এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • sinfaut | ২১ জুলাই ২০০৮ ১৪:৫৯ | 66.232.102.157
  • কমা কমা। ঃ-)
  • sarathi | ২১ জুলাই ২০০৮ ১৪:০৮ | 59.160.220.131
  • ১৯৫৯ এর পর নাকি ইষ্টবেঙ্গল মহামেডানের কাছে তিন গোল খেল ,, কোথাও একটা এই তথ্য চোখে পড়ল
  • Arijit | ২১ জুলাই ২০০৮ ১৩:৫২ | 61.95.144.123
  • আবাপ Theodore-কে লিখেছে "থিও ডোর' (মাঝের গ্যাপটা দ্রষ্টব্য) - টাইপো বলে মনে হয় না।
  • Arpan | ২১ জুলাই ২০০৮ ১৩:০৪ | 202.91.136.71
  • কওনের কিসু তো নাই। প্রথম দলের আট-ন'জন প্লেয়ার বাইরে। যদিও সেটা এক্সিউজ নয়। তবে থিও আর ওকোরোর জুটি এবার সবাইকে ভোগাবে।
  • Arijit | ২১ জুলাই ২০০৮ ১৩:০১ | 61.95.144.123
  • কিন্তু ইশব্যাঙ্গলের নতুন "কিট' (মানে নতুন হলদে পেন্টুলটা) নিয়ে অপ্পন তো কিসুই কইলো না;-)
  • h | ২১ জুলাই ২০০৮ ১২:৫৮ | 125.18.104.1
  • এই লাইনে যারা পড়েছে, বৈজয়ন্ত ডিডিদা বা অন্যরা যাদের কথা জানিনা যারা পড়েছেন, তারা লিখলে ভালো হয়।
  • nyara | ২১ জুলাই ২০০৮ ১২:৫৪ | 64.105.168.210
  • হনু, থ্যান্‌কু। কিন্তু এয়ারপোর্টে গাড়ি লাগবে না। আমাদের বাড়িতে এয়ারপোর্টে কারুকে আনতে যাওয়া একটা উৎসব মতন। এখনও। সন্ধ্যে থেকে সাজোসাজো রব পড়ে যায়। সবাই সিল্কের জামা, বেনারসী শাড়ী নিদেন লাস্ট পুজোর সেরা পোশাক পরে ফ্যালে। তারপর কনভয় এগিয়ে চলে দমদমের দিকে।

    তবে পরে লাগতে পারে। তোমার সঙ্গে যোগাযোগ করার ইচ্ছে আছে। গাড়ির জন্যে নয়। এমনি।
  • h | ২১ জুলাই ২০০৮ ১২:৪৮ | 125.18.104.1
  • দ্রি, আপনার বা ইন ফ্যাকট কারোরি অনুসন্ধিৎসা মেটানো আমার কম্ম নয়। বেসিকালি বই টই যোগাড় করে নেন। তবে আমি সুফিজমের শুরু নিয়ে যে বড় ডিবেট আছে তার উল্লেখ করব, এর পরের পোস্টেই। আপনার প্রথম দিনের প্রশ্নটা ধরে। সেইটাকেই অ্যাড্রেস করেছি বলে মনে হয়। এছাড়া উইকি তো আছেই। আমার উইকি সোর্স ইউজ করতে ভাল্লাগে না। সেটা হগলেই নিজে করে নিতেই পারে, নাথিং নিউ।
    আর অন্যান্য কয়েকটা ইন্টারেস্টিং দিক আছে সেটারো উল্লেখ করার চেষ্টা কারবো। আজ একটু ফাঁকি দিতে যদি পারি , আজ এইখানে দিয়ে দোবো। তবে আজ মাইয়াটার জ্বর আসছে, তাই পালাই পালাই করতাছি, চান্স কম।
  • Arpan | ২১ জুলাই ২০০৮ ১২:৪৮ | 202.91.136.71
  • এইবার ব্যাপক বিজি ছিলাম। নাহলে তোমার আর অরিজিতের সাথে দেখা করার প্ল্যান ছিল। তার ওপরে মোবাইল ফোনটা মাঝপথে দেহ রাখায় নম্বর ইত্যাদি হারিয়ে গেল।
  • h | ২১ জুলাই ২০০৮ ১২:৪২ | 125.18.104.1
  • তুই আবার দাদা বলছিস কেন। আমি তো নানা ভাবে কিসোর হওয়ার চেষ্টা করছি ঃ-)))
  • Arijit | ২১ জুলাই ২০০৮ ১২:৩৭ | 61.95.144.123
  • ইস্‌স্‌স্‌স্‌স্‌স্‌স্‌স্‌স্‌স।
  • Arpan | ২১ জুলাই ২০০৮ ১২:৩৬ | 202.91.136.71
  • না ভেবে দেখলাম বোধিদা বলাই উচিত। আগে বহুত লেগ পুলিং করতাম। সরি।
  • Arijit | ২১ জুলাই ২০০৮ ১২:৩৪ | 61.95.144.123
  • অপ্পন কবে থিকে বোধিদা বলে?
  • Arpan | ২১ জুলাই ২০০৮ ১২:৩৩ | 202.91.136.71
  • বোধিদার লেখা পড়লে এই একটা ভাল জিনিস হয়। নতুন নতুন জিনিস সম্বন্ধে জানার উৎসাহ জন্মায়। সময়ের অভাব বা যে কারণেই হোক, তার কিছুই প্রায় বাস্তবায়িত হবে না জেনেও।

    আবাপ'র একটা লিংক দিলাম (বোধিদা খচে যেও না)। বইটা কিনে ফেলতে ইচ্ছে করছে। তুমি মতামত জানিও।

    http://www.anandabazar.com/19pustak1.htm
  • dri | ২১ জুলাই ২০০৮ ১২:৩৩ | 75.3.201.164
  • না, আসলে এই লেখাটা আমি একটু ক্লোজলি ফলো করছি। মানে আপনি কি কি কতটা কাভার করেন সেই অপেক্ষায় আছি।

    অন্যরা কিছু লিখলেও ভালো হয়। আমি যা চাইছি সেটা পাব কিনা এখনও বুঝতে পারছি না। দেখা যাক।
  • h | ২১ জুলাই ২০০৮ ১২:২৭ | 125.18.104.1
  • দ্রি, সে তো লিখছি। আরো বড় কইরা ক প্যারা লিখে রেখেছি। আজ বা কাল পোস্ট করে দেবো। অন্যরা লিখুক না। আপনারো দেখি লিখতে বলার রোগে ধরলো ঃ-)
  • dri | ২১ জুলাই ২০০৮ ১২:২৩ | 75.3.201.164
  • হানুদা, আপনের লেখা কিন্তু কমপ্লিট হয় নাই।
  • h | ২১ জুলাই ২০০৮ ১২:১৯ | 125.18.104.1
  • ন্যাড়া/পারমিতা, আমার এক পরিচিত দাদার গাড়ির ব্যবসা আছে, মানুষটা খুব ভালো। গাড়ি সহ এক্সট্রা সার্ভিসের প্রয়োজনটা বুঝায়ে পাঠায়ে দেব কিনা বোলো। প্ল্যাকার্ড নিয়া দাঁড়াতেও বলতে পারি। বড় গাড়ি নিয়াও যেটে পারে। আর ওখানে যারা থাকে তারাও এমনি একটু ছেঁকে ধরে ঠিক ই। ওটা এদের রোজগার। তোমার চাপ টা বোঝালে সকলেই বুঝবে।
  • h | ২১ জুলাই ২০০৮ ১২:১৫ | 125.18.104.1
  • গুরুর জনতা, তোমরা যারা অরকুটে আমার লিস্টে ছিলে তাদের জানাচ্ছি যে আমি অ্যাকাউন্ট টা ডিলিটের রিকোয়েস্ট করে দিয়েছি। এ হেবী হ্যাপা। আমার পোসালো না। যোগাযোগ এমনি ই থাকবে। গুরুচন্ডালি তো আর পালিয়ে যাচ্ছে না। ইমেল ও রইলো।

    অন্য পুরোনো বন্ধু যারা গুটি কয় ছিল তাদের ফোন করে জানায়ে দিলাম।
  • Arpan | ২১ জুলাই ২০০৮ ১২:১১ | 202.91.136.71
  • মানে, টাকা নেবার জন্য। ঃ(
  • Arpan | ২১ জুলাই ২০০৮ ১২:১০ | 202.91.136.71
  • কলকাতা এয়ারপোর্টে বেসরকারি পোর্টার মানে প্রচুর ইতিউতি ঘুরঘুর করা সুযোগসন্ধানী লোক। সাহায্য চাইতে হবে না, নিজেরাই কিছু না বলে ট্রলি এনে মালপত্তর গোছাতে শুরু করবে।

    আন্তর্জাতিক উড়ানের যাত্রী মানে পাঁচ থেকে দশ ডলার এরা দাবি করে। সমমূল্যের ভারতীয় টাকা অফার করলেও এরা নিতে উৎসাহিত হয় না।

    আমি এদের কোনবারেই আমার জিনিসপত্রে হাত লাগাতে দেইনি। সঙ্গে প্র্যামে ছোট বাচ্চা থাকা সঙ্কেÄও। ওই হাত লাগালেই টাকা দেবার জন্য ঘিরে ধরবে। ঃ)
  • dri | ২১ জুলাই ২০০৮ ১২:০৮ | 75.3.201.164
  • ওঃ, নেড়ুদা। কত আর নেবে? একশ' টাকা? দুশো টাকা? ঐকটা টাকা আপনার আছে। আরে এখানে কত এয়ারপোর্টে ট্রলি নিতেই তিন ডলার লাগে।

    আপনি কি ইন্ডিয়ান কারেন্সিতে কত রাখবেন সেই চিন্তা করছেন?
  • Arijit | ২১ জুলাই ২০০৮ ১২:০৭ | 61.95.144.123
  • কোন ফ্লাইটে আসছেন তার ওপর ডিপেন্ড করে। মানে সোর্সের ওপর। এক্স ডলার বা এক্স পাউন্ড বা এক্স দিনার ইত্যাদি;-)
  • nyara | ২১ জুলাই ২০০৮ ১২:০০ | 64.105.168.210
  • হ্যাঁ, ওই বেসরকারী পোর্টারদের রেট জানতে চাইছি। আমি কোনবার নিইনি। এবার নিতে হতে পারে।
  • Arijit | ২১ জুলাই ২০০৮ ১১:৫১ | 61.95.144.123
  • ট্রলি তো ফ্রী - নিজ মাল নিজ দায়িত্বে রাখুন। কেউ বয়ে তো দেয় না? মানে হেল্পিং হ্যান্ড চাইলেই পাওয়া যায়, তবে অফিসিয়াল নয়।
  • nyara | ২১ জুলাই ২০০৮ ১১:৪৫ | 64.105.168.210
  • কলকাতা ইন্টারন্যাশনাল টার্মিনালে এখান মাল-বওয়ার রেট কি? কারুর জানা আছে?
  • S | ২১ জুলাই ২০০৮ ১১:২৬ | 202.140.54.29
  • ফরিদা, কী ল্যাপি কিনলে?

    ইদিকে রাষ্ট্রপতি ভবন সংসদ ভবনের আশপাশ একেবারে হটেস্ট হ্যাপেনিংস। পার্লামেন্টের দেওয়ালের পেছন থেকে আওয়াজ ভেসে আসছে, লে-লে সাংসদ ছে আনা, লে-লে এমপি ছে আনা। লালবাতি, নীল বাতি, কার্বাইনধারী পুলিশের দল, প্রয়োজনের থেকে বেশি ট্র্যাফিক মার্শাল রাস্তায় ঘুরছে।

    কালি প্রাতে আরম্ভ হইবে মহারণ।
  • sarathi | ২১ জুলাই ২০০৮ ১১:১৮ | 59.160.220.131
  • b আমি তিনমাসের জন্য চেন্নাই যাচ্ছি , কিছু ইনফো পেলে খুব ভাল হত
  • Shn | ২১ জুলাই ২০০৮ ১০:৪৬ | 121.243.118.106
  • পাল্লিন, দারুণ খবর! পুটকাইকে অনেকখানি আদর, আর অভিনন্দন তোমাদের দু'জনকে।
  • Arijit | ২১ জুলাই ২০০৮ ১০:১৪ | 61.95.144.123
  • কালকে কলকাতা লীগে কোন একটা টিম দেখছিলুম ঠকঠক করে কাঁপতে কাঁপতে তিন গোলে হারলো;-)
  • Arijit | ২১ জুলাই ২০০৮ ০৯:৫৯ | 61.95.144.123
  • পাল্লিন - কনগ্রাচুঃ
  • Ishan | ২১ জুলাই ২০০৮ ০১:১৮ | 12.210.168.214
  • পাল্লিনের ছানাকে হ্যাপি বাড্ডে। ঃ)
  • pharida | ২০ জুলাই ২০০৮ ০৮:১৭ | 122.163.99.131
  • পল্লিন দের অভিনন্দন।

    আমি অনেকদিন পরে এসে কায়ক্লেশে দু লাইন টাইপ করে খপরটা দেখলাম।

    আমার নতুন ল্যাপিটা ভালো খপর দেয় ।

    হুম্‌ম্‌ম্‌ম।
  • pharida | ২০ জুলাই ২০০৮ ০৮:০৭ | 122.163.99.131
  • নতুন ল্যাপি, সদ্য ন্যাপি থেকে বেরিয়ে এখন ট্যাঁ ট্যাঁ করচে।

    আর পারা যায় না।
  • sinfaut | ২০ জুলাই ২০০৮ ০৭:২৩ | 117.195.194.163
  • কে আবার ভ্যান গগ হয়ে গেল?
  • Paramita | ২০ জুলাই ২০০৮ ০৩:৩৫ | 216.10.193.21
  • কা কা কা কা
  • Tim | ২০ জুলাই ২০০৮ ০১:৩০ | 24.127.39.26
  • পাল্লিন্দিদের কনগ্র্যাট্‌স আর পুঁচকুকে অনেক আদর জানিয়ে গেলুম। পুঁটুরানির ছবি আপলোডানো হলেই যেন খবর পাই!
  • Arpan | ২০ জুলাই ২০০৮ ০০:১৯ | 122.252.231.206
  • আরে উনি তোমাকে আর সুদীপ্তকে একই ব্যক্তি ভেবেছেন। ঃ)
  • S | ১৯ জুলাই ২০০৮ ২৩:৪৯ | 122.162.83.98
  • আমি চেন্নাই সম্পর্কে ইনফো দিয়েছি? আমি ??
  • shrabani | ১৯ জুলাই ২০০৮ ২১:২৯ | 59.94.101.13
  • পাল্লিন,
    কনগ্র্যাটস! পুচকিটার জন্য অনেক আদর রইল।
  • a x | ১৯ জুলাই ২০০৮ ২০:২৪ | 76.247.246.152
  • atreyid@gmail.com
  • h | ১৯ জুলাই ২০০৮ ২০:০৯ | 220.225.84.122
  • অক্ষ, তোমার ইমেল টা দেবে? মানে যেটা পাবলিকলি দেওয়া যায়?
  • a x | ১৯ জুলাই ২০০৮ ১৯:৫৫ | 76.247.246.152
  • আরে র‌্যাটাস, আমি তো সব ভদ্দরনোকেদেরই বাবু ও মশাই বলে থাকি, জাতি, ধর্ম, লিঙ্গ নির্বিশেষে। তা পুঁটুরাণী বলে কি ভদ্দরনোক না?
  • dri | ১৯ জুলাই ২০০৮ ১১:৫৮ | 75.3.201.164
  • ন্যাড়াদা কি অল সেট টু গো? উড়ছেন কবে?
  • nyara | ১৯ জুলাই ২০০৮ ১১:২৫ | 64.105.168.210
  • পার্মিত, চমৎকার খবর। অভিনন্দন।
  • b | ১৯ জুলাই ২০০৮ ১১:১৮ | 122.164.240.13
  • অনেক গুরু এবং চন্ডাল চেন্নাই সম্পর্কে info দিয়েছেন, তেনাদেরকে ধন্যবাদ, বিশেষ করে S এবং অর্পণ। বর্তমানে কোট্টুরপুরম্‌-এ একটা বাড়িতে আছি, আপনাদের সবার সপরিবারে নেমন্তন্ন রইলো। সুস্থ এবং অসুস্থ ( শংকর নেত্রালয়, ভেলোর) দুই অবস্থাতে-ই।
  • dri | ১৯ জুলাই ২০০৮ ১০:৪৫ | 75.3.201.164
  • আমিও হ্যান্ড স্যানিটাইজার লাগিয়ে পুঁটিরাণীকে একটু কিলিকিলি করে দিই। আর মা বাবাকে কনগ্র্যাট্‌স।
  • Riju | ১৯ জুলাই ২০০৮ ১০:৪০ | 121.247.231.24
  • পাল্লিন ,তোমাদের অভিনন্দন, শুভেচ্ছা আর পুঁটি সোনাকে অনেক ভালোবাসা ও আশীর্বাদ
  • h | ১৯ জুলাই ২০০৮ ০৯:১১ | 220.225.84.122
  • পাল্লিন, তোমাদের তিনজনেরে অনেক অভিনন্দন।
  • sinfaut | ১৯ জুলাই ২০০৮ ০৯:০১ | 117.195.199.103
  • অনেকানেক শুভেচ্ছা পাল্লিন ও হ্যান্ডলিন। ছানা পুঁটিকে অনেক আদর।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত