এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arpan | ২৭ নভেম্বর ২০০৮ ১৩:০২ | 208.57.131.4
  • ভিডিও ফুটেজে দেখলাম পুলিশ ভ্যান ক্যাপচার করে তাতে চড়ে গুড়ি চালিয়েছে।
  • Arijit | ২৭ নভেম্বর ২০০৮ ১২:৫০ | 61.95.144.123
  • এই আশংকা আমার অনেকদিনের।
  • r | ২৭ নভেম্বর ২০০৮ ১২:৪৯ | 125.18.104.1
  • কাল রাত আড়াইটা অবধি টি ভি দেখলাম। অবিশ্বাস্য! কিছু লোক দক্ষিণ মুম্বাই জুড়ে এ কে ফর্টি-সেভেন, হ্যান্ড গ্রেনেড নিয়ে ঘুরে বেড়াচ্ছে, মানুষের উপর যথেচ্ছ ফায়ার করছে, ধরতে গেলে পালিয়ে আবার অন্য জায়গায় ব্লাস্ট করছে। আমার এক আত্নীয় কাল এন ডি টি ভি-তে আই উইটনেস হিসেবে সাক্ষ্য দিচ্ছিল। ওকে ফোন করে কথা বললাম। ও এয়ারপোর্ট থেকে অটোতে ফেরার সময় দেখে একটা ট্যাক্সি হাইওয়ে দিয়ে যেতে যেতে হঠাৎ একটা আগুনের গোলা হয়ে শূন্যে উঠে আস্তায় আছড়ে পড়ল। বৃষ্টির মত গাড়ি পার্টস, দেহের ছিন্নবিচ্ছিন্ন অংশ রাস্তায় ছড়িয়ে পড়ল। ভয়ঙ্কর!
  • d | ২৭ নভেম্বর ২০০৮ ১২:৪৮ | 203.143.184.10
  • টিভিতে লাইভ দেখিয়েছে কারেকার হেলমেট বা বুলেটপ্রুফ জ্যাকেট ছাড়াই গাড়ী থেকে নেমে হোটেলে ঢুকতে যাচ্ছেন। একজন, বোধহয় মিলিটারীর লোক ওঁকে হেলমেট ধার দিল, তাই নিয়ে ধুকে গেলেন। তার ১০ মিনিটের মধ্যে নিউজ ফ্ল্যাশ "নিহত'। ইনিই মালেগাঁও এর ব্যপারটা ট্র্যাক করে করে অনেকদুর গেছিলেন। খটকা লাগছে। খুব খটকা। আর ঐ সালুস্কর (নাকি পালুস্কর?), গ্যাংস্টারদের দমন করার জন্য বিখ্যাত আরেকজন লোক। ইনিও নিহত।

    শ্রাবণী সম্ভবতঃ ঠিকই বলছে। ঐ কুচো সংগঠনগুলো ক্রেডিট নিতে চাইছে। অলরেডী করাচী থেকে নৌকো করে AK47 নিয়ে হামলা করতে আসার গল্প মার্কেটে চলছে।

    নাঃ আমার আশঙ্কা হচ্ছে .... বেশ ভালমত আশঙ্কা হচ্ছে।
  • shrabani | ২৭ নভেম্বর ২০০৮ ১২:২৯ | 124.30.233.102
  • এই মুজাহিদিন টিদিন ফালতু! এত বড় গাটসি অপারেশন এসব ছোট খাট সংগঠনের কাম হতে পারেনা। ওরা ফাঁকতালে ক্রেডিট নিতে চেষ্টা করছে!
  • siki | ২৭ নভেম্বর ২০০৮ ১২:২৬ | 219.64.11.35
  • কাল সন্ধ্যেতেও চীফের সাক্ষাৎকার দেখছিলাম কোন একটা চ্যানেলে। পৌনে আটটার পর আর টিভি খুলি নি। জাস্ট ভাবতে পারছি না কালকেও যে লোকটাকে কথা বলতে দেখলাম, যে এই মুহুর্তে মালেগাঁও কেসের রহস্যভেদে সবচেয়ে লাইমলাইটে ছিল, সেই লোকটা তার কয়েক ঘন্টা পরেই "নেই' হয়ে গেল।

    লোকটা কিছুদিন ধরেই থ্রেট কলও পাচ্ছিল। ডেকান মুজাহিদিনই বলো আর ইন্ডিয়ান মুজাহিদিনই বলো, কে জানে পেছনে ভিএইচপি-আরেসেস-অভিনব ভারতের হাত আছে কিনা!
  • shrabani | ২৭ নভেম্বর ২০০৮ ১২:২৩ | 124.30.233.102
  • ইংল্যান্ড ট্যুর কলড অফ!
  • shrabani | ২৭ নভেম্বর ২০০৮ ১২:২১ | 124.30.233.102
  • এটি এস চিফের এভাবে মারা যাওয়াটা একটু অদ্ভুত লাগছে! বাটলা কেস নয়তো? উনি এবং অন্য অফিসার দুজনেই মালেগাঁও প্রোবের কী পার্সনস ছিলেন!
  • Arpan | ২৭ নভেম্বর ২০০৮ ১২:০৯ | 208.57.131.4
  • যাঁকে ফোন করেছিলাম তাঁর সাথে অনেকক্ষণ কথা হল। ভদ্রলোকের নিজের একটা ছোট বিজনেস আছে। তিনি একটু তাড়া থাকায় রাত ন'টা নাগাদ বেরিয়ে বাড়ি চলে আসেন। কর্মচারী ছেলেটি রাত সাড়ে দশটা নাগাদ ভিটি স্টেশন থেকে ফোন করে জানায় এই অবস্থা। তার চোখের সামনে ফায়ারিং হচ্ছে ইত্যাদি। সে কোনক্রমে হাঁটা লাগিয়ে আবার অফিস পৌঁছয় ও সেখানেই রাতটা কাটায়।

    টিভিতে নাকি লাইভ দেখাচ্ছিল এটিস চিফ হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট ইত্যাদি পরে হোটেলের ভেতরে ঢুকলেন। তার দশ মিনিট পরে নিউজ ফ্ল্যাশ দেখাতে শুরু করে উনি নিহত।

    এইবারের সন্ত্রাসবাদী হানা অন্যান্যবারের থেকে একদম আলাদা। কাছাকাছি থাকবে বোধহয় শুধু ২০০১ সালে পার্লামেন্টে হানা। গুরুত্ব ও চরিত্রগত দিক থেকে।
  • siki | ২৭ নভেম্বর ২০০৮ ১১:৪৩ | 219.64.11.35
  • আপডেট কী?
  • Arpan | ২৭ নভেম্বর ২০০৮ ১০:৫৯ | 208.57.131.4
  • আমি পেলাম এইমাত্র।
  • pi | ২৭ নভেম্বর ২০০৮ ১০:৪৬ | 69.251.184.3
  • নাঃ। বম্বের কোনো নং ই পাচ্ছি না তো।
  • Arpan | ২৭ নভেম্বর ২০০৮ ১০:১২ | 208.57.131.4
  • যাঃ!!!
  • siki | ২৭ নভেম্বর ২০০৮ ১০:০৯ | 219.64.11.35
  • সকালে তো ফোন করলাম বম্বেতে। মোবাইলেই। আসলে কাল রাত পর্যন্ত কেউ কিছু জানতে পারে নি। সক্কলে আজ সকালের খবরের কাগজ পড়ে জানছে। এইবার আস্তে আস্তে ফোনের ট্র্যাফিক বাড়ছে।

    আপডেট কেউ এখানে মাঝে মাঝে পোস্ট করে দেবে? আমার এখান থেকে পৃথিবীর সমস্ত নিউজ সাইট ব্লক্‌ড। এমনকী আবাপ-ও!
  • Arpan | ২৭ নভেম্বর ২০০৮ ০৯:৫৭ | 208.57.131.4
  • বম্বের মোবাইল নং কাজ করছে? কেউ জান? এখান থেকে লাগছে না।
  • Arpan | ২৭ নভেম্বর ২০০৮ ০৯:২১ | 208.57.131.4
  • আজ তক ইন্ডিয়া টুডে গ্রুপের।
  • Binary | ২৭ নভেম্বর ২০০৮ ০৮:৩২ | 24.66.94.142
  • 'আজ তক' চ্যানেলটা কি বিজেপি-র ? মানে ওখানে কেমন বেমালুম বলে দিলো, যারা ধরা পড়েছে তারা পাকিস্তানী। ক্লিপিং দেখালো।
  • d | ২৭ নভেম্বর ২০০৮ ০৮:০৮ | 117.195.35.100
  • এখানে খামোখাই কি প্রবল আতঙ্ক চারধারে। লোকজন ফোন করে অফিস যেতে মানা করছে। এদিকে ছানাপোনারা ফোন করে আসবে না বলছে।
    আমি যে কি করি বুঝতে পারছি না।

    (আমার খুব মনে হচ্ছে এর পরে গুছিয়ে একটা মাস কিলিং টাইপ হবে। )
  • siki | ২৭ নভেম্বর ২০০৮ ০৭:৫৬ | 122.162.83.143
  • এ কী ভয়ংকর কান্ড ঘটে গেছে মুম্বাইতে!! আজ সকালে কাগজ পড়ে জানলাম।

    অনুষ্টুপকে ফোন করেছিলাম এইমাত্র। শুনলাম তাজ হোটেল, নরিম্যান হাউস ইত্যাদি জায়গায় এখনও ওপেন ফায়ারিং চলছে।
  • sinfaut | ২৭ নভেম্বর ২০০৮ ০৭:৫৬ | 117.195.193.34
  • ম্যাকেন লার্ণিং ইংলিশ পড়েছেন।
  • Binary | ২৭ নভেম্বর ২০০৮ ০৪:১৭ | 198.169.6.69
  • হ্যাঁ, এরপরে কোনোদিন লোলিত মোদি-ই 'এলবি ডাবলিউ' রুল-ও ঠিক করবে।
  • Arpan | ২৭ নভেম্বর ২০০৮ ০৪:০৩ | 65.194.243.232
  • কোন দোষই করেনি। কিন্তু ওই, টাকায় কথা বলে।
  • Binary | ২৭ নভেম্বর ২০০৮ ০৪:০২ | 198.169.6.69
  • আমার কথাটা আরেট্টু, এরপরে-ও ইংল্যান্ড যদি এখানে খেলতে চায়, তবে পাকিস্তান কি দোষ করলো ? ওদের দুবাই-সারজা তে হোম ম্যাচ খেলতে হচ্ছে কেন ?
  • nyara | ২৭ নভেম্বর ২০০৮ ০৩:৫৯ | 67.88.241.3
  • আলোয় ঢাকা অন্ধকার
    ঘন্টা বাজে গন্ধে তার।
  • Arpan | ২৭ নভেম্বর ২০০৮ ০৩:৫৭ | 65.194.243.232
  • আমার মনে হচ্ছে ইংল্যান্ড যাবে না। আইপিএল সিজন-২ তে অনেক টাকা। সিজন-১ একেই মিস হয়ে গেছে।
  • Binary | ২৭ নভেম্বর ২০০৮ ০৩:৫৭ | 198.169.6.69
  • অজদা, 'সুপারি কিলার' প্রশ্নটা সুধু স্যানের জন্যি কেন ? মানে এটা তোমার প্রশ্নের ওপর প্রশ্ন।
  • Binary | ২৭ নভেম্বর ২০০৮ ০৩:৪২ | 198.169.6.69
  • এটা ১০০% ইন্টেলিজেন্স আর সিকিওরিটি ফেলিওর। সিরিয়াল বম্ব ব্লাস্ট, তাও বোঝা যায়। কিন্ত হস্টেজ ? ইংল্যান্ড যদি বলে বাড়ী যাব, তাইলে দোষ দেওয়া যাবে না।
  • Du | ২৭ নভেম্বর ২০০৮ ০৩:০৬ | 67.111.229.98
  • এই ইন্ডাস্ট্রীতে স্লোডাউন নাই।
  • Arpan | ২৭ নভেম্বর ২০০৮ ০২:৫৭ | 65.194.243.232
  • ইংল্যান্ড টিম বোধহয় পাততাড়ি গুটিয়ে বাড়ি চলে যাবে। একদিকে ওদের ভালই হবে। ব্রিটিশদের মত অজুহাতপ্রিয় আর ছিঁচকাঁদুনে জাতি আর দুটি নেই।
  • Arpan | ২৭ নভেম্বর ২০০৮ ০২:৫৫ | 65.194.243.232
  • করাচি ব্লাস্টের রেপ্লিকা।
  • sayan | ২৭ নভেম্বর ২০০৮ ০২:৫৪ | 160.83.72.211
  • এবার ট্যুরিস্টদের টার্গেট করেছে। তাজ হোটেলে দুশ'র বেশী, ট্রাইডেন্ট হোটেলে চল্লিশ জন হস্টেজ (সতেরো জন ফরেনার সহ), অ্যান্টি টেররিস্ট স্কোয়াডের চীফ মৃত, ম্যারিয়ট হোটেলে গুলিগোলা ... আপাতত হেডকাউন্ট নব্বই জন, কাল সকাল পর্যন্ত এটা কত দাঁড়ায়।
  • sayan | ২৭ নভেম্বর ২০০৮ ০২:৪৮ | 160.83.72.211
  • আমি কোনও পয়েন পেলাম না ... ভেউ ভেউ ঃ(((
  • Arpan | ২৭ নভেম্বর ২০০৮ ০২:৪৬ | 65.194.243.232
  • এরা মেরিটের দামটা দিল না। এই সর্বব্যপী মিডিওক্রেটি। যত্তসব! ঃ(
  • sayan | ২৭ নভেম্বর ২০০৮ ০২:৪৪ | 160.83.72.211
  • এনডিটিভি'র হেডলাইন দেখেছো!
  • Arpan | ২৭ নভেম্বর ২০০৮ ০২:৪৩ | 65.194.243.232
  • আমি? প্রিভিলেজড ক্লাস? যত্তসব। ঃ)
  • sayan | ২৭ নভেম্বর ২০০৮ ০২:৩৯ | 160.83.72.211
  • (একটা ভালোমত ছাতা চাই)
  • arjo | ২৭ নভেম্বর ২০০৮ ০২:১৬ | 24.214.28.245
  • রুটি দিয়ে তড়কা মেরে, সুপারি দিয়ে পান।
  • san | ২৭ নভেম্বর ২০০৮ ০২:১৩ | 123.201.53.144
  • অপ্পন প্রিভিলেজড ক্লাস। বেশি বেশি জানে। আমরা জানিনা ঃ-(
  • aja | ২৭ নভেম্বর ২০০৮ ০২:১০ | 207.47.98.129
  • পয়েন্ট গোজ টু অপ্পন।

    তাড়কা বধে সুপারি পেয়েছিলেন দশরথ।
  • sayan | ২৭ নভেম্বর ২০০৮ ০২:০৯ | 160.83.72.211
  • সুপারী বনে বাদাড়ে হলেও হবে কিন্তু রুমালি রুটি ... রুমাল তো আবিষ্কার হল গিয়ে এই কলিযুগে!

    (** ওটা তারকা, অ্যাজ ইন তা-রো-কা রাক্ষসী)
  • Arpan | ২৭ নভেম্বর ২০০৮ ০২:০৪ | 65.194.243.232
  • মোর ইম্পর্ট্যান্টলি, তড়কা কী দিয়ে মেরেছিলেন? রুমালি রুটি না নান?
  • Arpan | ২৭ নভেম্বর ২০০৮ ০২:০৩ | 65.194.243.232
  • রাম তাড়কা মেরে কী সুপারি পেয়েছিলেন?
  • sayan | ২৭ নভেম্বর ২০০৮ ০২:০১ | 160.83.72.211
  • নাঃ। তড়কা-রাক্ষসী বোধহয় তারও আগে। বিশ্বামিত্রের সুপুরী রামকে।
  • Arpan | ২৭ নভেম্বর ২০০৮ ০১:৫৭ | 65.194.243.232
  • শ্রীরামচন্দ্র? (রেফারেন্সঃ বালিবধ)
  • san | ২৭ নভেম্বর ২০০৮ ০১:৫০ | 123.201.53.144
  • আমার জিকে খুব খারাপ। নেগেটিভে আছে বল্লেও চলে ঃ-(
  • Du | ২৭ নভেম্বর ২০০৮ ০১:৪৫ | 67.111.229.98
  • আমার ছেলেকে আদর করে বললাম - ইউ আর মাই বেস্ট বাবা।
    তো উত্তরে সে বললে - ওয়েল, দ্যাটস বিকজ আই অ্যাম ইয়োর ওনলি বাবা/

    কনফিডেন্সের কি লেভেল ঃ(
  • aja | ২৭ নভেম্বর ২০০৮ ০১:৩০ | 207.47.98.129
  • এটা স্যানের জন্যঃ

    পৃথিবীতে প্রথম সুপারি-কিলার কে?

    ডিঃ অন্যের কাছ থেকে শোনা।
  • Blank | ২৭ নভেম্বর ২০০৮ ০১:২৪ | 59.93.200.247
  • ওক্কে দশ মিনিট দাও
  • arjo | ২৭ নভেম্বর ২০০৮ ০১:২১ | 168.26.215.13
  • ওরে ব্ল্যাংকি রে কিছু লিংকি দে।

    যাক সবাইকে হ্যাপি টার্কি ডে করে চললুম। এরপর আপিসে থাকলে টার্কি দেবতা পাপ দেবে। ব্বাব্বাই।
  • arjo | ২৭ নভেম্বর ২০০৮ ০১:১৪ | 168.26.215.13
  • ব্ল্যাংকি, আমাদেরও একটু দেখো টেখো। আজ তো আর কোথাও যাওয়া টাওয়া নেই। একটু গুগুলের দিকটা ঘুরে এসো। দুইখান হলেই চলবে। বেশি চাই না।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত