এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Satya | ১২ সেপ্টেম্বর ২০০৮ ১২:০৭ | 63.192.82.30
  • ওপেন আপিস জানা নাই, তবে এক্সেলে তো হেব্বি সোজা, এমন কি আমিও জানি

    মেনু থেকে ফাইল --পেজ সেটাপে যাও
    শীট ট্যাব এ rows to repeat at Top এ ক্লিক করে যে রো গুলো প্রতি পাতায় চাই সেগুলো ক্লিকিয়ে দাও।

    এমনি করে প্রতি পাতার বাম দিকে চাইলে তাও করা যাবে।
  • sinfaut | ১২ সেপ্টেম্বর ২০০৮ ১১:৫৮ | 165.170.128.65
  • ঃ-)

    এক্সেল কি দরকারি জিনিস রে বাবা।
  • nyara | ১২ সেপ্টেম্বর ২০০৮ ১১:৫৫ | 64.105.168.210
  • হে এক্সেল গুরুগণ, বিপদভজ্ঞন করহ।

    আমার প্রথম রো-তে কলাম হেডিং আছে। সেটিকে প্রতি প্রিন্টেড পাতার মাথায় চাই। কেং কয়ে?

    (আমার এক্সেল নেই, তবে এক্সেলে সলিউশন পেলে ওপেন অফিসে করে ফেলা যাবে মনে হয়।)
  • papiya | ১২ সেপ্টেম্বর ২০০৮ ১১:৪৯ | 74.192.194.238
  • দিব্যি আগে আসছিল ঃ(.....java tava সব আছে জানতাম ঃ( যাগ্গ্যে এটা আরো ভাল ঃ) ...... ধন্যবাদ অরিজিত দা
  • Arijit | ১২ সেপ্টেম্বর ২০০৮ ১১:৪২ | 61.95.144.123
  • নতুন কল ব্যবহার করেন, পুরনো কলের জন্য জাভা লাগবে।
  • papiya | ১২ সেপ্টেম্বর ২০০৮ ১১:৩১ | 74.192.194.238
  • ইসকুল ছুটি কাল hurricane এর জন্য ঃ) ..... কি মজা ঃ)....... ডান দিকের বাক্সে বাংলা কেন আসছে না? আঅমি রেগে জাছি :P
  • Sudipta | ১২ সেপ্টেম্বর ২০০৮ ১১:২০ | 122.169.180.9
  • অর্পণদা, ইন্‌ফর্মেশনের জন্য থ্যাঙ্ক্যু।

    ইয়ে, আজ শুক্কুরবার, সাত-এ সাত করার দিন।

    মোবার খবরঃ ওডাফা না-ও খেলতে পারে, চোট
    ইবের খবরঃ ধরমজিৎ, রেনেডি আজ খেলছে না ঃ)
  • san | ১২ সেপ্টেম্বর ২০০৮ ১১:১২ | 12.144.134.2
  • অ, এক্সেলে তার মানে স্যালাডের কথা নাই ঃ-)))
  • Arpan | ১২ সেপ্টেম্বর ২০০৮ ১০:১৯ | 122.252.231.206
  • কিন্তু পামিদিকে কেন ফিরে গিয়ে শুধু স্যালাড খেতে বলা হয়েছে? কিস্যু বুঝি নাই!
  • Arijit | ১২ সেপ্টেম্বর ২০০৮ ১০:০২ | 61.95.144.123
  • থ্যাংকু। তোমারও কি এক কেস? তবে এইটা সবসময় হয় না - এই যেমন দিদি বেজায় শান্তশিষ্ট ভালো মেয়ে, আমি ছিলুম চরম গুণ্ডা - কিন্তু একেবারেই বিচ্ছু নয়ঃ-)
  • Paramita | ১২ সেপ্টেম্বর ২০০৮ ০৯:৫৭ | 216.10.193.21
  • ছোটগুলো সবসময় বেশী বিচ্ছু হয়। দুই ছোত্ত কন্যাকেই অর্কুটে শু-জ জানিয়ে এলাম, এখানেও আরেকবার জানাই।
  • Arijit | ১২ সেপ্টেম্বর ২০০৮ ০৯:৩১ | 61.95.144.123
  • ইন্টারেস্টিং। এটা আমার, ব্ল্যাংকির এবং আর যাদের পটার পছন্দ তাদের জন্যে - http://tinyurl.com/dwonx
  • Arijit | ১২ সেপ্টেম্বর ২০০৮ ০৯:২৫ | 61.95.144.123
  • সেই পাঁচ বছর ধরে বলে আসতেছি স্নেপটা পাজি, কেউ শোনে না। এখন হল তো? নাকি এও সেই দ্রোহকালের ধনুষের মতন কেস?

    ডেথলি হ্যালোজ শুরু করতে চলেছি।
  • Arijit | ১২ সেপ্টেম্বর ২০০৮ ০৯:২২ | 61.95.144.123
  • ঋতি/কাঠবুড়ির তরফে সকলকে থ্যাঙ্কু।

    পাল্লিন - কাঠবুড়ি মহান অলরেডি হয়ে গেছে। ঋক হল সাধাসিধে টাইপস - গুণ্ডামিও করে, সমানে বকবকও করে। আর এটা মিচকে ফাজিল। তুইও তাই? ;-)

    কিন্তু কালমেঘের চেয়েও তেঁতো কি কেউ জানে না?
  • Tim | ১২ সেপ্টেম্বর ২০০৮ ০৯:০৬ | 24.127.39.26
  • সবাই এত এক্সেল কচ্ছে ক্যানো?

    ঋতি আর পাল্লিনদিকে বিলেটেড হ্যাপি বাড্ডে। ঃ)
  • Ishan | ১২ সেপ্টেম্বর ২০০৮ ০৮:৫৭ | 12.217.27.213
  • উফ এক্সেলের টিউটোরিয়ালের কি ধাক্কা। সব্বাই কুপোকাত। ঃ)
  • arjo | ১২ সেপ্টেম্বর ২০০৮ ০৫:৪৯ | 24.214.28.245
  • ওঃ স্মাইলি টা বাদ গেছে।

    **ঃ-)
  • arjo | ১২ সেপ্টেম্বর ২০০৮ ০৫:৪৮ | 24.214.28.245
  • এক্সেল শিক্ষা আর গ্রীক স্যালাডের গুণগান - খুব ক্লোজ কম্পিটিশন। শেষে কে জিতবে বলা আগে থেকে মুশকিল।
  • Div0 | ১২ সেপ্টেম্বর ২০০৮ ০২:৪৭ | 160.83.72.212
  • হালুমিতাদি, অ্যাট এনি গিভন পয়েন্ট, আম্মো গ্রীক/ রাশান স্যালাডকে এক্সেলের উপর রেট করবো। বরাবরের জন্য হিমালয়ে যাবার ডেডলাইনটা আরেকটু পাকা করে নিই, ততক্ষণ জ্বালাতন -- সরি ঃ((
  • Paramita | ১২ সেপ্টেম্বর ২০০৮ ০১:৪১ | 63.82.71.141
  • সকাল অবধি যাবার দরকার দরকার নেই - গ্রীক স্যালাডের গুণগানটাও ঠিকমত করতে পারলাম না এসব দেখেশুনে। তার ওপর আবার আমায় এক্সেল কত্তে হচ্ছে যখন তখন।
  • Arpan | ১২ সেপ্টেম্বর ২০০৮ ০১:৩৪ | 122.252.231.206
  • আর্য ঠিকই বলেছ। ঘুমুতে গেলাম। খুব আশ্চর্য হব যদি কাল সকালে উঠে না দেখি লোকজন বহুত বোর হয়েছে। ঃ)
  • arjo | ১২ সেপ্টেম্বর ২০০৮ ০১:৩৩ | 168.26.215.54
  • ও এখন দেখলাম যে সেটাও কাজ করছে না।
  • arjo | ১২ সেপ্টেম্বর ২০০৮ ০১:২৭ | 168.26.215.54
  • ডিভো, table array তে পুরো টেবল টা নিতে হবে না? আর কলাম ইন্ডেক্স ও তো রেলিটিভ কলাম ইন্ডেক্স মানে ঐ টেবল অ্যারের কোন কলাম। যদি ধরা যায় ঐ টেবলে ২ টো কলাম আছে তাহলে ২ হবে।

    মানে এরকম হবে কি?

    ('Sheet2'!BP2:'Sheet'!BQ20000,2, FALSE)
  • Div0 | ১২ সেপ্টেম্বর ২০০৮ ০১:০৬ | 160.83.72.211
  • না অনেক জ্বালিয়েছি। পরে বলব হল কিনা। এখন ঘুমুতে যাও ঃ)
  • Arpan | ১২ সেপ্টেম্বর ২০০৮ ০০:৫৮ | 122.252.231.206
  • তাহলে A-এর ঐ ডেটা E-তে নেই। যদি সবকটায় #NA আসে তাহলে দুটো কলামের ফর্ম্যাট আলাদা। অথবা লিডিং/ট্রেইলিং ব্ল্যাঙ্কের গল্প আছে।

    মেল করতে পারো।
  • Div0 | ১২ সেপ্টেম্বর ২০০৮ ০০:৫১ | 160.83.72.211
  • আমি একই ওয়ার্কশীটে কলাম দুটো কপি করে (E আর F এ) =VLOOKUP(A2,E2:F20000,2,FALSE) বা =VLOOKUP(A2,E$2:F$20000,2,FALSE) চালিয়ে দেখছি #N/A দেখাচ্ছে ঃ(((
  • Arpan | ১২ সেপ্টেম্বর ২০০৮ ০০:৪০ | 122.252.231.206
  • রোলব্যাক। রোলব্যাক।

    ভুল লিখেছি। দুটো ওয়ার্কশিটে ভিলুকাপ দিব্যি কাজ করে।

    তোমার ফর্মুলাটা ঠিক নেই। ঐটা এইরকম হবেঃ

    =VLOOKUP(A2,Sheet2!BP$2:BQ$20000,2,FALSE)

    এনজয় মাডি।
  • Arpan | ১২ সেপ্টেম্বর ২০০৮ ০০:৩৩ | 122.252.231.206
  • দুটো কথা বলার আছে এখানে।

    ১। ভিলুকাপের রেঞ্জটা স্ট্যাটিক রাখার জন্য $ সাইন ইউজ করাটা ম্যান্ডেটরি। নিচে লিখছি।

    ২। কিন্তু এতেও প্রবলেম হবে। কারণ ভিলুকাপ খুব সম্ভবত দুটো আলাদা ওয়ার্কশিটের মধ্যে কাজ করে না। ১ নং শিটে কলাম A আর B-এর মাঝে দুটো নতুন কলাম অ্যাড কর। এইবার কলাম B আর C তে এই ফর্মুলা দুটো লেখঃ =Sheet2!BP2 আর =Sheet2!BQ2। দুটো কলাম জুড়ে পুরো ফর্মুলাদুটো ড্র্যাগ করে দাও।

    ৩। কলাম D তে নিচের ভিলুকাপ ফর্মুলাটা লেখঃ

    =vLookUp(A2,B$2:C$20000,2,FALSE)

    মনে হয় এতেই হবে।
  • Arpan | ১২ সেপ্টেম্বর ২০০৮ ০০:১৯ | 122.252.231.206
  • দুটো আলাদা ওয়ার্কশিটে ভিলুকাপ কাজ করে না। মানে ২০০৩ এডিশনে করত না। ২০০৭ জানি না।

    একটা কাজ করতে পার। বলছি।
  • Arpan | ১২ সেপ্টেম্বর ২০০৮ ০০:১৬ | 122.252.231.206
  • মেল করে দাও। এখনি দেখে বলে দিচ্ছি।
  • Div0 | ১২ সেপ্টেম্বর ২০০৮ ০০:১২ | 160.83.72.211
  • অর্পণ এক্সেল হেল্প চাই।

    - টেক টু সেপারেট শীট (সেম ফাইল)। শীট ১, কলাম এ তে অ্যাকাউন্ট নাম্বার। কলাম বি ফর আউটপুট।

    - শীট ২, কলাম ৬৮ (BP) এ সেম অ্যাকাউন্ট নং আর কলাম ৬৯ (BQ) এ নেম।

    vLookUp দিয়ে শীট ১ এর কলাম বি তে শীট ২'র কলাম ৬৯ এর নামগুলো চাই (প্রতি রো)।

    =vLookUp(A2,'Sheet 2'!BP2:'Sheet 2'!BP20000,69,FALSE দিয়ে কাজ করছে না।

    কেং কয়ে???
  • kali | ১২ সেপ্টেম্বর ২০০৮ ০০:০৯ | 160.36.205.87
  • এই তো মিতাদি, ভালোই আছি। তুমি কেমন আছো?
  • Arpan | ১১ সেপ্টেম্বর ২০০৮ ২৩:৪৭ | 122.252.231.206
  • ঃ)
  • a x | ১১ সেপ্টেম্বর ২০০৮ ২৩:৩৯ | 75.53.201.27
  • অর্পণ, অনেক ধন্যবাদ, পুরো "ছবি"র মত কাজ করল! ঃ-)
  • Bratin | ১১ সেপ্টেম্বর ২০০৮ ২৩:১৭ | 198.45.18.48
  • ঃ-))) c , হ্যাঁ। ঐ রকম ই বলতে পারো । এই সময় গুচ তে উপস্থিত। ঃ-))
  • c | ১১ সেপ্টেম্বর ২০০৮ ২৩:১২ | 131.95.121.107
  • ব্ল্যাংক কি বেরিয়ে গেছো হাওয়াই জাহাজের জন্য?
  • c | ১১ সেপ্টেম্বর ২০০৮ ২৩:১১ | 131.95.121.107
  • বহুকাল আগে একট গান শুনেছিলাম-" শ্যামা মা ওড়াচ্ছে ঘুড়ি/ভবসংসার বাজারের মাঝে"
    ব্রতীনেরে মার্কেটে আছি শোনামাত্র সে গান মনে পড়ে।ঃ-))))
  • c | ১১ সেপ্টেম্বর ২০০৮ ২৩:০৯ | 131.95.121.107
  • ব্রতীনের এই মার্কেট বস্তুটা কি? বিশ্ববাজার?
    ঃ-))))))))))))))))))
  • Bratin | ১১ সেপ্টেম্বর ২০০৮ ২২:৫৭ | 198.45.18.48
  • না abhyu। মার্কেট এ আছি । বলো কি খবর? কি চলছে?
  • Abhyu | ১১ সেপ্টেম্বর ২০০৮ ২২:৪৩ | 97.81.67.221
  • আমি এলেই সবাই পাইলে যায়। আমিও যাই, মিটিন করি গিয়ে
  • Abhyu | ১১ সেপ্টেম্বর ২০০৮ ২২:৩৫ | 97.81.67.221
  • এই যে মিতাদি, কেমন আছ?
  • Abhyu | ১১ সেপ্টেম্বর ২০০৮ ২২:৩৫ | 97.81.67.221
  • এলিজিবল সবাইকে হ্যাবাড্ডি আর বাকি সব এলিজিবলদের বিহ্যাবাড্ডি ঃ)

    ব্ল্যাংকিকে শুভযাত্রা। এবারে কে সি দাশের রসগোল্লা পাই নি, নেক্‌স্‌ট বার মনে থাকে যেন !
  • mita | ১১ সেপ্টেম্বর ২০০৮ ২২:২৪ | 71.77.45.124
  • কলি, কেমন আছো গো?
  • mita | ১১ সেপ্টেম্বর ২০০৮ ২২:২৩ | 71.77.45.124
  • হিউস্টন এর লোকজন সবাই ঠিক আছেন?

    পাল্লিন বুড়ি আর ঋতি বুড়ি কে বিলেটেড হ্যাপ্পি বাড্ডে!!
  • kali | ১১ সেপ্টেম্বর ২০০৮ ২১:০৬ | 160.36.205.87
  • হ্যাঁ গো দমুদি, শরীর গতিক সব ঠিক আছে। মাঝে অনেক দিন আসা হয়নি, আসলে নানা জায়গায় যেতে হচ্ছিলো।
  • sinfaut | ১১ সেপ্টেম্বর ২০০৮ ২০:৫৯ | 117.195.200.183
  • বাব্বা, শুনেই তো আমার মাথা ঝিমঝিম করছে। অত দৌড়োদৌড়ি করলে আবার কষ্ট করে এতটা লিখলে? আহা রে।
  • Div0 | ১১ সেপ্টেম্বর ২০০৮ ২০:৫৬ | 160.83.72.212
  • অর্পণ, এয়ারটেল মোবাইল থেকে ০৮০ (বেঙ্গালুরু) দিয়ে ১-৮০০ ডায়াল করা যায়।

    পারোলিন কে হ্যাপি (? ডিম) বার্থডে।

    ঋতি'র চকলেটি জন্মদিনে অনেক অনেক ভালোবাসা।

    স্যান, প্রোম্যা হয়ে এক্সেল শিখতে হয়, আর এট্টু আধটু লোটাস নোটস ;)
  • Bratin | ১১ সেপ্টেম্বর ২০০৮ ২০:৫৪ | 198.45.18.38
  • Blank, happy aar safe journey , আগের ২ টো পুজো কলকাতায় ছিলাম। এই বারের টা মায়া হয়ে গেল ।ঃ-((
  • Blank | ১১ সেপ্টেম্বর ২০০৮ ২০:১৫ | 65.218.154.195
  • দুক্কুরে বেড়োবো। বিকেল বেলা উড়বো ঃ) ৬ টায়
  • Arpan | ১১ সেপ্টেম্বর ২০০৮ ২০:০৮ | 122.252.231.206
  • ব্ল্যাংকি এখনো বেরোসনি? ফ্লাইট কখন?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত