ওপেন সোর্স নিয়ে একটি বড়সড় কনফারেন্স হবে কলকাতায় - ডিসেম্বরের শেষের দিকে। কেউ আগ্রহী হলে যোগাযোগ কোরো। আমি কিছুদিনের মধ্যে সমস্ত ডিটেইল্স পেয়ে যাবো।
টেকনিক্যালি এখানে এটাকে "ওপেন টেকনোলজি' বলা হচ্ছে।
Arpan | ০৩ নভেম্বর ২০০৮ ১১:৩২ | 216.70.175.80
পৌঁছে গেছি। কী টায়ার্ড! ঘুমুতে গেলাম।
পুনশ্চঃ অজদার বাড়িতে হেভি পেটপুজো হল। আআআহ।
Arijit | ০৩ নভেম্বর ২০০৮ ১১:০৭ | 61.95.144.123
https://www.firstandsecond.com - এই সাইটটা নিয়ে কারো ফীডব্যাক আছে? একটা বই খুঁজছি - ইন্ডিয়াপ্লাজায় বলে আড়াই হাজার (অরিজিন্যাল মর্গ্যান কাউফম্যান হার্ড কভার), কিন্তু এখানে স্পেশ্যাল ইন্ডিয়ান এডিশনটা আছে সাড়ে চারশোয়। কেউ এই সাইট থেকে আগে কিনেছো?
siki | ০৩ নভেম্বর ২০০৮ ১১:০৫ | 203.122.26.2
নাহি বা। হামি ডুডু পিবেক বা।
shibu | ০৩ নভেম্বর ২০০৮ ১১:০১ | 61.95.144.123
কেলে ভুত? চ তামুক খেয়ে আসি।
kariya piret | ০৩ নভেম্বর ২০০৮ ১০:৫৮ | 203.122.26.2
হামি হ্যায় না!
shibu | ০৩ নভেম্বর ২০০৮ ১০:৪৭ | 61.95.144.123
শুনশান ভুষুণ্ডীর মাঠঃ-(
Arijit | ০৩ নভেম্বর ২০০৮ ০৯:২৪ | 61.95.144.123
হেঃ প্যাকিং নিয়ে ঘাবড়াচ্ছে। প্যাকিং একটা বড় কথা হল? কোশ্চেন হল প্যাকিং-এর পর সেটা যাবে কিভাবে। প্লেনে নিতে গেলে এক্সট্রা পয়সা নেবে, জাহাজে গেলে তিন মাস।
প্যাকিং-এর কনসাল্টেন্সী দিতে পারি। তবে ওই আলুর পান্তুয়া খাওয়ালে চলবে না।
যা পেয়েছি আমি তা চাই না/ যা চেয়েছি কেন যে পাই নাঃ-)
Blank | ০২ নভেম্বর ২০০৮ ২৩:২০ | 59.93.198.205
কিন্তুক আমি আসোল ছোবি গুলো চাই। ভ্যাঁভ্যাঁভ্যাঁ ... আমি চাই, আমি চাই
sinfaut | ০২ নভেম্বর ২০০৮ ২০:৩৪ | 117.195.197.122
আমাকে একটু বুঝিয়ে দাওঃ দমদির অর্কুটে ভাটের লিঙ্ক বুনানের আগে দেওয়া ভাটের লিঙ্ক আর ইন্দোদার দেওয়া ভাটের লিঙ্কগুলো কি কবে ও কোথায়?
siki | ০২ নভেম্বর ২০০৮ ১৩:১০ | 122.162.81.79
পাইয়ের আরেকটু বয়েস বাড়লে ইন্দিরা গান্ধি হয়ে যাবে। পাকা চুলের একটু যত্ন নিতে হবে অবশ্য।
I | ০২ নভেম্বর ২০০৮ ১২:২৩ | 59.93.216.31
বাকে ছবিগুলো এবার বাকিরা তুলবে।
I | ০২ নভেম্বর ২০০৮ ১২:২৩ | 59.93.216.31
ছি ব্ল্যাংকি, আসল ছবি দেখতে নেই। তুমি না সিসু ! এত্তু বড়ো হও, তাপ্পরে....
d | ০২ নভেম্বর ২০০৮ ১১:২২ | 59.161.79.124
লোকজন "দ্য গ্রেট ডিডি'র সাথে আমাকে গুলিয়ে ফেলছে! কি দিনকাল পড়ল রে ভাই!!!
এই ইন্ডো, বাকে ছবিগুলো কৈ? অবশ্যি এইগুলো ঝটপট তুলেছিস বলে এরপরে তোর সাথে দেখ হলেই বেশ করে পিঠ চাপড়ে দেব।
পিপি'র জন্যি খবর হল, ৪ খান ক্যামেরায় অনবরত খচাখচ খচাখচ ছবি উঠেছে। আর হ্যাঁ কাবলিদার পাতুরি খেতে বড্ড ভাল ছিল।
aja | ০২ নভেম্বর ২০০৮ ০১:০৮ | 71.106.244.161
বাঙ্গালেরা মোটামুটি শান্তিপ্রিয় জীব। পামিতাকে সাপোর্ট দেবার জন্য এত্ত কিছু। সেই যখন নেই তখন আর লড়াই করে কি হবে?
ডিঃ পামিতা বাঙ্গাল, তবে ঘটি সংসর্গে একটু ঝগরুটে হয়ে গেছে।
Blank | ০২ নভেম্বর ২০০৮ ০০:২৯ | 59.93.254.20
সেই ছোবি গুলো কৈ? সেই গুলো ... যেগুলো আসল .. ও ইন্দো দাদা সেগুলো কৈইইইইইই?
pipi | ০২ নভেম্বর ২০০৮ ০০:১২ | 78.52.228.224
আমি ১০০% ঘটি নই, পিওর বাঙ্গালও নই। আদ্যন্ত বাটি। তবে ৫০% ঘটি তো বটেই। কাজেই কেউ যদি লড়াইখ্যাপা হয়ে থাকেন তো স্বচ্ছন্দে চলে আসতে পারেন লড়াইয়ের মায়দানে।
pipi | ০২ নভেম্বর ২০০৮ ০০:০৫ | 78.52.228.224
দমদি ঘুমুচ্ছে!! নিজের চোখকে বিশ্বেস হচ্ছে নাঃ-)) আর বুনু কি পেট বোঝাই অন্তে ঘুমু ঘুমু? কেমন ঝিমুচ্ছে মনে হল। জোড়া উজানকে দেখে আমার হাত দুটো নিশপিশ করছে - চটকাবার জন্য। ওলে বাবালে, কি ছুইট। রাত্তিরদিটা দিনদিন আরো খোলতাই হচ্ছে। মিতাদির পোস্টটাকে ধরে ফেলল বলে। মাতৃরূপেন আই মিন। ও পাই, এই ছবিখানা লাগাও না কুটকুটে? কি সুন্দরপানা। মামুর অমায়িক হাসিখানা দেখলে? দেখলেই প্রাণে বাতাস লাগে। আর মামী.... কি স্মার্ট, কি ইয়ে, বলার ভাষা নেই। মামু-মামীকে ভাটপাড়ায় বড্ড মিস কচ্ছি। কিন্তু আমার সবচে ভাল লেগেছে কাবলি খুড়োকে। খুড়ো কি সুইট। ঠিকঠাক বললে খুড়োর চকচকে টাকখানা কি সুইট। ও কাবলি খুড়ো, তোমার টাকে একখানা চুমু। নেক্সট টাইম দেশে গেলে আর তুমি দেশে থাকলে আমি হানা দেব বলে রাখলাম আলবাইট তোমার আপত্তি না থাকলে। কিন্তু, কিন্তু সবই তো হল, ফোটোগ্রাফারের ফোটুক কেন কেউ তুলল না? সে কি এখনো ক্লাস টুয়েলভ বলে??
কাল ঘটিরা সব ঘটি নই বলে ডিঃ দিয়ে দিল। তাই আর কাজ ছেড়ে আসতে হল না।
d | ০১ নভেম্বর ২০০৮ ১১:৪৫ | 121.245.126.44
ইপ্পি আসলে একটি নিতান্তই বাচ্চা খুকী!!!
sinfaut | ০১ নভেম্বর ২০০৮ ০৮:৫৬ | 117.195.192.112
হাঁই।
pi | ০১ নভেম্বর ২০০৮ ০৮:২৬ | 59.93.241.117
আরে না না , মেলডির বাক্সসমেত হারমোনিয়াম তো রয়েছে আমার। সে খান পনের শীত বর্ষা পেরিয়েও এসেছে। এবার এর সুবিধা হল কাঠের বাড়াবাড়ি নিয়ে এখন আর চিন্তা করতে হবে না। অসুবিধা, দোকানদারদের আর প্যাকিং এর কথা বলা যাবে না। নাকি যাবে ? পুরানো হারমোনিয়াম ও কি ফ্লাইটের জন্য ওরা প্যাক করে দ্যায় ? খোঁজ নিয়ে দেখি তালে। আর দ্বিতীয় সমস্যা হল, চেকিন লাগেজ হিসেবে এটা পাঠাতে গেলে কি fragile item এরকম কোন ট্যাগ ফ্যাগ লাগাতে হয় ? হলে তার জন্য কি আগে থেকে এয়ারপোর্টে বা এয়ারলাইন্সের সাথে কথা বলে বন্দোবস্ত করতে হয়? না হলে তো এমনি লাগেজকে যেমন ধাপড়-ধাঁই ট্রীটমেণ্ট করে ওরা, সেটা হারমোনিয়ামের ওপর হলে এটা হরেদরে ঐ আর্যদার পদ্ধতি ই হয়ে দাঁড়াবে। ঃ)
Paramita | ০১ নভেম্বর ২০০৮ ০৪:২৮ | 63.82.71.141
অজদার শুক্রবারের ইউনিট টেস্টটা বেশ জম্পেশ তো।
nyara | ০১ নভেম্বর ২০০৮ ০৩:৩৭ | 67.88.241.3
তবে সবথেকে ভাল হল নামী রেফারেন্সে যাওয়া। বড় গাইয়ে-বাজিয়ের রেফারেন্স নিয়ে গেলে ভুষিমাল পাবার চান্স কম।
Paramita | ০১ নভেম্বর ২০০৮ ০৩:৩৫ | 63.82.71.141
একটা চেকিন লাগেজ হাঃমোঃ হত। কিন্তু এখনকার নিয়মে পঁচিশ কিলোর মধ্যে থাকবে কিনা জানিনে।
nyara | ০১ নভেম্বর ২০০৮ ০৩:৩৫ | 67.88.241.3
এখন বোধহয় পাকড়াশির থেকে সর্দারের নাম বেশি, বানায়ও ভাল।
nyara | ০১ নভেম্বর ২০০৮ ০৩:৩৪ | 67.88.241.3
হারমোনিয়াম শিপ করা তুশ্চু। মোটমুটি ভাল দোকানে কিনলে ওরাই ব্যবস্থা করে দেবে। কিন্তু তার থেকে অনেক শক্ত কাজ হল নির্ভরযোগ্য দোকান থেকে ভাল কাঠের হারমোনিয়াম কেনা। নইলে কাঠে বেড়ে গিয়ে রীড আটকে যাবে, কাপলার আটকে যাবে। অতিরিক্ত সাবধানতা হিসেবে কেনার সময় কাঠ ঘষার উকো (বাংলায় যাকে ফাইল বলে) চেয়ে নিতে ভুলবেন না।
অনেকটাই সেকেন্ড হ্যান্ড ইনফর্মেশন। ভুলের দায়িত্ব আমার নয়। ঠিক হলে অবশ্যই আমাকে খাওয়াতে ভুলবেন না।
Paramita | ০১ নভেম্বর ২০০৮ ০৩:৩৪ | 63.82.71.141
হারমোনিয়ামের দোকানকে বললেই হবে হাঃমোঃ সাগরপার যাবে। ওরাই বেঁধেছেঁদে এনারাই বাক্স ও প্যাকিং দিয়ে দেবে খন। পাকড়াশি ট্রাই করতে পারো। তবে আমাদের খুব বাজে কাঠ দিয়েছিল, বর্ষাকালে কাঠ বেড়ে যেত। কিন্তু কয়েক বর্ষা পর কোনো অজ্ঞাত কারণে এখন আর কিছু হয় না। কিংবা হলেও জানা যায় না।
arjo | ০১ নভেম্বর ২০০৮ ০৩:২৯ | 24.214.28.245
হারমোনি ভেঙে গুঁড়ো গুঁড়ো করে ব্যাগে ভরে নিয়ে গিয়ে ব্যাগ শুদ্ধু ফেলে দিয়ে অন্য একটা কিনে নেওয়া। বেস্ট উপায় এই নিয়ে কোনো সন্দেহ নেই।
ভালো ভালো রেসিপিগুলোর এইরূপ মৎস্যায়ন আর চোখে দেখতে পারিনে, গুরু এবং চোখ দুটো বন্ধ ই করি গে যাই। ঃ(
Tim | ০১ নভেম্বর ২০০৮ ০২:৫৮ | 198.82.21.1
হাট বসেছে..... ঃ)
Paramita | ০১ নভেম্বর ২০০৮ ০২:৫৭ | 63.82.71.141
আমার চালশেমন্ডিত ঘুমঘুম চোখে pi আর pipiতে বড্ড গন্ডগোল হয়ে যাচ্ছে।
pi | ০১ নভেম্বর ২০০৮ ০২:৫০ | 59.93.241.141
সে দেখতে গেলে আমিও ঘটি নই। ইস্টবেঙ্গল বলে ঃ)
পামিতাদি, একটি রাজনৈতিক হত্যা দেখলুম।
মুড়োতে দুগ্গাপুজো আর ন্যাজাতে বরের থিসিস ডিফেন্স জুড়তে গিয়ে ছুটিটা একটু লম্বাটেই হয়ে গেল বটে, কিন্তু পরবর্তী ছুটির সাথে এইটির ব্যবধান ও সেই অনুপাতেই দীর্ঘতর হইবে ঃ(
আমি মোট্টেও ঘটি নই। বোলে তো কিঁউ? কারণ পোস্ত আমার মোট্টে ভাল লাগে না সে যেভাবেই রান্না কর না কেন। তা বলে আমি বাঙালও নই। পুছো কিঁউ? কারণ খারকোলবাটা ভাল লাগে না, শুঁটকি তো য়াক্ক্ক। আমি ডান দিকে রই না আমি বাম দিকে রই না আমি দুই দিকে তেই রই পরাণ জলাঞ্জলি দিয়া রেঃ-)) দুদিকের ভাল ভাল জিনিসগুলোতে আমার অধিকারঃ-)
sayan | ০১ নভেম্বর ২০০৮ ০২:৩৫ | 160.83.72.211
আমার খুব কাছের একজন এমটিআর রাইস সেমাই তে গরম দুধ ঢেলে খায়। ঝালঝাল দুধ, আম্মো চেখে দেকিচি। ভালোই।
aja | ০১ নভেম্বর ২০০৮ ০২:৩৪ | 207.47.98.129
আর একটু ধরে থাক পামিতা। এই ইউনিটটেস্টটা পাস করলেই ঘটিদের দেখে নেব।
Paramita | ০১ নভেম্বর ২০০৮ ০২:৩১ | 63.82.71.141
আজ আমি একা কুম্ভ। সব ঘটিদ্দল জোট বেঁধে এয়েছে। দুধের মধ্যে আলুসেদ্ধ! এরপর কোনদিন বলবে ইলিশের ডিম দিয়ে পোস্তবাটা দারুণ লাগে।
Paramita | ০১ নভেম্বর ২০০৮ ০২:২৯ | 63.82.71.141
পাই আর কদ্দিন গন কেস থাকবে? অ্যাতোদিন ছুটি নিলে দেশ ও ল্যাবের কি হবে? কি থ্যাটার দেখলে?
sayan | ০১ নভেম্বর ২০০৮ ০২:২৭ | 160.83.72.211
ভূতচতুদ্দশীতে মাছনাম করা কি ভালো? এঁশোপেঁতি ধরবে না?
sayan | ০১ নভেম্বর ২০০৮ ০২:২৫ | 160.83.72.211
জানি পাই ল্যাজ সরিয়ে নিয়েছে -
সেই লাল লাল ঘুষোচিংড়ী দিয়ে আলুপোস্তোটাও বড় ভালো। গরম মুগের ডাল, পোস্তোর বড়া আর ঝুরিঝুরি আলুভাজা দিয়ে। কিন্তু চিংড়ী একটু বড় হলেই কাশি আর রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন।
pi | ০১ নভেম্বর ২০০৮ ০২:২২ | 59.93.241.141
pipi তো সেই কবে থেকেই আমার সাথে পাই মিলায়েছে, আজ পায়া ও মেলালো, বেশ বেশ ঃ) এবং, বেশ আনএক্সপেক্টেডলি, এক্সসেপশানের লিস্টিটাও এক্সসেপশানালি ওয়েল ম্যাচ করিল ঃ) তবে কিনা চিংড়ি তো মাছ নয়, ভালো লাগলেও টেকনিক্যালি একে ঠিক এক্সসেপশান বলা চলে না।
Paramita | ০১ নভেম্বর ২০০৮ ০২:১৮ | 63.82.71.141
আজ ম থাকলে দেখতে হোতো না! ভূতচতুদ্দশী আর হ্যালোউইন পক্ষে মাছের নিন্দে - ধম্মে সইবে না।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন