এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • sinfaut | ১৪ নভেম্বর ২০০৮ ০৭:২২ | 117.195.198.6
  • আরবিট অরবিট।
  • Binary | ১৪ নভেম্বর ২০০৮ ০৫:৩১ | 24.66.94.142
  • হুম, আর ইয়ে, কাত্তিক চন্দ্র পালের সূর্য্য-র অরবিট-টা ঠিক সিধে গোল বা ইলিপটিকাল ছিলো না, যদ্দুর মনে পরে, জিলিপির প্যাঁচের মতো ছিলো। উঃ কি জটিল।
  • Arpan | ১৪ নভেম্বর ২০০৮ ০৩:৩৯ | 65.194.243.232
  • বাইনারিদা, আরে আমি জানি তিনি আজকের নন। কিন্তু চার্বাক বা গ্যালিলিওর পাশে তিনি তো 'অধুনা'ই হলেন, না কি! ঃ)
  • nyara | ১৪ নভেম্বর ২০০৮ ০৩:৩৪ | 64.105.168.210
  • আমি নিজে কে সি পালের বক্তৃতা শুনেছি। বইমেলার গেটের পাশে চার্ট-টার্ট টাঙিয়ে বসেছিলেন। সামনে বিক্কিরির জন্যে রাখা ডাঁই করা বই। আমাদের সব বোঝালেন-টোঝালেন। কম্প্যারেটিভ অ্যানালিসিস করলেন -'এইটা কোপার্নিকাসের মডেল, এইটা গ্যালিলিওর, এইটা নিউটনের, এইটা কে সি পালের।'

    ভাবছি আত্মজীবনীটা কে সি পালের বইয়ের সঙ্গে বাই-ওয়ান-গেট-ওয়ান-ফ্রি ডীলে বাজারে ছাড়ব। স্পেশাল চ্যাপ্টার থাকবে 'কে সি পাল সকাশে ন্যাড়া' নামে। ন্যাড়ার নামও দিকে দিকে ছড়িয়ে পড়বে।
  • Binary | ১৪ নভেম্বর ২০০৮ ০৩:২৪ | 198.169.6.69
  • অর্পন-কে,

    'সূর্য্য প্‌থিবী কে প্রদক্ষিন করে' -এটাতো আধুনা নয়, বহুদিনের থিওরী, দিয়েছেন কাত্তিক চন্দ পাল। একবার বুকফেয়ার থেকে তাঁর বই কিনেছিলুম। বই এর পেছনে, ছবি ছিলো, গ্যালিলিও,কোপার্নিকাস,নিউটন, আর তাঁদের পাশে কাত্তিক চন্দ পাল।
  • sayan | ১৪ নভেম্বর ২০০৮ ০৩:১০ | 160.83.72.212
  • ওনারা কি এলেন?
  • Tim | ১৪ নভেম্বর ২০০৮ ০২:১১ | 71.62.2.93
  • গুরুর পাতায় জেনেরিক কমেন্ট দেখলে ভারি ভাল্লাগে।
    কোন প্রশ্ন নয়..... যাগ্গে। কাটি।
  • a x | ১৪ নভেম্বর ২০০৮ ০১:৩১ | 143.111.22.23
  • সোনাল শাহ'র বাবা নিজে হিউস্টনে গুজরাটি সমিতির ফাউন্ডার। পাঁড় বিজেপি। এদের সংঘ পরিবারের সাথে খুবই দহরম মহরম (এই কথাটার উৎপত্তি কি?)।
  • nyara | ১৪ নভেম্বর ২০০৮ ০১:১৩ | 64.105.168.210
  • ওবামা এম্যানুয়েলের মাঝের অঙুল কাটা সম্বন্ধে বলেছিল, "when that happened, it made him mute"huffingtonpost-এ একটা ভাল ভিডিও আছে, পুরোন। ওবামা ইম্যানুয়েলের সম্বন্ধে ব্যাক-হ্যান্ডেড সব কমপ্লিমেন্ট দিচ্ছে। বেশ মজার।
  • nyara | ১৪ নভেম্বর ২০০৮ ০১:১০ | 64.105.168.210
  • Outlook-এ সোনাল শাহ-র ওপরে দুখান লেখা আছে। বেসিকালি ওনাকে সাপোর্ট করে।

    খুব ইন্টারেস্টিং হচ্ছে মাইক্রোসফট যে ভুল করেছিল, ওয়াশিংটন বা সরকার থেকে দূরে থেকে, গুগুল সে ভুল করবে না। তাই সুযোগ বুঝে আনাচে কানাচে নিজের লোক ছড়িয়ে দিচ্ছে। কাজেই গোলমাল করলেও DOJকে গুগুলের বিরুদ্ধে ল'সুট আনবার আগে প্রচুর হার্ডল ডিঙোতে হবে।
  • aja | ১৪ নভেম্বর ২০০৮ ০১:০৯ | 207.47.98.129
  • আর এক কলীগ বলে গেল - রাহ্‌ম ইম্যানুয়েলের (ওবামার চীফ অফ স্টাফ) মাঝের আঙুল নাকি কাটা, রিপাবলিকানদের কি ভাগ্য।
  • a x | ১৪ নভেম্বর ২০০৮ ০০:৫৯ | 143.111.22.23
  • ও মিতাদি, ও দু, প্রথম একশো দিন শুরুর আগেই যে ইম্যানুয়েল আসি গিলা, আর এখন যে সোনাল শাহ!! সোনাল শাহ যে বিশ্ব হিন্দু পরিষদের আম্রিকা শাখার মেম্বার ছিল।
  • pi | ১৪ নভেম্বর ২০০৮ ০০:৫৮ | 69.251.184.3
  • বালাই ষাট, তাড়াবে ক্যানো!
    সব তো আদি বাসিন্দা।
    মায় ফাউন্ডার মশায় অব্দি আচেন।
    মধ্যযামিনীতে আপিসঘরে কাজ করতে আসেন (এমনকি টেলিফোন ও ধরেন) কি লিফটে চলাচল করেন খোদ ভাবা, এনাদের তাড়ানোর কথা ভাবা যায় !
  • aja | ১৪ নভেম্বর ২০০৮ ০০:৫৫ | 207.47.98.129
  • এই মাত্তর এক কলীগের কাছে শুনলামঃ

    সারা প্যালিনের কোন চার্চ? কৃস্টাল মেথডিস্ট।
  • sayan | ১৪ নভেম্বর ২০০৮ ০০:৫১ | 160.83.72.211
  • RGV Ka Aag দিয়ে অনেক অসাধ্য সাধন হয় শুনেছি ...
  • arjo | ১৪ নভেম্বর ২০০৮ ০০:৪৮ | 168.26.215.13
  • টি আই এফ আর এর ভূত ভয়ানক। বিজ্ঞানমনস্ক তাই দেবতার নামেও যাবে না। কি মুশকিল। লোকে ভূত তাড়ায় কি করে?
  • pi | ১৪ নভেম্বর ২০০৮ ০০:৩২ | 69.251.184.3
  • নাঃ, গুরু খোলা খুব বিপজ্জনক হয়ে যাচ্ছে ! ঃ(
    কাল সন্ধেতে আমি যখন একা একা ভূতের মতন ল্যাবে বসে আছি,তখন পাতায় পাতায় পেত্নী আর ভূত ঃ(
    ভাগ্যে আমার TIFR এর ল্যাবের ভূতটার সাগর পাড়ি দেবার পর জেটল্যাগ ট্যাগ কেটে গিয়েছে, ওখানকার মতন ই এখানেও মধ্যরাত্রের আগে ঘুম ভাংগে না তাঁর।

    বেশ কয়েকবছর আগে একটা মেল খুব ফরওয়ার্ডেড হত, যাতে এইরকম অনেক ভূতের 'ফোটোগ্রাফ' ছিলো।
    আর সেইসব আমার তিলেখচ্চর সিনিয়ররা দেখতো এবং দেখাতো ( আমার মতন পাবলিকদের ধরে ধরে, দারুণ টেকনিকের ফোটোগ্রাফ দেখাবো এইসব ভুজুং ভাজুং দিয়ে ঃ( ) নিশুতিরাত্রে, ঐ কিনা TIFR এর খোদ ভূতের আখড়ায় বসে। ঃ(
    তবে আখড়ায় এবার শুনে এলাম নতুন বোষ্টুমী এয়েছেন, যিনি শুক্লপক্ষের প্রতি প্রতিপদে ক্যাসুরিনার বেড়া থেকে আবির্ভূত হয়ে পিচের রাস্তা বেয়ে, সমুদ্রতীরের পাথরে কিছুক্ষন পোজ দিয়ে দাঁড়িয়ে থেকে আরবসাগরে বিলীয়মান হন।
    ওনার ফ্ল্যাশব্যাকের কাহিনীও দেখলাম ট্রেস করে ফেলেছে জনতা এবং পাতে ফেলার মত বিয়োগান্ত প্রেমের বেশ একটি টক-ঝাল-মিষ্টি গপ্পো ও খাড়া হয়ে গিয়েছে।

    দিদিমণি বয়সে কচি ই , কিন্তু পরনে সাদা শাড়ি না গেরুয়া সেটা জানা হয়নি, ইনফো নিয়ে ব্ল্যাংকিকে বলে দেবো ঃ)
  • aja | ১৪ নভেম্বর ২০০৮ ০০:১৩ | 207.47.98.129
  • এক ছাতুখোর একবার আমাকে দিয়ে রাভীন্দরনাথ বলানোর চেষ্টা করেছিল। তাতে আমি বিপুল খচে গেছলাম।
  • arjo | ১৪ নভেম্বর ২০০৮ ০০:০৭ | 168.26.215.13
  • র - ড়, ই-ঈ, উ-ঊ, ন-ণ, শ-স-ষ (উচ্চারণই করা যায় না ঠিক করে) এদের মধ্যে পার্থক্য তুলে দিলেই হয়। ভূমিকম্প বলার সময় আমরা কি ভউউউউমিকম্প বলি? ভুমিকম্পই বলি। তাই দুইই এক। বুঝতে কোনোই অসুবিধা নেই।
  • sayan | ১৪ নভেম্বর ২০০৮ ০০:০৪ | 160.83.72.211
  • ঘচাং ফুঃ দিয়ে।
  • Arpan | ১৪ নভেম্বর ২০০৮ ০০:০১ | 65.194.243.232
  • লিভোলাকে ষ্ঠ সারে। ষ্ট সারিবে কী প্রকারে?
  • sayan | ১৩ নভেম্বর ২০০৮ ২৩:৫৭ | 160.83.72.211
  • অর্পণ জার্সিতে আর্শুলা পোচুর। ম্যানহাটনেও আছে তো। ছোটখাটো বিল্ট। দেশের মত ইয়া ইয়া উড়ন্ত তৈলপায়িকা নাই।
  • Arpan | ১৩ নভেম্বর ২০০৮ ২৩:৫১ | 65.194.243.232
  • ন্যাড়াদাও দেখি কচি করে "ভুমিকম্প' লিখে রেখে গ্যাছেন।
  • Arpan | ১৩ নভেম্বর ২০০৮ ২৩:৪৯ | 65.194.243.232
  • তবে এখানে মাঝেমাঝেই ছোট করে একটু ভূকম্পন হয়ে যায়। এই অফিসে বসে গুরুতে টাইপাচ্ছি, হঠাৎ করে চেয়ারটা দুলে উঠল। অথবা যে রেলিংয়ে ভর দিয়ে বিড়ি টানছি, সেটা একটু কেঁপে উঠল।

    মুশকিল হল বার দু-তিন এরম হবার পরে লোকজনকে জিগ্যেস করে দেখেছি তারা কিছু টের পায়নি। তবে মিষ্টি করে হেসে তারা বলেছে এমনটা এখানে হয়েই থাকে।
  • arjo | ১৩ নভেম্বর ২০০৮ ২৩:৪৩ | 168.26.215.13
  • বানাম্ভুলে যে কত কি হয়। কেউ কি জানে বানাম্ভুল না হলে google আজ googol হোতো।
  • sayan | ১৩ নভেম্বর ২০০৮ ২৩:৩৯ | 160.83.72.211
  • ভয় কীসের? লিভোলাক হ্যায় না!
  • nyara | ১৩ নভেম্বর ২০০৮ ২৩:৩৭ | 64.105.168.210
  • সাহেবদের খ্যাপামি দেখে দেখে অবাক হওয়ার বয়েস চলে গেছে। কিন্তু আজকে সাদার্ন ক্যালিফোর্নিয়ার ভুমিকম্পের রিহার্সাল আর তার ব্যাপকতা শুনে আমিও চমকে চৌতিরিশ।
  • Arpan | ১৩ নভেম্বর ২০০৮ ২৩:৩৬ | 65.194.243.232
  • ওকে, ডান। বানাম্ভুল দেখে আর আড়ষ্ঠ হব না। তবে পরদিন কোষ্টকাটিন্য হলে তুমি দায়ী থাকবে।
  • aja | ১৩ নভেম্বর ২০০৮ ২৩:৩৬ | 207.47.98.129
  • গ্যালিলিও/চার্বাক বানাম্ভুল করতেন? না না, বানাম্ভুল নিয়ে বালখিল্যপনা করতেন!
  • arjo | ১৩ নভেম্বর ২০০৮ ২৩:৩৫ | 168.26.215.13
  • হ্যাঁ কে বা কারা র‌্যাডিকাল সেটা আগে ঠিক হোক।
  • sayan | ১৩ নভেম্বর ২০০৮ ২৩:৩৩ | 160.83.72.211
  • বানাম্ভুলের মত অ-সিরিয়াস ব্যাপারে যারা বালখিল্যপনা করে তারা র‌্যাডিক্যাল
  • Arpan | ১৩ নভেম্বর ২০০৮ ২৩:৩৩ | 65.194.243.232
  • মহিলাকে ভাবছি বলব ইন্ডিয়াতে এসে হপ্তাকয়েক থাকুন।
  • arjo | ১৩ নভেম্বর ২০০৮ ২৩:৩১ | 168.26.215.13
  • অপ্পনের ম্যানেজারকে নোবেল দাও শিগ্গির।
  • Arpan | ১৩ নভেম্বর ২০০৮ ২৩:২৮ | 65.194.243.232
  • ক্যালিবাসী সাবধান। আর তিন মিনিট পরে একটা ভূকম্পন হবে। ম্যানেজার এসে বলে গেলেন আমরা যাতে প্যানিকড না হই। ঃ)
  • aja | ১৩ নভেম্বর ২০০৮ ২৩:২৭ | 207.47.98.129
  • মামু কি ওয়ালমার্টকে র‌্যাডিকাল বলল?
  • Arpan | ১৩ নভেম্বর ২০০৮ ২৩:২৬ | 65.194.243.232
  • অধুনা আর একজন আছেন বটে, কলকাতা শহরে। দেয়ালে দেয়াল দেখা যায় তাঁর অমর বাণী - "সূর্য পৃথিবীর চারিদিকে প্রদক্ষিণ করে, ইহাই বৈজ্ঞানিক সত্য'।

    তিনিও ঘোর র‌্যাডিকাল।
  • sayan | ১৩ নভেম্বর ২০০৮ ২৩:০৭ | 160.83.72.211
  • ঃ))))))
  • Ishan | ১৩ নভেম্বর ২০০৮ ২২:৫৬ | 12.163.39.254
  • র‌্যাডিকালদের ওরকম একটু হবেই। দুঃখ করে লাভ নেই। সেই গ্যালিলিওর আমল থেকে চলছে। না না চার্বাকের আমল থেকে।
  • arjo | ১৩ নভেম্বর ২০০৮ ২২:৫১ | 168.26.215.13
  • এই আকালের বাজারেও ওয়ালমার্ট বেড়ে চলেছে।
  • arjo | ১৩ নভেম্বর ২০০৮ ২২:৩৮ | 168.26.215.13
  • কাল রাতে ব্ল্যাংকিকে একা পেয়ে সবাই মিলে খুব ঠুসেছে। হুমম।
  • sayan | ১৩ নভেম্বর ২০০৮ ২২:৩৫ | 160.83.72.211
  • স্যান কি আমার বানাম্ভুলের জন্যি কটাক্স করে গেলি?
    পোতিশোধ! পোতিশোধ!
  • d | ১৩ নভেম্বর ২০০৮ ২১:৩৩ | 117.195.35.22
  • হুঁ দেখেছি।
    আমার ২-৩ দিন ধরেই মনে হচ্ছে কথাটা যে অরুন্ধতী রায়ের আশঙ্কা কি সত্যি হতে চলেছে?
  • a x | ১৩ নভেম্বর ২০০৮ ২১:১৯ | 143.111.22.23
  • ঝাড়গ্রাম, বেলপাহাড়ি, বিনপুর, লালগড় বিচ্ছিন্ন -

    http://tinyurl.com/6xrks2
  • a x | ১৩ নভেম্বর ২০০৮ ২০:৫৩ | 143.111.22.23
  • J, শংকুর থ্রেড নষ্ট করবনা বলে এখানে লিখছি।

    আমিও তো অনেকদিন আগে মাঝে আপনার খোঁজ করেছিলাম। অনেক ব্যপারে আপনার সাথে মেলেনা, কিছু ব্যপারে মেলে। এখানের অনেক কিছু আমারও হয়ত পছন্দ না, কিন্তু এরকম তো আমাকেও কেউ বলেনি বা বোঝায়নি যে আপনাকে এড়িয়ে চলাই ভালো। এখনো অবধি বোধহয় গুটি পাঁচ-ছয় গুরুর লোকের সাথে আমার অন্যত্র কথা হয়েছে, সেখানে কোনোদিনও আপনাকে বা অন্য কাউকে নিয়েই আলোচনা হয়নি। আমিও তো এককালে নিউকামারই ছিলাম (নিজের মনে হয় এখনও আছি)।

    অবশ্যই আপনি কি লিখবেন কোথায় লিখবেন সেটা আপনার ব্যপার, কিন্তু জানিয়ে রখাতে চাই, আমি, এবং আমার ধারণা আরো বেশ কিছু লোক এরকম কোনো ইন্সট্রাকশন মেনে চলেনা। সিরিয়াসলি, যো, মনে হয়, স্যান, বা পাল্লিন, বা সিঁফো, বা ন্যাড়া আরো অনেকে এরা কেউ বলে দেবে আর সেই শুনে চলবে টাইপ? এই সবকটাই তো বেশ তেঁটিয়া পাব্লিক।

    আর যদি এখানে কেউ আপনার সন্তানকে বেজন্মা বলে থাকে, কে বলেছে বলুন, যদি এই শব্দই ব্যবহার হয়ে থাকে, তাহলে কাদের সামনে হয়েছিল, তাও বলুন। আমারও চেনা দরকার।
  • d | ১৩ নভেম্বর ২০০৮ ২০:৪৬ | 117.195.35.22
  • ঠিক কথা। এই ব্যপারটা আমারও বেশ বাজে লাগে। মেইল মনিটরিং ব্যপারটা বেশ ইয়ে। ইশান বোধহয় একবার এই নিয়ে লিখেওছিল।

    আমার বন্ধু গোপালের এক বোন এই কারণে জিমেল অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েছিল। ও মালয়ালি কিছু কথা রোমান স্ক্রীপ্টে লেখে। পরে ওর মেইলের পাশেও কিছু পর্নো সাইটের বিজ্ঞাপন আসে। ও রেগে বলে যে গুগল থেকে কেউ না বুঝে ওর মেইল পড়েছে এবং এইসব অ্যাড সেট করেছে।
  • arjo | ১৩ নভেম্বর ২০০৮ ২০:৩৪ | 168.26.215.13
  • নীচের পোস্টটি যাস্ট এফ ওয়াই আই। অনেকদিন আগে গুগলের সার্চ অ্যালগো নিয়ে তক্কাতক্কি করেছিলাম। যেটা বলার ছিল বিজিনেস হাউসের সার্চ অ্যালগো দিয়ে সোশ্যাল চয়েজ বুঝতে যাওয়াটা মনে হয় ঠিক নয়। এখনও তাই বললাম। কাল ইমেলে দিদি দেখে অমন ব্রিলিয়ান্ট অ্যালগো চু*র মিল বের করেছে। ঐ ইমেলে যৌনতা সংক্রান্ত কোনোরকম কথা ছিল না। অ্যালগোটা আইদার একটু ভুল অথবা অ্যালগোতে যৌনতার প্রায়োরিটি আগে আসে। কোনো একটা ঠিক, জানি না কোনটা।
  • arjo | ১৩ নভেম্বর ২০০৮ ২০:২৪ | 168.26.215.13
  • জিমেলের অনেক সুবিধা আছে। কিন্তু সবথেকে বড় অসুবিধা হল ওরা ইমেল স্ক্যান করে বিজ্ঞাপনের জন্য। যেমন যদি কোনো মেলে ইন্সিওরেন্স কথাটা থাকে সাথে সাথে ডানপাশে ইন্সিওরেন্স রিলেটেড একগাদা অ্যাড আসবে। এবং মেল কনটেন্টে বাঙলা থাকলে অনেক সময়েই পানু সাইটের অ্যাড আসে। কালই হয়েছে আমার। কেমন জানি মনে হয় সবসময় কে একটা উঁকি মেরে চলেছে। তবে প্রোগ্রামটা যে বা যারা লিখেছে তারা ব্রিলিয়ান্ট। এমন একটা অ্যালগো লেখা। মানে কনটেন্ট থেকে ইন্টেলিজেন্স অ্যাপ্লাই করা এককথায় হেব্বি ব্যপার। বিজিনেস মডেলটা বাজে লাগছে।
  • r | ১৩ নভেম্বর ২০০৮ ২০:২৪ | 198.96.180.245
  • ৮ঃ৩০, মিনিমাম।
  • h | ১৩ নভেম্বর ২০০৮ ২০:০৩ | 203.99.212.224
  • কহন বাইরাবা?
  • Blank | ১৩ নভেম্বর ২০০৮ ১৯:৫৪ | 59.93.194.73
  • ট্যান ঠাম্মা , একবার শিগ্গির মেল দেখে ফেলো দিকিনি
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত