এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • r | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১৫:২৮ | 125.18.104.1
  • এইরকম আরও কিছু ফ্যাক্টর দিয়ে প্রথমে ক্যালকুলেট কর যে ঐ রাস্তায় কেউ ধূম্রপান করলে ধূম্রপান করার সময় সেই ধূম্রপায়ীর একটি নির্দিষ্ট দূরত্বের মধ্যে অন্ততঃ একজন শ্বাসপ্রশ্বাসের রোগে ভোগা মানুষের হেঁটে যাওয়ার সম্ভাব্যতা কত? যদি আই আই ডি অ্যাজামশন সঠিক না মনে হয়, তবে ঐ রাস্তায় গড়ে মোট ধূম্রপায়ীর সংখ্যা, সিগারেটের দোকানের সংখ্যা ইত্যাদি পরিসংখ্যানও জোগাড় করতে হবে। এইবার সেই সম্ভাব্যতা একটা থ্রেসহোল্ড ক্রস করে গেলে সে রাস্তাকে পাবলিক প্লেস বলে নোটিস জারি কর।
  • Arijit | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১৫:২৭ | 61.95.144.123
  • নতুন উদ্ভাবন। লোকে যদি confunded বলতে পারে তো "মুখোস্রিত' কি দোষ করলো?
  • san | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১৫:২৫ | 12.144.134.2
  • আমিও ব্ল্যাংকির দলে। কবে ক্যালানো হচ্ছে? কোনো প্ল্যান আছে কি?
  • Arpan | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১৫:২৫ | 202.91.136.4
  • মুখোস্রিত মানে? নতুন শব্দ এটা?
  • Arijit | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১৫:২৩ | 61.95.144.123
  • এবং রাস্তায় ধুম্রপায়ীদের মুখোস্রিত ধোঁয়ার পরিমাণ রাস্তায় চলমান গাড়ির ধোঁয়ার পরিমাণের কত শতাংশ?
  • r | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১৫:২২ | 125.18.104.1
  • স্যান আর অজ্জিতের তর্কের ফলাফল নির্ভর করছে নিম্নিলিখিত উপাদানগুলির উপর-

    রাস্তাটিতে গড়ে কত লোক চলাচল করে?
    রাস্তাটিতে গড়ে যত লোক চলাচল করে তাদের মধ্যে শতকরা কজন শ্বাসপ্রশ্বাসজনিত রোগে ভুগছে?
    যিনি ধূম্রপান করছেন তিনি একজায়গায় দাঁড়িয়ে আছেন না হাঁটতে হাঁটতে ধূম্রপান করছেন?
    যদি তিনি হাঁটতে হাঁটতে ধূম্রপান করেন তবে, অন্যদের তুলনায় তার আপেক্ষিক গতিবেগ কত?
  • Arijit | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১৫:২১ | 61.95.144.123
  • তাইলে আগে তামাককে হেরোইন/ক্যানাবিসের মতন ক্লাসিফায়েড জিনিস বানাতে হয় - আগে সেটা করো, তাপ্পর। বাই দ্য ওয়ে - ক্যানাবিস তো সকলেই প্রায় খেয়েছ বাপু, ইঞ্জিরী নাম শুনলে সবাই চোখ ওল্টায়।
  • d | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১৫:২১ | 203.143.184.10
  • হ্যাঁ হ্যাঁ আমারও। ব্ল্যাঙ্কিকে এক্কেরে চাপোটই ছাপোট।

    ইনফ্যাক্ট বাংলা সিনেমায় যতই মদ্যপায়ীদের ভিলেন হিসাবে দেখাক না কেন, ধূমপায়ীরা আসলে ঢের বেশী খারাপ।
  • d | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১৫:১৯ | 203.143.184.10
  • তা'লে তো যারা ওভারব্রীজের ওপরে বসে ড্রাগ নেয়, তাদের ধরে রিহ্যাব সেন্টারে পাঠানোটাও পার্সোনাল স্পেসে হস্তক্ষেপ। তো, ঈশান এরূপ স্বাধীনতার পক্ষে বললে অজ্জিত ঈশানের ওপরে চেঁচায় ক্যানে?

    (আমার আসলে আজ পোচুর পোশ্ন পাচ্ছে)
  • Blank | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১৫:১৯ | 203.99.212.224
  • স্মোকার দের খুব ক্যালাতে ইচ্ছে করে এবং বেশ পার্সোনাল স্পেসে গিয়েই ;-)
  • Arpan | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১৫:১৭ | 202.91.136.4
  • সাইডট্র্যাক করতে পারি। কিন্তু মন্ত্রী আপিসের ভেতর ধোঁয়া ছাড়তে পারলে কেরানি কেন পারবে না এইটাই আমার বক্তব্য ছিল। এর কোন সদুত্তর নেই।
  • d | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১৫:১৬ | 203.143.184.10
  • "অবুঝ'?? তবে কি রাগ নয় অনুরাগ?
    অ্যাঁ!!!!!!!!!!!!!
  • Arijit | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১৫:১৫ | 61.95.144.123
  • আমি কারো মুখের ওপর বা কাছাকাছির মধ্যে ধোঁয়া ছাড়লে পার্সোনাল স্পেসে হস্তক্ষেপ, কিন্তু আমি যদি আলাদা একজায়গায় দাঁড়িয়ে ছাড়ি? সেখানে আমাকে ব্যান করা আমার পার্সোনাল স্পেসে হস্তক্ষেপ, এবং ডিসক্রিমিনেশন।
  • san | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১৫:১২ | 12.144.134.2
  • অ, রাস্তার অন্য লোকেদের বিড়ির ধোঁয়াশুদ্ধ বাতাস উপহার দেওয়াটা তাদের পার্সোনাল স্পেসে হস্তক্ষেপ নয়! তাদের মধ্যে অ্যাজমার রুগি থাকলেও নয় মনে হয় ! স্মোকার দেখলেই আমরা কেন imperio বলতে পারিনা ঃ-((((((
  • Arijit | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১৫:১০ | 61.95.144.123
  • স্যান = প্যাট্রিসিয়া হিউইটের কড়া ভার্সন।
  • h | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১৫:১০ | 125.18.104.1
  • নব দিগন্ত অথরিটি কঠিন ঢ্যামনা। চারটে বিজ্ঞাপন পাশাপাশি। 'নবদিগন্তে আপনাদের আমন্ত্রন জানাই', 'আসুন নবদিগন্তকে সুন্দর করে তুলি', 'নবদিগন্ত এখন প্রায় তিরিশ হাজার পেশাদারের কর্মস্থল', 'নবদিগন্তে রাস্তায় বাসন ধো ওয়া নিষিদ্ধ।'
  • Arijit | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১৫:১০ | 61.95.144.123
  • এই অপ্পন সাইডট্র্যাক করতেছে। লিখে থাকুক আর নাই থাকুক - খবরটা বলতে চাইছে ওর জন্যে নাকি কারা গ্রান্ট বন্ধ করেছে - এবং সেটা ডিসক্রিমিনেশনের পর্যায়ে পড়ে। ওয়েলস পুলিশ এরকম নিয়ম করতে গেসলো - স্মোকারদের চাকরি দেবে না। ডিসক্রিমিনেশন ডিসক্রিমিনেশন।
  • san | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১৫:০৮ | 12.144.134.2
  • রাস্তাটা পাবলিক প্লেস নয়? কারুর প্রাইভেট প্রপার্টি নাকি?
  • Arijit | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১৫:০৮ | 61.95.144.123
  • আর রাস্তায় বিড়ি খাওয়া বেআইনি করা ইন ইটসেল্ফ বেআইনি (হওয়া উচিত)।
  • r | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১৫:০৭ | 125.18.104.1
  • হৃদয়ের রং লাল, প্রাণের রং সবুজ-
    আমার উপর রাগ? দমু কির'ম অবুঝ! ;-)
  • Arpan | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১৫:০৭ | 202.91.136.4
  • এই খবরটাতে হয়ত লেখেনি। কিন্তু ঘটনা হল অনেক মন্ত্রীর ঘরেই অ্যান্টিচেম্বার আছে এবং সেখানে তাঁরা ধূমপান করেন। ধূমপান না করার বিধি থাকা সঙ্কেÄও। এইটা অনেকবারই কাগজে বেরিয়েছে।
  • Arijit | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১৫:০৭ | 61.95.144.123
  • সামনে মানে রাস্তায়। গেটের বাইরে।
  • san | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১৫:০৬ | 12.144.134.2
  • আপিসের সামনেটাও তো পাবলিক প্লেসের মধ্যেই পড়ে। শুধু আপিসের ভিতরটা তো নয়।
  • Arijit | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১৫:০৩ | 61.95.144.123
  • সেদিন একটা অটোতে অ্যানাউন্স করতে করতে যাচ্ছিলো বটে। ঝুপসগুলো উঠে গেলে মাঝে মাঝে মুখ বদলাতে যে খেতে যাই সে সব বন্ধ হয়ে যাবে। বৃহৎ পুঁজির চক্রান্ত - পয়সা খরচ করে রেস্তোরাঁয় খেতে বাধ্য করার জন্যে।
  • sinfaut | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১৫:০৩ | 165.170.128.65
  • ফালতু ভাট।
  • sinfaut | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১৫:০৩ | 165.170.128.65
  • স্যান কিচ্ছু জানেনা। ঈর্ষাতুর চোখের রং সবুজ। কিন্তু ঈর্ষা ইটসেল্ফ লাল।
  • Arijit | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১৫:০২ | 61.95.144.123
  • আপিসে বিড়ি খাওয়ার কথা বলছি না, এরা তো বলছে বুদ্ধবাবু বিড়ি খান বলে গ্রান্ট দিচ্ছে না। আপিসে খান বলে দিচ্ছে না তো বলেনি। নাকি তাই বলেছে? বুদ্ধবাবু আপিসের সামনে দাঁড়িয়ে বিড়ি খেলে গ্রান্ট দিয়ে দেবে?
  • sinfaut | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১৫:০১ | 165.170.128.65
  • মহাকরণের বারান্দা বা অফিসের মধ্যেটা বোধহয় পার্সোনাল স্পেস নয়। আর কেউ সেখানে স্বাভাবিকভাবে উপস্থিত থাকলে তো নয়ই।
  • Blank | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১৫:০০ | 203.99.212.224
  • টেকনোপোলিসের সামনে থেকে খাবারের দোকান তুলে দিয়েচে
  • Arpan | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১৫:০০ | 202.91.136.4
  • আপিসে বিড়ি খাওয়াটা পার্সোনাল স্পেসের ব্যপার নেই আর। তাছাড়া মুখ্যমন্ত্রী আপিসে বিড়ি খাওয়ার ছাড় পেলে হরিপদ কেরানি পাবে না কেন?
  • Arpan | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১৪:৫৭ | 202.91.136.4
  • এইবার অটো-প্রমাণিত হবে সিফোঁ রংকানা। ;)
  • Arijit | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১৪:৫৭ | 61.95.144.123
  • কি জ্বালা মাইরি - লোকে শান্তিতে দুটো বিড়িও খেতে পারবে না - খপরের কাগজের লোকে সেখেনেও ফোড়ন কাটবে। এইটে কি পার্সোনাল স্পেস নয়?
  • san | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১৪:৫৬ | 12.144.134.2
  • ধ্যাৎ, ঈর্ষার রং সবুজ।
  • sinfaut | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১৪:৫২ | 165.170.128.65
  • ঈর্ষার রং লাল বলে।
  • d | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১৪:৫১ | 203.143.184.10
  • আচ্ছা রঙ্গনের ওপরে লোকের এত রাগ ক্যানে?
  • sinfaut | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১৪:১৫ | 165.170.128.65
  • বানানো কিনা জানিনা কিন্তু অজ্জিতদা দেখলে বিশাল খুশি হবে।

    http://tinyurl.com/6gwcy3
  • Arijit | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১২:০৬ | 61.95.144.123
  • জনতা কারখানার পক্ষে বলেই এটা নিয়ে কেউ কেয়ার করবে না। এই নিয়ে আবাপ কিসু লিখেছে? কিস্যু না - পার্থ চ্যাটার্জীর স্টেটমেন্টটা ছাড়া। কারণ মার্কেট কারখানা খাচ্ছে। আমার কেন জানি না মনে হচ্ছে পুরোটাই ঢপ। এইটা আলোচনার আগে বের করে দিলে আলোচনাটা ঢপ হত। এখন বের করে একটা চাপ দিলো। এবার আলোচনায় ওই নীতিগত সিদ্ধান্ত ইত্যাদির ফলে মমোদেবীরও লাভ হল, আর এখন দ্যাখো কত ভালো প্যাকেজের ফলে সিপিএমেরও হল। পারস্পরিক পিঠচুলকানি আর কি। মনে হয়। আমি বহুত সিনিক্যাল হয়ে যাচ্ছি দিন দিন।
  • h | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১১:৫৯ | 125.18.104.1
  • ধর আমি আর তুমি আলোচনায় বসেছি। আমি সরকার আর তুমি বেসরকার। এইবার আমি সরকার তোমারে বল্লাম, তুমি ফালতো, তুমি মানুষের প্রতিনিধিঙ্কÄমূলক জায়্‌গায় নেই। মুশকিল হল বেসরকার , সরকারের কখনৈ এটা বলতে পারবে না, কারন সরকার হল সরকার। বাই ডেফিনিশন, রাষ্ট্রের এজেন্ট। সরকারের প্রতিনিধিঙ্কÄ মূলক জায়্‌গা আছে কিনা দেখার উপায় নির্বাচন ছাড়া নাই। বা রেফারেন্ডাম। রেফারেন্ডামের ব্যবস্থা নাই। তো পুরো অসম আলোচনা।

    আমি যদি মেনে নেই, যে , ২০০০ 'অনিচ্ছুক' কৃষকের মধ্যে, ১৫০০ এখন চাপে পড়ে ইচ্ছুক। ধর সংখ্যাটা যদি ১৯৯৯ ও হয়, তাহলেও আমি তো আলোচনায় আছি, ফর্মাল রিপোর্ট সে কমিটি বার ই করে নি, অতএব ফর অল প্র্যাকটিকাল পারপাসেস, জুরি ইজ স্টিল আউট। এমতাবস্থায় হঠাত আমি বল্লাম জুরি র নিকুচি করেছে ! এটা আর যাই হোক আলোচনার পরিবেশ রক্ষায় কোনো পদক্ষেপ নয়। এটাই যদি করতে হত, কমিটি গঠিত হয়েছিল কেন?

    রাবিশ।

    জনমত ওভারহেল্মিংঅলি কারখানার পক্ষে হলেও এটা এক ধরণের কোয়ার্সিভ প্র্যাকটিস। এবং ঢপ।
  • Arijit | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১১:৫১ | 61.95.144.123
  • এই ডিসেন্টর এজেন্টরা কি? ডিমেন্টর? এক্সপেক্টো প্যাট্রোনাম!!!!!!!
  • h | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১১:৪৭ | 125.18.104.1
  • সিঙ্গুর নিয়ে আমার ব্যাপক বাজে লাগলো যে রাজ্য সরকার বিজ্ঞাপন দিয়ে জানালো প্যাকেজ কি। বিজ্ঞাপন দেওয়া কি আলোচনা নাকি।

    এর পরে আলোচনার ফ্রেমওয়ার্ক টা হবে, অনেক দিচ্ছে তাও নিচ্ছে না। এমনকি যদি টাকা বেশি দেওয়াও হয়, কিসের তুলনায় বেশি সেটা পষ্ট নয়, তাও এই বিজ্ঞাপন দেওয়া টা আমার ব্যাপক বাজে লেগেছে।

    মমতার উপরে প্রেসার ক্রিয়েট করা আর মমতার থেকে পুর্নেন্দু দের আলাদা করা বা 'সরাসরি' জমি র মালিকদের অ্যাড্রেস করা যদি উদ্দেশ্য হয়, তাহলেও আলোচনার সব পক্ষের কনসেন্ট দরকার ছিল। এটা আমার মতে গম্ভীর ল্যাং। আলোচনা কে এবং আলোচনার পরিবেশ কে। বেসিক সোশাল ডেমোক্রাটিক জায়্‌গা গুলো এদেশে একদম নষ্ট করে দিয়েছে। এই সব ফালতো লোকজন।

    আমার মোটে পছন্দ হয় নি। তাতে অবশ্য কার কি। সব ফালতো লোকে দেশ চালায়। আর আরেকদল ফালতো লোক হয়েছে ডিসেন্টের এজেন্ট। মোটেও ভালো লাগে নি।
  • san | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১১:৪৬ | 12.144.134.2
  • অরিজিতের জন্য - 'কুইনাইন তো জ্বর ঠেকাবে, কিন্তু কুইনাইন ঠেকাবে কে ?'
  • Arijit | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১১:০৮ | 61.95.144.123
  • চান্স পেলে মমতার সামনে একবার বলতুম Imperio - বাস্‌ - সব সমিস্যির সমাধান হয়ে যেত;-)
  • Arpan | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১১:০৫ | 202.91.136.4
  • যাই, ছানাপোনাদের ইন্টারভিউ নিয়ে আসি। ঃ)
  • Arpan | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১১:০৪ | 202.91.136.4
  • আমি শুধু "ভোল্গা থেকে গঙ্গা' পড়েছি। তাও ক্লাস নাইনের আগে পড়তে দেওয়া হয়নি। ঃ(
  • Ishan | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১১:০৪ | 12.217.30.133
  • আম্মো আর টইয়ে লিখলাম না। সারথির লিংকের ঐ মহিলাকে বিলক্ষণ চিনি। উফ।
  • Tim | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১১:০১ | 24.127.39.26
  • অ্যাদ্দিনে জানা গ্যালো, মামুরও মামু আছে! ঃ)
  • PB | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১০:৪৬ | 59.177.160.200
  • Thank you অপ্পন, শনিবার আমি অফিস যাইনি। বাড়িতেই ছিলাম। T.V. তেই নিউজ দেখেছিলাম। বেঁচে গেছি।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত