এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • aja | ০১ অক্টোবর ২০০৮ ০৩:৪১ | 65.57.245.11
  • নাহে র‌্যাটাস, ব্যুরো অফ ল্যান্ড ম্যানেজমেন্টের জমিতে ফিরি তাঁব্য খাটানো যায়।
  • aja | ০১ অক্টোবর ২০০৮ ০৩:৪০ | 65.57.245.11
  • বাজার ধ্বসলে চাকরি থাকবে না। তাহলে ভাড়া দেবার পয়সা থাকবে না। তাহলে ...
  • Satya | ০১ অক্টোবর ২০০৮ ০৩:৩৯ | 63.192.82.30
  • যদিও এখনো সেই ভাড়া বাড়িই ভরসা... মানে আমার জন্য বাজার কি ধসেই ছিল? কোনদিনই গড়ে ওঠে নি?
  • Satya | ০১ অক্টোবর ২০০৮ ০৩:৩৮ | 63.192.82.30
  • এদেশে তো তাঁবু খাটাতে গেলেও বাড়ি ভাড়ার সমান ভাড়া দিতে হয়! তবে বাজার ধসলে অন্যের বাড়িতে - মানে ভাড়া বাড়িতে থাকা যাবে না কেন?
  • aja | ০১ অক্টোবর ২০০৮ ০৩:৩৬ | 65.57.245.11
  • শ্যামবাজার, বাগবাজার হলে তো অন্যের বাড়িতে থাকা যেত। এখানে ঐ তাঁবুই ভরসা।
  • Satya | ০১ অক্টোবর ২০০৮ ০৩:৩৬ | 63.192.82.30
  • বাজার ধসে গেলে কি খাবার দাবার সস্তা হবে? মানে এই ধরো যদুবাবুর বাজার ধসে গেল... তবে?
  • Satya | ০১ অক্টোবর ২০০৮ ০৩:৩৫ | 63.192.82.30
  • এটা কি শ্যামবাজার, না বাগবাজার - যে ধসে গেলে তাঁবু লাগবে?
  • aja | ০১ অক্টোবর ২০০৮ ০৩:৩০ | 65.57.245.11
  • তখন ঘরদোর অ্যাফোর্ড করতে পারবো না তো। হুভারভিলের মত বুশভিল কি ওবামাভিল কি ম্যাকেনভিল হবে। তাতে তাঁবু খাটিয়ে থাকবো।
  • Ishan | ০১ অক্টোবর ২০০৮ ০৩:১৭ | 12.163.39.254
  • যাব্বাবা বাজার ধ্বসে গেলে তাঁবুতে থাকবো কেন? আমি কি বাজারে থাকি নাকি?
  • aja | ০১ অক্টোবর ২০০৮ ০৩:১৪ | 65.57.245.11
  • বাজর ধ্বসে গেলে ক্ষতি নেই। তাঁবুতে থাকা অভ্যেস আছে। আর তাঁবু লং রানে সামলাতে না পারলে র‌্যাটাস আছে ক্যাম্পিং এক্সপার্ট। কনসাল্টেনসি করবে।
  • Blank | ০১ অক্টোবর ২০০৮ ০০:৩৪ | 59.93.161.16
  • তোমার গান !!!
    এক্কেবারে ভুলে মেরে দিয়েছিলুম্‌ম্‌ম্‌ম্‌ম্‌ম। করে দিচ্ছি
  • Abhyu | ৩০ সেপ্টেম্বর ২০০৮ ২৩:৪০ | 128.192.7.51
  • ব্ল্যানকি তোর ল্যাপি ঠিক হয়েছে?
  • Blank | ৩০ সেপ্টেম্বর ২০০৮ ২১:৪৬ | 59.93.161.16
  • তবে বিশ্বরুপ দা কে পেয়ে গেলে আর চাপ থাকবে না, ব্যবস্থা হয়ে যাবে। গ্রুপ টা বেশ রেয়ার
  • Blank | ৩০ সেপ্টেম্বর ২০০৮ ২১:৪৬ | 59.93.161.16
  • হানু দা, ব্লাডের দরকার হলে আমাকে একটা মেল করো।
  • Abhyu | ৩০ সেপ্টেম্বর ২০০৮ ২১:৩৪ | 97.81.104.16
  • বোধি, পারলে একটা মেল কোরো আমায় amandal অ্যাট stat.uga.edu
  • siki | ৩০ সেপ্টেম্বর ২০০৮ ২০:৫৩ | 122.162.83.191
  • বোধি,
    http://www.indianblooddonors.com/ কনসাল্ট করো। অনেক রেফারেন্স পেয়ে যাবে।

    পেশেন্ট কি সামবডি দিন্ডা?
  • A | ৩০ সেপ্টেম্বর ২০০৮ ২০:৫০ | 99.183.185.250
  • রক্তের জন্য বিশ্বরূপ বিশ্বাস কে এই নং# (৯৮৩০১২৯২৪৩) তে ফোন করে দেখতে পারেন।

    অথবা এখানে লিখলেও হতে পারে। http://www.orkut.com/Main#Community.aspx?cmm=20343567
  • arjo | ৩০ সেপ্টেম্বর ২০০৮ ২০:৪৪ | 168.26.215.54
  • হানু দা সব খবর ভালো? কি হয়েছে? ব্ল্যাংকিকে ধরো ওর তো অনেক বন্ধু।
  • h | ৩০ সেপ্টেম্বর ২০০৮ ২০:৩৯ | 121.242.13.34
  • আজকের মত রক্ত পাওয়া গ্যাছে। কাল আবার লাগতে পারে। কলকাতায়। বি নেগেটিভ।

    সোমনাথ কেমন আছিস? তোর ইদিকে রক্ত দেওয়ার মত বন্ধু/কন্ট্যাক্ট থাকলে মেলে জানাস।
  • arjo | ৩০ সেপ্টেম্বর ২০০৮ ২০:৩৩ | 168.26.215.54
  • এইচ সি এল ইনফোসিস্টেমে আগে নবাব কিনলে আরাম ফ্রির মতন হার্ডওয়ার কিনলে সফটওয়ার ফ্রি দিত। তাই একটা সফটওয়ার ডিভিসন ছিল। পরে আস্তে আস্তে এরাও বাইরের প্রোজেক্ট করতে থাকে, বেশ কিছু ব্লিডিং ডোমেস্টিক প্রোজেক্টও ছিল। অন্যদিকে টেকনোলজিস ছিল সফটওয়ার নিবেদিত প্রাণ। সফটওয়ারের লোকেদের জন্য বেটার জায়গা। ইনফোসিস্টেমে কাজ বিশেষ হত না কিন্তু এমপ্লয়ি স্যাটিসফেকশন দারুণ। এখন বেশ কবছর হল ইনফোসিস্টেম থেকে সফটওয়ার ডিভিসন বের করে টেকনলজিসে জুড়ে দিয়েছে। আচ্ছা এটা কি সফটওয়ার কোং এর তাইলে ইনফোসিস্টেম এল কি করে জানি না। ইনফোসিস্টেম মূলত হার্ডওয়ার। শুভজিত দা ভালো বলতে পারে বা র‌্যাটাস।
  • Arpan | ৩০ সেপ্টেম্বর ২০০৮ ২০:০৫ | 122.252.231.206
  • এইটা গেলবারের ছিল।

    http://dqindia.ciol.com/dqtop20/2007/employers07/

    এইচসিএল তো বেশ নাম করেছে।
  • arjo | ৩০ সেপ্টেম্বর ২০০৮ ১৯:৫৭ | 168.26.215.54
  • হ্যাঁ পাঠিকা।

    ও ছোট্ট করে দেওয়া নোটটা পড়লাম। আবিএম ইত্যাদিরা অপট আউট করেছে। আমার এইচ সি এল। তবে এখন এইচ সি এল এ অনেক চেঞ্জ হয়েছে। আগে ইনফোসিস্টেমের সফটওয়ার ডিভিসন ছিল। এখন তো সবই টেকনোলজিস এর আণ্ডারে। ইনফোসিস্টেমের এমপ্লয়ি স্যাটিসফেকশন বরাবর খুবই ভালো। একটা বেশ বাড়ি বাড়ি ব্যপার ছিল।
  • Arpan | ৩০ সেপ্টেম্বর ২০০৮ ১৯:৫৪ | 122.252.231.206
  • তোমার কোন দোকান?
  • arjo | ৩০ সেপ্টেম্বর ২০০৮ ১৯:৫১ | 168.26.215.54
  • অপ্পনের লিস্টিতে আমার একটি পুরোনো দোকানের নাম আছে। কিন্তু কগনিকে দেখাই যাচ্ছে না। ইনফিও নেই, আইবিএমও নেই। ওদিকে টিসিএস আছে। অপ্পনের দোকান কি ১ নং?
  • Arpan | ৩০ সেপ্টেম্বর ২০০৮ ১৯:৫১ | 122.252.231.206
  • খবর পাঠিকা?
  • arjo | ৩০ সেপ্টেম্বর ২০০৮ ১৯:৪৭ | 168.26.215.54
  • cnn এর খবর পড়া দেখলে চোখে জল চলে আসছে। এইমাত্র দেখে এলাম। কাল বেইল আউট ভোটের পর কে একটা কেঁদে ফেলেছে।
  • r | ৩০ সেপ্টেম্বর ২০০৮ ১৯:৩০ | 198.96.180.245
  • বাজারে আমার সম্পক্কে কোনো খবর আছে? জেনে রাখা ভালো। কখন কি ঘটে যায় কিস্যু বলা যায় না। হয় তো জানলাম আমি দোকান চেঞ্জ করেছি। আগে থেকে না জানা থাকলে পরে খুব হুড়োহুড়ি হবে।
  • arjo | ৩০ সেপ্টেম্বর ২০০৮ ১৯:১২ | 168.26.215.54
  • এই বাজারে ভাবছি খবর পড়তে শিখব। মার্কেট ডুবল কি ভাসল কিছুই যায় আসে না। সবেতেই বাড়ন্ত। শুভজিতদার পাঠানো পিপিটির শেষ ছবিটা দেখে কেমন টেনশন হচ্ছে। এই বাজারে নিজের দোকানে থাকাটাই তো ভালো।
  • Arpan | ৩০ সেপ্টেম্বর ২০০৮ ১৯:০৮ | 122.252.231.206
  • না তো। বাজারে এই খবরটা চলছে নাকি? ঃ)
  • d | ৩০ সেপ্টেম্বর ২০০৮ ১৯:০৬ | 203.143.184.10
  • দুম্বা পরে হলেও চলবে। অজ্জিত আমাকে স্লো কুকারে রেওয়াজি পাঁঠা রেঁধে খাওয়াবে। তাই না অজ্জিত?
  • d | ৩০ সেপ্টেম্বর ২০০৮ ১৯:০০ | 203.143.184.10
  • অপ্পন কি শীঘ্রই রঙ্গনের দোকানে গিয়ে ঢুকছে? কলকাতায়?
  • Somnath | ৩০ সেপ্টেম্বর ২০০৮ ১৮:৩৪ | 85.154.255.42
  • আই সি আই সি আই ব্যাঙ্ক লালবাতি জ্বালবে এরম একটা গুজব বাজারে ঘুরে বেড়াচ্ছে। এটা কতটা সত্যি? এখানে লোকজন বেশ টেনশন করছে।
  • Suvajit | ৩০ সেপ্টেম্বর ২০০৮ ১৮:১৭ | 124.183.138.164
  • বুশবাবু খুব ক্ষেপে গিয়েছেন। এক্ষুনি সেই ৯/১১ স্টাইলে ভাষন দিলেন। বক্তব্য, বেইলাউট নিয়ে আরও আলোচনা হবে। বিবিসি/স্কাইতে সবাই বলছে বেইলাউট অ্যাপ্রুভড হবেই।
  • Suvajit | ৩০ সেপ্টেম্বর ২০০৮ ১৮:১৪ | 124.183.138.164
  • আফগান নিয়ে কথা হচ্ছে যখন এই খবরটা থাকুক।
    http://tinyurl.com/4qsq9s
  • siki | ৩০ সেপ্টেম্বর ২০০৮ ১৭:৪৫ | 203.122.26.2
  • সরকারে তো ছুটি ছিলই না। মেয়ের স্কুলে কাল ছুটি। ডে বোর্ডিং খোলা। আমাদের কাল ছুটি ছিল, কিন্তু ক্যানসেল হয়ে গেছে। ঈদ পড়েছে নাকি ২ তারিখেই।
  • Blank | ৩০ সেপ্টেম্বর ২০০৮ ১৭:৩৫ | 203.99.212.224
  • প্রতি বছর এই এক প্রোজেক্টের মধ্যে ঠাকুর সাজানো। উফ। কাজ কম্মো লাটে।
  • shrabani | ৩০ সেপ্টেম্বর ২০০৮ ১৭:২৮ | 124.30.233.101
  • কালকের ছুটিটার কি হল কেউ বলতে পারে? শমীক?
  • Arijit | ৩০ সেপ্টেম্বর ২০০৮ ১৭:২৭ | 61.95.144.123
  • শুভজিতের লিংক খুলছে না।
  • Blank | ৩০ সেপ্টেম্বর ২০০৮ ১৭:২২ | 203.99.212.224
  • গুরু উঠেছে।
    আমার মতন চার জন হলে দুটো অর্ডার যথেষ্ট।
    টই সার্চাতে হয় ঃ(
    আমি আফগান খাবার খেতে চাই।
  • siki | ৩০ সেপ্টেম্বর ২০০৮ ১৬:৫৩ | 203.122.26.2
  • গুরু কিন্তু শুয়ে পড়েছে।
  • h | ৩০ সেপ্টেম্বর ২০০৮ ১৬:৪৬ | 125.18.104.1
  • b - রক্ত কেউ দিতে পারলে বলো।
  • arjo | ৩০ সেপ্টেম্বর ২০০৮ ১৬:৪৩ | 24.214.28.245
  • বল্লিমারান, হায় সে আর আমার যাওয়া হয় নাই। জীবনে কত কিই তো অধরা থেকে যায়। বল্লিমারান ও হয় নাই। কোজির আফগান চিকেন আর প্রিয়া কমপ্লেক্সের দুই নম্বরি আফগান খেয়েই দুধের স্বাদ ঘোলে মিটেছে।

    ব্ল্যাংক ওদিকে টই কেমন ধুকপুক করছে। ক্লিকালেই মনে হচ্ছে শুয়ে পড়বে।
  • Suvajit | ৩০ সেপ্টেম্বর ২০০৮ ১৬:৪১ | 124.183.138.164
  • টই খুলছে না। ব্লাঙ্কি কোথায়? যে pptটার কথা বলছিলাম এখানেই লিঙ্কটা দিলাম।
    http://tinyurl.com/4bhevc/Sub-Prime-Crisis-and-Future
  • siki | ৩০ সেপ্টেম্বর ২০০৮ ১৬:৪০ | 203.122.26.2
  • পুরীতে সবথেকে বড় খোরাক লেগেছিল, বিকেলবেলায় স্বর্গদ্বারের মোড়ে পাইকিরি রেটে আনন্দবাজার পত্রিকা বিক্কিরি হয়। দুপুরে ধৌলি এক্সপ্রেসে আসে। আর যত বাঙালি হামলে পড়ে আবাপ কেনে।
  • a | ৩০ সেপ্টেম্বর ২০০৮ ১৬:৩৬ | 125.18.104.1
  • আরে ব্ল্যাংক আমার কোশ্নোর উত্তর দিলো না তো!! মাটন রান জিনিসটা কজনে খাওয়া যায়? মনে ৪ জন গেলে ২টো না ৩ টে অর্ডার দেবো?

    আর আপনার পায়ের তলায় সর্ষে লেখার টইটাই বা কোথায়?
  • r | ৩০ সেপ্টেম্বর ২০০৮ ১৬:৩৫ | 125.18.104.1
  • ওরা বললে কি হল? আফগানরা কোনো খাবারে এত মশলা দেয় না। এই রবিবার ট্যামারিন্ডে একটা কুর্গ চিকেন ফ্রাই দিয়েছিল- কিস্যু হয় নি। প্রচুর বকে দিয়েছি। তবে বিসি বেলে বাথটা ভালো ছিল। একদম অথেন্টিক আফগান খাবার পাওয়া যেত বাল্লিমারানের একটা আফগান মেসে। ওখানে সব আফগান লোকজন লাঞ্চ আর ডিনার খেত, ভারতীয়রা প্রায় যেতই না। কলকাতায় এইরকম কিছু আড্ডা আছে কিনা জানি না।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত