শিলাজিতের গানের ভাষা (এবং স্পেশ্যালি ওর উচ্চারণ) আমার এক্কেরে ভাল্লাগে না - রকের লিঙ্গো মনে হয়, গান নয়। বরং সুমন হল বেশ গম্ভীর ভাষা, সুন্দর উচ্চারণ। এই আর কিঃ-)
কনট্রাডিক্টরি কথা বলছি কিনা কে জানে - তবে ধর একটা ইস্কুলে বাচ্চারা নিজেরা ছড়া লিখে শোনাচ্ছে - সেখানে কেউ সুমন-মার্কা পদ্য পড়লো - তখন আবার সেটাকে সঠিক মনে হবে না।
কনটেক্সটে দেখতে হবে - সবই স্থান-কাল-পাত্রের ওপর নির্ভরশীলঃ-)
Blank | ২৪ নভেম্বর ২০০৮ ১৫:২৯ | 203.99.212.224
তোর লেখার প্রথম পার্ট টা আমি যা বলতে চেয়েচি তাই। সেকেন্ড পার্টটা আমার কাছে রিচনেস। তোর কাছে পাঠ্যপুস্তকীয় ছোঁয়াচ
r | ২৪ নভেম্বর ২০০৮ ১৫:২৮ | 198.96.180.245
বাচ্চাদের গান শেখানোর কালচারাল পারসেপ্কটিভগুলো আলাদা। ধর ওয়েস্টার্ন মিউজিকে একদম ছোটো বাচ্চাদের বেসিক মিউজিক শেখানোর জন্য অর্ফ-শ্যুলোয়ের্ক অ্যাপ্রোচের মত ভেবেচিন্তে বের করা সিস্টেম আছে। আমাদের দেশে অনেক বাচ্চা আবার "আমরা সবাই রাজা" বা "হা রে রে" দিয়ে গান শেখা শুরু করে। দুভাবেই বাচ্চারা এনজয় করে। চার পাঁচ বছরের বাচ্চাও "ঘন শ্রাবণধারা যেমন বাঁধনহারা" বা "আলোর ঢেউয়ে উঠল ফুটে মল্লিকা মালতী" আনন্দেই গায়। অতএব, বাচ্চাদের গান শেখাতে হলেই "সা মা সাপ, রে মানে রেল, গা মানে গাড়ি"- এইভাবে শেখাতে হবে তার কোনো মানে নেই। সুর আর তালের সেন্স- এই দুটো তৈরি করে দেওয়া হল ইমপর্ট্যান্ট।
siki | ২৪ নভেম্বর ২০০৮ ১৫:২৭ | 203.122.26.2
রোজা জানেমন তু হি মেরা দিল, এই গানটা বঙ্গানুবাদ করতে গেছিলাম। দেখলাম পুউরো শ্রীকৃষ্ণকীর্তনের পদাবলীর মত শুনতে লাগছে।
sinfaut | ২৪ নভেম্বর ২০০৮ ১৫:২৬ | 165.170.128.65
তুই তো কইলিঃ "কিছুটা তো রিচ অবশ্যই" !
শিলাজিত/চন্দ্রবিন্দুর গানে আবার কী হইলো? উন্না/পাঠ্য কোনটা?
Blank | ২৪ নভেম্বর ২০০৮ ১৫:২৬ | 203.99.212.224
অথবা বাংলা ট্রাডিশানেই আসে ওটা ... সেটা ভাষার রিচনেস হবে না কেন?
Arijit | ২৪ নভেম্বর ২০০৮ ১৫:২৫ | 61.95.144.123
এইটেই কইতাসি। এবার এটা পাঠ্যপুস্তকীয় ছোঁয়াচগিরি না উন্নাসিকতা সে জানি নে।
আমিই কতবার শিলাজিত বা চন্দ্রবিন্দুর গানের ভাষা নিয়ে বলেছি। সে এখনও বলবো অবশ্য। তবে এই যেটা বল্লুম - একটা সিনেমার কনটেক্সটে - তখন আবার উল্টোটাও মনে হয়।
Blank | ২৪ নভেম্বর ২০০৮ ১৫:২৪ | 203.99.212.224
যা ত্তারা, আমিও ও তো তাই বললুম।
sinfaut | ২৪ নভেম্বর ২০০৮ ১৫:২১ | 165.170.128.65
লে হেবো! how many roads এর বাংলা অনুবাদ যদি বাজে শোনায় তার মানে যে বাংলা করেচে তার দোষ। তাতে আসল গানের রিচনেস নিয়ে কোনো প্রশ্ন আসে না। ইংরাজির এক্সপ্রেশন তাও আবার চলতি ইংরাজিতে যেমন সহজে বললেও স্মার্ট শোনায় সেটা সরাসরি বাংলায় হনুবাদ করলে একদম বোকাবোকা শোনায়। এটা অনেক বিদেশী/ইংরেজী সিনেমার ডায়ালোগ লক্ষ করলেও দেখা যায়। আমি তো এখন এটা আরও খেয়াল করি, যে এইমাত্তর ইংরাজিতে যেটা বললো সেটা বাংলা করলে কেমন লাগবে, অনেক সময়েই বেশ দুর্বল শুনতে লাগে। সেটা মনে হয়, বাংলা নিয়ে আমাদের এখনো একটা পাঠ্যপুস্তকীয় ছোঁয়াচগিরি আছে যার জন্য বেশ পেঁচিয়ে, নেকু মতন লেখা পড়া/ ডায়ালোগ শোনা অভ্যেস হয়ে গেছে তাই। একদম পাতি করে যদি কেউ বলে তো কেমন পানসে লাগে। এটা রিচনেস না বরং তার উল্টো লাগে আমার।
শুনতে ভালো লাগবে? আমাদের বেশ কটা বিশেষন জোগাতে হবে এই দুটো লাইনকে দাঁড় করাতে। মানে এমনই চাল আরকি।
Blank | ২৪ নভেম্বর ২০০৮ ১৫:১৪ | 203.99.212.224
আরে সে তো সুমন ভার্সান। এই শান্তনু মৈত্র ভার্সানটা শুনতে হয় (আমি জানি না ওটা শান্তনু মিত্রই বানিয়েছেন কিনা), উফ। আর সুমন শোনার পর আরো বাজে লাগছিল ওটা
Arijit | ২৪ নভেম্বর ২০০৮ ১৫:১২ | 61.95.144.123
ওর বাংলা তো সুমন বহুদিন আগে গেয়েছে।
Blank | ২৪ নভেম্বর ২০০৮ ১৫:১০ | 203.99.212.224
কিছুটা তো রিচ অবশ্যই। বেশীর ভাগ 'ভালো' হিন্দী গান আর ইংরাজি গান বাংলায় অনুবাদ করলে ভয়ানক ভাজে শোনাবে। কদিন আগে 'how many roads' গাইছিল শান্তনু মৈত্র, টিভি তে একটা গানের অনুষ্ঠানে। তার বাংলাটা একদম ভয়ানক করেছে।
Arijit | ২৪ নভেম্বর ২০০৮ ১৫:০৫ | 61.95.144.123
সাউন্ড অব মিউজিক আর জয়জয়ন্তীর কনটেক্সটা যদি দেখি সেটা হল একটি অল্পবয়সী মেয়ে একগুচ্ছ বাচ্চা, যারা গানের গ-ও জানে না, তাদের গান সেখাচ্ছে।
একটা সিনেমায় খুব সোজা কথায় সহজ সুরে একটা গান, আরেকটাতে যাকে বলে "ভাষা দিয়ে' একটা কঠিন সুরের গান। (এই ভাষা দিয়ে লেখা ব্যাপারটা ইস্কুলে চালু ছিলো - কেউ বেশ সুন্দর সুন্দর শব্দ ব্যবহার করে লিখলে বলা হত "ভাষা দিয়ে' লিখেছেঃ্))। আমার মনে হয় জয়জয়ন্তীর গানটা খুব ভালো গান হলেও ওই কনটেক্সটের উপযোগী নয়।
তো এটা সিনেমার পরিচালক বা সঙ্গীত পরিচালকের ঘাড়েও চাপানো যায় - যে ওই কনটেক্সটে কি ধরণের গান ব্যবহার করা উচিত সেটা ভাবা দরকার। আমি আরেকটু বেশিদূর গিয়ে ভাবছি যে এটা আমাদের psyche কিনা - মানে এই গানটা ব্যবহার করার ফাণ্ডাটা ওই সাংস্কৃতিক রিচনেসের সাইকি থেকে এসেছে কিনা। আসলে মোটামুটি সব জায়গায় "আমাদের সংস্কৃতি বেশি রিচ' মনোভাবটা দেখি...হয়তো রিচ সত্যিই (কে জানে - এরকম তুলনাও আদৌ হয় কিনা) - কিন্তু সেটা নিয়ে লাফালাফিটাও বেশ বেশিঃ-)
Blank | ২৪ নভেম্বর ২০০৮ ১৪:৫১ | 203.99.212.224
আমি খেতে পেলুম না তাই
san | ২৪ নভেম্বর ২০০৮ ১৪:৪৯ | 12.144.134.2
অ্যাঁ? দুঃখ কিসের ?
Blank | ২৪ নভেম্বর ২০০৮ ১৪:৪৮ | 203.99.212.224
দুঃখু প্রকাশ করলুম এবং সমবেদনা জানালুম
san | ২৪ নভেম্বর ২০০৮ ১৪:৪৭ | 12.144.134.2
বিরিয়ানি, কাবাব, কাঁকড়া এবং বিয়ার দিয়ে একটি চমৎকার টিম লাঞ্চ হইল ঃ-)
Blank | ২৪ নভেম্বর ২০০৮ ১৩:২৮ | 203.99.212.224
অডিট শেষ হলো। উফ, এবারেরটা ভাল কেটেছে
Tim | ২৪ নভেম্বর ২০০৮ ১১:৫৬ | 71.62.2.93
ঃ)) এবার কাটি। অনেক কাজাতে হবে! ঃ(
sinfaut | ২৪ নভেম্বর ২০০৮ ১১:৫৫ | 165.170.128.65
বৌদি এমন ভয় দেখিয়েছে, আজ্জোদা সবাইকে ভাইরাস ভাবছে ঐ সাইটে। ;-) তুই চ্যালেঞ্জ জানালেও আগে একটা কোয়েশ্চেনেয়ার পাঠাবে, যেটা ভর্তি করে পাঠালে বোঝা যাবে তুই মানুষ টিম নাকি টিমরূপী অটোবট। তারপর আজ্জোদা নিশ্চিত হয়ে খেলতে নামবে। ঃ-))
ওক্কে, ১ এর পরেই শুরু করা যাবে।
Tim | ২৪ নভেম্বর ২০০৮ ১১:৪৬ | 71.62.2.93
১ তারিখের পর শুরু করিস। তদ্দিন যাস্সেতাই অবস্থা। ঃ( আজ্জোদা কি আছো ওখানে? দেখলাম না তো!
sinfaut | ২৪ নভেম্বর ২০০৮ ১১:৪৫ | 165.170.128.65
থাক থাক আর নুনের ছিটে দিতে হবে না। ঃ-))
পরেরটা কবে শুরু হবে বল।
Tim | ২৪ নভেম্বর ২০০৮ ১১:৪১ | 71.62.2.93
সিফোটা কি ভালো ফাইট কল্লো! আমি এর্কম জায়গায় থাকলে কব্বে হেরে ভূত হয়ে যেতাম। ঃ(
Arijit | ২৪ নভেম্বর ২০০৮ ১১:৩৬ | 61.95.144.123
তবে তাও তোমাদের ভয় নাই - বাচ্চাগুলো সেদিন কার্লিং কাপে যা খেলেছে, এট্টু এক্সপিরিয়েন্স হলে ওরাই কেমন কাঁপাবে দেখো। হ্যাঁ, ওয়েঙ্গারকে শুধু ফিজিক্যাল গেমটা মেনে নিতে হবে - ওই একটা ব্যাপারে লোকটা বড্ড একগুঁয়ে।
নিউক্যাসলের দ্যাখো - একটা ঘোড়ার ডিম ওনার যার কোন মতিস্থির নাই, একটা ঝগরুটে কুচুটে ডিরেক্টর অব ফুটবল, ক্লাবটা বিকোয় কি না বিকোয় কোন ঠিক নাই, ম্যানেজার চলছে মান্থ-টু-মান্থ কনট্র্যাক্টে...কি যে হবেঃ-((
Arijit | ২৪ নভেম্বর ২০০৮ ১১:১৩ | 61.95.144.123
তোমাদের ঝামেলার শুরু অ্যাশলি কোলকে বেচে গালাসকে আনা থেকে। তাপ্পর আবার মিকেল সিলভেস্টার - আমি তো চমকে গেসলাম - ফার্গি আবার কবে থেকে দাক্ষিণ্য শুরু করলো ভেবে...
Arpan | ২৪ নভেম্বর ২০০৮ ১১:০৭ | 208.57.131.4
আমাদের যে কী হল! ঃ((
h | ২৪ নভেম্বর ২০০৮ ১০:৪৭ | 203.99.212.224
হ্যাঁ।
Arijit | ২৪ নভেম্বর ২০০৮ ১০:৪০ | 61.95.144.123
পয়েন্টের হিসেবে লাভ কিছু হয় নাই। উইগ্যান আজ জিতে গেলে বা ড্র করলে ফের বটম থ্রী, তবে কনফিডেন্সের দিক দিয়ে...
sinfaut | ২৪ নভেম্বর ২০০৮ ১০:৩৯ | 165.170.128.65
তিমি আমাকে গম্ভীরভাবে হাইরে দিল। ঃ-((
h | ২৪ নভেম্বর ২০০৮ ১০:৩৩ | 203.99.212.224
তোমাদের এই বাজারে গোললেস ড্র , তাও চেলসি র ঘরের মাঠে, ব্যাপক রেজাল্ট। মধ্যেখান থেকে আমরা ফুলহ্যাম কে হারাতে পারলাম না, নিজেদের মাঠে।
Arijit | ২৪ নভেম্বর ২০০৮ ১০:৩০ | 61.95.144.123
শনিবার একটা খেলা দেখলাম বটে - চেলসী-নিউক্যাসল - স্ট্যামফোর্ড ব্রিজে। এগারোটা হাউইৎজার কামান বনাম খান কয়েক বাঁশের লাঠি, গোটা তিনেক পুরনো গাদা বন্দুক। একদিকে নামকরা জেনারেল, অন্যদিকে বুড়ো সৈন্য। কামানগুলো বাঁশের কেলাকে ভাঙতে পারলো না।
আর কাল অর্ডার অব দ্য ফিনিক্স অর্ধেক দেখে আর দেখতে ইচ্ছে করলো না - যাস্সেতাই।
baps | ২৪ নভেম্বর ২০০৮ ০৯:৫৩ | 203.199.41.181
বাঃ, সুন্দর প্রেমের গে্প্পা।
aja | ২৪ নভেম্বর ২০০৮ ০৮:৫০ | 71.106.244.161
এক প্রৌঢ় দম্পতির সাথে কথা হচ্ছিল গতকাল সন্ধেবেলা। ভদ্রলোক দার্জিলিং-এ সরকারী কলেজের অধ্যাপক ছিলেন এককালে। কথা হচ্ছিল বুশ, আমেরিকা ও মিথ্যে কথার চাষ নিয়ে। ইলেকশনের আগে পর্য্যন্ত ভদ্রলোক রিপাবলিকানদের গালাগালি করেছেন। এখন ভগ্ন ঊরু বুশের জন্য কিছু সহানুভুতি হয়েছে। উনি যুক্তি দেবার চেষ্টা করছিলেন শাস্ত্রমতে রণে, রমনে ও রাজনীতিতে মিথ্যাভাষনে দোষ নেই। বৌদি শুনে তেলেবেগুনে জ্বলে উঠলেন - সেই জন্যেই বুঝি কাঞ্চনজঙ্ঘা নিয়ে ...। ২০০৮ এর নির্বাচনে বুশের পরাজয় ও কাঞ্চনজঙ্ঘা!! গল্পের গন্ধে বৌদিকে চেপে ধরা হল। বৌদি লাজুক নন মোটেই। বেশ রসিয়ে নীচের গপ্পোটি করলেন।
চাকরী জীবনের প্রথমে দাদার মাইনে খুব সুবিধার ছিল না। তাই নববিবাহিত পত্নীকে কলকাতায় বাপের বাড়ীতে রেখে তিনি দার্জিলিঙে চাকরি করতেন ও প্রত্যহ সন্ধ্যায় বাড়ী ফিরে ফুলস্ক্যাপ কাগজে প্রেমপত্র লিখতেন। পত্রের একটি বড় অংশ জুড়ে কাঞ্চনজঙ্ঘার রূপবর্ণনা থাকত। সেই সব পত্র পড়ে তরুনী পত্নী স্বামী ও কাঞ্চনজঙ্ঘার যুগপৎ বিরহে দিন কাটাতেন। গুটিকতক ইনক্রিমেন্ট পাবার পর দাদার মনে হল এইবার দার্জিলিঙেই পরিবার প্রতিপালনের ক্ষমতা হয়েছে। সুতরাং পরের পত্রে দার্জিলিং মেলের টিকিট ও পত্রপাঠ স্বামীগৃহে আগমনের নির্দেশ গেল। পতিগতপ্রাণা বৌদি দার্জিলিঙে উপস্থিত হলেন।
বৌদির আশা ছিল দাদা শীগগিরি কাঞ্চনজঙ্ঘা দেখতে নিয়ে যাবেন। কিন্তু দিন গড়িয়ে সপ্তাহ, সপ্তাহ গড়িয়ে মাস হয়ে গেল। এমনি করে কয়েক মাস কাটার পর এক রবিবার সিয়েস্তার পরে দাদার হাতে চায়ের কাপ দিয়ে বৌদি নিবেদন করলেন
- এই, একদিন কাঞ্চনজঙ্ঘা দেখতে নিয়ে চল না।
- কোথায়? ও, কাঞ্চনজঙ্ঘা!! ক'দিন সবুর কর। কি করে কোথা দিয়ে যেতে হয় একটু খোঁজখবর করে নি।
বৌদি তো আকাশ থেকে পড়লেন।
- সে কি? এই যে তুমি এতবার এত কথা লিখলে, কাঞ্চনজঙ্ঘা হ্যান, কাঞ্চনজঙ্ঘা ত্যান করে!!
- চিঠির কথা বলছ? সে তো কলেজের ওরা যেত আর ওদের কথা শুনে শুনে লেখা হত।
বৌদির মুখে তাকিয়ে কি সুন্দর ব্লাশ করলেন প্রৌঢ়।
Arpan | ২৩ নভেম্বর ২০০৮ ২৩:৪১ | 208.57.131.4
কোন খবর? ইনফির?
siki | ২৩ নভেম্বর ২০০৮ ২৩:৪০ | 122.162.81.179
পরশুদিনের স্টেটসম্যানে নাকি বেরিয়েছে খবরটা। আজ বাবার সাথে ফোনে কথা হল, জানলাম।
arjo | ২৩ নভেম্বর ২০০৮ ২০:৩৫ | 24.214.28.245
ক্যাসকেডিং এফেক্ট। ;)
২০০৯ কিন্তু আরও বেশি কঠিন হতে চলেছে।
d | ২৩ নভেম্বর ২০০৮ ১৯:০০ | 117.195.38.15
ইনফি পুণেতে হাজারখানেক কর্মচারীকে দেড় বছরের ছুটিতে পাঠিয়েছে। ২০১০ এর মে মাস পর্যন্ত নাকি তাদের অফিস আসতে হবে না। বাড়ীতে থাকাকালীন তারা অর্ধেক বেতন পাবে। তবে এর মধ্যে যদি কোন প্রোজেক্টে দরকার লাগে তো ইনফি আবার অফিসে ডেকে নেবে। এরকম একজনের সাথে কথা হচ্ছিল। সে বেশ খুশীই দেখলাম। বলল বিজনেস শুরু করে দেড় বছরের মধ্যে বেশ দাঁড় করিয়ে দিতে পারবে। কিন্তু কিসের বিজনেস করবে সেটা খুলে বলল না।
নেক্সট বার থেকে অতো আগে থেকে আমার ওপর ভরসা করে ছেড়ে দিয়ো না। ঃ-) কখন কি হয়ে যায় কিচুই বলা যায়না।
arjo | ২৩ নভেম্বর ২০০৮ ০৮:৫৩ | 24.214.28.245
দুদ্দুর -২ নিয়ে এন্ড গেম খেলার থেকে এটাই ভালো। ওয়েল প্লেড। তবে কালো নিয়ে এরকম অ্যাগ্রেসিভ গেম বিঃআঃ আর আমিই খেলি। ঃ)))))))। একটাই পার্থক্য বিঃআঃ জেতে আর আমি হারি। ঃ(((
দাঁড়াও এট্টু চাপে আছি। কাটিয়ে নিয়ে আবার শুরু করছি।
sinfaut | ২৩ নভেম্বর ২০০৮ ০৮:৩১ | 117.195.194.176
আজ্জোদা, দুম করে ওটা কী করলে?!
aja | ২৩ নভেম্বর ২০০৮ ০৫:৫৫ | 71.106.244.161
থ্যাংকু সি। তিনি বলেছেন, আম্মো বললুম।
c | ২৩ নভেম্বর ২০০৮ ০৫:৫৪ | 131.95.121.107
গুণীদের পক্ষে বেগুনী হওয়া খানিক শক্ত বটে। তার উপরে আছে গানের চাপ-"তুমি কেমন করে গান করো হে গুণী----" আহা। ঃ-) খুব ভালো হয়েছে বেড়ানোর লেখাটা, ওঁকে বলে দেবেন প্লীজ। সত্যি, সিরিয়াস বললাম।
aja | ২৩ নভেম্বর ২০০৮ ০৫:৪২ | 71.106.244.161
আরে তোমার কথা শুনে তিনিই তো লাল হয়ে পালালেন, আমি আর বেগুনী হবার অবসর পেলুম না ;)।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন