sinfaut | ২৫ সেপ্টেম্বর ২০০৮ ১৬:৪৩ | 165.170.128.65
খুলে যাওয়ার পাবন্ধি না থাকলে বাজুবন্ধে। বা কোমরবন্ধে।
ব্ল্যাঙ্কো তুই আমাকে কাল একটা সিডি key স্ক্র্যাপ করলি কেন?
r | ২৫ সেপ্টেম্বর ২০০৮ ১৬:৪১ | 125.18.104.1
নিবন্ধ কোথায় পরে?
Blank | ২৫ সেপ্টেম্বর ২০০৮ ১৬:৩৭ | 203.99.212.224
আর নিবন্ধ পড়িস নে। নিবন্ধ পরলে কি হয় দেখলি তো?
sinfaut | ২৫ সেপ্টেম্বর ২০০৮ ১৬:৩৬ | 165.170.128.65
আমি পাইথনাচ্ছি। ঃ-)
কিন্তু অপ্পন্দা, আজকের নিবন্ধ কী করে পড়ব? খুললেই তো সেই ভাষাহীন ভাষা দেখতে পাচ্ছি।
Blank | ২৫ সেপ্টেম্বর ২০০৮ ১৬:৩২ | 203.99.212.224
কিন্তু বাকিরা সবাই কাজায় কেন এত?
Blank | ২৫ সেপ্টেম্বর ২০০৮ ১৬:৩১ | 203.99.212.224
এক কালে খাওয়া যেতো না। লোকে অ্যাবকসে যায় বেশী।
Arijit | ২৫ সেপ্টেম্বর ২০০৮ ১৬:৩০ | 61.95.144.123
মন্দ নয়। আগের সাথে তুলনা কি করে করি - এই তো প্রথমবার গেলুম।
Blank | ২৫ সেপ্টেম্বর ২০০৮ ১৬:২৬ | 203.99.212.224
মিশ্রাজের খাবার এখন কেমন?
Arijit | ২৫ সেপ্টেম্বর ২০০৮ ১৬:২৩ | 61.95.144.123
পুজোর আগে টিম লাঞ্চ ছিলো। "মিশ্রাজ'-এ গেসলুম। কিন্তু চেলো কাবাবের নাম কেন চেলো কাবাব সেই নিয়ে ধন্ধে আছি। চেলোর মতন দেখতেও নয়, খাওয়ার সময় কেউ চেলো বাজায়ও না...
Arpan | ২৫ সেপ্টেম্বর ২০০৮ ১৬:২৩ | 202.91.136.71
নিবন্ধ সেকশনটা মিস করে গেছিলাম। ঃ(
Arijit | ২৫ সেপ্টেম্বর ২০০৮ ১৬:০৪ | 61.95.144.123
আমার শুধু ইন্টারেস্ট আছে এই কর্ণাটক বা অন্য কোথাও ন্যানো প্রোজেক্ট যদি হয়, আর সেখানে যদি চাষের জমির ব্যাপার থাকে তাহলে মেধা পাটেকর, অনুরাধা তলোয়ার ইত্যাদিরা কি করেন। মেধার তো এমনিতেই বিরোধিতা করার কথা - কারণ শস্তার গাড়ি, বেশি বিকোবে, সুতরাং দূষণ বেশি হবে - এটা ওঁর একটা যুক্তি ছিলো।
Blank | ২৫ সেপ্টেম্বর ২০০৮ ১৫:৫৫ | 203.99.212.224
নানাবতী কমিশন ক্লীনচীট দিলো মোদী কে
r | ২৫ সেপ্টেম্বর ২০০৮ ১৫:৫২ | 198.96.180.245
একেবারেই নিরামিষ নয়। কালকের নিবন্ধ যদি উন্মাদের প্রলাপ হয়, আজকের নিবন্ধ হল শয়তানের স্বগতোক্তি- রিলিজিয়াস প্রোফাইলিঙের উস্কানি।
siki | ২৫ সেপ্টেম্বর ২০০৮ ১৫:৫১ | 203.122.26.2
পাগ্লা ক্ষীর খা! গুড় দিয়ে রুটি, চিনি দিয়ে চা !!
siki | ২৫ সেপ্টেম্বর ২০০৮ ১৫:৫০ | 203.122.26.2
ন্যানো গোয়িং পন্থনগর। মমতা ডুয়িং অ্যাজিটেশন। নিরুপম মেকিং কনফার্মেশন। বাংগালিলোগ প্লাকিং অ্যান্ড প্লাকিং অ্যান্ড প্লাকিং, শেষ ভালো যার সব ভালো।
Arpan | ২৫ সেপ্টেম্বর ২০০৮ ১৫:৫০ | 202.91.136.71
আজকের প্রতিদিন নিতান্তই নিরামিষ। শুধু তিনটে চোখে পড়ার মত খবর আছে। এক, প্রসূনবাবুর (সালিম) ইন্টারভিউ। দুই, কর্ণাটকে লোকাল সুসি টাটার প্ল্যান্ট নিয়ে আন্দোলনের পরিকল্পনা করছে আর এই জন্য তারা পঃবঙ্গের কৃ.জ.র.ক.-এর সাহায্য নেবে। তিন, কেরলে সেজ নিয়ে সিপিআই সিপিএম বিরোধ তুঙ্গে।
r | ২৫ সেপ্টেম্বর ২০০৮ ১৫:৪৮ | 198.96.180.245
নতুন কিছু না, তবে ক্রমাগত। অতএব অনাগতও আছে, যার কথা ভেবে ভয় করে।
Arijit | ২৫ সেপ্টেম্বর ২০০৮ ১৫:৪০ | 61.95.144.123
আবার নতুন দুর্ভাগ্য কি দেখলে?
Arpan | ২৫ সেপ্টেম্বর ২০০৮ ১৪:৩৬ | 202.91.136.71
ওরে না, দাঁড়ির পরে স্পেস দাওনি। কী মুশকিল, এইটা তো ভাবলাম বোঝাই যাচ্ছে। ঃ)
siki | ২৫ সেপ্টেম্বর ২০০৮ ১৩:৩৯ | 203.122.26.2
ওকে। দময়ন্তী, জিমেল দেখতে পারবে এখন?
san | ২৫ সেপ্টেম্বর ২০০৮ ১৩:৩৪ | 12.144.134.2
একই অফিস, অন্য টিম। ফলে নো পদ্মফুল।
siki | ২৫ সেপ্টেম্বর ২০০৮ ১৩:৩৩ | 203.122.26.2
তুই কি এখন অন্য কোথাও? মানে তোর সাথে আগে আমার যেখানে কথা হত, সেখানে এখন নেই?
san | ২৫ সেপ্টেম্বর ২০০৮ ১৩:২৩ | 12.144.134.2
জিমেইল এখন ব্লকড। এক আধদিন লুকিয়ে চুরিয়ে খোলা হয়েছিল। কিন্তু এখন উপায় নাই।
siki | ২৫ সেপ্টেম্বর ২০০৮ ১৩:১৮ | 203.122.26.2
খচ্চরকে খচ্চর বলাই আমার মানসিকতা। বললাম তো। আমি নিজেও একবার ওর খচরামির শিকার হয়েছিলাম।
যাকগে, আমি একটা মেল করেছি ওদিকে। একটু দেখে উত্তর দিস।
san | ২৫ সেপ্টেম্বর ২০০৮ ১৩:০৩ | 12.144.134.2
আর এই খচ্চর মহিলা টহিলা বলা কোন ধরণের মানসিকতা? এইগুলোকে কেন ঈশান মোছেনা আমি বুঝিনা। পাবলিক ফিগার হলেই বা। আগেও আপত্তি করেছি, আজকেও করলাম।
অপ্পন, সবাই সব সময় অনলাইন থাকেনা। বারো ঘন্টা পরে এসে অন্য কথার মাঝখানে মাথা গলাতে ইচ্ছেও করেনা সবসময়। আমার বলেনা অনেকেরই। এর থেকে কিছু ধরে নেয়া ঠিক হবেনা বোধয় ঃ-)
r | ২৫ সেপ্টেম্বর ২০০৮ ১২:৫৫ | 125.18.104.1
বাঙালীজাতটার দুর্ভাগ্যের কোনো অন্ত নাই! খারাপ লাগে।
siki | ২৫ সেপ্টেম্বর ২০০৮ ১২:৫০ | 203.122.26.2
সেম হিয়ার। ঝগড়াঝাঁটি ভাল্লাগছে না। একতা নন ইস্যুকে ট্রিভিয়াল ইস্যু বানিয়ে তোলাটা আমারো পছন্দ হচ্ছে না। আমার মাথা ঠান্ডাই আছে।
কাটান দিলে দাও। নইলে লড়ে যাও।
h | ২৫ সেপ্টেম্বর ২০০৮ ১২:৩৬ | 125.18.104.1
যাক গে কাটাও। আর ভাল্লাগে না বন্ধুদের সঙ্গে ঝগড়া করতে।
Arpan | ২৫ সেপ্টেম্বর ২০০৮ ১২:৩৪ | 202.91.136.71
স্যান রেগে গেলে "স্পেস' ছাড়ে না। ঃ)
h | ২৫ সেপ্টেম্বর ২০০৮ ১২:৩৩ | 125.18.104.1
ওকে। বোঝা গেল। তোমার আলোচনা করার মানসিকতা নেই। এই মুহুর্তে অন্তত নেই। মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি নামক এক রাজনৈতিক নেতা এই লাইনে নাম করেছেন।
তুমি যে সব যুক্তি দিচ্ছ, সেই গুলা কোন যুক্তি নয়। সে কারণে তারে কাউন্টার করলাম না। মাথা ঠান্ডা হলে ভেবে দেখো।
অন্য কাকে গাল দাও নি, সেটার কারণে কমপ্লিটলি অন্য ব্যক্তি কে গাল দেওয়ার ক্ষমতা তোমার গজায় না।
কার্টুন/খিল্লি এই গুলোতে আমার পার্সোনালি কোন আপত্তি নেই। এমনকি অশ্লীল খিল্লিতেও নেই, অ্যাজ লং অ্যাজ ইট ইজ ফান। কিন্তু সেটা আমাদের এখানে পোলিটিকাল কাল্চার নয়। সেটারে তোমাকে খেয়াল রাখতে হবে তো রে বাবা। শ্লীল অশ্লীল ডেফিনিশন ছগলে করে। আমি ছাগল নই। আমার বক্তব্য হল মাত্রাজ্ঞান টা যখন তখন ভুলে যাওয়া টা কোন কাজের কথা নয়। এই বার পাবলিক ফান কেসটা ডজি। লোকে ?যদি তোমার ফানে মজা না পায় তোমারে ক্যাল দেবে। এইটা বাংলা লজিক। গাঁট লজিক। কিন্তু দু পক্ষের গাঁট লজিকের বিতর্ক তো অনেক দেখলাম, আর ভাল্লাগে না। তুমি আর নতুন করে কোরো না। অকারণে একটা ভালো ছেলে স্রেফ রেগে গেছে বলে আমি বোকা আমি বোকা বলে চিল্লাচ্ছে এইটাও তো ওভারল অবসিন।
ধুত। মাথা ঠান্ডা করো।
san | ২৫ সেপ্টেম্বর ২০০৮ ১২:২৮ | 12.144.134.2
মগজের কথা হচ্ছেনা সিকি। পোলিটিকাল কারেক্টনেসের কথা তো একেবারেই হচ্ছেনা। হচ্ছে রুচির কথা।তোমার না বোঝার কথাও নয়।
Arpan | ২৫ সেপ্টেম্বর ২০০৮ ১২:২৭ | 202.91.136.71
খিল্লি আর লাইবেলের সীমারেখাটা খুব সূক্ষ্ম। শমীকের এই "খিল্লি'টা আমার ব্যক্তিগতভাবে খুব মোটাদাগের মনে হয়েছে। আর না করলেই খুশি হব। মমতাকে প্রচুর অপছন্দ করা সঙ্কেÄও।
তবে এই পাতাতেই দুই প্রবীণ রাজনীতিবিদের মধ্যে অতীত কোন প্রণয়ের সম্ভাবনা ও তার সুদূরপ্রসারী ফল নিয়ে একটুআধটু খিল্লি হয়েছিল। অনেকেই পার্টিসিপেট করেছিল। কারো কোন আপত্তি হয়নি।
বেসিক্যালি লাইনটা খুব সূক্ষ্ম।
h | ২৫ সেপ্টেম্বর ২০০৮ ১২:২৩ | 125.18.104.1
একটা বোগাস লেখা নিয়ে খিল্লি করেছ বেশ করেছ। তোমার পোলিটিকাল কারেকটনেস প্রমাণ করার কোন দায় নেই। মানে এর পরে তোমার নিজের সচ্চরিত্র প্রমাণ করার জন্য মৃত বা জীবিত ব্যক্তিকে অপমান না করলেও চলবে।
কিন্তু এই রকম বাজে পার্সোনাল মন্তব্য করছো এইটা ঠিক নয়। আমি তোমার উপরে খুব ই রেগে গেলাম। একটা অ্যাপোলোজি যতক্ষন না লিখবা ততক্ষন রেগে থাকবো। একটা ভালো ছেলে তুমি, এই সব বাজে কথা বলার অভ্যেস ছাড়ো।
siki | ২৫ সেপ্টেম্বর ২০০৮ ১২:২২ | 203.122.26.2
আমি কতটা বোকা, কতটা বুদ্ধিমান আমি নিজেই সেটা জানি। আমার বুদ্ধি বলছে ক্ষমা চাওয়ার মত কিস্যু আমি লিখি নি। ক্ষমা চাইবো না। ব্যস। নিজের মগজ নিয়ে ইয়ার্কিটা ইয়ার্কি বলেও বোঝো না? প্রতিটা পোস্ট করার আগে তার লক্ষ্মণরেখা ইত্যাদি বিচার করে, কতটা শ্লীল হল, কতটা অশ্লীল হল, সেটা বিচার করে পোস্ট করা, এটা একটু ভিক্টোরিয়ান শুদ্ধতা টাইপ হয়ে যাচ্ছে না?
বাজে ভালো শ্লীল অশ্লীলের সঠিক ডেফিনিশন দাও আগে।
Arijit | ২৫ সেপ্টেম্বর ২০০৮ ১২:২২ | 61.95.144.123
ফের এক গুচ্ছ অসংসদীয় ভাষা।
siki | ২৫ সেপ্টেম্বর ২০০৮ ১২:২০ | 203.122.26.2
দ্যাখো বোধি, প্রাণে খিল্লি এলে সেটাকে প্রকাশ করেছি এই মাত্র। সেটাকে খিল্লি বলে বোঝার ক্ষমতা যদি কারুর না থাকে, তো সেটা তাদের অপারগতা। আমার নয়। মমতাকে নিয়ে এই খিল্লি আজকের নয়, অনেক পুরনো। তখনও তৃণমূলের জন্ম হয় নি। তুমিও জানো আমিও জানি মমতার বিয়ে নিয়ে আমি এতটুকুও ভাবিত নই। জাস্ট মজা করার জন্য বলা, তাই বলেছি। ও রকম আমরা কথায় কথায় বাপ তুলেও থাকি, তাই বলে কি সত্যি শ্রোতার বাবাকে রেফার করে কথা বলি নাকি?
মনে রেখো, উমা ভারতী বা মায়াবতী সম্পর্কে আমি এ রকম কথা বলি নি কখনও। ফলে, "বিয়ে সঠিক সময়ে না দিলে বয়েসকালে মেয়েদের মাথা এই রকমি বিগড়ে যায়' জাতীয় ভার্ডিক্ট যদি কেউ আমার মন্তব্যে দেখে থাকেন, তা হলে ভাই আমি নাচার। কোনও জেনারেলাইজ্ড স্টেটমেন্টে আমি যাই নি। মমতা নামক খচ্চর মহিলাটা জনগণের অনেক ছিঁড়েছেন, অনেক লোকের ব্যক্তিগত জীবন হ্যাম্পারড হয়ে গেছে ওঁর সো-কল্ড রাজনীতির ঠেলায়, তাই ওঁর ব্যক্তিগত জীবন নিয়েও আমি খিল্লি করতে পারি। একশোবার পারি। কারুর ভাল লাগলে নেবে, না লাগলে নেবে না।
অ্যাপোলজি কিসের? আমি কিচ্ছু ভুল বলি নি। কথাটাকে লিটারেলি না নিলেই হত। বিয়ে দিলেই কেউ শুধরে যায় না, সেটা বোঝবার মত মগজ নিশ্চয়ই সব্বার আছে। মালটা বহুৎ জ্বালিয়েছে, আমি তাই একটু গায়ের ঝাল মিটিয়েছি। নো অ্যাপোলজি। মামার বাড়ি নাকি?
h | ২৫ সেপ্টেম্বর ২০০৮ ১২:১৮ | 125.18.104.1
শমীক নিজেকে প্রায়শই বোকা বলে থাকো। বিশ্বাস করো সেটা অত্যন্ত বোকা বোকা ব্যাপার। আমরা কেউ ই এটা বিশ্বাস করি না। তুমি একটা অ্যাপোলোজি ল্যাখো। মানুষ সম্পর্কে অযথা ভুল ভাল কথা কোয়ো না। এইটা কি অভ্যেস।
h | ২৫ সেপ্টেম্বর ২০০৮ ১২:০৯ | 125.18.104.1
ধুর এইরকম কথা বার্তা হলে খুব বাজে লাগে। কি করছ বলোতো শমীক। এইসব বাজে মন্তব্য করা তোমার অত্যন্ত অনুচিত হয়েছে। একটা অ্যাপোলোজি লেখো। বাজে জেদ কোরোনা।
Arijit | ২৫ সেপ্টেম্বর ২০০৮ ১২:০০ | 61.95.144.123
মোটামুটি বুঝছি যে টাটা চলে গেলে কোন ক্ষতি নাই গ্রুপে দুটো ভাগ আছে - তার মধ্যে মেজরিটি হল সিপিয়েম-কে-বাঁশ-দাও গোষ্ঠী, খুব ছোট একটা অংশ ওই কৃষিজমি ইত্যাদি নিয়ে ভাবিত।
আমি আবার বোধির ওই সাজেশনটা রি-ইটারেট করবো - বুদ্ধবাবুর নতুন করে ম্যান্ডেট নেওয়া উচিত।
siki | ২৫ সেপ্টেম্বর ২০০৮ ১২:০০ | 203.122.26.2
লে লে ভাই সুপুরি। আমার খিল্লি এই জাতেরই। কী করা যাবে। আউট অফ বক্স চিন্তাভাবনা করার মত মগজ আমার নাই।
pi | ২৫ সেপ্টেম্বর ২০০৮ ১১:৫৭ | 69.251.184.3
মমতার লেখাটা পড়ে মনে হয়েছে লেখা হয়নি, খিল্লি পেয়েছে, করেওছি। কিন্তু মমতা ক্যানো বিয়ে করলেন না সে প্রশ্ন মনে জাগেনি।
san | ২৫ সেপ্টেম্বর ২০০৮ ১১:৫৭ | 12.144.134.2
হ্যাঁ বোধিদা যদি সিকির নামে সুপুরি দেয় , আমি নিতে ইচ্ছুক। মমতার রচনা তো এই সব রসিকতার চেয়ে বেশি বোকাবোকা নয়।তাইলে?
siki | ২৫ সেপ্টেম্বর ২০০৮ ১১:৫৬ | 203.122.26.2
কী আর করা যাবে। মান ধুয়ে কি জল খাবো? আর কটা দিনই বা ...
d | ২৫ সেপ্টেম্বর ২০০৮ ১১:৫৪ | 203.143.184.10
শমীকের বক্তব্যটা মমতা'র লেখাটার চেয়েও অনেক অনেক বেশী নীচুমানের। পোস্টটা পড়ে আমার একেবারে ভাগাড় দেখার মত অনুভুতি হল। নাকে একেবারে ঝাপটা মেরে কোন্নগর মাস্টারপাড়া ভাগাড়ের গন্ধটা এসে নাকে লাগল।
Arijit | ২৫ সেপ্টেম্বর ২০০৮ ১১:৫১ | 61.95.144.123
এই রক্তের রক্তস্নানের রক্তকরবীটা বেশ জটায়ুর বইয়ের নামের মতন।
Arijit | ২৫ সেপ্টেম্বর ২০০৮ ১১:৫০ | 61.95.144.123
বা একখান লাইব্রেরী ক্যাটালগের ওপর ম্যাপরিডিউস চালিয়ে আউটপুট বানাইসে। সেই একটা সিনিমায় কমল হাসানের গলায় একটা গান ছিলো - শুধুই সিনেমার নাম দিয়ে - এক দুজে কে লিয়ে মনে হয় - সেই রকম।
siki | ২৫ সেপ্টেম্বর ২০০৮ ১১:৪৮ | 203.122.26.2
কাল প্রথমে ব্যকরণটা বোঝার চেষ্টা করেছিলাম। রক্তের রক্তস্নানের রক্তকরবী ... বিশ্বাসের বিশ্বাসযোগ্যতা ... এটাকেই কি যমক অলঙ্কার বলে?
এটাকে ইন ফ্যাক্ট কোনও অলঙ্কারই বলে না। এটা বাংলাই হয় নি। যাই হোক, আর কটা দিনই বা ...
Arijit | ২৫ সেপ্টেম্বর ২০০৮ ১১:৪০ | 61.95.144.123
রচনাবই নয়। চলন্তিকার ওপর একখান র্যান্ডমাইজার চালিয়ে একটা লিস্ট বানিয়ে সেটা ছেপে দিয়েছে।
siki | ২৫ সেপ্টেম্বর ২০০৮ ১১:৩৭ | 203.122.26.2
বোধি এইবার খুব রাগ করবে। আমি জানি। কিন্তু কী করব!
Arijit | ২৫ সেপ্টেম্বর ২০০৮ ১১:৩৪ | 61.95.144.123
মামু - কিছু কর। আমার কেন জানি না ডিনায়াল অব সার্ভিস মনে হচ্ছে। একবার লগটা দেখিস।
মমতার প্রবন্ধ বা ওই জাতীয় কিছু লেখাটা আমি জনতাকে পড়ালাম - এই বেথে-র কথাটাই বল্ল সকলে।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন