল দেয় না, এবং বক্স থেকে আমাদের বাড়ি প্রায় দেড়শো মিটার। হয়তো ঝুলোঝুলি করলে বা সেরকম ব্যবস্থা করলে হয়ে যাবে, কিন্তু সেটা করবো না।
  • sinfaut | ০২ ডিসেম্বর ২০০৮ ১০:২৬ | 165.170.128.65
  • কলকাতার বিএসএনএলের প্রবলেমটা কী? দিচ্ছে না কেন?
  • siki | ০২ ডিসেম্বর ২০০৮ ১০:২২ | 219.64.11.35
  • আমার তো এখন বাড়ির কানেকশনই ভরসা। আপিসে তো সমস্ত ব্লক্‌ড। গুরু যে ব্লক্‌ড করে নি, এর দ্বারাই প্রমাণিত হয় অবাঙালি সমাজে বাঙালি গুরুর তেমন নামডাক নেই ঃ-)

    এমনকি আবাপ আর বাংলালাইভও ব্লক্‌ড! ভাবো একবার!
  • Arijit | ০২ ডিসেম্বর ২০০৮ ১০:২১ | 61.95.144.123
  • অ্যালায়েন্স ব্রডব্যান্ড আছে, কিন্তু সে তো শুনেছি ঝুলস্য ঝুল।
  • siki | ০২ ডিসেম্বর ২০০৮ ১০:২০ | 219.64.11.35
  • অরিজিৎ বাড়িতে এখনও নেট কানেকশন পাও নি? বিএসেনেল ছাড়া কি আর কোনও অপশন নেই তোমাদের এলাকায়? আপাতত কিছু একটা নিয়ে নাও না!
  • h | ০২ ডিসেম্বর ২০০৮ ১০:০১ | 203.99.212.224
  • ভাট অল্প এগিয়েছে। এবং কেউ হাগু দেওয়া নেওয়া করে নি। সমুখে শান্তি পারাবার।
  • h | ০২ ডিসেম্বর ২০০৮ ০৯:৫৬ | 203.99.212.224
  • অক্ষ র স্ট্যান্ড পুরোপুরি ভুল ভাল। প্রথমত লালগড় নিয়ে অক্ষকে প্রবন্ধ লিখতে কে বারণ করেছে বোঝা গেল না। লিখলেই হয়। যারা লেখেনি, তাদের গাল দেওয়া অর্থহীন। ধর কারোর সঙ্গে বিভিন্ন জিনিসের রেফারেন্স নিয়ে তর্ক হচ্ছে, তখন কেউ বল্লো, আর তাছাড়া আপনি যেগুলো বলেন নি, সেগুলো না বলে খুব ই খারাপ করেছেন। এরকম বলা যায় নাকি। ধুস।
    অক্ষ যে প্রসঙ্গে যখন যা বলতে চায় বলুক। অন্যরা কি প্রসঙ্গে কখন কি বলবে কেন বলবে সেটা তো নিয়ন্ত্রনযোগ্য নয়। বাজে মরাল স্ট্যান্ডের কোন মানে হয় না।
  • Arijit | ০২ ডিসেম্বর ২০০৮ ০৯:৩৫ | 61.95.144.123
  • আজ্জো, স্টইক - থ্যাঙ্কু। আজ্জোটা কি কিপ্‌টে মাইরি;-)
  • a x | ০২ ডিসেম্বর ২০০৮ ০২:৩৪ | 143.111.22.23
  • দু, আমি এখনও ঐ স্তরে পৌঁছইনি। কিন্তু এই তথাকথিত বামপন্থী কাগজে যখন দেখি লালগড় নিয়ে, আদিবাসীদের এই আন্দোলন নিয়ে টুঁ শব্দটি নেই, অথচ একদিনে ১২টা লম্বা প্রবন্ধ বেরিয়ে যায় মুম্বাই আতংক নিয়ে, তখন কে সাধারণ আর কে অতি-সাধারণ মানুষ এবং কাদের কাছে তা নিয়ে প্রশ্ন জাগে।
  • pi | ০২ ডিসেম্বর ২০০৮ ০২:৩২ | 69.251.184.3
  • আর হ্যাঁ, কি ভুলতে না দেওয়া ?

    তাপসী মালিক এর মৃত্যু মনে রাখতে চাওয়ার সাথে তাজের গেস্টের মৃত্যু মনে রাখার কোনো বিরোধ ঠিক দেখতে পাচ্ছিনা।
    দুঃখিত।
  • pi | ০২ ডিসেম্বর ২০০৮ ০২:২১ | 69.251.184.3
  • সেই, কিছু কিছু মৃত্যু পালকের মত হালকা ইত্যাদি।

    ভালো কথা, তখন চব্বিশ ঘণ্টা বাদে সব মিডিয়াই এই ছবিগুলো বোধ হয় চব্বিশ ঘণ্টা ধরে দেখিয়ে গ্যাছে, হ্যাঁ, বারে বারে।
    সেটা আমাদের ডকুমেণ্টারীর মতন লেগেছে, সিনেমা নয়।

    আর নন্দীগ্রামের হত্যার সাথে মোদীর নিধন লীলার তুলনাটা বুঝেছিলাম,তাজের গেস্টদের মৃত্যুর সাথে মাওবাদীদের শ্রেণী শত্রু খতম
    ইক্যুয়েট করাটা মাথায় আসেনি। এখন বুঝলাম।

    অবিশ্যি, অর্কুটে কিছু সিপিএম এর লোকজন আরো অনেক এগিয়ে গিয়ে ও আরো স্পষ্টভাবে বলেছেন, ঐ তাজের গেস্টদের মৃত্যুতে তাঁরা 'আনন্দ পেয়েছেন' , ঠিক যেমনটি পেয়েছিলেন, ৯/১১ তে সাম্রাজ্যবাদী দেশের নাগরিকদের মৃত্যু র পর।
  • Du | ০২ ডিসেম্বর ২০০৮ ০২:১৮ | 67.111.229.98
  • অক্ষ, আমি জানি না।

    তবে এত, এতরকম মৃত্যু দেখতে দেখতে মনে হয়, আর কোন মতবাদের জন্যই মানুষ মারা গ্রাহ্য হতে পারে না। অন্ততঃ সাধারণ মানুষের কাছে। অনেক বেশি হয়ে গেছে বোধ হয়।
  • a x | ০২ ডিসেম্বর ২০০৮ ০২:১৪ | 143.111.22.23
  • ওহো প্ল্যানেট আর্থের সেটটা - HD DVD এমনি DVD প্লেয়ারে তো বাজবেনা।
  • a x | ০২ ডিসেম্বর ২০০৮ ০২:০৩ | 143.111.22.23
  • বর্ডার্সে ( - CM2008 এই কোড ব্যবহার করলে ৪০% অফ পাওয়া যাচ্ছে। এছাড়া প্ল্যানেট আর্থের পুরো সেট ১০ ডলারে, আসাল দাম নাকি প্রায় একশো ডলার।
  • a x | ০২ ডিসেম্বর ২০০৮ ০১:৩৯ | 143.111.22.23
  • ঈপ্সিতা, না। দুটো আদৌ এক না। একটার আর্কাইভাল কারণ আছে। তাপসীর ছবি কোনোদিন'ও ফ্ল্যাশ প্লেয়ারে ব্যানারে বাজানো হয়েছিল বলে তো জানিনা। যখন অ্যানিভার্সারি উপলক্ষ্যে অর্কূটে তাপসী মালিকের ছবি mass স্ক্র্যাপ করা হয়, তখন আপত্তি থাকলে আলাদা। যে আপত্তি আমার ছিল।

    একটা বিশাল mass reach সম্পন্ন মিডিয়ার সিনেমার মত করে ছবি দেখিয়ে যাওয়া, বারে বারে - এর সাথে একটা চাপা পড়া কিছু খবর তুলে ধরার চেষ্টা করা একটা ওয়েবসাইট যদি তুলনীয় হয়, তাহলে তাদের কাছে মোদীর মানুষ মারা আর মাওবাদীদের মানুষ মারা এক হয়। আমার কাছে না। এ নিয়ে তো অবশ্যই তর্ক চলেনা। এখন বা কখনই।

    এরপরেও যদি কেউ বলে আলাদা না। তাহলে ভালো কথা। দুটোর উদ্দেশ্য দেখা হোক। তাপসী মালিকের মৃত্যু ভুলতে না দেওয়া আর তাজের থেকে আগুনের হল্কা বেরোচ্ছে, টুইন টাওয়ার থেকে টুপটাপ মানুষ খসে পরছে দিনে ২০ বার করে দেখানোর মধ্যে দিয়ে কি ভুলতে না দেওয়া? সেটাও যদি কারো কাছে এক হয়, তাহলে আমি আর কথা বাড়াই না। তাদের জন্য NDTV বেঁচে থাক। বর্খা দত্ত, সরদেশাই বেঁচে থাক। Where we want to get our news from, tells something about us
  • pi | ০২ ডিসেম্বর ২০০৮ ০১:১৭ | 69.251.184.3
  • নন্দীগ্রামে ফায়ারিং এ রক্তে ভেসে যাওয়া দেহ কি তাপসী মালিকের আংরা হয়ে যাওয়া লাশ হাজারে হাজারে লোক যাতে রিপিটেডলি ভিউ করতে পারে, তার জন্য আমরাই কিন্তু ছবি , ভিডিও গুলো সংহতিতে তুলে দি । ঃ)
    যাগ্গে, এ নিয়ে এখন তক্কো করবো না।
  • arjo | ০২ ডিসেম্বর ২০০৮ ০১:১৬ | 168.26.215.13
  • আচ্ছা একটা টেকি প্রশ্ন। একটি ইমেল যদি মাল্টিপল সার্ভার থেকে বাউন্স করে তাহলে তার উৎস কম্পিউটার ধরা যায় না? আমি তো জানি সব ইনফোই থাকে। একটু ঝেড়ে ঝুড়ে দেখে নিতে হয়।
  • a x | ০২ ডিসেম্বর ২০০৮ ০০:২৪ | 143.111.22.23
  • ইন্দো, আবার আমাকে কেন দাদা? আমি তো কিছু বলি নাই। তোমরা মোমবাতি জ্বালাও, ৯/১১ এর পাল্টা ২৬/১১ এর তুলনামূলক লিস্টি বানাও। কাফিলা, কাউন্টারপাঞ্চে গুচ্ছের Let us continue with our everyday life টাইপ ঠিক যেমন FOXএ শুনেছিলাম ৭ বছর আগে, সেরকম স্লোগান তোলো, আমি কি কিচ্ছুটি বলেছি? মহান পুলিশ এবং দেশের সুরক্ষায় নিবেদিত প্রাণ যুবকের মৃত্যুতে দু ফোঁটা চোখের জল ফেল, বার হাজারখানেক রিপিটেড ভিয়্যু হোক আগুন জ্বলছে তাজ হোটেলে, কার এক দেহ ছিটকে পড়ল - চলুক।
  • sayan | ০২ ডিসেম্বর ২০০৮ ০০:১৪ | 160.83.72.212
  • সব্বাই এত "ঘন্টা' ব্যাবহার করতে শুরু করল কেন! প্রথমে আবাপ তাপ্পর মামু।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত