এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • r | ০১ ডিসেম্বর ২০০৮ ১৩:০০ | 125.18.104.1
  • অজ্জিত, জন্মদিনের প্রীতি ও শুভেচ্ছা। বিন্দাস বাঁচো।
  • Arijit | ০১ ডিসেম্বর ২০০৮ ১২:৪৮ | 61.95.144.123
  • AVG-টা এক্কেরে বোকা। বুউউকা যাকে বলে। স্পাইবট বা মাইক্রোসফটের ম্যালিশিয়াস সফটওয়্যার রিমুভাল টুল চললেও সেই প্রসেসগুলো নিয়ে আপত্তি করছেঃ-((
  • Blank | ০১ ডিসেম্বর ২০০৮ ১২:২০ | 203.99.212.224
  • আরে অজ্জিত দার জম্মদিন নাকি?
    অজ্জিত দাকে সন্দেশের পাতুরি মোড়া কলাপাতা দিলুম। হ্যা বাড্ডে অজ্জিত দা
  • Arijit | ০১ ডিসেম্বর ২০০৮ ১১:২৪ | 61.95.144.123
  • এগুলো কি আর বলে ঢোকে? সকাল থেকে রোজ যা যা সাইট খুলি সেগুলোই খুলেছি - যেমন গুচ, বালা ইত্যাদি। বেশির মধ্যে টইয়ে যে লিংকগুলো ছিলো সেগুলো - কাউন্টারকারেন্ট ইত্যাদি।
  • siki | ০১ ডিসেম্বর ২০০৮ ১১:১৬ | 219.64.11.35
  • তুমি জানলা নিরক্ষর! আমাদের মেশিনে তো ঢোকে না!
  • Arijit | ০১ ডিসেম্বর ২০০৮ ১১:০৮ | 61.95.144.123
  • থ্যাঙ্কু সকলকে।

    আপিসের ল্যাপিতে কি একটা ট্রোজান ঢুকেছে। আপাতত স্পাইবট নামাচ্ছি। কাজ না হলে ফরম্যাট করতে হবে। এই জন্যে শালা জানলা ব্যবহার কত্তে নেই।
  • sayan | ০১ ডিসেম্বর ২০০৮ ১১:০৬ | 24.0.145.33
  • অরিজিৎদা কে চলে যাওয়া জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, একটি সুন্দর সাজানো উবুন্টুর তোড়া, একফালি ম্যাকভাজা, লিনাক্ষকারি আর শিফট অ্যান্ড টিল্ট লেন্সের ন্যায় একটি মিঠেপাতা পান।

    জীবন সুন্দর হোক।
  • siki | ০১ ডিসেম্বর ২০০৮ ১০:৫২ | 219.64.11.35
  • অক্কুটে যে কেন লিখে রাখো না! পাক্কা কম্যুনিস্ট অ্যাকেবারে।

    হ্যাবাড্ডি। কদিন দেরি হল জানি না। ভার্চুয়াল এক পেট করিম্‌স।
  • san | ০১ ডিসেম্বর ২০০৮ ১০:৪৯ | 220.227.64.98
  • এ হে, জন্মদিন ছিল ? উইশ করা হলনা।

    ক হাঁড়ি মিষ্টি পেলে ? ;-)
  • sinfaut | ০১ ডিসেম্বর ২০০৮ ১০:৪৮ | 165.170.128.65
  • অজ্জিতদা তোমার জন্মদিন ছিল? জানতে পারলে শিলাজিতের সবকটা অ্যালবাম একসাথে দিতাম।
  • Arijit | ০১ ডিসেম্বর ২০০৮ ১০:৪২ | 61.95.144.123
  • ডিলানের তিনটে সিডি আর একটা জামা।
  • d | ০১ ডিসেম্বর ২০০৮ ১০:৪০ | 203.143.184.10
  • অজ্জিত এইবারে জন্মদিনে কি পেলে?
  • c | ০১ ডিসেম্বর ২০০৮ ০১:৪৪ | 131.95.121.107
  • বাগানে চাষ করুন।
  • arjo | ৩০ নভেম্বর ২০০৮ ১২:০৭ | 24.214.28.245
  • গাঁজা খেতে এবং দিতে দুই ভালো লাগে। (মঃ)
  • c | ৩০ নভেম্বর ২০০৮ ০০:০২ | 131.95.121.107
  • গাঁজার নাম নিতে না নিতেই গাঁজা হাজির!!!!!
  • G | ২৯ নভেম্বর ২০০৮ ২১:৩০ | 123.239.90.55
  • গাঁজা, নাকি পপি। নাকি দুটোই?
  • dri | ২৯ নভেম্বর ২০০৮ ২০:৫৭ | 117.194.224.234
  • আজ সময় কম। তাই একটু বুড়ি ছোঁয়া।

    এ আরের পয়েন্টটা খুব ইম্পর্ট্যান্ট। এটাতে পরে ফিরে আসব।

    কিন্তু আপাতত বলতে চাইছি গাঁজার ব্যবসাটা বোঝা ইন্টারন্যাশানাল জিওপলিটিক্স বোঝার জন্য জরুরী। তেলের ব্যবসা যেমন জরুরী। লক্ষ্য করবেন দুটো টার্ম আছে, নার্কোডলার আর পেট্রোডলার।

    বুশ জুনিয়ার নাকি ছোটবেলায় ড্রাগ অ্যাডিক্ট ছিলেন। ফ্যামিলি বিজনেস তো। কার্লাইল গ্রুপ বুশের পারিবারিক কোম্পানী। এরা ড্রাগের ব্যবসায় খুব প্রফিট করেছে লাস্ট আট বছরে। যদিও শুনছি রিসেন্টলি এই সিডিএস আর ডেইরিভেটিভের কেলেংকারীতে জড়িয়ে পড়ায় এরা প্রচুর লস করতে চলেছে। সি আই এর বুশ অনুগত একটা ফ্যাকশান আছে, যারা ইডিওলজিকালি ফ্যাসিস্ট, ইন্টারন্যাশানাল ড্রাগ রিংগুলো ক®¾ট্রাল করে (এবং যে সব ড্রাগ র‌্যাকেট এদের বশ্যতা স্বীকার করেনা তারা হয়ে যায় টেররিস্ট, তাদের সাথে চলে ওয়ার অন ড্রাগ্‌স, ওয়ার অন টেরর ইত্যাদি)। প্রবলেম হল, এই ফ্যাকশানের পাওয়ার ধীরে ধীরে কমে আসছে। সি আই এতে অন্য পাওয়ার গ্রুপ তৈরি হচ্ছে। এবং সারা পৃথিবীব্যাপী লড়াই চলছে বিভিন্ন পাওয়ারফুল গ্রুপের, ড্রাগের দখল নিয়ে। এই লড়াইয়ের পুরোটা পরিস্কার করে মানুষের সামনে তুলে ধরা হয় না। যদি লক্ষ্য করে দেখেন, মেক্সিকোতে ভীষণ মারামারি হচ্ছে। খুনখারাপি হচ্ছে। পুলিশ অফিসার খুন হচ্ছে, বড় পলিটিশিয়ান খুন হয়েছে একজন, অ্যান্টিট্রাফিকিং স্কোয়াডের লোকজন খুন হচ্ছে। এসবই হল ক্ষমতার লড়াই এবং রিঅ্যালাইনমেন্ট।

    গাঁজা ব্যবসায় বুশের বড় কম্পিটিটার হল বৃটেনের রাজপরিবার। রাণীমার ফ্যামিলি অবশ্য খান্দানী গাঁজা ট্রেডার, গোয়িং ব্যাক আ ফিউ জেনারেশানাস।

    আরো একটি চাঞ্চল্যকর তথ্য হল ক্লিন্টন ফ্যামিলিও গাঁজা ট্রেডের বেনিফিশিয়ারির অন্যতম। ইন ফ্যাক্ট ক্লিনটন আরকানসাসে একটি গাঁজা প্রসিসিং সেন্টার বানান, নিজের স্টেটের 'উন্নতি'র জন্য। কিন্তু ক্লিন্টন সি আই এর থেকে খুব বড় কমিশন দাবী করায় ফাইনালি সি আই এ ঐ সেন্টারটি আরকানসাস থেকে মেক্সিকোতে সরিয়ে নেয়।

    মোর লেটার।
  • d | ২৯ নভেম্বর ২০০৮ ১৯:০৯ | 117.195.34.115
  • "ফুকোর পেন্ডুলাম' একটা সাংঘাতিক বীভৎস বই। বাপরে!!!!
  • bb | ২৯ নভেম্বর ২০০৮ ১৫:০০ | 117.195.175.175
  • দুঃখিত অন্য জায়গায় post হবার ছিল ঃ(
  • bb | ২৯ নভেম্বর ২০০৮ ১৪:৫৫ | 117.195.175.175
  • conspiracy theoryর সুবিধা হল যে লোককে খাওয়ানো যায়।
    সাধারণ লোকে খাচ্ছে পাকিস্তান আর আপনি খাচ্ছেন মার্কিন সাম্রাজ্যবাদের থিওরী। যে যেটা বিশ্বাস করতে চায়, আর DD সেটাই বলেছেন।
  • kd | ২৯ নভেম্বর ২০০৮ ১৪:৫৪ | 59.93.174.108
  • ধন্যবাদ অর্পণ। লেখার পরেই imdbতে গিয়ে জানতে পারলুম - লেখার আগেই করা উচিৎ ছিলো।
  • h | ২৯ নভেম্বর ২০০৮ ১৪:৪৬ | 121.242.13.34
  • র, এবং ইকোর ঐ প্রবন্ধটা ঃ-) - the american myth in three anti american generations
  • h | ২৯ নভেম্বর ২০০৮ ১৪:৪০ | 121.242.13.34
  • ar, ইয়েস ঠিক, এই সে¾ট্রাল এশিয়ার তেলের ও তেলের পাইপলাইনের অ্যাংগলটাকে নিয়ে থিয়োরী গুলো খেয়াল ছিলনা। রাইট।

    অর্পন, বাবা তোর তো সবই মনে থাকে দেখছি ঃ-)
  • Arpan | ২৯ নভেম্বর ২০০৮ ১৪:২৩ | 208.57.131.4
  • ৬৩৮ কী জিনিস? 638 ways to kill Castro নামে একটা ইন্টারেস্টিং ডকু দেখেছিলাম চ্যানেল ফোরে।

    (সব মাথার ওপর দিয়ে যায়।)
  • sayan | ২৯ নভেম্বর ২০০৮ ১৪:০৫ | 24.0.145.33
  • কিন্তু দ্রি তো অলরেডি আফিম (পপি) চাষের ব্যাপারটা লিখে দিয়েছিল। হনুদা তারপরেও "কারেক্ট মি ইফ ...' লিখল কেন! এবং যথারীতি হনুদার ডিডিদাকে লেখা কিছু বক্তব্য ট্যান হয়ে বেরিয়ে গেল যার দ্বারা প্রমাণিত হয় আমি প্যালারাম অথবা ভেতো বাঙালীর চাইতেও অধমতর কিছু একটা ঃ((

    সিক্‌স, ক্লিপগুনো দেখলাম। ঠিকঠাক তদন্ত হলে অনেক কিছু বেরোবে।
  • Arpan | ২৯ নভেম্বর ২০০৮ ১৪:০০ | 208.57.131.4
  • কাব্লিদাঃ

    http://en.wikipedia.org/wiki/Fahrenheit_911

    ছবিটা ইউটিউবে পেয়ে যাবেন।
  • ar | ২৯ নভেম্বর ২০০৮ ১৩:৫৭ | 151.203.245.160
  • h,

    আমার মতে ওপিয়াম ট্রেড ছাড়াও ক্যাস্পিয়ান সাগরের তেল+প্রাকৃতিক গ্যাস আছে। Trans Afghan gas-pipeline এর ১০০% ক®¾ট্রাল ছাড়া সেখানে বিশেষ সুবিধা করা যাবে না। সেটা দরকার, তাই যুদ্ধ। রুট- তুর্কমেনিস্তানের থেকে আফগানিস্তানের মধ্যে দিয়ে পাকিস্তান হয়ে ভারত (!!)। এটাইতো বাজার!! এই বছরের april মাসেই এই তিনটি দেশ তুর্কমেনিদের সাথে এক ডীলে সই করেছে, একসাথে।

    ১৯৯৮'এ তালিবান সরকারের সাথে unocal/chevron'দের একটা চুক্তি হয়, এই পাইপলাইন বানানো নিয়েই। নয়'এর দশকের আফগানী লোকগাঁথা জানা গেছে যে, এর বেশ কয়েক বছর আগেই unocal- তালিবানদের এক মৌখিক চুক্তি হয়, এবং কাবুল টেকওভার অপরেশনের অনেকটাই unocal ফান্ডেড্‌। এর সাথেসাথেই তালিবানরা unocalকে ডজ্‌ করে bridas, Argentina সাথে চুক্তি করতে যায়। unocal পাইপলাইন প্রোজেক্ট থেকে পিছিয়ে আসে। তার বছর দুয়েকের মধ্যেই তালিবানদের ধর্ম/কালচার আমাদের মিডিয়ার চোখে প্রো-ওয়েস্ট থেকে অ্যান্টি-ওয়েস্ট হয়ে যায় আর তার পরপরই আমরা সবাই আফগান মহিলাদের দুর্দশার কথা জানতে পেরে দেশটাকে তালিবান-মুক্ত করি।

    এই আর কি!!!
  • siki | ২৯ নভেম্বর ২০০৮ ১৩:৫১ | 122.162.81.177
  • সায়ন,

    টিভিতে এনেসজির চীফই এই সব ব্যাঙ্কের এটিএম কার্ডের নাম করেছেন। কাল নিজেইও টিভিতে শুনেছি।

    হেমন্ত কারকরের স্ত্রী নরেন্দ্র মোদীর কমপেনসেশন প্যাকেজ নিতে অস্বীকার করেছেন।
  • r | ২৯ নভেম্বর ২০০৮ ১৩:৩১ | 59.161.142.29
  • *একো।
  • r | ২৯ নভেম্বর ২০০৮ ১৩:৩০ | 59.161.142.29
  • ইকো "ফুকোর পেন্ডুলাম" সম্পর্কে ইন্টারভিউ দিতে গিয়ে একটা মোক্ষম শব্দবন্ধ ব্যবহার করেছিলেন- "paranoia of interpretation"। গত তিনদিন ধরে এটাই আমার মনে পড়ছে।
  • h | ২৯ নভেম্বর ২০০৮ ১৩:১৬ | 121.242.13.34
  • ডিডি, আপনার অন্যতম প্রিয় নন্দলাল বলছি। পোলিটিকালি ইনকারেক্ট যতখুশি লিখুন। আমিও বিরোধিতা করব।ঠিক যত খুশি।

    পোলিটিকাল ইনকারেক্টনেস বলতে বাজারি সংবাদপত্রে যা বোঝানো হয়, সেটা খুব কম কিসু পড়ে নি মার্কেটে। গুরুচন্ডালি তে ঘোষিত বামপন্থী পজিশন নেওআ ছেলে মেয়ে দুই তিন খান ল্যাখেন বলে তারা এমন কিসু মেজরিটি ভয়েস নন। 'পলিটিকাল ইনকারেক্টনেস আক্রান্ত' এই ন্যাকামোটা আপনার কাছে আশা করিনি। তবে এবার থেকে অবাক হব না।

    অতএব আপনার কথা পছন্দ না হলে বিরোধিতা করব। আর কেউ না করলেও করবো। আপনি কিছু মনে করলেও করব। কারণ আপনার বা আমার মনে করাতে কিস্যু যায় আসে না, রাজনীতির। আমার নিজের মত পোলিটিকাল কারেকটনেস বা ইনকারেকটনেস নিয়ে। যখন যেটা কাজে লাগে আর কি। যখন মতে মিল হবে তখন -ও জানাবো। আপনি রেসিপ্রোকেট করলে বা না করলে।

    আমাদের মত লেসার মর্টাল দের সঙ্গে কথা বলতে আপনার ইচ্ছে করে না, বলবেন না, কিন্তু আপনাকে লিখতে গুরুতে কেউ বাধা দিয়েছে বলে মনে পড়ে না। উল্টে প্রচন্ড ভক্তি শ্রদ্ধা করেচি। ভবিষ্যতেও করবো। গাল ও দেবো। আপনার লিখতে আলসেমি লাগে, তার দায় আমাদের ঘাড়ে চাপাচ্ছেন কেন?

    সিরিয়াসলি বাজে অ্যাসাইড ছেড়ে তর্ক করুন। এই তর্ক গুলোয় কেউ জেতে হারে না। অতএব নো কোয়েশ্চেন অফ ইগো অর দীপক চোপড়া। আর গুরুর পোলিটিকাল স্পেকট্রামে sm ও শ্যামল থেকে আরম্ভ করে আমি/অক্ষ পর্যন্ত সকলেই বেসিকালি মিডলক্লাস লিবেরাল। বঙ্গীয় ভেতো প্যালারাম মাত্র। কয়েকটি টপিকে সামান্য এদিক ওদিক দুর্বলতা ধরেও তাই। তাদের মতামত এমন কিসু নয় যে তাতে অ্যালার্মড হতে হবে।

    সাবস্ক্রিপশন টু হেজেমনিক ভয়েস বা র‌্যাডিকাল দের চাপের মুখে ভেঙ্গে পড়া নিয়ে কিছু লিখুন আগ্রহ প্রকাশ করে গেলাম। আপনার প্রতি শ্রদ্ধা কমেনি বা কমবে না। ন্যাকামো টা করবেন না। আমাদের শ্রদ্ধায় বা অশ্রদ্ধায় আপনার কিসু যাওয়া আসার কথাও নয় তাছাড়া।
  • r | ২৯ নভেম্বর ২০০৮ ১৩:০৯ | 59.161.142.29
  • কনস্পিরেসি থিওরি আর স্পেকুলেশনে আমার প্রচন্ড ইন্টারেস্ট আছে। কিন্তু লজিকালি ঠিক আস্থা রাখতে পারি না। হতে পারে "ফুকোর পেন্ডুলাম" পড়ার ফল। ;-)
  • h | ২৯ নভেম্বর ২০০৮ ১২:৫০ | 121.242.13.34
  • ১। কেডি, ঐ তো দ্রি গল্পটা মোটামুটি বলছেন।
    ২। দ্রি কি জোন্সটাউন সম্পরে কিছু লিখবেন নাকি?
    ৩। আর ৬৩৮ নিয়েও লিখুন দ্রি, যদি ইচ্ছে করে।

    বেসিকালি দ্রি এর লেখা পড়তে ভাল্লাগে।
  • kd | ২৯ নভেম্বর ২০০৮ ১২:৪৭ | 59.93.174.108
  • ফারেনহাইট নাইন ইলেভেন? আমিও দেখিনি, জানতুমই না। অর্পণ, গপ্পোটা বলে দেবে?
    ঃ)
  • h | ২৯ নভেম্বর ২০০৮ ১২:৪৩ | 121.242.13.34
  • দ্রি, কারেক্ট মি ইফ আই অ্যাম রং। আফ্‌গানিস্তানের বেশির ভাগ বাওয়াল মেনলি ওপিয়াম ট্রেডে ক®¾ট্রাল দখল করার জন্য।
  • sayan | ২৯ নভেম্বর ২০০৮ ১০:১৫ | 24.0.145.33
  • তাহলে জে কে দত্ত পুরনো খবরের আপডেট আজ সকালে দিয়ে গেলেন।
  • a x | ২৯ নভেম্বর ২০০৮ ১০:০৬ | 76.254.114.136
  • এই বাজারে আমার একটাই স্পেকুলেশন। অর্পণ ছাড়া আর কেউ মন দিয়ে ফারেনহাইট নাইন ইলেভেন দেখে নাই ;-)
  • Binary | ২৯ নভেম্বর ২০০৮ ১০:০৪ | 24.66.94.142
  • এনডি টিভি-র উইন্ডো ব্যাটেল-টা আজ ১ঘন্টা আগের। সন্দীপ উন্নিক্‌ষনান কালকের নিউজ ছিলো।
  • Arpan | ২৯ নভেম্বর ২০০৮ ০৯:২৯ | 208.57.131.4
  • ওটা কালকের ঘটনা তাহলে। আবাপ আজকেই ওঁর কথা লিখেছে।
  • arjo | ২৯ নভেম্বর ২০০৮ ০৯:০৬ | 24.214.28.245
  • আমার কম্পিউটারে এইমাত্র বলল। দক্ষিণে থাকলে খবর দেরিতে পাওয়া যায়
  • sayan | ২৯ নভেম্বর ২০০৮ ০৯:০২ | 24.0.145.33
  • এনেসজি'র ডিজি জে কে দত্ত এইমাত্র বললেন এনেসজির ঐ মৃত কম্যান্ডোর নাম সন্দীপ উন্নিকৃষ্ণন।
  • arjo | ২৯ নভেম্বর ২০০৮ ০৮:৫৮ | 24.214.28.245
  • একই ছবি বার বার দেখায় তো।
  • sayan | ২৯ নভেম্বর ২০০৮ ০৮:৫১ | 24.0.145.33
  • ভিডিও ফুটেজ খুব ক্লিয়ার নয়। এনডিটিভি এতক্ষণ রিকার্সিভ লুপে চালাচ্ছিল। এনেসজি বা টেররিস্ট - যেই হোক আজকেই জানা যাবে।
  • Arpan | ২৯ নভেম্বর ২০০৮ ০৮:৪৭ | 208.57.131.4
  • আইবিএনে দেখছিলাম তো। ওখানে বলছে ঐ বডিটা টেররিস্টের।
  • sayan | ২৯ নভেম্বর ২০০৮ ০৮:৩৪ | 24.0.145.33
  • এনডিটিভিতে লাইভ গানফায়ার দেখলে বুঝতে। এনএসজি'র একটা কম্যান্ডো গুলি খেয়ে জানলা দিয়ে বাইরে পড়ল ... আমরা অনেক প্রীভিলেজড, সুখী চাকরি নিয়ে আরামে কীবোর্ড দাবিয়ে দিন কাটাচ্ছি। একটা সিনেমা দেখেছো? দে ফট ফর দেয়ার মাদারল্যান্ড?
  • arjo | ২৯ নভেম্বর ২০০৮ ০৮:৩৪ | 24.214.28.245
  • সিএনএন যদি পড় আরও বেশি মুগ্‌ধ হবে। খুন, জখম, সাইকো কিলার এছাড়া কোনো খবর নেই।
  • Arpan | ২৯ নভেম্বর ২০০৮ ০৮:৩৩ | 208.57.131.4
  • বলা যায় না। পুলিশ চিফ আর এনেসজি কনফ্লিক্টিং রিপোর্ট দিচ্ছে।
  • Arpan | ২৯ নভেম্বর ২০০৮ ০৮:৩১ | 208.57.131.4
  • বাহ্‌বাহ, সিএনেন যত দেখছি তত মুগ্‌ধ হচ্ছি। এরা দাউদের কথাও এনে ফেলেছে এই কনটেক্সটে। সে এই ঘটনার পিছনে দায়ী কিনা এই নিয়ে আলোচনা চলছে।
  • arjo | ২৯ নভেম্বর ২০০৮ ০৮:২৮ | 24.214.28.245
  • সায়নের কমে¾ট্রী শুনে মনে হচ্ছে যেন ওয়ান ডে ম্যাচ হচ্ছে।
  • sayan | ২৯ নভেম্বর ২০০৮ ০৮:২৪ | 24.0.145.33
  • রেডিফ। তাজ এ ব্যাটল ওভার। সব কটা শেষ। বেশ কয়েকজন এনএসজি কম্যান্ডো মৃত।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত