এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • san | ২৬ নভেম্বর ২০০৮ ১২:২৩ | 12.144.134.2
  • অন্যে অন্যে কেটে গিয়ে আবার পাকা বেল ও ন্যাড়াদার রিলেশন বেরিয়ে আসে। একে বলে নতুন যুগের গণিত।
  • I | ২৬ নভেম্বর ২০০৮ ১২:২৩ | 59.93.180.38
  • অর্থাৎ কিনা কাকের সঙ্গে কাকীর একটু ইয়েমত সম্পর্ক। ভারতবর্ষে যা আইনতঃ নিষিদ্ধ।
  • san | ২৬ নভেম্বর ২০০৮ ১২:২২ | 12.144.134.2
  • পাকা বেলটাও অন্য পাকা বেল।
  • nyara | ২৬ নভেম্বর ২০০৮ ১২:২১ | 64.105.168.210
  • সে অন্য ন্যাড়া।
  • san | ২৬ নভেম্বর ২০০৮ ১২:২১ | 12.144.134.2
  • কাকের স্ত্রীলিঙ্গ কাকা ।কাকার স্ত্রীলিঙ্গ কাকী। অতএব কাকী দ্যাট ইজ খুড়িমা হল কাকের স্ত্রী-স্ত্রী-লিঙ্গ।
  • Arpan | ২৬ নভেম্বর ২০০৮ ১২:১৭ | 208.57.131.4
  • আহা খমোখা কাককে নিয়ে টানাটানি কেন? পাকা বেলের সাথে ন্যাড়ার তো কী একটা রিলেশন আছে! ঃ))
  • Arijit | ২৬ নভেম্বর ২০০৮ ১২:১৫ | 61.95.144.123
  • বিলেতে আমার এক বন্ধুকে পোস্টাল ব্যালট জমা না দিলে গিরেফতারির ভয় দেখিয়েছিলোঃ-)
  • nyara | ২৬ নভেম্বর ২০০৮ ১২:১৩ | 64.105.168.210
  • বেল পাকলে কাকের কী? তবে পরের বার দেশে গেলে একটা আড্ডা হোক।
  • Arpan | ২৬ নভেম্বর ২০০৮ ১২:১১ | 208.57.131.4
  • শান্তনুদা, সেদিন তারপরে কী হল? সেই যে নেট গুপি হয়ে গিয়েছিল।
  • santanu | ২৬ নভেম্বর ২০০৮ ১২:০৬ | 82.112.6.2
  • এই যে ন্যাড়াবাবু,
    পাশের মানে শ্বশুরের পাশের ফ্ল্যাট।
    আর শোনো, মনে হচ্ছে ১৩ ডিসেম্বর, তোমার দিদির বাড়ি এক সাংঘাতিক দিবারাত্র আড্ডা হতে চলেছে। কাল কলকাতা গিয়েই ব্যবস্থা করে ফেলতে হবে।
  • nyara | ২৬ নভেম্বর ২০০৮ ১২:০৪ | 64.105.168.210
  • বাংলাভাষা সম্বন্ধে প্রশ্ন - 'র‌্য' কি বাংলায় ভ্যালিড কনস্ট্রাক্ট? কখন 'র্য' হয় আর কখন 'র‌্য' হয়?
  • nyara | ২৬ নভেম্বর ২০০৮ ১১:৫২ | 64.105.168.210
  • সান্ত্বনুদা করিৎকর্মা পুরুষ। বাড়ির পাশে জজ পর্যন্ত বসিয়ে রেখেছে।
  • Arpan | ২৬ নভেম্বর ২০০৮ ১১:৪৭ | 208.57.131.4
  • ওয়েঃ, খুঁত ধরব না? ("পারফেকশন বেসিক্যালি একটি অভ্যাস')
  • Arijit | ২৬ নভেম্বর ২০০৮ ১১:২৪ | 61.95.144.123
  • ছো ছুইট - মানে এই জাস্টিস সিস্টেম আর কি...
  • Blank | ২৬ নভেম্বর ২০০৮ ১১:২৪ | 203.99.212.224
  • ভারতে আদালত হলো মহান ঈশ্বর। কোনো পোশ্নো নেই
  • santanu | ২৬ নভেম্বর ২০০৮ ১১:১৬ | 82.112.6.2
  • ভারতীয় বিচার ব্যবস্থার সহিত মুলাকাত -

    দুদিন আগে আমার বউএর নামে ও অফিসের ঠিকানায় উলুবেড়িয়া কোর্ট থেকে একটি খোলা চিঠি, নিকটবর্তী থানার পুলিশ নিয়ে আসে - চিঠির বক্তব্য মোটামুটি এরকম

    রেফ - xxxxxx / 125 CR.P.C - 2004
    আপনাকে এই কেসের সাক্ষী দেবার জন্য অমুক তারিখে ১০ টার সময় উলুবেড়িয়া কোর্টে আসতে বলা হচ্ছে। আপনি না আসিলে আপনার নামে ওয়ারেন্ট জারি করা হবে। আপনি এর মধ্যে না জানাইয়া কোথাও যাবেন না।

    যা হয়, দু দুটো পুলিশ, কোর্টের চিঠি সবাই নার্ভাস। কার কেস, কি কেস, হঠাৎ আমি ক্যনো সাক্ষী দেব, না দিলে ক্যনো ওয়ারেন্ট জারি করা হবে, ইত্যাদি নানা প্রশ্ন। তারপর ঘোলা জল স্থির হতে এরকম জানা গেলঃ

    ১। পুলিশ বলল, চিঠিটা নিয়ে নিন, না হলে কিন্তু কোর্টের অবমাননা হবে
    ২। থানার OC বলল, ম্যাডাম, ও কিছু নয়, ১২৫ ধারা তো, খোরপোশের মামলা। চিঠিটা নিয়ে নিন আর একটা রেজিস্টার্ড চিঠি পাঠিয়ে দিন, অমুক কারণে যেতে পারবেন না, পরে ডেট দিতে বলুন। মনে হয় আবার ৪ বছর কেটে যাবে।
    ৩। অফিসের উকিল বলল, মনে হচ্ছে এইরকম কিছু একটা হবেঃ
    - মেয়ে পাগল, লুকিয়ে বিয়ে দিয়েছিল, ছেলে ডিভোর্স করবে কিন্তু খোরপোষ দেবে না
    - বাচ্চার মানসিক সমস্যা আছে, তাই মা খোরপোষ বেশী চাইছে
    - ছেলে নিজেকে পাগল প্রতিপন্য করে খোরপোষটা কাটিয়ে দিতে চাইছে।
    এই রকম কোন একটা কেসে, আপনি হয়তো ছেলে, মেয়ে, বাচ্চা, কাউকে একটা দেখেছিলেন, তারা বা অপর পক্ষ এখন আপনাকে সাক্ষী মানছে। অথবা কোর্ট কোথাও থেকে আপনার নাম পেয়েছে, আপনার মতামত নেবে বলে ডেকে পাঠিয়েছে।
    ৪। আমার বউ পাশের বাড়ির জজবাবুকে গিয়ে জিগেস করল, আমি কিছুই জানিনা কেসের এই চারটে নম্বর ছাড়া, কোর্ট এরকম কঠিন চিঠি পাঠিয়ে ডেকে পাঠাতে পারে? দেশে কি আইন কানুন নাই? এটা না হয় উলুবেড়িয়া কোর্ট, কাল যদি শিলিগুড়ি কোর্ট থেকে এমন চিঠি আসে, যাতায়াতের ভাড়া কে দেবে??
    ৫।জজবাবু একগাল হেসে বললেন, দুর পাগলি এমন হয়, বিচার ব্যবস্থাকে অত প্রশ্ন করতে নেই। আমি ঐদিন আমার একজন জুনিয়ারকে পাঠিয়ে দেব, একটা চিঠি করে পরের ডেটের জন্য, সেই সব খোজখবর ও নিয়ে আসবে। ঐ ছোকরাকে রাহা খরচ শ পাচেক টাকা দিয়ে দিস।

    ভাড়মে যায় মামলা আর খোরপোষ।
  • Blank | ২৬ নভেম্বর ২০০৮ ১১:১৩ | 203.99.212.224
  • আমি ওবিস হতে চাই, দুই খানা সিট চাই
  • sinfaut | ২৬ নভেম্বর ২০০৮ ১১:১২ | 165.170.128.65
  • খুশি হয়েও খুঁত ধরে ঃ-(। সফল যুবাদের এই এক দোষ।
  • Arijit | ২৬ নভেম্বর ২০০৮ ১১:১০ | 61.95.144.123
  • আর আমি সিওর ব্ল্যাংকি এখন নিগ্‌ঘাত ওভারওয়েট (নতুন হিসেবে)...আগের হিসেবে যাদের ৩০-এর ওপর ছিলো (বিএমআই) তারা সব মরে গেছে।
  • Arpan | ২৬ নভেম্বর ২০০৮ ১১:০৯ | 208.57.131.4
  • কিন্তু, ছোট্ট কনফিউশন। ওটা ত্রন্দ্ব হবে না?

    ঃ)
  • Arpan | ২৬ নভেম্বর ২০০৮ ১১:০৫ | 208.57.131.4
  • সিঁফোঁ, ত্রন্ধ শব্দটা পড়ে খুব খুশি হলাম। অসা, অসা। ;)
  • Arijit | ২৬ নভেম্বর ২০০৮ ১০:৫৬ | 61.95.144.123
  • হুঁঃ-( কিন্তু কোন আক্কেলে সব বেজলাইনগুলো পাল্টালো - শুধু ভারতেই?লাইপোসাকশন আর জিমগুলো চলছিলো না বলে? আর কোথাও তো পাল্টায়নি!!!
  • Blank | ২৬ নভেম্বর ২০০৮ ১০:৫৪ | 203.99.212.224
  • প্লেনে বসলে দুটো সীট পাবে
  • nyara | ২৬ নভেম্বর ২০০৮ ১০:৪৭ | 64.105.168.210
  • ইজরায়েল লবি অনেকদিন আগে পড়েছি। AIPAC-এর মতন ইউজুয়াল সাসপেক্ট ছাড়াও অ্যাকাডেমিক মহল থেকে অনেক critique হয়েছিল।
  • Arijit | ২৬ নভেম্বর ২০০৮ ১০:৩২ | 61.95.144.123
  • আজ এক ধাক্কায় আমি ডেল্টা ওভারওয়েট থেকে obese হয়ে গেনুঃ-(
  • h | ২৬ নভেম্বর ২০০৮ ১০:১৪ | 203.99.212.224
  • র, তোমার সঞ্জয় সুব্রহ্মণ্যম স্যার দেখলাম অরভিন্দ আদিগাকে কুচি কুচি করেছেন।
  • h | ২৬ নভেম্বর ২০০৮ ০৯:৪৫ | 203.99.212.224
  • জন মিয়ার্সহাইমার আর স্টিফেন ওয়াল্ট এঁদের দুজনের লেখা একটি অতি বিখ্যাত প্রবন্ধ আছে। দ্য ইজরায়েল লবি বলে। পড়ে দেখতে পারো জনতা। সকলে হয়তো পড়ে নিয়েছে অলরেডি।

    আসলে একটা অ্যান্টি ওয়ার গ্রুপ অভিযোগ করেছে দেখলাম, অ্যাপারেন্টলি বিশে জানুয়ারির পরেই মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধ লাগার সম্ভাবনা রয়েছে। আমার অবশ্য অত ইমিডিয়েট হবে বলে মনে হয় না, তবে হবে এটা মনে হয়, অ্যাজ ইফ মাই অপিনিয়ন ম্যাটার্স;-)
  • aja | ২৬ নভেম্বর ২০০৮ ০৬:১০ | 207.47.98.129
  • গ্রোথ ইকনমি কাপুট আর স্টেডি-স্টেট ইকনমি ইন!! যদিও লেখাটা ঠিকমত বুঝতে পারছি না, তবু ইন্টারেস্টিং। 'র' বা অন্য কেউ যদি একটু বুঝিয়ে দেয়।


    http://www.adbusters.org/magazine/81/the_crisis.html
  • sayan | ২৬ নভেম্বর ২০০৮ ০৩:৩৭ | 160.83.72.211
  • সেই যখন লোকজন মহানন্দে গুরুতে জাভাস্ক্রিপ্ট ইনজেক্ট করতে শুরু করে তারপর থেকেই মামুর নানা নো-নো শুরু হয়। কে এইচটিএমেল ট্যাগ খুলে বন্ধ করেনি, কে এইচরেফ দিয়ে গোটা পাতাটাকেই একটা লিঙ্ক করে দিয়েছে, কখন বা ভাট খুললেই গান বাজছে ...
  • Arpan | ২৬ নভেম্বর ২০০৮ ০৩:২৮ | 216.52.215.232
  • গুরুতে প্রচুর লুপহোল আগে ছিল। আমি আর ন্যাড়াদা মিলে সেগুলো একবার এক্সপ্লোর করেছিলাম।

    তারপরেই লিবেরাল মামু তার নিজস্ব চারণভূমিতে নানারকম প্রতিবন্ধ লাগিয়ে দেয়।
  • aja | ২৬ নভেম্বর ২০০৮ ০৩:২৮ | 207.47.98.129
  • মামু কি আঙ্কল ক্রুজ?
  • sayan | ২৬ নভেম্বর ২০০৮ ০৩:১৩ | 160.83.72.211
  • হুঁ। লিখবার কলের একটিই ইনস্ট্যান্স অ্যাট এ টাইম। মামুর মানা।
  • sayan | ২৬ নভেম্বর ২০০৮ ০৩:১২ | 160.83.72.211
  • আহ্‌ অপ্পন, লিঙ্ক আর নাই এর মাঝে "খুঁজিয়া পাই' উহ্য ছিল!
  • Arpan | ২৬ নভেম্বর ২০০৮ ০৩:০৮ | 216.52.215.232
  • লিংক নেই কে বলল? খুঁজলেই পাওয়া যায়! ঃ)

    http://tinyurl.com/558ydr
  • aja | ২৬ নভেম্বর ২০০৮ ০৩:০৭ | 207.47.98.129
  • ঃ(
  • Paramita | ২৬ নভেম্বর ২০০৮ ০৩:০২ | 63.82.71.141
  • হাহা ঃ)
  • pi | ২৬ নভেম্বর ২০০৮ ০৩:০১ | 128.231.88.7
  • টই-টই করা নট অ্যালাওড।
  • aja | ২৬ নভেম্বর ২০০৮ ০২:৫৮ | 207.47.98.129
  • আচ্ছা, দুটো টই-তে দুটো মতামত দেবার জানালা খুললে পুরনো জানালাটা ভ্যানিশ করে যায় কেন?
  • aja | ২৬ নভেম্বর ২০০৮ ০২:৫৪ | 207.47.98.129
  • ভাগ্যে গগনবাবু এলএ-তে আসেন নি!
  • pi | ২৬ নভেম্বর ২০০৮ ০২:৫১ | 128.231.88.7
  • লুলু তো লোলার আদরের নাম, অধ্যাপক গগন কুমার ডাকতেন ।
  • aja | ২৬ নভেম্বর ২০০৮ ০২:৫০ | 207.47.98.129
  • লস এঞ্জেলেস-এ LULU হল লোক্যালি আনওয়ান্টেড ল্যান্ড ইউজ। একটু আগে শিখলাম।
  • sayan | ২৬ নভেম্বর ২০০৮ ০২:৩৩ | 160.83.72.211
  • টইপত্তরে "ডোমেস্টিক ভায়োলেন্স'এর সুতো খুঁজতে গিয়ে "ডোমেস্টিক' দিয়ে সার্চাতে বেরোল "ইকনমিক ক্রাইসিস ডোমেস্টিক ..' আর "ভায়োলেন্স' দিতে "মহাকাব্যে গ্রাফিক ভায়োলেন্স'!! তাই এটা এখানেই লিপিবদ্ধ করলাম।

    http://www.bellbajao.org/
  • sayan | ২৬ নভেম্বর ২০০৮ ০২:২৬ | 160.83.72.211
  • মারাথাল্লিতে আকাশ ভিহার'এর সামনে "লুলু কালেকশন' বলে একটা দোকান আছে।
  • aja | ২৬ নভেম্বর ২০০৮ ০২:২০ | 207.47.98.129
  • সরি, LULU
  • aja | ২৬ নভেম্বর ২০০৮ ০২:১৭ | 207.47.98.129
  • NIMBY সবাই জানে, Not In My Backyard

    LILU কি?
  • sayan | ২৬ নভেম্বর ২০০৮ ০২:১৩ | 160.83.72.211
  • মঙ্গলবারের টিওআই, ব্যাঙ্গালোরে এডিশানে প্রকাশিত (লিঙ্ক নাই)

    Tee-hee Shirts
    -Arun Bhatia

    One sees a lot of writing on the T-shirts of young people. I used to try and read those that were on the men early on, when the trend started, since it would not do for me to stare at the women?s below their neck ? one would have been misunderstood ? and found some intriguing ones. For instance, flashed across in bold capitals on one guy?s T-shirt was ?Pobody is Nerfect?. I stopped this stranger to ask what it meant. He grinned genially and said: ?It means nobody is perfect. The ?p? and ?n? are interchanged to emphasise the imperfection: pobody is nerfect, you see.? At the back of a roller skater?s T-shirt was this: ?My other four wheeler is a Rolls Royce?. And one self-effacing chap?s T-shirt said, ?I kept an open mind so my brains fell out?. A buxom lass had these words printed at the back ?Don?t follow me. I am lost?.
    One day, after a long spell, one stopped a guy because emblazoned across his chest were the words ?Gonfocoffee Back in Hofna?. I couldn?t resist asking what they meant. ?That?s the scene in Bangalore?s gormint (government) offices,? he explained. ?You go to see any gormint babu for a permit, or an application form or some information, the official will not be ?in his seat?. You ask the gormint babu at the nearby desk, and he says gonfocoffee back in hofna, which translates to ?gone for coffee, back in half an hour?. The wait is much longer than half an hour. He doesn?t show up so you go back, return another day and you hear the same refrain, gonfocoffee back in hofna.? This hofna is a particularly Bangalorean trait. You phone your plumber and he says he will come in hofna ? and turns up a day or a week later. You call the electricity chaps to ask when they will restore power and they will say hofna, which means two or six or 18 hours. You go after half an hour to your neighbourhood pushcart istreewala because he said he will have the ironed clothes ready in hofna and he says they will be ready in hofna. I phone to order my vegetables in Kannada and then ask the vendor ?Yavaga barthira?? (When will you come?). He answers, ?hofna?. And you know what? That sweet old bob delivers the veggies in half an hour.
    ''
  • sayan | ২৬ নভেম্বর ২০০৮ ০১:২১ | 160.83.72.211
  • ওরেবাবারে ভুলে গেছি ... (মঃ) (মঃ) (মঃ)
  • sayan | ২৬ নভেম্বর ২০০৮ ০১:১৯ | 160.83.72.211
  • কিন্তু দমদি "অ্যাল্‌' বলে কাকে ডাকলো! আর ভনসালি'র পারো'র মত "সত্যি' বলল কাকে!!
  • d | ২৬ নভেম্বর ২০০৮ ০১:১৮ | 117.195.32.32
  • যাগ্গে গুন্নাইট।
  • Arpan | ২৬ নভেম্বর ২০০৮ ০১:১৮ | 216.52.215.232
  • এইটা ডিপেন্ড করে ক্লায়েন্টের সাথে কতটা র‌্যাপো আছে তার ওপর। এই যেমন এইবার আমরা অফশোরে রিসোর্স রেডি করে রেখেছিলাম প্রথম দিন থেকেই। কিন্তু এদের সিস্টেম সিকিওরিটি গ্রুপ পুরো এক হপ্তা লাগাল সবার আইডি, অ্যাক্সেস, মেলাইডি ইত্যাদি ক্রিয়েট করতে। আমরা কামিনার মত ওই সাত দিন পুরো টিমের বিল করলাম।

    না, ভাঁড়ে মা ভবানী অবস্থা হয়নি কোনদিন। ঃ)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত