এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • h | ২১ নভেম্বর ২০০৮ ১৭:৩১ | 203.99.212.224
  • ঃ-))))))))
  • Blank | ২১ নভেম্বর ২০০৮ ১৭:২৮ | 203.99.212.224
  • :-D
  • Blank | ২১ নভেম্বর ২০০৮ ১৭:২৮ | 203.99.212.224
  • আর এম্নিতেই আম্রিগান ইংরাজি বিপ্লবকে অনেক এগিয়ে নিয়ে গেচে
  • Blank | ২১ নভেম্বর ২০০৮ ১৭:২৭ | 203.99.212.224
  • ইংরাজি নিয়েও আমার যথেষ্ট উচ্চ স্তরের চিন্তা ভাবনা আছে। কিন্তু ইংরাজির মুশকিল হলো যে কিছু বিপ্লব করলেই নীচে লাল দাগ হয়ে যায় ঃ(
    (আমি ইংরাজী এসে গুলোতে বাংলা কোটেশান দিয়েছিলাম ইস্কুলে)
  • r | ২১ নভেম্বর ২০০৮ ১৭:২৫ | 198.96.180.245
  • দাশগুপ্ত ফুরাতে পারে, চ্যাটার্জি ফুরাতে পারে, বিপ্লব ফুরায় না।
  • san | ২১ নভেম্বর ২০০৮ ১৭:২৩ | 220.227.64.98
  • আচ্ছা ব্ল্যাংকি তুই কি ইংরিজিও এইভাবে ইচ্ছেমত লিখিস ? না আমাদের দুখিনী মাতৃভাষার দুর্গতি করেই বিপ্লব ফুরিয়ে যায়?
  • r | ২১ নভেম্বর ২০০৮ ১৭:১৯ | 198.96.180.245
  • প-এ পুরন্দর দিয়ে শুরু করলে মিলের স্বার্থে ভ দিয়ে তো টাইপোসহ উহ্যের কাছাকাছি চলে যেতে হবে।
  • Blank | ২১ নভেম্বর ২০০৮ ১৭:১৯ | 203.99.212.224
  • দ্বিতীয় ভাগে সুর্য রশ্মি আর ক্লোরোফিল মিলে মিশে একাকার হয়ে যাচ্ছে, কোটি কোটি ATP সারা বই জুড়ে ছরিয়ে পরছে
  • siki | ২১ নভেম্বর ২০০৮ ১৭:১৬ | 203.122.26.2
  • দ্বিতীয়ভাগে ওগুলো সবুজ সূর্যরশ্মি। ও নতুন ভার্সন কি আজ বেরিয়েছে নাকি?
  • h | ২১ নভেম্বর ২০০৮ ১৭:১৫ | 203.99.212.224
  • ক য়ে ক্যালানে দিয়ে শুরু করে কিরকম নজ্জা নজ্জা করলো। আর করলাম না। ইবি স্যারের হলুদ রুলের সম্ভাব্য গুঁতোয় চেপে গেলাম।
  • san | ২১ নভেম্বর ২০০৮ ১৭:১৫ | 220.227.64.98
  • উহ্য বলা চলবে না। ওসব অবসলিট কথা।
  • sinfaut | ২১ নভেম্বর ২০০৮ ১৭:১৪ | 165.170.128.65
  • সূর্যরশ্মি না সূর্যটিউবলাইট।
  • r | ২১ নভেম্বর ২০০৮ ১৭:১৪ | 198.96.180.245
  • ভ-টা উহ্য রাখলা? (উহ্য মানে উহ্য, টাইপো নাই)
  • h | ২১ নভেম্বর ২০০৮ ১৭:১২ | 203.99.212.224
  • না। পয়ে পুরন্দর ;-)
  • r | ২১ নভেম্বর ২০০৮ ১৭:১১ | 198.96.180.245
  • ইয়েস, আর চারদিকে কেমন মোটা মোটা হলুদ ডান্ডা, ওগুলো মনে হয় সূর্যরশ্মি।
  • r | ২১ নভেম্বর ২০০৮ ১৭:১০ | 198.96.180.245
  • প-এ পাগলা ক্ষীর খা
    ফ-এ ফুল্টু
    ব-এ বিন্দাস
    ভ-এ ভাড় মে যা।
  • sinfaut | ২১ নভেম্বর ২০০৮ ১৭:১০ | 165.170.128.65
  • দাঁড়াও নতুন মলাটটা কল্পনা করি। মানে কি, পুরোনো বাংলা সিনেমায় যেমন একটা মন্দিরের ঠাং করে ঘন্টা পড়ে একটা শিব/সরস্বতী/ ইত্যার মূর্তি আর কল্পনা মুভিজ প্রেসেন্ট দেখিয়ে শুরু হতো তেমন ছবি?
  • sinfaut | ২১ নভেম্বর ২০০৮ ১৭:০৮ | 165.170.128.65
  • এই দেখো আরেকটা পয়েন্ট পেয়ে গেলে। ছোটোদের বেশি রিলেট করতে শেখানো কেন ভালো না। ;-)
  • r | ২১ নভেম্বর ২০০৮ ১৭:০৭ | 198.96.180.245
  • বর্নপরিচয় নতুন মলাটে বেরিয়েছে। সেই মলাটে ইবি স্যার প্রস্তরবৎ, অন্ধজনে দেহ অলো পোজে বসে আছেন।
  • h | ২১ নভেম্বর ২০০৮ ১৭:০৭ | 203.99.212.224
  • বামা রাগ করবেনঃ-)
  • h | ২১ নভেম্বর ২০০৮ ১৭:০৬ | 203.99.212.224
  • আর যাই করো দুলতে দুলতে আপিসে বিন্দাসে শুয়ে পোড়ো না।
  • r | ২১ নভেম্বর ২০০৮ ১৭:০৫ | 198.96.180.245
  • আমি "জানা" আর "শেখার" পার্থক্য নিয়ে আর কিছু বলতে পারছি না। এমনিতেই কেমন দুলতে শুরু করেছি। আর কিছুক্ষণ বাদে এক চন্দ্র দুইয়ে পক্ষ আওড়াব মনে হচ্ছে!
  • san | ২১ নভেম্বর ২০০৮ ১৭:০৩ | 220.227.64.98
  • বা বা বা বা। সিফো ব্যাটা জন্মে থেকেই বিছানার সঙ্গে বিন্দাস কে রিলেট করে নিয়েছে। পেন্নাম ঠুকলুম রে।
  • h | ২১ নভেম্বর ২০০৮ ১৭:০৩ | 203.99.212.224
  • আর প্লিজ ঐ গুপ্ত প্রেস মার্কা মলাট টা। নতুন সংস্করণটা সম্পাদনার দায়িঙ্কÄ শিবাজীদা আর সিফোঁ যৌথ ভাবে নিলে বেশ হয়;-)
  • r | ২১ নভেম্বর ২০০৮ ১৭:০২ | 198.96.180.245
  • ইন ফ্যাক্ট, আমি বর্ণপরিচয়ের ফন্ট নিয়ে কখনো ভেবে দেখি নি।
  • san | ২১ নভেম্বর ২০০৮ ১৭:০২ | 220.227.64.98
  • এই তো। এই শব্দটা আমরা রোজ রোজ বলিনা, কিন্তু এটা বাংলায় আছে - এইটা বাচ্চারা জেনে ফেললে যে কি এমন মনের উপরে চাপ পড়ে, এত পড়েও সেইটা এখনো আমার মাথায় ঢুকলোনা। তোমার ভাষা শেখার আশা ইত্যাদি ঃ-)
  • sinfaut | ২১ নভেম্বর ২০০৮ ১৭:০২ | 165.170.128.65
  • টিম কী গম্ভীর হয়ে চাল দিচ্ছে আর চলে যাচ্ছে ঃ-(। আমর সাথে কতাও বলছেনা। ঃ-((
  • h | ২১ নভেম্বর ২০০৮ ১৭:০১ | 203.99.212.224
  • বিছানা কে বিন্দাস? বাবা এতো অ্যাডাল্ট গল্প। এটা প্রাইমারে না থাকাই ভালো।

    হ্যারি পটার নিয়ে একটা সময়ে তাবড় তাবড় লোকেরা লিখেছেন।
  • Arijit | ২১ নভেম্বর ২০০৮ ১৭:০১ | 61.95.144.123
  • আবার সেমসাইড।
  • r | ২১ নভেম্বর ২০০৮ ১৭:০০ | 198.96.180.245
  • ঠিক। বর্ণপরিচয়ের শব্দগুলো রিপ্লেস করে দিলেই হয়। আর ছবিগুলো রঙিন করে দিলেই হয়। আফটার অল,গোটা গোটা করে অ আ ক খ লেখা আছে তো! ঃ-)))))
  • sinfaut | ২১ নভেম্বর ২০০৮ ১৭:০০ | 165.170.128.65
  • আমি ছোটোবেলায় বিছানাকে বলতাম বিন্দাস আর এক্কাগাড়িকে তেলতাড়ি।
  • siki | ২১ নভেম্বর ২০০৮ ১৬:৫৭ | 203.122.26.2
  • অরিজিৎ,

    কিছু মনে কোরো না, তুমিও কিন্তু একটা লুপে ঘুরছো। কিছু শব্দ আছে প্রথম ভাগ বর্ণপরিচয়ে অক্ষর পরিচয়ের সময়ে, যা কলোকুয়াল বাংলায় ব্যবহার হয় না। কিন্তু এই রকম একটা শব্দও যে বাংলায় আছে, সেটা আমরা কিন্তু তখনই শিখে যাই।

    চার বছরের বাচ্চা, স্বরবর্ণ শিখবে। সে তখনও ব্যঞ্জনবর্ণ শেখেই নি, সে খায় না মাথায় দেয় তা-ও জানে না, সে বর্গীয় জ চেনে না, গ চেনে না, র চেনে না, কিন্তু সে শিখছে অ-য়ে "অজগর' আসছে তেড়ে। পড়ছে না কিন্তু, মায়ের কাছে বা বাবা বা কোনও টিচারের মুখে শুনছে অজগর। বর্ণপরিচয়ে কোনও আহামরি ছবি ছিল না, ইবিস্যারের 'বাটী'র ছবি ছাড়া, তো অজগর ভিজুয়ালাইজ করতে হল না আমাকে, আমি জানলাম অ দিয়ে অজগর। মানে, শুনে শুনে মনে রাখলাম।

    ঐ দিয়ে ঐরাবত। ঐরাবত মানে কী? না, হাতি। হাতির ছবি অন্যত্র দেখেছি। একটা শব্দ শুনে শিখলাম। আমি তখনও রা-ব-ত কিছুই চিনি না।

    ঔ দিয়ে ঔষধ। শুনে জানলাম ওষুধকে ঔষধও বলে। ভোক্যাব্‌স বাড়ল।

    ঝ দিয়ে ঝঞ্ঝা। আমি তখন থোড়ি জানি ওতে যুক্তাক্ষর আছে, ঞ আছে। আমি মায়ের মুখে শুনলাম, "ঝন্‌ঝা'। মানে ঝড়। পাশে পাশেই মা শিখিয়ে দিয়ে ঝ দিয়ে ঝাঁটা হয়, ঝুল হয়, ঝুমঝুমি হয়।

    অন্তস্থ্য য দিয়ে যখন পড়ছি যাচ্ঞা, হ্যাঁ, বেশ কঠিন লেগেছিল, ততদিনে চ-ও চিনি, ঞ-ও চিনি। কিন্তু একটা আরেকটার ঘাড়ে উঠে গেল কী করে, এই কৌতূহলটা জন্মে গেল। বাবা বলল, আর কদিন পরে যুক্তাক্ষর শেখাব। তখন বুঝবি।

    সব অক্ষর পরিচয় হয়ে যাবার পর নিজে নিজেই বানান করে পড়তে লাগলাম অ বর্গীয় জ, অজ, আ ম আম, হ্রস্ব ই চন্দ্রবিন্দু দয়ে হস্‌সউ র ইঁদুর এই রকম। তারপরে একদিন যুক্তাক্ষরও শিখে গেলাম। বাংলা পড়াটা আরও ইজি হয়ে গেল।

    একেবারে এইভাবেই চেষ্টা করা যায়। ভিজুয়ালাইজ করতে পারলে মনে রাখতে সুবিধা হয়, তাই আমরা চেনা পরিচিত অবজেক্টের রেফারেন্স দিয়ে আজকাল শেখাচ্ছি। কিন্তু তার মানে একেবারেই এই নয় যে বর্ণপরিচয় অচল।

    যে হেতু কিছু খটোমটো বাংলা শব্দ আছে, যেহেতু ভালো ছবিপত্তর নেই, সেহেতু বর্ণপরিহয় অবসোলিট, এইটা তোমার যুক্তি। তুমি বারবার এর রেফারেন্স দিয়েছো। আমি ব্যাপারটাকে অন্যভাবে দেখছি। যে শব্দ খটোমটো মনে হচ্ছে রিপ্লেস করে দাও অন্য শব্দ দিয়ে। কিন্তু হ্রস্ব উ দিয়ে উট তো খটোমটো নয়! এ দিয়ে এক্কাগাড়ি তো খটোমটো নয়!
  • h | ২১ নভেম্বর ২০০৮ ১৬:৫৬ | 203.99.212.224
  • ইবিস্যার টা ব্যাপক দিল ঃ-)
  • r | ২১ নভেম্বর ২০০৮ ১৬:৫২ | 198.96.180.245
  • ইয়ুপ, ল্যাঙ্গোয়েজ, নট দ্য স্টিক। ;-)
  • Arijit | ২১ নভেম্বর ২০০৮ ১৬:৫২ | 61.95.144.123
  • আমি একটা কঠিন মিটিনে গেলুম। ফুরসত পেলে দেখবোখুনি।
  • Blank | ২১ নভেম্বর ২০০৮ ১৬:৫২ | 203.99.212.224
  • কিন্তু বাচ্ছাদের অন্যান্য প্রচলিত রুপকথার থেকে হ্যারী পটার অনেক বেশী পপুলার ঐ কারনেই। চেনা জগৎ টাকে মিশিয়ে দিয়েছে উইজার্ড দের সাথে। উইজার্ড রাও পরীক্ষা দেয়, তাই নিয়ে টেনশান করে ...
    অনেক বেশী কাছের জগৎ ..
  • r | ২১ নভেম্বর ২০০৮ ১৬:৪৯ | 198.96.180.245
  • হ্যারি পটার আর হ্যান্স এন্ডারসনের তুলনা ভুল। হ্যারি পটারের টার্গেট মূলতঃ কৈশোর, এন্ডারসন শিশুদের জন্য। এমনি বই পড়ার ব্যাপারে কার কি ভালো লাগবে বলা টাফ। আমার মেয়ের ফেভারিট হল হয় এন্ডারসন-গ্রিম ব্রাদার্স গোছের রূপকথা, নয় রামায়ণ-মহাভারত। ইনোসেন্সের মায়াপুরী থেকে যাবতীয় লুচ্চামির আখড়া। ;-)

    কিন্তু এই বই পড়ার সাথে ভাষাশিক্ষাকে গুলিয়ে ফেলাটা ভুল।
  • Blank | ২১ নভেম্বর ২০০৮ ১৬:৪৮ | 203.99.212.224
  • একদম ই বালের কথা না। হ্যারী পটার আর অ্যান্ডারসন পাশাপাশি পড়লে বোঝা যায় কোনটা বেশী ইন্টারেস্টিং। আমার মনে হয় তুই হ্যারী পটার পড়িস নি ...
  • sinfaut | ২১ নভেম্বর ২০০৮ ১৬:৪৭ | 165.170.128.65
  • আগেরটা হিন্দীর টইতে র-দার পোস্টের প্রত্যুত্তরে।
  • sinfaut | ২১ নভেম্বর ২০০৮ ১৬:৪৬ | 165.170.128.65
  • ইয়ে, লেটস স্টিক তো দ্য ল্যাঙ্গুয়েজ অনলি। ঃ-)
  • Arijit | ২১ নভেম্বর ২০০৮ ১৬:৪৬ | 61.95.144.123
  • পরবর্তী জীবনে কক্ষণো কাজে লাগবে না বলিনি। এবং পরবর্তী জীবনে কি কাজে লাগবে সেগুলো অক্ষরপরিচয়ের সময় বড় কথা নয়। ছোটদের ইন্টারেস্ট ড্র করা হল উদ্দেশ্য, এবং সেখানে এইগুলো এখন কাজের নয়। প্রাইমারকে প্রাইমার হিসেবে দ্যাখো।

    বাই দ্য ওয়ে - আমার এট্টু এট্টু মনে হচ্ছে স্যান ডেভিলস অ্যাডভোকেট হওয়ার চেষ্টায় রয়েছে।

    (মঃ) - এটা কি বস্তু? আজ এই নিয়ে বার তিনেক দেখলাম।
  • sinfaut | ২১ নভেম্বর ২০০৮ ১৬:৪৫ | 165.170.128.65
  • ওটা বালের কথা। অ্যান্ডারসনের অ্যাডভার্টাইজমেন্ট নেই, হ্যারি পটারের আছে। এখানে আমরা হানুদাকে আহ্বান জানাচ্ছি, হান্স ও হ্যারির সময় ও সমাজের তুলনাত্মক বিশ্লেষন করার জন্য।
  • sinfaut | ২১ নভেম্বর ২০০৮ ১৬:৪৪ | 165.170.128.65
  • স্যান এই করোলারি টা কিন্তু বিউটি দিয়েছে। অতয়েব অজ্জিতদা, তোমার বাক্য গঠনের দিকে ধ্যান দাও, নাহলেই কেস কেলো হয়ে যাবে। "এতই অবসোলিট" বললে চলবে না "প্রায় অবসোলিট" বলতে হবে। (মঃ)
  • Blank | ২১ নভেম্বর ২০০৮ ১৬:৪৩ | 203.99.212.224
  • স্যান এক খানা দামী কথা বলেছে। 'সব রুপ কথা তুলে দাও', কারন ওর সাথে বাচ্ছারা রিলেট করতে পারে না। এটা একদম ঠিক। এই কারনেই আজ হ্যারী পটার বেস্ট সেলার, অ্যান্ডারসন নয়। হ্যারী পটারের রুপকথার জগতটা এখনকার বাচ্ছাদের অনেক কাছের জগত। তাই হ্যারী পটারের মধ্যে বাচ্ছারা নিজেদেরকে বেশী খুঁজে পায়। যেটা আর পুরনো দিনের রুপকথা গুলোতে নেই।
  • Arijit | ২১ নভেম্বর ২০০৮ ১৬:৪০ | 61.95.144.123
  • আমি বর্ণপরিচয় আদৌ কখনো পড়েছি বলে মনে নেই, কিন্তু আমি জাঁতিও জানি, ঝাঁকামুটেও জানি, মুঘল সাম্রাজ্যের পতনের কারণও জানি। বর্ণপরিচয় প্রথম ব্যবহার করতে গিয়ে আমি নিজে ছোট হবার চেষ্টা করে দেখেছি। তাই এগুলো বলি।
  • san | ২১ নভেম্বর ২০০৮ ১৬:৩৯ | 220.227.64.98
  • স্পেশালি বর্ণপরিচয়ের শব্দসমূহ যখন এতই অবসলিট যে পরবর্তী জীবনে কক্ষনো কাজে লাগবেনা, এর থেকে তো অটো-প্রমাণিত হয় যে ওই শব্দের মানে যে জানে,বা বানান, সে নির্ঘাৎ ঐ বই থেকে পড়েই জানে।
  • r | ২১ নভেম্বর ২০০৮ ১৬:৩৮ | 198.96.180.245
  • একটা জিনিষ স্যান বুঝছে না- ইবিস্যার বা আরেন্টিস্যার এই বইগুলো প্রাইমার হিসেবেই লিখেছিলেন, গল্পের বই হিসেবে বা ইতিহাসের সাক্ষ্য হিসেবে লেখেন নি। অতএব, আলোচনাটা তাই প্রাইমার নিয়ে হওয়াই স্বাভাবিক। গল্পের বই হিসেবে যদিও হ য ব র ল বা টুনটুনির বই অনেক বেশি উপাদেয়। তাও যদি বাংলা পড়তে শিখে কোনো গম্ভীর শিশু গল্প হিসেবে গোপালের জীবনচরিত পড়ে, সে পড়ুক না। তাতে কারো কোনো আপত্তি থাকার কথা নয়।
  • san | ২১ নভেম্বর ২০০৮ ১৬:৩৭ | 220.227.64.98
  • আমি পড়িনি না। আমি প্রথম অক্ষরপরিচয়ের সময়ে পড়িনি। কোন এক সময়ে পড়েছি তো বটেই। নয়তো ঐক্য বাক্য মাণিক্য মানে জানলাম কি করে ? ;-)
  • Arijit | ২১ নভেম্বর ২০০৮ ১৬:৩৪ | 61.95.144.123
  • তুমি তো পড়োনি। তাইলে কি করে শিকলে এগুলো?
  • jlt | ২১ নভেম্বর ২০০৮ ১৬:৩৪ | 66.232.118.195
  • কমেন্ট করার লোভ হল - বোধহয় স্কুলে আমরা সহজপাঠ (এবং কিশলয়) সবাই পড়েছি ক্লাস ওয়ানে - কিন্তু 'বর্ণপরিচয়' তো তার আগে বাড়িতে (বা নার্সারিতে ঃ-) ) হয়ে যেতা - আর নিজে পড়তে শিখে যাওয়র পরে সহজপাঠের ছবি ভিশুয়ালাইজ করতে অসুবিধা হয়নি । কোন বই পড়ে শেখর কথা মনে পড়ে না । যা মনে পড়ে তা হল বর্ণপরিচয় ( দ্বিতীয় ভাগ) বেশ ভীতিপ্রদ ছিল।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত