কেন আমাদের মিষ্টি মিঠুন কি দোষ করল? ঐ ফটোটা সেভ করা আছে - লিন্ক দেব?
Abhyu | ০৭ সেপ্টেম্বর ২০০৮ ২৩:৩২ | 97.81.67.221
আর তা ছাড়া এরা কি ফিল্ম স্টার রিক্রুট করতে আসছে? আসছে ফ্যাকাল্টি রিক্রুট করতে। আর কে না জানে ফ্যাকাল্টিরা সব কেমন দেখতে হয়?
Tim | ০৭ সেপ্টেম্বর ২০০৮ ২৩:৩২ | 24.127.39.26
হ্যাঁ, এই অভ্যুকে কল্লেই তো হয়!
c | ০৭ সেপ্টেম্বর ২০০৮ ২৩:৩১ | 131.95.121.107
না না এ ভালো কথা নয়। সুন্দর সুন্দর দেখে ডিরেক্টর করতে পারে না?
Abhyu | ০৭ সেপ্টেম্বর ২০০৮ ২৩:৩০ | 97.81.67.221
কেউ কি আর নিজের পয়সায় আসে? সুতরাং ডিরেক্টর গোছের লোকেরাই তো আসবে?
Abhyu | ০৭ সেপ্টেম্বর ২০০৮ ২৩:২৮ | 97.81.67.221
নরেন্দ্রপুরে এক মালি ছিল। দেশ থেকে ফিরে একদিন দীপঙ্কর মহারাজকে প্রণাম করতে এসেছে। দীপঙ্করদা বললেন - কি খবর? মালি একগাল হেসে বলল - "মহারাজ, আমার ছোটো বউটা না, মারা গেছে।"
c | ০৭ সেপ্টেম্বর ২০০৮ ২৩:২৮ | 131.95.121.107
একটা ফোটোজেনিক মুখ দেবে কোথায়... হ্যাঁ হে অভ্যু,যারা এইসব কাজে আসে,তাদের সিলেক্ট করার সময় একটু বাছে না? একে দেখেই তো উল্টাদিকে দৌড়ে দেবে সুন্দরীরা!
Tim | ০৭ সেপ্টেম্বর ২০০৮ ২৩:২৭ | 24.127.39.26
সে তো বোZIই যাচ্ছে! ;-)
Abhyu | ০৭ সেপ্টেম্বর ২০০৮ ২৩:২৫ | 97.81.67.221
তা বলে কেউ ভেবো না বান্ধবীর উপর আমার ব্যথা ছিল। ঃ)
পাশের পাড়ায় লেখালিখি করেন, এমন একজন গনকমিস্ত্রীর খুব শখ তার চারটি স্ত্রী থাকবে। একজন চা দেবে,একজন বাতাস করবে,একজন রাঁধবে,একজন ঝগড়া করবে...এরকম। তার ক্ষেত্রে ধর্মের বাধা নেই,বরং সুবিধাই আছে,তিনি পারেন।
আচ্ছা স্টার আনন্দ অনলাইন কি সত্যি লাইভ দেখাচ্ছে? না কি ডিলেড সম্প্রচার?
Abhyu | ০৭ সেপ্টেম্বর ২০০৮ ২২:৫০ | 97.81.67.221
একটা সত্যি কথা কই। TIFR-এর স্কুল অফ ম্যাথ্স-এর এক ভদ্রলোকের টু বডি প্রবলেম সলভ করার জন্যে ঠিক হল ওনার স্ত্রীকেও পজিশন অফার করার চেষ্টা হবে। ইন্টারভিউতে জিগ্গেশ করা করা হল - "আপনি এই রেজাল্টটা কি ভাবে পেলেন?" - তার উত্তরে এক্সপেক্টেড ছিল যে উনি প্রুফটা স্কেচ করবেন।
ভদ্রমহিলা আমতা আমতা করে বললেন - ইন্টারনেট সার্চ করে পেয়েছি।
a x | ০৭ সেপ্টেম্বর ২০০৮ ২২:৪৪ | 143.111.22.23
বাবা হনু, সেই জন্যই সেল্ফ ডিটার্মিনেশনের কথাটা বলা। কারণ তুমি বিজেপি'র "নীতিগত" সমর্থন ছিল বলেছ।
আর এই ইন্টার্নেট নিয়েও আমি আরো দুকথা বলব। এই ইন্টার্নেট মারফৎ ইন্ফর্মেশন পাওয়াকে যারা একটু নাক কুঁচকে দেখেন তাদের মধ্যে একধরনে এলিটিসিজম কাজ করে। আরো কাজ করে এই ভাবটা যে আমি পাঁচটা বই ঘেঁটে, অমুকের ব্যক্তিগত, সাধারণের ধরাছোঁয়ার বাইরের কালেকশন মারিয়ে তথ্য সংগ্রহ করছি আর এই ব্যাটারা দুটো কিবোর্ড টিপে সেই একই তথ্য পাবে!
Ishan | ০৭ সেপ্টেম্বর ২০০৮ ২২:২৭ | 12.217.30.133
আর্য। ঃ))
আর পাঁচ-সাত মিনিটের মধ্যেই নাকি যৌথ সাংবাদিক সম্মেলন হবে।
আপনারা লক্ষ্য করেছেন কিনা জানিনা। আন্তর্জাতিক দর্শকদের কথা মনে রেখে এই ফাইনাল ম্যাচটি আন্তর্জাতিক প্রাইম-টাইমে শিফট করা হয়েছিল। কনজিউমারিজম নিপাত যাক। ঃ)
c | ০৭ সেপ্টেম্বর ২০০৮ ২২:২৭ | 131.95.121.107
হনু আর ঈশেনের মাথার উপর দিয়ে মখমলের নীল চাদর ধরেছেন সাঙ্গোপাঙ্গরা,সেই চাদরে চাঁদতারা আঁকা। মাইকে গান দেওয়া হয়েছে ফাটাকেষ্টর,"ধুকপুক ধুকপুক...." স্পনসর কচ্ছেন কোচ্চেন ব্যাংক!
তবে না শুভদিষ্টি! ইয়ার্কি নাকি?
ঃ-))
arjo | ০৭ সেপ্টেম্বর ২০০৮ ২২:১৬ | 24.214.28.245
তোমাদের ওদিকে ওটাকে শুভদৃষ্টি বলে নাকি? ঃ-))
c | ০৭ সেপ্টেম্বর ২০০৮ ২১:৫২ | 131.95.121.107
মুশকো হনু আর শুঁটকো ঈশান শুভদৃষ্টি কচ্ছে।
h | ০৭ সেপ্টেম্বর ২০০৮ ২১:৫১ | 121.242.13.34
ঃ-))))))
এর পর থেকে আমি দুটো মুশকো নেতা মিটিং কল্লে, তুমি কবার তারে শুভদৃষ্টি বল , গুণবো কিন্তু। অবশ্য বলে দিলে তুমি এমনি ই বলবে, যা বদমায়েশ -ঃ)))))))))))))
Ishan | ০৭ সেপ্টেম্বর ২০০৮ ২১:৪৭ | 12.217.30.133
তোমার এই থিয়োরাইজেশানে একটা হায়ারার্কি লক্ষণীয়। স্ট্রেটদের পক্ষে বলে তুমি সমকামিতাকে মার্জিনাল একটি পোজিশানে ঠেলে দিচ্ছ।
আম্মো কি দিলাম। ঃ)
h | ০৭ সেপ্টেম্বর ২০০৮ ২১:৪১ | 121.242.13.34
শুভদৃষ্টি, এইটা একটু বাজে হল। এই যে মমতা মেয়ে বলে এই সব রসিকতা করবে লোকে এটা ঠিক নয়। ধরো, বুদ্ধ পুর্নেন্দু যদি মিটিং করতেন, একান্তে, উড উই সে দিস?
কি দিলাম। টোটাল পোঃ কাঃ।
h | ০৭ সেপ্টেম্বর ২০০৮ ২১:৩৫ | 121.242.13.34
তোমার কাছে এই খবর টা কি আছে যে, উত্তরাঞ্চল, বনাঞ্চল, ছত্তিশগড়, ঝাড়খন্ড এই রাজ্য তৈরীর আন্দোলন গুলোতে বিজেপির প্রত্যক্ষ সমর্থন ছিল? আদবানীর পার্লামেন্ট বক্তৃতা ইত্যাদি মনে নাই? এটার সঙ্গে সেল্ফ ডিটারমিনেশনের কি সম্পর্ক ভগা জানেন। জেনেরালি, কংগ্রেস ব্রিটিশ আমলের পর থেকে যে কটা প্রিন্সলি স্টেট এসেছে, সেগুলো ছাড়া সমস্ত ভাষাভিত্তিক রাজ্যের দাবী হয়েছে, এবং তৈরী হয়েছে (যথা মহারাষ্ট্র ও অন্ধ্র) সব কটাতেই বাধা দিয়েছে। কারণ তারা তখন কেন্দ্রে ছিল। আর বিজেপির স্ট্যান্ড জেনেরালি, ৮০ র দশক এর শেষ দিক থেকে, হল ছোটো রাজ্যের দাবী সমর্থন করা। কারণটা রাজনৈতিক। নতুন বেনেফিসিয়ারি ক্লাসের সংগে ডোনর ক্লায়েন্ট সম্পর্ক স্থাপন। খবর টবর গুলা একটু রাখো। বল্লে বিশ্বাস হবে কি, সুন্দরলাল বহুগুনা, চিপকো আন্দোলনের জনক, বিজেপির সমর্থনে উত্তরাঞ্চল আন্দোলনের আইকন স্বরুপ হয়ে উঠেছিলেন? আমি সেই সময়ে উত্তরকাশী তে থাকতাম। তেহরী ড্যামের বিরুদ্ধে আন্দোলনটা কে নতুন রাজ্যের আন্দোলনে পরিবর্তিত করতে বিজেপি সহ অনেক ফ্যাকটর কাজ করেছিল। আরেকটা ফ্যাকটর ছিল, খবর না থাকলে জেনে রাখো, মন্ডল কমিশনের রিপার্কাশনে, উত্তরাঞ্চলের গরীব উচ্চ বর্ণ রা ইন্সট্যান্ট বিজেপি কে সমর্থন করে, এরা আগে এন ডি তিওয়ারীর সমর্থক ছিলেন, এবং তখনি এই তথাকথিত 'সেল্ফ ডিটারমিনেশন' এর দাবী অনেক প্রচার পায়। আর ঝাড়খন্ডের ক্ষেত্রে, শিবু সোরেন দের পার্টি ভাগ, পঁয়্তাল্লিশ দিনের অবরোধের পরে, আর্লি নাইন্টিজে, এটা সম্পর্কে খবর নিয়ে দেখো , একই মডেল পাবে।
Blank | ০৭ সেপ্টেম্বর ২০০৮ ২১:৩৪ | 65.218.154.195
ঃ)
Ishan | ০৭ সেপ্টেম্বর ২০০৮ ২১:২৮ | 12.217.30.133
বুদ্ধবাবু-মমতার শুভদৃষ্টি হচ্ছে এখন। এই কি গোর্খাল্যান্ড নিয়ে প্যাচাল পাড়ার সময়? ঃ)
Blank | ০৭ সেপ্টেম্বর ২০০৮ ২১:২৭ | 65.218.154.195
আহা, আমি তো এক খানা লিস্টি ই চাইছি বই এর। কাল থেকে এটা পড়ে বেশ নেপাল নেপাল শখ জেগেছে। খান কয়েক বই পত্তর চাই, একটু খানি ঘাঁটার জন্যি।
h | ০৭ সেপ্টেম্বর ২০০৮ ২১:২১ | 121.242.13.34
ব্ল্যাংকি, এই টা একটু চাপের লাইন। ব্রিটিশরা আসার পর থেকে জাতি নানা গজিয়েছে। মূলতঃ তাদের প্রয়োজনে। স্টার্ডি বা অপরাধপ্রবণ দু ধরণের জাতি কেই ক্যাটেগোরাইজ করেছেন ব্রিটিশ শাসনের সবচে বোগাস অংশ টা, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসিয়ালডম। অতএব ইতিহাস পড়তে গেলে অনেক্টা খোঁজখবর লাগবে। কেসটা অত সোজা নয়। আর ইন্ডেজিনাস ডেটা যা পাবে তা হল রাজা গজাদের কোর্ট ইস্টরিয়ান দের গল্প। কলোনিয়াল ডেটা কে তুমি উপেক্ষা করতে পারবে না, অর্থাৎ বেংগল গেজেটিয়ার মার্কা সোর্স তোমার লাগবে, অথচ মনের মধ্যে পোকো পোমো বা নিদেনপক্ষে মার্ক্সিজম কুরকুরাবে। করবেটের মাই ইন্ডিয়া পড় নাই? অতএব, শুধু ইন্টারনেট সার্চ কইরা লাভ নাই, শ্যানশাল লাইব্রেই যাও।
a x | ০৭ সেপ্টেম্বর ২০০৮ ২১:১৯ | 143.111.22.23
আর ইন্টার্নেট একটা টুল, খুবই পাওয়ারফুল টুল। এই ইন্টারনেটের কল্যাণেই সিঙ্গুর নন্দীগ্রাম পাব্লিক স্পেসে এসেছে। নইলে অজান্তেই অনেক কিছু হত। যেমন আগেও হয়েছে বহু জায়গায়। মোটামুটি who is who ইন্টার্নেটে পাওয়া যায়, কাজেই আদৌ বাজে ব্যপার না।
a x | ০৭ সেপ্টেম্বর ২০০৮ ২১:১৬ | 143.111.22.23
ভারী মুশকিল তো, ইন্টার্নেট সার্চ দিয়ে ক্রেডিবিলিটি মাপছি, এটা টু মাচ রিডিং বিটুইন দ্য লাইন্স হল। ইন্টার্নেট সার্চ করে পাইনি, তাই কে জিজ্ঞেস করেছি। বিজেপি রাইট টু সেল্ফ ডিটার্মিনেশন সমর্থন করে, এটা খবর আমার কাছে।
Blank | ০৭ সেপ্টেম্বর ২০০৮ ২১:১৪ | 65.218.154.195
ডকুর জন্য থ্যাংকু।
h | ০৭ সেপ্টেম্বর ২০০৮ ২১:১৩ | 121.242.13.34
বিজেপি তো নীতিগত ভাবে ছোট রাজ্যের সমর্থক। সুতরাং এক্ষেত্রে বরঞ্চ বিমল গুরুং দের সমর্থক বিজেপি। আজকালের তুলনায়। ইন ফ্যাক্ট আমার ধারণা বিমল গুরুং র এস্কালেট করেছিলেন ২২ শে জুলাই মনমোহন গভর্নমেন্ট পড়বে ভেবে
আর আরেকটা কথা ইন্টারনেটের সার্চে অনেকের নাম ই আসে না, এটা ক্রেডিবিলিটির কোন মানদন্ড হতে পারে না।
এই যে ওয়ার্ল্ড সোশাল ফোরাম হওয়ার পর থেকে ক্রেডিবল হতে গেলে ভালো ওয়েব প্রেজেন্স লাগবে এই দাবীটা এস্টাবলিশড হয়ে গেল, এটা তো একেবারেই বাজে।
মাথা মুন্ডু নিয়ে কোনো বক্তব্য নাই। খালি নেপাল আর ঐ অঞ্চলের ওপর খান কয়েক রেফারেন্স চাই। পড়ার মতন।
a x | ০৭ সেপ্টেম্বর ২০০৮ ২১:০৮ | 143.111.22.23
তুষার প্রধান কে? গুগল করলে HDFC আর মিউচুয়াল ফান্ড আসছে :-s
a x | ০৭ সেপ্টেম্বর ২০০৮ ২১:০৫ | 143.111.22.23
আজকালের লেখার মাথা মুন্ডু নেই। বরঞ্চ লেখাপত্তর এখন বিজেপি সুলভ টার্ন নিচ্ছে। খুব ভালো ওনারা গোর্খাল্যান্ড দাবী করবেন না। তারবদলে "একদা-পঃবঃ বাসী-কিম্বা-নেপালী-বাহাদুর-নামে-পরিচিত-জনজাতি" ল্যান্ড দাবি করবেন।
h | ০৭ সেপ্টেম্বর ২০০৮ ১৭:৩০ | 121.242.13.34
ঃ-)
sinfaut | ০৭ সেপ্টেম্বর ২০০৮ ১৭:২৯ | 117.195.196.15
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন