তবে সিঙ্গুর বিতর্কে আমার একটা ব্যক্তিগত লাভ হয়েছে। বাংলা ডেডলককে এ ইংরিজিতে impasse বলে, সেটা এই তালে জেনে ফেললাম।
** বিনীত অনুরোধ। আমার ইংরিজি জ্ঞানের অভাব সর্বসমক্ষে প্রকাশ কল্লাম বলে কেউ যেন আমাকে মুর্খ ভাববেননা। পিলিজ।
Ishan | ০২ সেপ্টেম্বর ২০০৮ ১০:৩৩ | 12.240.14.74
ওদিকে সিঙ্গুর নিয়ে নানাবিধ কথা আমার মনের মধ্যে ফুসকুড়ি কাটছে। কিন্তু ঠিক দানা বাঁধছেনা। আমি কনফিউজড বল্লে কেউ কি কিছু মনে করবে?
Ishan | ০২ সেপ্টেম্বর ২০০৮ ১০:৩২ | 12.240.14.74
বোধিটা যাতা। ঃ)
তবে সত্যি ফোন করে জিজ্ঞাসা করেছিলাম ডিমসেদ্ধর কথা। মিঠুর ইমিডিয়েট রিঅ্যাকশান হল মাইক্রো ওয়েভটা ঠিক আছে তো? আমি যে ডিম খেতে পেলাম না, সে নিয়ে কোনো চিন্তা নাই।
বার্মিজ হার্প -- অ্যান্টি ওয়ার ! মিউজিকাল! জানি না। কিন্তু ছেরে ওঠা যায় না। জুলস অ্যান্ড জিম -- ফ্রেঞ্চ ভাল না বুঝলে এই সিনিমাটা দেখার মানে নেই। সাবটাইটেল পড়ে পড়ে বোঝার সিনিমা এটা নয়
Arijit | ০২ সেপ্টেম্বর ২০০৮ ১০:১৮ | 61.95.144.123
আমার বউ কাল গুরুতে এসে বেল্টের গপ্পো পড়ে গেছে, বাড়ি ফেরার সময় বলতে বলতে ফিকফিকিয়ে হাসছিলো;-)
Arijit | ০২ সেপ্টেম্বর ২০০৮ ১০:১৭ | 61.95.144.123
বাংলা লেখার কলের মতন মামু একটা ডিম সিদ্ধ করার কলও বানিয়ে নিতে পারে। আরেকটা বেল্ট খোলার কল...বাই ওয়ান গেট ওয়ান ফ্রী।
h | ০২ সেপ্টেম্বর ২০০৮ ১০:১৩ | 125.18.104.1
ডাল ডিম আলু এই তিন প্রকার বস্তু থাকলে কোন বাংআলী কাউকে ভয় পায় না। এটা বাঙালীর ইম্পর্ট্যান্ট চারিত্রিক বৈশিষ্ট।
কিন্তু বাঙালী যে গ্লোবাল হলেও ভুল গ্লোবাল হয়েছে এটা বোঝা গেল। কারণ দুটো জিনিস থাকলেই তার একটার মধ্যে আরেকটা কে দিতে হবে এরকম কোন কথা নেই। এই বেসিক কথাটা বাঙালী বোঝে না। যেমন ডিমের মধ্যে মাইক্রো ওয়েভ আর মাইক্রোয়েভের মধ্যে ডিম এই গুলো যে দেওয়ার চেষ্টা করাটা নানা ভাবে নিষ্ফল ও বিপজ্জনক এটা বাঙালী আর কবে বুঝবে।
তবে আমি একটা আজব আধুনিক আর্বান ফ্যালাসির কথা ভাবছি। লোকে এই মুহুর্তে সিঙ্গুরে কত কারণে ফোন করছে। রাজ্যপাল ফোন করছেন, দিদি কে আলোচনায় বসার জন্য অনুরোধ করতে, দেশ বিদেশের টেলি চ্যানেলেরা বা কাগুজেরা সাংবাদিক দের বা স্থানীয় কনট্যাকটদের ফোন করছেন, জমি বিক্রি করে যারা যারা বড়লোক হচ্ছেন তারা প্রত্যেকেই নিজে থেকে এসে স্বেচ্ছায় নিজ নিজ অর্থে মোবাইল ফোন কিনে সাংবাদিকদের এসে বলে যাচ্ছেন কি মডেলে কথা হবে বা হওয়া উচিত, টাটা মোটোরস বা কর্পো হেডু দের টেলুরা ফোন করে খোঁজ নিচ্ছেন কেউ নিরাপত্তার অভাব বোধ করছেন কিনা, আটকে পড়া ট্রাক খালাসির বৌ এজেন্টের আপিসে ফোন করে ট্রাকে যথেষ্ট খাবার জল আছে কিনা খোঁজ নিচ্ছেন বা কাকে ফোন করা যায় ভাবছেন, বিভিন্ন কমপ্যাসনেট লোকজন বিভিন্ন ইনসাইডার নিউজ পাওয়ার জন্য যে সব কৃষকের বাইশ ফসলী জমি জমি আছে তাদের হেকটিক ভাবে একে তাকে ফোন করে করে খুঁজে যাচ্ছেন, বলা যায় না নাওমি ক্লাইন হয়তো বিশ্বব্যাপী সৌভ্রাতৃঙ্কেÄর মধ্যেও ঘাসফুলের লোগো অতিরিক্ত ব্যবহারের প্রতিবাদে একটা ছোটো প্রাইভেট নোট অফ ডিসেন্ট জানাচ্ছেন অনুরাধা কে, হয়তো চমস্কির নতুন বইয়ের নাম হচ্ছে Eggemoney and Survival, হয়তো দীপেশ নতুন প্রবন্ধ লিখছেন, Backlash of Provincialising Europe, Globalising Singur, পুলিশের কত্তারা মনমরা ফোনে ফোনে নিরাপত্তা ছড়িয়ে দিচ্ছেন কারণ গত সাত আট দিনে হঠাৎ লাঠিতে গুলিতে লোকের একটা আনএক্সপ্লেইন্ড মান্দ্য হয়েছে, এই সব তড়িৎ-চৌম্বকীয় ব্যস্ততার মধ্যে সুদূর শিকাগো থেকে মামু, রিটায়ার্ড বিপ্লবী ও টায়ার্ড ইঞ্জিনীয়র, মিঠু কিম্বা মাসিমাকে ফোন করে জিজ্ঞেস করছে হ্যাঁগো বিদেশী ডিম যেন কি করে সেদ্ধ হয়? কোন সেন্স অফ অকেশন নেই। যাতা।
Div0 | ০২ সেপ্টেম্বর ২০০৮ ০৭:১১ | 24.0.145.33
আমি নিজেই অমন একখান মুরগী মেট। তবে ডিমটার জন্য কোশিশেঁ জারি হ্যায়।
Blank | ০২ সেপ্টেম্বর ২০০৮ ০৬:৪৫ | 65.218.154.195
এক খানা মুরগী কে দু বেলা গরম জল খাওয়াও, সকাল বিকেল রোদ্দুরে ছেরে রাখো। একদম সেদ্ধ ডিম পারবে ওটা। আমি নিজে পাবলিক্সে দেখেচি ওমনি সেদ্ধ ডিম বিক্রি হতে।
অ্যাঁ! পচা পচা হাগুর গন্ধওয়ালা ডিমসিদ্ধর থেকে ভালো হে।
c | ০২ সেপ্টেম্বর ২০০৮ ০২:৩৭ | 131.95.121.107
ছ্যা ছ্যা! মটর পনীর খেলেন শেষে!
Div0 | ০২ সেপ্টেম্বর ২০০৮ ০২:৩৩ | 24.0.145.33
আই মিন জার্সি সিটি।
Div0 | ০২ সেপ্টেম্বর ২০০৮ ০২:৩২ | 24.0.145.33
ডিমসেদ্ধ? ফুঃ। এইমাত্র গরম গরম পনীর মটর আর রুটি খেয়ে এলাম। নিউ জার্সি'র ইন্ডিয়ান স্ট্রীট। কি যেন নাম গুজরাটি দোকানটার....হ্যাঁ, রাজভোগ, আহা, বড় ভালো বানায়।
c | ০২ সেপ্টেম্বর ২০০৮ ০২:২৬ | 131.95.121.107
ডিমেরা ডিমডিমাডিম করে নেচে নেবে! একটা খাদক কমলো!
Ishan | ০২ সেপ্টেম্বর ২০০৮ ০২:১৪ | 12.217.30.133
হিরণ্ময় নীরবতা। ধুর। ডিমসেদ্ধ আর খাবইনা। রাগ করে।
Ishan | ০২ সেপ্টেম্বর ২০০৮ ০২:০১ | 12.217.30.133
আরে আমি কালোজিরে দিয়ে আলুর চচ্চড়ি রাঁধতে পারি। আর আলুকপির তরকারি। ডিমসেদ্ধ তো নস্যি।
papiya | ০২ সেপ্টেম্বর ২০০৮ ০১:৫৫ | 165.91.215.244
ওহো আমি ভাবলম সেটাও জানা নেই ঃP
Ishan | ০২ সেপ্টেম্বর ২০০৮ ০১:৫১ | 12.217.30.133
আরে ধুর। জলে ডিম ফেলে ফোটালে যে ডিমসেদ্ধ হয়, সবাই জানে। আমিও ইনোভেটিভ আর সহজ কিছু চাই। নইলে চিরকৃতজ্ঞ থাকবনা। বলে দিলাম।
c | ০২ সেপ্টেম্বর ২০০৮ ০১:৪৬ | 131.95.121.107
স্টোভেও হয়। স্টোভটাও অন করতে হয়।ঃ-))) মাইক্রোতে দিতে হলে ডিম ভেঙে ফেটিয়ে সঙ্গে একটু মাখন দিয়ে দিতে হয়।মিনিট দুই লাগে।
arjo | ০২ সেপ্টেম্বর ২০০৮ ০১:৪১ | 24.214.28.245
প্রথম পদ্ধতিতে একটু ডিটেলের সংশোধন (ঈশানের জন্য)। গ্যাসটা আগে অন করতে হবে নইলে ১০-১৫ দিনেও কিন্তু ডিমটা হবে না। ঃ-))
papiya | ০২ সেপ্টেম্বর ২০০৮ ০১:৩৭ | 165.91.215.244
আমার টা মনেহয় একটু কঠিন পদ্ধতি হয়ে গেল, microwave এ half boil আর poach এর মাঝামাঝি একটা জিনিস সহজে হয়, আমার roommate সিখিয়েছে ঃ), microwave safe container এ ডিম ফাটিয়ে just এক মিনিট microwave এ দিলে হয়ে যায়, বেশীক্ষণ দিলে কিন্তু ফটাস করে শব্দ হবে, তবে খোলস সমেত ডিম দেওয়ার থেকে safe
papiya | ০২ সেপ্টেম্বর ২০০৮ ০১:২৬ | 165.91.215.244
ডিম তো বাংলা পদ্ধতি তে সেদ্ধ করি, saucepan এ জল এর মধ্যে ডিম দিয়ে ১০-১৫ মিনিট গ্যাস এ বসালেই হয়ে গেল, পাত্র র মাথা ঢাকা দিয়ে করলে আরো জলদি হবে ঃ)
Ishan | ০২ সেপ্টেম্বর ২০০৮ ০০:৫০ | 12.217.30.133
হ্যাঁ, হ্যাঁ, কিভাবে সহজে ডিম সেদ্ধ করতে হয় জানালে চিরকৃতজ্ঞ থাকিব। ব্ল্যাংকি বা পাপিয়া, এই সুবর্ণ সুযোগ হেলায় হারাইবেন না। ঃ)
Blank | ০২ সেপ্টেম্বর ২০০৮ ০০:৩৪ | 65.218.154.195
মামু কে কি সহজ ডিম সেদ্ধ র উপায় শিখিয়ে দেব?
papiya | ০২ সেপ্টেম্বর ২০০৮ ০০:১৬ | 165.91.215.244
ডিম কখনও microwave এ সেদ্ধ করতে নেই, ফেটে যায়
arjo | ০১ সেপ্টেম্বর ২০০৮ ২২:৫২ | 24.214.28.245
বাজি ফেলে বলতে পারি ডিমটা আর ঠিক নেই। ঃ-))
Ishan | ০১ সেপ্টেম্বর ২০০৮ ২২:২৭ | 12.217.30.133
নর্মাল কন্ডিশনে ডিম ফোটে।
এক্সেপশন হলে ফাটে।
বুঝেছি।
Arpan | ০১ সেপ্টেম্বর ২০০৮ ২২:২৪ | 122.252.231.206
ডিম তো ফাটে। ডিম কেন এক্সপ্লোসিভ হবে না?
Ishan | ০১ সেপ্টেম্বর ২০০৮ ২২:১২ | 12.217.30.133
যাঁরা উদ্বিগ্ন, তাঁদের জানাই, মাইক্রো ওয়েভ ঠিকই আছে। বিজ্ঞানের কি অপূর্ব সৃষ্টি। শত আঘাতেও মরেনা।
sinfaut | ০১ সেপ্টেম্বর ২০০৮ ২২:০৫ | 117.195.198.55
পুলিস এলো বলে।
Ishan | ০১ সেপ্টেম্বর ২০০৮ ২২:০১ | 12.217.30.133
ডিম কি এক্সপ্লোসিভ? মাইক্রো ওয়েভে সেদ্ধ করতে গিয়ে এইমাত্র একটা বিস্ফোরণ হল। ঃ)
Ishan | ০১ সেপ্টেম্বর ২০০৮ ২১:৪৮ | 12.217.30.133
লেবার ডের সকালে এই ঘুম থেকে উঠলাম। ঃ)
Arijit | ০১ সেপ্টেম্বর ২০০৮ ১৭:৫৫ | 61.95.144.123
বিবিসি ডেডলাইন ডে টেক্সট সার্ভিসে একজনের মেসেজ - পড়ে বেশ মজা লাগলো - "I live and work in Chiang Mai, Thailand and my live-in maid says her ex-boss's cousin's brother, who owns Chiang Mai United is presently in talks with Thaksin Shinawatra about a possible takeover, since he's DEFINITELY selling Man City. However, since I don't speak very good Thai, she may also be telling me she's not coming into work on Wednesday.' ঃ-))
Arijit | ০১ সেপ্টেম্বর ২০০৮ ১৭:৫৩ | 61.95.144.123
আমার ল্যাপিটা তো জানলাই, তবে ট্র্যাকপ্যাডে গোলমাল আছে।
Arpan | ০১ সেপ্টেম্বর ২০০৮ ১৭:৪৬ | 202.91.136.4
জানলায় সব হয়। ;)
Arijit | ০১ সেপ্টেম্বর ২০০৮ ১৭:৩৯ | 61.95.144.123
ওই মাথার ওপরের ইউআরএলটা কপি করলে? আমি কতক্ষণ ধরে চেষ্টা করলুম, হল নাঃ-(
Arpan | ০১ সেপ্টেম্বর ২০০৮ ১৭:৩৬ | 202.91.136.4
কে বলল TOI E paper-এর লিংক দেওয়া যায় না? এই তো দিলাম। ঃ)
এবার এই url টা যদি আজ আর কালকের ছবির দেখো, দেখবে ঐ 720896 নাম্বার এর জায়গাটা চেঞ্জ হয়ে গেছে, আর তার কোনো প্যাটার্ন খুঁজে পেলাম না। এবার wget এ url এ কোনো গ্লবিং চলবে না। মানে [0-9][0-9].html ইত্যাদি জাতীয় কোনো regex চলে না।
Arpan | ০১ সেপ্টেম্বর ২০০৮ ১৫:৩৬ | 202.91.136.4
দিনের সেরা ছবিটা এই অ্যাড্রেসে থাকে। প্যাটার্ন আছে তো।
source=...Photography/Images/POD/... .jpg
Arijit | ০১ সেপ্টেম্বর ২০০৮ ১৫:৩৪ | 61.95.144.123
সে আইডি বা নামটা যা খুশি হোক না। URL-এর একটা অংশ তুলে নিতে হবে। সেখানে regexp বা অন্যান্য স্ট্রিং ম্যাচিং এক্সপ্রেশন দিয়ে না হবার কারণ নাই।
sinfaut | ০১ সেপ্টেম্বর ২০০৮ ১৫:২৯ | 117.195.196.51
আহ। এটাও অবশেষে হয়ে গেল। wget এ তেই একটা অপশন থাকে, রিকার্সিভলি ঐ পাতার সব লিংক চেক করে ডাউনলোড করার জন্য। তা, যদি শুধু .jpg দিয়ে এন্ডিং পেজগুলো চেক করে ডাউনলোড করতে দিই, তো ও তিনটে মনিটর সেটিং এর জন্য তিনটে ওয়ালপেপারই ডাউনলোড করে দিচ্ছে। তাতে কোনো চাপ নেই।
কোনো প্যাটার্ন নেই বলেই তো মনে হোলো। ওদের কোনোরকম ফটো আইডি আছে যেটা সিকুয়েনশিয়াল নয়।
Arijit | ০১ সেপ্টেম্বর ২০০৮ ১৫:২৩ | 61.95.144.123
বদলানোটা নির্ঘাত অটোমেটেড, কাজেই প্যাটার্ন থাকবেই। regexp ব্যবহার করতে পারো।
sinfaut | ০১ সেপ্টেম্বর ২০০৮ ১৫:১৩ | 117.195.196.51
তাহলে হতে পারে।
কিন্তু আল্টিমেটলি মালটা প্রায় অসম্ভব। আমি যা করতে চাইছিলাম একটা খুচরো স্ক্রিপ্টে wget ইউজ করে প্রতিদিন nationalgeographic থেকে photo-of-the-day এর 1280-1024 px ছবিটা ডাউনলোড করার কাজটা অটোমেট করব। এখন তো দেখছি হালার ইউআরএল প্রচুর জায়গায় প্রতিদিন বদলে যায় আর বদলের কোনো মাথামুন্ডু নেই। ঃ-(
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন