হুঁ হুঁ ওবামা এসে যখন ঠুসে দেবে, তখন ইন্ডিয়ায় কাজ পাঠানো বেরিয়ে যাবে। ঃ)
অবশ্য সব কোম্পানি তার আগেই উঠে গেলে, এমনিতেই কোনো কাজ থাকবেনা। ঃ)
Arpan | ১৯ নভেম্বর ২০০৮ ০০:০৪ | 216.52.215.232
ষাঁড়ের সুদিন গিয়াছে। সাজানো বাগানে শুধু ভল্লুকের দাপাদাপি।
Blank | ১৯ নভেম্বর ২০০৮ ০০:০৩ | 59.93.207.44
হানুদার ১৮ ই নভ , ৯ঃ৫৭ র পোস্টে সেকেন্ড প্যরাটা দারুন। টেবিল চেয়ার বিছানা বালিশ, সব চাপড়ে সমর্থন জানালুম
Arpan | ১৯ নভেম্বর ২০০৮ ০০:০৩ | 216.52.215.232
অর্পণের ভাটাবার মত অবস্থা নাই। পোড়ারমুখোগুলো এত কাজ ইন্ডিয়াতে শিপমেন্ট করছে যে ঘুঘু দেখার যোগাড়।
aja | ১৯ নভেম্বর ২০০৮ ০০:০২ | 207.47.98.129
না মানে, ষাঁড় লোকেদের বৃত্তের ভেতর থেকে বাইরে গুঁতোচ্ছিল না বাইরে থেকে ভেতরে।
sayan | ১৮ নভেম্বর ২০০৮ ২৩:৫৭ | 160.83.72.212
ষাঁড় এবং টেবিল একই ডাইমেনশনে অবস্থান করছিল। (কিন্তু দু ওটা কি বলে গেল!)
anaamik | ১৮ নভেম্বর ২০০৮ ২৩:৫৫ | 59.164.229.203
গাড়ীর বাইরের দেওয়ালে Wall Street লিখে রাখলে ষাঁড় আসবে না।
Du | ১৮ নভেম্বর ২০০৮ ২৩:৫৩ | 67.111.229.98
প্রসঙ্গের সমস্ত প্রাসঙ্গিকতা বাদ দিয়েও একখানি কথা রয়ে যায় - গালি হিসেবে ব্যবহার করা শব্দটি শুধু একটি মানসিকতার পরিচায়ক - আর কিছু অর্থ বহন করে না ওটা।
aja | ১৮ নভেম্বর ২০০৮ ২৩:৫২ | 207.47.98.129
ষাঁড়টা কি টেবিলের উপরে ছিল, না নীচে ছিল?
sayan | ১৮ নভেম্বর ২০০৮ ২৩:৪৬ | 160.83.72.212
এমন একটা প্রতিযোগিতা দেখেছিলাম - অনেকে একটা টেবিলের চারপাশে বসে আর একটা খোলা শুলোনো-শিং-ওয়ালা ষাঁড় ইচ্ছেমত পিক-অ্যান্ড-চুজ করে এক একজনকে ওয়ান অ্যাট এ টাইম গুঁতোচ্ছে। লাস্ট ওয়ান সীটেড উইনার। কী ভয়াবহ*!
("ভয়াবহ' শব্দটায় y এর পরে aa দিলে ঠিকাছে কিন্তু A দিলে "য়া' টা গায়েব হচ্ছে কেং কয়ে!)
d | ১৮ নভেম্বর ২০০৮ ২৩:৩৬ | 117.195.36.243
না, ধর ষাঁড়ের শিং শুলোচ্ছে। শুলোয় না অনেকসময়?
Ishan | ১৮ নভেম্বর ২০০৮ ২৩:৩৫ | 12.163.39.254
দমুর বাড়ি হলে গুঁতোবে। অন্যদের কোনো প্রবলেম নেই।
দমুর বাড়িতেই কেন গুঁতোবে, সেটা অবশ্য আমি জানিনা। ঃ)
tania | ১৮ নভেম্বর ২০০৮ ২৩:৩৪ | 65.115.93.98
খামোকা ষাঁড় গুঁতোবে কেন? দেওয়াল কি লাল রং করা? ঃ-)
sayan | ১৮ নভেম্বর ২০০৮ ২৩:৩২ | 160.83.72.212
আমি ঐ এজেন্সীর লোগো বানিয়ে দেবো ... চাকাহীন উড়ন্ত হামার আর নীচে অনেক অনেক লেক (মঃ)
d | ১৮ নভেম্বর ২০০৮ ২৩:৩১ | 117.195.36.243
ঘরে চাকা লাগানো থাকলে সবচেয়ে বড় প্রবলেম হল, ষাঁড় এসে দেওয়ালে গুঁতিয়ে দিলেই ঘরটা গড়গড়িয়ে এদিক ওদিক চলে যাবে।
d | ১৮ নভেম্বর ২০০৮ ২৩:২৯ | 117.195.36.243
গুড গুড। ঃ) তবে সিরিয়াসলী চারিদিকে যা অবস্থা তাতে আমার সেই ট্র্যাভেল এজেন্সী খোলার প্ল্যানটা আবার বের করে ঝেড়েমুছে দেখতে হবে মনে হচ্ছে।
Ishan | ১৮ নভেম্বর ২০০৮ ২৩:২৯ | 12.163.39.254
কতো করে মনমোহনকে বোঝালাম, বাপু এই নিওলিবারাল ইকনমি ব্যাপারটা ভালো না। অতো মুক্তকচ্ছ হোসনি। কান দিলনা।
এখন ঠেলা সামলাও।
Ishan | ১৮ নভেম্বর ২০০৮ ২৩:২৬ | 12.163.39.254
আম্রিকার লোকজন এখন সকালে উঠে আগামী সাত/পনেরো দিনের কাজ খোঁজে। পুরো ঠিকে শ্রমিক। ঃ)
Ishan | ১৮ নভেম্বর ২০০৮ ২৩:২৪ | 12.163.39.254
জেনেরিক মেসেজ।
ঘরে চাকা লাগানো থাকলে প্রবলেম কি? ঃ)
d | ১৮ নভেম্বর ২০০৮ ২৩:২৪ | 117.195.36.243
আজকাল আর আম্রিকার লোকজন আপিস থেকে ভাটায় না। শুধু এই আমাদের অনসাইট কোঅর্ডিনেটার অপ্পন আর সায়ন যা একটু আধটু ....
lcm | ১৮ নভেম্বর ২০০৮ ২৩:২০ | 128.48.7.222
বাজারে খবর এবার নাকি একটা হামার কিনলে আর একটা হামার ফ্রিতে পাওয়া যাবে। চাকা গুলো খুলে নিলে বেশ একটা কোজি রুম, লেদার সিট, একটা ছোট্ট টিভি বসিয়ে দিলে ব্যস্।
sayan | ১৮ নভেম্বর ২০০৮ ২৩:১৪ | 160.83.72.212
না না কিঙ্ক নয় লিঙ্ক
sayan | ১৮ নভেম্বর ২০০৮ ২৩:১৩ | 160.83.72.212
আচ্ছা, "এই ঝরা পাতাখানি সার্ভারে পাওয়া গেল না' এটা কি জেনেরিক এরর মেসেজ না স্পেসিফিক টু কিছু কিঙ্ক?
ও হ্যাঁ "অগ্রবীজ'এর লেখাটা যাঁরা "বইপত্তর' এ তুলতে বলছিলেন তাদের জন্য জানিয়ে রাখিঃ ওটা তো গুরু আট-এ "শিল্প একটি ব্যক্তিগত ম্যানিফেস্টো' রচনার পুনঃপ্রকাশ। মানে আগে একটা ভূমিকা টাইপ জুড়েছে বটে, তবে সেটুকু না হলেও খুব একটা ক্ষতি ছিল না বলে আমার মনে হল।
ranjan roy | ১৮ নভেম্বর ২০০৮ ২২:২৬ | 122.168.213.141
ঈশেন, আমি ব্যাপারটা আগেই বুঝে গেছি। আমি চাইছিলাম অভিযোগকারী নিজে আমার প্রশ্নের জবাবে চোখের জল-টল ফেলা বন্ধ করে টু- দি-পয়েন্ট বক্তব্য রাখুন,অবশ্য উনি যদি চান যে ওনার অভিযোগকে GCর পাঠকেরা সিরিয়াসলি নিক। তা না--। ২০০৬এ কে অন্য কোথায় ই-মেইল এ বা টেলিফোনে কি বলেছে( বোঝাই যাচ্ছে তখনও উনি চুপ করে ছিলেন না, নইলে কথিত অপরাধীকে খুশি হয়ে GCর সম্পাদকমন্ডলী প্রমোশন দিচ্ছে এমন কথা বলতেন না), তা নিয়ে উনি ,আউট অফ কনটেক্স্ট, অন্য সূতোয় ইনসিনুয়েটিং টোনে, ২০০৮এ দ্বৈপায়নকে শিখন্ডী করে অন্যদের সঙ্গে ব্যক্তিগত স্কোর সেটল্ করবেন------ এ'ব্যাপারটা -----। যাকগে, কাটাও, অবিনাশবাবুকে ডেকে আনো। রাত্তিরে মুখের স্বাদ বিগড়ে গেছে।
t | ১৮ নভেম্বর ২০০৮ ২২:২৪ | 219.65.188.170
সুমনের ওরুন মিত্র গান্তার কিগ্ক পওয় জায়?
a x | ১৮ নভেম্বর ২০০৮ ২২:০৯ | 143.111.22.23
আরে কেউ কি আর অনিচ্ছে করে কথা বলে? তায় যেখানে মুখও দেখতে হয়না? এত জটিল কোনো ব্যপার না। শুধু আমাকে জোর করে কেউ পড়তে বসতে বললে আমি চিরকালই একটু বিদ্রোহ ঘোষণা করি।
'উই ওয়ার' এর বদলে 'আই ওয়াজ' বলা উচিত ছিল। ডকুমেন্টেশন আর আর্কাইভিং এর এই বাল এক প্রবলেম।
h | ১৮ নভেম্বর ২০০৮ ২১:৫৭ | 121.242.13.34
প্রথমতঃ আমার অভিজ্ঞতা সীমিত। একটা মধ্যবিত্ত ন্যাকা বাঙালি বামপন্থীর আশির দশকে গ্রামে ঘেরা ছোটো শহর গুলোতে যে অভিজ্ঞতা হওয়া সম্ভব তার থেকে বেশি কিসু হয় নি। নিজেদের যতই গুরুঙ্কÄপূর্ণ ভাবি না কেন, উই ওয়ার স্টুপিড অ্যান্ড ইউজলেস অ্যান্ড টোটালি আনইম্পর্ট্যান্ট টু বি হনেস্ট।
দ্বিতীয়তঃ 'আমি দেখেছি' বা 'আমি শুনেছি' , 'আমি ছিলাম' ,'আমি বল্লাম' কিম্বা 'আমার মনে হল', 'আমি বললাম' বা 'কইয়া দিসিলাম' এইসব বলার সময়ে এত গুল মারতে ইচ্ছে করে যে ঠিক যেটা শুনেছিলাম বা ঠিক যেটা বলতে চেয়েছিলাম, সেটা কখনো ই বলা হয় না;-)
অতীত সম্পর্কে আত্মপক্ষ সমর্থন না করে, অবজেকটিভলি লেখার মত জায়গায় এখনো পৌঁছই নি। ফিকশন দিয়ে চেষ্টা করেছি, তবে সেটা খুব উতরোয় নি। তবে চেষ্টা আরো করছি।
বেশ তোমার ইচ্ছে করলে কথা বলবে, আর আমার ইচ্ছে করলে বলবো। নেভার মাইন্ড। বইয়ের কথা তো আমি একা বলি না। এইখানে আমার ফুটুনি টা একটু না হয় বেশি, তাই বলে এইরকম করে টুইয়ে দিলে মাইরি, কি মেয়ে;-) তুমি তো বড় হয়ে টিকিট চেকার হবে।
arjo | ১৮ নভেম্বর ২০০৮ ২১:৫২ | 168.26.215.13
সিংফোং, শুধু ভাটালে হবে? সব দিক দেখতে হবে। দেখো দেখো। যদিও আজ বড্ড চাপ তাও .....
a x | ১৮ নভেম্বর ২০০৮ ২১:৩৮ | 143.111.22.23
আজ এখানে তেলের দাম - $1.85। এই রেটটা ফলো করলে, এরপর তেল নেবার জন্য আমাকেই পয়সা দেবে।
হনু, আগে উত্তর দেওয়া হয়নি। অ্যাভয়েড না। (জানি ওটা এমনই মানে ক্যাসুয়ালি বলা যদিও)
এক তো মেলে যে লেখাটা পাঠিয়েছিলে তা এখনও পড়েই উঠিনি। সেই চক্ষুলজ্জায় আর কিছু বলি নাই। আর দ্বিতীয়ত, তোমার সাথে কথা হলেই হাতে একটা অর্টিকল, বইএর লম্বা বিবলিওগ্রাফি ধরিয়ে দাও। মাঝে মাঝে মনে হয়, তুমি তো কৃষক সভা, শ্রমিক ইউনিয়ান ইত্যাদির সাথে প্রত্যক্ষ ভাবে যুক্ত থেকেছ, তাহলে জীবনের অভিজ্ঞতা থেকে বলনা কেন, বইএর পাতা ছেড়ে?
sinfaut | ১৮ নভেম্বর ২০০৮ ২১:৩৮ | 117.195.192.53
সোমনাথ বললো ওমানটেল নাকি গুরুচন্ডালি ব্লক করে দিয়েছে।
arjo | ১৮ নভেম্বর ২০০৮ ২১:১৭ | 168.26.215.13
অম্রিগান আকাশে অর্থনৈতিক দুর্যোগের করাল ছায়া। এমন অবস্থায় ভাট? চাগ্রী গেলে ভাটাবো কেং করে?
সিটি গ্রুপের অ্যানাউন্সমেন্ট তো সকলেই জানে। এরপর ডেট্রয়েট অটো ইন্ডাস্ট্রিও যদি ভোগে যায়, ভগবানই জানে কি হবে। খুব টানাপোড়েন চলেছে সরকার আর অন্যদের মধ্যে। ভাবছি কোনোরকমে যদি দেখানো যায় আমার ওপর গোটা দশেক লোকের চাগ্রী নির্ভর করছে তাহলে এই মওকায় একটা বেইল আউট পাওয়া যাবে। থ্যাংকস গিভিং এ বেড়ানোর পয়সা উঠে আসত। কিছু হাতেও থাকত।
Blank | ১৮ নভেম্বর ২০০৮ ২০:০১ | 203.99.212.224
আম্রিগানরা কেউ আপিসে আসে নি
shrabani | ১৮ নভেম্বর ২০০৮ ১৭:৫৭ | 124.30.233.111
বিয়ের মন্ত্র মানে সেই অনুষ্টুপ ছন্দ (এ নামে একটা সিনেমা এসেছিল অনেককাল আগে টিভিতে তখন লোক কে জিজ্ঞেস করে জেনেছি)! বোধহয় কোনো বেদে আছে।
d | ১৮ নভেম্বর ২০০৮ ১৭:৫২ | 203.143.184.10
বাছা বেথে, ও তো দেখেই বোঝা যায়। সবকিছুই চামচে করে গিলিয়ে দিতে হবে নাকি হ্যাঁ?
d | ১৮ নভেম্বর ২০০৮ ১৭:৫১ | 203.143.184.10
আচ্ছা হ্যাঁ, রাঙার একটা কিত্তি দেখে পোচন্ড হাসলাম। খ্যাকখ্যাক করে হাসলাম। এখানে আর পাবলিকলি হ্যাটা দিলাম না।
siki | ১৮ নভেম্বর ২০০৮ ১৭:৪৪ | 203.122.26.2
আমার বিয়েতে পুরুত আসে নাই। নো আইডিয়া।
আর বাছা বে থে বলবার কী আছে হে? আনমডারেটেড মডারেটেড এসবের বেসিসে রং আলাদা করা, এ সব কি কোথাও ডকুমেন্টেশন করে লেখা আছে? য়্যাঁ? না বল্লে জানবো কী করে য়্যাঁ?
shrabani | ১৮ নভেম্বর ২০০৮ ১৭:৪৩ | 124.30.233.111
কেন, বিয়ের মন্ত্রের রেকর্ড পাওয়া যায়না? কোন একটা সিনেমাতে ছিলনা?
sinfaut | ১৮ নভেম্বর ২০০৮ ১৭:৩৬ | 165.170.128.65
কেন ঐ মন্ত্র কোনো বইটই তে নেই? আর ডিডিস্যরও যদি না এসে বলেন তো আমরা কী করবো?
Blank | ১৮ নভেম্বর ২০০৮ ১৭:৩৫ | 203.99.212.224
কটা এন সি?
h | ১৮ নভেম্বর ২০০৮ ১৭:৩৪ | 203.99.212.224
বিয়ে করার আগে যদি কেউ পড়াশুনো কত্তো, কেউ বিয়েই কত্তো না। ধিক এই প্রবঞ্চক শিক্ষাব্যবস্থা।
h | ১৮ নভেম্বর ২০০৮ ১৭:৩৩ | 203.99.212.224
ইন্টারনেট অ্যাকসেস প্রবলেমে গুরু র বিভিন্ন পাতায় না যেতে পারলে লোকে এইবার বলবে, কালার ঐ লৌহকপাট।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন