ক্যালানোর পরে অরিজিত আর সিফোর কাছে আরো দুটো অ্যাপোলজি লেটার যাবে তো? তাহলেই হলো ঃ-)
Arijit | ৩১ জুলাই ২০০৮ ১৭:৪৬ | 61.95.144.123
সইত্য কইছ। বোধিরে বরং একখান টীকা লিখতে দেই। সিরিয়াস কোশ্চেন ছিলো (কবে যেন বোধিই লিখেছিলো এটা)।
"কল্যাণকামী রাষ্ট্র ফেইল করেছে' - উদাসহ টীকা লিখ, ১৫ নম্বর।
sinfaut | ৩১ জুলাই ২০০৮ ১৭:৪৪ | 66.232.102.157
হানুদা এখন চেকভের কেরানী মোডে চলে গেছে।
h | ৩১ জুলাই ২০০৮ ১৭:৪১ | 125.18.104.1
সিফোঁ আর অরিজিত কে যদি না কেলিয়েছি দ্যাখ।
না সিরিয়াসলি, ভদ্রলোকের কাছে একটা অ্যাপোলোজি লেটার পাঠাতে চাই। এসব ঠিক নয়। লোকের খচে চলে যাওয়া। এমনি টাইম পায় না আসে না ঠিকাছে।
Arpan | ৩১ জুলাই ২০০৮ ১৭:৩৮ | 202.91.136.71
যাঃ!
Paramita | ৩১ জুলাই ২০০৮ ১৭:৩৫ | 59.93.163.209
সেকি শ্যামলবাবু চলে গেলেন কেন? কোন্ টই পড়বো?
Paramita | ৩১ জুলাই ২০০৮ ১৭:৩৩ | 59.93.163.209
কোথায় ইলিশ কোথায় গড়ালো বলা যায় না। সেই নিয়ে প্রচুর মতবিরোধ দেখলাম। তবে কলকাতায় বসে খেয়েছি।
অরিজিৎ, লোকে খাওয়ালো তো। এই কদিনে মোটামুটি মাছ এতো কভার করেছি যে এখন একটু দই-সম্বর খেলে মন্দ হত না ভাব হচ্ছে। তবে এইমাত্র একটু সিটি সেন্টারের হাওয়া খেয়ে এলাম। গত দু ধরে তো কেউ বেরোতেই দিচ্ছিল না এ পাড়ার কয়েকটা জায়গায়।
গুরুভাইদের কল করব শিগ্গিরি। এখন টিক মেরে মেরে আত্মীয়বাড়ি দৌড়োদৌড়ি চলছে। মেয়েরা সারারাত জেটল্যাগে নেত্য করছে ও করাচ্ছে।
শ্যামল দা মাইরি রাগ করে চলে গেলেন, এইটা তে মাঝে মাঝে আমার খুব গ্লানি হয়।
Arijit | ৩১ জুলাই ২০০৮ ১৭:১৯ | 61.95.144.123
এক শহরে থেকে ডেকে খাওয়ালে না? আর কটা দিনই বা...
Paramita | ৩১ জুলাই ২০০৮ ১৭:১৬ | 59.93.163.209
গত দশ বছরে এমন ভালো ইলিশ খাইনি।
Arijit | ৩১ জুলাই ২০০৮ ১৭:১১ | 61.95.144.123
দাও তো ভাই এক প্লেট অমুকতমুক। আর কটা দিনই বা...
Arpan | ৩১ জুলাই ২০০৮ ১৭:০৩ | 202.91.136.71
বালাই ষাট! আমি তো নতুন অ-পিসের কথা কইছিলাম।
chaaraanaa | ৩১ জুলাই ২০০৮ ১৬:৫৩ | 202.140.54.29
তোমরা যে সব বুড়ো খোকা হার্ডিস্ক ভেঙে ভাগ করো তার বেলা???
san | ৩১ জুলাই ২০০৮ ১৬:৫১ | 12.144.134.2
এখনো বহু-বহুদিন বাঁচবো ঃ-))))))
Arpan | ৩১ জুলাই ২০০৮ ১৬:৩৯ | 202.91.136.71
আহা ক'দিনই বা খাবে!
san | ৩১ জুলাই ২০০৮ ১৬:৩০ | 12.144.134.2
আজকাল রোজ বিকেলে এক সামোসাওলা অফিসে পানিপুরি দহিপুরি পাপড়িচাট ভেলপুরি অমুকতমুক আনছে। জীবন আর অতটা দুর্বিষহ নেই ঃ-(
Arijit | ৩১ জুলাই ২০০৮ ১৬:২৪ | 61.95.144.123
একটা পার্টিশনে আজকাল কাজ হয় না। দুটোতেও হয় না। মাল্টিপল পার্টিশন করতে হয়।
chaaraanaa | ৩১ জুলাই ২০০৮ ১৬:১৯ | 202.140.54.29
সব শ্লা দ্বিখন্ডিত !!
Arpan | ৩১ জুলাই ২০০৮ ১৬:১৯ | 202.91.136.71
আরে পাঠাবো ভাই। দাঁড়া না। দাঁড়িয়ে থাক।
r | ৩১ জুলাই ২০০৮ ১৬:১৭ | 125.18.17.16
বাচ্চাগুলো ক্যামন অ-পিস অ-পিস করছে দ্যাকো! দিনেদ্দিন নিজেরা অ্যাক্যাকটা পিস হয়ে যাচ্চে, সেদিকে খ্যায়াল নেই, শুদু অ-পিস, অ-পিস! কেউ কি আর অ-পিস আছে র্যা?
chaaraanaa | ৩১ জুলাই ২০০৮ ১৬:১৬ | 202.140.54.29
এটা দময়ন্তীর জন্য,
আমি সিরাজের বেগম বোধ হয় শ্রীপারাবতের লেখাও নয়। আমাজন আর বিশ্বায়নে খুঁজে দেখলাম, শ্রীপারাবতের লেখা এই নামে কোনও বই নেই।
অ্যাকচুয়েলি (মাথা চুলকে) এই নামে কি কোনও বই আছে? আমি সিনেমাটা দেখেছি, বই আছে বলে শুনি নি কখনও। তুমি কি পড়েছো?
অবিশ্যি, ব্রতীনও কনফার্ম করেছে যখন, তখন নিশ্চয়ই আছে।
Arijit | ৩১ জুলাই ২০০৮ ১৬:০৮ | 61.95.144.123
আমাদের সাড়ে নটা থেকে সাতটা। কিন্তু আপিসের বাস এসে পৌঁছয় মিনিমাম দশটায়। কোন হিসেবে পৌনে নটায় কামালগাজি, নটায় গড়িয়ায় হয়ে সাড়ে নটায় সেক্টর ফাইভ হয় আল্লা জানেন।
chaaraanaa | ৩১ জুলাই ২০০৮ ১৬:০৫ | 202.140.54.29
অর্পণ আমায় ল্যাপটপের অফার পাঠালো না। হ্যাঁ ভাই ...
chaaraanaa | ৩১ জুলাই ২০০৮ ১৬:০৪ | 202.140.54.29
আমার বউ একদিন বার খেয়ে সকাল নটায় আপিসে ঢুকতে গিয়ে এক মাতাল পিওনের মুখোমুখি পড়ে গেছিল, সে তখন রাতের ডিউটি সেরে ফিরছিল। তারপর থেকে কখনও অন্তত পৌনে দশটার আগে আর অফিস ঢোকার চেষ্টা করে নি।
অফিসিয়ালি অফিস খোলার টাইম সকাল নটা।
r | ৩১ জুলাই ২০০৮ ১৬:০৪ | 125.18.17.16
ল্যাপটপ চাই না মা, শুধু ল্যপটা দে। 3 -]
chaaraanaa | ৩১ জুলাই ২০০৮ ১৬:০১ | 202.140.54.29
ওহ্হ্, সেই অফিস শিফ্ট শুনলেই আমাদের সেই আচাজ্জি বিহার থেকে ইনফোসিটি চন্দকায় অফিস শিফ্ট করার কথা মনে পড়ে, অম্লান সাহু কাঁচুমাচু মুখে এসে জানালো সবার আগে তাদের যেতে হচ্ছে, সেখানে নাকি প্রায়ই নন্দনকানন থেকে হাতির পাল আসে হাওয়া খেতে। আর সেই সিকিওরিটির ওড়িয়া উচ্চারণে "বস্ যা রহা হ্যায়, আপ বসকে সাথ চলে জাইয়ে'।
ভুলে বিসরে য়াদেঁ ... আর কদিনই বা ...
Arijit | ৩১ জুলাই ২০০৮ ১৫:৫৮ | 61.95.144.123
ফিকঃ-)
স্যানের কথা মনে পড়লো - আমি প্রথমদিন যেদিন এলাম - মানে জয়েন করবো বলে - আমার অভ্যাস মতন আটটা কুড়ি টুড়ি নাগাদ এসে পৌঁছে গেছি। একটু আগে অবশ্যই, তবে আমি ভেবেছিলুম সাড়ে আটটা থেকে লোক ঢুকতে শুরু করে। এসে দেখি সিকিউরিটি গার্ড তখনো ইউনিফর্ম পরেনি। আমাকে বসতে বল্ল। বসলুম। একটু পরে দেখি কে একজন গামছা পরে একতলা থেকে উঠে এলো - তাপ্পর কিছুক্ষণ পর হাফ পেন্টুল পরে বাইরে এসে কাগজ নিয়ে বসলো। পরে জানলুম সে হল সিস অ্যাডমিন - আগের দিন কি প্রবলেম হয়েছিলো বলে রাতে থেকে গেছিলো। তাপ্পর লোকজন ঘর মুছতে, দরজা-জানলা মুছতে শুরু করলো, এসি অন করলো...সাড়ে নটা নাগাদ লোকজন আসতে শুরু করলো।
Arpan | ৩১ জুলাই ২০০৮ ১৫:৫৬ | 202.91.136.71
তাইলে তো মিটেই গেল। ট্রাফিকের সমস্যা ইত্যাদি।
san | ৩১ জুলাই ২০০৮ ১৫:৫৫ | 12.144.134.2
আচ্ছা অপ্পনের কি ধারণা আমি অফিসের হাউসকিপিং স্টাফেদের মধ্যে পড়ি? তারা ছাড়া অফিসের কাউকে তো নটা এবং ছটার টাইমিং এ দেখতে পাইনা।
r | ৩১ জুলাই ২০০৮ ১৫:৪৮ | 125.18.17.16
আজকের বাণীঃ
ম্যান ও ইজের নিয়ে ম্যানেজার- তোরা ইজের রাখলি, ম্যনকেই বের করে দিলি।
Arpan | ৩১ জুলাই ২০০৮ ১৫:৪৮ | 202.91.136.71
আব্বে, আমি কুন্দনাহাল্লিতে থাকি না। হিন্দুস্থান লিভারের আপিসও ব্রুকফিল্ডে। কুন্দনাহাল্লিতে না।
বাগিনী বলে সস্তার একটা বেশ ভাল বারও আছে। কুন্দনাহাল্লিতে।
sinfaut | ৩১ জুলাই ২০০৮ ১৫:৪৮ | 66.232.102.157
একি ম্যাঞ্জার না টর্পেডো? স্রোতের বিপরীত মুখে ছুটে যায়।
san | ৩১ জুলাই ২০০৮ ১৫:৪৭ | 12.144.134.2
আইটিপিলে একদিনই গেছি। তবে তাতে কিছু আসে যায়না। রাস্তা টাস্তা আমার বিশেষ মনে থাকেনা যতক্ষণ না বাধ্যতামূলক ভাবে একা একা যেতে হয়।
Arpan | ৩১ জুলাই ২০০৮ ১৫:৪৬ | 202.91.136.71
কুন্দনাহাল্লিতে আপিস হলে ব্রুকফিল্ড বা সিএমার ইনস্টিটিউটের কাছে বাড়ি নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। নটা-ছটায় স্রোতের বিপরীত দিকে ভাসতে ভাসতে আসা-যাওয়া করা যাবে।
r | ৩১ জুলাই ২০০৮ ১৫:৪৫ | 125.18.17.16
কুন্দনাহাল্লিতে এক পিস অন্নপূর্ণা হোটেল আছে, হিন্দুস্থান লিভারের একটা ঘ্যামচিক আপিস আছে আর এক পিস অপ্পন আছে- ইন আ নাটশেল।
san | ৩১ জুলাই ২০০৮ ১৫:৪৪ | 12.144.134.2
ফাইনালি শোনা গেল কুন্দনাহাল্লি তে অফিস শিফট করছে। কিন্তু সেটা আগস্ট থেকে ডিসেঃ যেকোন সময়েই হতে পারে ঃ-(((
h | ৩১ জুলাই ২০০৮ ১৫:৪৩ | 125.18.104.1
আজকের প্রশ্ন ঃ ম্যানেজারদের বাদশা না বাদশা দের ম্যানেজার , কে বেসি পাবারফুল।
Arpan | ৩১ জুলাই ২০০৮ ১৫:৪৩ | 202.91.136.71
এয়ারপোর্ট রোড থেকে যেখানে বাঁদিকে বেঁকে আইটিপিএল রিং রোড ধরতে হয়, সেই জায়গাটা কুন্দনাহাল্লি গেট।
ওই পথে আমি শিওর স্যান বেশ কয়েকবার যাওয়া-আসা করেছে। কিন্তু তাও এমন মন্দার বোসটাইপ হাল কেন?
Arijit | ৩১ জুলাই ২০০৮ ১৫:৪২ | 61.95.144.123
বোধি তাকে "ওওওওও দাআআআআদাআআআ' বলেছিলো বলেই কি কুন্দনন্দিনী থেকে কুন্দ কি হলি না হলি হয়ে গেলো?
r | ৩১ জুলাই ২০০৮ ১৫:৪০ | 125.18.17.16
কে কুন্দনন্দিনী, আগে তো দেখি নি....
h | ৩১ জুলাই ২০০৮ ১৫:৩৯ | 125.18.104.1
অনেক কাল আগেকার কথা। কুন্দনন্দিনী বলে সে এক মনোরম জায়্গা ছিল। সেটা কোথায় কেউ জানে না। জানা যাবেও না। কিন্তু সেখানে স্যান বেড়াতে যাবেই যাবে। আর যাবে নাই বা কেন?
Arpan | ৩১ জুলাই ২০০৮ ১৫:৩৯ | 202.91.136.71
এই অংশে।
r | ৩১ জুলাই ২০০৮ ১৫:৩৮ | 125.18.17.16
এফিডেবিট করে বাদশা হয়ে গেলেই হয়।
san | ৩১ জুলাই ২০০৮ ১৫:৩৪ | 12.144.134.2
আর কি করেই বা যায়?
h | ৩১ জুলাই ২০০৮ ১৫:৩১ | 125.18.104.1
কিন্তু তার থেকেও অনেক বেশি লোকের বাদশা হওয়া হয় নি। এই নিষ্ঠুর পৃথিবীতে তারা কদিন ই বা বাঁচবে?
san | ৩১ জুলাই ২০০৮ ১৫:২৮ | 12.144.134.2
কুন্দনাহাল্লি টা পৃথিবীর কোন অংশে?
S | ৩১ জুলাই ২০০৮ ১৫:২৮ | 202.140.54.29
আমার বোধ হয় আর ম্যাঞ্জার হওয়া হল না। আর কদিনই বা ...
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন