এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • r | ০৬ নভেম্বর ২০০৮ ১৪:০৭ | 125.18.104.1
  • এইটা আবার বে থের হায়ারার্কি। তাহলে সবার পি এইচ ডি কমপ্লিট করে তবে রাজনীতি করা উচিত, পারলে পোস্ট-ডকটাও করে নেওয়া ভালো। ;-)
  • Arijit | ০৬ নভেম্বর ২০০৮ ১৪:০৬ | 61.95.144.123
  • না মানে সিরিয়াসের দুটো মানে হয় কিনাঃ-)
  • Arijit | ০৬ নভেম্বর ২০০৮ ১৪:০৫ | 61.95.144.123
  • এন্ড অব স্টোরি?

    (বেথেও অল্প গুলাইসে)
  • siki | ০৬ নভেম্বর ২০০৮ ১৪:০৪ | 203.122.26.2
  • জানি না লোকে মায়াবতীর সঙ্গে কেন ওবামার তুলনা করছে। দুজনেই গায়ের রং বা দলিত জাত হিসেবে একটা পিছিয়ে পড়া জনসমষ্টিকে রিপ্রেজেন্ট করছে, এটা ঠিক। কিন্তু মায়াবতী তো অশিক্ষিত! হাজার প্রতিকূলতা সত্বেও ওবামা কিন্তু উচ্চশিক্ষিত হয়ে তবে মাঠে নেমেছে।
  • r | ০৬ নভেম্বর ২০০৮ ১৪:০৪ | 125.18.104.1
  • তাহলে অজ্জিত চাপে পড়ে "সিরিয়াস" বিশেষণটি উইথড্র করল। ;-)
  • Arijit | ০৬ নভেম্বর ২০০৮ ১৪:০৩ | 61.95.144.123
  • কাজের হায়ারার্কির গল্পই নেই।

    তবে ফোর্ড একটা নতুন টার্বো চার্জড সরষের তেলে চলা ইঞ্জিন বানালে সেটা মাস স্কেলে বানাবে আম্রিকায়, বড়জোর সরষের তেল বানানোর কাজটা আউটসোর্স করবে। এখানে ইঞ্জিন তৈরী আর তেল বানানো দুটোই ইক্যুয়ালি সিরিয়াস (এবং ঘাম ঝড়ানো এবং সম্মানীয় ইত্যাদি), কিন্তু ইঞ্জিন বানানোটা বেশি গোপনীয় - সুতরাং আউটসোর্স হবার নয়।
  • siki | ০৬ নভেম্বর ২০০৮ ১৪:০২ | 203.122.26.2
  • স্যান বালিকা নয়। স্যান শাড়ি পরে। ঃ-)
  • r | ০৬ নভেম্বর ২০০৮ ১৪:০২ | 125.18.104.1
  • আমি প্রেডিকশনের মধ্যে নাই। ;-)

    এইক্ষেত্রে মায়াবতী আর ওবামা অনেকটা সিমিলার ফেনোমেনন। মায়াবতীকে নিয়ে আমরা যতই খিস্তিখাস্তা করি, দলিতদের কাছে এটা একটা যুগান্তকারী ঘটনা। আফ্রিকান আমেরিকানদের কাছেও তাই। কাজেই ট্রাইং টু এম্প্যাথাইজ। নইলে আফ্রিকান-আমেরিকানদের ৯৫% ভোট পাওয়ার ফেনোমেননটা বোঝা যাবে না।
  • siki | ০৬ নভেম্বর ২০০৮ ১৪:০১ | 203.122.26.2
  • সোজা কথা। চাষী চাষ করে ক্ষেত জুড়ে ধান ফলায়। সেটা অবশ্যই সিরিয়াস, স্কিল্‌ড, সম্মানের কাজ। কিন্তু যে গবেষক চুঁচড়োর ধান্য গবেষণাকেন্দ্রে বসে উচ্চফলনশীল ধানের বীজ বানিয়ে দিচ্ছে, কিন্তু সেই গবেষণাসংক্রান্ত ডেটা চাষীর সঙ্গে শেয়ার করছে না (সেটা দুজনের শিক্ষাগত তফারেন্সের কারণেই হোক বা সেন্সিটিভ ডেটা হবার কারণেই হোক), সেইটা কিন্তু আরও বেশি সিরিয়াস কাজ।

    অরিজিৎ মোটামুটি এই রকমই বলতে চেয়েছে।
  • h | ০৬ নভেম্বর ২০০৮ ১৪:০০ | 203.99.212.224
  • দ্রি রাশিয়া (আর ইটালির) মধ্যেকার অ্যাটাকের আর রাশিয়ান এথনিক রোয়াব্বাজির খবর গুলা পড়েন না? সরকার অলিগার্ক আর ক্রাইমের লিংকের কথাটা তো না হয় ইম্পেরিয়ালিস্ট প্রচার বলে উড়োলেন।
  • san | ০৬ নভেম্বর ২০০৮ ১৪:০০ | 12.144.134.2
  • আর গুলোনো। অফিসে আমাদের পে স্কেল রিস্ট্রাকচার করে যা নয় তাই বানিয়েছে। সক্কলের মেজাজ গরম।কিন্তু এত 'সিরিয়াস' ভাটের মধ্যে সে দুঃখের কথা বলা যাচ্ছেওনা।

    আর আমি বালিকা নই।
  • dri | ০৬ নভেম্বর ২০০৮ ১৩:৫৯ | 75.11.190.168
  • র, ওবামা বুদ্ধিমান ছেলে। যাকে বলে স্মার্ট গাই। কোথায় কি বললে কটা লোককে সাথে রাখা যাবে বোঝে। ওর পেছনে খুব ধুরন্ধর, ঘুঘু লোক রয়েছে যারর ওকে শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছে। খুব ভালো বক্তা, নো ডাউট। অসাধারণ স্পীচ ডেলিভারি। যীশু খৃষ্টের পর এই প্রথম।

    পারফেক্ট ক্যান্ডিডেট ফর আ মেসায়া।
  • Arijit | ০৬ নভেম্বর ২০০৮ ১৩:৫৭ | 61.95.144.123
  • আমি "সিরিয়াস' বলিতে এই জাতীয় গোপনীয় বা সেনজিটিভ কাজের কথা বলিতেছি - যে টেকনোলজি বা কনসেপ্ট হাতের মুঠোয় ভরে রাখা হয়। প্লিজ ইহাকে অন্য কিছুর সাথে গুলাইবেন না।

    রাশার মধ্যে ইম্পিরিয়ালিজমের চিহ্ন তো পুরনো।
  • h | ০৬ নভেম্বর ২০০৮ ১৩:৫৭ | 203.99.212.224
  • টানেল ভিশন তো কেউ ই পছন্দ করে না। কিন্তু মেজরিটারিয়ান ভিশন যেটা চলে সেটা তো টানেলের বাইরে কিসু নয়। এখন কেসটা এমন চাপ হল, পজিটিভ ডিসক্রিমিনেশন তো ছাড়ো, ওটা বন্ধ হল বলে, ওবামা কালোদের জেনেরালাইজ করে গাল দেবে। কিন্তু সাদাদের দেবে না। তখন ঐ সব হোপ আর রিকন্সিলিয়েশন ইত্যাদি গ্যাস দেবে।
  • san | ০৬ নভেম্বর ২০০৮ ১৩:৫৪ | 12.144.134.2
  • না না হাই-এন্ড স্কিল যাতে বেশি লাগে সেটাকে বেশি 'সিরিয়াস' বলে লেবেলিং করাটা আমার পছন্দ হচ্ছেনা। বাস চালানো আর পিএইচডি করাকে ইকুয়ালি 'সিরিয়াস' কাজ না বলার কোনো কারণই দেখছিনা। তবে হরিমটরের কথাটা ঠিক ঃ-)
  • dri | ০৬ নভেম্বর ২০০৮ ১৩:৫৪ | 75.11.190.168
  • সরকারিভাবে ফ্যসিজ্‌ম রাশিয়াতে এক্ষুনি আসবে না। আর বেসরকারি ফ্যাসিজ্‌ম রাশিয়া, আম্রিকা, ভারত সবখানেই আছে।

    কিন্তু রাশিয়ার মধ্যে ইদানিং যেটা লক্ষ্য করছি, এক ধরনের কাউন্টার-ইম্পিরিয়ালিজ্‌ম। আম্রিকান ইম্পিরিয়ালিজ্‌মের উত্তরে।
  • kolki | ০৬ নভেম্বর ২০০৮ ১৩:৫৪ | 203.122.26.2
  • নারদ, নারদ
  • Arijit | ০৬ নভেম্বর ২০০৮ ১৩:৫৪ | 61.95.144.123
  • বালিকা বুঝিল কিনা জানা দরকার। নইলে আরো এক প্যারা লিখবো। এই গরমে...আঃকঃবাঃ
  • Arijit | ০৬ নভেম্বর ২০০৮ ১৩:৫২ | 61.95.144.123
  • স্যানের নিগ্‌ঘাত হরিমটর চলছে। ঝগড়ার হরিমটর। নইলে কোত্থেকে কি আমদানী করে?
  • r | ০৬ নভেম্বর ২০০৮ ১৩:৫১ | 125.18.104.1
  • আমি তো আইডেন্টিটি পলিটিক্সের টানেল ভিশনের প্রবল বিরোধী। ওবামার কথাবার্তা শুনে মনে হয়েছে- হি ক্যান থিঙ্ক বেয়ন্ড আ সিঙ্গুলার আইডেন্টিটি, উইদাউট লুজিং অর ডিনাইং ইট।
  • dri | ০৬ নভেম্বর ২০০৮ ১৩:৫০ | 75.11.190.168
  • আহা, অজ্জিত কমুনিস্ট হলে কি হবে হাইরার্কিতে বিশ্বাস করে। এতে এত উত্তেজিত হওয়ার কি আছে?
  • Arijit | ০৬ নভেম্বর ২০০৮ ১৩:৫০ | 61.95.144.123
  • উফ্‌ফ্‌ফ্‌ফ আমি পাগল হয়ে যাবো। একবারও ইজ্জতের প্রশ্ন তুলেছি? আমার বক্তব্য হল বেশি গোপনীয় কাজগুলো চট করে আউটসোর্সিং হয় না। কারণ টেকনোলজিটা বা কনসেপ্টটা নিজের কাছে রাখা হয়।

    এর মধ্যে কোথায় সম্মান, কোথায় ইজ্জত? হা ভগবান!!!
  • h | ০৬ নভেম্বর ২০০৮ ১৩:৫০ | 203.99.212.224
  • রাশিয়ায় কদিনের মধ্যে সরকারি ভাবে কড়া গোছের ফ্যাসিজম চলে এলে বিভিন্ন ভাবে অন্য চাপ হবে।
  • dri | ০৬ নভেম্বর ২০০৮ ১৩:৪৮ | 75.11.190.168
  • রিসেশান কতটা জোরদার হয় সেইটা দেখার। জোর রিসেশান হলে ওভারঅল ইকনমিক অ্যাক্টিভিটি কমবে। সোর্সিং হলে, তবে না আউটসোর্সিং।
  • san | ০৬ নভেম্বর ২০০৮ ১৩:৪৮ | 12.144.134.2
  • বেশি গোপনীয় মানেই বেশি সিরিয়াস? বেশি সম্মানের আশা করে? বেশি ইজ্জত ?
  • Arijit | ০৬ নভেম্বর ২০০৮ ১৩:৪৭ | 61.95.144.123
  • স্যান ভুল বুঝিয়াছে। আগের পোস্টের শেষ থেকে দুই নং বাক্যে আশা করি পরিস্কার হইবে।
  • Arijit | ০৬ নভেম্বর ২০০৮ ১৩:৪৬ | 61.95.144.123
  • ধুর মাইরি।

    ব্যাঙ্ক অব আম্রিকার কোর সিস্টেমের ডেভেলপমেন্ট আর তার একটা ইউআই - এই দুয়ের মধ্যে তুলনা করো। আমি এই জাতীয় কাজের কথা বলছি। দুটোই কাজ, এবং যারা করবে তারা দুটোই সিরিয়াসলি করবে, কিন্তু একটা খুব ভিতরের ব্যাপার - কেউ যাতে বেশি না জানে, দ্বিতীয়টা বাইরের কেউ জেনে ফেললে কিছু এসে যায় না।

    BTW - এটা উদাহরণ, আসলে কাজটা অন্য কিছুও হতে পারে - তবে কনসেপ্টটা এই।
  • r | ০৬ নভেম্বর ২০০৮ ১৩:৪৫ | 125.18.104.1
  • আউটসোর্সিঙের আরও একটা মজা আছে। প্রচুর ভারতীয় কোম্পানি আমেরিকান কোম্পানিকে আউটসোর্স করে, ভারতীয় কোম্পানিরা নিজেদের মধ্যে আউটসোর্স করে, আমেরিকান কোম্পানিরা একে অন্যকে আউটসোর্স করে। পুরোটাই কম্প্যারেটিভ অ্যাডভান্টেজের গল্প, কিন্তু সেটা শুধু কস্টের টার্ম্‌সে ঠিক হয় না, স্কিল ও প্রোডাক্টিভিটির টার্ম্‌সেও ঠিক হয়।
  • san | ০৬ নভেম্বর ২০০৮ ১৩:৪৪ | 12.144.134.2
  • আভ্যন্তরীণ হায়ারার্কির কথা ভেবেই আপত্তিটা তোলা অরিজিত। কথার কথা নিয়ে নয়। তোমার এই যে বেসিক ধারণা - রিসার্চ অ্যান্ড ইনোভেশন পৃথিবীর সবচেয়ে মহৎ কাজ - এর এগেইনস্টে বলা।
  • san | ০৬ নভেম্বর ২০০৮ ১৩:৪৩ | 12.144.134.2
  • চাষবাস কি সিরিয়াস কাজ ? কাপড় বোনা ? ঘর ঝাড়ামোছা ?
  • h | ০৬ নভেম্বর ২০০৮ ১৩:৪২ | 203.99.212.224
  • আমেরিকার প্রেসিডেন্ট জেব কোনো রাষ্ট্রপ্রধানের কাছে আমি কিছু অ্যান্টিসিপেট করতে রাজি নই। বয়স হয়েছে।

    যে ওয়ারকার আর মিডলক্লাস লোকজন একে জেতালো, তারা দুদিন বাদে কি মনে করবেন সেটাই আসল, আপনার আমার কথা নয়।

    র, একটা কালো লোক এই পজিশনে উঠেছে এটা যেরকম বিরাট ব্যাপার, তেমনি ব্ল্যাক আইডেন্টিটি গ্রুপের অনেকেই তেড়ে প্যাঁক দিছে। আমি ব্ল্যাক জেন্ডার রিপোর্ট আর দ্য রুট পড়লাম। এরা তো সিজনড ক্যাম্পেনার। তবে কোন কথা হবে না, বক্তৃতা টা ব্যাপক।
  • Arijit | ০৬ নভেম্বর ২০০৮ ১৩:৪১ | 61.95.144.123
  • শব্দচয়নে কনফিউজড হইবেন না, আভ্যন্তরীন মানেটা বের করেন;-)
  • Arijit | ০৬ নভেম্বর ২০০৮ ১৩:৪১ | 61.95.144.123
  • সিরিয়াস কাজ বলতে এই ধরেন ব্যাঙ্ক অব আম্রিকার কোর ব্যাঙ্কিং সিস্টেমের ডেভেলপমেন্ট, বা লকহীডের কোন সিস্টেমের কাজ...ইত্যাদি - মানে যেগুলো সেনজিটিভ, বা টেকনিক্যালি খুব ভেতরের কাজ...

    কিছু কোম্পানি তাদের রিসার্চ ডিভিশনে তাও হয়তো কিছুটা করে। আউটসোর্সিং-এ? কখনো শুনি নাই।
  • san | ০৬ নভেম্বর ২০০৮ ১৩:৪০ | 12.144.134.2
  • প্রোডাক্টিভ কাজ মাত্রেই তো সিরিয়াজ কাজ !!!!
  • dri | ০৬ নভেম্বর ২০০৮ ১৩:৩৯ | 75.11.190.168
  • ইয়েস। পল ভোলকারও রয়েছেন। উনিও নাটের গুরু। মানে, ওয়ান অব দা নাটের গুরুজ।
  • lcm | ০৬ নভেম্বর ২০০৮ ১৩:৩৭ | 71.132.140.146
  • অরিজিৎ, সিরিয়াস কাজ ব্যাপারটা কি? কাকে বলে? যে কোনো কাজ সিরিয়াসলি (/প্রফেশন্যালি) করাটাও তো সিরিয়াস কাজ।
  • dri | ০৬ নভেম্বর ২০০৮ ১৩:৩৬ | 75.11.190.168
  • ঠিকই। তবু লেখাটার মধ্যে কোথাও যেন একটু ধন্য আশা কুহকিনী ভাব ছিল। লেখক যেন রেডি হয়ে বসে আছেন। যেই ওবামা হেল্‌থ কেয়ার ভালো করবেন, ওমনি তিনি ওবামার গালে চুমু খাবেন।

    সেই অ্যান্টিসিপেশানে আমি স্লাইট জল ঢেলে দিলাম আরকি।
  • r | ০৬ নভেম্বর ২০০৮ ১৩:৩৫ | 125.18.104.1
  • ছেলেটা তো এই কাল জিতল, এখনও প্রেসিডেন্টও হয় নাই। একটু জিরোতে দেন মহায়রা! ;-)

    আমার কাছে ওবামার জেতা ইটসেফ অ কজ ফর সেলিব্রেশন, তারপরে যাই হোক না কেন।
  • h | ০৬ নভেম্বর ২০০৮ ১৩:৩৪ | 203.99.212.224
  • শুনলাম পল ভোলকার ওবামার টিমে আছে।
  • Arijit | ০৬ নভেম্বর ২০০৮ ১৩:৩৪ | 61.95.144.123
  • আমি সে অর্থে বলি নাই। আমার কথাটা চিপ-লেবার নিয়ে। ভারতে এর যোগান প্রচুর, কাজেই সিরিয়াস কাজ ছাড়া বাকি সব এদিকে পাঠানো হয়। আর দুই নম্বর হল যাতে কাজ কখনো থেমে না থাকে - 24x7 কাজ চলবে।
  • h | ০৬ নভেম্বর ২০০৮ ১৩:৩১ | 203.99.212.224
  • গরীবের লেখাটা একবার ভাল করে পড়ে দেখলেন না। আমি লিখেছি যদি হেলথে্‌কয়ার 'ভালো' হয় তবেই সেলিব্রেট করবো। নতুবা নয়।
  • san | ০৬ নভেম্বর ২০০৮ ১৩:৩১ | 12.144.134.2
  • গবেষক হবার থেকে মজুর হওয়া খারাপ কেন? মানে আর্থিক অসুবিধে টা উঠে গেলে ? মজুরি করা তো ভিক্ষে করা নয় , কাজ করাই - নয় কি?
  • dri | ০৬ নভেম্বর ২০০৮ ১৩:২৮ | 75.11.190.168
  • হানুদার লেখায় পড়লাম উনি আশা করছেন ওবামা এসে যদি হেল্‌থ কেয়ার ভালো হয়। কিন্তু মনে হচ্ছে সে গুড়ে বালি। আমাদের অফিসে মেল করে বলেছে পরের বছর থেকে হেল্‌থ ইন্সুরেন্স রিভাইজ্‌ড হবে। অর্থাৎ বেনিফিট্‌স কমবে।
  • r | ০৬ নভেম্বর ২০০৮ ১৩:২৮ | 125.18.104.1
  • অরিজিতের এই "মজুর" কথাটা শুনে আর একটা জিনিষ মনে পড়ল- আমাদের দেশে এই জব হায়ারার্কির সেন্সটা প্রবল, এবং ডিগনিটি অফ লেবার ব্যাপারটা এক্‌জিস্ট করে না। এটা সিঙ্গুর-নন্দীগ্রামের সময় ডিবেটে অতিবিপ্লবী নেতাদের মুখেও বারবার শুনেছি- ইজ্জত। এই এই কাজে "ইজ্জত" নেই, আর এই এই কাজে "ইজ্জত" আছে। এটা আমাদের দেশের প্রাচীন সামন্ততান্ত্রিক ট্র্যাডিশন- অনেক বড় লেখা যায়। মুটে-মজুর থেকে হাই-টেক সেক্টর- সর্বত্র একই "ইজ্জতের" গল্প। যে কারণে জব মোবিলিটি ব্যাপারটাও আমাদের দেশে নেই।
  • dri | ০৬ নভেম্বর ২০০৮ ১৩:২৪ | 75.11.190.168
  • শর্ট টার্মে স্মল টাইম রিসেশান হলে আউটসোর্সিং বাড়তেই পারে। কিন্তু বিগ টাইম রিসেশান হলে, কোম্পানী উঠে গেলে, ডলার ডিভ্যালুয়েশান হলে খেলা ঘুরে যাবে।

    আগে আগে দেখো, হোতা হ্যায় কেয়া।
  • Arijit | ০৬ নভেম্বর ২০০৮ ১৩:২২ | 61.95.144.123
  • তবে লোকাল চাকরিতে টান পড়লে আউটসোর্সিং নিয়ে সবাই চেঁচাবে - তখন হয়তো কিছু স্টেপ নেবে। ইংল্যাণ্ডে হয়েছে - লয়েডস টিএসবি, ন্যাটওয়েস্ট যখন আউটসোর্স করেছিলো, বিভিন্ন শহরে বেশ কিছু চাকরি গেছিলো। অনেক চেঁচামেচির পর লয়েডস কিছু কলসেন্টার বন্ধ করে দেয়। ন্যাটওয়েস্ট কি করেছিলো জানি না।

    বেসিক্যালি কোন মানেও হয় না - নেক্সাসে ফোন করে বাসরুট জানবো - সেও যদি ব্যাঙ্গালোর থেকে আসে...

    আসল কথাটা ওইটে - অল্প পয়সায় ইংরিজী-বলিয়ে মজুরের যোগান প্রচুর।
  • r | ০৬ নভেম্বর ২০০৮ ১৩:২২ | 125.18.104.1
  • এটা অ্যাকচুয়ালি খুব একটা নতুন ব্যাপার নয়। ভারত আমেরিকাকে কৃষিদ্রব্য বেচছে আর আমেরিকা ভারতকে মিলিটারি সরঞ্জাম বেচছে- এক্‌জ্যাক্টলি একই মডেল। নতুন জিনিষ হল এখন প্রযুক্তিগত উদ্ভাবনের জন্য আমদানি-রফতানির ট্র্যাডিশনাল কম্প্যারেটিভ অ্যাডভান্টেজ মডেল সার্ভিস সেক্টরেও এক্সটেন্ডেড হয়েছে।
  • lcm | ০৬ নভেম্বর ২০০৮ ১৩:১৭ | 71.132.140.146
  • অ্যাস্‌ সাচ্‌, আউটসোর্সিং-এর সাথে এডুকেশনের ডাইরেক্ট লিংক করা মুশকিল। আসলে, ঘন্টায় আট-দশ ডলারে আমেরিকা-য় আর আজকাল চলে না। টাফ্‌। আরবান এলাকায়, বাড়ির কাজের লোকেরা (হাউস কিপিং) চায় ঘন্টায় ২০-৪০।
    আউটসোর্সিং বেড়েছে, যা যা আউটসোর্স করা যায় সবই আস্তে আস্তে করা হচ্ছে। রিসেশনে আরো বাড়তে পারে। ডাক্তার রুগী দেখার পরে, ডিটেইল মেডিক্যাল রিপোর্ট তৈরীর কাজও আউটসোর্স হচ্ছে। ঘন্টায় ৪-১০ ডলারে হলে হবে নাই বা কেন। আই টি-তে ডিফারেন্স আরো বেশী। ঘন্টায় ৫০-৮০র জায়গায় , ১০-২০তে হয়ে যাচ্ছে।

    আর, আমেরিকা-র বেসিক স্কুল এডুকেশন তত খারাপ নয়। আসলে, সবাই তুলনা করে আমেরিকার ফ্রি পাবলিক স্কুলের সঙ্গে ভারতের দামী স্কুলের।
  • dri | ০৬ নভেম্বর ২০০৮ ১৩:১৭ | 75.11.190.168
  • লকহীড মার্টিন, কার্লাইল গ্রুপ এরা খুল্লামখুল্লা ডিক্লেয়ার করে পয়সা দেয় না। দিলে খুবই খারাপ দেখায়। আন্ডারহ্যান্ড ডিলিং চলে বেশী।

    তবে এই দুটি কোম্পানীর আর এবার কাউকে ফাইনান্স না করলেও চলবে। গত আট বছরে যা লুটে নিয়েছে তাতে কোম্পানীর প্রত্যেকের তিন জেনারেশানের জন্য আর কোন চিন্তা নেই।
  • r | ০৬ নভেম্বর ২০০৮ ১৩:১৬ | 125.18.104.1
  • আউটসোর্সিং উঠে যাওয়া মুশকিল। এটা প্রত্যেক দেশের কম্প্যারেটিভ অ্যাডভান্টেজের উপর নির্ভর করে। এক অর্থে সার্ভিস ইনডাস্ট্রিতে মুক্ত বাণিজ্য। অর্থাৎ, ভারতের যদি লেবার ইন্টেনসিভ মাস স্কেল টেকনোলজি সার্ভিসে কম্প্যারেটিভ অ্যাডভান্টেজ থাকে, তাহলে ভারতে সেই সার্ভিস এক্সপোর্ট করবে। অন্যদিকে আমেরিকার যদি অন্য হাই-টেক সার্ভিসে কম্প্যারেটিভ অ্যাডভান্টেজ থাকে, তাহলে আমেরিকা সেই সার্ভিস এক্সপোর্ট করবে। রিসেশনের বাজারে ভারতের এই অ্যাডভান্টেজ বরং বাড়বে। কারণ ভারত সফটওয়ার সার্ভিস এক্সপোর্টের বাজারে ফার্স্ট মুভার। কাজেই অন্য দেশে মার্জিনাল কস্ট অ্যাডভান্টেজের জন্য কেউ ঝুঁকি নিয়ে নতুন দেশে আউটসোর্স করবে না। আর একটা ব্যাপার চোখের সামনে দেখতে পাচ্ছি। এতদিন যারা আউটসোর্স করে নি, এই মন্দার বাজারে তারা প্রথম আউটসোর্সিং শুরু করল খরচ কমাবার জন্য। ওবামা যদি এই ট্রেন্ড বন্ধ করতে চায়, তাহলে যা কাঠখড় পোড়াতে হবে, তার থেকে অন্যান্য অর্থনৈতিক ইস্যুতে সেই একই সময় দিলে অনেক কাজের কাজ হবে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত