এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Div0 | ০২ অক্টোবর ২০০৮ ১৮:১৩ | 160.83.72.211
  • ওরে তোরা কে কোথায় গেলি ফিইইইরেএএ আআআয়.....
  • h | ০২ অক্টোবর ২০০৮ ১৭:২০ | 121.242.13.34
  • সিফো ব্যাপক প্যাঁক দিল।
  • samran | ০২ অক্টোবর ২০০৮ ১৬:২৮ | 59.93.198.16
  • সক্কলকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা...
  • sinfaut | ০২ অক্টোবর ২০০৮ ১৬:০৮ | 165.170.128.65
  • বারোমাস শারদীয়া পড়লে খারাপ লাগারই কথা।
  • h | ০২ অক্টোবর ২০০৮ ১৫:৪৬ | 121.242.13.34
  • তবে শ্যামল কুমার গঙ্গোপাধ্যায়ের স্মৃতিকথা আছে একটা, ব্যাপক।
  • h | ০২ অক্টোবর ২০০৮ ১৫:৩৩ | 121.242.13.34
  • বারোমাস শারদীয়া পড়ছি। ভালো লাগছে না।
  • Blank | ০২ অক্টোবর ২০০৮ ১৫:১২ | 203.99.212.224
  • হ্যাপি ঈদ সবাইকে
  • arjo | ০২ অক্টোবর ২০০৮ ০২:২৭ | 168.26.215.54
  • আমরা আবার কারা। যাক আমাদের স্কুলে ছুটির ঘন্টা বেজে গিয়েছে। চললুম।

    দ্রি এবারে সত্যি সত্যি সিইও হয়ে গেছেন।

    আর ব্রতীন চাপে চেপে গেছে।
  • aja | ০২ অক্টোবর ২০০৮ ০২:২৪ | 65.57.245.11
  • ম্যাচটা কারা জিতেছিল?
  • arjo | ০২ অক্টোবর ২০০৮ ০২:২১ | 168.26.215.54
  • আমি একবার পয়সা দিয়ে খেলেছিলাম। ঃ)))

    পাড়ায় বড়দের দলে তখনো আমাকে নেয় না(প্রতিভা বুঝতে পারে নি)। একই টূর্ণামেন্টে অন্য পাড়ার ছেলেরা খেলতে যাচ্ছে। কিন্তু ওদের পয়সা কম পরেছিল ২ টাকা। আমি দেওয়াতে আমাকে নিয়েছিল। তারপর নিজের পাড়ার বিপক্ষে একটা ম্যাচ জেতানো ইনিংস। আহা কি আরাম।
  • aja | ০২ অক্টোবর ২০০৮ ০২:১৩ | 65.57.245.11
  • পয়সা ছাড়া আর কিসের জন্য খেলে মানুষ? পয়সা দরকার না থকলে ঘুড়ি ওড়ায় না কেন?

    কেউ কি দেখেছ আবাপ প্রথম পাতায় যোধপুর বানাম জোধপুর লিকেচে?
  • arjo | ০২ অক্টোবর ২০০৮ ০২:১১ | 168.26.215.54
  • অজদা, দাদার বাবার নাম চণ্ডী গাঙ্গুলি। ঐ ম্যাচ ফি দাদার পকেট মানিও নয়। পয়সার জন্য দাদার ক্রিকেট না খেললেও হত।
  • aja | ০২ অক্টোবর ২০০৮ ০২:০৮ | 65.57.245.11
  • ইল্লি, এক্ষুণি রিটায়ার করুক আর ম্যাচ ফি মার চলে যাক আর কি। চারটে ম্যাচে ম্যাচ ফি কত হয়?
  • arjo | ০২ অক্টোবর ২০০৮ ০২:০৫ | 168.26.215.54
  • আরে সেটাই তো জানতে চাইলাম। আজকাল তাই বলছে ওদিকে msn অন্য কথা বলছে। বুইতে পারছি না। ভি আর এস নিতে বললে এখনি রিটায়ার করা উচিত।
  • aja | ০২ অক্টোবর ২০০৮ ০২:০৪ | 65.57.245.11
  • শুনলুম দাদাকে ভিআরএস নিতে বলেছে? দাদা নিচ্ছে নাকি?
  • arjo | ০২ অক্টোবর ২০০৮ ০১:৫০ | 168.26.215.54
  • সিঙ্গুর, অর্থনীতি ক্রাইসিস ইত্যাদির মধ্যে কচি করে দাদা কে নিয়ে যে খেলা হচ্ছে তা নিয়ে বাঙালীর কোনো মাথাব্যথা নেই। এর জন্য মহাকালের কাছে জবাবদিহি করতে হবে এই বলে রাখলাম। বাঙালীর কোনোই ইসে নেই।
  • arjo | ০২ অক্টোবর ২০০৮ ০১:৩৯ | 168.26.215.54
  • আচ্ছা এটা কে কনফার্ম করবে

    দাদা কি মুচলেকা দিয়ে ঢুকছে? তাহলে না ঢুকে কালই রিটায়ার করা উচিত। এই চান্স পাবার পর।
  • Blank | ০২ অক্টোবর ২০০৮ ০১:১৬ | 59.93.192.250
  • কাল অব্দি সময়
  • tania | ০২ অক্টোবর ২০০৮ ০১:১১ | 65.115.93.98
  • মালটার পায়ের কাছে একটা সিঁদুর মাখানো পাথর রেখে দাও, আর জনতার ভুল হবেনা ;-)
  • Blank | ০২ অক্টোবর ২০০৮ ০১:০৯ | 59.93.192.250
  • আমি খুব চাপে। এক খানা বট গাছ বানাবার কথা। সেটা বানাচ্ছিলুম, সেটা দেখে লোকে আজ বলেছে যে এটা ধানের গোলা। কেউ বলেছে অলিম্পিকের মশাল ঃ(
  • Blank | ০২ অক্টোবর ২০০৮ ০১:০৮ | 59.93.192.250
  • ঃ( ঃ(
  • tania | ০২ অক্টোবর ২০০৮ ০১:০৫ | 65.115.93.98
  • এবার ব্ল্যাঙ্কি বহুত বকুনি খাবে আমার কাছে। সর্ষে র লেখা এগোচ্ছেনা কেন?
  • Blank | ০২ অক্টোবর ২০০৮ ০০:১০ | 59.93.192.250
  • বাপুর জম্মদিনে সব ডেরাই কেন? লোকটা তো পুরো ভেজ ছিলো জানি
  • Somnath | ০২ অক্টোবর ২০০৮ ০০:০৬ | 82.178.101.32
  • তা ধর, কিছু ডি ভি ডি আছে, যেগুলো কম্পুটারে ঢোকালে কনটেন্ট দেখাচ্ছে, কিন্তু কপি করতে গেলেই মাল অনেকক্ষণ সময় নিচ্ছে আর ডি ভি ডি ড্রাইভের আলো পিটপিট করতে থাকছে। এরম ডিভিডি থেকে কি ডেটা উদ্ধার করা যায়? কিভাবে? কেউ বলতে পারে?
  • Div0 | ০১ অক্টোবর ২০০৮ ২৩:৪০ | 160.83.72.212
  • ও। অজদা আগেই লিখে দেছেন।
  • Div0 | ০১ অক্টোবর ২০০৮ ২৩:৩৮ | 160.83.72.212
  • দেশে কাল ছুটী উইদাউট সোমরস।
  • aja | ০১ অক্টোবর ২০০৮ ২২:২২ | 65.57.245.11
  • বুড়ো বয়সে সেনিলিটি বলে একটা ব্যাপার হয় তো, তাই।
  • d | ০১ অক্টোবর ২০০৮ ২২:১৯ | 117.195.40.225
  • ঃ))
    আহারে অজদা একা একাই বকবক করছে।
  • aja | ০১ অক্টোবর ২০০৮ ২২:১২ | 65.57.245.11
  • হ্যাবাড্ডে বাপু।
  • aja | ০১ অক্টোবর ২০০৮ ২১:৫৬ | 65.57.245.11
  • হুম্‌। এই ম্লেচ্ছদের দেশে জাতির জনকের জন্মদিন ভুলে গেছিলুম।

    তা গান্ধীবাবার জন্মদিনে ডিডি বোধহয় ড্রাই হয়ে আছেন। তাই আর গুরুতে উৎসাহ নেই।
  • d | ০১ অক্টোবর ২০০৮ ২১:৫৪ | 117.195.40.225
  • কেন দোসরা অক্টোবর? জাতীয় ছুটি তো।
  • aja | ০১ অক্টোবর ২০০৮ ২১:৫৩ | 65.57.245.11
  • কাল কিসের ছুটি?
  • d | ০১ অক্টোবর ২০০৮ ২১:৫২ | 117.195.40.225
  • কিন্তু দীপ্তেনদা? তাঁর পপাপ কি এখনও গজাচ্ছে? আজ তো অন্তত একবার উঁকি দেওয়া উচিৎ। কাল এমন মিষ্টি একখান ছুটি।
  • d | ০১ অক্টোবর ২০০৮ ২১:৫১ | 117.195.40.225
  • হুম
  • aja | ০১ অক্টোবর ২০০৮ ২১:৫০ | 65.57.245.11
  • আওয়াজ দিওনা দ। আমি এখন লাস্ট টেস্টামেন্ট অ্যান্ড উইল লিখছি ;)।
  • d | ০১ অক্টোবর ২০০৮ ২১:৪২ | 117.195.40.225
  • অজদার হাতে দেখা যাচ্ছে আজকাল বেশ সময়্‌টময় আছে ......
  • aja | ০১ অক্টোবর ২০০৮ ২০:৩৯ | 65.57.245.11
  • এই সমস্যার একটা বাজার ভিত্তিক সমাধান হোক। ভারতীয় ক্রিকেট বোর্ড তুলে দিয়ে শুধু ক্লাব ক্রিকেট রাখা হোক। যে বছর যে ক্লাব ইন্ডিয়া চ্যাম্পিয়ন হবে, সে বছর সেই ক্লাব হল টীম ইন্ডিয়া। তাহলে প্রতিযোগিতা-ভিত্তিক বাজার নিজেই খেলোয়াড় বাছাই সমস্যার ভাল সমাধান বের করবে।

    শ্যামলবাবু কি বলেন?
  • arjo | ০১ অক্টোবর ২০০৮ ২০:২৮ | 168.26.215.54
  • এটা যদি সত্যি হয় তাহলে এরা সবাই মিলে একটা কাজ করতে পারে। দাদা, লক্ষণ, দ্রাবিড় আর শচীন একসাথে ছেড়ে দিক। নে রোহিত শর্মা, বদ্রীনাথ, কেদারনাথ, হরিদ্বার, ঋষিকেশ, অমুক তমুক খেলুক অস্ট্রেলিয়ার সাথে। বুঝুক ধোনির ডাংগুলি আর টেস্ট ক্রিকেট এক নয়। এই ডাংগুলি ক্রিকেট (২০-২০) আসার পর থেকে ক্রিকেট খেলা আর দেখি না। সেই রোমান্টিসিজম টাই নষ্ট হয়ে গেছে। সেইসঙ্গে আমাদের উজবুক ক্রিকেট নির্বাচক ও ততোধিক উজবুগ কর্তাগুলো। পণ্টিং এর বয়স কত? হেডিং?
  • Abhyu | ০১ অক্টোবর ২০০৮ ১৯:৫৭ | 97.81.104.16
  • আজকাল তো বলছে দাদা মুচলেখা দিয়ে ঢুকেছে (আর এটা তো সিঙ্গুর সংক্রান্ত খবর নয় ঃ)
  • arjo | ০১ অক্টোবর ২০০৮ ১৯:২৬ | 168.26.215.54
  • 'আয়রন প্যারাশুটের' থেকে তো ভালো ;)
  • r | ০১ অক্টোবর ২০০৮ ১৯:১৬ | 198.96.180.245
  • ছেলের আনন্দ দ্যাখো! ওরে, এটাকে বলে গোল্ডেন হ্যান্ডশেক।
  • arjo | ০১ অক্টোবর ২০০৮ ১৮:৪৮ | 168.26.215.54
  • রঞ্জীব বিসওয়াল টা গিয়ে বাঁচা গেছে। থ্রি চিয়ার্স ফর রাজা বেঙ্কট। এক মিটিংয়েই কেল্লা ফতে।
  • arjo | ০১ অক্টোবর ২০০৮ ১৮:৪৫ | 168.26.215.54
  • দাদা কি দিলো/পুরো আটানা কিলো। চালিয়ে যাও গুরু। অন্য যেকেউ খেলা ছেড়ে দিত। এবারে দুইখান সেঞ্চুরি করবে। অন্তত জান লড়িয়ে দিয়ে দুইখান ৭০-৮০ করবেই।
  • siki | ০১ অক্টোবর ২০০৮ ১৮:১৫ | 203.122.26.2
  • গুরু-মারা বিদ্যে ;-)
  • arjo | ০১ অক্টোবর ২০০৮ ১৮:১৩ | 168.26.215.54
  • কিন্তু সিকি বলে বলে হ্যাক টা করে কি করে?
  • Arijit | ০১ অক্টোবর ২০০৮ ১৮:০২ | 61.95.144.123
  • সদ্য জাগিলেন।
  • siki | ০১ অক্টোবর ২০০৮ ১৭:৪৮ | 203.122.26.2
  • গুরু আবার নিদ্রা গিয়েছেন।
  • d | ০১ অক্টোবর ২০০৮ ১৫:৫৭ | 203.143.184.10
  • বাড়ী গিয়ে দেখবো।
  • siki | ০১ অক্টোবর ২০০৮ ১৫:৩০ | 203.122.26.2
  • সেইগুলোর দিক থেকেও টিসিএসের থেকে ভালো কোম্পানি ভারতে আছে। অ্যাপ্রেইজাল প্রসেস টিসিএসে ট্রান্সপ্যারেন্ট নয়, বরং ইনফিতে একটু স্বচ্ছ ছিল, আবার আইবিএমে টিসিএসের থেকেও অস্বচ্ছ। অ্যাকচুয়েলি টিসিএসের ইনট্রানেটটাই আদপে এমপ্লয়ি ফ্রেন্ডলি নয়। কীসব ভজঘট জিনিস। একেকটা অ্যাপ্লিকেশন এক এক রকম ভাবে লোড হয়। আবার তার থেকেও গাঁজু জিনিস আইবিএমের ব্লুপেজ। কোনও অ্যাপ্লিকেশন খুঁজতে খুঁজতেই অর্ধেক দিন বেরিয়ে যায়।

    ওয়ার্ক ফ্রম হোমে আইবিএম অবশ্যই সবার আগে। গ্রুপ মেডিক্যাল পলিসি ইনফিরটাই আমার বেশি ভালো লেগেছিল, টোটাল দুলাখ, যে খুশি ইউজ করো, ঐ দুলাখ লিমিট টোটাল। টিসিএসে বোধ হয় আমার পঞ্চাশহাজার, বউয়ের পঞ্চাশহাজার, এই রকম লিমিট।

    ইনফিতে টুকটাক ফ্রিবিজ দিব্যি মিলত, টি-শার্ট বা কফি কাপ। আইবিএমেও আইবিএম গুডিজ প্রচুর মেলে, ব্যাগ, টি-শার্ট, টুপি, এই-ওই-তাই। টিসিএস এই মামলায় একেবারে ভিখিরি। কিস্যু দেয় না। ঐ একবার পাবলিক ইস্যু বের করার সময়ে সবাইকে একটা করে চামড়ার ফোলিও দিয়েছিল।

    ট্র্যাভেল, টিসিএসে কোনও ব্রিফিং হয় না, আইবিএমেও হয় না। আইবিএমে তো ধরে নেওয়া হয় এমপ্লয়িগুলো মায়ের পেট থেকে পড়েই ফরেন ট্র্যাভেল এক্সপার্ট। ঐ অ্যামেক্সের কর্পোরেট কার্ডের কনসেপ্টটাই একটা বড় কনিকাল বাঁশ আইবিএমে। ইনফির থেকে কখনও বাইরে যাই নি, তবে অন্যদের যেতে দেখেছি, গুছিয়ে ক্লাস নেয় যাবার আগে, কালচারাল কনফ্লিক্ট ইত্যাদির ওপর জ্ঞান দেয় টেয়। না গেলেও দেয়। টাইম টু টাইম অনেক ভালো ভালো ট্রেনিং অ্যারেঞ্জ করে (করত) ইনফি। আইবিএমে ট্রেনিং হয় না, খালি সাট্টিফিকেশন হয়। নিজে বাড়িতে বসে গাঁতাও, সাট্টিফিকেশন দিলে তোমার পয়সা ফেরৎ। তিসিএসে ট্রেনিং ভালো ভালো হয় ঠিকই, কিন্তু অনেকটাই ধরাকওয়ার বেসিসে।

    ইত্যাদি। প্রভৃতি।

    আবার ইনফিতে দেখেছি son of the soilএর প্রতি একটা গভীর দয়াদাক্ষিণ্য ছিল, টিসিএসে সেটা দেখি নি, অবশ্য হতে পারে, আমি দিল্লিতে ছিলাম বলে সেটা হয় নি। অন্য জায়গার কথা জানি না।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত