ব্ল্যাংকি এত শিভাস খেয়েছে হাড়ে কাঁপুনি ধরেছে। একবার দুজনে মিলে এক বোতল শিভাস খেয়ে আমার দাঁত কপাটি লেগে গিয়েছিল।
Blank | ০৭ আগস্ট ২০০৮ ০১:৫২ | 170.153.62.251
ঠক ঠক ঠক
arjo | ০৭ আগস্ট ২০০৮ ০১:৫১ | 168.26.215.54
নক নক। বয়ে গেল বেলা ...
Du | ০৬ আগস্ট ২০০৮ ২৩:২৯ | 67.111.229.98
ডিসি তে বোধ হয় লোকে খুব একটা থাকেও না। উইকেন্ডে হোটেল শস্তা অন্য দিনের চেয়ে।
Blank | ০৬ আগস্ট ২০০৮ ২৩:১৯ | 170.153.62.251
বোজো দা কে সাপোর্টালুম
bozo | ০৬ আগস্ট ২০০৮ ২৩:১৪ | 128.111.119.235
*Naturally grown*
bozo | ০৬ আগস্ট ২০০৮ ২৩:১৩ | 128.111.119.235
pi , আপনি যা গুলো বললেন, জর্জ টাউন বাদ দিয়ে সব আমার দেখা। আগেই লিখেছি জেফারসন মেমোরিয়াল আমার ভালো লাগে। মনে আছে এক প্রবল গ্রীষ্মের দুপুরে হলোকস্ট মিউজিয়ামে ভয়াবহতার পরে আশ্রয় নিয়েছিলাম জেফারসনের শান্ত শীতল চঙ্কÄরে। ঐ হাঁসের ঘুরে বেড়ানো, পোটোম্যাক ঘিরে গাছের সারি, শান্ত ছায়া মন ভালো করেছিল। যেমন হয় হিমালয়ের পাদদেশে গেলে বা আমার বর্তমান শহরের পুকুর পারে বসে। মাটিতে থেবড়ে বসে থাক। জাস্ট বসে থাক। ইতি উতি মেলা দেখেছি, ইস্কনের রথ যাত্রা দেখেছি, ক্যাথলিক এভানজেলিক মিশনারী দেখেছি যে ঘোষনা করছে 9/11 আমেরিকার প্রকৃত স্বাধীনতা দিবস, আইরিশ ফেস্টিভাল দেখেছি। চেরী ব্লসম দেখা হয় নি। ঐ সময়ে কখনো ডি সি যাই নি। মিউসিয়াম দেখেছি। স্মিথসোনিয়ান এর যে কটা দেখেছি তার সব ভালো লেগেছে বললে মিথ্যা হবে। জর্জ টাউনের ইউরোপীয় মিউসিক শুনি নি।ন্যাশানল মল দেখি নি। ক্যাপিটল দেখেছি, মানে দেখতেই হবে এমন একটা স্ট্র্যাটেজিক পজিশন। ৪ জুলাই দেখেছি। ডুপন্ট সার্কেলের সেই বিখ্যাত বই এর দোকান দেখেছি।
তবু ডি সি খাজা। ডি সির ইতিহাস নেই। নিজস্বতা নেই। মটলে টাউন। সব ধরে বেঁধে দাঁড় করিয়ে দেওয়া। ডি সি কে নিয়ে কোনো দিন 'চায়নাটাউন' এর মত সিনেমা হবে না। ডি সি কোনো দিন একটা লিনকন পার্ক হবে না। পেন স্টেশনের উন্মাদনা কখন-ই ইউনিয়ন স্টেশন কে ছুঁতে পারবে না। ডি সি একটা ন্যাচারালি গ্রিন শহর নয়। বরং সাজানো গোছনো এক্সিহিবিট। এবং এখানেই আমার আপত্তি আছে। ডি সি অতি খাজা শহর। যেই অর্থে নতুন দিল্লী খাজা। অথচ পুরানো দিল্লীর রাস্তায় রাস্তায় লুকিয়ে থাকে যাদু। ডি সি তে জাদু নেই, সারপ্রাইজ নেই।
RATssss | ০৬ আগস্ট ২০০৮ ২২:৫৫ | 63.192.82.30
যাঃ পাল্লিনের ব্যবসা প্ল্যানে দমদি গঙ্গাজল / কাবরীজল স্প্রে করে দিল। আবার থ্যাঙ্কু চাইছে!
d | ০৬ আগস্ট ২০০৮ ২২:৪৫ | 59.161.58.55
অ পাল্লিন, তোমার হয়ে টইয়ে তুলে দিলাম, থ্যাঙ্কু দিবা না?
d | ০৬ আগস্ট ২০০৮ ২২:২৬ | 59.161.58.55
Fileaid দিয়ে দিব্বি চমৎকার IMS পড়া, লেখা যায়। আমি পড়লাম তো আজকে।
কিন্তু জীবন কি কঠিন রে বাবা! আরো চাট্টি চর্বি গজিয়ে গেল!
siki | ০৬ আগস্ট ২০০৮ ২১:৫১ | 122.162.83.11
অ! সরি।
Du | ০৬ আগস্ট ২০০৮ ২১:৪৯ | 67.111.229.98
মেয়ের বাবাটা আজকাল।
Du | ০৬ আগস্ট ২০০৮ ২১:৪৮ | 67.111.229.98
না না সিকি চিত্রগুপ্তের খাতায় ভুল লেখা আছে,। কাছ খোলাটা বিনয় বাবুর ভাগে।
siki | ০৬ আগস্ট ২০০৮ ২১:৪৮ | 122.162.83.11
বুঝলাম না। মেয়ের বাবা হলে কি খচ্চরকে খচ্চর বলার অধিকার চলে যায়?
Du | ০৬ আগস্ট ২০০৮ ২১:৪৭ | 67.111.229.98
সেটাই তো। মেয়ের বাবা যে।
siki | ০৬ আগস্ট ২০০৮ ২১:৪৫ | 122.162.83.11
যে-ই করেছে, বেশ করেছে। বিমান বোসের ধুতির কাছাটা কেউ পেছন থেকে খুলে দিতে পারলে আরও জমত।
I | ০৬ আগস্ট ২০০৮ ২১:৩৬ | 59.93.202.14
তাছাড়া বিমানবাবু কিছু নিগৃহীতও হন নি। মহামান্য আজকাল বলেছেন লোকেদের ধাক্কাধাক্কিতে বিমানবাবু সামান্য আহত হন।
Arpan | ০৬ আগস্ট ২০০৮ ২১:০১ | 122.252.231.206
বিমানবাবুর নিগৃহীত হবার ঘটনাটি পড়ে ইতিহাসের পুনরাবৃত্তি ছাড়া আর কিছু মনে হল না। বছর তিনেক আগে দাপট ছিল যখন আরো সুস্পষ্ট, তখন পরিষ্কার মনে আছে ইনিই বিবৃতি দিয়েছিলেন নির্বাচনে কেন্দ্রীয় পর্যবক্ষকেরা অবাঞ্ছিত। অধিকারের সীমা পার করার দুঃসাহস দেখালে জনগণই (পড়ুন দলীয় কর্মী ও সমর্থকেরা) তাঁদের গলাধাক্কা দিয়ে বার করে দেবে।
দুটি ঘটনাই ন্যাক্কারজনক। এবং দুটি মিলে একটিই বৃত্ত রচনা করে। সেটি খুব উঙ্কÄল কিছু না।
r | ০৬ আগস্ট ২০০৮ ২০:০৩ | 198.96.180.245
হিংস্রতর হবে- আপাততঃ এটাই একমাত্র অনিবার্যতা।
Du | ০৬ আগস্ট ২০০৮ ১৯:৫৯ | 96.226.15.71
আবাপ কলকাতার লোকের মুড অনুযায়ী 'কৌতুক' যুগিয়েছে একটু।
Du | ০৬ আগস্ট ২০০৮ ১৯:৫৭ | 96.226.15.71
প্রতিদিনে একটু ডিটেল দিয়েছে।
arjo | ০৬ আগস্ট ২০০৮ ১৯:৫৬ | 168.26.215.54
দু দি, এখন না অনেকদিন হিংস্র হয়ে উঠেছে। বিমান বাবুর মতন ওপর তলার লোকেরা টের পায় নি শুধু। তবে ছবিতে যে দেখলাম বিমান বাবু হাত মুঠো করে ছুঁড়ছেন।
Du | ০৬ আগস্ট ২০০৮ ১৯:৪৮ | 96.226.15.71
বিমান বসুকে কাল আদালত চঙ্কÄরে নিগ্রহ করেছে জনতা। পশ্চিমবঙ্গের রাজনীতি এখন ওপেনলি হিংস্র হয়ে উঠেছে। আবার ভালো ভালো কথা বলার সময় লোকের পরিচয় থাকে কিন্তু মারপিট , হুমকি এসবের সময় দেখি তারা কেবলই জনতা হয়ে যায়।
arjo | ০৬ আগস্ট ২০০৮ ১৯:২৪ | 168.26.215.54
এমন ""র"" পাতায় আসতেও ইচ্ছে করে না। তাই এলুম, দেখলুম এবং চললুম।
Blank | ০৬ আগস্ট ২০০৮ ১৯:০০ | 170.153.62.251
আজ ২২ এ শ্রাবন মনে হয়।
Bratin | ০৬ আগস্ট ২০০৮ ১৮:৩৮ | 198.45.18.48
s সে তো আমাদের কয়েক টা ছেলে নেই । পরে চাপ জানি তো । তাই সুযোগ পেয়ে আনন্দ করে নিচ্ছি । এইই আর কি । ঃ-))
sarathi | ০৬ আগস্ট ২০০৮ ১৮:০৬ | 61.14.13.7
r তবে একদিন আড্ডা হোক,
এখানে মেলালে পারেন rajnow@indiatimes.com
r | ০৬ আগস্ট ২০০৮ ১৮:০৪ | 198.96.180.245
আমার র-নেস ছাড়া কিছুই হারাবার নাই। ঃ-(
san | ০৬ আগস্ট ২০০৮ ১৭:৫৮ | 12.144.134.2
আহাহা একটা টাইপোতে এত রি-অ্যাক্ট করো কেন র? উনি কি আর সত্যিসত্যিই তোমার নামটা কেড়ে নেবেন?
r | ০৬ আগস্ট ২০০৮ ১৭:৫৫ | 198.96.180.245
অ্যাঁঅ্যাঁঅ্যাঁ?
r | ০৬ আগস্ট ২০০৮ ১৭:৪৮ | 202.54.176.51
সারথি, আমি ও চেন্নই এ আছি, তবে আমি এখন তাম্বারাম এ থাকি, আগে বেসন্তনগর এ থাকতাম।
sarathi | ০৬ আগস্ট ২০০৮ ১৭:৪৭ | 61.14.13.7
আমি আডয়ার এ আছি , কৃষ্ণা সুইটস বলে একটা খাবারের দোকান কাছেই , জাষ্ট অসা
খালি একটু পকেটে টান পড়ে
s | ০৬ আগস্ট ২০০৮ ১৭:৪৭ | 202.54.176.51
ব্রতীন, রিজু, ইস্টবেঙ্গল কে হারানোর যত আনন্দ করার এখন ই করে নাও, জাতীয় দল থেকে ৭ টা প্লেয়ার ফিরে এলে ঘটিদের আর খুজে পাওয়া যাবে না। পরের ম্যাচ এর সময় আবার কথা হবে, এখন আনন্দ কর।
san | ০৬ আগস্ট ২০০৮ ১৭:১০ | 12.144.134.2
কার্ডরাইস নাহয় খাইনা। কিন্তু পুলিওগোরে তো কেউ তিরুপতি থেকে আনে নাই । এ কি অবিচার ঃ-((
P | ০৬ আগস্ট ২০০৮ ১৭:০৭ | 78.16.21.203
হ্যাঁ হ্যাঁ ঐ তিরুপতি ই । ঐ গোটা পাহাড়টাই একটা সুরক্ষিত জঙ্গল। হরিণে হরিণে ছয়লাপ।
তিরুপতির লাড্ডু ইজ নাথিং , ঐখানে একটা পুলিওগোরে আর কার্ডরাইস দেয় খেতে , সে যে কি অদ্ভুত ভালো কি বলব।
অপ্পন , সবই যদি অফিসিয়ালি টইয়ে রেখে দোবো তাইলে আমার ভবিষ্যতের " অজানা দক্ষিণ ট্যুর অ্যান্ড ট্রাভেল্স" এর টিকিট লোকে পয়্সা দিয়ে কিনবে কেন ?
Arpan | ০৬ আগস্ট ২০০৮ ১৭:০১ | 202.91.136.71
পাল্লিন, মেনি থ্যাংক্স। তবে ওইটা টইতে গেলে ভাল হত না? ঃ)
ভরপেট খেয়ে শপিং করা আমার বিলকুল না-পসন্দ। প্রাণ চায় তখন শোবার জায়গা পেলেই দুদণ্ড গড়িয়ে নিই, তার বদলে বোকার মত দাঁড়িয়ে দাঁড়িয়ে "এইটা ভাল, ঐটাই বা খারাপ কী' এইসব আউড়ে যাওয়া। কোন মানে হয়?
অনুভব করেছি তাই বলছি।
san | ০৬ আগস্ট ২০০৮ ১৭:০০ | 12.144.134.2
কোন স্যাংচুয়ারি? কোন তিরুপতি? মানে বিখ্যাত তিরুপতি কি? আহা তিরুপতির লাড্ডু যে কি ভালো খেতে, ভাবা যায়না। ভারতের একমাত্র তীর্থস্থান যেখানকার থেকে কেউ ফিরলে আমি তীর্থের কাকের মত প্রসাদ দেবে বলে অপেক্ষা করে থাকি ঃ-))))
P | ০৬ আগস্ট ২০০৮ ১৬:৫৭ | 78.16.21.203
হ চেন্নাই। আমাদের কানেজ ছিল প্রায় মহাবলীপুরমের কাছকাছি।
P | ০৬ আগস্ট ২০০৮ ১৬:৫৫ | 78.16.21.203
ঃ-)
একবার আমি বন্ধুদের কাছে বার খেয়ে তিরুপতি থেকে তিরুমালা হেঁটেছিলাম । স্যংচুয়ারি ধরে ধরে।। ছঘন্টা।সেই গরমে। বাঁচিয়ে দিয়েছিল ঐ নিম্বুপানি। সি কি অবোস্তা। চারপা হাঁটি আর পাশের দোকানে গিয়ে হাঁপায় " আন্না, অন্নু উপ্প-নারেঙ্গা-সোডা কুড়ুঙ্গে প্লীজ" ঃ-)
san | ০৬ আগস্ট ২০০৮ ১৬:৫৩ | 12.144.134.2
ও আচ্ছা এটা চেন্নাই এর গল্প। আমি বেঙ্গালুরুর অন্নপূর্ণা আর চল্লিশ কিমি নিয়ে ঘাবড়ে যাচ্ছিলাম।
san | ০৬ আগস্ট ২০০৮ ১৬:৫১ | 12.144.134.2
কিন্তু কোথা থেকে কোথায় চল্লিশ কিমি?
r | ০৬ আগস্ট ২০০৮ ১৬:৪৭ | 198.96.180.245
ঐ মেদ্দুরের দোকানে এক মেঘমেদুর দিনে নিম্বু সোডা চেয়েছিলাম। বলল- নেই। শুধলাম- লেবু আছে? বলল- হ্যাঁ। -সোডা? -হ্যাঁ। -চিনি? -হ্যাঁ। বললাম- তাহলে ওগুলো আলাদা আলাদা নিয়ে এসো। বলল- নিয়ম নেই। তখন অগত্যা- তাহলে ওগুলো দিয়ে নিম্বুসোডা বানিয়ে নিয়ে এসো। -এখন নিম্বুসোডা পাওয়া যাবে না। নেই।
san | ০৬ আগস্ট ২০০৮ ১৬:৪৬ | 12.144.134.2
চল্লিশ কিমি ? এতটাই ভালো জায়গা? আমি যাইনি ঃ-(((
P | ০৬ আগস্ট ২০০৮ ১৬:৪৪ | 78.16.21.203
স্যান , আবার টাইপাতে হবে যে , আমি তো ডিরেক্ট পোষ্টিয়ে দিই ঃ-(
আহা কত রোববার যে চল্লিশ কিমি বাসে ঠেঙ্গিয়ে অন্নপূর্ণায় খেতে যাওয়া হয়েছে..... আর খেয়েদেয়ে ফেরার পথে প্যান্থীয়ন রোডে সস্তার ড্রেস-মেটেরীয়াল শপিং।
sarathi | ০৬ আগস্ট ২০০৮ ১৬:৪১ | 61.14.13.7
সুদীপ্ত , এই উইকএন্ডে অন্নপূর্ণায় যাওয়ার প্ল্যান ছিল , মনে হয় এগিয়ে নিয়ে আসতে হবে
আজ বা কালই যাব ঃ)
san | ০৬ আগস্ট ২০০৮ ১৬:৪০ | 12.144.134.2
এই পাল্লিন এইগুলো টই তেও কপি করে রাখো না। ছমাস পরে আবার কখনো গেলে খুঁজে পাবো কিকরে মহা মুশকিল তো।
P | ০৬ আগস্ট ২০০৮ ১৬:৩৭ | 78.16.21.203
জানতুম এইটা আসবেই। কি যে অখাদ্য খেতে ঐ মেদ্দুর বড়ে যে বলার নয়।
r | ০৬ আগস্ট ২০০৮ ১৬:৩৬ | 198.96.180.245
মেড্ডুর বা মাদ্দুরে বা মেদ্দুরে নেমে মেড্ডুর বা মাদ্দুর বা মেদ্দুর বড়া খেও।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন