এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ranjan roy | ১৫ অক্টোবর ২০০৮ ০০:৩৩ | 122.168.22.252
  • হনু,
    আমার মতে কোশাম্বীর ইউ এস পি শুইন্যা মনে হইলো ---- বামপন্থীরা ব্যাকফুটে? কি আর কই! আমারই কপাল পুড়া। কইতে চাই এক, মানে হয় আর। কমুনিকেশন স্কিল খুব খারাপ। এতদিন ঘর কইর‌্যাও বউয়ে আমার কথা বুঝেনা। তুমারে কি কইয়াম।
    আমি কইতে চাইছিলাম বামপন্থীদের মধ্যে কত ডাইভার্সিটি! এইটাই অগো শক্তি। ভারত ইতিহাসের কন্‌ট্যুর লইয়া রাহুল সাংকৃত্যায়ন, কোশাম্বী, রামশরণ শর্মা, দামোদরণ, ডাঙ্গে, পি সি জোশী সবার নিজস্ব চিন্তা আছে।
    আর রেনেসাঁ প্রতিভার অধিকারী ডিডি কোসাম্বী এগো মধ্যে উজ্বলতম নক্ষত্র।
  • arjo | ১৫ অক্টোবর ২০০৮ ০০:১৩ | 168.26.215.54
  • এমন বিউলিময় ভাটেও কেউ যোগ দেয় না। ঃ(((

    ঝগড়া করার ও আর এন্তু নাই। যাই কোক খাই গিয়ে।
  • arjo | ১৫ অক্টোবর ২০০৮ ০০:০৮ | 168.26.215.54
  • আসুন আমরা কামনা করি এক হড়হড়ে বিউলিময় ভাট। ঃ))
  • arjo | ১৫ অক্টোবর ২০০৮ ০০:০৫ | 168.26.215.54
  • এই সাইটটা আমার তরফ থেকে একটু মানবিক বিউলি। ;)
  • arjo | ১৫ অক্টোবর ২০০৮ ০০:০১ | 168.26.215.54
  • এই সাইটা খনি। প্রচূর বাংলা গান আছে। সম্প্রতি খুঁজে পেয়েছি।
  • aja | ১৪ অক্টোবর ২০০৮ ২৩:৫৬ | 207.47.98.129
  • আমার ডেস্কটপে সাউন্ড কার্ড নেই ঃ(((((।
  • Du | ১৪ অক্টোবর ২০০৮ ২৩:৫৬ | 67.111.229.98
  • র , তাও তো সত্যিটা লিখে দিয়েছে ঃ)

    এদিকে হিটলারকে লাল করে দিয়েছে - হিটলাল ঃ) । 'প্রচলিত নক্সালপন্থী'রা একটা অন্য রং নিন।
  • aja | ১৪ অক্টোবর ২০০৮ ২৩:৫০ | 207.47.98.129
  • আম্রিগার সাম্রাজ্য এখন ওয়াল স্ট্রীটে ধুলোয় গড়াচ্ছে।

    সুশীলেরা মমতার লেখা সম্পাদকীয়ের পাঠোদ্ধারে রত।

    আমাকে বাঁশ দিতে পড়ে থাকল শালা সিপিএম।
  • Du | ১৪ অক্টোবর ২০০৮ ২৩:৪৯ | 67.111.229.98
  • ভাট আরো উঠেছে মাইমার জানলাটা আর খুলছে না বলে। নাহলে তাও হাজার ঝগড়ার শেষে একটু স্বাভাবিক আটপৌরে কথাবার্ত্তা হত।
    আর দ্রি তো মার্কেট ছাড়া কোথাও নেই।
  • arjo | ১৪ অক্টোবর ২০০৮ ২৩:৪৭ | 168.26.215.54
  • আমি ভাবলুম সুশীলরা কিছু করেছে। ঃ))

    আসলে আম্রিগার সাম্রাজ্যবাদ। ;)
  • aja | ১৪ অক্টোবর ২০০৮ ২৩:৪৬ | 207.47.98.129
  • আমারও এক্সপেরিমেন্ট কাজ করছে না। নির্ঘাৎ সিপিএম কিছু একটা করেছে।
  • arjo | ১৪ অক্টোবর ২০০৮ ২৩:৪৪ | 168.26.215.54
  • অ্যাঁ সেকি? আমাদের গেরামেও তো এখনো ৩ এর ওপর। না দু দির ওখানে তেল কিনতেই যাওয়া যায়।
  • arjo | ১৪ অক্টোবর ২০০৮ ২৩:৪৩ | 168.26.215.54
  • এই টাটা, সিঙ্গুর, গোপাল, সুশীল ইত্যাদি করে দুপুরের ভাটটা লাটে উঠেছে। ওদিকে প্রোগ্র্যাম রান টাইম এরর খাচ্ছে। ভরদুকুরে ঘুম পাচ্ছে। জীবনটা জ্বলে পুড়ে খাক হয়ে গেল মাইরী।
  • Du | ১৪ অক্টোবর ২০০৮ ২৩:৪১ | 67.111.229.98
  • ২।৮৯ এ তেল কিনলাম। বেশ একটা রিলিফ ফিল করলাম মুফতে।
  • d | ১৪ অক্টোবর ২০০৮ ২২:০৭ | 117.195.38.106
  • রঙ্গনকেঃ নারে more কিম্বা বিগবাজার থেকে গোলাপী রঙের হাগজ কিনে আনি তো। গণশক্তি, বত্তমান এইসব বড় খড়খড় করে।
  • Sayantan | ১৪ অক্টোবর ২০০৮ ২১:১৭ | 160.83.72.211
  • র কে বড্ড মিস করছি। এখানে থাকলে হোবোকেন লইয়া যাইতাম।
  • aja | ১৪ অক্টোবর ২০০৮ ২০:৪৫ | 207.47.98.129
  • পৃঃ ছয়
    ---------------
    "জ্ঞান বিক্ষের (sic) ফল খাওয়ার পর কিন্তু আমাদের আদি পিতা-মাতা লজ্জা অনুভব করেছিলেন। তার ফলস্বরূপ আজ আমরা বংশ বৃদ্ধি হতে হতে এই জায়গায় এসে পৌঁছাইয়াছি।"

    মাগো মা। তোর কত্ত কৃপা মা।
  • r | ১৪ অক্টোবর ২০০৮ ২০:৩১ | 125.18.104.1
  • প্যাকেজের কথা প্রথমে বেচাবাবু আর রবীনবাবুকে বলা হয়েছিল। তো বেচাবাবু আর রবীনবাবু নাচতে নাচতে ওনার কাছে যান- জিতেছি, জিতেছি করতে করতে। কিন্তু এই কথা শুনেই উনি এই দুজনকে সবার সামনে সি পি এমের এজেন্ট বলে বহুৎ ঝাড়েন। অন্যদিকে সৌগতবাবু বোঝাতে গিয়েছিলেন যে আদালতে গেলেও কেন আইনীভাবে জমি ফেরত পাওয়া যাবে না। এই শুনে উনি বলেন- সি পি এমের দালালি অন্য জায়গায় করবেন।
  • Ishan | ১৪ অক্টোবর ২০০৮ ২০:১৪ | 59.161.73.177
  • এদিকে কৃষিজমিরক্ষাকমিটি ইয়াব্বড়ো মিছিল করেছে। কিন্তু রবীনবাবু নাকি শয্যা নিয়েছেন (শোনা কথা)। তিনি প্রথম থেকেই নাকি শিল্পের পক্ষে। কিন্তু হাইকম্যান্ডিনীর বিরুদ্ধে যেতে পারেননি।

    ওদিকে ন্যানো বাঁচাও কমিটির লোকজনের ব্যভার ভালো না। রাজ্যপালের কাছে যাবে। আম্মো কলকাতা যাবো। বল্লাম একটা লাক্সারি বাস ভাড়া করতে, তাহলে একসঙ্গেই যাওয়া যেত। শুনে লোকে হেবি খচে গেল।
  • r | ১৪ অক্টোবর ২০০৮ ২০:০৪ | 198.96.180.245
  • আমার জহর রায় আর চিন্ময় রায়ের ডায়লগ মনে পড়ে গেলঃ

    ন্যানো আছে?
    নেই।
    ফ্যাক্টরি?
    নেই।
    অ্যাঁ, ফ্যাক্টরিও নেই? টাটা?
    টাটাও নেই।
    টাটাও নেই। বা বা! মমতা?
    মমতাও নেই।
    মমতাও নেই। তাহলে আছেটা কি?
    কেন? ক্ষেতে ক্ষেতে আলু আছে,এদিকে ওদিকে কৃষিজমি-জীবন ও জীবিকারক্ষা কমিটি আছে, এখানে ওখানে ন্যানো বাঁচাও কমিটি আছে, বেচারাম আছে, রবীনবাবু আছে, দুর্গাপুর এক্সপ্রেসওয়ে আছে।
  • r | ১৪ অক্টোবর ২০০৮ ১৯:৫৮ | 198.96.180.245
  • তা যাবে না? আপিসে বোধি-সোমনাথ নেই, পকেটে পয়সা নেই, বাজারে লিকুইডিটি নেই, সিঙ্গুরে ন্যানো নেই।
  • Ishan | ১৪ অক্টোবর ২০০৮ ১৯:৫০ | 59.161.127.0
  • ন্যানোর শোকে এই রঙ্গন লোকটার মাথাটা গেছে গো। ঃ)

    ন্যানো বাঁচাও কমিটির মিটিং দেখলাম কাল। বলল টাটারা থাকলে সিঙ্গুরে ইঞ্জিনিয়ারিং মেডিকাল, সব কলেজ টলেজ হত। ঃ)
  • r | ১৪ অক্টোবর ২০০৮ ১৯:৪১ | 198.96.180.245
  • ও, আমি ভাবলাম তুই বুঝি গণশক্তির গ্রাহক।
  • r | ১৪ অক্টোবর ২০০৮ ১৯:৩৬ | 198.96.180.245
  • সিঙ্গুরে ইন্টারনেট পাওয়া যায়?
  • Ishan | ১৪ অক্টোবর ২০০৮ ১৯:৩৫ | 59.161.127.0
  • আমি এখন এখান থেকেও নেট সার্ফ করছি। কি আনন্দ। ঃ)
  • d | ১৪ অক্টোবর ২০০৮ ১৯:৩৩ | 203.143.184.10
  • আমি তো সবই ক্লিকিয়ে দেখেছি। অবশ্য রাস্তায় পাবলিক টয়লেটের গায়ে যেগুলো চিপকানো থাকে, তাহা কোনোদিন পড়া দূরে থাকুক তাকাইয়াও দেখি নাই।
  • r | ১৪ অক্টোবর ২০০৮ ১৯:১৮ | 198.96.180.245
  • দমু গণশক্তি পড়ে নাকি? ;-))
  • d | ১৪ অক্টোবর ২০০৮ ১৯:০৮ | 203.143.184.10
  • গণশক্তির সাথে খুব তফাৎ তো দেখছি না। এমনকি আজকালের সাথেও অনেকসময়ই বেশ মিল আছে।

    পার্টিমার্কা কাগজ তো এরকমই হয়।
  • h | ১৪ অক্টোবর ২০০৮ ১৮:২৭ | 121.242.13.34
  • আমি সকালে বাজারে গেলে পড়ি। একটা পোস্টার বোর্ড আছে আমাদের এইদিকে। টেরিবল।

    কিন্তু কেস হল বাংলা সাংবাদিকতা তো মোটামুটি এই লেভেলেই এসে দাঁড়িয়েছে গত কয়েক বছরে। এত পোলারাইজেশন হলে সাংবাদিকতা হয়? ওভারল একটু প্রেজেন্টেশন ভালো হয়ে গেলেই আস্তে আস্তে মহান বাংলা সংবাদ পত্র হয়ে যাবে। সর্বাধিক প্রচারিত ও হয়ে যেতে পারে।
  • siki | ১৪ অক্টোবর ২০০৮ ১৮:০৪ | 203.122.26.2
  • হি হি হি ঃ-)))

    আমার মগজের ঝামাগুলো সব পরিষ্কার করে দাও মা ...
  • Arijit | ১৪ অক্টোবর ২০০৮ ১৭:৫২ | 61.95.144.123
  • প্রথম পাতায় "সবাইকে শুভশক্তি দাও মা'-র সাথে "আমার ঘটে এট্টু বুদ্ধি দাও মা'-টাও লেখা উচিত ছিলো।
  • siki | ১৪ অক্টোবর ২০০৮ ১৭:৪৬ | 203.122.26.2
  • উরিম্মা! এ তো ঘ্যামা কাগজ! বেশ সহজ সরল ভাষা। একটুও ভাষাহীনের ভাষা লাগছে না।

    আর শ্রাবণী, লক্ষ্মীপুজোর ছুটির গপ্পো শুনবে? গেলবছর বাড়ি গেছিলাম পুজোর ছুটিতে। ফেরার আগে একদিন গেছি কলকাতায়, কলেজ স্ট্রিট থেকে কিছু বই কিনব, বৌবাজার থেকে বৌয়ের জন্য একটা কানের দুল কিনব, ইত্যাদি সব দাবিদাওয়া নিয়ে।

    ও হরিবোল, কলেজ স্ট্রিটে নেমে দেখি, চাদ্দিক আটকাঠ বন্ধ। মেন রাস্তায় কাপড়ের দোকান, বিয়ের কার্ডের দোকান, মহেন্দ্র দত্তর ছাতার দোকান তো বটেই, পুরো কলেজ স্ট্রিট শুনশান, এমনকি ফুটপাতেও সমস্ত গুমটির দোকান ঝাঁপ নামানো। কুল্লে দু-তিনখানা দোকান খোলা খুঁজে পেয়ে জানলাম সেদিন নাকি লক্ষ্মীপুজো ছিল, তাই সব বন্ধ! মাইরি বাঙালির ব্যবসার খুরে খুরে নমো। একটার বেশি বই আর পেলাম না, তা সে-ও বলে দশ পার্সেন্টের বেশি কমাবে না, ধুত্তেরি বলে না নিয়েই চলে এলাম।

    বৌবাজারেও এক কেস, কয়েকটা দিন-আনি-দিন-খাই টাইপের জুয়েলারির দোকান ছাড়া সব বন্ধ। পুরো বাংলা বন্‌ধের সীন। কেবল বাস ট্রাম চলছে। ট্যাস্কিও চলছে। বাকি সব বন্ধ।

    এই হচ্ছে লক্ষ্মীপুজোর দিন সে¾ট্রাল ক্যালকাটার বিজনেস এরিয়ার চালচিত্র!
  • shrabani | ১৪ অক্টোবর ২০০৮ ১৭:৩১ | 124.30.233.102
  • আদ্যাশক্তি, জনমোহিনীর কার্টুনটা বেশ ভালো, অরিজিন্যালিটি আছে, ভাবায়!
  • Arijit | ১৪ অক্টোবর ২০০৮ ১৭:২৬ | 61.95.144.123
  • জাগো বাংলার ওয়েব এডিশন আছে তাই একটু আগে অবধি জানতুম না।
  • shrabani | ১৪ অক্টোবর ২০০৮ ১৭:২০ | 124.30.233.102
  • নিয়মিত না পড়লেও এখন এ মুহুর্তে সবাই মন দিয়ে পড়ছে, যদিও শেষের কটা লাইন পড়লেই হয়ে যায়, পুরোটা পড়তে হয় না !
  • r | ১৪ অক্টোবর ২০০৮ ১৭:১৯ | 198.96.180.245
  • হ্যাটা দেব কেন? অবাক হচ্ছি।

    "এই কলকাতায় দাঁড়িয়ে দাঙ্গা হয়েছে, মহাত্মা গান্ধী বেলেঘাটায় অনশন করছেন, রবীন্দ্রনাথ ঠাকুর একগ্লাস ফলের রস পান করিয়ে বলছেন- "জীবন যখন শুকায়ে যায়, করুণাধারায় এসো।""



    ???
  • Arijit | ১৪ অক্টোবর ২০০৮ ১৭:০৮ | 61.95.144.123
  • আহাহা ফের হ্যাটা দেয়?
  • shrabani | ১৪ অক্টোবর ২০০৮ ১৭:০৫ | 124.30.233.102
  • সোনাল পুরীর হয়ত ঐ কেস, বাবা মা মেয়ের নাম ঠিক করে রেখেছিল, ছেলে হতে তাড়াহুড়োতে বার্থ সার্টিফিকেটে ঐ নামটাই দিয়ে দিয়েছে!
  • r | ১৪ অক্টোবর ২০০৮ ১৭:০৪ | 125.18.104.1
  • কেউ নিয়মিত "জাগো বাংলা" পড়ে?

    এই লেখাটার শেষের দিক থেকে সপ্তম লাইনটাঃ "এ জোটে অনেকে আছেন। সমাজবিরোধীরা আছেন, প্রচলিত নকশাল বাদীরা আছেন, এবং সর্বোপরি এস ইউ সি তার সর্বশক্তি নিয়ে আছেন।"

    সিরিয়াস?????
  • shrabani | ১৪ অক্টোবর ২০০৮ ১৭:০২ | 124.30.233.102
  • আরে আমার কোনো ধারনা ছিলনা, লক্ষ্মীপুজোয় এভাবে সব বন্ধ থাকে। আমার কর্তা আজকে ট্রানসিটে কলকাতায়, রাত্রে ট্রেন ধরে অন্য জায়গায় যাবে। কিছু কেনাকাটি করতে বলেছিলাম, বাজার নাকি পুরো ফাঁকা, সব দোকানে শাটার টানা।
    তায় ভাবল ফ্ল্যাটটা দেখে আসবে, তাহলে নেক্সট মাসে গিয়ে হ্যান্ড ওভারের সময় কম সময়ে হয়ে যাবে, তা তাদেরও অফিস বন্ধ, সাইট অফিসে লোক নেই। কেউ ফোন তুলছে না। আমি যারপরনাই মর্মাহত, কারন বাড় খাইয়ে আমিই কর্তাকে পাঠিয়েছি এই ট্যুরটায়, কলকাতা থেকে দরকারী জিনিস আনাব বলে!
  • Blank | ১৪ অক্টোবর ২০০৮ ১৬:৫৯ | 203.99.212.224
  • সব অভাগী স্বর্গে চলে গেলো ঃ( !!!
  • Blank | ১৪ অক্টোবর ২০০৮ ১৬:৫৮ | 203.99.212.224
  • সিকির আবার সোনালকেও দিব্যি লাগে !!!!!
  • Arijit | ১৪ অক্টোবর ২০০৮ ১৬:৫৭ | 61.95.144.123
  • সোনাল মানসিং মেয়ে হতি পারে, কিন্তু সোনাল পুরী নিগ্‌ঘাত ছেলে।
  • Arijit | ১৪ অক্টোবর ২০০৮ ১৬:৫৬ | 61.95.144.123
  • ব্ল্যাংকির কি ডিমাণ্ড। অপ্পনও চাইলো এইমাত্র।
  • shrabani | ১৪ অক্টোবর ২০০৮ ১৬:৫৬ | 124.30.233.102
  • ধুস, কোন যুগে থাকেরে এরা। আজকাল যেমন সবাই অ্যাক্টর, অ্যাক্ট্রেস হয়না। শুধু লেখক, লেখিকা হয়না তেমনিই সবাই অভাগা, অভাগী নেই উঠে গেছে।ঃ-)
  • siki | ১৪ অক্টোবর ২০০৮ ১৬:৫৬ | 203.122.26.2
  • সোনাল দিব্যি মেয়ে। ওড়িশি নৃত্যশিল্পী সোনাল মানসিংয়ের নাম শোনো নাই?
  • Blank | ১৪ অক্টোবর ২০০৮ ১৬:৫৫ | 203.99.212.224
  • দিতেছি, স্যানের ঐ ব্যাঙ্গালুরুর নম্বরেই তো?
    স্যান কি মোবাইল হারাইয়াছে
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত