হয় তো আমারই অক্ষমতা। আমি উইন উইন সিচুয়েশনে আসতে পারি নি। হয় পুণে যাও, নয় কলকাতা যাও, নয় চেন্নাই যাও, নয় আইবিএম ছাড়ো।
এপ্রিল মাসটা কীভাবে আমার কেটেছে আমিই জানি। শেষমেশ যখন বুঝলাম এত তাড়াতাড়ি দিল্লিতে চাকরি খুঁজে পাওয়া সহজ হবে না, টেনটেটিভলি পুণেতে "হ্যাঁ' বলতে হল। সেদিনই সন্ধ্যেয় কলকাতা আইবিএম থেকে কনফার্মেশন এল। সাথে সাথে ব্যাঙ্গালোরে ফোন করে রিসোর্স ডিপ্লয়মেন্ট ম্যানেজারকে জানালাম, চয়েস এলে আমি পুণের বদলে কলকাতাই যেতে চাই। সে আর মানবে কেন? বলল, আমি সিস্টেম আপডেট করে দিয়েছি, তোমাকে পুণেতেই আসতে হবে।
শেষমেশ যেদিন রেজিগ দিলাম, সেদিনই দিল্লি আইবিএমে আমার একতা জায়গা হল। বললাম, লাস্ট চান্স, দিল্লি দাও, রেজিগ তুলে নিচ্ছি, আমি পুণেও যাব না, কলকাতাও যাব না। ন্যাচারালি আইবিএম মানল না। নাচতে নাচতে চাগ্রি ছেড়ে দিলাম। তার পরেও দুদিন ধরে কলকাতা আইবিএম ফলোআপ করেছিল, যাতে আমি রেজিগ ফিরিয়ে নিয়ে কলকাতা যাই। সে কিছুতেই বুঝতে পারছে না, বাঙালি হয়েও আমি কেন কলকাতার অফারকে "না' বলছি।
সে সব দিন ... ঃ-))
Arijit | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ১১:৪২ | 61.95.144.123
আর এই বোধি কোন আক্কেলে পটারকে গালি দিয়ে গেলো? হ্যারি পটার গ্রীণপ্লামের চে ঢের ভালো।
গ্রীণপ্লাম যা দাবি করে ওদের ডেটাশীটে এখনো অবধি তার ধারেকাছে যায়নি আমি যা টেস্ট করেছি তাতে। একবার বল্ল আমাদের ক্লাস্টারটা অ্যাডিকোয়েট নয় - তো ওদের ক্লাস্টারে পারফরম্যান্স আমাদের ক্লাস্টারের চেয়েও বাজে আসছে। আমার মনে হয় ওরা এখনও নেহাতই বাচ্চা - কনসেপ্টটা খুবই ভালো সেটা তো বহুদিন ধরে আমরা বলে আসছি - কিন্তু ওদের দাঁড়াতে আরেট্টু সময় লাগবে। আমার বরং ভার্টিকা-কে বেশি শক্তিশালী লাগছে - সময় পাচ্ছি না বলে ওটা নিয়ে খেলতে পারছি না।
Blank | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ১১:৪১ | 203.99.212.224
এদেশে কেরিয়ার পাল্টাবার অপশান বড় কম
Arijit | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ১১:৩৭ | 61.95.144.123
টিসিএস দিল্লীতে আমার অভিজ্ঞতা উল্টো - বাইরে না গেলে কেরিয়ার স্ট্যাগন্যান্ট হয়ে যায়। আর বাইরে না গিয়েও ওপরে উঠতে গেলে প্রচুর ম্যানিপুলেটিভ হতে হয় - আমারই জনা দুই কলেজের বন্ধু উদাহরণ আছে।
তবে সবই দশ বছরের পুরনো অভিজ্ঞতা। এখন কারো সাথেই যোগাযোগ নেই। আমার কোং-এও প্রচুর বাইরে যেতে হয় - তবে প্রোডাক্ট কোং তো - ইমপ্লিমেন্টেশন আর ক্লায়েন্ট সার্ভিসের লোকজন যায়। আমাদের যেতে হয় না।
lcm | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ১১:৩২ | 71.132.137.6
সিকি, কিন্তু অনেকে এক জায়গায় থাকে। টি সি এস- কলকাতায় বা চেন্নাই-তে আমার পরিচিত কয়েকজন আছে প্রায় ১০+ বছর ধরে (একজন প্রায় ১৫+ বছর), এবং এরা শুরুর দিকে এক দু বার শর্ট টার্মে বাইরে গিয়েছিল, কিন্তু তারপর থেকে একেবারে থিতু। বেশ ভাল পজিশনে চলে গেছে। pwc-তে আমার বন্ধু প্রায় দশ বছর ছিল। অবশ্য ইদানিং কি হয় জানি না।
Arpan | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ১১:১৭ | 202.91.136.71
তেমনি নিজের দিকে তাকিয়েও দেখতে পাই এখনো কোথাও শিকড় গেড়ে বসা হল না। সবসময় মনে হয় এখানে আর কদ্দিনই বা? ঃ)
Arpan | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ১১:১৫ | 202.91.136.71
শমীক, সে মোটেই আইবিএমকে আদর্শ কোম্পানি বলেনি। বলেছিল মোটামুটি এই ব্যপারগুলো ভাল।
বেঙ্গালুরুতে আমাদের দোকানে এক মহিলার সাথে কথা হচ্ছিল। আমার পাশেই বসেন। তিনি গত চার বছর ধরে বাইরে যাওয়া কাটিয়ে আসছেন। বললেন তো এর জন্য ভুগতে হয়নি। এখন তুমি ভুগবে ভুগবে না এইটা প্রচণ্ড নির্ভর করে বস আর কোম্পানি কালচারের উপর। মোটের উপর তুমি যা বললে সেতো সত্যিই। কিন্তু দিনের শেষে নিগোশিয়েট করে একটা উইন-উইন সিচুয়েশনে আসা যায় বলেই মনে হয়। আমার পার্সোনাল অভিজ্ঞতা।
Arpan | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ১১:০৯ | 202.91.136.71
আরে সিকি, তুমি চেনো তাকে। প্রি.অ.বে.। ঃ))
Suvajit | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ১১:০৫ | 59.154.50.124
আইবি এম কলকাতা হলে বলতে পারি, ঐ অরিজিৎএর কথামতো সব অ্যাডহক হয়। এমনকি আমি দুটো প্রযেক্ট ম্যানেজ করছিলাম, দুটোরই গেল গেল অবস্থা, আমি তো ভাবছি চাকরিই গেল বোধহয়। হঠাৎ একদিন বস ডেকে বললো, আমাদের সব্বাইকে ৫০০০ টাকা বোনাস দেওয়া হচ্ছে !!ঃ-)
Suvajit | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ১১:০১ | 59.154.50.124
অ তাই বলো। আমি ওয়েবস্ফিয়ারের 4.4 - 4.5 ভার্সানে এককালে কাজ করেছিলাম। কি ভংয়কর ব্যাথার জিনিস। http সার্ভারের সংগে কানেক্টিভিটি করতে দম বেরিয়ে গেছিলো। তার্পর 5.2, 5.5 এই ভার্সানগুলো অনেক বেটার, যদিও সব রিসোর্স নিয়ে বসে থাকে। আর এখন তো 6.2 বোধহয়।
siki | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ১১:০০ | 203.122.26.2
অর্পণ,
তোমার বন্ধু সদ্য আইবিএম জয়েন করেছে বোধ হয়, হানিমুনের ঘোর এখনো কাটে নি, তাই এমন আদর্শ কোম্পানি মনে হচ্ছে। যাক, এর বেশি আর কিছু কথা খরচা করতে চাই না আইবিএম সম্পর্কে।
ভারতে আইটি ইন্ডাস্ট্রির মূলমন্ত্রই হচ্ছে রাত অবধি অফিসে না থাকতে পারলে তুমি ইনকমপিটেন্ট। অথচ ডেইলি আট ঘন্টার বেশি তুমি লগও করতে পারো না। আইটি ইন্ডাস্ট্রি ইন ভারত ইজ বেস্ট ফর ব্যাচেলর্স, যাদের কোনও পিছুটান নেই, আজ দিল্লি যেতে বললে দশ মাসের জন্য দিল্লি যাবে, তারপরে কাল চেন্নাই যেতে বলবে দেড় বছরের জন্য, শেষ হলে পরের প্রজেক্ট পুণেতে সাড়ে সাত মাসের জন্য, তোমার বউ বাচ্চা থাকতে নেই, তাদের পার্সোনাল লাইফ থাকতে নেই, তোমার নিজের ঘর থাকতে নেই, তোমার বউকে চাকরি করতে নেই, তোমার বাচ্চাকে যখন কোম্পানি চাইবে তখন ইস্কুল চেঞ্জ করতে হবে, যখন তোমার কোম্পানির ইচ্ছে হবে তখন ইংরেজির পাশাপাশি মারাঠি শিখবে, তামিল শিখবে, কন্নড় শিখবে, তবেই না তুমি কোম্পানির ভ্যালুয়েব্ল অ্যাসেট হবে, তারপরে কোম্পনি তোমাকে দু বছরের জন্য অনসাইট পাঠিয়ে দেবে, ইউএস, তুমি ওখানে গিয়ে মোহিত হয়ে তোমার ইউএস বাস এক্সটেন্ড করবে, করতে থাকবে, তোমার বাচ্চা আমেরিকান স্কুলে পড়বে, বড় হবে, আস্তে আস্তে এভাবেই শিকড় আলগা হয়ে যাবে। হারিয়ে যাবে শিকড়।
এই, গড়পড়তা এই হল ভারতে আইটি ইন্ডাস্ট্রির ভবিতব্য। তুমি যদি লং টার্মে বাইরে যেতে না চাও, তুমি যদি আজ হায়দ্রাবাদ কাল বেঙ্গালুরু না করতে চাও, তোমার পশ্চাদ্দেশে তিন লাথ মেরে কোম্পানি তোমাকে ভাগিয়ে দেবে।
বড় হতাশ লাগে আজকাল।
a x | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ১০:৫৫ | 75.53.194.212
দ, ওটা "স্বজন"-ই।
a x | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ১০:৫০ | 75.53.194.212
সিরিয়াসলি মাইরি!! ফাস্ট ফরওয়ার্ড করে সিনেমা দেখে আমাকে দিয়ে এত কথা বকালো!!! এদিকে আমার দেশে ফিরে যাওয়া নিয়ে কত বেদনার কথা জানানোর ছিলো সেগুলো আমি ব্যান্ডিট কুইনের জন্য স্যাক্রিফাইস করলাম!
bozo | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ১০:৪৭ | 68.227.84.133
সেক্স ও তার রেফারেন্স নিয়ে দেখ সোফি (ডেনমার্ক, ১৪-১৫ মিনিট)। মিনি মুভি কিন্তু কাফি মুভি। নেটফ্লিক্সে অনলাইন আছে।
Blank | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ১০:৪৬ | 203.99.212.224
এখুনো যাওয়া হয় নি, উইকেন্ডে প্ল্যান আছে। আগে এট্টু হোমওয়ার্ক করা দরকার যে
sinfaut | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ১০:৪৬ | 165.170.128.65
দিদিমুনি এবার প্রচন্ড রেগে যাবে।
Arijit | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ১০:৪৫ | 61.95.144.123
ও না না - ওটা উদা। আমি ওয়েবস্ফিয়ারে কাজ করি নাই বলে ভার্সন ইত্যাদি জানি না। তবে পিকিউলিয়ার পিকিউলিয়ার প্রোপ্রাইটারি জিনিসের লোক চায় দেখেছি।
bozo | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ১০:৪৫ | 68.227.84.133
অক্ষ উহা সিঁফোর অ্যালুশন টু ব্যান্ডিট কুইন (আমার ধারনা, অন্য কোনো মুভিও হতে পারে)।
sinfaut | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ১০:৪৪ | 165.170.128.65
ঃ-((
এমনি কথা প্রসঙ্গে বলা। আর মাইরি বলছি, সিনেমাটা আমি গোটা দেখিনি। মাঝে মাঝে এগিয়ে দিয়েছি। যখন কিসব বলছিলো তখন শুনেছি।
শেষে দেখেছিলাম মেয়েটাকে ঠেলে সমুদ্রে ফেলে দিল। ঃ-))
হ্যাহ্যাহ্যা।
Suvajit | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ১০:৪৩ | 59.154.50.124
ওয়েবস্ফিয়ার 2.4 !!!! সে তো জব চার্নকের আমলে ব্যবহার হতো। আইবিএম তার লোক চাইছে???
a x | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ১০:৪০ | 75.53.194.212
এইরে সিঁফো আর আমি কি একই সিনেমা দেখেছি?! কলসী কাঁখে বেশ্যা খদ্দের এসব এলো কোত্থেকে? নাকি ওগুলো এমনি কোনো উদাহরণ হিসেবে বল্লে? মেয়েটি তো "বেশ্যা" না। লোকটিও "খদ্দের" না। ইনফ্যাক্ট মেয়েটি পয়সা দিয়েছিল লোকটাকে এই জন্য যে লোকটা মেয়েটাকে দেখবে, "যা দেখানো হয়না", তাই দেখবে। আর লোকটিকে পেয়েছিল একটি gay-bar থেকে। এটা ইম্পর্টান্ট, কেননা, লোকটি তার মানে supposedly dis-interested in a female body।
এনিওয়ে আমি একটু বেশি বাতেলা মারি এই নিয়ে, ক্যারেড অ্যাওয়ে হয়ে যাই। তোমার ভালো লাগাতেই হবে এমন একেবারেই না ;-) আমারও তো পাসোলিনি খুব একটা ভালো লাগেনা, অ্যাঞ্জেলোপুলাসও সব ভালো লাগেনা। বোদ্ধারা কট্মট্ করে তাকায়, আমি'ই বা কি করব? ঃ-))
Arpan | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ১০:৩৯ | 202.91.136.71
থ্যাংকু। হিসাবের বাইরের কাজ তো সব জায়গাতেই হয়। কাজের চাপ না থাকলে আরামসে হয়। চাপ থাকলে লুকিয়েচুরিয়ে হয়। ঃ)
lcm | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ১০:৩৬ | 71.132.137.6
অর্পন, কি ধরনের কোম্পানীতে কাজ করছ তার ওপর নির্ভর করছে। যেমন, কনসাল্টিং, বা, স্টার্ট আপ হলে ৪০-৬০ ঘন্টা। আর, মিড/লার্জ সাইজের কর্পোরেটে পার্মানেন্ট এম্পলয়ি হিসেবে বিসনেস অ্যাপ্লিকেশনে থাকলে হিসেব মতন সপ্তাহে ৪০ ঘন্টা (]২০০০ ঘন্টা বছরে), আর হিসেবের বাইরে, লাঞ্চ/কফি/সার্ফিং/গুচ.. বাদ দিয়ে কত আর, মেরেকেটে ২৫ ঘন্টা ঃ-) এগুলো ইউএস-এর।
d | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ১০:৩৫ | 203.143.184.10
যতটা সম্ভব আর কি।
Arpan | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ১০:৩৪ | 202.91.136.71
ইন্টারভিউ দেবার সময় বস কে হবে সব সময় জানার উপায় থাকে না তো। তাছাড়া তুমি তো যখন তখন এক বস থেকে অন্য বসের আন্ডারে বদলি হতে পারো।
Arijit | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ১০:৩৩ | 61.95.144.123
আইবিএম মাইরি বড্ড স্পেশ্যালাইজেশন করে। ওয়েবস্ফিয়ার ভার্সন 2.4, বা অমুকতমুক প্রোডাক্টের অমুকতমুক ভার্সন ইত্যাদি। আইবিএমের কেরিয়ার সাইটে দেখেছি। আমার তো জেনেরিক না হলে ব্যথা আছে - মানে ওরকম প্রোপ্রাইটারি টুলসেটে তো এক্সপারটিজ নাই। সেই জন্যে আইবিএম আমারে পাত্তা দেয় না।
d | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ১০:৩২ | 203.143.184.10
ইয়ে, আমি ঠেকে একখান কথা শিখেছি। ইন্টারভিউ দেবার সময়ে কে তোমার ভবিষ্যতে বস হতে যাচ্ছে, সেইটে একটু ভাল করে জেনে তার সাথে কথাবার্তা বলে নিতে পারলে ভাল হয়। তোমার বস যদি পাটনী বা সত্যম থেকে এসে থাকে ..... তাহলে প্রচুর ব্যথা। কোম্পানি পলিসি যাই হোক না কেন, সেসব তুমি উপভোগ করার সুযোগ নাও পেতে পার। সবচেয়ে ভাল হয় যদি তোমার বস দীর্ঘকাল বিদেশে বাস করে ক'বছর হল দেশে ফিরে থাকে।
bozo | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ১০:৩১ | 68.227.84.133
এখানেও অ্যাকাডেমিয়া বেশ ফ্লেক্সিবল। আমি মাঝে মাঝে এমনি-ই ডুব দেই। সকালে উঠে ডিসিশন নেই আজ যাব না। ব্যাস। লং উইক এন্ডে সাত দিন ছুটি নেই। কোনো দরখাস্ত ছাড়াই। আজ অবধি দরখাস্ত করে ছুটী নেই নি। তবে মাঝে মাঝে ৬-৭ দিন এক টানা ১৮-২০ ঘন্টাও কাজ করতে হয়। কাজের নেচারের ওপর ডিপেন্ড করে। ইন্ডাস্ট্রির থেকে অনেক বেশী ফ্লেক্সি।
d | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ১০:২৮ | 203.143.184.10
দোসরা অক্টো বৃহস্পতিবার। ভাবছি শুক্কুরবার ছুটি নিয়ে হায়দ্রাবাদ ঘুরে আসি।
Arpan | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ১০:২৭ | 202.91.136.71
অরিজিৎ, এ কথা ঠিক যে ইওরোপের সাথে তুলনা হয় না। তবু আজকাল দেশেও কিছু কিছু জায়গায় ওয়ার্ক ফ্রম হোম পলিসি চালু হয়েছে। তবে অনেক জায়গাতেই কনসেপ্টটা নেই এখনো।
আমার এক বন্ধু ইনফি ছেড়ে আইবিএম জয়েন করেছে। সে বলেছে পার্সোনাল-ওআর্ক লাইফ ব্যালান্স করতে চাইলে আইবিএম ইজ দ্য বেস্ট অপশন।
bozo | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ১০:২৭ | 68.227.84.133
নাটক*
d | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ১০:২৭ | 203.143.184.10
ব্ল্যাংকুশ, কুমারটুলি গেলি? ছবি তুললি?
bozo | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ১০:২৭ | 68.227.84.133
কৌশিক সেনের নটকের দল তো যতদূর মনে হয় স্বপ্নসন্ধানী। এরাই টিকটিকি করেছিল।
d | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ১০:২৬ | 203.143.184.10
নাটকের দল নয়। দলের নামটা মনে হয় ভুল বললাম। রাঙা আসুক, ঠিক করে দেবে।
d | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ১০:২৫ | 203.143.184.10
আজকাল তো বেশীরভাগ টি এন্ড এম এ 8.8 ঘন্টা করে বিলিং হয়।
bozo | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ১০:২৪ | 68.227.84.133
ফ্যাকাল্টি হলে তো সময় ফ্লেক্সিবল। আর কাজের নেচারের ওপর ডিপেন্ড করে। ওয়েট ল্যাব হলে সমস্যা। স্কুলে থাকতে হবে। কম্পু তে কাজ করা গেলে দিব্বি ৯-৫ জব করা যায়। না গেলেও চলে। ওয়ার্ক ফ্রম হোমঃ-)
Arijit | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ১০:২৩ | 61.95.144.123
আমার ধারণা অ্যাকাডেমিয়া অনেক বেশি ফ্লেক্সিবল। আমি যে কয়দিন থেকেছি তাতে আমার মনে হয়েছে নিজের বা নিজের ফ্যামিলির দরকারে অনেক সময় দেওয়া যায়, এবং যখন খুশি। চাপ কি নেই? তাও ছিলো। আমি দিনের বেলা ইউনিতে প্রোজেক্টের কাজ করতাম, ফাঁকে ফাঁকে প্ল্যানেটল্যাবে নিজের এক্সপেরিমেন্টগুলো চালিয়ে দিতাম। রাতে বাড়িতে খাওয়াদাওয়ার পর রেজাল্ট তুলতাম, অ্যানালাইজ করতাম, লিখতাম - ঋতি হওয়ার ছয় সাত মাস আগে এইভাবে কাজ করেছি। কিন্তু এই ধরো ঋকের যখন জ্বর হত - নার্সারী যেতে পারতো না - আমি বাড়িতে থেকেছি, কোন অসুবিধা হয়নি। বা ঋকের যখন পা পুড়ে গেলো, আমি একটানা দশদিনের ওপর বাড়িতে থেকেছি - আমার গাইড পরে ছুটির দরখাস্তটা পর্যন্ত নেয়নি - বলেছিলো ইউ ডিডন্ট গো অ্যাণ্ড এনজয় ইওরসেল্ফ!!!
ইউরোপে অ্যাটলিস্ট আমার মনে হয়েছে "ফামিলি ফার্স্ট'। আম্রিগায় জানি না, কারণ ঠিকেদারির কাজে ওসব বোঝা যায় না।
অপ্পনকে - ইউরোপে 37.5-40 hrs per week
Arpan | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ১০:১৯ | 202.91.136.71
প্রশ্নটা এই জন্য করা যে টিএনেম প্রোজেক্টে দিনে আট ঘন্টা করে বিল করার কথা। মাসে দাঁড়ায় গড়ে ধর একশোষাট। এইবার কিছু এস্টিমেশন মডেল নিয়ে কাজ করছিলাম। সব জায়গায় দেখলাম একশোবাহান্ন ধরে হিসেব করেছে।
pi | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ১০:১৬ | 69.251.184.3
অ্যাকাডেমিয়াতে, মানে রিসার্চ লাইনে গেলে বেশি সময় পাওয়া যায় ? পি এইচ ডি করার সময় তো হস্টেলের কামরাটার সাথে হপ্তায় সাড়ে সাঁইত্রিশ, বড়জোর চল্লিশ ঘণ্টার সহাবস্থান ঘটেছে !
Arpan | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ১০:১৫ | 202.91.136.71
আমার একটা বেসিক প্রশ্ন আছে। হপ্তায় কত ঘন্টা করে কাজ করতে হয় বাইরের দেশে?
Arijit | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ১০:১৩ | 61.95.144.123
কৌশিক সেন তো নাটকের লোক। স্বজন কি নাটকের গ্রুপ? কি নিয়ে ইন্টারভিউ নেবে?
Arijit | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ১০:১২ | 61.95.144.123
সেও ভেবেছি। আপিসের কাছে মানে রাজারহাট বা বাইপাসের ধারে কোথাও। এক নম্বর হল ওসব জায়গায় থাকা কঠিন (বাড়ির দাম, দোকানপাট - রাজারহাট বেসিক্যালি সেই দশ-পনেরো বছর আগের সল্লেক)। দুই - ছেলে/মেয়ে কার কাছে থাকবে সারাদিন?
bozo | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ১০:০৯ | 68.227.84.133
আপিসের কাছে থাকলে? ট্রান্সপোর্টের সময় বাঁচবে। কারন খড়গপুরে গেলেও তো সেই বাড়ী থেকে দূরে থাকা হবে। আমায় অবশ্য কে একজন বললেন যে ফ্যাকাল্টি রা তাদের মায়নার 3 times প্রজেক্ট থেকে ড্র করতে পারেন। তবু স্কেল যতদিন ভালো না করছে ভাল ফ্যাকাল্টি পাবার সমস্যা থাকবেই। তারপরে টু বডি প্রবলেম রয়েছে। বিশেষ করে যেসব স্কুল মেট্রো সিটি তে নয়।
আরেকটা জিনিষ, বছর দুতিনের মধ্যে দেখবে ঋক-ও স্কুল+ট্রান্সপোর্ট+টিউশন সব মিলিয়ে ৪০-৪৫ ঘন্টা/সপ্তাহ রুটিনে ঢুকে যাবে।
d | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ১০:০৬ | 203.143.184.10
এবারে বাড়ী গিয়ে ঐ কৌশিক সেনদের "স্বজন' না কি যেন তাদের একটা সাক্ষাৎকার নেবার ইচ্ছে আছে আমার। গু চ'র পক্ষ থেকে। জনগণ প্রশ্ন পাঠাবে? আমি সিরিয়াস কিন্তু
Arijit | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ১০:০৩ | 61.95.144.123
ধুর - সকাল আটটায় বেরিয়ে রাত নটায় বাড়ি ঢুকে হপ্তায় ৪৫ ঘন্টা আপিস করে বাকি "লাইফ' বলে বস্তুটা ভুলে গিয়ে টাকা নিয়ে করবোটা কি? হ্যাঁ, টাকার দরকার আছে - গত ছয় বছর অ্যাকাডেমিয়ায় থেকেছি, আমার সেভিংস বলে কিস্যু নাই, এখানে থাকিনি তাই পিএফ ইত্যাদিও নাই - কিন্তু কর্পোরেট লাইফ একটা লাইফ হল? ইউরোপে তাও হপ্তায় সাড়ে সাঁইত্রিশ, বড়জোর চল্লিশ ঘন্টা - এবং মোটামুটি সন্ধে সাতটার পর লোকে বাড়িতে নিজের ছেলেমেয়ের পিছনে সময় দিতে পারে। এখানে?
d | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ১০:০১ | 203.143.184.10
রঞ্জনদার মধ্যে কিরকম একটা "অন্ধজনে দেহ আলো' টাইপের ব্যপার আছে না?
আমার আত্মীয় একজন এখানে পি এইচ ডি করে চাকরী করে ১৯ বছর পরে ফেরত গেছেন। ইন ফ্যাক্ট আই বি এম এর নিউইয়র্কের ওয়াটসন রিসার্চ সেন্টার থেকে বাঙ্গালোরের সেন্টারে মুভ করেছেন। বছর ২ মতন হল। এখন-ও অস্বাচ্ছন্দ্য কাটে নি।
sinfaut | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ০৯:৪২ | 165.170.128.65
ঃ-((
ভালো লিখেছো বটে, কিন্তু আমার এসব কিছুই মনে হয়নি। তো কী করবো?
সেক্সুয়াল ইমেজ দিয়ে বানানো কিন্তু আদৌ সেক্সুয়াল নয় -
শুধুমাত্র নগ্ন নারীদেহকে বিশেষ অনুসঙ্গ ব্যতিরেকে আমার সেক্সুয়াল ইমেজ বলে মনে হয়না, এমনি, স্বাভাবিক ভাবে দেখতে পারি, চোখে আটকায় না। তাই অদৌ সেক্সুয়াল না হয়ে ওঠার জন্য বিশেষ চেষ্টা করতে হয়েছে বলে বুঝতে পারিনি। আমার কাছে ঠাঠা দুপুররোদে এক মহিলা প্লাস্টিকের কলসি নিয়ে জলের লাইনে যাচ্ছে, এমন কোনো দৃশ্য কোনো যৌনতা বহন করেনা।
দর্শকের ব্যক্তিগত মূহুর্তের ভ্যালু বা মরাল জাজমেন্ট -
এটা অনেক বড় প্রশ্ন। কঠিন প্রশ্ন। কখন কোন সময়ে ৩ এক্স দর্শক বা এক বেশ্যার খদ্দের নিজের মরালিটি নিয়ে চিন্তিত হবে, অস্বস্তি হবে, তার উত্তর শুধুমাত্র মেয়েটির শরীরের আনাচে কানাচে লেখা থাকেনা। নিজের মনে আর শরীরেও লেখা থাকে। এখন এটার কোনো স্পষ্ট উত্তর নেই। এখানেই আমার কাছে সিনেমাটা সবথেকে অসফল। দুটো পার্ট একসাথে নিতে চেয়েছে, এক এত কাছ থেকে এত ডিটেলে শরীর দেখাবো, যে কামনা বাসনা বাপবাপ করে পালাবে, দেখাবো মাংসের ভিতরটুকু। আর অন্যদিকে বেশ্যা ও খদ্দেরের মধ্যে মানসিক টানাপোড়েন, যেটা আমার শুধু মনে হয়েছে নিছক আঁতলামি। পয়েন্টলেস। ধোঁয়ায় ভরা।
হ্যাঁ, অস্বস্তি বা বিরক্তি নিয়ে ঠিক বলেছো। বা, পুরুষ ও নারী কেমন দুরকমভাবে দেখতে পারে সেও নিয়েও ঠিক।
সিম্বলিক ইমেজ বুঝিনি।
মোটকথা সিনেমা হিসেবে অতি খাজা লেগেছে। নারী হিসেবে কেমন লাগতো বুঝতে পারছিনা।
Arijit | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ০৯:৩৭ | 61.95.144.123
বোধি এইটা ভালো বলেছে। কাল থেকে আমিও ভাবছি - এই কর্পোরেট লাইফ মনে হয় না টানতে পারবো। অ্যাকাডেমিয়াই ভালো। কিন্তু সেও আবার কি গেরো হয় কে জানে - দিদিদের দেখে তো খুব সুবিধার লাগে না।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন