এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arijit | ২২ আগস্ট ২০০৮ ১৩:৫৪ | 61.95.144.123
  • এখেনে কোনো টপিক নাই - আইফোন থেকে নন্দীগ্রাম সব চলবে, উইথ প্লেজার অ্যাণ্ড পট্যাটোজ। কাজেই লেগে পড়ো। টপিক-স্পেসিফিক কথা হয় টইপত্তর সেকশনে - আলাদা আলাদা হেডিং-এ।
  • Amit Basu | ২২ আগস্ট ২০০৮ ১৩:৫৪ | 59.93.192.243
  • blank,

    তুই এখানে না ওখানে?
  • Amit Basu | ২২ আগস্ট ২০০৮ ১৩:৫২ | 59.93.192.243
  • অরিজিত,

    আমি আজ প্রথম। কি নিয়ে আলোচনা হচ্ছে এখানে? অংশ নিতে পারি?

    অমিত
  • siki | ২২ আগস্ট ২০০৮ ১৩:৩৬ | 203.122.26.2
  • আর ঐ ভোর সন্ধ্যের তক্কোতে একটা ছোট জোক মনে পড়ে গেল। এক পেইন্টারের পেইন্টিং এক্সিবিশন হচ্ছে। গুচ্ছ গুচ্ছ ভালো ভালো ছবি, লোকে দেখে বা-বা করছে, একটা ছবির সামনে বিশাল ভিড়। সমুদ্রের ধারে সূর্যোদয় কিংবা সূর্যাস্তের ছবি। যেন জীবন্ত! লোকে দেখছে, কিন্তু খুব কনফিউজ্‌ড, এটা সানরাইজের ছবি, না সানসেটের?

    ভিড়ের মধ্যে থেকেই একজন সন্দেহ নিরসন করে দিলেন, মশাইরা, এটা নিঃসন্দেহে সানসেটের ছবি।

    সবাই তাকে চেপে ধরল, আপনি কী করে জানলেন?

    সে লোক বলল, দাদা, পেইন্টার আমার বন্ধু। সে জীবনে কোনওদিন বেলা নটার আগে বিছ্‌না ছেড়ে ওঠে নি, সে আঁকবে সূর্যোদয়ের ছবি? ওটা অবশ্যই সানসেট।
  • Arijit | ২২ আগস্ট ২০০৮ ১৩:৩৫ | 61.95.144.123
  • হিমালয় এরিয়ার (দাজ্জিলিং, উত্তরাখণ্ড, কুমায়ুন, গাড়োয়াল...) সবাই তো তাই। তো হিমালয়ের বেটির কেন হবে না?
  • siki | ২২ আগস্ট ২০০৮ ১৩:৩২ | 203.122.26.2
  • আচ্ছা পটলচেরা চোখ তো মঙ্গোলয়েডদের হয়। হিমালয়কন্যা কি তবে টিবেটান ছিলেন আসলে?
  • Arijit | ২২ আগস্ট ২০০৮ ১৩:২৯ | 61.95.144.123
  • ঋকের একটা বিচ্ছিরি টাইপের ড্রাই স্কিন অ্যালার্জী আছে, তো ডাক্তার অ্যালার্জী টেস্ট করিয়েছিলো - তার রেজাল্ট অনুযায়ী সমস্ত রকম নারকোলের প্রডাক্ট, চিকেন, ভিণ্ডি, মুসুর ডাল, টম্যাটো, গ্রাউন্ড নাট বারণ। খাবে কি তাইলে?
  • Arijit | ২২ আগস্ট ২০০৮ ১৩:২২ | 61.95.144.123
  • তোমার লম্বা চুল নাই, পটলচেরা চোখ নাই, দশটা হাত নাই, সিংহ নাই, একটা বই কইন্যা নাই...
  • siki | ২২ আগস্ট ২০০৮ ১৩:১৮ | 203.122.26.2
  • আমাকে দুগ্গাঠাকুরের পোস্টে ভাবা যায় না কেন?
  • Arijit | ২২ আগস্ট ২০০৮ ১৩:১০ | 61.95.144.123
  • স্বপত্নের সম্ভাবনা নাই, বিজয়েন্দ্র হেরে গেছে, ৮-৫।
  • Arijit | ২২ আগস্ট ২০০৮ ১৩:০৯ | 61.95.144.123
  • জন আব্রাহাম আজ রাতে নিশ্চিন্তে ঘুমোবে।
  • bozo | ২২ আগস্ট ২০০৮ ১২:৫৯ | 68.227.84.133
  • রাউন্ড টু টা ইমপর্ট্যান্ট।
  • Arijit | ২২ আগস্ট ২০০৮ ১২:৩৯ | 61.95.144.123
  • সকালবেলা আকাশে তারা দেখলে তো সকালকে সন্ধে মনে হবেই। z|নতি পারো ন।
  • sinfaut | ২২ আগস্ট ২০০৮ ১২:৩৭ | 165.170.128.65
  • কী? অহনা গোধুলি হয়ে যায়?
  • Blank | ২২ আগস্ট ২০০৮ ১২:২০ | 65.218.154.195
  • খান চার পেটে পরলে অমনি হয় মা
  • Div0 | ২২ আগস্ট ২০০৮ ১২:১৫ | 202.80.51.66
  • তাতেও হবে কি? লার্জ হ্যাড্রন কোলাইডারে ফেলে দুচক্কর লাগালে তব্বে। শেষে একচামচে অ্যান্টিম্যাটার।
  • Arijit | ২২ আগস্ট ২০০৮ ১২:১০ | 61.95.144.123
  • টেকিলার মধ্যে একটা এলএসডিওয়ালা সুগারকিউব ফেলে দিলে কেমন হয়?
  • sinfaut | ২২ আগস্ট ২০০৮ ১২:০৬ | 165.170.128.65
  • শুধু টেকিলাতে কি সিঁফো কে সিকি ভেবে ওঠা যায়?
  • Blank | ২২ আগস্ট ২০০৮ ১২:০১ | 65.218.154.195
  • সিকি কে ঠি দুগ্গা ঠাকুরের পোস্টে ভেবে উঠতে পারছি না। শুধু টেকিলা তে এসব হয় না
  • Blank | ২২ আগস্ট ২০০৮ ১২:০০ | 65.218.154.195
  • sms forward এর জন্য প্রচুর সফটওয়ার পাওয়া যায় বাজারে। সেগুলো ডাউনলোডালেই হবে
  • RATssss | ২২ আগস্ট ২০০৮ ১২:০০ | 24.24.228.247
  • দুগ্গোপুজো আসছে না!! দশ হাতে টাইপাবে বাছা আমার ঃ-)
  • Blank | ২২ আগস্ট ২০০৮ ১১:৫৬ | 65.218.154.195
  • দশ খানা কী বোর্ড নিয়ে করবে কি?
  • Arijit | ২২ আগস্ট ২০০৮ ১১:৪৭ | 61.95.144.123
  • হয় সাপ, নয় মবারক - জেবউন্নিসা (রাজসিংহ - বঙ্কিম)
    হয় সিঙ্গুর, নয় আইফোন - মঃবিঃ

    ;-)

    ডাস কীবোর্ডটা কি? মার্ক্সের তৈরী?
  • sinfaut | ২২ আগস্ট ২০০৮ ১১:৪২ | 165.170.128.65
  • মধ্যবিত্তরা আজকাল আইফোন নিয়ে ভারী দুশ্চিন্তিত।

    আমারে কেউ একটা ডাস কীবোর্ড উপহার দাও না। ব্ল্যাংকি, দিবি?
  • Arijit | ২২ আগস্ট ২০০৮ ১১:৩৮ | 61.95.144.123
  • ফোন কোংগুলোকে একটা প্রোপোজাল পাঠাই - ফোনে এইসব দেবে কিনা...
  • siki | ২২ আগস্ট ২০০৮ ১১:৩৫ | 203.122.26.2
  • না, কিনব না। আমি ঐ টাইপের জনতা, ফোনটা কেবল কথা বলার জন্য। এমনকি এসেমেসও করি না। আমার চার হাজারের ফোন, দিব্যি কথা বলা যায়, আমি তাতেই খুশি। ৩১ হাজার দিয়ে দরকার হলে ল্যাপটপ কিনব, ফোন কিনতে যাব কেন?
  • Arijit | ২২ আগস্ট ২০০৮ ১১:৩১ | 61.95.144.123
  • সিকি নিগ্‌ঘাত নোকিয়া এন৯৬ কিনবে। কিনবেই। নইলে আইফোন নিয়ে এত রিসার্চ করতো না। আমি তো দাম শুনেই পালিয়ে এলুম - আইফোন, ব্ল্যাকবেরি, এন৯৬ - কোনোটাই পোষাবে না।

    অবিশ্যি ওই দামে যদি ফোন + ঠাণ্ডা ফ্যান + গানশোনা + কান খুঁচনো + গুচ + মাইক্রোওভেনে রান্না একসাথে করা যেত, মানে একটা ফোনেই এই সব, তাইলে কিনতুম।
  • siki | ২২ আগস্ট ২০০৮ ১১:২৪ | 203.122.26.2
  • ও হো, কোনও অ্যাপ্লিকেশন থেকে অন্য অ্যাপ্লিকেশনে টেক্সট কপি পেস্টও করা যায় না নাকি। এসেমেসেও কপি করা যায় না।
  • RATssss | ২২ আগস্ট ২০০৮ ১১:১৭ | 24.24.228.247
  • ওহে, আইফোন একবার হাতে নিয়ে দেখো, ফিলটাই আলাদা, লুকটার কথা ছেড়ে দাও। তবে দেশের বাজারে ওটা বড্ড বেশী দাম, চুরি ছিনতাইএর সম্ভাবনাও বড্ড বেশী।
    ও হ্যাঁ, আনলক হয়না এখনো। সফটওয়ারে আনলক করলে পুরো অপারেটিং সিস্টেমটাই মারা যায়। কিন্তু যারা চুরি করে তাদের ওতে কি আসে যায়? চুরি করতে হয়, তাই করা। ফোন চুরি গেলে দেশের পুলিশও কোন রকম সাহায্য করে না, একটা এফআইআর পর্যন্ত সহজে নিতে চায় না। ২০০০০ টাকার ফোনেও চাইত না ৩১০০০এর আইফোনেও চাইবে না। অবশ্যি নামি দামি লোকের ফোন হলে দুইখান কথা আসে।
  • Blank | ২২ আগস্ট ২০০৮ ১১:১৫ | 65.218.154.195
  • আই ফোন টেকি দের জন্য বেশ ভাল। নিজের মতন প্রোগ্রাম লিখে অ্যাপ্লিকেসান বানাতে পারো
  • Arijt | ২২ আগস্ট ২০০৮ ১০:৫০ | 61.95.144.123
  • সেদিন টেলিগ্রাফে আইফোন আর ব্ল্যাকবেরির তুলনা দিয়েছিলো। আইফোনের সবচেয়ে বড় প্লাসপয়েন্ট হল আইপড এবং অসাধারণ ব্রাউজিং। এবং অবশ্যই লুক অ্যাণ্ড ফীল, অ্যাপলের ট্রেডমার্ক। কিন্তু ৩১০০০ বেজায় বাড়াবাড়ি।
  • Arijit | ২২ আগস্ট ২০০৮ ১০:৪৫ | 61.95.144.123
  • না তো, দিব্যি চলছে।
  • siki | ২২ আগস্ট ২০০৮ ১০:৩৪ | 203.122.26.2
  • এই মুহুর্তে আমার মেশিনে আবাপ খুলে যে কোনও লিঙ্কে ক্লিক করলেই IE এনকাউন্টারড প্রব্লেম বলে শাটডাউন হয়ে যাচ্ছে। আর কারুর কি হচ্ছে।

    ফায়ারফক্সে দেখি নি এখনও। দেখি।
  • Arpan | ২২ আগস্ট ২০০৮ ১০:৩৩ | 202.91.136.4
  • ক্যামেরাতে জুমও নেই।
  • Arpan | ২২ আগস্ট ২০০৮ ১০:৩২ | 202.91.136.4
  • অরণ্যদেবের নন্দনকাননে বাঘ আছে তো। তবে খুব সুভদ্র। কামড়াতে না বললে কামড়ায় না।
  • siki | ২২ আগস্ট ২০০৮ ১০:৩২ | 203.122.26.2
  • কালকে জি বিজনেসে একটা মনোজ্ঞ অনুষ্ঠান হল, আইফোনে কী কী নেই তাই নিয়ে। যা বুঝলাম,

    sms ফরোয়ার্ড করা যায় না
    mms করা যায় না
    আনলকের গল্পটা তো আছেই। ভোঁদাফোনের থেকে কিনলে কেবল ভোঁদাফোনের সিমই চলবে, এয়ারটেল চলবে না।
    বাকিরা আঙুল চোষো, আইডিয়া / বিএসএনএল / এমটিএনএল ইত্যাদির সিম থাকলে আইফোন তোমার জন্য নয়।
    থ্রিজি কমপ্যাটিব্‌ল, কিন্তু ভারতে এখনও থ্রিজি নেই
    জিপিএস আছে কিন্তু কথা কয় না

    বাকি যা যা ফিচার আছে তা নোকিয়ার লেটেস্ট মডেলগুলোতে এমনিই আছে। বিশ্লেষক পাঁচে আড়াই স্টার দিলেন আইফোনকে।
  • Ishan | ২২ আগস্ট ২০০৮ ১০:২৮ | 12.217.30.133
  • আরে আমি ভেবেছিলাম সিঙ্গুর টই থেকে মাঝখানের লেখাগুলো উড়ে গেছে। ঃ)
  • Blank | ২২ আগস্ট ২০০৮ ১০:২৬ | 65.218.154.195
  • টই তে আবার বাঘ ঢুকলো কেমনি করে?
  • Ishan | ২২ আগস্ট ২০০৮ ১০:২৪ | 12.217.30.133
  • কাকে ক্যালাবো জানিনা। তবে কাউকে একটা ক্যালাবই। টইটা অনেকক্ষণ ধরে ডিবাগ করলাম ফর নাথিং।
  • RATssss | ২২ আগস্ট ২০০৮ ০৭:৫৪ | 63.192.82.30
  • ঠিক তাই। দুচারখানা ইউকে ইউরোপের ছাপ্পা থাকলে, নিজে কাজের সুত্রে বা এমনি ঘুরে বেড়াচ্ছেন দেখাতে পারলে কিছুই জিজ্ঞাসা করবে না।
  • bozo | ২২ আগস্ট ২০০৮ ০৭:১১ | 128.111.119.235
  • ও তাহলে জানি না। আমার শ্বশুর মশাই এর স্পনসর তো কেউ নেই। উনি কাজে ইউরোপ এ যান। তো প্ল্যান হল কাজের শেষে দিন ১০ এর জন্য এখানে ঘুরে যাবেন। টাইম পিরিয়ড শর্ট বলে বোধ হয় ঐ সব ঝামেলা হয় নি।

    আর অক্ষ, অনেক ট্র্যাভেল এজেন্ট আছেন যারা ফ্রী তে ভিসা করিয়ে দেন (অবশ্য-ই ওনাদের কাছ থেকে টিকিট করাতে হয়)। তাঁদের সঙ্গে যোগাযোগ করতে পার, ঝামেলা (মানে ঐ ব্যাঙ্ক যাওয়া ইত্যাদি) কম হবে।
  • RATssss | ২২ আগস্ট ২০০৮ ০৬:৫৪ | 63.192.82.30
  • অক্ষ,
    যদি এখান থেকে পুরো বেড়ানো স্পনসর করো তবে I-134 অতি অবশ্যি করে পাঠিও। যদি যে আসবে সে নিজেই নিজের বেড়ানো স্পনসর করে তবে I-134এর দরকার নেই। এবার প্রশ্ন হল কে নিজের বেড়ানো নিজে স্পনসর করতে পারে? যে এতটা রোজগার করে যে ৬ মাস হোটেলে থাকা, খাওয়া, বেড়ানো ও আসা-যাওয়া-টা বছরে অন্তত ২ বার করতে পারে। তোমার বাড়িতে থাকতে গেলেও স্পনসর তোমাকে হতে হবে। সহজ কথায়, ভারতবর্ষের সাধারন মধ্যবিত্ত / উচ্চ-মধ্যবিত্ত কেউ এদেশে আসতে গেলে তার স্পনসর লাগবেই। আর স্পনসর লাগলে I-134 থাকা বাধ্যতামূলক। তবে ভিসা ইন্টারভিউতে অনেক সময় I-134 দেখতে নাও চাইতে পারে, যেমন বোজোর শ্বশুরমশাইয়ের কাছে দেখতে চায়নি।

    এবার কি কি কারনে ভিসা না দিতে পারে -
    ভগাও এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। তবু অনেক উদাহরন দেখে কতগুলো সম্ভাবনা ও তার প্রতিকার লিখে দিলুম।

    ১। অ্যাপ্লিকেন্ট যদি অসুস্থ / বয়স্ক হন - ইন্স্যুরেন্সের সুবিধা নিয়ে এদেশে এসে চিকিৎসা করাতে পারেন এমন সম্ভাবনা বুঝতে পারলে ট্র্যাভেল ভিসা দেবে না। ক্লিয়ার মেডিক্যাল গ্রাউন্ডে মেডিক্যাল ট্রিটমেন্টের জন্য ভিসা চাও, পাওয়ার সম্ভাবনা বেশী থাকবে।
    ২। ৭০ এর বেশী বয়স্ক হলে B1/B2 ভিসা পাওয়ার সম্ভাবনা কম। ট্র্যাভেল ভিসা / বিজনেস ভিসা একই ক্যাটাগরির & ১০ বছরের জন্য দেয়। অল্প দিনের জন্য / সিঙ্গেল এϾট্র ভিসার জন্য চেষ্টা করে দেখতে পারো।
    ৩। প্রথম পাসপোর্ট ৫৫ বছরের বেশী বয়সে হলে ভিসা দিতে গরিমসি করে। ইউকে বা ইউরোপের কোন দেশে একটা ছোট ট্রিপ করে নিয়ে তারপরে আম্রিকার ভিসার চেষ্টা করো।
    ৪। তুমি যদি একমাত্র সন্তান হও তবে বাবা/মা'র ভিসা পেতে সমস্যা হতে পারে। দেশে স্থাবর সম্পত্তি ও যথেষ্ট ইনভেষ্টমেন্ট দেখালে ভিসা পেতে সুবিধে হয়। বাবা - মা'র মধ্যে একজন জীবিত না হলে সম্পত্তি থাকা বাধ্যতামূলক।
    ৫। দুজনেই স্পনসর হতে পারলে তুমি তোমার শ্বশুর শ্বাশুড়ি কে স্পনসর করো, তোমার সঙ্গীকে বলো তোমার বাবা-মার স্পনসর হতে।
    ৬। ভিসা ইন্টারভিউএর সময় বাবা/মা'র অ্যাপ্রোচ থাকে "ছেলে/মেয়ের কাছে যেতে দিলে কৃতার্থ হবো'। কিন্তু অ্যাপ্রোচ হওয়া উচিৎ - "এখানে অনেক ভাল আছি, ছেলে/মেয়ে আসতে পারছে না কিন্তু বারবার আমাকে যেতে চাইছে তাই বাধ্য হয়ে যাবো, বেড়িয়ে তোমাদের কিছু পয়সা রোজগারের বন্দোবস্ত করে দেব'।
    ৭। শীতের শেষে ভিসার জন্য পাঠাও (ফেব - মার্চ) -- গরমকালের কটা দিন বেড়িয়ে অক্টোবরের মধ্যে ফিরে আসবে এই অ্যাপ্রোচ নিয়ে। কোন অজানা কারনে শীতের শেষে ট্র্যভেল ভিসা রিজেকশন কম হয়।
    ৮। টিকিট কেটে / হোটেল বুক করে আম্রিকা বেড়ানোর ভিসা চাইতে গেলে রিজেকশনের সম্ভাবনা বেশী থাকে।
  • aja | ২২ আগস্ট ২০০৮ ০৪:৫৭ | 207.47.98.129
  • জন আব্রাহামের অসহ্য যদি ভজুর অসহ্য হয় ...
  • a x | ২২ আগস্ট ২০০৮ ০৩:৪১ | 143.111.22.23
  • থ্যান্‌কু যারা যারা আলোকিত করিলেন। আপনাদের সন্তানদের চিরিও ও ২%'র বৃদ্ধি কামনা করি।
  • A | ২২ আগস্ট ২০০৮ ০৩:২৭ | 208.255.36.3
  • নিজের ব্যাংকে যাও, নোটারাইজ করে দেবে বিনা পয়সায়। আর নাহলে ফেডেক্স-কিংকোজ, পোস্ট নেট/ মেইল বক্সেস এটসেটরা ইত্যাদি টাইপের দোকান করে দেবে অল্প কিছু পয়সায়। এই যেমন প্রতি পেজ $1.
  • a x | ২২ আগস্ট ২০০৮ ০৩:০২ | 143.111.22.23
  • আরো কিছু বোকা বোকা প্রশ্ন করি তাইলে। এইদেশে কারা নোটারি সিগনেচর করতে পারে? ফেডেরাল এমপ্লয়ি? তাইলে পোস্টাপিসে গেলে হবে?
  • arjo | ২২ আগস্ট ২০০৮ ০২:৪৫ | 168.26.215.54
  • আমার শাশুড়ি এবং মায়ের পরপর দুইদিন ভিসা ইন্টারভিউ ছিল। দুজনের জন্যই I-134 ভর্তি করে পাঠিয়েছিলাম। শাশুড়ির ভিসা অ্যাপ্রুভড হয়েছিল, মায়ের হয় নি। I-134 দিতে হয় বলেই জানি। মায়ের প্রথম দিন ছিল, পরের দিন শাশুড়ির ছিল।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত