এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arpan | ১১ সেপ্টেম্বর ২০০৮ ২০:০৬ | 122.252.231.206
  • রিলায়েন্সের এইরকম জালি গল্প ছিল। প্রতি মাসে চেকে পেমেন্ট দিতে হবে, কিন্তু ড্রপবক্স যেখানে সেখানে যেতে আসতে পাক্কা দেড়টি ঘন্টা লাগে। ছেড়ে দিয়ে বেঁচেছি।
  • Arpan | ১১ সেপ্টেম্বর ২০০৮ ২০:০৪ | 122.252.231.206
  • সুদীপ্তঃ হ্যাঁ, সব জায়গাতেই ভ্যালিড।

    এই কাস্টমার কেয়ারে ফোন করে ঘন্টার পর ঘন্টা বসেই থাকতে হয়। কী বিল ওঠে রে বাবা! মোবাইল থেকে টোল-ফ্রি নাম্বার অ্যাক্সেস করা যায় না।
  • Blank | ১১ সেপ্টেম্বর ২০০৮ ২০:০৩ | 65.218.154.195
  • পাল্লিন দি কে হ্যাপি জম্ম দিনে অনেক গুলো দুম ফটাস বেলুন
  • Blank | ১১ সেপ্টেম্বর ২০০৮ ২০:০১ | 65.218.154.195
  • ঋতি কে একটা আস্ত নিউ ক্যাসল ক্লাব আর একটা আস্ত মোহন বাগান ক্লাব আর অনেক আদর।
  • P | ১১ সেপ্টেম্বর ২০০৮ ১৯:৪৫ | 193.32.3.83
  • হগ্গলেরে থাংকু।
    দুকে ডিমের কারির জন্যে ইস্পেশাল থাংকু ;-)

    আচ্ছা দমের এত জন্মদিন মনে থাকে কি করে ?

    আর বেথ্‌স লুকোবো কেন ? হ্যাপি বাড্ডে শুনতে বেশ লাগে। ওর্কুটে যে কেন দেখায় না। আজ আপডেট কত্তে গিয়েও খুঁজে পেলাম না।

    অজ্জিত , কাঠবুড়ি ও আজ জম্মদিন নাকি ? সে ও তাইলে কালে কালে মহান মহিলা হবে দেখো ঃ-)
  • Sudipta | ১১ সেপ্টেম্বর ২০০৮ ১৯:২৭ | 122.169.143.180
  • আমার একটা জিনিস জানার আছে; ড্রাইভিং লাইসেন্স যদি আমি হায়দ্রাবাদে করাই, তাহলে পশ্চিমবঙ্গে ফিরে গেলে কি আমায় আবার অ্যাড্রেস ইত্যাদি চেঞ্জ করতে হবে? নাকি সারা ভারতেই ওটা অ্যাপ্লিকেবল?
  • d | ১১ সেপ্টেম্বর ২০০৮ ১৯:২৭ | 203.143.184.10
  • এই কলি, কেমন আছ গো? অনেকদিন পরে দেখছি। শরীরগতিক সব ভাল তো?
  • d | ১১ সেপ্টেম্বর ২০০৮ ১৯:২৫ | 203.143.184.10
  • ওহোহো স্যানকে "কেরমভাবে হ্যাটা করে দেখো' বলতে চেয়েছিলাম।

    সিঁফো, অফিসে এ-মেইল চেক করা যায় না। আর বাড়ীর কানেকশান টাটা-ইন্ডি বন্ধ করে দিয়েছে, কারণ ঠিকানা বদলিয়েছি। সে এক বিরাট বিরক্তিকর গল্প! আমি টিন্ডি'র ইউ এস বি কানেকশানটা নিলাম, কারণ যে কোন জায়গা থেকে অ্যাকসেস করা যায় বলে। তারপর বাড়ীর ঠিকানা বদলালাম। এইমাসে বিল পে করার আগে মনে হল, ঠিকানাটা নেটে আপডেট করে দিই। দিলাম। পরেরদিন এসেমেস করল যে ঠিকানা বদলেছ কিন্তু অ্যাড্রেস প্রুফ জমা দাওনি, অবিলম্বে দাও। তারপরেরদিনই বন্ধ করে দিল। ফোন করতে এক মহাগাধা ফোন ধরে বলে যে আমাকে নাকি ওদের "ট্রু-ভ্যালু সেন্টার' এ গিয়ে নতুন লিজ এগ্রিমেন্টের কপি দিয়ে আসতে হবে। বললাম প্রথমবারে তো বাবা বেশ এসে নিয়ে গেছিলে, এবারেও কাউকে পাঠাও। বলে যে সে কেবল প্রথমবারেই হয়। পরেরবার থেকে গিয়ে দিয়ে আসতে হয়। বললাম কোথায় যাব বাড়ীর কাছের একটা ঠিকানা বল। তা তিনি খুঁজে পেলেন না। তখন বললাম এম জি রোডের কাছে কিছু বল। যে ঠিকানা বলল, তার শেষে দেখি "রায়গড়'। আমি অবাক হয়ে বললাম আমি তো পুণেতে। তাতে বলে তুমি মহারাষ্ট্রের এমজি রোডের কাছে খুঁজছ তো? পেল্লায় ধমক দিলাম। তখন দেখি একটা বোরিভোলি'র ঠিকানা বলছে। তখন বললাম তোমার সুপারভাইজারকে ফোন দাও। তারপরে সে একখান ঠিকানা দিল। গত শনিবার সেখানে গিয়ে দেখি দোকানটা উঠে গেছে। আবার ফোন করে ফ্যাক্স নাম্বার চাইলাম। দিল। সোমবার সকাল ন'টা নাগাদ গেলাম ফ্যাক্স করাতে, সে কেবল ফোন হয়ে বেজে গেল। আবার ফোন করলাম বলল সে ফ্যাক্স নাকি সোম থেকে শনি সকাল সাড়ে ন'টা থেকে সন্ধ্যে সাড়ে ছ'টা পজ্জন্ত খোলা থাকে। তারপর ঠিক করলাম কিচ্ছু করব না। স্রেফ বিল না দিয়ে চুপ করে বসে থাকব, ব্যাটার ঠিক ফোন করবে। ১৩ তারিখ লাস্ট ডেট। আজকে ঠিক ফোন করে জিগ্যেস করল বিল পেয়েছি কিনা। বললাম এই এই ব্যপার। তোমরা অ্যাড্রেস প্রুফ সংগ্রহ করার ব্যবস্থা না করলে আমি বিল দেব না। ব্যাস! তখন একটা মেইল আইডি দিয়ে বলেছে ওখানে প্রুফ পাঠিয়ে দিতে। আমি স্ক্যান করে পাঠিয়ে দিলাম এখন। তারপর দেখা যাক!

    কাস্টামার কেয়ার মানে পুরো কাষ্ঠ দিয়ে মার দিয়ে কেয়ার নেয়!!
  • kali | ১১ সেপ্টেম্বর ২০০৮ ১৯:০৯ | 160.36.205.87
  • অরিজিৎ, ঋতিকে আমার তরফ থেক এঅনেক আদর করে দিও, আর এই ভৌ আঁকা এক গোছা লাল-নীল বেলুন।

    পাল্লিনকে লাল মোমবাতি সহ ফোর লেয়ার কেক। ও হ্যাঁ, এই যে শুভেচ্ছাও রয়েছে।
  • Sudipta | ১১ সেপ্টেম্বর ২০০৮ ১৯:০৮ | 122.169.143.180
  • সে কি আর করা, কিন্তু একি!! চুপিসাড়ে! এয়ার্কি পায়া হ্যায়!
  • sinfaut | ১১ সেপ্টেম্বর ২০০৮ ১৯:০৫ | 165.170.128.65
  • আগেভাগে বলে ভালো করলি ভাই। গেলেও এবার থেকে সাবধানে চুপিসাড়ে যাব।

    (আচ্ছা, ওগুলো তাহলে রসগোল্লা ছিল)
  • Sudipta | ১১ সেপ্টেম্বর ২০০৮ ১৯:০২ | 122.169.143.180
  • সিঁফো-দা, মাধাপুরের দিকে এলে টেলে খপর কোরো, দেখা করা যাবে, উইথ হাতে গরম কেশভ রেড্ডির দশ টাকা পিস রসগোল্লা
  • san | ১১ সেপ্টেম্বর ২০০৮ ১৯:০০ | 12.144.134.2
  • ঃ-০
  • sinfaut | ১১ সেপ্টেম্বর ২০০৮ ১৮:৫৯ | 165.170.128.65
  • ডিঃ

    দিসনা আর স্যানের মাঝে একটা যেন হবে। নাহলে বলা যায়না, স্যান কখন আবার ঝিঁকিয়ে উঠবে।
  • Sudipta | ১১ সেপ্টেম্বর ২০০৮ ১৮:৫৯ | 122.169.143.180
  • বুনুদাকে তো গত এক বছর ধরেই দাদা বলি, কি মুশকিল! বুনুদা অবিশ্যি একবার দাদু বলার প্রস্তাব দেয়েছেল। সেক্ষেত্রে আমি বুনুদাদুর নাতি, হেহেহে!
  • san | ১১ সেপ্টেম্বর ২০০৮ ১৮:৫৯ | 12.144.134.2
  • এই সেরেছে তুমি ব্ল্যাংকির থেকেও ছোট !!!
  • sinfaut | ১১ সেপ্টেম্বর ২০০৮ ১৮:৫৮ | 165.170.128.65
  • এর জন্য আমারে দোষ দিসনা স্যান। সব বয়সের দোষ।
  • san | ১১ সেপ্টেম্বর ২০০৮ ১৮:৫৭ | 12.144.134.2
  • টিম কে টিমদা বলে কি কেউ? না বললে কেন বলেনা?
  • Sudipta | ১১ সেপ্টেম্বর ২০০৮ ১৮:৫৭ | 122.169.143.180
  • যাব্বাবা বুনুদা তো বুনুদা-ই , আবার কি বলবো!
  • san | ১১ সেপ্টেম্বর ২০০৮ ১৮:৫৫ | 12.144.134.2
  • সিঁফো-দা !!! কবে ব্ল্যাংকি-দা ও শুনবো। বাবারে ঃ-)
  • sinfaut | ১১ সেপ্টেম্বর ২০০৮ ১৮:৫৩ | 165.170.128.65
  • আমারে খাবার লোভ দেখিয়ে লাভ নাইকো। কয়েকদিনের মধ্যে য়োগীত্ব লাভ করব হনে।

    পাপ ড়িচাট আমি খাইনা, তবে লস্যিটা ভালো।
  • Sudipta | ১১ সেপ্টেম্বর ২০০৮ ১৮:৫১ | 122.169.143.180
  • সিঁফো-দা, এই সবে পাপড়ি চাট আর লস্যি খেয়ে এলুম, আজকের স্ন্যাক্স ঃ-)
  • sinfaut | ১১ সেপ্টেম্বর ২০০৮ ১৮:৫০ | 165.170.128.65
  • আমি কখন বাড়ি যাবো ঠিক করতে পারছিনা। এখন গেলে প্রচুর ভিড়, দেরীতে গেলে খিদে পেয়ে যাবে। ঃ-(
  • Sudipta | ১১ সেপ্টেম্বর ২০০৮ ১৮:৪৮ | 122.169.143.180
  • যাহ! অরিজিৎদা কেক খাওয়ানোর ভয়ে আজ তাড়াতাড়ি পালিয়ে গেল!! অন্ততঃ দুটো করে লজেঞ্চুষ পয্‌যন্ত দিলে নাকো!! কি দুক্কু ঃ-(
  • Du | ১১ সেপ্টেম্বর ২০০৮ ১৮:৪৫ | 67.111.229.98
  • হ্যাবাড্ডি পাল্লিন, পায়েস, লুচি আর মাখা মাখা ডিমের কারি।
  • Du | ১১ সেপ্টেম্বর ২০০৮ ১৮:৪২ | 67.111.229.98
  • ঋতির জন্য অনেক গালু আদর জন্মদিনে।
  • Sudipta | ১১ সেপ্টেম্বর ২০০৮ ১৮:৩৮ | 122.169.143.180
  • হ্যালো 1,2,3,4,5,6,7,8,9,0 হ্যালো টেস্টিং হ্যালো হ্যালো

    আজকে আমাদের এই ১১ই সেপ্টেম্বরের প্রাক্কালে ইত্যাদি ইত্যাদি ঃ-)
  • sinfaut | ১১ সেপ্টেম্বর ২০০৮ ১৮:৩৩ | 165.170.128.65
  • হ্যালো হ্যালো।
  • siki | ১১ সেপ্টেম্বর ২০০৮ ১৫:৩৯ | 203.122.26.2
  • শুধু তো ইমেল-টা বিচ্ছিন্ন করে রেখিচি। এর পর ফোনের চার্জারটাও ঝেড়ে দেব। তারপরে ঐ পচা ল্যাপির পাওয়ার কর্ডটা।
  • sinfaut | ১১ সেপ্টেম্বর ২০০৮ ১৫:২৩ | 165.170.128.65
  • দমদি ই-মেল বিচ্ছিন্ন কেন? সেও তো তোমার কিছু করেনি?
  • siki | ১১ সেপ্টেম্বর ২০০৮ ১৫:১১ | 203.122.26.2
  • ই কী রে! প্রাণে ভয় নেই এতোটুকু? আমার নামে আওয়াজ দেয়?
  • d | ১১ সেপ্টেম্বর ২০০৮ ১৪:৫৪ | 203.143.184.10
  • (এহে স্যান আমাকে কেরম ভাবে করে দেখো। ভারী দুক্‌ষু পেলাম। আমি বলে সেইদিনই সে নাম্বাররে মোবলিতে ঢুকিয়ে নিছি!!
    আমি কি ঈশান নাকি অ্যাঁ??
    নাকি বে থের মত রামছড়ু!!?? )
  • sinfaut | ১১ সেপ্টেম্বর ২০০৮ ১৪:০১ | 165.170.128.65
  • ডুবলিনের পারমিতা ও কলকাতার পুঁচকে ঋতিকে জন্মদিনের অনেক শুভেচ্ছা।
  • siki | ১১ সেপ্টেম্বর ২০০৮ ১৩:৪১ | 203.122.26.2
  • পাল্লিন, হ্যাবাড্ডি। লুকিয়ে রাখিস ক্যানে?

    অজ্জিত, ঋতিকে হ্যাবাড্ডি, আর একটা গোব্‌দা উইনি দা পুঃ।

    এয়ারটেলে কাস্টমার কেয়ারে পাতি ফোন করে বলো আমি বিরক্ত অনুভব করছি, আমাকে দয়া করে কোনও অ্যাড বা প্রোমো মেসেজ ফোন বা এসেমেস করে পাঠাবেন না। ওরা তোমার কথাটাই আরেকবার আউড়ে কনফার্ম করে বন্ধ করে দেবে। আমার যখন এয়ারটেল ছিল, আমিও এইভাবেই করেছিলাম।
  • san | ১১ সেপ্টেম্বর ২০০৮ ১৩:০৪ | 12.144.134.2
  • কিন্তু আমার নং তো তোমার মেলবক্সে বন্দী ;-)
  • san | ১১ সেপ্টেম্বর ২০০৮ ১৩:০৩ | 12.144.134.2
  • হ্যাঁ , দিনে রাতে ভোরে বিকেলে যেকোন সময়েই ঃ-)
  • d | ১১ সেপ্টেম্বর ২০০৮ ১২:৫৯ | 203.143.184.10
  • আমি রাতের দিকে করে নেব?
  • san | ১১ সেপ্টেম্বর ২০০৮ ১২:৫৩ | 12.144.134.2
  • দমদি , আমি কি তোমাকে ফোন করবো ?
  • d | ১১ সেপ্টেম্বর ২০০৮ ১২:৪৮ | 203.143.184.10
  • আর অজ্জিতরে সক্কালে একটা মেসেজ কল্লাম তা সে কেবলই ধাক্কা খেয়ে ফিরে আসছে! কেন রে ভাই?
  • d | ১১ সেপ্টেম্বর ২০০৮ ১২:৪৮ | 203.143.184.10
  • কনফু,

    আমি ই-মেইল বিচ্ছিন্ন। তুই যদি এই পোস্ট দেখস তো অবিলম্বে তোর যে মেইল পাঠানোর কথা আসিল হেইডা ইশানরে পাঠাইয়া দে। বুঝছস।

    আর এইবারে তোর জন্মদিনটা মিস কইর‌্যা গেসি গিয়া। অনেক পরে খেয়াল হইল। ঃ(

    স্যানকেও অনেককিছু বলার ছিল।
  • Tim | ১১ সেপ্টেম্বর ২০০৮ ১২:৩৯ | 24.127.39.26
  • অনেকদিন গ্যাপ দিয়ে আবার ইপিএল দেখলাম সেদিন। লিভারপুল-অ্যাস্টনভিলার খেলাটা বেশ বোরিং লাগলো।
    নাহ্‌ রাত অনেক হলো। ZIই! ঃ)
  • Arijit | ১১ সেপ্টেম্বর ২০০৮ ১২:৩০ | 61.95.144.123
  • ঠিক ইংল্যাণ্ডের সাপোটারগুনোর মতন লাগছে;-)
  • Arpan | ১১ সেপ্টেম্বর ২০০৮ ১২:২৬ | 202.91.136.71
  • ঃ)
  • Tim | ১১ সেপ্টেম্বর ২০০৮ ১২:১৬ | 24.127.39.26
  • বড়ো ম্যাচের কথা হচ্ছে বুঝি?
    অপ্পন, কলকাতা লিগে একটা আনফেয়ার প্লে ট্রফি চালু কল্লে হয় না? ;-)
  • Arpan | ১১ সেপ্টেম্বর ২০০৮ ১১:৪০ | 202.91.136.71
  • দাঁড়াও হে ছোকরা। এইবার অত ভাঙ্গা দল নয় আমাদের। ঃ)
  • Sudipta | ১১ সেপ্টেম্বর ২০০৮ ১১:৩৯ | 122.169.180.9
  • অপ্পণদা সাতে সাত-এর জন্যে তৈরী তো? ঃ)
  • san | ১১ সেপ্টেম্বর ২০০৮ ১১:৩০ | 12.144.134.2
  • ঃ-)))
  • Arpan | ১১ সেপ্টেম্বর ২০০৮ ১১:২৯ | 202.91.136.71
  • স্যান মহাশয়ের তো বড় মিষ্টির দোকান আছে। কলকাতায়। ;)
  • Sudipta | ১১ সেপ্টেম্বর ২০০৮ ১১:২৮ | 122.169.180.9
  • এই যে স্যান মহাশয়, আমার এক প্লেট খোবানি কা মিঠা পাওনা রইল।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত