এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • anaamik | ২৮ নভেম্বর ২০০৮ ১৪:১৬ | 196.15.16.20
  • IBNও বলছে গুজব - http://tinyurl.com/5eelwh
  • r | ২৮ নভেম্বর ২০০৮ ১৪:১৬ | 125.18.104.1
  • আজ সকালে বলেছিল তাজের অপারেশন শেষ। কিন্তু এখন মূহুর্মূহু গুলিগোলা চলছে। উপর থেকে রাস্তায় গ্রেনেড ছোঁড়া হচ্ছে। এটা ডিনাই করার কিছু নেই। কারণ টিভিতে দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে।
  • san | ২৮ নভেম্বর ২০০৮ ১৪:১৩ | 220.227.64.98
  • তাজেরটা কেউ ডিনাই করেনি। কিন্তু সিএসটির আপডেট দেখাচ্ছিল, সেটা কোথায় গেল !!
  • Arpan | ২৮ নভেম্বর ২০০৮ ১৪:১০ | 208.57.131.4
  • এনডিটিভি তো বলছে তাজে ফ্রেশ গানফাইট চলছে।
  • r | ২৮ নভেম্বর ২০০৮ ১৪:০৮ | 125.18.104.1
  • ইন্ডিয়া ইনফোলাইনে বলছে গুজবঃ

    http://www.indiainfoline.com/news/innernews.asp?storyId=85970&lmn=1

    গুজব না ছড়ানোর জন্য মুম্বাইতে কেবল টিভি ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছে।
  • san | ২৮ নভেম্বর ২০০৮ ১৪:০৫ | 220.227.64.98
  • সিএসটিতে ফ্রেশ গানফায়ারিং চলছে বলে এনডিটিভির সাইটে সিচুয়েশন আপডেট দেখাচ্ছিল। সেই লিংকটা তো হঠাৎ উবে গেল। আর রেডিফে দেখাচ্ছে রেলওয়ে অফিশিয়াল রা ডিনাই করেছে আজকে ওখানে কোনো গানফায়ারিং।নাকি রিউমার।
  • r | ২৮ নভেম্বর ২০০৮ ১৩:৫৫ | 125.18.104.1
  • ভিটিতে নাকি নতুন করে গুলি চলছে? কেউ কনফার্ম করতে পারবে?

    বেথের সাথে একমত। পাকিস্তানি লোকজন জড়িত ছিল বললেই হৈহৈ করে ওঠার দরকার নেই। পাকিস্তানি লোক জড়িত থাকা মানেই পাকিস্তানের জড়িত থাকা নয়। কারণ এটা যে স্কেলে হচ্ছে, এবং যেভাবে টার্গেট বাছা হচ্ছে, পাকিস্তানের মত ফাংশনাল অ্যানার্কির পক্ষে সম্ভবই নয়। প্রচন্ড দুশ্চিন্তা হল ভারতীয় মিলিটারির কিছু লোকের জড়িত থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

    মুম্বাই থেকে আমার দিদি আমাদের এই এস এম এস পাঠিয়েছেঃ

    We the peopel of mumbai wish to xpress our strong disapproval of the misuse and abuse of the so called 'spirit of mumbai' myth by the media and the irresponsible politicians. This abuse has made our politicians unaccountable and mumbaites have to fend for themselves to keep the myth alive.
  • Arpan | ২৮ নভেম্বর ২০০৮ ১৩:৪৬ | 208.57.131.4
  • এই বাজারে সিএনএন টানা দু'দিন সমানে ওয়ার অন মুম্বাই লাইভ দেখিয়ে গেল।

    কাল ব্ল্যাক ফ্রাইডে। কিন্তু এইখানে বিক্রিবাটা হবে কিনা সেই নিয়ে ঘোর অনিশ্চয়।
  • bb | ২৮ নভেম্বর ২০০৮ ১২:২২ | 203.200.221.5
  • শমীক, আপনার এই বিশ্লেষণটা সঠিক। এই মূহুর্তে সন্ত্রাসবাদের কোন জাত বা ধর্ম নেই। তাই আমাদের সবাইকেই সতর্ক থাকতে হবে।
  • Arijit | ২৮ নভেম্বর ২০০৮ ১১:৩৮ | 61.95.144.123
  • আমাদের ফ্যামিলির একটা বড় অংশ মুম্বইয়ে থাকে - বাবার তুতো ভাইবোনেরা। এখনও সকলের সাথে যোগাযোগ করে ওঠা যায়নি।
  • siki | ২৮ নভেম্বর ২০০৮ ১১:৩৭ | 219.64.11.35
  • ইয়ে, মাইয়াডার নাম অনৌষ্কা। আনুষ্কা নয়।
  • siki | ২৮ নভেম্বর ২০০৮ ১১:১৮ | 219.64.11.35
  • মিডিয়ার ক্লিপিং দেখানো পর্যন্ত আমিও স্যাঙ্গুইন ছিলাম যে ফোনকলটা ঢপ। কিন্তু কাল আর্মি চীফের বক্তব্য শোনার পরে আর মিডিয়ার ঘাড়ে দোষ চাপিয়ে লাভ নেই। ইন্ডিয়া টিভি যা যা বলছিল তিনি ঠিক তাইই বলেছেন। আর তিনজন টেররিস্ট ধরা পড়েছে, তারা প্রত্যেকেই পাকিস্তানি, একজনকার বাড়ি ফরিদকোটে, তাদের ইন্টারোগেট করে যা জানা গেছে তাতে এই মুহুর্তে সন্দেহের কোনও অবকাশ নেই যে জঙ্গীরা সকলেই পাকিস্তানী।

    তাই দিয়ে এটা প্রমাণ করা যায় না এর পেছনে পাকিস্তানের হাত আছে। আসলে এই আতঙ্কবাদী সিটুয়েশন এখন পাকিস্তানের হাত থেকেও বেরিয়ে গেছে। ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি করলে, যুগে যুগে যা হয়ে থাকে, এখনও তাই হচ্ছে। আতঙ্কবাদীরা পাকিস্তানী, সত্যি, কিন্তু ষড়যন্ত্র পাকিস্তানের, এমন কথা হয় তো বলা যাবে না আর।
  • Blank | ২৮ নভেম্বর ২০০৮ ১১:১৮ | 203.99.212.224
  • কাল কোলকাতায় তো হলো এটা। যারা শুনেছে তাদের কাছ থেকে ফীডব্যাক নে। আমি টিকিট পাইনি
  • san | ২৮ নভেম্বর ২০০৮ ১১:১৫ | 220.227.64.98
  • নরিমান হাউসের কি হল? এনি আপডেট ?
  • sinfaut | ২৮ নভেম্বর ২০০৮ ১১:১২ | 165.170.128.65
  • আমি ঠিক বুইতে পারছিনা এই পোগ্গাম দেখতে যাবো কিনা। আনুষ্কার বাজনা কখনো শুনিনি। ইয়ান অ্যান্ডারসনের অল্প কিছু শুনেছি, ভালো। মাঝে মাঝে বাঁশিতে ফুঁ দিয়ে বিতিকিচ্ছিরি ব্যাপার করে। তার উপর হলো ফিউশন। হেলবর্গ শিভামনি জাতীয় গুটিকয় গুরুদেব বাদ দিলে এই ফিউশন কেসটা আমার কনফিউশন বলেই মনে হয়। ৭০০ টাকা দিয়ে যদি মুর্গি হই। ঃ-|
  • bb | ২৮ নভেম্বর ২০০৮ ০৯:৪৮ | 203.200.221.5
  • ধন্যবাদ
  • sinfaut | ২৮ নভেম্বর ২০০৮ ০৯:৪৬ | 165.170.128.65
  • ৩ ডিসেম্বর। এমনি কোথায় পাওয়া যাচ্ছে জানিনা। তবে http://www.bookmyshow.com তে পেয়ে যাবেন।
  • bb | ২৮ নভেম্বর ২০০৮ ০৯:৪৩ | 203.200.221.5
  • সিঁফো কবে, আর টিকিট কোথায় পাওয়া যাচ্ছে?
  • sinfaut | ২৮ নভেম্বর ২০০৮ ০৯:৪১ | 165.170.128.65
  • হায়দ্রাবাদে জেথ্রো টাল আর আনুষ্কা শঙ্কর ট্যুরে আসছে। মিনিমাম টিকিটের দাম ৭০০ টাকা। ঃ-( আর ম্যাক্স ১৮০০ টাকা। ঃ-(((
  • bb | ২৮ নভেম্বর ২০০৮ ০৯:২৫ | 203.200.221.5
  • arjo পোড়েই মন্তব্য করেছি। আমার মনে হয়েছে মিডিয়া হেয় করার বা অন্ততঃ দ্রুত একটা উল্টো প্রমান করার চেস্টা হয়েছে এখানে। প্রাথমিক সমস্ত প্রমাণ এই মূহুর্তে পাকিস্তানের দিকে সন্দেহের কারণ দর্শাচ্ছে। সুতরাং আলটপ্‌কা মন্তব্য না করাটাই সঠিক বলে মনে হয়। যাই হোক এই নিয়ে আর কোনো মন্তব্য আমি আর করব না।
  • sayan | ২৮ নভেম্বর ২০০৮ ০২:০২ | 24.0.145.33
  • হুম্‌ম্‌ম্‌, মনুদা এই সেদিন বিবৃতি দিলেন ভারতের সবচে বড় শত্রু নকশাল। আর কন্ডি রাইস বলেছেন ভারত ও পাকিস্তানকে এই টেররিজমের বিরূদ্ধে একসাথে লড়াই করতে হবে। তা এই ব্যবস্থা ও বোঝাপড়া যদ্দিন বত্তমান, এসব ছুটকো ছাটকা বোমবাজি, কখনও একটু বড় গোছের লড়াই চলছে এবং চলবে।

    (* আপাতত এই বলে থামি। কাল সকালে দেখবো হনুদা "ইসলামে ওবামার ভিন্ন রূপ এবং মিলিটারিতে শুঁটকির প্রবর্ত্তন'এর ওপর একটি কেস স্টাডি লিখে এই সবই ভুল সাবিত করেছেন।)
  • arjo | ২৮ নভেম্বর ২০০৮ ০১:৩৫ | 24.214.28.245
  • http://tinyurl.com/63ln7b - ৮ঃ০৯ এর পোস্টটি পড়ে নিন। বড় হয়ে অমৃতলাল হব।
  • aja | ২৮ নভেম্বর ২০০৮ ০১:২৬ | 71.106.244.161
  • আমেরিকা কি সাউথ-এশিয়াতে ওয়ার অন টেরর ভারতীয়দের ওপর দিয়ে সারতে চাইছে? পাবলিককে সেটা খাওয়ানোর জন্য কি বম্বে ব্লাস্ট করানো হল? যেমন কিনা ওয়ার অন টেরর আমেরিকান পাবলিককে খাওয়ানোর জন্য ৯/১১!!
  • sayan | ২৮ নভেম্বর ২০০৮ ০১:১৭ | 24.0.145.33
  • তারপর কোন এক শিখন্ডি, রোহন গুনরত্নে, তিনি নাকি "ইন্টারন্যাশনাল হস্টেজ ক্রাইসিস এক্সপার্ট' ... মনে হল ইনি আশেপাশে থাকলে সব উগ্রপন্থীরা নাকে কেঁদে দু'কান ধরে সুড়সুড় করে বেরিয়ে আসত।
    তবে হেমন্ত কারকারে'র ডেথ নিয়ে প্রোব হতেই পারে। হলেও বা কি আতি ঘোড়া হবে। আজ বাদে কাল সব গুল হয়ে যাবে, তাপ্পর আবার যে কে সেই। পশ্‌শু আবার কোনও এক অ্যাটাক। মুম্বাই বা অন্য কোনওখানে। পিএম যথারীতি কনডেম করে চলবেন। ভোট আসবে ভোট হবে।
  • sayan | ২৮ নভেম্বর ২০০৮ ০১:১০ | 24.0.145.33
  • সিএনএন কাল থেকে টানা আঠাশ ঘন্টার ওপর লাইভ টেলিকাস্ট করছে। আগে কখনও করেছিল কি? সাবকন্টিনেন্টে হওয়া কোনও হামলার এতো ডিটেইলড কভারেজ? কাল সন্ধ্যেবেলা এরা হেল্পলাইন খুলল শুধু "অ্যামেরিকান পিপল'দের জন্য। ল্যারি কিং অদ্ভুত কথা বলল যে এই অ্যাটাকের কারণ ভারতের অ্যামেরিকার সাথে "কম্বাইন্ড ওয়র এগেইনস্ট টেরর' আর ওবামা'র ওয়াজিরিস্তানে চালানো রকেট অ্যাটাকের ফলশ্রুতি।
  • Arpan | ২৮ নভেম্বর ২০০৮ ০০:৫৭ | 208.57.131.4
  • কথাটা হল ওবামা শুরু থেকেই বলে আসছেন আফগানিস্থান আক্রমণ করা তার প্রথম কাজ। কালকেই ফ্রান্স জানিয়েছে আফগানিস্থানে শান্তি আসবে কাশ্মীর সমস্যার সমাধান হলেই। সাবকন্টিনেন্টে আরো আরো ঝামেলা হ্যাজ।
  • sayan | ২৮ নভেম্বর ২০০৮ ০০:৫৪ | 24.0.145.33
  • আইশেয়ারের এই লিঙ্কে সন্ত্রাসবাদীর মিডিয়া চ্যানেলে ফোন করে নিজেদের স্ট্যান্ড জানানোটা পুরো ঢপ। ডেড পাকিস্তানীদের ব্যাগ থেকে গুলিবারুদ ছাড়াও এটিএম কার্ড, ইউএসডলার ও আমন্ড (বাদাম) পাওয়া গেছে। পাকিস্তানী আর্মির ট্রেইন্ড সোলজার এরা, প্রথমে গুজরাটের কোস্টলাইন দিয়ে ঢোকার চেষ্টা করে। বম্বের কোস্টলাইনে এরা গোটা একটা দিন অ্যাঙ্কর করে ছিল। আর কোনও ইন্টেলিজেন্স এজেন্সীর কাছে এই ইনফিলট্রেশনের খবর ছিল না! যে পরিমাণ প্ল্যান ও হোমওয়ার্ক করে এরা ঢুকেছিল, আরও কিছু রিসোর্স ও সাপ্লাই থাকলে এরা দিল্লি দখল করে নিত।
  • arjo | ২৮ নভেম্বর ২০০৮ ০০:৪২ | 24.214.28.245
  • বিবি, এখানে যা যা কথা হয়েছে তা এই লিংক টি নিয়ে http://ishare.rediff.com/filevideo-Terrorists-speaks-id-519878.php


    বোঝা গেল আপনি পুরোটা না পড়ে কমেন্ট করেছেন।
  • bb | ২৮ নভেম্বর ২০০৮ ০০:৩৫ | 117.195.169.126
  • হিন্দি মিডিয়া জানিনা, NDTV,Cnn-ibn কিন্তু সারারাত ধরে live দেখাচ্ছে এবং স্বীকারও করছে যে nothiing is clear yet....। আমরা সব নিরাপদ দূরত্বে বসে আমাদের সুচিন্তিত মতামত জানাচ্ছি , তফাৎ অনেক।
  • ranjan roy | ২৮ নভেম্বর ২০০৮ ০০:২৫ | 122.168.26.146
  • পাইকে ধন্যবাদ।
    মুম্বাইয়ে আমার উনিশবছরের ভাইঝি সেন্ট জেভিয়ার্সে পড়ছে। কলেজ সি এস টি তে,
    পিজি কোলাবায়। সারারাত্তির গ্রেনেড আর গুলির আওয়াজে কেঁপেছে আর কেঁদেছে। জীবনে প্রথম কোলকাতায় বাবা-মাকে ছেড়ে পড়ার জন্যে বাইরে এসেছে। আমার মোবাইলে কথা বলতে অসুবিধা হয়নি।
    আমার ছোট মেয়ে অফিসের কাজে দিল্লি থেকেমুম্বাই গেলে ট্রাইডেন্টেই ওঠে। ও কাল দিল্লিতে ছিল। কিন্তু ওর টপ বস বিজনেস মিটে তাজে ছিল। রাত সাড়ে তিনটেয় বেরুতে পেরেছে। আরো কজন পরিচিতের বাড়ি কোলাবায়। ওদের বাবা অফিসেই রাত কাটিয়েছেন।
    ওদের থেকে জানা গেল কালা ঘোড়ার সামনের পেট্রল পাম্পে ও গ্রেনেড চার্জ হয়েছিলো, মেইন ট্যাংকের ওপর ফটেনি, নইলে--।
    দিল্লিতে ইলেকশানের প্রশ্নে মধ্যমবর্গের মত হল বিজেপির নরেন্দ্র মোদির মত কাউকে পাওয়ারে আসা উচিৎ।
    দিল্লিতে আবার হামলার আশংকা ছড়িয়ে পড়ছে। তবে অনেকে বুঝছে যে ব্যাপারটা হিন্দু-মুসলিম নয়। হয়তো বড় দাঙ্গা হবে না।
    হিন্দির প্রশ্নে---কতল্‌ -এ-আম্‌= গণহত্যা। যার থেকে বাংলায় কোতল করা কথাটা এসেছে।
    আসলে হিন্দি ""অ'' বাঙালী কানে "" আ'' শোনায়। যেমন বাংলা""অ'' হিন্দিভাষীদের কানে "ও'' শোনায়।
    তাই চিত্রতারকা হায়দরাবাদি মুসলিম তবস্‌সুম(মুচকি হাসি)এর পরিচিত ডাকনাম "" তব্বু''কে কোলকাতায় অনেকে আমায় ""শুধরে'' দিয়ে বলেন---না-না, ওটা ""তাব্বু''!!
    কাজেই ""কতল্‌-এ-আম'' কে সন্ধি করে "কৎলেআম'' বলাটা ব্যবহারসিদ্ধ।
    উর্দু ""জুল্ফ্‌'' কথাটার মানে"" চূর্ণ কুন্তল''---- ছেলে বা মেয়েযারই হোক। আর মেয়েদের ""কেশ'' এর উর্দূ হল"" গেসু''। হিন্দিতে খুব কম, গজলে বেশি ব্যবহার হয়।
    আমরা একটা উন্মাদ সময়ের মধি্‌য়্‌দয়ে যাচ্ছি। অর্থহীন পাগল ক্রোধের নারকীয় প্রকাশ। এবার সংঘ পরিবারের অর্কেস্ট্রা উঁচুগ্রামে বাজবে--আফসান গুরুর কালকেই ফাঁসি হোক। অনেককে এটি এস চীফের মৃত্যুতে খুসি হতে দেখলাম।
  • arjo | ২৮ নভেম্বর ২০০৮ ০০:০৪ | 24.214.28.245
  • বিবি, সত্যি না জানা অবধি মিডিয়াই বা এতটা নিশ্চিত ভাবে বলছে কি করে। সাধারণ মানুষে সন্দেহ প্রকাশ করল কি না, তাতে কিছু যায় আসে না। কিন্তু সেন্সেটিভ ইস্যুতে মিডিয়ার আরও রেসপন্সিবল হওয়া উচিত।

    তবে অবিশ্বাস্য লেগেছে কারণ এমনটা বাপের জন্মে দেখি নি। পুলিশ নাকানি চোবানি খাচ্ছে, কিন্তু মিডিয়া বলছে ""চলো আ বাতাও আপলোগ কিতনে আদমী হো""?
  • pi | ২৭ নভেম্বর ২০০৮ ২৩:২৬ | 69.251.184.3
  • একজনের কাছ থেকে মেইলটা পেলাম।
    হয়তো এখানে কারুর দরকার পড়বে না।
    তবু দেওয়া রইলো।

    "You must have heard of the blasts in Mumbai.
    We saw, on the one hand, TV channels sensationalising things ? while
    the important information that could actually help people was not
    easily available.
    We decided to put this together on one site ? it is up at

    http://helpmumbai.pinstorm.com

    Do refer to it ? or pass it on to your friends ? or email more useful
    information we can add to it. "
  • bb | ২৭ নভেম্বর ২০০৮ ২৩:১৭ | 117.195.169.126
  • এখানে একটা অদ্ভুত প্রবণতা দেখা যাচ্ছে। পাকিস্তানের হাত আছে বলে যেমন কোনো প্রমাণ নেই, তার বিরোধী কোন প্রমাণও কিন্তু নেই। মিডিয়া তাই বিভিন্ন প্রচার করছে, এতে এতো সন্দেহ প্রকাশ করাটা কিন্তু ঠিক নয়। কেউ এখনো কি সত্যি তাই জানেনা।
  • arjo | ২৭ নভেম্বর ২০০৮ ২২:৩৭ | 24.214.28.245
  • এবারে কি ভারত-পাকিস্তান যুদ্ধু হবে? কি মুশকিল।
  • siki | ২৭ নভেম্বর ২০০৮ ২২:৩৪ | 122.162.82.98
  • ফোনকলটা জেনুইন। আর্মি চীফও এইমাত্র বলল, অ্যাকসেন্ট শুনে মনে হচ্ছে পাকিস্তানের পঞ্জাবের শিয়ালকোটের লোক। আর একজন ধরা পড়েছে, সে জানিয়েছে সে পাকিস্তানের বাসিন্দা।

    আর গ্রেনেড ছোঁড়ার সময়ে এক জঙ্গীর মোবাইল ফোন ছিটকে এসে পড়ে রাস্তায়, তার সিমকার্ডটা পাকিস্তানের। পাকিস্তানের কিছু নম্বর থেকে অনবরত কল আসছে সেই নম্বরে।
  • siki | ২৭ নভেম্বর ২০০৮ ২২:৩৩ | 122.162.82.98
  • ব্রডার এক্সটেন্টে, মেয়েদের ক্ষেত্রে কানের পাশ দিয়ে নেমে আসা চুলের গুচ্ছকে জুলফ বলে আদিখ্যেতা করা হয় হিন্দি গানে। ঐ শর্মিলা ঠাকুরের যেটা বেশ ভালো রকমের পাকানো ছিল। তো, সেটাও পজিশনওয়াইজ, ঐ জুলপিই।
  • d | ২৭ নভেম্বর ২০০৮ ২২:০৭ | 117.195.37.60
  • সকল "জুলপি' ই "জুলফে'র সাবসেট কিন্তু সকল জুলফে কদাপি "জুলপি' নয়। আর টাকে "জুলপি' থাকা এখনও পর্যন্ত পিত্থিমীতে সম্ভব নহে। বিজ্ঞানীরা টাকে জুলপী গজানো নিয়ে কিম্বা মানুষের নাককানের পোজিশান চেঞ্জ নিয়ে কোন গবেষণা করছেন বলে শুনিনি।

    দেখা যাক আমাদের খবরোলা'রা যদি কোন খবর দেয়।
  • Ishan | ২৭ নভেম্বর ২০০৮ ২১:৫৭ | 12.217.30.133
  • এটা উড়েদের জুলফি সংক্রান্ত গান। শোনো নি, "উড়ে চলে কিন্তু মাটিতে পা?'
  • san | ২৭ নভেম্বর ২০০৮ ২১:৪৮ | 123.201.53.144
  • চিন্তার কিছু নেই, মঃ লিখতে ভুলে গেছে।
  • arjo | ২৭ নভেম্বর ২০০৮ ২১:৪৫ | 24.214.28.245
  • এই যে শুনি উড়ে যব যব জুলফে তেরী। জুলফি আবার ওড়ে নাকি?
  • Ishan | ২৭ নভেম্বর ২০০৮ ২১:৪৪ | 12.217.30.133
  • আবার ঘেঁটে দিল। ঃ(
  • siki | ২৭ নভেম্বর ২০০৮ ২১:৩২ | 122.162.85.205
  • জুলফ মানে জুলফিই। ছেলেদের-টাকেও জুলফ-ই বলে।
  • siki | ২৭ নভেম্বর ২০০৮ ২১:৩২ | 122.162.85.205
  • হান জী পঞ্জাবের অ্যাক্সেন্ট। পাকিস্তানেও একটা পঞ্জাব আছে। সেখানেও একই অ্যাক্সেন্ট চলে।

    ডিঃ এতদ্বারা আমি কিন্তু প্রমাণ করছি না যে পাকিস্তান দোষী। তবে সন্ধ্যে থেকে দেখছি, সব টিভি চ্যানেলই জানাচ্ছে যে ধরা পড়েছে সে পাকিস্তানী।

    ইন্ডিয়া টিভির টেলিকনটা কিন্তু আমার হোক্স কল মনে হল, স্টুডিওতে কমপাইল করে বানানো।

    দহিসার ইস্টে স্বর্ণালীর এক আত্মীয় থাকেন। তারা ভালো আছেন, তাদের ওপর তলার ফ্ল্যাটে এক পুলিশ অফিসার ছিলেন। আজ সন্ধ্যেয় তাঁর ডেডবডি এসে পৌঁছল।
  • Ishan | ২৭ নভেম্বর ২০০৮ ২১:২৯ | 12.217.30.133
  • জুলফে মানে যে জুলপি নয়, সেটা আমি এখন আমি জানি। কে শিখিয়েছিল অবশ্য মনে নাই। স্যান যখন বলছে তখন স্যানই হবে। ঃ)
  • siki | ২৭ নভেম্বর ২০০৮ ২১:২৮ | 122.162.85.205
  • কাত্‌ল-এ-আম। উর্দুতে "এ' হল ইংরেজিতে ofkilling of mass বা mass killing

    যেমন দর্দ্‌-এ-দিল, শের-এ-মহীশূর, জশ্ন-এ-মোহব্বৎ ইত্যাদি।
  • san | ২৭ নভেম্বর ২০০৮ ২১:২৩ | 123.201.53.144
  • ইসে, কে যেন আমাকে হিন্দি 'জুলফে' মানে জিজ্ঞেস করেছিল? আজকাল সক্কলে এত ভাল হিন্দি আর উর্দু জানে !!
  • Ishan | ২৭ নভেম্বর ২০০৮ ২১:২২ | 12.217.30.133
  • বানান ভুল ধরিনি। শুধু আমি বেটার উর্দু জানি প্রমাণ কচ্ছিলাম।

    হিন্দি-উর্দুতে আমার স্লাইট ব্যথা আছে তো। ঃ)
  • arjo | ২৭ নভেম্বর ২০০৮ ২১:১৮ | 24.214.28.245
  • তবে ভারতের ডিফেন্স ও ইন্টেলিজেন্স সিস্টেম টা তুলে দিলেই হয়। ইরাকের পরেই ভারতে লোকে বোম ফেটে মারা গেছে। যাস্ট অসহ্য। এর পরে ওবামা পাকিস্তান আক্রমণ করলে আরও হবে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত