এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • d | ২৬ নভেম্বর ২০০৮ ০১:১৭ | 117.195.32.32
  • হ্যাঁ ইন্ডিভিজুয়াল রিসোর ইউটিলাইজেশান গুণতেও ধরি। ওসব না ধরলে টীমে অতিরিক্ত বাফার রিসোর্স পাব কোত্থেকে! আর তা না পেলে হঠাৎ কেউ রিজাইন করলে কিম্বা বড়গোছের অসুস্থ হয়ে পড়লে তো হাতে হ্যারিকেন হয়ে যাবে।

    না আমার এখনও পর্যন্ত কখনও অমন পরিস্থিতি হয় নি।
  • sayan | ২৬ নভেম্বর ২০০৮ ০১:১৩ | 160.83.72.211
  • হ্যাঁ সিওকিউ মেজার করতে। কিন্তু ইন্ডিভিজুয়াল আরইউ এর সময়?

    আরও লিখি, টিএনএম'এ কখনও অ্যামন হয়নি যে ইনভয়েস রেইজ করতে গিয়ে দেখলেন প্রজেক্টে টাকাকড়ি কিচ্ছু নেই?
  • d | ২৬ নভেম্বর ২০০৮ ০১:১১ | 117.195.32.32
  • মানে অপ্পনকে "হুঁ'
  • d | ২৬ নভেম্বর ২০০৮ ০১:১০ | 117.195.32.32
  • হুঁ
  • sayan | ২৬ নভেম্বর ২০০৮ ০১:০৯ | 160.83.72.211
  • হা হা অ্যাপ্রুভড বিলিং ভাইটাল রিকনসাইল করা টিসিএস'এ একটি বেস্টো পের‌্যাকটিস ছিলো রে দাদা।
  • Arpan | ২৬ নভেম্বর ২০০৮ ০১:০৮ | 216.52.215.232
  • সিওকিউ মাপতে গেলে ধরতে হয় বৈকি!
  • sayan | ২৬ নভেম্বর ২০০৮ ০১:০৬ | 160.83.72.211
  • টিসিএস ছানাদের আবার বলেছিল যে তোমরা ছুটিতে গেলেও "ব্যাক-আপ' দিয়ে যেও, ইন্ট্যারনাল টিএস'এ ৮ ঘন্টা এনবি এবং এমএসপিএস'এ ৮ ঘন্টা এনটি ভরবে! পুরো একগালে একটা রাজভোগ খাওয়া কেস!

    আচ্ছা আপনেরা কি অডিটের সময় রিসোর্স ইউটি / প্রোডাঃ ট্র্যাকাঃ তে ইন্টারনাল প্রজেক্ট ট্রেনিং কে এফর্ট ক্যালকুলেট করতে ধরেন?
  • Arpan | ২৬ নভেম্বর ২০০৮ ০১:০২ | 216.52.215.232
  • বিলিং ডিটেলস রিকনসাইল করাটা একটা অভিশাপ। শত্তুরেও যেন না করে।
  • d | ২৬ নভেম্বর ২০০৮ ০১:০১ | 117.195.32.32
  • উফ্‌ সে দুস্কের কথা আর কোয়ো না। মাসের ১০-১১ তারিখ নাগাদ বেশ অনেকটা সময় যায় বিলিং ডিটেইলস রিকনসাইল করতে।
  • Arpan | ২৬ নভেম্বর ২০০৮ ০০:৪১ | 216.52.215.232
  • মানে যে বাচ্চা ইন্টার্নাল সিস্টেমে এফোর্ট লগ করেছিল সে বিলিং আওয়ার্সের ফান্ডা জানত না। সে আট ঘন্টাই ভরেছিল।
  • Arpan | ২৬ নভেম্বর ২০০৮ ০০:৪০ | 216.52.215.232
  • ঠিক এইটাই বেথেকে বলার ছিল। ইন্টারনাল সিস্টেমে আট ঘন্টা ভরলেও কোম্পানি ক্লায়েন্টের টাইমশিটে সাড়ে আট ঘন্টা ভরে বিলিং করতেই পারে। এইটা আমাকেই করতে হয়েছে।
  • d | ২৬ নভেম্বর ২০০৮ ০০:৩৭ | 117.195.32.32
  • এইবারে ৮ ঘন্টা কাজ লগ করা প্রসঙ্গেঃ
    বে থে NIIT র কথা উল্লেখ করেছে দেখলাম। প্রোসেস জিনিষটা NIIT তে দিব্বি ফলো করা হয়। টি এন এম প্রোজেক্টে ক্লায়েন্টের সাথে চুক্তি অনুযায়ী ৮ কিম্বা 8.5 ঘন্টা লগ করতে হয়। কিন্তু ইন্টারন্যাল টাইমশীটে তো অ্যাকচুয়াল আওয়ারস ভরার নিয়ম। এবং লোকে মোটামুটি ভরেও। নাহলে অনেক ম্যানেজারই টাইমশীট রিজেক্ট করে। অন্তত ২০০৫ পর্যন্ত তো এগুলো ছিল।

    আমি তো গত ৩ টে কোম্পানিতেই দুইরকম টাইমশীট ভরেছি এবং ভরিয়েছি। একটা কোম্পানিতে তাদের সিস্টেম থেকেই ডেটা তুলে বিলিং হত। ফলে আমি নিজে এক্সেলে ম্যাক্রো লিখে একখান ডেইলী এফোর্ট ট্র্যাকার বানিয়েছিলাম। অ্যাকচুয়াল আওয়ারস না থাকলে রিসোর্স ইউটিলাইজেশান বের করেই বা কি করে!
  • d | ২৬ নভেম্বর ২০০৮ ০০:২৫ | 117.195.32.32
  • আজ কেন, অনেকদিন ধরেই তো আর্কাইভে আর্কাইভ নাই। পামিতা সেই কব্বে বলেছিল "পুরানো পাতারা আবার উড়ে গেছে' করে দিতে।
  • sayan | ২৬ নভেম্বর ২০০৮ ০০:২৫ | 160.83.72.211
  • কিন্তু মাঝরাতে আর্কাইভে কি কচ্চিস!
  • Arpan | ২৬ নভেম্বর ২০০৮ ০০:১৯ | 216.52.215.232
  • সিকিঃ আমি জিগ্যেস করছিলাম কীসে আট ঘন্টা লগ করতে? ইন্টারনালি না কাস্টমারের টাইমশিটে? কাস্টমারের নাম জানতে চাইনি।

    (টাইমশিট শুধু টিএনেম প্রোজেক্টের জন্য ভ্যালিড)
  • Arpan | ২৬ নভেম্বর ২০০৮ ০০:১৭ | 216.52.215.232
  • আর নতুন আর্কাইভ বানানোর সময়ও এসে গেল। কোনদিন দেখব সব মায়া হয়ে গেছে।
  • siki | ২৬ নভেম্বর ২০০৮ ০০:০৮ | 122.162.81.86
  • ওহে সম্পাদক, পুরনো আর্কাইভ খোলে না ক্যানে?
  • sinfaut | ২৫ নভেম্বর ২০০৮ ২৩:০৫ | 117.195.192.77
  • পাতায় পাতাখোর।
  • Ishan | ২৫ নভেম্বর ২০০৮ ২২:৩৩ | 12.163.39.254
  • পাতায় মাতাল এবং গেঁজেলদের বেশ উপদ্রব বেড়েছে দেখছি। ঃ)
  • d | ২৫ নভেম্বর ২০০৮ ২১:১৬ | 117.195.32.32
  • সত্যি নাকি?
    http://tinyurl.com/6fv6kd
  • Blank | ২৫ নভেম্বর ২০০৮ ২০:৪৭ | 203.99.212.224
  • আজ আবার ইট্টু ওদিকে যাবার কতা, তাই ভাবিং ...
  • arjo | ২৫ নভেম্বর ২০০৮ ২০:৪৬ | 168.26.215.13
  • খালি পেটে থেকো না এট্টু কফি খেয়ে নাও। কফির সাথে প্রোটিন ফিরি। ভালো পেট ভরে।
  • Blank | ২৫ নভেম্বর ২০০৮ ২০:৪৩ | 203.99.212.224
  • খিদে পেয়ে গেলো, ইদিকে এই আপিস ...
  • arjo | ২৫ নভেম্বর ২০০৮ ২০:৪১ | 168.26.215.13
  • আমিও জন্তু জানোয়ারদের খেতেই বেশি পছন্দ করি।
  • san | ২৫ নভেম্বর ২০০৮ ২০:৩২ | 12.144.134.2
  • আমি জন্তুজানোয়ার মাত্রেই অপছন্দ করি। তাদের সঙ্গে ট্র্যাভেল করার প্রশ্নই ওঠেনা।
  • Blank | ২৫ নভেম্বর ২০০৮ ২০:৩১ | 203.99.212.224
  • পেটের বা টিফিন কৌটোর ...
  • san | ২৫ নভেম্বর ২০০৮ ২০:২৯ | 12.144.134.2
  • মানে ছাগলরা কি ব্ল্যাংকির পেটের ভিতরে রান্না অবস্থায় ছিল? পরিপাকের কোন এক স্টেজে?
  • san | ২৫ নভেম্বর ২০০৮ ২০:২৯ | 12.144.134.2
  • ছাগল নিয়ে ?????
  • arjo | ২৫ নভেম্বর ২০০৮ ২০:২৯ | 168.26.215.13
  • আমি একবার কাটোয়া গিয়েছিলাম। একপাল মুর্গীর সাথে। বড্ড গন্ধ।
  • r | ২৫ নভেম্বর ২০০৮ ২০:২৮ | 125.18.104.1
  • অ্যাকচুয়ালি ছাগল না, ধেড়ে পাঁঠা ছিল।
  • Blank | ২৫ নভেম্বর ২০০৮ ২০:২৬ | 203.99.212.224
  • আমি অনেকবার এসেছি। ছাগলের সাথে, ছাগল নিয়ে ...
  • r | ২৫ নভেম্বর ২০০৮ ২০:২৫ | 125.18.104.1
  • আমি তো ছাগলের সাথে এক বাঙ্কে চড়ে আসানসোল থেকে ব্যান্ডেল এসেছিলাম।
  • arjo | ২৫ নভেম্বর ২০০৮ ২০:২১ | 168.26.215.13
  • টাকা দিলে তাজমহলটাই পাচার করে দিতে পারি। উট তো কোন ছাড়।
  • Blank | ২৫ নভেম্বর ২০০৮ ২০:২০ | 203.99.212.224
  • কয়েক মিলিয়ান বাগ চড়ে কিন্তু
  • Blank | ২৫ নভেম্বর ২০০৮ ২০:২০ | 203.99.212.224
  • আরে কেটে রান্না করে পাচার হয় ঃ)
  • Blank | ২৫ নভেম্বর ২০০৮ ২০:১৯ | 203.99.212.224
  • সত্যিকারের গরু, ভেন্ডর থেকে নামালো। আমার চোখের সামনে। স্টেশনে খান তিনেক্লোক ওয়েট করছিল। তারা টানছে, আর পেছন থেকে কয়েকজন ঠেলছে। আর ঐ মিনিট খানেকের মধ্যে গরু ব্যটা নেমেও গেলো !!!!
  • san | ২৫ নভেম্বর ২০০৮ ২০:১৬ | 12.144.134.2
  • ঈদের সময় নাকি বাংলাদেশে উট পাচার হয় শুনেছি? সত্যি কি? কিন্তু উটের মত একটা মস্তবড় জিনিস পাচার করে কেমনি করে?
  • r | ২৫ নভেম্বর ২০০৮ ২০:১৫ | 125.18.104.1
  • ছেলেটা কিচ্ছু জানে না। বাংলাদেশ থেকে সব গরু ছাগল পাচার হয়ে বনগাঁ লোকালে কলকাতায় আসে। লক্ষ্মীতে বাঘ চড়লে তাও নয় বুঝতাম।
  • sinfaut | ২৫ নভেম্বর ২০০৮ ২০:১৪ | 117.195.197.14
  • স্যানের গরু মোষের প্রতি একটা অমোঘ টান আচে।
  • san | ২৫ নভেম্বর ২০০৮ ২০:১২ | 12.144.134.2
  • সত্যিকারের গরু না রূপকার্থে?
  • Blank | ২৫ নভেম্বর ২০০৮ ২০:১০ | 203.99.212.224
  • বনগা তে খালি দুধের ড্রাম আর ছ্যানা ওঠে, নক্ষীতে গরু ও ওঠে ঃ)
  • r | ২৫ নভেম্বর ২০০৮ ২০:০৯ | 198.96.180.245
  • যারা নক্ষি আর ডাইমন দ্যাখাচ্ছে, তাদের এখনও বনগাঁ লোকাল দ্যাখা বাকি হ্যাস।
  • Blank | ২৫ নভেম্বর ২০০৮ ২০:০৭ | 203.99.212.224
  • শান্তি পুর লোকাল যদি ভিড়ের মাপকাঠি হয় তবে এখনো নক্ষি আর ডাইমন দেখা বাকি হ্যাস ঃ)
  • arjo | ২৫ নভেম্বর ২০০৮ ১৯:৫৯ | 168.26.215.13
  • গুড়গাঁওতে আমি মাস খানেক ছিলাম। এইচসিএল টেকের আপিসে কাজ করতাম। কাছাকাছি একটা গেস্ট হাউসে থাকতাম। রোজ আপিস যেতাম ঐ ভটভটি চড়ে। উরে বাপরে। পেছনে ১২ জন, আর সামনে যতজন ধরে। ঐ ১২ টা মনে হয় ঠিক সংখ্যা নয়। মানে এত লোক যে গোনা যেত না। না ওর থেকে শান্তিপুর লোকাল ঢের ভালো।
  • d | ২৫ নভেম্বর ২০০৮ ১৯:৪৪ | 203.143.184.10
  • আমি গুরগাঁওতে থাকতে DLF phase 4 থেকে সদরবাজারে যাওয়া আসা ঐ ৬ সিটারগুলোতে চড়ে। এখানেও ঐগুলো চলে টমটম নামে। অফিস বাদে অন্য কোথায়ও যেতে হলে সাধারণত ঐগুলো চড়েই কোন একটা বাস অটো-ওয়ালা মোড়ে পৌঁছাই। তবে এখানে পেছনে ৮ জন আর সামনে ১ জনের বেশী তোলে না।
  • stoic | ২৫ নভেম্বর ২০০৮ ১৯:০৭ | 160.103.2.224
  • সবাই বাড়ি চলে গেলে আর অজ্জিতের প্রেডিকশান ফলবে কি করে ? ঃ-(
  • Blank | ২৫ নভেম্বর ২০০৮ ১৮:৩৩ | 203.99.212.224
  • ক আর ল পাশপাশি কেন? কি বাজে ডিজাইন আর ইদিকে লোকে আমারে দোষ দেয়
  • siki | ২৫ নভেম্বর ২০০৮ ১৮:২৮ | 203.122.26.2
  • ব্ল্যাংকি এইবার কি এসপারান্তো লিখছে? ;-/
  • siki | ২৫ নভেম্বর ২০০৮ ১৮:২৮ | 203.122.26.2
  • আম্মো বাই। কাল থেকে হয় তো আমার আর সারা দিনমানে ইন্টারনেট অ্যাক্সেস থাকবে না। রাতে ধুঁকতে ধুঁকতে এসে যদি বউয়ের খিস্তি মেয়ের বায়না এড়িয়ে ল্যাপু নিয়ে বসতে পারি তো ভাট হবে।

    ভেউ ভেউ।

    ঝুপুস্‌!
  • Blank | ২৫ নভেম্বর ২০০৮ ১৮:২৬ | 203.99.212.224
  • বল্লে হবে নি, 92.7 এফ এম ও থাকে। পরিষ্কার খবর্নয় থেকে কবর টুলে কাল্কে বলে দিলো রেডিও তে
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত