এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • lcm | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ০৮:৫৮ | 71.132.142.79
  • খাবারটা ভাল।
  • Abhyu | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ০৮:৫৩ | 97.81.111.254
  • না এই চীনাদের ইংলিশ নিয়ে কথা হবে না। এক ভদ্রলোক বলেন "ফু ইজ গু" ।

    বঙ্গানুবাদ - ৫ নম্বর।

    তীর্থদা, কাল তোমায় ফোন করব।
  • Tim | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ০৮:৪৫ | 24.127.39.26
  • ঃ-)))))))

    একা একা ড্রাইভিং শিখলেই তো হয়! কেউ বকবেনা, আবার বেশ ভালোভাবে শেখাও যাবে।
    ওহায়োতে ড্রাইভিং টেস্ট বেশ শক্ত হয় ( আমার চেনাশুনোদের মধ্যে মাত্র দুজন একবারে পাশ করেছে। আউট অফ এইট)।
  • sinfaut | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ০৮:১৮ | 117.195.192.115
  • অক্ষ দিদিমুনি,

    ভালো লাগেনি অ্যাঅহে। চমকালাম না, ভাববার কিছু পেলাম না, দেখে জমলোনা।

    আর তোমার অর্কুটে ইউটিউবের ঐ ভিডিও তো বলছে no longer available
  • Tirthang | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ০৭:৫৫ | 128.103.186.243
  • অক্ষর পোস্ট এবং আর্যর উত্তর পড়ে হেসে গড়াগড়ি খাচ্ছি ঃ-))))))))))))))

    আমাকে প্রথমবারের ড্রাইভিং টেস্টের শেষে বেজায় রাগী, রাশভারী ও বিপুলকায়া এক মহিলা বল্লেন, "কিস্যু হয়নি! প্যারালাল পার্কিং-এ তো ডাহা ফেল - তাও তোমাকে রাস্তায় নামিয়েছিলাম - দেখলাম কনফিডেন্স লেভেল একদম জিরো। তিনমাস হাইওয়েতে গাড়ী চালাও গিয়ে, তারপর পরীক্ষা দিতে এসো!'

    আমি বেজায় কাঁচুমাচু হয়ে বল্লুম, "ম্যাম, আসলে আমি ভালোই চালাই, আজ পরীক্ষা কিনা, আর আপনি পাশে বসে আছেন কিনা, তাই, মানে নার্ভাস হয়ে ...'

    ব্যস আর বলতে হল না। ভদ্রমহিলা গাঁক গাঁক করে চেঁচিয়ে বললেন, "নার্ভাস? ইয়ার্কি হচ্ছে? নার্ভাস? আর তোমার মত অপদার্থ ড্রাইভারের পাশে চলন্ত গাড়ীতে বসে আমি কতটা নার্ভাস একবারও ভেবেছ? নার্ভাস তুমি না আমি? অ্যাঁ?'
  • Du | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ০৫:২২ | 71.123.184.70
  • পশ্চিমবঙ্গে ডাকাতদের চেহারা ও কথাবার্তার ধরন দেখে আমি এত ইম্প্রেসড যে বিশ্বকর্মার চেহারা নিয়ে আর কোন প্রশ্ন এল না।
  • arjo | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ০৫:১৮ | 24.214.28.245
  • এঃহেঃ জনগণের লিফো আর ফিফো সম্বন্ধে কোনই জ্ঞান নেই দিকি।
  • c | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ০৪:৫৩ | 131.95.121.107
  • অক্ষরটা পরে পড়েছি কিনা!
    ঃ-)))))
  • c | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ০৪:১৩ | 131.95.121.107
  • এ হে হেঃ।
    আমি আর্যোর পোস্ট পড়ে ভাবলাম সত্যিই বুঝি এখানের কারুর বৌকে সে ড্রাইভিং শিখিয়েছিলো আর ক্যাশ নিয়েছিলো।ঃ-)))))
  • Paramita | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ০৩:৩৬ | 63.82.71.141
  • এদিকে আমি আবার টপ ডাউন পোস্ট পড়ি। আগে আজ্জোরটা পড়ে ফেলে ভারি মুশকিল হচ্ছিল।
  • papiya | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ০৩:২০ | 165.91.215.204
  • হেঁ হেঁ
  • tania | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ০৩:১৮ | 65.115.93.98
  • আজ্জো পূর্বাশ্রমে নির্ঘাৎ চৈনিক ছিল!
  • arjo | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ০২:৫০ | 168.26.215.54
  • আমি তোমার বউকেও শিখিয়েছিলাম। সে বেশ ভালোই করেছিল। আমাকে ক্যাশ দিয়েছিল। আমি শুধু ক্যাশ আর চেক নিই।
  • bozo | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ০২:৩৪ | 128.111.119.175
  • ও সেটাও বেশ সোজা। রিভার্স গিয়ারে আমর সব কিছুই সোজা লাগে। তবে ঐ টেস্ট এ ৩৬ এর মধ্যে ৩৩ খানা সঠিক উত্তর দিতে হবে ভাবলেই ভয় ধরে।
  • A | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ০২:৩২ | 99.183.185.250
  • এইটা --গাড়িটাকে পার্কিং স্পেসের ৯০ ডিগ্রী তে রেখে তাপ্পর ঢোকানো।

  • A | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ০২:২৮ | 99.183.185.250
  • ৯০ ডিগ্রী ব্যাক পার্কিং তো ব্যাকে গাড়ি বের করা নয়। সে তো গাড়ি সোজা ঢোকালে ব্যাকেই বের করতে হবে প্রতিবার। ৯০ ডিগ্রী ব্যাক পার্কিং টা হল ব্যাকে গাড়িটাকে পার্কিং স্পেস টুকু'র মধ্যে ঢোকানো।
  • a x | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ০২:২৮ | 143.111.22.23
  • আমাকেও এক চাইনীজ শিখিয়েছিল, তার নাম রিঙ্গো লি, তাকে সব ভারতীয় রিঙ্গোলি বলেই ডাকে। তার কথা কিছু বোঝা যায়না প্রায়। সে আমাকে বেশ বকত। ঐ অরেঞ্জ কোন গুলোতে পোল গুঁজে গুঁজে ঠিক অংক কষে আমাকে দিয়ে একবারে ম্যানুভারিবিলিটি পাশ করিয়েছিল। তবে লাইসেন্স পাবার পর বলেছিল, "আই ওয়ারি, ইউ ড্রাইভ কেয়ারফুল। ইউ ড্রাইভ অ্যালোন, সো আই ওয়ারি।"

    ইনার দুই প্রাচীন অরণ্য প্রবাদ -

    গাড়ি চালাতে চালাতে - "ব্যাকেন ব্যাকেন"। অ্যাঁ? বেঁকব? কেন? কোথায়? আরে এ বাংলা বলছে কি করে! অনেকক্ষণ কসরৎএর পর বোঝা গেল তিনি "ব্রেক ব্রেক" বলতে চেয়েছিলেন।

    প্রবাদ দুই।

    "আই ড্রোভ ইওর ওয়াইফ। শি ডিদ গুড। শি গিভ মি কিশ। আই টেক কিশ ইন চিক।"

    এর বঙ্গানুবাদ করুন, ১০ নম্বর।
  • bozo | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ০২:১৫ | 128.111.119.175
  • আমার জীবনে এই একটা বিষয় ভগবান-প্রদত্ত। না প্যারালেল পার্কিং নয়। ঐ ৯০ ডিগ্রী ব্যাক টার্ন টা। আমি পিছনে না তাকিয়ে একদম সোজা বের করতে পারি। সব-ই গলি-র কৃপা।
  • nyara | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ০২:০৮ | 67.88.241.3
  • সে অনেককালের কথা। মগধের সিংহাসনে তখন নরসিমহা রাও (বোধহয়), বেয়ার স্টার্ন তখনও বেঁচে, ক্যানসাসের রাস্তায় তখনও ম্যামথ চরে বেড়ায়। নিউ জার্সির রোড টেস্টে প্যারালাল পার্কিং-এ ডাহা ফেল মারলাম। কিন্তু বাকি পরীক্ষায় এত ভাল গাড়ি চালালাম - সামনে এবং পেছনে - যে আমার পরীক্ষক 'ভাল করে প্যারালাল পার্কিং প্র্যাকটিস করো' বলে এক ধাক্কায় পাশ করিয়ে দিলেন। অতঃপর পরীক্ষা আর প্যারালাল পার্কিং দুয়ের থেকেই ভয় সেই যে কেটে গেল, আর এল না।
  • Ishan | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ০১:৫৭ | 12.163.39.254
  • আমি ক্যানসাসে রোড টেস্ট দিতে গেছিলাম। প্যাপাতে আটকায়নি। তবু প্রথমবার ফেল করলাম, কারণ, দুবার নাকি স্পিড লিমিট ক্রস করেছি। আর একটা স্টপ সাইন দেখিনি। (খুবই ক্যাজুয়ালি নিয়েছিলাম মনে হয়)।

    পরেরবার রোড টেস্ট। খুব সাবধানে চালাচ্ছি। এক হিস্প্যানিক অরিজিনের মহিলা প্রীক্ষক। ৪০ লিমিট থাকলে ৩৫ এ চালাচ্ছি। মহিলা বললেন এতো আস্তে চালাচ্ছ কেন?
    আমি বললাম স্পিড লিমিটের নিচেই তো চালাচ্ছি।
    তাতে তিনি খুব রেগে গিয়ে বললেন, ৩৫ লিমিট থাকলে ৩৫ এই চালাতে হবে। কমে চালালে হবেনা। "Thats why its called speed limit."

    আমি আর তক্কো করিনি। মহিলার নামে কমপ্লেন করব ভেবেছিলাম। কিন্তু পাশ করে যাবার আনন্দে আর করিনি।
  • Paramita | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ০১:৪৯ | 63.82.71.141
  • আমায় যে চিনে ড্রাইভার প্যারালাল পার্কিং "শিখিয়েছিল" সে পরীক্ষাস্থলে নিয়ে গিয়ে গাছের ডালের মার্ক করে আর রাস্তার দাগ ধরে গাড়ি প্লেস করতে শিখিয়েছিল। তারপর থেকে যতবার প্যাপা করার দরকার হয় ঐ ডাল আর রাস্তার দাগটা খুঁজে পাই না, ফলে যেখানে রেপা আছে তেমন একটা জায়গা খুঁজে পার্ক করতে হয়।
  • A | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ০১:৪৬ | 99.183.185.250
  • ৯০ ডিগ্রী ব্যাক পার্কিং
  • a x | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ০১:৪৪ | 143.111.22.23
  • এই ৯০* ব্যাক বস্তুটি কি?

    শোনো, আমি এমন লোক যে সাইকেল চালালে সাইকেল আপনা আপনি গাড়ির দিকে ধেয়ে যায়, গাড়ি চালালে গাড়ি সেই শোধ তুলতে সাইকেলের দিকে আর সাইকেল না পেলে ফুটপাথে উঠে পড়তে চায়। সেই আমিও যখন এক বছর ধরে বিনা টিকিটে গাড়ি চালাচ্ছি, তখন ঐ সব প্যারালেল পার্কিং, আবার কিসব নব্বুই স্টার এসব জার্গনের ভয় দেখাতে পারবেনা হুঁ হুঁ বাওয়া।
  • A | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ০১:৩৭ | 99.183.185.250
  • থ্যাংকু অক্ষ-দা ঃ)
  • A | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ০১:৩৬ | 99.183.185.250
  • হি হি বোজো.. আমার ঐ প্যারাল্যাল পার্কিং করতে অ্যালার্জি যে ঃ( ঃ)

    আর 90* ব্যাক পার্কিং-এও। বড্ড ঘাড় টনটন করে ঃ(
  • a x | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ০১:৩৪ | 143.111.22.23
  • সিঁফো, ডাবল লাইফের ইউটিউব তো অনেকদিন আছে, আমার অর্কুটেও আছে।

    আর ইয়ে ক্যাথেরিন ব্রেইলা কেমন লাগল?
  • bozo | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ০১:১৭ | 128.111.119.175
  • না না ওটা 'আমি' লিখতে গিয়ে টাইপো ঃ-)
  • arjo | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ০১:১৬ | 168.26.215.54
  • রিটিন টেস্ট দেবার একটা অ্যালগো আছে, দিতেই থাকো যতক্ষন না পাস করো। পড়ার কোনো দরকার নেই। ক্যালিতে আমি এই করে তিনবারে পাস করেছিলাম। দ্বিতীয়বারের পর ভদ্রমহিলা সাংঘাতিক বকাবকি করেছিলেন। বল্লে, কিছুই কি পড়ো নি। আমি না বলায় আরও রেগে গিয়ে বল্লে, পরের বার পাস না করলে একমাস পরীক্ষায় বসতে দেব না। টেনশনে ছিলাম খুব।
  • Du | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ০১:১২ | 67.111.229.98
  • অম্মি কি অম্মিতার নিকনেম ?
  • bozo | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ০১:০৩ | 128.111.119.175
  • অম্মি আবার রোড টেস্ট দিতে রাজি। written দিতে গেলেই বিপত্তি।
  • a x | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ০০:৪১ | 143.111.22.23
  • আমি তো নন ইউ এস সিটিজেন, নন গ্রীণকার্ড, নন নড়ন চরন নট কিচ্ছু।
  • a x | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ০০:৩৯ | 143.111.22.23
  • আমায় রিটেন দিতে হয়নি, ভিসন দিতে হয়েছে আমি চশমা পরে চালাই যে!
  • a x | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ০০:৩৮ | 143.111.22.23
  • সরি, ১০ বা আট না, ছ' বছর। কিন্তু আমার H1B তার অনেক আগেই এক্সপায়ার করবে, তাও টেক্সাসে ২০১৪ অবধি দিল। এটা ওহায়ো হলে ঠিক ঐ ডেট অবধিই দিত বোধহয়।

    এবার ঐ লিংক পড়ে মনে হল, একবার লাইসেন্স হলেও পরের বার তুমি যখন অন্য স্টেটে যাবে আবার USCISএর কাগজ পত্র দেখিয়ে তবেই রিনিউয়াল হবে, এমনি এমনি শুধু পুরোনো লাইসেন্স দেখিয়ে হবেনা। তারমনে এই নয় যে পরীক্ষা দিতে হবে।
  • A | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ০০:৩৮ | 99.183.185.250
  • হ্যাঁ অমৃতা...

    হুঁ... এই লিংকটাই ঠিক বুঝতে পারছিনা..এটা কি নন ইউ এস সিটিজেন- ভিসা হোল্ডারদের জন্য প্রযোজ্য?

    টেক্সাসে পরীক্ষা দিতে হয়নি বলছো? তাহলে তো খুব ভালো কথা।

    মানে vision/written test অবধি ঠিক আছে। আবার রোড টেস্ট না দিতে হলেই হল ঃ)
  • a x | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ০০:২৬ | 143.111.22.23
  • A (অমৃতা তো?),
    লিংকটা দেখার আগেই বলি আমি তো ওহায়ো থেকে টেক্সাস এলাম - এসে খালি রিনিউ করালাম, কোনো পরীক্ষা দিইনি। এবার লিংক দেখছি। ওহায়ো তে প্রতি বছর রিনিউ করাতে হয়, এখানে বোধহয় ১০ বছর না আট বছর কি একটা দিয়েছে।
  • A | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ০০:২০ | 99.183.185.250
  • @ a x

    একটা ইনফো দিতে পারবে প্লিজ? ওহায়ো'র এই Non-Renewable/Non-Transferable Driver License টা কি বস্তু? নন ইউ এস সিটিজেন দের কি ওহায়ো'র লাইসেন্স থাকলে পরে অন্য স্টেটে মুভ করলে আবার written, road test স অ অ ব দিতে হবে?

    http://www.bmv.ohio.gov/driver_license/nonrenewlic.htm
  • Du | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ০০:০০ | 67.111.229.98
  • দুটো মেশিন থেকে হল তো অর্পণ, ঐ ইকো টাইমসের লিংক , আবার করে দেবার এনথুও পাচ্ছি না।
  • Arpan | ১৭ সেপ্টেম্বর ২০০৮ ২৩:৪৭ | 122.252.231.206
  • দুদি, লিংকটা বোধহয় ঠিক হয়নি।
  • a x | ১৭ সেপ্টেম্বর ২০০৮ ২৩:৪৪ | 143.111.22.23
  • কই না, আমি তো শাটল দেখিনা?
  • bozo | ১৭ সেপ্টেম্বর ২০০৮ ২২:৫৩ | 128.111.119.175
  • পার্কিং লট থেকে কেন? আমার ধারনা টি এম সি শাটল তোমার বাড়ীর সামনে দিয়েই যায়। ৩০ মিনিট অন্তর যদিও। না কি এরা আজকাল এই সব বন্ধ করে দিয়েছে। আহা কোথায় গেল সে সব দিন যখন মেট্রো স্টুডেন্ট এর জন্য ফ্রী ছিল।
    এখানে কিন্তু প্রচুর লোক পাবলিক ট্রান্সপোর্ট ইউস করে। অনেকের গাড়ী থাকা সত্বেও। মাঝে মাঝে বসার জায়গা পাওয়া যায় না।
  • c | ১৭ সেপ্টেম্বর ২০০৮ ২২:৪৪ | 131.95.121.107
  • দুধে বিষাক্ত পদার্থ ছিলো, অনেক শিশু অসুস্থ। চীন থেকে ঐ দুধ অনেক দেশে রপ্তানীও হয়েছে। পাশের সাইটে দেখলাম অনেকে চিন্তিত,ছেলেপুলেরা ঐ দুধ যদি খায় না জেনে!
  • a x | ১৭ সেপ্টেম্বর ২০০৮ ২২:৪০ | 143.111.22.23
  • সেটা তো সব শহরেই বোজো, পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করে ইন্টার্নশনাল স্টুডেন্ট, কালো, আর বেড়াতে আসা কিছু মানুষ। এখানে TMC এলাকাতে তো মেট্রো চড়ে অনেকে। আমাকেও শাটল নিতে হয় পার্কিং থেকে এখানে, যদিও সেটা এমনিতেই ফ্রী।
  • c | ১৭ সেপ্টেম্বর ২০০৮ ২২:৪০ | 131.95.121.107
  • হ্যাঁ অক্ষ, সবই অভ্যাসের ব্যাপার। সেই কবেই ল্যামার্ক...
  • d | ১৭ সেপ্টেম্বর ২০০৮ ২২:৩৭ | 121.245.182.226
  • আরে আমরাও প্রথমে চুপিচুপি হাসছিলাম। পরে অবশ্য ভেবে দেখলাম খুব একটা খারাপ নয় ব্যপারটা। ধর জানাই আছে ঐ রাস্তায় রাত হলে খুব কম গাড়ী চলে, তো সেক্ষেত্রে নিভিয়ে রেখে বিদ্যুৎ বাঁচালে তেমন ক্ষতি বোধহয় নেই।

    ব্যাঙ্গালোরে নাকি সব ট্র্যাফিক লাইট সৌরবিদ্যুতে চলে? সত্যি? তাহলে টানা ৩-৪ দিন বৃষ্টি হলে কি হয়?
  • a x | ১৭ সেপ্টেম্বর ২০০৮ ২২:৩৭ | 143.111.22.23
  • ঐ অপূর্ব রাত্রি একদিনই লেগেছিল, হু হু হাওয়া আর ঝড় এমনিতেই হেব্বি লাগে, পরের দিন চারদিক শুনশানও মন্দ না, তারপর বুঝলাম আমি আকাশের তারা চাইনা। আমি সভ্যতা চাই, নগরসভ্যতা চাই, ইন্টার্নেট চাই, গরম কফি চাই, গান বাজিয়ে শুনতে চাই, পাখা চালাতে চাই। সিনেমা দেখতে চাই। কিছু না খেলেও মাঝে মাঝে ফ্রীজে উঁকি মেরে দেখতে চাই ঃ-((

    গরমে গন্ধ বেরোনো লোকের ফ্রীজের উপুড় করা মাছ মাংসের সুবাস চাইনা, কাঁড়ি কাঁড়ি পোকামাকড়ের ধেয়ে আসা, উড়ে আসা চাইনা, হিমজলে নাইতে চাইনা, সন্ধ্যে থেকে একবার স্ক্র্যাবল খুলে, একবার স্ক্র্যাবল গুটিয়ে ভ্যাবলা হয়ে ১০টায় ঘুমোতে যেতে চাইনা ঃ-(
  • bozo | ১৭ সেপ্টেম্বর ২০০৮ ২২:৩৬ | 128.111.119.175
  • হিউস্টনে মেট্রো কি কেউ চড়ত? ডাউনটাউন এরিয়া টা বাদে? রিলায়েন্ট স্টেডিয়াম থেকে হারমান মেমোরিয়াল পার্ক অবধি মেট্রো তো কেবল 'কালারড' লোকেদের জন্য। আর কাউকে ভুলেও উঠতে দেখি নি। এখন অবশ্য $3.70 গ্যাসের জন্য কেউ কেউ উঠতে পারে।
  • c | ১৭ সেপ্টেম্বর ২০০৮ ২২:৩২ | 131.95.121.107
  • গুস্তাভজেঠু আর আইকখুড়ো চলে গেলো, এখন হয়তো আর কেউ আসবে না।
    এইবছরে পিসি মাসী রা কম।
  • a x | ১৭ সেপ্টেম্বর ২০০৮ ২২:২৯ | 143.111.22.23
  • একজনকে পাওয়া গেল আইপি ট্রেস করেনা ;-)
  • c | ১৭ সেপ্টেম্বর ২০০৮ ২২:২৮ | 131.95.121.107
  • ক্যাট্রিনা মাসীও বিদ্যুৎ নিয়ে গেছিলো।
    এগারোদিন পরে ফিরেছিলো বিদ্যুৎ। ততদিন আহা কী অপূর্ব রাত্রি, আহা কালো! একেবারে হীসাসের ওয়াইল্ডারনেস! এমনিতে এত এত বাতির আলোয় অমন কালো রাত আর অত তারা দেখাই যায় না তো!
  • a x | ১৭ সেপ্টেম্বর ২০০৮ ২২:২৭ | 143.111.22.23
  • হ্যাঁ হ্যাঁ এখানেও শাওয়ারের ব্যবস্থা হয়েছে, আর মেট্রো এখন ফ্রী কিছুদিন।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত