এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arijit | ২৩ অক্টোবর ২০০৮ ১৪:৫২ | 61.95.144.123
  • ১৪৭ ডলার থেকে ৬৭ ডলার। এখানে ৫৫ থেকে ৩০ হবে কি? বড়জোর ৫০ হবে। শালা লিটারে নয় কিমি - নয় বছরের পুরনো ১৪০০সিসির হণ্ডাও বেশি দিতঃ-(
  • Arpan | ২৩ অক্টোবর ২০০৮ ১৪:৩৬ | 202.91.136.4
  • মানে যেখানে ভেড়ারা লাফিয়ে নদী পার হতে পারে।

    এইখানে ছবি দেখতে পাবেঃ

    http://chitra-vihaar.blogspot.com/2006/01/mekedatu.html
  • Arpan | ২৩ অক্টোবর ২০০৮ ১৪:৩৬ | 202.91.136.4
  • ঃ)

    মেকে মানে ভেড়া, দাটু মানে লাফানো। মেকেদাটুতে কাবেরী খুব শীর্ণকায়া বলে ওই নাম।

    খুব একটা হাইফাই কিছু না। তবে প্রাকৃতিক সৌন্দর্য নাকি অনবদ্য।

    সামনে লং উইকেন্ড বলে একটু ভাজাভাজি করছি।
  • Arijit | ২৩ অক্টোবর ২০০৮ ১৪:৩১ | 61.95.144.123
  • এম্মা মেচেদা চেনো না? বিখ্যাত সিঙারা। মেচেদা ওয়ান, মেচেদা টু। অপ্পন চ কে ক লিকেছে;-)
  • siki | ২৩ অক্টোবর ২০০৮ ১৪:৩০ | 203.122.26.2
  • সে কোথায়?
  • Arpan | ২৩ অক্টোবর ২০০৮ ১৪:২৮ | 202.91.136.4
  • মেকেদাটু গেছ কেউ? স্যান? ডিডি? ডিভো? অমিতাভ?

    পাল্লিন?
  • Arijit | ২৩ অক্টোবর ২০০৮ ১৩:৪৪ | 61.95.144.123
  • আমাদের নাই।
  • Arpan | ২৩ অক্টোবর ২০০৮ ১২:৫০ | 202.91.136.4
  • আমাদের আছে। ওই কার স্কিম।
  • Arpan | ২৩ অক্টোবর ২০০৮ ১২:৪৯ | 202.91.136.4
  • ইন্টারেস্ট রেট দেখলে সবচেয়ে সস্তা পিএনবি, তার পরে বিওআই। ন্যাশনালাইজড ব্যাঙ্ক হিসেবে এসবিআই অনেক বেশি ইন্টারেস্ট নেয়।
  • d | ২৩ অক্টোবর ২০০৮ ১২:৪৮ | 203.143.184.10
  • কেন অজ্জিতের ভেরিয়েবল পে নাই? তার আন্ডারে কারস্কীম নাই? তাতে কারলোন নিলে তো সুদের হার দশ ছাড়ায় না। হ্যাঁ গাড়ীটা অবশ্য কোঙের নামে রেজিস্ট্রেশান হবে। কিন্তু তাও প্রচুর সুবিধে। কোং ছাড়বে সময় গাড়ী রাখতে চাইলে রেজিঃ নিজের নামে করিয়ে নাও। নাহলে কোঙকে বেচে দাও।
  • Arpan | ২৩ অক্টোবর ২০০৮ ১২:৪৬ | 202.91.136.4
  • ইন্টারেস্ট রেট ছাড়া তো দেখার আছে প্রসেসিং ফি আর প্রি-ক্লোজার পেনাল্টি।

    আমি যেখান থেকে নিয়েছি সেখানে প্রসেসিং ফি যৎসামান্য আর কোন প্রি-ক্লোজার পেনাল্টি নেই (এক বছরের পরে)।
  • shrabani | ২৩ অক্টোবর ২০০৮ ১২:৪৪ | 124.30.233.105
  • আমার শ্বশুর মশাই ব্যাঙ্কে ছিলেন (SBI নয়), আমাদের লোন নেবার সময় প্রচুর রিসার্চ ক্যালকুলেশন (শুধু ইন্টারেস্ট রেটের ওপর নয়, তবে ডিটেল দিতে পারবনা) করে রায় দিয়েছিলেন লোন SBI এর সবচেয়ে সস্তার। তবে SBI লোন পেতে গেলে অনেক তামঝাম আছে।
  • shrabani | ২৩ অক্টোবর ২০০৮ ১২:৩৭ | 124.30.233.105
  • না দেয়না। তবে SBI এর পার্সোন্যাল ব্যাঙ্কিং ব্র্যাঞ্চ গুলো হেভি ভাল, একদম প্রাইভেটের মত ফাংশান করে। আমার সব লোন ওখানের, অ্যাকাউন্ট লকার এফ ডি সব। ওদের ওয়ার্কিং আওয়ার ও বোধহয় বেশী তাই SBI এর লোকেরা PBB তে ট্রান্সফার হলে খুব দুঃখ পায়।
  • Arpan | ২৩ অক্টোবর ২০০৮ ১২:৩৪ | 202.91.136.4
  • তোমার স্যালারি অ্যাকাউন্ট এসবিআইতে হলে আধ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে।
  • Arpan | ২৩ অক্টোবর ২০০৮ ১২:৩৩ | 202.91.136.4
  • অনেক সস্তা। আমিও তো অ্যাদ্দিন ধরে আইসিআইসিআইতে সেবা পেয়ে ন্যাশনালাইজড ব্যাঙ্ক থেকে হোম লোন নিলাম। সাড়ে নয় ছিল। পরে দশ হল।

    কেন ওয়াইজ ডিসিশন নয়?
  • Arijit | ২৩ অক্টোবর ২০০৮ ১২:৩৩ | 61.95.144.123
  • কিন্তু তোমার আইসিআইসিআই উল্টোলে এসবিআইয়ের চেয়ে বেশি রিস্ক।
  • siki | ২৩ অক্টোবর ২০০৮ ১২:৩৩ | 203.122.26.2
  • এসবিআই বলেই এইসব খাঁচাকল। আমার হোম লোন চলছে IDBI ব্যাঙ্কে। টাকা কাটে ICICI থেকে। দিরেক্ট ডেবিট বা ECS। বউয়ের নামে কার লোন ICICI থেকে। টাকা কাটে union Bank of India থেকে। ঐ ECS করেই। যে কোনও ব্যাঙ্ক থেকে যে কোনও ব্যাঙ্কে ECS করানো যায়।

    SBIএরই বোধ হয় আলাদা ফান্ডা। সরকারি কিনা!
  • Arijit | ২৩ অক্টোবর ২০০৮ ১২:৩২ | 61.95.144.123
  • সস্তায় দেয় না, ওদের যা রেট তাই দেয়, কিন্তু পাওয়া সহজ হয় - এগজিস্টিং কাস্টমার বলে।
  • siki | ২৩ অক্টোবর ২০০৮ ১২:৩০ | 203.122.26.2
  • অ। কিছুটা বুঝলাম। স্টিল নট ওয়াইজ ডিসিশন। আই উইল স্টিল ভোট ফর আইসিআইসিআই। আট বচ্ছর ধরে ঐ একটাই ব্যাঙ্ক। স্যালারি অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড, কার লোন, সব।

    এসবিআইতে অ্যাকাউন্ট থাকলে এসবিআই শস্তায় হোম লোন দেয়?
  • Arijit | ২৩ অক্টোবর ২০০৮ ১২:৩০ | 61.95.144.123
  • তোমার যদি এসবিআই তে অ্যাকাউন্ট থাকে তাইলে হোম/কার লোন পাওয়া সহজ। এসবিআই-তে এই লোনগুলোর ইন্টারেস্ট রেট কম - আমি কার লোন পেয়েছি সাড়ে বারোতে, যেখানে প্রাইভেট ব্যাংকে চোদ্দ মিনিমাম। এসবের ইএমআই দিতে গেলে এসবিআই অ্যাকাউন্ট থাকলে তবেই ডাইরেক্ট ডেবিট (এখানে বলে ইসিএস) হয়, নইলে হয় না।
  • Arpan | ২৩ অক্টোবর ২০০৮ ১২:২৯ | 202.91.136.4
  • আর লোনের ইন্সটলমেন্টটা অটো ডেবিট হয়। অরিজিৎ যেটা বলল।
  • Arpan | ২৩ অক্টোবর ২০০৮ ১২:২৯ | 202.91.136.4
  • না, জরুরি নয়। কিন্তু থাকলে অনলাইন পেমেন্ট করা যায়। চেকের ঝামেলায় কে যায়!
  • siki | ২৩ অক্টোবর ২০০৮ ১২:২৭ | 203.122.26.2
  • ক্রেডিট কার্ড তো ইয়ং ছেলেপুলেতে ভর্তি, বাড়ি এসে সব নিয়ে যায়। তারপর একদিন এসবিআই দেখবে তিনদিনের ধর্মঘট ডেকেছে, এর মাঝে তোমার কার্ডের বিল পেমেন্টের লাস্ট ডেট ছিল, চেক তুমি ঠিক সময়েই ড্রপ করেছিলে, কিন্তু সেটা টাইমে ক্লিয়ার হয় নি, আর তোমার কার্ডে লেট পেমেন্ট ফী লেগে গেছে।

    যে জমানারই হোক, এসবিআই একটা ব্যাঙ্ক হল অ্যাকাউন্ট খোলার জন্য?

    আর কেসটা কী বুঝলাম না। এসবিআই ক্রেডিট কার্ড করাবার জন্য এসবিআইতে অ্যাকাউন্ট থাকা জরুরি????
  • san | ২৩ অক্টোবর ২০০৮ ১২:২৬ | 12.144.134.2
  • আরে আমি তো এসবিআইতেই পাঠাচ্ছিলাম। এক অদ্ভুত খাঁচাকল ওটা। যেকোন কাজ নিয়ে গেলেই ঘন্টা পাঁচ লাগায়।
    অপ্পন, থ্যাংকু।
  • Arijit | ২৩ অক্টোবর ২০০৮ ১২:২৪ | 61.95.144.123
  • একটা ন্যাশনালাইজড ব্যাংকে অ্যাকাউন্ট থাকা ভালো। তাছাড়া হোম/কার লোনের রেট কম, আর ওদের অ্যাকাউন্ট হলে ডাইরেক্ট ডেবিট হয়, নইলে গিয়ে চেক জমা দাও।
  • Arpan | ২৩ অক্টোবর ২০০৮ ১২:২২ | 202.91.136.4
  • খুলিনি। বাবার অ্যাকাউন্ট। ঃ)

    তাছাড়া হোম লোন, ক্রেডিট কার্ড ইত্যাদি ব্যপার থাকলে এযুগেও অ্যাকাউন্ট খোলার দরকার পড়ে বৈকি। সারপ্রাইজিংলি ওদের ক্রেডিট কার্ড টিমটা ইয়ং ছেলেপুলেতে ভর্তি। কার্ড করাবার সময় বাড়ি এসে সব ডকুমেন্ট নিয়ে গেল।
  • dri | ২৩ অক্টোবর ২০০৮ ১২:২০ | 71.154.213.195
  • ব্ল্যাংকির জম্মোদিন নাকি?

    জীতে রহো বেটা।
  • siki | ২৩ অক্টোবর ২০০৮ ১২:১৯ | 203.122.26.2
  • এই জমানার ছেলে এসবিআইতে কেন অ্যাকাউন্ট খুলবে?
  • Arpan | ২৩ অক্টোবর ২০০৮ ১২:১৮ | 202.91.136.4
  • এসবিআই আবার একটি তুঘলকি নিয়ম চালু করেছে। তোমার যে ব্র্যাঞ্চে অ্যাকাউন্ট সেখানে পাসবুক আপডেট করাতে কোন পয়সা লাগবে না। অন্যত্র করালে দশ টাকা পার আপডেট। দিনে একবারের বেশি আপডেট করা যাবে না।

    সাধে বলে সরকারি ব্যাঙ্ক।
  • Arpan | ২৩ অক্টোবর ২০০৮ ১২:১৬ | 202.91.136.4
  • এক লাখ লিমিট। আমি জানি। বাড়িওলাকে দু দফায় টাকা পাঠাতে হয়েছিল।
  • san | ২৩ অক্টোবর ২০০৮ ১২:১৪ | 12.144.134.2
  • হ্যাঁ আমিও সার্চ করে কিছুই খুঁজে পাইনি। ওদের ওয়েবসাইটেও না, গুগলেও না। বিচিত্র।
  • Arijit | ২৩ অক্টোবর ২০০৮ ১২:১১ | 61.95.144.123
  • আমার সেদিন ঝাড়া সাড়ে তিন ঘন্টা লেগেছে এসবিআই তে একটা অ্যাকাউন্ট খুলতে। একটা কাজের জন্যে চার জায়গায় লাইন লাগাতে হয়, তাও পুরো কেরোসিনের লাইন।
  • siki | ২৩ অক্টোবর ২০০৮ ১২:১০ | 203.122.26.2
  • গুগলে icici online money transfer upper limit দিয়ে সার্চ মারলে সর্বত্র বলছে কোনও আপার লিমিট নেই।
  • siki | ২৩ অক্টোবর ২০০৮ ১২:০৯ | 203.122.26.2
  • ওহ্‌হ্‌, এটা তো জানতাম না! অনলাইন তো কোথাও লিমিট লেখা নেই! এটা বোধ হয় আইসিআইসিআইয়ের নয়, রিজার্ভ ব্যাঙ্কের কোনও গাইডলাইন হবে।

    এমনিতে পঁচিশহাজার হল এটিএম থেকে টাকা তোলার আপার লিমিট।
  • san | ২৩ অক্টোবর ২০০৮ ১২:০৫ | 12.144.134.2
  • এই অরিজিত আওয়াজ দিওনা। ইমার্জেন্সি। নয়তো আর কি।
  • san | ২৩ অক্টোবর ২০০৮ ১২:০৩ | 12.144.134.2
  • মানে দু লাখ হোলোনা দেখে এক ঘন্টা তফাৎ দিয়ে দুটো ট্রানজাকশন করার চেষ্টা করলাম, সেম ডে তে করা যাবেনা বলেনা কি সব হাবিজাবি সিকিউরিটির ভ্যানতারা দেখালো।ধুত্তোর।
  • Arijit | ২৩ অক্টোবর ২০০৮ ১২:০২ | 61.95.144.123
  • তু সের তো ম্যায় সওয়া সের;-) আর আমি শালা...
  • Arijit | ২৩ অক্টোবর ২০০৮ ১২:০১ | 61.95.144.123
  • উরিশ্লা!!!
  • san | ২৩ অক্টোবর ২০০৮ ১২:০১ | 12.144.134.2
  • এক লাখ করা যায়, আমিই এক্ষুনি করলাম।

    দু লাখ দিয়ে দেখো, হবেনা।
  • siki | ২৩ অক্টোবর ২০০৮ ১১:৫৯ | 203.122.26.2
  • আর এক দিনে পরপর দুবার করা যাচ্ছে না মানে?
  • Arijit | ২৩ অক্টোবর ২০০৮ ১১:৫৯ | 61.95.144.123
  • বাব্বা!!!

    ;-)
  • siki | ২৩ অক্টোবর ২০০৮ ১১:৫৮ | 203.122.26.2
  • কোথায় দেখাচ্ছে স্যান? আমি এক লপ্তে এক লাখ টাকাও ট্রান্সফার করেছি অনলাইন। আমি তো কিছু দেখি নি!
  • san | ২৩ অক্টোবর ২০০৮ ১১:৪৮ | 12.144.134.2
  • না মানে, দেশের হিসেবে , দেশের মধ্যে, অন্য শহর।
  • aja | ২৩ অক্টোবর ২০০৮ ১১:৪৭ | 71.106.244.161
  • ন্যাশনাল হলে জানি না।
  • Arijit | ২৩ অক্টোবর ২০০৮ ১১:৪৬ | 61.95.144.123
  • সে তো ইন্টারন্যাশনাল ট্রান্সফার। রেমিটটুইন্ডিয়া দিত পাঁচ হাজার পাউণ্ড। স্যান ন্যাশনাল জিগ্গেস করছে মনে হয়।
  • aja | ২৩ অক্টোবর ২০০৮ ১১:৪৩ | 71.106.244.161
  • গিন্নি বলছে একবারে পাঁচ হাজার আর সপ্তাহে দশ হাজার ডলার হল লিমিট। মনে হতিছে প্যাট্রিয়ট অ্যাক্টের ব্যাপার।
  • shrabani | ২৩ অক্টোবর ২০০৮ ১১:৪২ | 124.30.233.105
  • ব্ল্যাঙ্কি, মেনি হ্যাপি রিটার্নস।
    একটু না হয় বানাম এদিক ওদিক হয় তা বলে, জন্মদিনে সবাই চলন্তিকা,ড় র এইসব দেবে! নারে, রসগোল্লা, ছানার জিলিপী আর নতুনগুড়ের পায়েস রইল।
  • san | ২৩ অক্টোবর ২০০৮ ১১:৩৭ | 12.144.134.2
  • আচ্ছা আইসিআইসিআই থেকে অনলাইন টাকা ট্রান্সফারের নাকি একটা আপার লিমিট আছে দেখাচ্ছে। একেক বারে লিমিট টা কত কেউ জানে? এক দিনে পরপর দুবার তো করা যাচ্ছেনা ঃ-(
  • sinfaut | ২৩ অক্টোবর ২০০৮ ১১:৩৩ | 165.170.128.65
  • হ্যাপি বার্থডে ব্ল্যাঙ্কো। যত খাদ্য-অখাদ্য-কুখাদ্য খেয়ে বেড়িয়ে মজা কর। ঃ-)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত