খুব মজার। এই আইডাহো, টেক্সাস, জর্জিয়া, অ্যালাবামা, ওকলাহোমা এইসব জায়গায় কমন ল' ম্যারেজ বেশ লিগ্যালি অ্যাক্সেপ্টেবল। মানে অনুষ্ঠান করে বা আইন মাফিক বিয়ে না করেও আমরা বিবাহিত বললে হেটেরোসেক্সুয়াল কাপলদের ক্ষেত্রে গৃহীত হবে। আবার ঠিক এই জায়গাগুলোতেই হোমোসেক্সুয়াল কাপলরা আইন টাইন মেনে বিয়ে করতে চাইলে এরা ঝাঁপিয়ে পড়বে!
nyara | ০৬ নভেম্বর ২০০৮ ০১:৪০ | 67.88.241.3
ক্যালিফোর্নিয়ায় ডোমেস্টিক পার্টনারদের অনেক রাইটস এমনিই আছে। যেমন ডিপেন্ডেন্ট হেলথ ইন্সিওরেন্স। বাকিগুলো ঠিক জানিনা। কাজেই প্রপ এইট পাস করেছে বলে সেগুলো লোপাট হয়ে যাবে এমন ভাবার কারণ নেই।
আর যাদের অলরেডি সেম-সেক্স ম্যারেজ হয়েছে তারা নাকি লিগ্যাল লিম্বোতে চলে গেল। প্রপ এইট সাপোর্টাররা সেই বিয়ে অ্যানালড ঘোষণা করা হোক এই মর্মে ল-সুট আনবে শোনা যাচ্ছে।
a x | ০৬ নভেম্বর ২০০৮ ০১:২৮ | 143.111.22.23
যাদের সেম সেক্স ম্যারেজ হয়েছে অলরেডি, তাদের জন্য অ্যাডপশন বা জয়েন্ট ট্যাক্স বেনিফিট, ডিপেন্ডেন্ট ইন্স্যুরেন্স এসব বন্ধ হয়ে যাবে? মানে এই প্রপ এইটের আগে যারা বিয়ে করেছে, তাদেরটাও আইনের স্বীকৃতি পাবেনা?
ওবামা জিতেছে বলে ইক্যুআল অপর্চুনিটির স্বর্গরাজ্যে পৌঁছে যাওয়াটা পৃথিবী থেকে চাঁদ ঝাঁপ দেওয়ার মত হল, মিতাদি।
ইন্দো, কিন্তু দিনক্ষণ দিয়ে কি অসুখ, কি প্রসিডিউর করতে ডেসক্রিপ্শন সহ একজনের কথা বলেছ। সেটা এইদেশে একেবারে "নো নো"। এমনকি আমরা যারা ক্লিনিকেও যাইনা, শুধুমাত্র হাসপাতালের সাথে অ্যাফিলিয়েটেড রিসার্চ বলেও আমাদের পই পই করে বলা হয়, কোনো পাব্লিক প্লেসে কোনো রকম ভাবে পেশেন্ট ইনফর্মেশন যেন আলোচনা না করা হয়। উইথ অর উইদাউট নাম। পেশেন্টের টিউমার নিয়ে কাজ হয় যখন, তার একটা নম্বর থাকে। তার ডেমোগ্রাফিক্স বা পেশেন্টের ওজন, ইত্যাদি জানতে হলে কেন জানতে চাও তার ব্যাখা দিয়ে তবে পাওয়া যায়।
আর ইন্দো, মনে পরে নিশ্চয়ই, নাম ধাম না নিয়েও এখানে আলোচনা হয়েছিল একবার, যাতে তুমি খুব সঠিক কারণেই প্রতিবাদ করেছিলে?
sayan | ০৬ নভেম্বর ২০০৮ ০১:২৭ | 160.83.72.211
"টাটা' কাপ একটু বদলেছি।
sayan | ০৬ নভেম্বর ২০০৮ ০১:২৫ | 160.83.72.211
এটা একজায়গায় পড়লাম -
""সচিন তেন্ডুলকর ইংল্যান্ড ওডিআই সিরিজ থেকে বাদ পড়া, সিনিয়র প্লেয়ারদের পটাপট রিটায়ার, দেশময় অর্থনৈতিক টালমাটাল, নর্থ-সাউথ বিরোধ ও সন্ত্রাসবাদী কাজকর্মের কারণে "এনলাইটেনড' কাপের জন্য বিসিসিআই'এর পনেরো জনের নতুন দল ঘোষণা -
ম্যান অফ দি সিরিজ পুরস্কারঃ ন্যানো [ (৫১ টি) ম্যান অফ দি ম্যাচঃ ন্যানো* (-ঐঃ-)
টার্মস অ্যান্ড কন্ডিশানসঃ [ বিজয়ীর রাজ্যে ন্যানোর জন্য ফ্রী জমি * চ্যাসি অনলি''
Du | ০৬ নভেম্বর ২০০৮ ০১:১২ | 67.111.229.98
আমারও খুব ভাল লেগেছে কনসেশন স্পীচে ভদ্রলোককে। হারাতে যাওয়া গ্রেস ফিরে পেলেন অবশ্যই। হ্যা হালুম, সব ছোটরা স্কুলে ওবামাকেই জিতিয়েছে মনে হয় কাল ঃ)।
ডাক্তারের জন্য এটা। আমার ছেলে কাল শুতে গিয়ে বলেছে, মাম্মা , আমাকে লুনেস্টা দাও না। অবাক হয়ে বলি কেন? তাতে তার উত্তর - অ্যাডে দেখিয়েছে when you toss and you turn and cannot fall asleep talk to your Doctor about Lunestaa। ' ভাবো !!!!
nyara | ০৫ নভেম্বর ২০০৮ ২৩:১৭ | 67.88.241.3
মিতাদির সঙ্গে একমত। ম্যাকেইনের কনসেশন স্পিচে পুরোন ম্যাকেইনকে দেখতে পেলাম।
Arpan | ০৫ নভেম্বর ২০০৮ ২২:৫৯ | 65.194.243.232
আছি, আছি।
san | ০৫ নভেম্বর ২০০৮ ২২:৫৮ | 123.201.53.144
কেউ নাই ?
Arpan | ০৫ নভেম্বর ২০০৮ ২২:৪০ | 216.52.215.232
পামিদি, স্ক্র্যাপিয়েছি। মেল করতে পারো। অফিস থেকে ওর্কুটানো যায় না।
I | ০৫ নভেম্বর ২০০৮ ২২:০৬ | 59.93.244.115
হ্যা, কিন্তু জন্মদাগের কি হবে?
Du | ০৫ নভেম্বর ২০০৮ ২২:০০ | 67.111.229.98
সে তো ঠিকই হনু। আমিই তো সাতাত্তরে প্যারডিতে 'ভাগো তুমি ভাগো' মহালয়া রেকর্ড শুনেছি। কিন্তু কথাটা চারপাশের বেশিরভাগ লোককে নিয়ে বলা। ওবামা ঐরকম কাজকর্ম করলে ওরও ঐ দশাই হবে , কিন্তু এখন তো জন্ম মাত্র ।
অক্ষদা আর পাল্লিনকে, কিন্তু আমি তো রোগীর আইডেন্টিটি ডাইভাল্জ করি নাই ! তব্যে? শুধুমুদু গালাগাল দিলেই হবে?
I | ০৫ নভেম্বর ২০০৮ ২১:৪৫ | 59.93.244.115
মিতাদি কি এখন ন' নম্বর মেঘে ? N Cর খবর কি, হ্যা? লাল না নীল?
mita | ০৫ নভেম্বর ২০০৮ ২১:২৬ | 71.77.45.124
কিছু গুজরাতি Indian-American registered democrats দের জানি যাঁরা ওপেনলি বলেছেন হুসেন নামের কাউকে ভোট দেবার কথা ভাবতেও পারেন না!
mita | ০৫ নভেম্বর ২০০৮ ২১:১২ | 71.77.45.124
বোধি, One step at a time. The important thing is this is a step in the right direction. আপাতত বারাক হুসেন ওবামা নামে একজন ইলেক্টেড হয়েছেন। এটা যে কত বড় স্টেপ, বোঝানো মুস্কিল। এই ইলেক্শনে যাঁরা ভোট ব্যাংকের হয়ে কাজ করেছেন, তাঁরা জানেন জাস্ট এই অব্দি আসতে গিয়ে কত রকমের prejudicial questions face করতে হয়েছে ভলেন্টিআর দের। আর এটা শুধু সাদা রিপাবলিকানদের থেকে নয়। এশিয়ান, মাইনোরিটি, রেজিস্টের্ড ডেমোক্রাটদের থেকেও।
Of course the fun has just began. He is coming in as the Miracle Worker, the Chosen One......with huge expecation and anticipation, which is not a good position to be in, specially given the current condition. The euphoria will dissappear real fast and I am sure he knows that more than anyone else. But today, I think we still need to recognise and salute this historic day for what it's worth.
arjo | ০৫ নভেম্বর ২০০৮ ২০:১৪ | 168.26.215.13
দুদ্দুর জ্যাডা ভালো না। সুযোগ পেলে (বউয়ের অনুমতি মিললে), বেটার মদ আনব। গতবার নীতিগত কারণে অনুমতি মেলে নি। এবারে দেখা যাক। ঃ)
h | ০৫ নভেম্বর ২০০৮ ২০:১২ | 203.99.212.224
আর্য এই সবই ভাবছি। তোমার আর আমার, কি মিল কি মিল। এইবার আসার সময়ে একটা জ্যা ডা এনো ;-)
h | ০৫ নভেম্বর ২০০৮ ২০:১০ | 203.99.212.224
আমি অসংখ্য তৎকালীন বালিকা আর মহিলা দের চিনি যাঁরা ইন্দিরা রে নিয়ে খুব একটা গর্বিত ছিলেন না। ৭৫ এর পরে বিশেষ করেঃ-)
arjo | ০৫ নভেম্বর ২০০৮ ২০:০৯ | 168.26.215.13
ও হনুদা, মিলিটারি পলিসিতে কোনো পরিবর্ত্তন হবে না। ইরাক ছেড়ে আফগানিস্তান অথবা পাকিস্তান। বাইরের লোকের কাছে ঐ এপিঠ আর ওপিঠ। বরং পাকিস্তানে যুদ্ধু হলে ভারতের ঝাড়। বন্ধু দেশ বলে এখন হয়ত মিলিটারি বেস হবে ভারত। তাতে ভারতে আরও বেশি বোমা ফাটবে। আরও কিছু লোক মরবে।
ট্যাক্সোতে খানিক ছাড় পাওয়া যাবে। বছরের শেষে ২০০০ ডলার রিবেট খারাপ কি।
হেলথ কেয়ার যাদের নেই তাদের লাভ হল। যাদের আছে তাদের কি টাকা কম দিতে হবে? জানি না। হেলথ কেয়ার সার্ভিস কি ভালো হবে? এগ্রিমেন্টের ফাইন লাইন নিয়ে কাস্টোমার সার্ভিসের সাথে ঘন্টার পর ঘন্টা ঝগড়া করতে হয় এখন। সেটা যদি না করতে হয়, যদি আউট অফ পকেট খরচ কমে তাইলে বুঝব কিছু হল।
মোদ্দা কথা ভেতরের লোক চার বছরে কিছু বুঝতে পারবে বলে মনে হয় না। বছর শেষে হাতে কিছু ট্যাক্স ছাড় পাওয়া ছাড়া। আর বাইরের লোকের কাছে অল দা সেম। ও হ্যাঁ ভারত, চীনের আউটসোর্সিং ট্যাক্স বাড়তে পারে।
আর ইকনমি, সেতো পণ্ডিতরাই কিছু বলতে পারছে না। কেমন আমতা আমতা করছে দুই পক্ষই।
Du | ০৫ নভেম্বর ২০০৮ ২০:০৮ | 67.111.229.98
তাও শেষ অব্দি টেনে দেওয়ার জন্য আম্রিগানদের একটু কৃতিত্ব প্রাপ্যই। শেষ পর্য্যন্ত ব্র্যাডলি এফেক্টের হাতে যে পড়েনি।
আর কিছু না হোক, আমাগো ছোটবেলায় ইন্দিরা পি এম সকল বালিকার কাছেই একটা গর্বের বিষয় ছিলেন বলতে পারি স্মৃতি থেকে। ঐটুকুও তো হবে।
h | ০৫ নভেম্বর ২০০৮ ২০:০৪ | 203.99.212.224
এবং আমার আরেকটা ভয় আছে যদি এই ইকোনোমিক পলিসিতে চাকরি বাকরির অবস্থা ভাল না করতে পারেন, তাইলে লোকে আবার সেই ইভানজেলিস্ট আর কার্ল রোভের আদর্শের কাছে ফিরবে। চার বছর তো বেশি সময় নয়।
Du | ০৫ নভেম্বর ২০০৮ ১৯:৫৭ | 67.111.229.98
সকল আম্রিগানদের অভিনন্দন । দারুন অভিজ্ঞতা।
h | ০৫ নভেম্বর ২০০৮ ১৯:৫৭ | 203.99.212.224
ওবামার জেতাটা ইকুয়াল অপরচুনিটি প্রমাণ করে কিনা আমার সন্দেহ আছে। আমেরিকা আর ইউরোপের, আমেরিকা আর ভারতের, আমেরিকা আর এশিয়ার রেসিজম এর পার্থক্য আছে। তবু আমার মনে হয়, যদি মায়াবতী প্রাইম মিনিস্টার হয়, ফর দ্যাট ম্যাটার, মুলায়ম বা করুনানিধি বা লালু প্রাইম মিনিস্টার হয়, তাইলে কি বলা যাবে, দেশে নিচু জাতের লোকেদের সামনে উঁচু জাতের বর্ণহিন্দু দের মত অপরচুনিটি আছে। এমনকি ধরেন সিদ্দিকুল্লা যদি মুখ্যমন্ত্রী হন, তাইলে কি বলা যাবে পঃ বঙ্গে মুসলমান দের সামনে ইকুয়াল অপরচুনিটি আছে? এরকম বলা যায় কি আদৌ?
আমেরিকায় এমনকি একটা লোক ল্যাহাপড়ায় ভালো হলে করে কম্মে খাওয়ার অবস্থা এসে গেছে, এটাও বলা যাবে কিনা জানি না।পড়াশুনোর যা খরচ এবং সর্বোপোরি নামী দামী আকাডেমিয়াকে এস্টাবলিশমেন্টের বাইরের জিনিস হিসেবে ধরার কোন কারণ নাই।
আমি ওবামা জেতায় খুব খুশি, তার চেয়েও বেশি খুশি, রিপাবলিকান রা হেরেছেন বলেন,কিন্তু আগে উনি ইকোনোমিক পলিসি তে ডেলিভার করুন, দেখি কত ধানে কত চাল, মিলিটারি ইন্টারভেনশনের লজিক বদলাক, তার পরে উৎসব করবো।
তবে একটা জিনিস আমি কনসিড করতে রাজি আছি, সেটা হল যেখানে চল্লিশ বছর আগেও সেগ্রিগেশন ছিল সেখানে একটা কালো লোক, সর্বোচ্চ পদে আসীন, জাস্ট কল্পনা করা যায় না। উইনার টেক্স ইট অল সিস্টেমের মধ্যে দিয়েই উঠে এসেছেন ভদ্রলোক। সিস্টেম বা ওনাকে তাই প্রশংসা করতে পারছি না। তবু এটা বড় কালচারাল ফেনোমেনন, এটা না মানার কোন কারণ নাই। তবে দুঃখের কথা হল, সেকুলার লোকেরা জিন্দেগীতে এই সব পদে আসবে কিনা সন্দেহ। মেনস্ট্রীমের এনডর্সমেন্ট পেতে চার্চে যেতে হয়, এমনকি মসজিদে মন্দিরে গেলেও হয়তো চলবে না। ওখেনে।
যে সব ওয়ার্কার আর বেকার রা চাগরি পাবে বলে, শস্তায় ইনশিওরেন্স আর সোশাল সিকিউরিটি পাবে ভেবে বড় বড় ইন্ডাস্ট্রিয়াল বেল্টে এংকে জেতালেন, তাদের চাওয়াটা কতটা পাওয়া হয় সেটাই আসল। আমি বাইরের লোক আমাদের আর কি।
r | ০৫ নভেম্বর ২০০৮ ১৯:৩৯ | 198.96.180.245
মিতাদি জিতসে, কাবলিদা হারসে। ;-)
mita | ০৫ নভেম্বর ২০০৮ ১৯:৩২ | 71.77.45.124
দ রে, কিচুতেই নামতে পারিনা যে!
mita | ০৫ নভেম্বর ২০০৮ ১৯:৩১ | 71.77.45.124
আর কাল ভালো লাগলো ম্যাকেনের কনসেশন স্পীচ। Gracious,humble, সেই আগের জন ম্যাকেনকে মনে পড়ালো।
d | ০৫ নভেম্বর ২০০৮ ১৯:২৯ | 117.195.33.215
দ্যাকো কান্ড! মিতাদি দোতলার উপরে হাওয়ায় ভাসছে!
mita | ০৫ নভেম্বর ২০০৮ ১৯:২০ | 71.77.45.124
ওবামা জিতলেন, as was expected. এর এফেক্ট কতটা প্রোফাউন্ড, বাইরে থেকে ঠিক বোঝানো যাবেনা। Sure, he had the help of media, who put him up a pedestal, the whole time, but that help notwithstanding, this is a historic moment, for all Americans. I am still sad about Hilary, and how she was bumped out of the race, but for once I can't help but feel proud of US of A. It took the country years, but eventually the "equal oppurtunity for all" part did happen. Leaving aside everything else, just that fact is encouraging to all non-white Americans.
h | ০৫ নভেম্বর ২০০৮ ১৮:৫০ | 203.99.212.224
র, সেই যে ইংরেজি কেসটা, ঐটাতে আমি একটি বিশিষ্ট গোল্লা পেয়েচি অথবা কিছুই পাই নি ঃ-) রেজাল্ট বেরিয়েছে, তাতে নাম ই নাই ঃ-( হায় হায়, এ জন্মে আর হল না বুইলে। দুঃখে ভাবছি আজ একটু অল্প করে মাল খাবো।
h | ০৫ নভেম্বর ২০০৮ ১৮:৪৫ | 203.99.212.224
বিবিসি তে কিছু বিষ মাল আছে। বেসিকালি ছোটোবেলায় হয় শখের আনার্কিস্ট নয় ঐ পাব্লিক স্কুল ড্রাইনেস, বড় হয়ে শুধুই বিবিসি। তার উপরে আবার বিবিসি ওয়ার্ল্ড, যন্তর জায়গা।
pi | ০৫ নভেম্বর ২০০৮ ১৮:৩৩ | 123.239.179.75
বর-বাক্স-হারমোনিয়াম সবকিছু অক্ষতশরীরে নিয়ে গিয়ে সাগর পাড়ে পৌঁছাতে পারলে প্রিজমাকৃতি আলুর ছবি আর প্যাকিং এর একটি ঘরোয়া রেসিপি দুই ই পোস্ট করে দেবোখন ঃ)
নাহরে, নেতাদের হয় চেলা চামুন্ডারা লেখে নাহলে পার্টিতে/অফিসে যে লোক ভাল লিখতে পারে তাকে দিয়ে লেখানো হয়। মন্ত্রীদের তো থাকেই। যারা অনেকদিন বলে টলে বলিয়ে হিসেবে নাম করে গেছে তারা অবশ্য নিজে করে। কোথায় কেন স্পীচ দিচ্ছে সেটাও ফ্যাক্টর!
যাইহোক, আমি অনেক চেষ্টা করলাম ওবামার স্পীচের জন্য পুরো ক্রেডিটটা ওবামাকেই দেবার। হীরো টীরো জানিনা আমি ভাই ওবামাকে শুনে বেশ ফিদা। এই বলে কাজে ও কাজের শেষে বাড়িতে যাই ছিছিক্কার শোনার আগেই। ঃ-)
Arijit | ০৫ নভেম্বর ২০০৮ ১৭:০৮ | 61.95.144.123
ধুর কি দিলা - কাম করে নাঃ-(
r | ০৫ নভেম্বর ২০০৮ ১৭:০৫ | 198.96.180.245
Arijit | ০৫ নভেম্বর ২০০৮ ১৭:০৪ | 61.95.144.123
বেষ্টাদা লেখাত স্পীচ।
r | ০৫ নভেম্বর ২০০৮ ১৭:০৩ | 198.96.180.245
এখানেও থাকে, আমি চিনি। তবে সেগুলো ইনফর্মাল অ্যারেঞ্জমেন্ট।
Arijit | ০৫ নভেম্বর ২০০৮ ১৭:০২ | 61.95.144.123
শুধু রাষ্ট্রপতি/রাজ্যপালদের লোকসভা/বিধানসভার স্পীচ সরকারি পার্টি লিখে দেয়।
Arijit | ০৫ নভেম্বর ২০০৮ ১৭:০০ | 61.95.144.123
আমার মনে হয় না এখানে স্পীচ রাইটিং কনসেপ্ট সেভাবে চালু আছে। আজ অবধি যত মিটিনে গেছি, দেখে শুনে স্পীচগুলো ইম্প্রমচুই মনে হয় তো। আর সেরকম কেস হলে নর্মালি নিজেরাই লেখে। পয়সা দিয়ে কে খামোখা স্পীচ লেখাবে?
shrabani | ০৫ নভেম্বর ২০০৮ ১৬:৫৬ | 124.30.233.102
আচ্ছা এ দেশে কি সব নেতারা নিজেরা স্পীচ লেখে নাকি? সবারই স্পীচ লেখার লোক আছে, বিশেষত তাবড় তাবড় দের। বড় বড় কর্পোরেট চেয়ারম্যানদেরও থাকে। তবে তারা সব সফি কিনা কে জানে! ভাল লিখলেই হয়না ডেলিভারী, ডিকশন এসবও ম্যাটার করে, তাই না?
P | ০৫ নভেম্বর ২০০৮ ১৬:৫৩ | 78.16.15.76
ঠিক ই । খামোকা অজ্জিতকে হাবড়ু বল্লুম ঃ((
Arijit | ০৫ নভেম্বর ২০০৮ ১৬:৫১ | 61.95.144.123
আমি মনে মনে স্পীচটার এট্টু রিহার্সাল দিলুম - লিকেচে ভালোই। ব্রিট উচ্চারণ দিলে আরো জম্পেশ হবে।
shrabani | ০৫ নভেম্বর ২০০৮ ১৬:৫১ | 124.30.233.102
কেন ভাটে সেই রাত থেকে তো ওবামা চলছে, মাঝে মাঝে ব্রেক হিসেবে আইটেম গার্ল এলে মন্দ কি? তবে কাঁটা লাগা কি অরিজিত বলেছিল? না মনে হয়! ঃ)
Arpan | ০৫ নভেম্বর ২০০৮ ১৬:৫০ | 216.70.175.80
ওবামার স্পিচ শুনে লোকের চোখ কী ছলোছলো!
P | ০৫ নভেম্বর ২০০৮ ১৬:৪৯ | 78.16.15.76
হ্যাঁ , জেসি জ্যাকসন বেশ কাঁদলেন। ওপরা এট্টু কম। কিন্তু ওপরার পাশের ঐ লোকটা কে ? আমাকে যে জানতেই হবে।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন