অরিজিত দা, MS,intel etc. এরা অফশোর করার থেকে বডিশপিং এ বেশী আগ্রহী। অফশোরেও কাজ দেয় -তবে পরিমাণে কম এবং ওদের নিজস্ব লোকেদের দিয়ে করবার বাজেট না থাকলে। ইন্টেল ওদের একটা গ্রাফিক্স ড্রাইভার প্রজেক্ট অফশোর করেছিলো ,আমি ছিলাম ঐ টীমে,পরে ওদের ফলসম সাইটে গিয়েও ডেভেলপার হিসেবে কাজ করেছি।মাইক্রোসফ্ট প্রজেক্টেও ওরা রিসোর্স দের রেডমন্ডে বেশী প্রেফার করে যেমন রাউন্ড টেবল টীমে ওরা বডি হিসেবে নিয়ে গেছিলো। সোনি ও রিসেন্টলি ড্রাইভার প্রজেক্ট দিয়েছে,ওদের একটা প্রোডাক্টের জন্যে। TI USA ওদের দুটো প্রজেক্ট অফশোর করেছিলো।এগুলো কোনটাই পাতি টেস্টিং প্রজেক্ট নয়- রীতিমত C/C++/Java/assembly কোডিং। জানিনা এগুলো তোমার ক্রাইটেরিয়া অনুযায়ী "ইনোভেটিভ" কাজ কিনা
arjo | ০৬ নভেম্বর ২০০৮ ১৯:০৯ | 168.26.215.13
অফসোরে গত কয়েক বছরে মাইনে তিনগুন হয়েছে। ওদিকে যেকোনো প্রোজেক্টে অনসাইট-অফসোর মিক্স একই থেকে গেছে। তাই আইটি আউটসোর্সিং এ ব্লেন্ডেড কস্ট পার হেড খুব বেড়ে গেছে। ব্লেণ্ডেড কস্ট অনেক সময়েই লোকাল রেটের থেকে বেশি বা প্রায় সমান। তাই যতটা কস্ট সেভিংস লোকে আশা করছিল ততটা হচ্ছে না। বরং আইটি আউটসোর্সিং কোম্পানির হাই প্রফিটেবিলিটি টার্গেট মিট করতে গিয়ে অনেক সময়েই কস্ট বেড়ে যাচ্ছে। তার সাথে আছে অনসাইট-অফসোর মডেলের ঝাড়, খুব কষ্টকর ইমপ্লিমেন্টেশান। অনেক সিআইওর কাছেই আইটি আউটসোর্সিং আর ঠিক ততটা লোভনীয় নয়। কিন্তু অবশ্যই বেশির ভাগ কোম্পানির অফসোর পার্টনার আছে। ক্রমেই তা মেইনটেনেন্স প্রোজেক্টের কাজে চলে যাচ্ছে। ক্লায়েন্ট ডাইরেক্টলি অফসোরের সাথে কাজ করছে, ব্লেণ্ডেড কস্ট কমাতে। পিওর ডেভলপমেন্ট প্রোজেক্ট ইন-হাউস করছে। একটি বা দুটি হাই কোয়ালিটি বডির সাহায্যে।
Arijit | ০৬ নভেম্বর ২০০৮ ১৮:১২ | 61.95.144.123
এটা কি ট্রানজিট ভিসা ছিলো? তাহলে তো আরো আশ্চর্য্য ব্যাপার।
d | ০৬ নভেম্বর ২০০৮ ১৮:০৮ | 203.143.184.10
কিন্তু পাল্লিন কি করে দেশে আসবে?
Arijit | ০৬ নভেম্বর ২০০৮ ১৮:০৩ | 61.95.144.123
আজ আবাপ প্রথম পাতায় মার্টিন লুথার কিং-এর "আই হ্যাভ আ ড্রিম' আর ওবামার কালকের স্পীচের এক লাইন দিয়ে বাক্স বানিয়েছে - মানে হাইলাইট করেছে আর কি।
তখন থেকে ভাবছি - বিখ্যাত স্পীচগুলোর একটা টই বানালে হয় - যেমন "আই হ্যাভ আ ড্রিম' বা পিন্টারের নোবেল স্পীচ - একটা টইয়ে লিংকগুলো থেকে যাবে।
"You are trained and armored to deal with every known kind of slashing and piercing weapon. But then, on the day of the duel, when you're lying puking in the bushes, you realize your opponent is not a swordsman but a poisoner."
বাকিটা তো স্যান বা অন্য কেউ বলতে পারবে। আমি একটু ঘুমের চেষ্টা করে দেখি। ঃ)
Arijit | ০৬ নভেম্বর ২০০৮ ১৭:২০ | 61.95.144.123
আমি দুটো মিলিয়েই বলছি। কলসেন্টার এবং আইটি কনসাল্টেন্সী।
Arijit | ০৬ নভেম্বর ২০০৮ ১৭:১৯ | 61.95.144.123
আমাগো আইটি বুম নিয়া এত্ত যে চিল্লামিল্লি হয় ইনফ্যাক্ট তার একটা বড় অংশ বিপিওইঃ-)
Arpan | ০৬ নভেম্বর ২০০৮ ১৭:১৯ | 216.70.175.80
বিপিও/কেপিও এদের নিয়ে আমি কোন বক্তব্য রাখছি না। জাস্ট কোন আইডিয়াই নেই।
Arpan | ০৬ নভেম্বর ২০০৮ ১৭:১৮ | 216.70.175.80
সে তো বিপিও। আইটি আউটসোর্সিঙের কাজে সার্ভিস কোয়ালিটি কোন ইস্যুই নয়।
Arijit | ০৬ নভেম্বর ২০০৮ ১৭:১৭ | 61.95.144.123
কোনো একটা ব্যাংক বা ইনস্যুরেন্স কোং ইনফ্যাক্ট বিজ্ঞাপন দিত যে তাদের কাস্টমার সাপোর্ট পুরোটাই ইউকের মধ্যে। কে ভুলে গেছি - ডাইরেক্ট লাইনও হতে পারে।
Arijit | ০৬ নভেম্বর ২০০৮ ১৭:১৪ | 61.95.144.123
তাপ্পর ধরো সার্ভিস নিয়েও লোকে কোশ্চেন করে। ডেল আর অ্যাপল কলসেন্টার বন্ধ করে দিলো কেন? যদিও ডেল স্পষ্ট করে কিছু বলেনি, তবুও কাগজে লিখেছিলো যে সার্ভিস নিয়ে ইস্যু হয়েছে।
r | ০৬ নভেম্বর ২০০৮ ১৭:১৩ | 198.96.180.245
আমাদের দেশে যেহেতু ব্যাঙ্কিং অটোমেশন শুরু হয়েছে দেরীতে, অতএব সব ব্যাঙ্কে কোর ব্যাঙ্কিং ইমপ্লিমেন্ত হয় নি। তবে মোটামুটি সব বড় ব্যাঙ্কে এখন কোর ব্যাঙ্কিং আছে। আস্তে আস্তে সব ব্যাঙ্কই ইমপ্লিমেন্ট করবে।
Arijit | ০৬ নভেম্বর ২০০৮ ১৭:১১ | 61.95.144.123
বিচ্ছিন্ন হোক বা না হোক - এই ঘটনাগুলো লাইমলাইটে আসে, এবং লোকাল চাকরির বাজারের মন্দার সাথে কাপলড হয়ে বিজনেস মডেলের ওপর এফেক্ট ফেলে। আমি লয়েডসকে তাদের কলসেন্টার মডেল থেকে সরে আসতে দেখেছি - এই দুটো কারণে অসন্তোষের ফলে। এনপাওয়ার অনেকদূর এগিয়েও শেষমেষ করেনি। "সাধারণ পাবলিকের' কাছে (হাই স্ট্রীটে দিয়ে জিগ্গেস করে দ্যাখো) কেপিএমজি আর তার অডিটের কোনো দাম নেই - অফশোর সাইটে কি হচ্ছে সেটা তাদের কনসার্ন নয়।
এটাই বলতে চাইছি - যে আউটসোর্সিং নিয়ে সোর্স দেশেও প্রচুর চাপ আছে। বাকিদুটো তো আমার চাপ - মানে আমি কনসেপ্টটার ওপর ভরসা করি না।
r | ০৬ নভেম্বর ২০০৮ ১৭:১০ | 198.96.180.245
এটা কোর ব্যাঙ্কিং সিস্টেমের উপর নির্ভর করে না। এটা নির্ভর করে কোন ব্যাঙ্ক কোন এ টি এম নেটওয়ার্কে আছে, তার উপর।
Arpan | ০৬ নভেম্বর ২০০৮ ১৭:০৯ | 216.70.175.80
আরেকটা জিনিস বুঝতে হবে জব মার্কেট তৈরি হয় অ্যাভালেবল ট্যালেন্ট পুল থেকে। সেই হিসাবে পনেরো বছর আগের মূলত বডিশপিং কাজ থেকে ইন্ডাস্ট্রি অনেক এগিয়েছে। ইনোভেশন ইত্যাদির নিশ মার্কেট আছে তো। পরে সেটা আরো বড় হবে আহাই করা যায়।
r | ০৬ নভেম্বর ২০০৮ ১৭:০৮ | 198.96.180.245
বাই দ্য ওয়ে, সফটওয়ার সার্ভিসে ইনোভেশন করা যায় না এইটা অজ্জিত কোথা থেকে পাইল? ইচ্ছে থাকলে পাতি এম এন্ড এস কাজেও ইনোভেশন হয়, হচ্ছে। অজ্জিত ইনোভেশন বলতে মনে হয় ভালো ভালো টেকনোলজি আবিষ্কার বোঝাচ্ছে। কিন্তু সেটা ইনোভেশনের খুব ইউনি-ডাইমেনশনাল ধারনা। ;-)
Arijit | ০৬ নভেম্বর ২০০৮ ১৭:০৬ | 61.95.144.123
এই কোর ব্যাঙ্কিং প্যাকেজটা নিয়ে একটা কোশ্চেন ছিলো। দেশে এটার মার্কেট কেমন? কেনই বা এখানে ব্যাঙ্কিং সিস্টেম অন্য দেশের মতন নয় - মানে ধরো, অ্যাক্সিস ব্যাঙ্কের এটিএমে এইচডিএফসি-র ডেবিট কার্ডে ব্যালেন্স দেখা যায় না, কোনো কোনো এটিএমে তো চার্জও করে।
r | ০৬ নভেম্বর ২০০৮ ১৭:০৫ | 198.96.180.245
চাকরিবাকরি তৈরি হওয়া নিয়ে কোনো প্রশ্ন নেই? হাইটেক প্রডাক্ট ইন্ডাস্ট্রির এমপ্লয়মেন্ট জেনারেশন কেপেবিলিটি সবথেকে কম।
Arpan | ০৬ নভেম্বর ২০০৮ ১৭:০৪ | 216.70.175.80
সাসটেনেবিলিটি নিয়ে প্রশ্ন তো ছিল/থাকবেই। খোলা বাজারের শর্তই তো সেটা। রিসেশনের জন্য চীনের ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিগুলি ঝাড় খেয়েছে। সেও তো জানাই ছিল।
সিকিউরিটির ব্যপারটা নিয়ে একমত নই। কারণ অফশোর ডিভি সেন্টারগুলিতে রীতিমত কেপিএমজি ইত্যাদিদের দিয়ে অ্যানুয়াল অডিট করানো হয়। একটা দুটো বিচ্ছিন্ন ঘটনা অন্য কথা।
বাকিটা র-বাবু লিখেছেন।
Arijit | ০৬ নভেম্বর ২০০৮ ১৭:০০ | 61.95.144.123
সদ্ব্যবহার করতে তো বাধা নেই, কিন্তু কোশ্চেন বা ইস্যুগুলো আছেঃ এক - এই ইনোভেশন ইত্যাদি নিয়ে, দুই - সাসটেইনেবিলিটি নিয়ে, তিন - সিকিউরিটি নিয়ে। প্রথমদুটো ডেসটিনেশনে, শেষেরটা সোর্সে।
Blank | ০৬ নভেম্বর ২০০৮ ১৬:৫৯ | 203.99.212.224
করবো না, সেটা তো বলিনি। বরং করলে তো ভালই। বরং বেশী ভাল, ডিপেন্ডেসি হয়তো কমবে, জব মার্কেট ও হয়তো স্টেবল হবে তাতে।
r | ০৬ নভেম্বর ২০০৮ ১৬:৫৮ | 198.96.180.245
হবে না কেন? সময় লাগবে। আই বি এম আর জি ই-র ল্যাবগুলো ইন্ডিয়ায় ধাঁই ধাঁই করে চলছে। কোর ব্যাঙ্কিং সলিউশনের গ্লোবালি নাম্বার ওয়ান প্রোডাক্ট ইন্ডিয়াতে তৈরি। এবার বিভিন্ন কোম্পানির বিভিন্ন বিজিনেস মডেল এবং রিস্ক অ্যাপেটাইট। যেহেতু শস্তা শিক্ষিত লোক প্রচুর, অতএব, প্রচুর কোম্পানির ফোকাস হল সফ্টওয়ার সার্ভিসের মডেলে। এই মডেলের সুবিধা হল- প্রচুর চাকরি তৈরি হয়। তবে অন্যান্য মডেলও আছে। সেই সব বিজিনেস মডেলের এমপ্লয়মেন্ট তৈরি করার ক্ষমতাও অপেক্ষাকৃত কম।
Blank | ০৬ নভেম্বর ২০০৮ ১৬:৫৭ | 203.99.212.224
মাইক্রোসফটের কাজ মনে হয় বেশ কিছু ভারতীয় কোম্পানী করতো আগে। তবে কি টাইপ কাজ, সে ব্যপারে আইডিয়া নেই।
Arpan | ০৬ নভেম্বর ২০০৮ ১৬:৫৭ | 216.70.175.80
ভাল কথা। কিন্তু সিরিয়াস কাজ আমাদের দেশে কম আসে। তাই বলে যেগুলোতে আমাদের কম্পিটিটিভ এজ আছে সেগুলোর সদ্ব্যবহার করব না কেন?
চীনের কথা ধরো। ম্যানুফাকচারিং সেক্টরের কোন জিনিসটা এখন সেখান থেকে তৈরি হয়ে ইউকে/আম্রিকার বাজারে ঢোকে না? এখন কেউ যদি বলে ফেরারি গাড়ির ইঞ্জিন বানাই না বলে গাড়ির অ্যালয় হুইল তৈরি করার মানে হয় না সেটা কোন কথা হল?
shrabani | ০৬ নভেম্বর ২০০৮ ১৬:৫৩ | 124.30.233.102
শমীকের সাথে একই রাজ্যের বাসিন্দা হওয়ার অভিজ্ঞতার সুবাদে ভীষণভাবে একমত। ওসব মিডিয়া, বাইরের লোকজন যে যা বলে বলুক, যতই গ্লোরিফাই করুক,রাজ্যের সাধারণ নাগরিক হিসেবে বলতে পারি মায়াবতীর ইউ পির তুলনা বোধহয় শুধু এদেশে বিহারের সঙ্গেই করা যাঅয়! সাধে কি ইউ পি বিহারের নাম একসাথে নেওয়া হয় সবসময়! মায়াবতীর কাছে দুর্নীতি বদমায়েশী তে মুলায়ম, কল্যান সিং টিং সব শিশু, অবশ্য মহিলা হিসেবে বোধহয় তাতে গর্বই হওয়া উচিত!
Arijit | ০৬ নভেম্বর ২০০৮ ১৬:৫২ | 61.95.144.123
সফটওয়্যারে এই কনসেপ্ট নেই কে বল্ল? কিন্তু মাইক্রোসফট বা ওর্যাকল কি আউটসোর্স করে? বড়জোর নিজেদের অন্য ডিভিশনে কাজ দেয় - তাও আমার সন্দেহ আছে খুব ইনোভেটিভ কটা কাজ এখানে পাঠায়, কটা রেডমন্ডে করে। কোনো ডেটা আছে এই নিয়ে?
Blank | ০৬ নভেম্বর ২০০৮ ১৬:৪৯ | 203.99.212.224
না হওয়ার মনে হয় অন্য কারন ও আছে। আমি যদি ফোর্ডের জন্য গাড়ি বানিয়ে দেয়ার ক্ষমতা রাখি, তো আমি নিজেই গাড়ির কোম্পানি খুলে চালাতে পারি, মানে যেখানে গাড়ি একটা প্রোডাক্ট। সফটওয়ারে এই কনসেপ্টটা নেই বলে, দেশী কোম্পানীরা প্রোডাক্ট বানাবার চেয়ে সার্ভিস দিতে বেশী উৎসাহি। কোনো থার্ড পার্টি ভেন্ডর গাড়ির কারখানা বানিয়ে গাড়ি তৈরী করলে ফোর্ড কি তাতে আউট সোর্স করবে না? মনে হয় না।
Arijit | ০৬ নভেম্বর ২০০৮ ১৬:৪৫ | 61.95.144.123
ব্ল্যাংকি - হয় না সেটাই তো মজা। না হওয়ার কারণ নেই - একই শস্তার লেবার, এবং ভালো টেকনিশিয়ান আছে - কিন্তু হয় না তাও। কেন? নো-হাউ/ইনোভেশন ইত্যাদি সিক্রেট কোনো কোম্পানি বাইরে পাঠাবে কি(খরচ কমাতে চাইলেও)?
Arijit | ০৬ নভেম্বর ২০০৮ ১৬:৪১ | 61.95.144.123
আরো বড় উদাহরণ - NPower
d | ০৬ নভেম্বর ২০০৮ ১৬:৪১ | 203.143.184.10
ভাল কথা আউটলুকের কোন একটা সংখ্যায় যেন মায়াবতীকে নিয়ে বড় করে কভার স্টোরি বেরিয়েছিল।
লোকাল ওপিনিয়ান পোলের উপর বিজনেস পলিসি নির্ভর করে নাকি?
Blank | ০৬ নভেম্বর ২০০৮ ১৬:৩৯ | 203.99.212.224
কিন্তুক কোম্পানীর ডিসিসান কি লোকাল ওপিনিয়ান পোল অনুসারে আদৌ হয়? আর অজ্জিত দা যে সব ইন্ড্রাস্টির কথা বলছে সেগুলো কি আউট সোর্সড হয়?
Arijit | ০৬ নভেম্বর ২০০৮ ১৬:৩৭ | 61.95.144.123
দেখতেও হচ্ছে যে - খান কুড়ি ভিডিও ফাইলঃ-(( ডেটার মানে কি শিখতে হবেঃ-((
siki | ০৬ নভেম্বর ২০০৮ ১৬:৩৬ | 203.122.26.2
নিজের নিন্দে আমি অল্প অল্প সহ্য করতে পারি। খুব কম লোকেই পারে। ওক্কুট বেজলাইন নয় বলেই সেখানে কেউ আমার নিন্দে করলে আমি পাত্তা দিতাম না। হাতে অপরিসীম ক্ষমতা থাকলেও। গুরুতেও কেউ আমার নিন্দে করলে আমি কিছু করতে যেতাম না, হাতে মুখ্যমন্ত্রীর ক্ষমতা থাকলেও। কারণ, ওপেন কমিউনিটি ব্যাপারটা সম্বন্ধে আমি ওয়াকিবহাল। হাটে যে কেউ যা খুশি বলতে পারে, ভালো লাগলে তুলে নাও, না লাগলে কাটান দাও। পেছনে পুলিশ লেলিয়ে দেওয়াটা ঠিক সংস্কৃতির নিদর্শন নয়।
বুদ্ধদেবের শিক্ষা সম্বন্ধে সম্যক ধারণা একটা ছিল, মায়াবতীর সম্বন্ধেও ছিল, সেটা যে সম্যক নয়, সেটা আজ জানলাম। ভেরিফাই করার প্রয়োজনীয়তা কখনও মনে হয় নি, তাই করি নি। আজ পাঁচজনে বলল, তার কোয়ালিফিকেশন এই এই, আজ জানলাম। তো কী হয়েছে? অর্কুট শুধু নয়, মায়াবতী বিরুদ্ধাচরণ একেবারে সহ্য করতে পারে না। বেশ কিছু আইএএস অফিসার, পুলিশ ইত্যাদি তার ক্রোধের শিকার হয়েছে অন্যায়ভাবে। তার অ্যাটিটিউড আমার অত্যন্ত অসংস্কৃত লাগে, সেটাই বলেছি। অশিক্ষিতও বলেছি, ভুল জানতাম বলে। সেটা ফিরিয়ে নিচ্ছি। কিন্তু সে অভদ্র।
san | ০৬ নভেম্বর ২০০৮ ১৬:৩৬ | 12.144.134.2
লেকচার শোনা তো ভালো , ঘুমিয়ে নেওয়া যায়। ঘুম থেকে উঠে আলুচ্চপ আর চা খাবে। সমস্যা কি ?
Arijit | ০৬ নভেম্বর ২০০৮ ১৬:৩৪ | 61.95.144.123
স্ট্যাটিসটিক্স নিয়ে মাইকেল স্টারবার্ডের বোরিং লেকচার শুনতে হচ্ছে, কি কষ্ট।
san | ০৬ নভেম্বর ২০০৮ ১৬:৩৩ | 12.144.134.2
কিন্তু এখন আর আমার হরিমটর নেই। টিম মিটিং এ এমন ঝগড়া করে এসেছি কি বলবো । হেবি ফুর্তি হচ্ছে ঃ-)
এবং আমার মোদ্দা কথাটাকে অপ্পন নিজে ঘোরতরভাবে এনডর্সড করেছে বোধিকে লেখা উত্তরে;-)
Arijit | ০৬ নভেম্বর ২০০৮ ১৬:৩০ | 61.95.144.123
অপ্পনের জেটল্যাগ কাটেনি বোঝা যাচ্ছে। পুরোটা পড়েইনি। বল্লুম যে - কোর ব্যাঙ্কিংটা উদাহরণ মাত্র, আসলে অন্য যে কোন কাজ হতে পারে - যেমন ফোর্ডের নতুন টার্বো চার্জড সরষের তেলে চলা ইঞ্জিন। দুই - গবেষণা/সিরিয়াস কাজ - এটা আমি বলিইনি। আমি সিরিয়াস বলতে কি বলেছি সেটা পরে কিলিয়ার করা আছে। তিন - সিকিউরিটির ব্যবস্থা থাকলেও লোকজনের মধ্যে ভয়টা আছেই - লোকাল ওপিনিয়ন পোল দ্যাখো।
sinfaut | ০৬ নভেম্বর ২০০৮ ১৬:৩০ | 165.170.128.65
এই অর্পণের কতবার জেটল্যাদ হয়? জেট লি হয়ে গেলে নাকি?
Blank | ০৬ নভেম্বর ২০০৮ ১৬:২৯ | 203.99.212.224
অপ্পন দাকে সাপোর্টালুম, পুরো সাপোর্টালুম। কি সিকিওরিটি রে বাবা। আর প্রচুর সেনসিটিভ জিনিস পত্তর দেখেচি জেবনে ঃ)
san | ০৬ নভেম্বর ২০০৮ ১৬:২৮ | 12.144.134.2
নিজের নিন্দে আমিও সহ্য করতে পারিনা। সিকি তাইবলে আমায় অশিক্ষিত বলবে ? ছি ছি ছি।
অবশ্য না জেনেশুনে দুমদাম কমেন্ট করা কোথাকার সংস্কৃতি আমি জানিনা। অসংস্কৃত থাকাই আমার ভালো ঃ-)
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন